সমাজসেবা অধিদপ্তর এর ফিল্ড সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৮।
Department of Social Services (DSS) Field Supervisor Exam Question and Solution 2018.
পদের নামঃ ফিল্ড সুপারভাইজার
পরীক্ষা অনুষ্ঠিতঃ ১৪/০৯/২০১৮
সমাধান দেখুন প্রশ্নের নিচের অংশে:
সমাজসেবা অধিদপ্তর এর ফিল্ড সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান:
বাংলা সমাধানঃ
১. বাংলা ভাষার অভিধান প্রথম কে রচনা করেন?- ফাদার ম্যানায়েল (পুরো নাম মানুএল দা আসসুম্পসাঁউ)
২. রচনা ও লিঙ্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?- রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব
৩. Lexicography এর বাংলা পারিভাষিক শব্দ- অভিধানতত্ত্ব
৪. ‘ষড়ঋতু’ শব্দের সন্ধি বিচ্ছেদ- ষট্+ঋতু
৫. চক্ষুদান করা বাগধারার অর্থ কি- চুরি করা
৬. ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে- এক কথায় হবে- অবিমৃষ্যকারী
৭. কোন বানানটি শুদ্ধ- আবিষ্কার ( অত্যাধিক নয় হবে অত্যধিক, অদ্যপি নয় হবে অদ্যাপি, আদ্যাক্ষর নয় হবে আদ্যক্ষর)
৮. পদ্মের সমার্থক শব্দ- অরবিন্দ।
৯. তৎসম শব্দের উদাহরণ- মানব
১০. কোনটির লিঙ্গান্তর হয় না-কবিরাজ
১১. দর্শন মাত্র কোন সমাসের উদাহরণ- নিত্য সমাস
১২.Idiolect এর বাংলা উপভাষা- ব্যক্তিভাষা
১৩.বিশ্বকাবি তার কোন কবিতাটি উৎসর্গ করেছিলেন বিদ্রোহী কবি কে- বসন্ত
১৪. জিজ্ঞাসিব জনে জনে- “জনে জনে” কোন কারকে কোন বিভক্তি? – কর্মে ৭মী
১৫. অবিরাম যাত্রার চিত্র সংঘর্ষে/ একদিন সে পাহাড়ে উঠবেই। কবিতাংশটির কার রচনা-সিকান্দার আবু জাফর
১৬. কোথায় থাকা হয়- বাক্যটি কোন বাচ্যের উদাহরণ-ভাববাচ্যের উদাহরণ
১৭. “ অভি” কোন ভাষার উপসর্গ-তৎসম
১৮. “কমলাকান্তের দপ্তর” বঙ্কিমচন্দ্রের কোন ধরনের রচনা- রাম্যরচনা
১৯. “ কুসুম” শব্দের সঙ্গে বহুবচনের কোন রূপটি মানান সই- নিচয়
২০. “ যত্ন করলে রত্ন মিলিবে” এখানে “ করিলে” কোন ক্রিয়ার উদাহরণ- দ্বিকর্মক
ইংরেজি প্রশ্ন সমাধানঃ
২১. Synonym of the word Compatriot- Country-man
২২. Synonym of the word exhibit- display
২৩. Antonym of the word endure- Fade
২৪. Antonym of the word fecund- sterile
২৫. Birds eye view means- A rough Idea
২৬. If we had a boat, we ——-the river. -Would Cross
২৭. Paradise lost written by- John Milton
২৮. Which is correctly Spelt: Queue
২৯. Social environment in which people work or live- Milieu
৩০. One million of a second is called- microsecond
৩১. They arrived here after you……- had left
৩২. Drawings or writing on a wall etc in public place is called-Graffiti
৩৩. Adjective of the word Circle- circular
৩৪. His ——pleased all us. Maiden speech
৩৫. Which word is opposite docile- unruly
৩৬. My desk is a ——I should clean it. -Slob
৩৭. Which of the following is singular noun-physics
৩৮. A hard nut to crack idiom mean- A difficult problem
৩৯. Select correct spelling- Assassination
৪০. I am tired, I —(go) to bed now. -am going
অংক সমাধানঃ
৪১. ১,২৭,১২৫,… ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? – ২১৬
৪২. প্রত্যেকটি অংক কেবল একবার নিয়ে ৮,৯,৭,৬,৩,২ অংক গুলো দ্বারা তিন অঙ্কবিশিষ্ট কতগুলো ভিন্ন সংখ্যা গঠন করা যায় – ১২০
৪৩. কোন সংখ্যাটি সবচেয়ে বড়? -√ .1
৪৪. ৫,৯,১৩,১৭,.ধারাটিতে ১৬৬ কত তম পদ? ভুল আছে
৪৫. একটি সংখ্যা ৪০% এর সাথে ৪৫ যোগ করলে ঐ সংখ্যাটিই হলে সংখ্যাটি কত? -৭৫
৪৬. ১ হতে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? – ২৫
৪৭. কোনটি মৌলিক সংখ্যা? – √১৪৪
৪৮. চিনির দাম ২০% কমল , কিন্তু চিনির ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত ভালো বা কমলো? -৪% কমবে
৪৯. ২ঃ৩ এর ব্যস্তাঅনুপাত – ৩ঃ২
৫০. If a^3-b^3=513, a-b=3 then the value of ab?- 54
৫১. অংকে ভুল আছে ( 1/x এর জায়গায় y হবে)
৫২. a+1/a=2 হলে a^3 + 1/a^3 কত? -2
৫৩. x/3 – x/2 -1= 0 এর সমাধান কত? -6
৫৪. ২% হার মুনাফায় ১০০ টাকার ৩ বছরের মুনাফা অপেক্ষা ৩% হার মুনাফায় ঐ টাকার 3 বছরের মুনাফা কত বেশি হবে? -৩ টাকা
৫৫. log3 243= কত? 5
সাধারণ জ্ঞান:
৫৬.বিমসটেক ভুক্ত দেশের সংখ্যা কয়টি-৭টি
৫৭. “ বয়স্ক ভাতা” সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম এর আওতাধীন-
৫৮. সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়-
৫৯. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ-১৭ মার্চ ১৯২০
৬০. ইদলিব কোন দেশের শহর- সিরিয়ার
৬১. মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত- ১০ নম্বর
৬২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রীর নাম কি- জনাব নুরুজ্জামান আহমেদ
৬৩. MENA কোন দেশের সংবাদ সংস্থা- মিশর
৬৪. সাঁতার কাটা সহজ কোথায়- সাগরে
৬৫. বিশ্ব সমাজকর্ম দিবস কবে পালিত হয়-
৬৬. বাংলাদেশের কোন তারিখে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়-২ জানুয়ারি
৬৭.বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৮ বিমানটির কি নামকরণ করা হয়- আকাশবীণার
৬৮. ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটে মোট কতটি দেশ অংশ নেবে- ১০টি
৬৯. বঙ্গবন্ধু স্যাটেলাইট-০১ এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়-০৪ সেপ্টেম্বর
৭০. চীনের ই কমার্স প্রতিষ্ঠাতা আলিবাবা ডট কম এর প্রতিষ্ঠাতা- জ্যাক মা