বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর এর সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০০৩
Assistant Director at Department of Immigration and Passports recruitment exam question and answer – 2003
Exam Held On: 11/04/2003
পরীক্ষার তারিখ : ১১.০৪.২০০৩
বাংলা
১. বাংলা ভাষার উদ্ভব নিন্মো একটি ভাষা থেকে-
সংস্কৃত
পালি
প্রাকৃত
অপভ্রংশ
২. কাজ ইমদাদুল হক -এর আব্দুল্লাাহ উপন্যাসের প্রধান উপজীব্য কি?
চাসী জীবনের করুন চিত্র
কৃষক সমাজের সংগ্রামমীল জীবন
তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
মুসলিম জমিদার শ্রেণীর জীবন কাহিনী
৩. বাংলা লিপির উৎস কি
সংস্কৃত লিপি
চীনা লিপি
আরবী লিপি
ব্রাক্ষী লিপি
৪. সৈবাল দীঘিরে বলে উচ্চ করি শির লিখে রেখ এক বিন্দু দিলেম শিশির। এ অংশটুকুর মূল প্রতিপাদ্য
প্রতিদান
প্রত্যুপকার
অকৃতজ্ঞতা
অসিহিষ্ঞুতা
৫. রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে-
ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভবনাময়
বাধা-নিপত্তি প্রতিভাকে অস্খুরেই নিনষ্ট করে
প্রকৃতি বিপুল ঐশ্বর্যের অথধকারী
ভাঙ্গার পরই গড়ার কাজ শুরু হয়
৬. মাইবকল মধুসুদন দত্তের দেমপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে-
মহাকাব্যে
নাটকে
পত্রকাব্যে
সনেটে
৭. বেগম রোকেয়ার রচনা কোনটি?
ভাষা ও সাহিত্য
আয়না
লালসালু
অবরোধবাসিনী
৮. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপনাাস?
চিলেকোঠার সিপাই
আগুনের পরশমণি
একাত্তরের দিনগুলো
পায়ের আোয়াজ পাোয়া যায়
৯. বাংলা সাহিত্যে সাহিত্য বিশারদ কার উপনাস?
আবদুল করিমের
মুহম্মদ শহীদুল্লার
মোতাহার হোসেন চৌধুরীর
আবুল ফজলের
১০. কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন বাক্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
জিঞ্জির
অগ্নিবীনা
সন্ধ্যা
নিন্ধুহিন্দোল
১১. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক-
অব্যয় ও শাব্দাংশ
নতুন শব্দ গঠন
ভিন্ন অর্থ প্রকাশ
উপসর্গ থাকেসামনে, প্রথ্যয় থাকলে পিছনে
১২. ষড় ঋতু শব্দের সন্ধি বিচ্ছে-
ষড়+ঋতু
ষড্+ঋতু
ছয়+ঋতু
ষট্+ঋতু
১৩. ইচ্ছা বিশেষ্যণ বিশেষণ কোনটি
ইচ্ছেময়
ঐচ্ছিক
ইচ্ছুক
ভূতপূর্ব
১৪. যা পূবে ছিল এখন নেই- এক কথায় বি হবে?
অপূর্ব
অদৃষ্টপূর্ব
অভূত পরূর্ব
ভূতপূর্ব
১৫. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য
ব্যাকের সরল ও জটিলরুপে
শব্দের রুপগত ভিন্নতায়
তৎসম ও আতৎসম শব্দের ব্যবহারে
ক্রিয়াপদ ও সর্বনাম পদের রুপগত ভিন্নতায়
১৬. রাবনের চিতা বাগধারাটির আর্থ কী
আনিষ্টে ইষ্টলাভ
চির আশান্তি
পাপের শাস্তি
অরাজক দেশ
১৭. সংস্কৃত ভাষা থেকে যেসব শব্দ সোজাসুজি বাংলায় এসেছে ো যাদের রুপ আপরিবতী রয়েছে সেসব শব্দকে কী বলে
দেশী শব্দ
আর্ধ তৱসম শব্দ
তৱসম শব্দ
কদ্ভব শব্দ
১৮. যে ব্যাচের কর্ম থাকে না এবং ব্যাকে্য ক্রিয়ার আর্থই প্রাধানরুপে প্রতিয়মান হয় ,তাকে কোন বাচ্য বলে ?
কর্ম-কর্তৃবাচ্য
কর্ম বাচ্য
ভাববাচ্য
কর্তৃবাচ্য
১৯. তাঁর চুল পেকেছে কিন্ত বু্দ্ধি পাকেনি এটা কোন ধরনের বাক্য?
সরল বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
মিশ্র বাক্য
English
1. who is the author of a farewell to arms
T.S.Eliot s
john milton
charles Dickens
Earnest Hemingway
2. shakespeare`s marchant ofvenice is a
Tragedy
comedy
churchill
Lyric
3. who was a statesman but awarded nobel prize in english Literature
stalin`
Nixon
churchill
Rosevelt
4. `justice delayed is justice denied’ was stated by_
shakespeare
Emerson
Gladstone
disraeli
5. which is the noun lf the word ‘brief?
Brevity
Short
Briefly
Briefing
6. If I were you ‘I handle the situation more carefull .which of the following verb form does best complete the above entence ?
Would handle
Will handle
Handled
Would have handled
7. The pasive form of the sentence ‘do not open tje door’is –
Let not the door open
Let not the door be opened
Let not the door be open
Let not the door opened
8. What will be the correct preposition to complete the sentence? “I am not bed _tenni
at
in
with
about
9. It is too diffcult totolerate bad temper for long whech of the following phrases does replce tolerate in the above sentence ?
cope with
put up with
stand up for l
pull on with
10. ‘pros and cons’ means —-
Advantages and disadvantages
Merit and demerits
Good and bad
All
11. Instead of ‘continue’ we can say —
Carry on
Carry out
Carry off
Carry away
12. Nazma wa in siventh heaven when he heard about her son ‘s result, Here seventh heaven refers to—
a state of shock
a tste of exasperation
in a state of supeme happiness
in a tate of disenchantment
13. Choose the corrent sentence —
It is raining for three days
Ii has been raining for three days
It rained for three days
It was raining for three days
গণিত
১. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফর ২৪,৩৬ এবং ৪৮ দ্বারা বিভজ্য হবে?
৮৩
১৪১
২৪৮
১৭০
২. ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হবে?
৫%
৬%
১০%
১২%
৩. ৫:১৮, ৭:২ এবং ৩:৬ এর মিশ্র অনুপাত কত?
৭২:১০৫
৭২:৩৫
৩৫:৭২
১০৫:৭২
৪. ৬৪ কিলোগ্রামের বালি ো পাথর টুকরার মিশ্রণে বালির পরিমান ২৫%। কত কিলোগ্রাম বালি মিশালে নতুন শিশ্রনে পাথর টুকরার পরিমান ৪০% হবে?
৯.৬
১১.০
৪৮.০
৫৬.০
৫. ১৮ ফুট উঁচু একটা খুটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে ৩০. কোণে স্পর্শ করলো। খুটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙ্গ গিয়েছিল?
১২ ফুট
৯ ফুট
৬ফুট
৩ ফুট
৬. চাউলের মুল্য ১২% কমে যা োয়ায় ৬,০০০ টাকার পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পা োয়া যায়। ১ কুইন্টল চালের মূল্য কত?
৭৫০ টাকা
৭০০টাকা
৭২০ টাকা
৭৫ টাকা