৩৮তম বিসিএস প্রিলিমিনারি (MCQ) পরীক্ষার প্রশ্ন ও সমাধান ।
২৯/১১/২০১৭ তারিখে অনুষ্ঠিত
38th BCS Preliminary (MCQ) Exam Question and Answer 2017.
বিস্তারিত প্রশ্নোত্তরঃ
বাংলাদেশ বিষয়াবলি:
১. বাংলাদেশের তৈরী প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম : ব্র্যাক অন্বেষা
২. বাংলাদেশ এবং মিয়ানমারের সমুদ্রসীমা বিরোধ নিস্পত্তি করে কোন সংস্থা : International Tribunal for the Law of the Sea
৩. বাংলাদেশ সর্বাধিক পরিমান অর্থের পণ্য আমদানি করে : চীন থেকে
৪. মুজিবনগর সরকারের ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন: এ এইচ এম কামরুজ্জামান
৫. কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল : বাঙালী জাতীয়তাবাদ
৬. ১৯৫৪ সালে পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচনে যুক্ত ছিলেন না : নবাব স্যার সলিমুল্লাহ
৭. জুম চাষ হয় : খাগড়াছড়িতে
৮. চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক : রাঙামাটিতে জেলায়
৯. বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় : ১৯৭৪ সালে
১০. বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান : নিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে
১১. বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক: বাংলাদেশ কৃষি ব্যাংক
১২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধানের কোন ধারায় সকল নাগরিকের সমান অধিকারের কথা বলা হয়েছে : ধারা ২৭
১৩. বাংলাদেশ ইকোনমিক রিভিউ ২০১৬ অনুসারে বাংলাদেশের শিশু মৃত্যুর হার (প্রতি হাজার জীবিত জন্মে): ৩১ জন ; [৩০জন]
১৪. ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে প্রতিবছর বাংলাদেশের গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষমাত্রা: ৭.৪%
১৫. ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল – ৬.০%
১৬. বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় : প্রাকৃতিক গ্যাস
১৭. প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা : চট্টগ্রাম ‘
১৮. নিম্নের মোঘল সম্রাটদের মাঝে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন : বাবর
১৯. ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় ১৯৬৬সালের – ফেব্রুয়ারিতে
২০. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল :৫ বছর.
২১. দেশের কোন এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে: কোনোভাবেই প্রার্থী হতে পারবেন না *
২২. কোনটি স্থানীয় সরকার নয় : পল্লী বিদ্যুৎ
২৩. আইন প্রণয়নের ক্ষমতা – জাতীয় সংসদের
২৪. সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না কিন্তু সরকারের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে- সুশীল সমাজ
২৫. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স : ৩৫ বছর
২৬. বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে কয়টি ভাগে ভাগ করা হয় : ১৫ ভাগে
২৭. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডবল সেন্ঞ্চুরী করেন : মুশফিক
২৮. নিচের কোনটি নাগরিকের দায়িত্ব: রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা
২৯. মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত আছে: ৩ টি
৩০. পার্বত্য চট্টগ্রাম শান্তচুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ;১৯৯৭।
বাংলা
*বীরবল ছদ্মনাম- প্রমথ চৌধুরি
*মুনীর চৌধুরীর মুখরা রমণী বশীকরণ- অনুবাদ নাটক
*পূর্বাশা পত্রিকার সম্পাদক- সঞ্জয় ভট্টাচার্য
*কত সালে মেঘনাদবধ কাব্য প্রকাশ হয়- ১৮৬১
*Null and void এর পরিভাষা- বাতিল
*কোন বানান শুদ্ধ- স্বায়ত্বশাসন
*গিন্নি শব্দ – অর্ধতৎসম
*শ্রদ্ধা শব্দের প্রকৃতি প্রত্যয়- শ্র+√ধা-আ
*পুষ্পসৌরভ কোন সমাসে- তৎপুরুষ
*সূর্য শব্দের সমার্থ- অর্ক
English Literature
1. Correctly spelt word. Answer: heterogeneous
2. Among is a preposition that is used when….. Answer: more than two
3. Which period is known as the “The golden age of English literature”? Answer: The Elizabethan age
4. Which one is the correct indirect narration? Answer: No correct answer
5. Which word is closest in meaning to “Franchise”? Answer: Privilege
6. ‘Once in a blue moon’ means- Answer: very rarely.
7. ‘Jacobean Period’ of English Literature refers to- Answer: 1603-1625
8. A retired officer lives next door. Here the underlined word is used as a/an:- Answer: participle
9. Eight men were concerned___ the plot. Answer: with
10. When the water___ it turns into ice. Answer: freezes
11. Which one is the correct antonym of ‘frugal’? Answer: spendthrift
12. ‘Take the bull by the horse’ means. Answer: To challenge the enemy with courage
13. I still have ___ money. Answer: a little
14. Compound structure of “Though he is poor, he is honest”.: He is poor but honest
15. “Alone, alone, all, all alone…….”
Answer: The Rime of the Ancient Mariner
16. “For God’s sake hold your tongue and let me love”. Answer: John Donne
17. Tourists____their reservations well in advance if they want to fly to Cox’s Bazar. Answer: had better get
18. The sun went down. Answer: adverb
19. Author of ‘Man and Superman’. Answer: G.B. Shaw
20. The most famous satirist in English literature is—Answer: Jonathan Swift
21. Plural of ‘louse’. Answer: lice
22. Choose the correct sentence. Answer: He refrained from taking any drastic action
23. Which one of the following words is in singular form? Answer: radius
24. Passive voice of “It is impossible to do this.” Answer: This is impossible to done
25. Who wrote the epic? Answer: John Milton
26. The literary term ‘euphemism’ means. Answer: wise saying
27. Mutton is…. Answer: Material noun
28. Reading is….. Answer: Gerund
29. Distributive pronoun. Answer: either
30. Who is not Victorian poet? Answer: Alexander Pope
31. A speech of too many words is called-. Answer: A verbose speech
32. ‘Strike while the iron is hot’ is an example of- Answer: Adverbial clause
33. The play ‘The Spanish Tragedy’ is written by- Answer: Thomas Kyd
34. Famous Indian famous novelist. Answer: R. K. Narayan
35. The word ‘Panegyric’ means. Answer: elaborate praise
গণিত
1. |2x-3|<=1
-1<=2x-3<=1
-1+3<=2x-3+3<=1+3
2<=2x<4
C) 1<=x<=2
2. একটি সমান্তর ধারার পঞ্চম পদ ১৮ এবং প্রথম ৫টি পদের যোগফল ৭৫ হলে প্রথম পদ?
a+4d = 18—-(1)
5 {2a+4d} = 75*2
a + 2d = 15
2d = 15-a
so, a + 2(15-a) = 18
a = 12
৩. সমাবহু ত্রিভুজের ক্ষেত্রফল = (root3/4) *a^2 (D)
৪. মি: রেজা তার সম্পদের ১২% স্রী কে, ৫৪% ছেলেকে এবং অবশিষ্ট ৭২০০০০ টাকা মেয়েকে দিলেন। তার মোট সম্পদ??
{100-(12+58)}% = 720000
100% =720000*100/30 = 2400000
৫.
18root3
৬. logx(1/8) = – 2
x^-2 = 1/8
x = 2 root2
৭.
2^x + 2^x-1 = 3
(0,1) D (Option Test)
৮. একটি কোনের মান তার পুরক কোনের অর্ধেকের সমান।কোনটি কত?
30,60
Ans,= 30
৯.
Sin® = AB/AC = 1/2
® = 30
১০.
A = { x:x Fibonacci সংখ্যা এবং x^2 < 64} P(A) এর উপাদান সংখ্যা
?
A = {0,1,1,2,3,5}
A = { 0,1,2,3,5}
2^5 = 32
১১.
কমিটির সংখ্যা
9C3 = 84
১২.
30-40
probability = 5/11
১৩.
৮৮% & ১১০%
পার্থক্য = ২২%
৫টা = ১১০
১—-= ২২%
সুতরাং = 4 টি
১৪.
3*4 = 12
১৫.
3 yr = 3/8
1 yr = 1/8 = 12.5%
১৫.
1/8 = 1/12 + 1/x
x = 24
১৬.
৩৬৫/৭ R = ১
বৃহস্পতিবার + ১ = শুক্রবার
১৭.
48/2 = 26
Odd = 29
১৮. মোলিক সংখ্যা নয় = ২৫৩, ১১ দ্বারা বিভাজ্য
১৯.
৫ ১২ ১৩
১৩ কি.মি
২০. ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা যোগফল
= ৫০৫০
আন্তর্জাতিক বিষয়াবলি:
১. ফিফা ২০২২ হবে- কাতার
২. ওআইসির দাপ্তরিক ভাষা- তিনটি (আরবি+ইংরেজি+ ফ্রেন্স)
৩. এসডিআইকে বলা হতো- তারকা যুদ্ধ (সমালোচকরা বলতেন)
৪. কপ-২১এ অংশগ্রহণকারী জাতি- ১৯৬ (১৯৫দেশ + ইইউ)
৫. রোহিঙ্গারা নাগরিকত্ব হারায়- ১৯৮২ সালে
৬. অক্টোবর বিপ্লবের নেতৃত্ব- লেনিন দিয়েছেন
৭. দুই পরাশক্তির মাঝের দেশ- বাফার স্টেট
৮. পিংপং হচ্ছে- টেবিল টেনিস
৯. বিআরআই প্রস্তাবক- চিন
১০. জাতিসংঘের সহযোগী সদস্য নয়- আসিয়ান
১১. সার্কের সদরদপ্তর- কাঠমাণ্ডু, নেপাল
১২. ১৯৯৫ গোল্ডেন জুবেলি- জাতিসংঘ (১৯৪৫ সালে প্রতিষ্ঠিত। ৯৫ এ ৫০ বছর)
১৩. অ্যামেনেস্টি ইন্টারন্যাশন্যাল- মানবাধিকার সংগঠন
১৪. ইউএনএইচসিআর সদরদপ্তর -জেনেভা
১৫. ভারতের প্রাচীন রাজনৈতিক দল- ন্যাশনাল কংগ্রেস
১৬. ওজনস্তর রক্ষা বিষয়ক চুক্তি- মন্ট্রিল প্রোটোকল
১৭. নৈরাজ্য হলো- নব্য মার্কসবাদ
১৮. প্রাকৃতিক আইনের উদ্ভব-জন লক, হবসন হুগো, গ্রেসিয়াস এর লেখনী থেকে
১৯. ইমপেরিয়ালিজম, দ্য হাইয়েস্ট স্টেশ অব ক্যাপিটালিজম- লেনিন লিখেছেন
২০. গুয়ামের গভর্নর- অ্যাডি ক্যালভো