বাংলাদেশ পোষ্ট অফিস এর মেইল অপারেটর/ স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর/ নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার প্রশ্ন ও উত্তর-২০১৯

বাংলাদেশ ডাক বিভাগ

বাংলাদেশ পোষ্ট অফিস এর মেইল অপারেটর/ স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর/ নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার প্রশ্ন ও উত্তর-২০১৯

পরিক্ষার তারিখ-২৩-০৮-২০১৯

Bangladesh Post Office mail operator/stenotypist cum computer operator/lower assistant cum computer Typist exam question and answer-2019

পোষ্ট অফিসের মেইল অপারেটর ২০১৯

পোষ্ট অফিস মেইল অপারেটর প্রশ্ন-২০১৯

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
1. শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত- যশোর
2. ২০১৮ সালের রাশিয়া ফুটবল বিশ্বকাপের মাসকটের নাম কি ছিল- জাবিভাকা
3. ইন্টারনেট কত সালে চালু হয়- ১৯৬৯
4. বাংলাদেশের স্থাপিত প্রথম কম্পিউটারের নাম কি- আইবিএম ১৬২০
5. বাংলাদেশের প্রথম পারমাণবিক কেন্দ্রের ইউনিট কয়টি- ২
6. ভিওআইপি কি- ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল
7. CPU কে কত ভাগে ভাগ করা যায়- ৩
8. MRT এর পূর্ণরূপ কি- Mass Rapid Transport
9. রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি কত মেগাওয়াট- ১৩২০
10. জি-৭ এর ৪২ তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়- জাপান
11. বাংলাদেশের সংবিধান গণপরিষদে উত্থাপিত হয় ১৯৭২ সালের- ১২ অক্টোবর
12. বিশ্বের বৃহত্তম বইমেলা অনুষ্ঠিত হয় কোথায়- ফ্রাংকফুর্ট (জার্মানি)
13. মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কে প্রতিষ্ঠা করেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
14. বাংলাদেশের কোন পণ্য সর্ব প্রথম ভৌগোলিক নির্দেশক জিআই সনদ পায়- জামদানি শাড়ি
15. মাইক্রো প্রসেসরের কোন অংশটি ডাটা প্রসেসিং এ ব্যবহৃত হয়- ALU
16. 14 তম G-20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়-
17. বাংলাদেশের প্রথম লোহার খনি আবিষ্কৃত হয় কোথায়-দিনাজপুর
18. কোন দেশের মন্ত্রিসভার অর্ধেক সদস্য নারী- দক্ষিণ আফ্রিকা
বাংলা অংশ সমাধানঃ
19. গায়ক এর সন্ধি বিচ্ছেদ কোনটি- গৈ + অক
20. কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি- কামিন
21. ন্যাকামিটা এখন রাখো” বাক্যে ন্যাকামি শব্দের সঙ্গে টা যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করে- নির্থকতা
22. শৈশব এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি- শিশু + ষ্ণ
23. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি- এক কথায় কি হবে- ইতিহাসবেত্তা
24. কোন শ্রদ্ধেয় ব্যক্তি কে বিদায় অনুষ্ঠানে যে শ্রদ্ধার্ঘ্য পত্র দেয়া হয় তাকে কি বলে- মানপত্র
25. ফুলকুমারী সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি- ফুলের ন্যায় কুমারী
26. মৌলিক ধাতুর অপর নাম কি- সিদ্ধ বা স্বয়সিদ্ধ ধাতু
27. লাজুক কোন ধরনের শব্দ- যৌগিক
28. মন্ত্রের সাধন কিংবা শরীর পাত “ এখানে ”কিংবা” শব্দ কোন অব্যয়- বিয়োজক
29. ঘোটকের গাড়ি” একটি কোন দোষে দুষ্ট-গুরুচন্ডালী দোষ
30. কোন সাহিত্যিক ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ হন- মুনীর চৌধুরী
31. সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি-নীললোহিত
32. শত্রুকে দমন করে যে- অরিন্দম
33. কোন বানানটি শুদ্ধ- পিপীলিকা
34. কোনটি যৌগিক শব্দ-দৌহিত্র
35. নিচের কোনটি বহুবচন বাচক শব্দ নয়- মঙ্গল
ইংরেজি অংশ সমাধানঃ
36. Which of the following word can be used as a verb- Master
37. I will phone you when I —-the news. get
38. I——- to his house yesterday but could not meet- went
39. The correct passive form of “I know him”is– He is known to me.
40. The correct passive form of “Open the window” is- Let the window be opened
41. The meaning of “starch” is- put an end to
42. The synonym of “delude” is- deceive
43. The meaning of “soft soap”is– flattery for self-motives
44. The meaning of “White elephant” is–a very costly and troublesome possession
45. Translate into english “কেটলিতে পানি টগবগ করছে”–The water is simmering in the kettle.
46. Translate into English “আমি এটা না করে পারলাম না”- I could not help doing it
47. The passive form of “Do you know him”- is–Is he known to you?
48. Change the speech ” what do you want?” She asked him—She asked him what he wanted.
49. The noun of the word believe is–belief
50. The passive form of “You are to color this picture “ is– The picture is to be colored by you.
51. Modern farms are much larger than — of former times. that
52. The prefix “poly” in word “ polygamy” expressed in the sense- Many
53. The prefix “mis” can be added to–Misfire
গণিত অংশ সমাধানঃ
54. কোন ত্রিভুজের দুটি কোণ ১০ ডিগ্রি এবং ৮০ ডিগ্রি হলে, ত্রিভুজটি হবে- সমকোণী
55. নিচের কোনটি মৌলিক সংখ্যা- ৫৯
56. একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০। হয় সংখ্যাটি কত? ১৮
57. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ঃ৪ঃ৫ হলে কোন তিনটিকে ডিগ্রিতে প্রকাশ করুন- ৪৫,৬০, ৭৫
58. একটি যোগ করতে কম্পিউটারের ৫০ ন্যানো সেকেন্ড সময় লাগলে সেকেন্ডে এটা কত কোটি যোগ করতে পারবে- ২ কোটি
59. একটি ট্রেন ঘন্টায় ৮৪ কিলোমিটার বেগে চলে। ট্রেনটি ৮০০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার—৬০০
60. ঘন্টায় ৪ কিলোমিটার গতি বৃদ্ধি করায় ৩২ কিলোমিটার পথ অতিক্রম করতে ৪ ঘণ্টা সময় কম লাগে। বৃদ্ধির পূর্বে গতি কত কিলোমিটার ছিল– ৪
61. a4+4 এর উৎপাদক কোনটি- (a2 +2a +2) (a2 -2a +2)
62. ১+২+৩+……….. ..৯৯ কত? ৫০৫০
63. যদি (x-y,3) +(0,x+2y) হয়, তবে (x,y)= কত– 1, 1
64. একটি চাকার ব্যাস ৪.২ মিটার । চাকাটি ৩৩০ মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে- ২৫
65. একটি ঘনকের কয়টি সমকোণ থাকে- ২৪
66. শতকরা বার্ষিক ৭ টাকা হারে সরল মুনাফায়, ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা কত টাকা- ২৭৩
67. 6a2bc, 8ab2c, 6a2b2c এর লসাগু কোনটি- 24a2b2c
68. ৭ঃ৫ এবং আর্টিস্ট ৮ঃ৯ দুইটি অনুপাত হলে, এদের ধারাবাহিক অনুপাত- ৫৬ঃ ৪০ঃ ৪৫
69. ১ + ২ + ৩ +৪…….+১৯= কত? ১৯০
70. একটি ত্রিভুজের তিন কোণের অনুপাত ১ঃ২ঃ৩ হলে ত্রিভুজটি হবে? সমকোণী

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!