মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপজেলা মহিলা কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান-২০০৫

মহিলা বিষয়ক অধিদপ্তর

মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপজেলা মহিলা কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান-২০০৫ 

Upazila Female Officer under the Department of Women Affairs recruitment examination question and answer – 2005

 

পরীক্ষার তারিখঃ ১৪.০১.২০০৫

Exam held: 14.01.2005

 

বাংলা অংশ 

১. সার্কের প্রথম মহাসচিব কে?

জনাব আবুল আহসান

জনাব কিউ এ এম রহিম

জনাব ইব্রাহিম হোসেন জাকি

জনাব সৈয়দ নাইম -উল -হাসান

২. আরব দেশগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?

সৌদি আরব

‌ইরাক

কুয়েত

বাহরাইন

৩. ‘মহাস্থান’ কোন নদীর তীরে অবস্থিত?

আত্রাই

করতোয়া

নাগর

বাঙ্গালী

৪. ‌কোন পণ্য রপ্তানি করে বাংলাদেশ সর্বাধিক বৈদেশিক মুদ্রা আয় করে?

চা

পাট

তৈরি পোশাক

হিমায়িত চিংড়ী

৫. ‘সোমপুর বিহার’ কোন জেলায় অবস্থিত?

রাজশাহী

রংপুর

কুমিল্রা

নওগাঁ

৬. ‌মুক্তিযুদ্ধের সময় নৌ-পথ কত নম্বর সেক্টরের অধীনে ছিল?

৩ নং

৭ নং

১০ নং

১১নং

৭. স্বাধীনতার স্বরণে নির্মিত ভাস্কর্য ‘জাগ্রত চৌরঙ্গী’ কোথায় অবস্থিত?

জয়দেবপুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়

চাঁদপুর

ঢাকা বিশ্ববিদ্যালয়

৮. ভাওয়াইয়া কোন অঞ্চলের লোকসঙ্গীত?

রাজশাহী

রংপুর

‌কুষ্টিয়া

ময়মনসিংহ

৯. ফরায়েজী আন্দোলনের নেতা কে ছিলেন?

তিতুমীর

হাজী শরিয়তউল্লাহ

ইসমাইল হোসেন সিরাজী

কেরামত আলী

১০. ‘বিশ্বনবী’ গ্রন্থের রচয়িতা কে?

ফররুখ আহমেদ

আকরাম খাঁ

মীর মশাররফ হোসেন

গোলাম মোস্তফা

 

১১. ‘এই সব দিন রাত্রি’ নাটকের রচয়িতা কে?

হুমায়ূন আহমেদ

সৈয়দ শামছুল হক

হুমায়ূন আজাদ

ইমদাদুল হক মিলন

১২. বাক্যের একক-

উক্তি

বিভক্তি

উপসর্গ

শব্দ

১৩. কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ ?

সতীন

বিধাতা

সপত্নী

বিপত্নী

১৪. কোনটি দেশী শব্দ ?

ঢেঁকি

কাগজ

আনারস

উকিল

১৫. সামাজিক নাটক কোনটি?

ডাকঘর

সধবার একাদশী

নূরজাহান

রাবণবধ

১৬. বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি?

মৃণালিনী

দেবী চৌধুরাণী

বনফুল

দুর্গেশনন্দিনী

১৭. ‘শেষের কবিতা’ কোন ধরনের সাহত্যি কর্ম?

কাব্য

উপন্যাস

নাটক

মহাকাব্য

১৮. ‘নীলদর্পণ’ কোন ধরনের রচনা?

নাটক

উপন্যাস

প্রহসন

ছোটগল্প

১৯. ‘জোহরা’ উপন্যাসের রচয়িতা হলেন-

প্যারীচাঁদ মিত্র

মীর মশাররফ হোসেন

কাজী ইমদাদুল হক

মোজাম্মেল হক

২০. ‘না’ কোন জাতীয় শব্দ?

অব্যয়

সর্বনাম

ক্রিয়া

বিশেষণ

 

২১. ‘খিদে’ কোন ধরনের শব্দ?

তৎসম

অর্ধ-তৎসম

দেশী

তদ্ভব

২২. ‘চকোলেট’ কোন ভাষার শব্দ?

অস্ট্রেলিয়া

ইতালি

জার্মানি

মেক্সিকো

২৩. ‘সজাগ’ শব্দের স-উপসর্গ কোন ভাষার ?

সংস্কৃত

ফারসি

বাংলা

আরবি

২৪. ‘হাসান নিয়মিত পড়াশুনা করে বলে পুরস্কার পায়।’- এই জটিল বাক্যের সরল রুপ হলো-

নিয়মিত পড়াশোনা করার কারণেই হাসান পুরস্কার পায়

হাসান নিয়মিত পড়াশোনা করে , তাই সে পুরস্কার পায়

হাসান নিয়োমিত পড়াশোনা করে এবং পুরস্কার পায়

নিয়মিত পড়াশোনা করে সেজন্য হাসান পুরস্কার পায়

২৫. ‘আমার বই পড়া হয়েছে’- বাক্যটির কর্তৃবাচ্য রুপ হচ্ছে-

আমি বই পড়ছি

আমার বই পড়া হবে

আমি বই পড়তে যাচ্ছি

আমি বই পড়েছি

২৬. নিচের কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত?

শিরচ্ছেদ

শিরশ্ছেদ

শিরোচ্ছেদ

শিরঃচ্ছেদ

২৭. ‘আভরণ’ শব্দের অর্থ কি?

অলংকার

আচ্ছাদন

রমণীয়

অনবরত

২৮. ‘সন্ধ্যা’ শব্দের বিশেষণটি নির্দেশ করুন-

সাঁঝ

সন্ধা

সন্দা

সান্ধ্য

২৯. ‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’ -এটি কোন ধরনের বাক্য?

সরল

জটিল

যৌগিক

মিশ্র

৩০. ‘অধর্ম ‘ শব্দের সমস্যমান পদ কোনটি?

ধর্ম নেই যার

ধর্মহীন যে

ধর্মের অভাব

নেই ধর্ম যার

৩১. নিচের কোন ধ্বনি ঘোষ?

ইংরেজী অংশ  

1. Which is the translation of — ‘জীবন পুষ্পশয্যা নয়।’?

Life is not bed of roses

The life is not bed of roses

Life is not a bed of roses

Life is not the bed of roses

2. ‘The birds and the bees’ means-

The relation between the birds and bees

The basic facts about sex

The birds and bees are good workesrs

None of them

3. Industry is — mother of good luck. Fill in the gap with–

a

an

the

No article

4. ‘A’ and ‘An’ are —

definite articles

indefinite articles

both

None

5. I am fed up — waiting her to telephone. Fill in the gap with–

in

with

by

for

6. The word ‘odd’ means-

universal

huge

average

strange

7. Complete the sentence: ” If the sun didn’t shine, fruits–“

did not ripen

wouldn’t ripen

will not ripen

has not ripen

8. “will you turn — the switch for me ?” Fill in the gap with the right preposition.

on

down

by

in

9. The word ‘exaggerated’ is closest in meaning to —

modest

concise

more than normal

new

10. There is some cause for concern but no need for alarm”. In this sentence’ concern ‘ is —

adjective

noun

verb

adverb

 

11. Which is the translation of — ‘জীবন পুষ্পশয্যা নয়।’?

Life is not bed of roses

The life is not bed of roses

Life is not a bed of roses

Life is not the bed of roses

12. Industry is — mother of good luck. Fill in the gap with–

a

an

the

No article

13. I am fed up — waiting her to telephone. Fill in the gap with–

in

with

by

for

14. Complete the sentence: ” If the sun didn’t shine, fruits–“

did not ripen

wouldn’t ripen

will not ripen

has not ripen

15. The word ‘exaggerated’ is closest in meaning to —

modest

concise

more than normal

new

16. The word ‘Magnificent’ means-

splendid

resourceful

thoughtful

graceful

17. what is the correct translation of : ‘অনেক গৃহকর্ত্রী যারা বাড়িতে প্রায় সারাদিন কাজ করেন।’

There are many housewives who work almost all day

Many housewives work at home almost all day

Many housewives work at home all day almost

Housewives work at home almost all day at home

18. ‘A foregone conclusion’ means-

an uneasy situation

false hope

an anticipated result

quite familiar

19. choose the correct sentence .

Mita was deadly wounded

Mita was fatally wounded

Mita was madly wounded

Mita was vitally wounded

20. choose the correct sentence.

Repeat it again

Repeat it

Repeat it again and again

Repeat it once again

21. To understand it , read — the lines . Fill in the gap with the right preposition.

behind

without

between

with

22. ‘What are you doing ?’ Asked the teacher . Choose the right indirect speech.

The teacher asked what he was doing

The teacher asked what was he doing

The teacher asked what he has been doing

The teacher asked what he had been doing

23. “I’II pay for it, ” he said .

He said that he will play for it.

He said that he would pay for it.

He said that he will play for that .

He said that he would pay for that .

24. Whom did they accuse? choose the right passive voice.

Who was accused by them ?

Who had been accused by them ?

Who was being accused by them ?

Who has been accused by them?

গণিত অংশ  

১. একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য ১৪ গজ হলে শীর্য বিন্দু হতে ভূমির উপর অংকিত লম্বের দৈর্ঘ্য কত?

১২ গজ

১৪ গজ

১৬ গজ

১৮গজ

২. একটি সমকোণী ত্রিভুজের ভূমি ৬ সে. মি. এবং লম্ব ৮ সে. মি. হলে অতিভুজের দৈর্ঘ্য কত?

১২ সে. মি.

১০ সে.মি.

৯ সে. মি.

৮ সে. মি.

৩. ৭০ ডিগ্রী কোণের সম্পূরক কোণ কোনটি ?

২০০ ডিগ্রী

১১০ ডিগ্রী

২০ ডিগ্রী

২৯০ ডিগ্রী

৪. x +3y =0 সমীকরণের লেখচিত্র কি হবে?

সরলরেখা

বৃত্ত

পরাবৃত্ত

মূল বিন্দুগামী সরল রেখা

৫. ২% হার সুদে ১০০ টাকায় ৩ বছরের সুদ অপেক্ষা ৩% হার সুদে ঐ টাকার ৩ বছরের সুদ কত বেশি হবে?

১ টাকা

২ টাকা

৩ টাকা

৪ টাকা

৬. কোন বিদ্যালয়ে গণিতে ৭৫% এবং ইংরেজিতে ৪৫% পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। যদি উভয় বিষয়ে ৩০% পরীক্ষার্থী কৃতকার্য হয়ে থাকে , তবে উভয় বিষয়ে শতকরা কত জন অকৃতকার্য হয়েছে?

৩০%

৪৫%

১০%

১৫%

৭. ক্রয় মুল্যঃ বিক্রয় মূল্য =৫ঃ৬ হলে , লাভ কত?

২০%

২১%

২৫%

কোনোটিই নয়

৮. ঘন্টায় ৪ কিমি . বেগে চললে কোন স্থানে পৌঁছাতে যে সময় লাগে , ঘন্টায় ৫ কিমি. বেগে চললে তার চেয়ে ১/২ ঘন্টা কম সময় লাগে। স্থানটির দূরত্ব কত হবে?

১৫ কিমি.

১২ কিমি.

৭ ১/২ কিমি.

১০ কিমি.

৯. একটি পাত্র ১/২ অংশ ভর্তি আছে। যদি ৮ গ্যালন সরানো হয় তবে ১/১০ অংশ ভর্তি থাকে। পাত্রটি কত গ্যালন ধারণ করে?

১২ গ্যালন

১৬ গ্যালন

২০ গ্যালন

২৪ গ্যালন

১০. একটি কাজ ১২ লোক ৮ দিনে ১/২ অংশ শেষ করল, অতিরিক্ত কত জন লোক নিয়োগ করলে কাজটি ১২ দিনে শেষ হবে?

৩ জন

৪ জন

৫ জন

৬ জন

 

১১. কামাল ২০ মিনিটে একটি বাগানের ঘাস মেশিনে কাটতে পারে। জামাল ৩০ মিনিটে ঐ বাগানের ঘাস কাটতে পারে। তারা এক সাথে কাজ করলে ঐ বাগানের ঘাস কাটতে কত সময় লাগবে?

১০ মিনিট

১২ মিনিট

১২ ১/২ মিনিট

১৫ মিনিট

১২. ১১, ১৩, ১৭, ?, ৩১ ধারাটির ‘?’ চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি হবে?

২৩

২১

২৭

১৯

১৩. ১+ ২ +৩ +…….+৫০ =কত?

১২২৫

১২৫০

১২৭৫

১৩৭৫

১৪. ১ মাইল = কত কিলোমিটার ?

১.৬৯ কিমি.

১.৬১ (প্রায়) কিমি.

০.৬১ কিমি.

১.৬৬ (প্রায়) কিমি.

সাধারণ জ্ঞান অংশ  

১. আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?

৯০ তম

৯৫ তম

১০০ তম

১০৫ তম

২. লালন জাদুঘর কোথায় অবস্থিত?

সোনারগাঁও

ময়নামতি

রাজশাহী

কুষ্টিয়া

৩. খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি কোন সালে চালু হয়?

১৯৯১

১৯৯২

১৯৯৩

১৯৯৪

৪. বাংলাদেশের প্রথম EPZ কোনটি?

সভার

মংলা

চট্রগ্রাম

কুমিল্রা

৫. তিতাস বাংলাদেশের কততম উপজেলা?

৪৬৯ তম

৪৭০ তম

৪৭১ তম

৪৭২ তম

৬. জাতীয় সংসদে কোরাম হয় কত জন সংসদ সদস্যের উপস্থিতিতে?

৫০

৫৫

৬০

৬৫

৭. বাংলাদেশ সরকারী কর্মকমিশন সংবিধানের কোন অনুচ্ছেদ/ধারা অনুযায়ী গঠিত ?

১২৯

১৩২

১৩৫

১৩৭

৮. ‘HDI’ ধারাটি কোন সংস্থার উদ্ভাবন ?

বিশ্বব্যাংক

UNDP

FAO

WHO

৯. ILO- এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?

বার্লিন

জেনেভা

হেগ

লন্ডন

১০. আনোয়ার সাদাত কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?

মিশর

লেবানন

বেনিন

সুদান

 

১১. কানাডার ফরাসি ভাষাভাষী জনগোষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বাস করে?

আলবার্টা

কুইবেক

মেনিটোবা

মন্ট্রিল

১২. কোন দেশটি অতীতে কখনো অন্য কোন দেশের উপনিবেশে পরিণত হয়নি?

যুক্তরাষ্ট্র

ইন্দোনেশিয়া

মালয়েশিয়া

থাইল্যান্ড

১৩. ই-৮ কি?

পরিবেশ দূষণকারী ৮টি দেশ

শিল্পোন্নত ৮টি দেশ

বেশি ঋণ প্রদানকারী ৮টি দেশ

এর কোনোটিই নয়

১৪. সর্বশেষ জোট নিরপেক্ষ রাষ্ট্রসমূহের সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল?

বাংলাদেশ

মিশরে

ভারতে

মালয়েশিয়ায়

১৫. ন্যাটো সামরিক জোট কত সালে আত্মপ্রকাশ করে?

১৯৪৪

১৯৪৮

১৯৪৯

১৯৫১

১৬. নিচের কোন দেশটি ই ই সি গঠন করার সময় এর উদ্যোক্তা ছিল না ?

বেলজিয়াম

ফ্রান্স

ইতালি

ইংল্যান্ড

১৭. পূর্ব জার্মানি রাষ্ট্রের অবলুপ্তি ঘোষিত হয় কত সালে?

১৯৮৭

১৯৯০

১৯৯১

১৯৯২

১৮. বাংলাদেশের প্রথম EPZ কোনটি?

সভার

মংলা

চট্রগ্রাম

কুমিল্রা

১৯. তিতাস বাংলাদেশের কততম উপজেলা?

৪৬৯ তম

৪৭০ তম

৪৭১ তম

৪৭২ তম

২০. জাতীয় সংসদে কোরাম হয় কত জন সংসদ সদস্যের উপস্থিতিতে?

৫০

৫৫

৬০

৬৫

 

২১. বাংলাদেশ সরকারী কর্মকমিশন সংবিধানের কোন অনচ্ছে/ধারা অনুযায়ী গঠিত?

১২৯

১৩২

১৩৫

১৩৭

২২. ILO- এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?

বার্লিন

জেনেভা

হেগ

লন্ডন

২৩. কলার চারা লাগানোর সময় পাতা কেটে ফেলা হয় কেন?

প্রস্বেদন রোধ করার জন্য

শ্বসন বন্ধ করার জন্য

অভিস্রবণ ত্বরান্বিত করার জন্য

সালোকসংশ্লেষণের উপযোগী করে তোলার জন্য

২৪. টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়-

শব্দ শক্তি

আলোক শক্তি

তড়িৎ শক্তি

চৌম্বক শক্তি

২৫. যে ডিভাইস বা কৌশলের সাহায্যে তড়িৎ প্রবাহকে একমুখী করা যায় তাকে বলে-

রেকটিফায়ার

অ্যাম্পলিফায়ার

ট্রানজিস্টার

লোড

২৬. স্টেইনলেস স্টীলে লোহার সাথে কোন ধাতু মিশানো হয়?

অ্যালুমিনিয়াম ও তামা

তামা ও দস্তা

নিকেল ও ক্রোমিয়াম

দস্তা ও অ্যালুমিনিয়াম

২৭. ঘন পাতাবিশিষ্ট বৃক্ষের নিচে রাতে ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়, কারণ গাছ থেকে–

অধিক পরিমাণে অক্সিজেন নির্গত হয়

অধিক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়

অধিক পরিমাণে কার্বন মনোক্সাইড নির্গত হয়

বিষাক্ত সায়ানাইড নির্গত হয়।

২৮. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান- প্রদানের প্রযুক্তিকে বলা হয়-

ইন্টারকম

ইন্টারনেট

ই-মেইল

ইন্টারসীট

২৯. শরীরে আয়োডিনের অভাবে সাধারণত কোন রোগ হয়?

গলগন্ড

বেরিবেরি

রাতকানা

এইডস

৩০. নাইট্রোজেনের প্রধান উৎস কোনটি ?

মাটি

উদ্ভিদ

বায়ুমন্ডল

প্রাণীদেহ

৩১. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?

ভিটামিন এ

ভিটামিন বি

ভিটামিন সি

ভিটামিন ডি

৩২. দুধকে টক করে নিচের কোনটি?

ভাইরাস

ব্যাক্টেরিয়া

ফাংগাস

প্রোটেজোয়া

 

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!