১/ ক. এ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম
১। শব্দের দ্বিতীয় স্বর ‘অ’, আ, ও, হলে অ –এর উচ্চারণ স্বাভাবিক হয়। যেমন- অন্ন, অর্থ, অক্ষর , কলম, অমল ইত্যাদি ।
২। স’ বা সম’ উপসর্গযুক্ত আদি অ-ধ্বনি স্বাভাবিক হয়। যেমন: সস্নেহ, সহাস্য, সজীব, সরল, সবিনিয় ইত্যাদি ।
৩। না অর্থে অ বা অন থাকলে অ – ধ্বনি স্বাভাবিক বা বিবৃত হয়। যেমন: অমূল্য, অমৃত, অস্থির , অনিয়ম, আনাগত ইত্যাদি।
৪। অ – এর নিজস্ব উচ্চারন স্বাভাবিক বা বিবৃত হয় । যেমন: যেমন: জল, সরল, দখল, ইত্যাদি।
৫। অ – স্বরধ্বনিযুক্ত একাক্ষর (Syllable) শব্দের অ-এর উচ্চারণ স্বাভাবিক। যেমন: নদ্, টব, শব্, দম্, রব্ ইত্যাদি
১/ খ . সঠিক উচ্চারণ লিখ :
শ্রাবন- স্রাবোন্
রাষ্ট্রপতি- রা্শট্রোপোতি
শ্রদ্ধাস্পদ –স্রোদ্ ধাশ্ পদো
নক্ষত্র –নোক্ খোত্ ত্রো
দায়িত্ব – দায়্ত্ তো
প্রজ্ঞা – প্রোগ্ গ্ গাঁ
২| সঠিক বানান লিখ:
স্বত্ত্বা – সত্তা
সমিচীন –সমীচীন
আইনজীবি- আইনজীবী
পোষ্টমাষ্টার- পোস্টমাস্টার
মূচ্ছনা –মূর্চ্ছনা
বিদুাষি – বিদূষী
উচ্ছাস –উচ্ছ্বাস
ইতিমধ্যে- ইতোমধ্যে
৩। শব্দের ব্যায়াকরণিক শ্রেণী নির্দেশ কর-
সুন্দরী — বিশেষণ
পরিবারে — বিশেষ্য
তার — সর্বনাম
অথবা –অনুজ্ঞা /অব্যয়
সামান্য — বিশেষণ
৪।ক) প্রকৃতি প্রত্যয়
জয় = জি+অল
নীলিমা =নীল+ ইমন (তদ্ধিত প্রত্যয়)
উক্তি = বচ+ক্তি (নিপাতনে সিদ্ধ কৃদন্ত পদ)
প্রেম = প্রিয়+ ইমন
খোদাই = খোদ্ + আই (কৃৎ প্রত্যয়)
প্রাচুর্য = প্রচুর + য (তদ্ধিত প্রত্যয়)
ধর্ম+ষ্ণিক = ধার্মিক (তদ্ধিত প্রত্যয়)
৪।খ) সমাস নির্ণয় কর ।
প্রভাকর — প্রভা করে (উপপদ তৎপুরুষ)
উপনদী – ক্ষুদ্র নদী (অভ্যয়ীভাব সমাস)
রাজপথ- পথের রাজা (ষষ্ঠী তৎপুরুষ সমাস)
অহিনকুল — অহি ও নকুল (দ্বন্দ্ব সমাস)
আ্শীবিষ — অাশীতে বিষ যার (বহুব্রীহি সমাস)
রাজপথ — পথের রাজা (৬ষ্ঠী তৎ পুরুষ)
উদ্বেল — বেলাকে অতিক্রান্ত (অব্যয়ীভাব)
বই পড়া — বইকে পড়া (২য় তৎপুরুষ)
৫। বাক্যান্তর কর?
i) সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ নয় কী?
ii) বিপন্নদের সেবা কর।
iii) বাহ! রাঙ্গামাটির প্রাকৃতিক দৃশ্য কি চমৎকার।
v) অনুদারতা কৃপণদের ধর্ম।
vii) সংস্কৃতিবানেরা শান্তিপ্রিয় হয়।
viii) সে অশিক্ষিত কিন্তু দেশপ্রেমিক।
৬। পারিভাষিক শব্দ
Abstract — বিমূর্ত
Bidder — নিলাম ডাকিয়ে
cold war — স্নায়ু যুদ্ধ
Diplomatic — কুটনীতিক
Embargo — নিষেধাজ্ঞা
Face value —
Gratuity — অানুতোষিক
Hygiene — স্বাস্থ্যবিদ্যা
Initial — প্রারম্ভিক
Myth — পুরাণ
Justice — বিচারক
Powerhouse — শক্তিঘর
Queue — সারি
Sabotage — অন্তর্ঘাত
Violation — লঙ্ঘন