HSC (এইচ এস সি) পরীক্ষার বাংলা ১ম পত্র MCQ প্রশ্নের সমাধান ২০১৮
HSC Exam MCQ Question and Solution of Bangla 1st Paper 2018
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি ভালো করার জন্য বাংলা অংশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। These MCQ set is also important for University Admission test of Bengali Section.
১.চুরি করার প্রয়োজন নেই বলে কারা চুরি করেনা?
উত্তর: (ক) সাধুরা
২.উদ্দিপকের শফিক ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধি
উত্তর: (খ) হরিশ
৩.কোন কারণে উদ্দিপকের আদিব ও ‘অপরিচিতা’ গল্পের অনুপম সাদৃশ্যপূর্ণ?
উত্তর: (গ) ii ও iii
৪.”গ্রামের ছেলে গ্রামে বাস করবে।”______ ‘আহ্বান’ গল্পের এই বাক্যে প্রকাশ পেয়েছে গ্রামের প্রতি/উপর____
উত্তর: (গ) ভালোবাসা
৫.’মহাজাগতিক কিউরেটর’ গল্পে প্রাণের শুরু হয়েছে কোনটি থেকে?
উত্তর: (ঘ) ভাইরাস
৬.”স্বচক্ষে দেখেছ রক্ষঃশ্রেষ্ঠ, পরাক্রম দাসের!”_______ নিজেকে দাস বলার পিছনে মেঘনাদের কোন মনোভাবটি ক্রিয়াশীল?
উত্তর: (গ) অহমিকা
৭.’লোক লোকান্তর’ কবিতায় “আহত কবির গান”______ পঙক্তিটিতে কবি আহত কেন?
উত্তর: (গ) স্বপ্ন ও বাস্তবতার টানাপোড়নে
৮.আমার পথ প্রবন্ধ ও উদ্দিপকে উল্লিখিত কোন অভিন্ন কারণে শম্ভু মামুনের বাড়িতে যাওয়া থেকে বিরত থাকে?
উত্তর: (ক) ধর্মীয় গোঁড়ামি
৯.উদ্দিপকের শম্ভুর সাথে ‘আমার পথ’ প্রবন্ধের লেখকের স্বাতন্ত্র্য কীসে?
উত্তর: (গ) সংস্কৃতিতে
১০.কোন নদীর কাজল বুকে পালিতে গলিত হেম?
উত্তর: (গ) সুরমা
১১.চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠেনা কেন?
উত্তর: (গ) মুক্তিযুদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায়
১২.উদ্দীপকের মুন্না ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কোন চরিত্রের কথা মনে করিয়ে দেয়?
উত্তর: (ক) কবি
১৩.উদ্দীপকে ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় যুগপৎভাবে ফুঠে উঠেছে____
উত্তর: (ঘ) i,iiও iii
১৪.”কেন এই পন্ডশ্রম, মগজে হানিছ শূল।” ______ কবি কেন এমন উক্তি করেছেন?
উত্তর: (খ) বিভিন্ন ধর্মগ্রন্থ মুখস্থ করায়
১৫.সিরাজউদ্দৌলা প্রজাসাধারণের কাছে নিজেকে অপরাধী মনে করার অন্তর্নিহিত কারণ, তিনি____
উত্তর: (ক) প্রজাদের সুখ-স্বাচ্ছন্দ্যের বিধান করতে পারে নি
১৬.’ঐকতান’ কবিতার কবি অক্ষয় উৎসাহে কী পড়েন?
উত্তর: (গ) ভ্রমণবৃত্তান্ত
১৭.’লালসালু’ উপন্যাসে কোচবিদ্ধ হয়ে নিহত হয় কে?
উত্তর: (গ) ছমিরুদ্দিন
১৮.’আঠারো বছর বয়স’ কবিতায় উল্লিখিত আঠারো বছর বয়সের কোন বৈশিষ্ট্যটি উদ্দিপকে ফুটে উঠেছে?
উত্তর: (ক) আত্মপ্রত্যয়
১৯.নিচের কোন চরণে উক্ত বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে?
উত্তর: (ঘ) এ বয়সে তাই নেই কোন সংশয়
২০.নুসরত শাহের আশরাফপুর শিলালিপি কোন হরফে লেখা?
উত্তর: (গ) তুঘরা
২১.মোতাহের হোসেন চৌধুরী বৃক্ষের জীবনে কোন দুটি জিনিস উপলব্ধি করার পক্ষপাতী?
উত্তর: (ঘ) স্থৈর্য ও নীরবতা
২২.উদ্দীপকের সৌদামিনীর স্বামীর মধ্যে “লালসালু” উপন্যাসের কোন চরিত্রের মানসিকতা বিদ্যমান?
উত্তর: (গ) মজিদের
২৩.উদ্দীপকে এবং লালসালু উপন্যাসে আমাদের সমাজের কোন অসঙ্গতি বিদ্যমান?
উত্তর: (খ) বহুবিবাহ
২৪.”দারোগাবাবু এসে বসে আছেন বাবুর সাথে ।” ‘মাসিপিসি’ গল্পের এ বাক্যে প্রকাশ পায়____
উত্তর: (গ) iiও iii
২৫.’বায়ান্নর দিনগুলো’ রচনার কথকের সত্তায় কী লক্ষ্য করা যায়?
উত্তর: (ক) দৃঢ়চেতা মনোভাব
২৬.’ফ্রেবুয়ারী ১৯৬৯’ কবিতার লক্ষনীয় বিষয়___
উত্তর: (ঘ) i,iiও iii
২৭.’এই পৃথিবীতে এক স্থানে আছে’ কবিতায় ধানের গন্ধের মতো অস্ফুট কে?
উত্তর: (গ) লক্ষ্মীপেঁচা
২৮.উদ্দীপকের কালামের সাথে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রকে তুলনা করা যায়?
উত্তর: (গ) সাঁফ্রে
২৯.এরূপ তুলনার কারণ, উভয়েই____
উত্তর: (ঘ) i,iiও iii
৩০.’সেই অস্ত্র’ কবিতায় কবির কাঙ্ক্ষিত অস্ত্র উত্তোলিত হলে কী খাঁ খাঁ করবে না?
উত্তর: (খ) গৃহস্থালি