প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান (সেট -করতোয়া) – ২০১০
Primary School assistant Teacher recruitment exam questions and solution (Set- Corotoya) – 2010
বাংলা অংশ
১. ‘বিশ শতকের মেয়ে’ উপন্যাসটির রচয়িতা কে?
ড. নীলিমা ইব্রাহিম
আনিস চৌধুরী
আনোয়ার পাশা
শহীদুল্লা কায়সার
২. শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ কোনটি?
অনেক আকাশ
বাংলাদেশ স্বপ্ন দেখে (দ্যাখে)
স্বর্ণ গর্দভ
আশার বসতি
৩. ‘মহাকবি আলাওল’ নাটকটির রচয়িতা কে?
সিকানদার আবু জাফর
আনিস চৌধুরী
সৈয়দ ওয়ালীউল্লাহ
শওকত ওসমান
৪. ‘বনি আদম’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
শেখ ফজলুল করিম
ইসমাইল হোসেন সিরাজী
গোলাম মোস্তফা
রবীন্দ্রনাথ ঠাকুর
৫. মোহাম্মদ নজিবুর রহমান রচিত উপন্যাস কোনটি?
রজনী
নববিধান
পদ্মরাগ
প্রেমের সমাধি
৬. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি?
রক্ত করবী
রানা প্রতাসিংহ
নবযৌবন
বসন্ত কুমারী
৭. ‘যদ্যাপি’এর সন্ধি বিচ্ছেদ—
যদ + পি
যদি + অপি
যদ + অপি
যদ্য + অপি
৮. ‘সংসার’ এর সন্ধি বিচ্ছেদ—
সং + সার
সাং + সার
সম + সার
সম্ + সার
৯. নিচের কোনটি দ্বিগু সমাস?
আপাদমস্তক
রুই কাতলা
একরোখা
সেতার
১০. নিচের কোনটি বহুব্রীহি সমাস?
কানাকানি
চালকুমড়া
ইহকাল
হাসিমুখ
১১. “বাড়ী” ঘুরে এস—বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে ২য়া
করণে ৩য়া
অপাদানে ১মা
অধিকরণে ১মা
১২. “আমাদের” একটি গল্প বলুন—বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে ষষ্ঠী
কর্মে ২য়া
অপাদানে ৫মী
সম্প্রদানে ষষ্ঠী
১৩. কোনটি শুদ্ধ বানান?
অদ্যপি
অদ্যাপি
অদ্যপী
অদ্যাপী
১৪. কোনটি শুদ্ধ বানান?
অভ্যন্তরীণ
অভ্যন্তরিণ
আভ্যন্তরীণ
অভ্যন্তরীন
১৫. কোনটি শুদ্ধ বানান?
সদ্যজাত
সদেদআজাত
সদ্যোজাত
সদব্যজাত
১৬. ‘কিরণ’ এর সমার্থক শব্দ নয় —-
রবি
রশ্মি
প্রভা
কর
১৭. ‘চক্ষু’ এর সমার্থক শব্দ নয় —-
নয়ন
লোচন
অক্ষি
সলিল
১৮. ‘ঢেউ’ এর সমার্থক শব্দ নয় —-
তরঙ্গ
ঊর্মি
বারিধি
বীচি
১৯. ‘চপল’ এর বিপরীতার্থক শব্দ —-
স্তব্দ
ঠাণ্ডা
গম্ভীর
রাশভারী
২০. ‘উগ্র’ এর বিপরীতার্থক শব্দ —-
মেজাজ
সৌম্য
চপল
বিজ্ঞ
ইংরেজী অংশ
1. কোনটি শুদ্ধ বানান?
Posesion
Posession
Possesion
Possession
2. কোনটি শুদ্ধ বানান?
Commettee
Committe
Committee
Comittee
3. ‘Hand’ শব্দটির Verb হচ্ছে—–
Handle
Handly
Hand
Enhand
4. ‘Coward’ শব্দটির Adjective হচ্ছে—–
Cferocious
Coward
Cowardly
Cowardeous
5. ‘Unstable’ শব্দটির Synonym হচ্ছে—–
Constant
Changeable
Reliable
Steady
6. ‘Opinion’ শব্দটির Synonym হচ্ছে—–
Fact
Knowledge
Misgiving
Belief
7. ‘He is absorbed—–thought’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —
to
in
at
for
8. ‘Your conduct admits——-no excuse’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —
of
at
for
from
9. ‘Joy’ শব্দটির Adjective হচ্ছে—–
Enjoy
Jolly
Joyous
Joyfull
10. ‘Refuse’ শব্দটির Noun হচ্ছে—–
Refusement
Refuse
Refusing
Refusal
11. কোনটি শুদ্ধ বানান?
Examplary
Exemplery
Examplery
Exemplary
12. কোনটি শুদ্ধ বানান?
Colarboration
Collarberation
Colaberation
Collaboration
13. কোন বাক্যটি শুদ্ধ?
I saw him write something.
I saw him writing something.
There is no place for doubt in it
He is deaf for hearing
14. কোন বাক্যটি শুদ্ধ?
The horse and carriage are at the door
Time and tide wait for none
You are not dovoted to gamling
We get up in dawn
15. ‘Does he speak English well? ‘ বাক্যটির সঠিক Passive form —-
Is English spoke well by him?
Is English spoken well to him?
Is English spoken well by him?
Was English spoken well by him?
16. ‘All his pupils like him’ বাক্যটির সঠিক Passive form —-
He was liked by all his pupils
He was like by all his pupils
He is being liked by all his pupils
He is liked by all his pupils
17. You said to me, ‘Would you help me, please?’ বাক্যটির সঠিক Indirect speech —-
You politely asked me if I would help you.
You politely asked me if I should help you.
You politely asked me I would help you.
You politely asked me if I would help you.
18. “Come in, my friend, said I” বাক্যটির সঠিক Indirect speech —-
Addressing him as my friend, he said him to go in
Addressing him as my friend, I told him to go in
Addressing him as my friend, I have said him to go in
Addressing him as my friend, I asked him to go in
19. The idiom ‘Dead letter’ এর অর্থ —-
Bad letter
Old letter
Law not in force
Letter written by unknown person
20. The idiom ‘Bring to book’ এর অর্থ —-
Book written by famous writer
Valueless person
Book which are loss
Rebuke
গণিত অংশ
১. একটি কাজ ১৫ জন লোক ১০ দিনে করতে পারে। কত জন লোক ঐ কাজ ১ দিনে সম্পন্ন করতে পারবে?
১০০ জন
১৫০ জন
২০০ জন
২৫০ জন
২. ৬ জন স্ত্রীলোক অথবা ৮ জন বালক একটি কাজ ১২ দিনে শেষ করতে পারে। ৩ জন স্ত্রীলোক ও ১২ জন বালক ঐ কাজটি কতদিনে করতে পারে?
৩ দিন
৪ দিন
৬ দিন
১২ দিন
৩. একটি গোলকের আয়তনের অনুপাত ৮ঃ ২৭, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
৪ঃ ৯
২ঃ ৩
৪ঃ ৫
৫ঃ ৬
৪. ক ও খ-এর বেতনের অনুপাত ৭ঃ ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ-এর বেতন কত?
১৬০০ টাকা
১১০০ টাকা
১০০০ টাকা
৯০০ টাকা
৫. কমিশনের হার ২.৫০ টাকা হলে ২০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে?
২৫ টাকা
৫০ টাকা
৭৫ টাকা
১০০ টাকা
৬. একটি পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল। রহিম ৬০টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে?
৭৫%
৬০%
৯০%
৮০%
৭. ১৫০.০০ টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে কত টাকা বিক্রয় করলে ৩০% লাভ হবে?
১৯৫ টাকা
১৮০ টাকা
৯০ টাকা
৪৫ টাকা
৮. টাকায় ৬টা ক্রয় করে টাকায় কয়টা বিক্রয় করলে ২০% লাভ হবে?
৭টা
৫টা
৪টা
৩টা
৯. ২ থেকে শুরু করে পর পর ৫ জোড়া সংখ্যার গড় কত হবে?
৪
৫
৬
৭
১০. পিতা ও দুই সন্তানের গড় বয়স ৩০ বছর। দুই সন্তানের বয়সের গড় ২০ বছর হলে, পিতার বয়স কত?
২০ বছর
৩০ বছর
৪০ বছর
৫০ বছর
১১. বৃত্তস্থ সামন্তরিক একটি —-
বর্গক্ষেত্র
ট্রাপিজিয়াম
রম্বস
আয়তক্ষেত্র
১২. একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ?
চারগুণ
তিনগুণ
দ্বিগুণ
পাঁচগুণ
১৩. (০.০০৩)২ = কত?
০.০০৯
০.০০০৯
০.০০০০৯
০.০০০০০৯
১৪. নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?
২/২০
৩/৫
৪/১৫
৭/২৫
১৫. কোনো স্কুলে ৫৩ জন ছাত্রের মধ্যে ৩৬ জন গান পছন্দ করে, ১৮ জন কবিতা পছন্দ করে। ১০ জন কোনোটিই পছন্দ করে না। কতজন দুটোই পছন্দ করে?
১০ জন
১১ জন
১৩ জন
১৪ জন
১৬. ৯, ১২, ১৮, ৩০, ৫৪ ——-ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
১৫২
১০৬
১০২
৭৬
সাধারণ জ্ঞান অংশ
১. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
করতোয়া
গড়াই
আত্রাই
মহানন্দা
২. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
দিনাজপুর
লালমনিরহাট
রংপুর
কুড়িগ্রাম
৩. ঢাকা বিভাগে কয়টি জেলা?
১৪টি
১৫টি
১৩টি
১২টি
৪. আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?
লন্ডন
মিউনিখ
মস্কো
প্যারিস
৫. উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংঘটিত হয়?
১৮৫৭ সালে
১৭৫৭ সালে
১৯৪৭ সালে
১৮৪৭ সালে
৬. ক্রীপস মিশন কোন উদ্দেশ্যে এদেশে আগমন করে?
অর্থনৈতিক
রাজনৈতিক
সামাজিক
সাংস্কৃতিক
৭. লালবাগের কেল্লা কে স্থাপন করেন?
টিপু সুলতান
শাহ সুজা
শায়েস্তা খান
ইসলাম খান
৮. নিচের কোন পর্যটক সোনারগাঁ এসেছিলেন?
মার্কোপোলো
ফা-হিয়েন
হিউয়েন সাং
ইবনে বতুতা
৯. সমুদ্রকে নীল দেখানোর কারণ হলো আপতিত সূর্য রশ্মির —-
বিক্ষেপণ
প্রতিফলন
প্রতিসরণ
পোষণ
১০. যখন কোনো বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নিয়ে যাওয়া হয়, তখন তার ওজন —
কমে
বাড়ে
একই থাকে
অর্ধেক হয়ে যায়
১১. কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানা হয় —
স্মৃতি অংশ
কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
শক্ত ধাতব অংশ
১২. বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে —
টেকের হাটে
রাণীগঞ্জে
বিয়ানীবাজারে
বিজয়পুরে
১৩. বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত?
৭
৮
১০
১২
১৪. সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?
দিল্লি
কাঠমান্ডু
ঢাকা
কলম্বো
১৫. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়?
২৬ মার্চ
১৬ ডিসেম্বর
১৪ ডিসেম্বর
২৪ এপ্রিল
১৬. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছিল?
৯টি
১৪ টি
১২টি
১১টি
১৭. যে বস্তু আলোর সকল রং প্রতিফলিত করে, তার রং —
কালো
সাদা
লাল
বেগুনি
১৮. তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় —
কঠিন পদার্থ
তরল পদার্থ
বায়বীয় পদার্থ
মিশ্র পদার্থ
১৯. মাঝখানে গোলাকার ছিদ্রবিশিষ্ট একটি প্লেটকে উত্তপ্ত করলে, ছিদ্রটির ব্যাস —
কমবে
বাড়বে
অপরিবর্তিত থাকবে
প্রথমে বাড়বে, পরে কমবে
২০. বর্ণালীর প্রান্তীয় বর্ণ কি কি?
বেগুনি ও হলুদ
লাল ও নীল
নীল ও সবুজ
বেগুনি ও লাল