খেলাধুলা বিষয়ক সাম্প্রতিক তথ্য বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (পর্ব- ০২)

সাম্প্রতিক তথ্য

খেলাধুলা বিষয়ক সাম্প্রতিক তথ্য বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর বিসিএস সহ যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। 

Latest Information Important MCQ and Answers for BCS & Any kind of competitive exams

১। প্রশ্নঃ ২০১৬ সালের শতবর্ষী কোপা আমেরিকার চ্যাম্পিয়ন কোন দেশ?

ক. ব্রাজিল

খ. যুক্তরাষ্ট্র

গ. আর্জেন্টিনা

ঘ. চিলি

উত্তরঃ 

২। প্রশ্নঃ বর্তমানে (২০১৬) সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ী কে?

ক. সেরেনা উইলিয়ামস

খ. মার্টিনা হিংগিস

গ. মার্টিনা নাভ্রাতিলোভা

ঘ. মার্গারেট কোর্ট

উত্তরঃ 

৩। প্রশ্নঃ টি-২০ ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রান কোন দেশের?

ক. ওয়েস্ট ইন্ডিজ; ২৪৫/৬

খ. ভারত; ২৪৪/৪

গ. শ্রীলংকা; ২৬০/৬

ঘ. অস্ট্রেলিয়া; ২৬৩/৩

উত্তরঃ 

৪। প্রশ্নঃ ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় অনুষ্ঠিত হবে?

ক. শ্রীলংকা

খ. ভারত

গ. দক্ষিণ আফ্রিকা

ঘ. ইংল্যান্ড ও ওয়েলস

উত্তরঃ 

৫। প্রশ্নঃ ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক ছক্কা (১৬টি) মারার রেকর্ডধারী কে?

ক. ক্রিস গেইল, রোহিত শর্মা ও এ বি ডি ভিলিয়ার্স

খ. শহিদ আফ্রিদি, ক্রিস গেইল ও কোরি জে অ্যান্ডারসন

গ. রোহিত শর্মা, শহিদ আফ্রিদি ও ক্রিস গেইল

ঘ. এ বি ডি ভিলিয়ার্স, শহিদ আফ্রিদি ও রোহিত শর্মা

উত্তরঃ 
উত্তরঃ 

৭। প্রশ্নঃ ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক শহর কোনটি?

ক. বেইজিং

খ. লস অ্যাঞ্জেলেস

গ. প্যারিস

ঘ. টোকিও

উত্তরঃ 
৮। প্রশ্নঃ বিশ্বকাপ ক্রিকেটে (২০১৫) বাংলাদেশের সর্বোচ্চ দলীয় ইনিংস কত?
ক. ৩১৯ রান
খ. ৩২০ রান
গ. ৩২২ রান
ঘ. ৩১৮ রান
উত্তরঃ 

৯। প্রশ্নঃ টি২০ ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরিয়ান কে?

ক. সাকিব আল হাসান

খ. মুশফিকুর রহিম

গ. মাহমুদউল্লাহ রিয়াদ

ঘ. তামিম ইকবাল খান

উত্তরঃ 
উত্তরঃ 

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!