পররাষ্ট্র মন্ত্রণালয় এর ব্যক্তিগত কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০০৬
Personal officer at Ministry of Foreign Affairs Job exam question and solution – 2006
পরীক্ষার তারিখঃ ১২.০২.২০০৬
Exam date: 12.02.2006
বাংলা অংশ
১. ভাষা কি?
শব্দের উচ্চারণ
ধ্বনির উচ্চারণ
বাক্যের উচ্চারণ
ভাবের উচ্চারণ
২. ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস কি?
শূল আর্যভাষা
বৈদিক ভাষা
অনার্য ভাষা
সংস্কৃৃত ভাষা
৩. পাণিনি কে ছিলেন?
ভাষাবিদ
ঋগ্বেদবিদ
বৈয়াকরণিক
আখ্যানবিদ
৪. ”ঘোড়াড্ডিম” কোন জাতীয় শব্দ?
সমাসবদ্ধ
সন্ধি বিচ্ছেদজাত
পদপ্রকরণ
তৎসম শব্দ
৫. কোনটি শব্দটি দেশী নয়?
টং
ঝাড়
ঢেঁকি
দখল
৬. চাঁদ+মুখ কোন ধরনের শব্দ?
মৌলিক শব্দ
সাধিত শব্দ
পদ দ্বৈত
যৌগিক শব্দ
৭. ”পথে পথে” কোন ধরনের শব্দ?
দ্বিরুক্ত শব্দ
শব্দ দ্বৈত
পদ দ্বৈত
ধ্বন্যাত্মক শব্দ
৮. বাংলা ভাষায় খাঁটি উপসর্গ কয়টি?
১৯
২০
২১
২২
৯. অন্ধজনে দয়া কর- ”অন্ধজনে” কোন কারকে, কোন বিভক্তি?
কর্মে সপ্তমী
কর্তায় সপ্তমী
কর্মে শূন্য
সম্প্রদানে সপ্তমী
১০. কোন বাক্যটির সঙ্কোচন রূপ “জিগীষা”?
জানিবার ইচ্ছা
জয় করিবার ইচ্ছা
হনন করিবার ইচ্ছা
যুদ্ধ করিবার ইচ্ছা
১১. ”বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এল বান”- কোন ছন্দভুক্ত?
মাত্রাবৃত্ত
স্বরবৃত্ত
অক্ষরবৃত্ত
অমিত্রাক্ষর ছন্দ
১২. ”ব্যাকরণ মঞ্জরী” কার লেখা?
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ড. মুহম্মদ এদনামুল হক
ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
মুহম্মদ আব্দুল হাই
১৩. রবীন্দ্রনাথ ঠাকুর মানবজীবনের সাথে কোনটির তুলনা করেছেন?
নদী
বৃক্ষ
পথ
পাহাড়
১৪. ”মেঘনাদবধ কাব্যে” যুদ্ধের সময় পশ্চিম দুয়ারে রক্ষ হিসেবে কে ছিল?
বীর নীল
অঙ্গদ
সুগ্রীব
রামচন্দ্র
১৫. জসীমউদ্দীন তার বন্ধুকে কোন গাঁয়ে নিমন্ত্রণ করেছিলেন?
পল্লী গাঁয়ে
কাজল গাঁয়ে
শ্যামল গাঁয়ে
সবুজ গাঁয়ে
১৬. কোন চরিত্রটি “লালসাল” উপন্যাসে নেই?
রহীমা
জমিলা
আমেনা বিবি
করিমা বিবি
১৭. ”কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই”- কার লেখা লাইন?
প্রথম চৌধুরী
মোহাম্মদ বরকতউল্লাহ
মোতাহার হোসেন
রবীন্দ্রনাথ ঠাকুর
১৮. কোনটা ঠিক?
সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
কাঁদো নদী কাঁদো (কাব্য)
বহিপীর (নাটক)
মহাশ্মশান (নাট)
১৯. কোনটি উপন্যাস?
শেষের কবিতা
বলাকা
ডাকঘর
পূরবী
২০. কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরণ করেন?
১৯৭৬
১৯৭৭
১৯৭৮
১৯৭৯
ইংরেজী অংশ
1. Choose the correct alternative : If you are late again, I shall have to —– you.
knock
punish
strike
hit
2. Choose the correct alternative : His father came to see him ——–
of
after
off
away
3. Choose the correct alternative : There is a bridge —- the river.
on
over
for
above
4. Choose the correct alternative : Do you —– earthquakes in your country?
see
feel
have
know
5. Choose the correct alternative : This coffee tastes ——-
sweet
sour
delicious
bitter
6. Do you enjoy teaching. The word “teaching” is-
a noun
a participle
a gerund
an adjective
7. Choose the correct sentence?
Yours is the most prettiest hat of all
He says good English
He could not avoid to do this
I am quite sure of his honesty
8. Choose the correct passive form of “He decided to sell the house.”
He decided that he would sell the house
He decided that he sold the house
He decided that the house should be sold
The house was decided to be sold
9. Choose the correct tense.
I had finished the book yesterday
I finished the book yesterday
I have finished the book yesterday
I was finishing the book yesterday
10. Convert the following sentence to a complex one – “You are too young understand”.
You are very young that you do not understand
You are so young that you do not understand
You are not old so you cannot understand
You are so young that you cannot understand
11. The grass was so wet that we couldn’t sit on it, Make it a simple sentence.
The grass was very wet to sit
The grass was too wet for us to sit on
The grass was wet enough for us to sit
The grass was much wet for us to sit
12. Choose the correct preposition : He didn’t ask —-; he kept me standing at the door.
for
out
after
in
13. —— night there was a terrible storm.
One
Once
A
Some
14. —– giving me books, he prepared notes for me.
Along with
Besides
Beside
Not only
15. I do not —— his address.
recollect
remember
remind
recall
16. I had to go to Dhaka —– my sister’s marriage.
because
as
due to
because of
17. The boys played football —- the rain.
under
in
amidst
during
18. I —– my prayer before I go to bed.
make
say
tell
utter
19. Change the word “clear” into verb—
clearly
clarification
cleanese
clarify
20. “In black and white” means-
verbal
painted
in writing
directly
গণিত অংশ
১. ১০ এর চেয়ে বড় এবং ৫০ এর চেয়ে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে?
৯টি
১০টি
১১টি
১২টি
২. ৭২ সংখ্যাটি কতটি ভাজক আছে?
৯টি
১০টি
১১টি
১২টি
৩. 1+3+5+7+9+………+51= কত?
676
672
670
664
৪. দুটি সংখ্যার অনুপাত 3 : 4 এবং তাদের ল.সা.গু 180 হলে, সংখ্যার দুটি নির্ণয় করুন।
36, 48
39, 52
42, 56
45, 60
৫. দু অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুটির অন্তর ২; অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। সংখ্যাটি কত?
46
35
24
13
৬. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 111 হলে বড় সংখ্যাটি কত?
54
55
56
57
৭. পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৩ : ১। ২০ বছর পরে তাদের বয়সের অনুপাত ১৩ : ৭ হলে, তাদের বর্তমান বয়স কত?
পিতা ৩০ বছর ও পুত্র ১০ বছর
পিতা ৩৬ বছর ও পুত্র ১২ বছর
পিতা ৪৫ বছর ও পুত্র ১৫ বছর
পিতা ৪৮ বছর ও পুত্র ১৬ বছর
৮. একটি শ্রেণীতে যতজন ছাত্র-ছাত্রী পড়ে, প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও ২০ পয়সা বেশি করে চাঁদা দেয়ায় মোট ৪৮ টাকা উঠল। ঐ শ্রেণীতে ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?
৫০ জন
৫৫ জন
৬০ জন
৭০ জন
৯. একটি পানির ট্যাঙ্কে দুটি নল আছে। প্রথম নলটি খুলে দিলে ট্যাঙ্কটি ১০ ঘন্টায় পূর্ণ হয় এবং দ্বিতীয় নলটি খুলে দিলে পূর্ণ ট্যাঙ্কটি ১৫ ঘন্টায় খালি হয়। দুটি নল এক সাথে খুলে দিলে খালি ট্যাঙ্কটি কত সময়ে পূর্ণ হবে?
২০ ঘন্টায়
২৫ ঘন্টায়
৩০ ঘন্টায়
৩৫ ঘন্টায়
১০. দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনকূরে ঘন্টায় যায় 15 কিমি এবং স্রোতের প্রতিকূরে যায় ঘন্টায় 5 কিমি। স্রোতের বেগ নির্ণয় করুন।
ঘন্টায় 10 কিমি
ঘন্টায় 8 কিমি
ঘন্টায় 7 কিমি
ঘন্টায় 5 কিমি
১১. একটি আয়তক্ষেত্রের প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 23 মিটার বেশি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 600 বর্গমিটার হলে, তার দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।
দৈর্ঘ্য 24 মিটার এবং প্রস্থ 23 মিটার
দৈর্ঘ্য 25 মিটার এবং প্রস্থ 24 মিটার
দৈর্ঘ্য 26 মিটার এবং প্রস্থ 25 মিটার
দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 20 মিটার
১২. ক একটি কাজ ১০ দিনে করতে পারে এবং খ ঐ কাজটি ১৫ দিনে করতে পারে। তারা একত্রে ৪ দিনে কাজ করার পর ক চলে গেল। বাকি কাজ খ একা আর কত দিনে করতে পারবে?
৪ দিনে
৫ দিনে
৬ দিনে
৭ দিনে
১৩. ৪ জন পুরুষ বা ৬ জন বালক একটি কাজ ২0 দিনে করতে পারে। ৩ জন পুরুষ ও ৩ জন বালক একত্রে ঐ কাজ কত দিনে করতে পারবে?
১৪ দিনে
১৫ দিনে
১৬ দিনে
১৮ দিনে
১৪. টাকায় ১০টা দরে কোনো দ্রব্য করে টাকায় ৮টা দরে বিক্রয় করলে শতকার কত লাভ হবে?
২০%
২২%
২৪%
২৫%
১৫. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ১০% হ্রাস করা হলে, এর ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
৮% বৃদ্ধি
৮% হ্রাস
১০% বৃদ্ধি
১০% হ্রাস
১৬. একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
১৬
১৮
২১
২৩
১৭. একটি কোর্সের পরীক্ষায় ৩০% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করতে পারেনি, তাদের মধ্যে ১২ জন উক্ত কোর্সের অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সের অংশগ্রহণ করেনি। কয়জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?
৬০ জন
৮০ জন
১০০ জন
১২০ জন
১৮. ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
৪৯৯৯
৫৫০১
৫০৫০
৫০০১
সাধারণ জ্ঞান অংশ
১. ইরাকের বর্তমান প্রেসিডেন্ট জালাল তালাবানি কোন সম্প্রদায়ের লোক?
সুন্নি
শিয়া
কুর্দি
খ্রিস্টান
২. আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের জন্ম কত সালে?
১৯১২
১৯২৭
১৯৩৭
১৯৪১
৩. আর্জেন্টিনা ফকল্যান্ড দখল করে নিয়েছিল কত সাথে ?
১৯৮১
১৯৮২
১৯৮৪
১৯৮৫
৪. গ্রূপ-৭৭ এর জন্ম হয়েছিল কত সালে ?
১৯৬১
১৯৬৪
১৯৬৬
১৯৬৭
৫. নিচের কোন দেশ ২০০৭ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেবে?
এস্তোনিয়া
লিথুনিয়া
স্লোভানিয়া
রুলগেরিয়া
৬. উত্তর আয়ারল্যান্ডে কত সালে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
১৯৯৭
১৯৯৮
১৯৯৯
২০০০
৭. কোন দেশের কাছে সবচেয় বেশি পারমাণবিক চুল্লি রয়েছে?
কানাডা
রাশিয়া
ফ্রান্স
যুক্তরাষ্ট্র
৮. চেকোস্লোভাকিয়া কত সালে ভেঙে দুটো রাষ্ট্রে পরিণত হয়?
১৯৮৯
১৯৯০
১৯৯৩
১৯৯৫
৯. মিশর ও সিরিয়া কত সালে একত্রিত হযে ইউনাইটেড আরব রিপাবলিক গঠন করেছিল?
১৯৪৭
১৯৫২
১৯৫৩
১৯৫৮
১০. আমেরিকা রাষ্ট্রসময়হের সংগঠন Organization of American States (OAS) গঠিত হয় কত সালে?
১৯৩৭
১৯৪২
১৯৪৭
১৯৪৮
১১. Organization of African Unity (OAU) এর জন্ম কত সালে?
১৯৬০
১৯৬৩
১৯৬৫
১৯৬৭
১২. কত সালে নানকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যে চুক্তির অধীনে হংকংকে ব্রিটিশ কলোনি হিসেবে ঘোষণা দেয়া হয়েছিল?
১৮৩৯ সালে
১৮৪২ সালে
১৮৪৩ সালে
১৮৫৬ সালে
১৩. নিচের কোন দেশটি অতীতে কখনো কোনো দেশের কলোনি বা উপনিবেশে পরিনত হয়নি ?
থাইল্যান্ড
মিয়ানমার
ইন্দোনেশিয়া
মালয়েশিয়া
১৪. মিশর সুয়েজখাল জাতীয়করণ করেছিল কত সালে ?
১৯৫৬
১৯৫৭
১৯৫৮
১৯৫৯
১৫. ঢাকা পৌরসভা প্রতিষ্ঠত হয কত সালে ?
১৯০৫
১৯৪৭
১৮৬৪
১৯০১
১৬. নিচের কোন ভূমিরূপটি বাংলাদেশে পাওয়া যায় না ?
মালভূমি
প্লাবন সমভূমি
পাহাড়
দ্বীব
১৭. সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত?
মেঘলায়
আসাম
নাগাল্যান্ড
মনিপুর
১৮. বঙ্গভঙ্গ কত সালে রদ হয়?
১৯০৫
১৯১১
১৯১৭
১৯১৯
১৯. গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্টা আগে?
৩ ঘন্টা
৪ ঘন্টা
৬ ঘন্টা
৫ ঘন্টা
২০. কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি সাহায্য পায়?
যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য
জাপান
নরওয়ে
২১. কোন উপজাতিটি মাতৃতান্ত্রিক?
সাঁওতাল
চাকমা
খাসিয়া
গারো
২২. দহগ্রাম ছিটমহল কোন জেলার অন্তর্গত?
লালমনিরহাট
কুড়িগ্রাম
কুষ্টিয়া
যশোর
২৩. বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?
২৪০০ বর্গমাইল
১৯৫০ বর্গমাইল
১৮৬০ বর্গমাইল
৯২৫ বর্গমাইল
২৪. জাতীয় সংসদে কোরাম হয় কত জনে?
৯০ জন
৭৫ জন
৬০ জন
৬৯ জন
২৫. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
১৯০৫
১৯১১
১৯১৭
১৯২১
২৬. তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাস করা হয়েছিল?
২১ জানুয়ারি ১৯৯৬
২২ ফেব্রুয়ারি ১৯৯৬
২৭ মার্চ ১৯৯৬
২৮ এপ্রিল ১৯৯৬
২৭. পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
চাঁদপুর
সিরাজগঞ্জ
গোয়ালন্দ
ভোলা
২৮. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে থেকে?
১০ জানুয়ারি ১৯৭৩
১৬ ডিসেম্বর ১৯৭২
৪ নভেম্বর ১৯৭২
১১ অক্টোবর ১৯৭২
২৯. বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?
এস এম সুলতান
জয়নুল আবেদিন
কামরুল হাসান
শফিউদ্দিন আহমদ
৩০. যমুনা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?
৫.৫ কিমি
৬.৫ কিমি
৬ কিমি
৪.৮ কিমি
৩১. টেস্টিং সল্ট-এর রাসয়নিক নাম কি?
সোডিয়াম বাইকার্বোনেট
মনোসোডিয়াম গ্লুটামেট
পটাসিয়াম বাইকার্বোনেট
সোডিয়াম মনোগ্লুটামেট
৩২. জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে-
নিউক্লিয়াস
নিউক্লিওলাস
ক্রোমোসোম
নিউক্লিওপ্লাজম
৩৩. কোন বস্তুটির স্থিতিস্থাপকতা বেশি?
রবার
এলুমিনিয়াম
লৌহ
তামা
৩৪. ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস?
ক্লোরোফ্লোরো কার্বন
কার্বন মনোঅক্সাইড
কার্বন ডাইঅক্সাইড
মিথেন
৩৫. চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না কেন?
চাঁদে কোনো জীব নেই তাই
চাঁদে কোনো পানি নেই তাই
চাঁদে বায়ুমন্ডল নেই তাই
চাঁদের মাধ্যাকর্ষণজনিত ত্বরণ পৃথিবীর মাধ্যাকর্ষণজনিত ত্বরণ অপেক্ষা কম তাই
৩৬. কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
সাদা
কালো
লাল
ধূসর