ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসন আমলের ১৪ জন লর্ড ও তাদের কার্যবিবরণী

বাংলাদেশ বিষয়াবলী

ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের ১৪ জন লর্ড ও তাদের কার্যবিবরণী
একনজরে ব্রিটিশ শাসনের ১৪ জন লর্ড

History of British reign in subcontinent, 14 lord or dictator from Britain.

লর্ড ওয়ারেনহেস্টিংস(১৭৭৩-১৭৮৫)
✍ভারতের প্রথম গভর্নর জেনারেল।
✍উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড গঠন করেন।
✍পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন।
✍দ্বৈত শ্বাসন ব্যবস্থা রহিত করেন।
✍রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন।

লর্ড কর্নওয়ালিস (১৭৮৫-১৭৯৩)
✍চিরস্থায়ী বন্দোবস্ত করেন।
✍ইন্ডিয়ান সিভিল সার্ভিস বিধি প্রণয়ন করেন।
✍দশসালা বন্দোবস্ত চালু করেন।
✍সূর্যাস্ত আইন পাস/প্রণয়ন করেন।

লর্ডওয়েলেসলি (১৭৯৩-১৮০৫)
✍অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন।

লর্ডউইলিয়ামবেন্টিঙ্ক (১৮০৫-১৮৩৫)
✍সতিদাহ প্রথা রহিত করেন।
✍ভারতবর্ষ পাশ্চাত্য শিক্ষার প্রসারে সর্ব প্রথম আইন প্রণয়ন করেন।

লর্ড ডালহৌসী (১৮৩৫-১৮৫৬)
✍বিধবা বিবাহ আইন পাস করেন।
✍সত্ত্ববিলোপ নীতি প্রয়োগ করেন।
✍উপমহাদেশে প্রথম রেল যোগাযোগ চালু করেন।

লর্ড ক্যানিং (১৮৫৬-১৮৬২)
✍ উপমহাদেশে প্রথম কাগজের টাকা চালু করেন।
✍ পাক-ভারত উপমহাদেশে পুলিশ সার্ভিস চালু করেন।

লর্ড মেয়োর (১৮৬২-১৮৭২)
✍ ভারতবর্ষে ১৮৭২ সালে প্রথম আদমশুমারি চালু করেন।

লর্ডলিটন (১৮৭২-১৮৮০)
✍ অস্ত্র আইন পাস করে বিনা লাইসেন্সে অস্ত্র রাখা নিষিদ্ধ করেন।
✍ সংবাদপত্র আইন পাস করেন।

লর্ডরিপন (১৮৭৬-১৮৮০)
✍সংবাদপত্র আইন রহিত করেন।
✍হান্টার কমিশন গঠন করেন।
✍ইলবার্ট বিল প্রণয়ন করেন।
✍বেঙ্গল মিউনিসিলাল আইন প্রবর্তন করেন।
✍ফ্যাক্টরী আইন পাস করেন।

লর্ড কার্জন (১৮৯৯-১৯০৫)
✍ বঙ্গ ভঙ্গ করেন।
✍কলকাতায় ভারতের বৃহত্তম গ্রন্থাগার

# ইম্পেরিয়াল লাইব্রেরী প্রতিষ্ঠা করেন।

লর্ড মিন্টো (১৯০৫-১৯১০)
✍ মর্লি-মিন্টো আইন প্রবর্তন করেন।

লর্ড হার্ডিঞ্জ (১৯১০-১৯১৬)
✍ বঙ্গভঙ্গ রদের সুপারিশ করেন।
✍ ব্রিটিশ ভারতীয় রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করেন।

লর্ড চেমসফোর্ড (১৯১৬-১৯২১)
✍ মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন প্রণয়ন করেন।

লর্ড মাউন্টব্যাটেন (১৯২১-১৯৪৭)
✍ ব্রিটিশ-ভারতের শেষ ভাইসরয়

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!