৩৮ তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচী ও আসন বিন্যাস প্রকাশ।
38th BCS written examination schedule and seat plan 2018
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৩৮তম বিসিএস পরীক্ষার সময়সূচী ও আসন বিন্যাস প্রকাশ করেছে। পিএসসির ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এই সময়সূচী ও আসন বিন্যাস দেওয়া হয়েছে। ৩৮তম বিসিএসে ২০০ নম্বরের প্রতিটি বিষয়ের লিখিত পরীক্ষার সময় হবে চার ঘন্টা এবং ১০০ নম্বরের প্রতিটি বিষয়ের লিখিত পরীক্ষার সময় হবে ৩ ঘন্টা। আগামি ৮ অগাস্ট থেকে ১৩ অগাস্ট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকার ১০ টি কেন্দ্রে এবং ঢাকার বাইরে ৭ বিভাগের ৭ টি কেন্দ্রসহ মোট ১৭ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্টিত হবে।
সময়সূচি অনুয়ায়ী ৮ অগাস্ট বুধবার সকাল ১০ টায় ইংরেজি, ৯ অগাস্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় বাংলাদেশ বিষয়াবলীর পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১১ অগাস্ট শনিবার সকাল ১০ আন্তর্জাতিক বিষয়াবলী এবং দুপুর ২ টায় গানিতিক যুক্তি পরীক্ষা হবে।
১২ অগাস্ট রোববার সকাল ১০ টায় সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি এবং দুপুর ২ টায় মানষিক দক্ষতা, ১৩ অগাস্ট সকাল ১০ টায় বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩৮তম বিসিএসে রেকর্ড সংখ্যক ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন। এই বিসিএসে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এর মধ্যে প্রশাসন ক্যাডারের ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ ৩৮তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ রয়েছে।