পররাষ্ট্র মন্ত্রণালয় এর অধীন প্রশাসনিক কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০০৪

প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান

পররাষ্ট্র মন্ত্রণালয় এর অধীন প্রশাসনিক কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০০৪

Administrative Officer under the Ministry of Foreign Affairs recruitment examination question and answers – 2004

পরীক্ষার তারিখঃ০৫/0৩/২০০৪

Exam held on: 05/03/2004

বাংলা অংশ 

১. ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ — কার রচনা?

মীর মশাররফ হোসেন

রবীন্দ্রনাথ ঠাকুর

কাজী নজরুল ইসলাম

মাইকেল মধুসূদন দত্ত

২. নিচের কোন গল্পটি জাতীয় কবি কাজী নজরুর ইসলামের লেখা?

পদ্ম গোখরা

কাবুলিওয়ালা

বই কেনা

জোঁক

৩. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কব্যগ্রন্থ নয়?

অগ্নিবণা

সোনারতরী

চিত্রা

বলাকা

৪. ‘তিলে তৈল হয়’ — এ বাক্যে কোন কারকে কোন বিভক্তি বিদ্যমান?

কর্তৃকারকে প্রথমা

অপাদান কারকে তৃতীয়া

সম্প্রদান কারকে চতুর্থী

অধিকরণ কারকে সপ্তমী

৫. এত ধন দৌলত বিলাচ্ছ কেন? তুমি কি দানবীর মোহসীন হলে নাকি? — এ বাক্যে কোন মোহসীন -এর কথা বলা হয়েছে?

মোহসীন -উল মূূলক

হাজী মুহাম্মদ মোহসীন

কে এম মোহসীন

মোহসীন শস্ত্রপণি

৬. ‘গাজী মিয়ার বস্তনী’ কে রচনা করেন?

ড. মুহম্মদ শহীদুল্লাহ

মীর মশাররফ হোসেন

ড. এস এম লুৎফর রহমান

রশীদ করীম

৭. ‘কবর’ নাটক কার রচনা?

শহীদুল্লাহ কায়সার

জহির রায়হান

মুনীর চৌধুরী

সত্যেন সেন

৮. ‘কর্মে যার ক্লান্তি নেই’– এই বাক্যাংশের সংক্ষিপ্ত রুপ কি?

ক্লান্তিহীন

অক্লান্ত

অক্লান্ত কর্মী

অবিশ্রাম

৯. ‘বিরাগী’ শব্দের অর্থ কি?

উদাসীন

প্রতিকূল

রাগহীন

বিশেষভাবে রুষ্ট

১০. ‘ঠোঁট -কাটা ‘ বলতে কি বোঝায় ?

অহঙ্কারী

স্পষ্টভাষী

মিথ্যাবাদী

পক্ষপাতদুষ্ট

 

১১. ‘বিষাদ-সিন্ধু’ কার রচনা?

কায়কোবাদ

মীর মশাররফ হোসেন

মোজাম্মেল হক

ইসমাইল হোসেন সিরাজী

১২. ‘যা সহজে অতিক্রম করা যায় না’— এ বাক্যাংশের সংক্ষিপ্ত রুপ কি?

অনতিক্রম্য

অলঙ্ঘ্য

দুরতিক্রম্য

দুর্গম

১৩. ‘ব্যাঙের সর্দি’— অর্থ কি?

রোগ বিশেষ্য

সম্ভাব্য ঘটনা

অসম্ভব ঘটনা

প্রতারণা

১৪. ‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন ?

রবীন্দ্রনাথ ঠাকুর

সত্যেন্দ্রনাথ দত্ত

কাজী নজরুল ইসলাম

জসীমউদ্দিন

১৫. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?

চোখের বালি

বলাকা

ঘরে-বাইরে

রক্তকরবী

১৬. কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদন্ড হয়েছিল?

বিদ্রোহী

আনন্দময়ীর আগমনে

কান্ডারী হুশিয়ার

অগ্রপথিক

১৭. সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন?

মোহাম্মদ নাসির উদ্দিন

আবুল কালাম শামসুদ্দীন

কাজী আব্দুল ওদুদ

সিকান্দার আবু জাফর

১৮. কোনটি ঠিক?

গোরা ( নাট্যগ্রন্থ)

বিদ্রােহী ( কাব্যগ্রন্থ)

পথের দাবী ( উপন্যাস)

একাত্তরের দিনগুলো ( উপন্যাস)

১৯. ‘ভিক্ষকটা যে পেছনে লেগেই রয়েছে, কী বিপদ! ‘ এ বাক্যের ‘কী’ -এর অর্থ —

ভয়

রাগ

বিরক্তি

বিপদ

ইংরেজী অংশ  

1. Choose the correct sentence:

Everybody have gone there

Everybody are gone there

Everybody has gone there

Everybody has went there

2. Choose the correct preposition : My brother has no appetite — food

at

for

to

in

3. Fill in the blank with the right option: I am looking forward — you.

to seeing

seeing

to see

to have seen

4. choose the correct passive form of ” Who will do the work”?

who will be done the work?

who will done the work?

By whom will the work be done?

whom will the work be done?

5. choose the correct tense”

I have looked for a good doctor before I met you

I had looked for a good doctor before I met you

I looked for a good doctor before I had met you

I am looking for a good doctor before meeting you

6. Fill in the blank with the correct preposition: I have been suffering — fever for the last two days .

with

from

in

of

7. He divided the money —- the two children.

among

between

in between

over

8. A reward has been announced for the employees who —- hard.

have worked

has worked

will be work

have had worked

9. No one can — that he is clever.

defy

admire

deny

denounce

10. The tree has been blown —- by the strong wind.

away

up

off

out

 

11. He stopped his car — when the light turned red.

abruptly

equiatably

ambiguously

incisively

12. The passive form of the sentence ‘Some children were helping the wounded man.’

The wounded man was helped by some children

The wounded man was helping some children

The wounded man was being helped by some childrem

The wounded man was to be helped by some children

13. I have read the book —- you lent me.

that

whom

whose

what

14. Water boils—— you heat it to 100 degree Centigrade.

Unless

untill

if

although

15. He gave up — football when he got married

to play

playing

play

of playing

16. I opened the door as soon as I — the bell.

have heard

was hearing

am heard

heard

17. The children were entrusted —- the care of their uncle.

with

for

to

at

18. — is not the only thing that tourists want to see.

A scenery

Sceneries

The sceneries

Scenery

গণিত অংশ  

১. ২৫ ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কাটা হলো যে এক অংশ অন্য অংশের ১/৪ হয়। ছোট অংশটির দৈর্ঘ্য হবে-

৬ ফুট

৫ ফুট

৪ ফুট

৭ ফুট

২. একটি সংখ্যার ১২% নিলে ৯৬ পাওয়া যায়, সংখ্যাটি কত?

১২০

১০০০

৭২০

৮০০

৩. a/b = p /q হলে কোনটি সঠিক?

bp=aq

ap=bq

ab=pq

কোনোটিই নয়

৪. একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৪ মিটার বেশি এর ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার হলে, পরিসীমা কত?

৫৬ মিটার

১২৮ মিটার

৮৪ মিটার

৭৪ মিটার

৫. একটি ত্রিভুজাকৃতি জমির ভূমির পরিমাণ ৮০ মিটার এবং উচ্চতার পরিমাণ ৪৫ মিটার । জমির ক্ষেত্রফল হবে-

১৮০০ বর্গমিটার

৯০০ বর্গমিটার

৩৬০০ বর্গমিটার

২৪০০ বর্গমিটার

৬. নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম ?

১/৩

৩/৬

২/৭

৫/২১

৭. এক লিটার পানির ওজন হবে-

১০০ গ্রাম

৫০০ গ্রাম

১০০০০ গ্রাম

১০০০ গ্রাম

৮. ১৮ ইঞ্চি উঁচু একটি বাক্সের দৈর্ঘ্য ৩ ফুট এবং প্রস্থ ২ ফুট। বাক্সটির আয়তন কত?

৮ ঘনফুট

৯ ঘনফুট

১০৮ ঘনফুট

৬ ঘনফুট

৯. ৫ বছর পূর্বে পিতার ও পুত্রের বয়সের যোগফল ছিল ৬০ বছর । বর্তমানে পুত্রের বয়স ২০ হলে পিতার বর্তমান বয়স কত?

৪৫ বছর

৪০ বছর

৫৫ বছর

৫০ বছর

১০. এক কেজি খাঁটি দুধে ২০০ গ্রাম পানি মিশ্রিত করলে মিশ্রিত দুধে পানির পরিমাণ হবে-

১/৫ অংশ

১/৬অংশ

১/৮অংশ

১/১০ অংশ

 

১১. একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ পাঁচটি কোণের সমষ্টি হবে-

৩৬০ ডিগ্রী

৫৪০ ডিগ্রী

৪৫০ ডিগ্রী

২৭০ ডিগ্রী

১২. একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের পরিমাণ ৫০ ডিগ্রী হলে অপর দুটি কোণের প্রত্যেকটির পরিমাণ হবে-

৫৫ ডিগ্রী

৭৫ ডিগ্রী

৬০ ডিগ্রী

৬৫ ডিগ্রী

১৩. একটি দ্রব্যের বিক্রয়মূল্য ৯২ টাকা । এতে বিক্রেতার লাভ হয় ১৫% । দ্রব্যটির ক্রয়মূল্য কত?

৭০ টাকা

৯০ টাকা

৮৫ টাকা

৮০ টাকা

১৪. সুদের হার কত হলে ১০০ টাকা সরল সুদে ৮ বছরে দ্বিগুণ হবে?

১২.৫%

১৬%

১০%

১০.৫%

১৫. একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিন কোণের পরিমাণ হবে-

৬০ ডিগ্রী, ৬০ ডিগ্রী,৬০ ডিগ্রী,

৪০ডিগ্রী , ১০০ ডিগ্রী , ৪০ ডিগ্রী

৫০ ডিগ্রী , ৯০ ডিগ্রী, ৪০ ডিগ্রী

৪৫ ডিগ্রী , ৯০ ডিগ্রী , ৪৫ ডিগ্রী

১৬. x:y=a:b, যদি x=6 , y=5 এবং a=36 হয় তবে b=কত?

৩৫

৩০

১২

১৭. একটি জমির পরিমাণ ৫ কাঠা হলে, তা বর্গফুটে হবে-

৩০০০ বর্গফুট

৩২০০ বর্গফুট

৩৬০০ বর্গফুট

৪০০০ বর্গফুট

১৮. একটি চাকার পরিধি ৮ ফুট । ১ কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে?

৫০০

৪২০

৪১০

৪৬০

সাধারণ জ্ঞান অংশ  

১. বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন ?

শাহ আবদুল হামিদ

মোহাম্মদ উল্লাহ

সৈয়দ নজুরুল ইসলাম

এ এইচ এম কামারুজ্জামান

২. টুপাক আমারু কি?

একটি ফলের নাম

পেরুর বামপন্থী গেরিলা সংগঠন

একজন বিখ্যাত পন্তিত

একটি দর্শনীয় স্থান

৩. সংসদ ভবনের স্থপতি কে ?

মাজহারুল হক

লুই আইকান

এফ আর খাঁন

নভেরা আহমেদ

৪. তত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাস করা হয়?

২১ ফেব্রুয়ারি , ১৯৯১

২২ ফেব্রুয়ারি ,১৯৯২

২৭ মার্চ , ১৯৯৬

২৮ এপ্রিল, ১৯৯৭

৫. পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?

চাঁদপুর

সিরাজগঞ্জ

গোয়ালন্দ

ভোলা

৬. যমুনা সেতুর পিলার কয়টি?

৭৫ টি

৫৯ টি

৫০টি

৪৫ টি

৭. কুমিল্লা বার্ড -এর প্রতিষ্ঠাতা কে?

মোাহাম্মদ আয়ুব খান

আখতার হামিদ খান

আব্দুল হামিদ খান ভাসানী

এ কে ফজলুল হক

৮. ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?

ঢাকায়

লাহোরে

করাচিতে

নারয়ণগঞ্জ

৯. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

ময়নামতি

সোনারগাঁও

ঢাকা

পাহাড়পুর

১০. সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়?

১৯৮৫ সালে ঢাকায়

১৯৮৩ সালে দিল্লিতে

১৯৮৪ সালে কলম্বোতে

১৯৮৬ সালে মালেতে

 

১১. বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের ?

রাঙামাটি

রংপুর

কুমিল্লা

সিলেট

১২. ‘অপরাজেয় বাংলা ‘ কি?

একটি পুস্তকের নাম

মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী একটি ভাস্কর্য

একটি সড়কের নাম

একটি ছায়াছবির নাম

১৩. নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত?

৪ বছর

৩ বছর

৫ বছর

৭ বছর

১৪. জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?

অ্যামোনিয়া

টিএসপি

ইউরিয়া

সুপার ফসফেট

১৫. বংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি ?

সেন্টমার্টিন

মহেশখালী

হাতিয়া

সন্দ্বীপ

১৬. কোনটি জি-৮ ভুক্ত দেশ নয়?

কানাডা

অস্ট্রেলিয়া

যুক্তরাজ্য

ইতালি

১৭. মোহাম্মদ আল বারদি কোন সংস্থার প্রথান?

WHO

UNHCR

WTO

IAEA

১৮. জার্মানির মুদ্রার নাম —

মার্ক

দিনার

পেসো

ইউরো

১৯. উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত?

এশিয়া

দক্ষিণ আমেরিকা

আফ্রিকা

অস্ট্রেলিয়া

২০. সম্প্রতি ইরানের কোন শহরে প্রলয়ঙ্করী ভূমিকম্প আঘাত হানে?

ইস্ফাহান

বন্দর আব্বাস

বাম

সিরাজ

 

২১. টেস্টে মোট রান সংগ্রহকারী ক্রিকেটারদের মধ্যে শীর্ষস্থানে আছেন–

শচীন টেনডুলকার

জাভেদ মিয়াঁদাদ

সুনীল গাভাঙ্কার

স্টিভ ওয়াহ

২২. সম্প্রতি বাংলাদেশের ১৫ জন সামরিক অফিসার প্লেন দুর্ঘটনায় কোথায় মারা যান?

সিয়েরা লিওন

বেনিন

লাইবেরিয়া

লেবানন

২৩. টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের অধিকারী কে?

ব্রায়ান লারা

ম্যাথু হেইডেন

হানিফ মোহাম্মদ

গ্যারি সোবর্স

২৪. ২০০৩ সালে বাংলাদেশ সফরকারী সর্বশেষ সরকার প্রধান কে?

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

নেপালের প্রধানমন্ত্রী

সিয়েরা লিওনের প্রধানমন্ত্রী

২৫. সুয়েজ খাল কোন দেশে অবস্থিত?

দক্ষিণ আফ্রিকা

আলজেরিয়া

মিশর

ব্রাজিল

২৬. সর্বশেষ কোন দেশ মহাশূন্যে মানুষ প্রেরণ করেন?

ব্রিটেন

রাশিয়া

ফ্রান্স

চীন

২৭. কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ সংস্থা নয় ?

IBRD

IDA

IMR

IFC

২৮. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কোন তারিখে?

৬ আগস্ট ১৯৪৫

৯ আগস্ট ১৯৪৫

১২ আগস্ট ১৯৪৫

১৪ আগস্ট ১৯৪৫

২৯. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?

মার্গারেট থ্যাচার

ইন্দিরা গান্ধী

শ্রীমাভো বন্দরনায়েকে

গোল্ডা মেয়ার

৩০. ক্লিওপেট্রা কোন দেশের রানী ছিলেন?

মিশর

রোম

লেবানন

গ্রিস

 

৩১. বায়ুমন্ডলে অক্সিজেনের পারমাণ কত?

২০.০১%

২১.০১%

২১.০৭%

২০.৭১%

৩২. লেবুর রসে কোন এসিড থাকে?

হাইড্রোক্লোরিক

সাইট্রিক

সালফিউরিক

নাইট্রিক

৩৩. সৌরজগতের সবচেয়ে বড় গ্র্রহ কোনটি?

বৃহস্পতি

শনি

পৃথিবী

মঙ্গল

৩৪. কোথায় বস্তুর ওজন সবচেয়ে বেশি?

মরু অঞ্চলে

ভূ-কেন্দ্রে

মেরু অঞ্চলে

বিষুবীয় অঞ্চলে

৩৫. সূর্যকিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়?

ভিটামিন এ

ভিটামিন বি

ভিটামিন ই

ভিটামিন ডি

৩৬. উচ্চ পর্বতের ওপর স্ফুটনাঙ্ক কমে যায়, কারণ ঐ উচ্চতায়—

বায়ুর চাপ বেশি

বায়ুর চাপ কম

সূর্যতাপের প্রখরতা বেশি

সূর্যতাপের প্রখরতা কম

৩৭. যে মসৃণতলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে —

দর্পণ

লেন্স

প্রিজম

বিম্ব

৩৮. কোন জলজ জীবটি বাতাসে শ্বাস নেয়?

শুশুক

তিমি

ইলিশ

হাঙ্গর

৩৯. তড়িৎশক্তিতে রুপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে–

অ্যামপ্লিফায়ার

জেনারেটর

লাউড স্পিকার

মাইক্রোফোন

৪০. কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়?

লৌহ

ইউরেনিয়াম

প্লুটেনিয়াম

নেপচুনিয়াম

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!