বাংলাদেশ রেলওয়ে এর গার্ড গ্রেড-২ পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২

বাংলাদেশ রেলওয়ে

রেলপথ মন্ত্রণালয় এর অধিনে বাংলাদেশ রেলওয়ে এর গার্ড গ্রেড-২ পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২।
Bangladesh Railway (BR) Guard Grade-2 Exam Question and Solution 2022.
পরীক্ষার তারিখঃ ১৭/০৬/২০২২

১. ECNEC এর বিকল্প চেয়ারম্যান কে?
✕ পরিকল্পনা মন্ত্রী

✔ অর্থমন্ত্রী

✕ জনপ্রশাসন মন্ত্রী

✕ স্বরাষ্ট্র মন্ত্রী

২. ‘হাট -বাজার’ কোন অর্থে দ্বন্দ্ব সমাস?
✕ বিপরীতার্থে

✕ মিলনার্থে

✕ বিরোধার্থে

✔ সমার্থে

৩. কোন বাগধারা ভিন্ন অর্থ বহর করে?
✕ আদায় কাঁচকলা

✕ সাপে – নেউলে

✕ দা-কুমড়ো

✔ দুধের মাছি

৪. The Author of the “Taming of the Shrew”-
✕ G.B Shaw

✕ T.S Eliot

✔ Shakespeare

✕ Milton

৫. His propasal was found ____conformity with our office regulatins-
✕ at

✕ with

✕ on

✔ in

৬. We waited until the plane-
✕ had not taken off

✕ took off

✔ had taken off

✕ did not taken off

৭. ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ এখানে ‘টাপুর টুপুর’ কোন ধরনের শব্দ?
✕ ছড়া শব্দ

✕ শব্দের দ্বিরুক্তি

✔ ধ্বন্যাত্মক শব্দ

✕ পদের দ্বিরক্তি

৮. দুইটি সংখ্যার অনুপাত 5: 7 এবং গ.সা.গু 4 হলে, সংখ্যা দুইটির ল.সা.গু কত?
✕ 150

✔ 140

✕ 160

✕ 155

৯. Select correct passive voice of ‘Do the work right now’
✔ Let the work be done right now

✕ Let the work to be done right.

✕ Let the work should be done right now.

✕ Let the work done right now.

১০. Choose the appropriate word: He had a ______headache.
✕ strong

✕ acute

✕ serious

✔ bad

১১. কোন বানানটি সঠিক ?
✕ মহর্সি

✔ মহর্ষি

✕ মহর্ষী

✕ মহর্শি

১২. রবীন্দ্রনাথের ‘পুনশ্চ’ কোন ধরনের গ্রন্থ?
✔ কাব্যগ্রন্থ

✕ নাটক

✕ উপন্যাস

✕ প্রহসন

১৩. দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে_____বলে।
✕ স্তুলকোণ

✕ পূরক কোণ

✕ সম্পূরক কোণ

✔ প্রবৃদ্ধ কোণ

১৪. TRIPS এর পূর্ণরূপ কী?
✔ Trade Related Aspects of Intellectual Property Rights.

✕ Trade Resonal Aspects of Intellectual Property Rights

✕ Trade Related Aspects of International Property Rights

✕ Trade Relation Aspects of Intellectual Property Rights

১৫. বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল?
✔ অস্্রিক

✕ দ্রাবিড়

✕ আর্য

✕ অনার্য

১৬. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
✕ ধাতু

✔ প্রাতিপাদিক

✕ উপসর্গ

✕ প্রত্যয়

১৭. This is the house _____I want to buy.
✕ this

✕ whom

✔ which

✕ Those

১৮. Choose the appropriate word: He was ______for murder.
✕ hung

✔ hanged

✕ hunged

✕ hang

১৯. 7+12+17+……ধারার ৩০টি পদের সমষ্টি কত?
✕ 2245

✔ 2385

✕ 2428

✕ 2529

২০. দুই মহাদেশে অবস্থিত নগরী কোনটি?
✕ ফালুজা

✔ ইস্তাম্বুল

✕ লন্ডন

✕ নিউইয়র্ক

২১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার কোথায় অবস্থিত?
✕ আগারগাঁও, শেরে বাংলা নগর

✔ বিজয় সরণী, তেজগাঁও

✕ মিরপুর

✕ শাহবাগ

২২. O’ Henry was an author of-
✕ England

✕ Scotland

✔ USA

✕ Canada

২৩. যে নারীর স্বামী ও পুত্র নেই- এককথায় কি হবে?
✕ অনূঢ়া

✕ কুমারী

✕ নবোঢ়া

✔ অবীরা

২৪. What is the meaning of ‘a white lie’?
✕ Harmful lie

✕ Useless lie

✔ Harmless lie

✕ Irrelevant lie

২৫. একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৭ সে.মি ৮ সে.মি ও ৯ সে.মি । এর ক্ষেত্রফল নির্ণয় কর।
✕ 25.48 বর্গ সে.মি

✕ 25.98 বর্গ সে.মি

✔ 26.83 বর্গ সেমি

✕ 27.95 বর্গ সে.মি

২৬. Choose the antonym of ‘ castigate’
✕ provoke

✕ measure

✔ reward

✕ riddle

২৭. কর্তা অন্যকে দিয়ে করালে বোঝালে কোন ক্রিয়া হয়?
✕ সরল ক্রিয়া

✔ প্রযোজক ক্রিয়া

✕ নাম ক্রিয়া

✕ যৌগিক ক্রিয়া

২৮. একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্ব যথাক্রমে ১২ সেমি ও ৫ সেমি। উহার অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
✕ ২২৫ বর্গ সেমি

✕ ১৪৪ বর্গসেমি

✕ ১২১ বর্গ সেমি

✔ ১৬৯ বর্গ সেমি

২৯. Choose the synonym of ‘entice’
✔ allure

✕ follow

✕ hasty

✕ facid

৩০. x -y = 2 এবং xy =24 হলে x+y এর মান কত?
✕ 10

✕ ±±8

✔ ±±10

✕ ±±6

৩১. যদি কোন বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
✔ 21%

✕ 25%

✕ 28%

✕ 18%

৩২. Meaning of ‘Wild goose chase’is-
✔ Worthless job

✕ obsessed mind

✕ Engrossed

✕ Simple work

৩৩. প্রসেসর যা পাটিগণিত এবং লজিক্যাল অপারেশন সম্পাদন করে তাকে—— বলা হয়?
✕ কন্ট্রোল

✔ এ এল ইউ

✕ সিপিইউ

✕ র‌্যাম

৩৪. What is the sigle word for a hater of mankind?
✕ philanthropist

✔ misanthropist

✕ humanitarian

✕ hatred

৩৫. secA + TanA =5/2 হলে, ‍SecA – TanA এর মান কত?
✕ 5/2

✕ 3/4

✕ 3/5

✔ 2/5

৩৬. চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণাকারী প্রতিষ্ঠান কোনটি?
✕ সুইডিশ একাডেমি

✕ নরওয়েজিয়ান নোবেল কমিটি

✔ ক্যারেলিনস্কা ইনস্টিটিউট

✕ রয়ের সুইডিশ একাডেমি অব সায়েন্স

৩৭. রোহিঙ্গা নিয়ে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে?
✕ UNICEF

✕ UNCTAD

✔ UNHCR

✕ UNFPA

৩৮. একটি বৃত্তের ক্ষেত্রফল ৩১৪ বর্গ সেমি হলে উহার ব্যাস কত?
✔ ২০ সেমি

✕ ২৫ সেমি

✕ ১২ সেমি

✕ ১৫ সেমি

৩৯. Budget শব্দের মূল অর্থ-
✕ মূলধন

✕ বন্টন

✕ মুনাফা

✔ থলে

৪০. ’লোকটি ধনী কিন্তু কৃপণ’ কোন ধরনের বাক্য?
✕ জটির

✔ যৌগিক

✕ সরল

✕ মিশ্র

৪১. x+1x=5 , x3+1×3=?x+1x=5 , x3+1×3=?
✕ 115

✔ 110

✕ 125

✕ 225

৪২. বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে কোন প্রনালী?
✕ বেরিং প্রণালী

✔ মালাক্কা প্রণালী

✕ জিব্রাল্টার প্রণালী

✕ প্রনালী

৪৩. Find out the meaning of the word “Forthcoming”
✕ Disposing

✕ Disapproving

✔ Approaching

✕ Incoming

৪৪. Which one is incorrect spelling?
✔ Greateful

✕ Lietenant

✕ Assassination

✕ Regret

৪৫. The most correct translation of the sentence “তার জন্য জায়গা করে দাও”- is
✕ Make place for him

✕ Manage place for him

✔ Make room for him

✕ Make accommodation for .

৪৬. Which sentence is correct ?
✕ Many a rose is bear to blush unseen

✕ Many a rose are born to blus unseen

✔ Many a rose is born blush unseen

✕ A rose is bear to blush unseen

৪৭. বাংলাদেশ কবে LDC হতে ‍উত্তরণ করবে?
✕ ২০২২

✕ ২০২৪

✔ ২০২৬

✕ ২০৩০

৪৮. কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে?
✕ ধীরে চল

✔ ঘোড়া খুব দ্রুত চলে

✕ সে পূণবান

✕ মেটে কলসি

৪৯. কোন ভগ্নাংশের লবের সাথে ৭ যোগ করলে ভগ্নাংশটির মান ২ হয় এবং হর থেকে ২ বাদ দিলে ভগ্নাংশটির মান ১ হয়।
✕ 3/4

✔ 3/5

✕ 5/7

✕ 5/6

৫০. বাংলা বর্ণমালার অর্ধমাত্রার বর্ণ কয়টি?
✕ ৭টি

✕ ৯টি

✕ ১০টি

✔ ৮টি

৫১. ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয়?
✕ প্রতি ভাষা

✔ উপভাষা

✕ উপজাতীয় ভাষা

✕ আঞ্চলিক ভাষা

৫২. বার্ষিক শতকরা 6 টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায় 15000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?
✕ 1865.30

✕ 2532.40

✔ 2865.24

✕ 2928.40

৫৩. Education is enlighting here enlighting is-
✕ A gerund

✔ A participle

✕ An infinite

✕ A finite verb

৫৪. ভাষার মৌলিক রীতি কোনটি?
✕ কথা বলা রীতি

✕ লেখার রীতি

✕ বক্তৃতার রীতি

✔ লেখা ও বলার রীতি

৫৫. পদ্মা সেতুর নকশা প্রণয়ন করে কোন প্রতিষ্ঠান?
✕ AOECM

✕ AEOCN

✕ ACEOM

✔ AECOM

৫৬. “Once in a blue moon ” means-
✕ always

✔ very rarely

✕ nearly

✕ hourly

৫৭. মুদ্রার অবমূল্যায়নের প্রধান উদ্দেশ্য কি?
✔ রপ্তানি বৃদ্ধি করা

✕ আমদানি বৃদ্ধি করা

✕ রেমিট্যান্স বাড়ানো

✕ রিজার্ভ বাড়ানো

৫৮. রাতুল শব্দের অর্থ কি?
✕ নীল

✔ লাল

✕ কালো

✕ সাদা

৫৯. (54×8×16) / (25×125)(54×8×16) / (25×125) এর মান নিম্নের কোনটি?
✔ 20

✕ 40

✕ 35

✕ 25

৬০. হুমায়ুন বাংলা ব্যাকরণে ভালো। কোন কারক?
✕ কর্ম কারক

✔ অধিকরণ কারক

✕ অপাদান কারক

✕ করণ কারক

৬১. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
✔ ধুমকেতু

✕ অগ্নীবীণা

✕ পরিচয়

✕ বঙ্গদর্শন

৬২. ’চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ কোন ধরনের পুরস্কার?
✕ গ্লোবাল ওমেনৎস লিডারশিপ অ্যাওয়ার্ড

✕ মেডেল অব ডিস্টিংকশন

✕ আইসিটি সাসটেইননেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড

✔ বিশেষ প্রশংসাপত্র এবং ক্রেস্ট

৬৩. কোনটি মেঘের প্রতিশব্দ নয়?
✕ অম্ববাহ

✕ জীমৃত

✕ বারিদ

✔ প্রভঞ্জন

৬৪. ’ঐহি’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
✕ বিঘন্ন

✔ পারত্রিক

✕ বিশ্বাস

✕ পরলৌকিক

৬৫. নিচের কোনটি ’অন্বেষণ’ শব্দের সন্ধি বিচ্ছেদ?
✕ অণু + এষণ

✔ অনু + এষণ

✕ অণু + এষণ

✕ অনু+ এষণ

৬৬. Log10x=−2, X =?Log10x=-2, X =?
✕ 0.001

✔ 0.01

✕ 0.02

✕ 0.002

৬৭. বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস কোনটি?
✕ আলালের ঘরের দুলাল

✕ নববাবু বিলাস

✔ দুর্গেশনন্দিনী

✕ গৃহদাহ

৬৮. I only want ______little sugar in my tea, please.
✕ some

✕ few

✔ a

✕ such

৬৯. অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল-
✕ জুলাই ২০১৯ – জুন ২০২৪

✔ জুলাই ২০২০- জুন- ২০২৫

✕ জুলাই ২০২১- ২০২৬

✕ জুলাই ২০২২ – জুন – ২০২৭

৭০. আয়তাকার একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ । এর ক্ষেত্রফল ৬০০ বর্গমিটার হলে উহার পরিসীমা কত?
✔ ১০০ মিটার

✕ ১২০ মিটার

✕ ৯০ মিটার

✕ ১৪০ মিটার

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!