৪১ তম বিসিএস লিখিত (বাংলা) পরীক্ষার প্রশ্নপত্র ২০২১

বিসিএস লিখিত প্রশ্ন

৪১ তম বিসিএস লিখিত (বাংলা) পরীক্ষার প্রশ্নপত্র ২০২১।
41th BCS Written Exam Question (Bangla) 2021.
পরীক্ষার তারিখঃ ৪/১২/২০২১

৪১ তম বিসিএস লিখিত (বাংলা) পরীক্ষার প্রশ্নপত্র ২০২১ 1

৪১ তম বিসিএস লিখিত (বাংলা) পরীক্ষার প্রশ্নপত্র ২০২১ 2

৪১ তম বিসিএস লিখিত (বাংলা) পরীক্ষার প্রশ্নপত্র ২০২১ 3

৪১তম বিসিএস বাংলা লিখিত: বাগধারা
১। জড়ভরত
= অকর্মণ্য ব্যক্তি, নিস্ক্রিয়
২। হাড় হদ্দ
= নাড়ি নক্ষত্র/সব তথ্য
৩। ডাকাবুকো
= দূরন্ত / নির্ভীক
৪। বাঁশের চেয়ে কঞ্চি বড়
= বাপের চেয়ে ছেলের তেজ বেশি
৫ ।সাত ঘাটের কানাকড়ি
= অকিঞ্চিতকর সংগ্রহ
বাক্য রূপান্তর সমাধান।
১. যা করবার তা করেছি। (সরল বাক্য)
উত্তর: কর্ম অনুযায়ী কাজ করেছি।
২. আমৃত্যু এ কথা মনে রাখব। (জটিল বাক্য)
উত্তর: যতদিন বেঁচে থাকবো, ততদিন এ কথা মনে রাখব।
৩. কথক অসুস্থতার জন্য অনুপস্থিত। (যৌগিক বাক্য)
উত্তর: কথক অসুস্থ, তাই তিনি অনুপস্থিত।
৪. কেউ অন্ধের দুঃখ বুঝলো না। (প্রশ্নবাচক বাক্য)
উত্তর: কেউ কী অন্ধের দুঃখ বুঝলো?
৫. মাতৃভূমিকে সবাই ভালোবাসে। (নেতিবাচক বাক্য)
উত্তর : মাতৃভূমিকে কেউ ঘৃণা করে না।
৬. পাখিটি খুবই সুন্দর। (বিস্ময়বাচক বাক্য)
উত্তর: কী সুন্দর পাখি!

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!