NATP প্রকল্প এর ফিল্ড অফিসার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৯ ( প্রাণিসম্পদ অধিদপ্তর )
National Agricultural Technology Program (NATP) Field Officer MCQ Job Exam Question and Solution 2019
Project by: Department of Livestock Services – DLS
Exam Date: 11 January 2019
পরীক্ষার তারিখঃ ১১/০১/২০১৯
ইংরেজী অংশ সমাধানঃ
১. অলস ব্যক্তি কখনো সুখী হয়না ইংরেজি অনুবাদ-An idle man is never happy
২. Choose the adjective form of the following: exciting
৩. Which sentence is correct-
৪. My uncle looks after me . Passive form is —–? I am looked after by my uncle
৫. Swan song means- Last Work
৬. Let’s have a cup of tea, —- ? Add a question tag to this sentence. shall we ?
৭. The correct Spelling- Humorous
৮. Genocide is- Noun
৯. He —so hard that he is certain to succeed. Ans: works
১০. Synonym of substantiate- Confirm
১১.Past Particle form of SWING- SWUNG
১২. Antonym of Curtail-Prolong
১৩. Find the correct sentence: I am obliged to you for your kindness.
১৪. Find the correct sentence: He is a perfect Judge.
১৫. We often go fishing —the river bank. Ans: along
১৬. The lecture will be held right — the tutorial. Ans: before
১৭. The mission is—United nations control. Ans: Under
Choose analogous pair:
১৮. Pesticide: Plant: Ans: Vaccination: Body ( First is meant to protect the second from diseases )
১৯. Cool:Cold Ans: Pretty : Beautiful (Second is of higher intensity than the first. )
২০. I will wait to call my manager —I hear from the client. Ans: until
বাংলা অংশ সমাধানঃ
২১. ভাষার মৌলিক অংশ কয়টি-৪ টি
২২. ছদ্মনামসহ মূল নাম কোনটি সঠিক- মীর মোশাররফ হোসেন -গাজী মিঞা
২৩. বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত কার রচনা- মুহাম্মদ শহীদুল্লাহ
২৪. খ্রিস্টাব্দ কোন ধরনের শব্দ- মিশ্র শব্দ
২৫. জয়ের জন্য যে উৎসব- এক কথায় প্রকাশ-জয়ন্তী
২৬. পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলন কে বলে – সন্ধি
২৭ . হায়রে আমরা কেবল আঁটি আর চামড়া – প্রবাদটির অর্থ কি- বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট
২৮. প্রথম বাংলা সাময়িক পত্র কোনটি – দিকদর্শন
২৯. কুজ্ঝটিকা শব্দটির সন্ধি বিচ্ছেদ- কুৎ+ঝটিকা
৩০. ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা- ছোট গল্প সম্পর্কে কে এমন মন্তব্য করেছেন – রবীন্দ্রনাথ ঠাকুর
৩১. বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি – ৫০ টি
৩২. বিগ্রহ শব্দের বিপরীত শব্দ হলো – সন্ধি
৩৩. কারক নির্ণয় কর -ডাক্তার ডাক – কর্মে শূন্য
৩৪. শুদ্ধ বানান কোনটি- মোহিণী
৩৫. পদ্মরাগ উপন্যাসটির রচয়িতা কে- রকেয়া সাখাওয়াত হোসেন
৩৬. ছাত্র সমাজ শব্দটি কোন সমাসের উদাহরণ- ষষ্ঠী তৎপুরুষ
৩৭. পাখির দলে দলে কলরব করছে- এখানে দলে দলে কী অর্থে বোঝায়েছে
৩৮. ভ্রম শব্দের অর্থ হলো- প্রমাদ
৩৯. মনির চৌধুরী রচিত কেউ কিছু বলতে পারে না একটি- অনুবাদ নাটক
৪০. সপ্তাহ কোন ধরনের শব্দ- পরিমাণ বাচক
গণিত অংশ সমাধানঃ
৪১. পরপর তিনটি সংখ্যার গুণফল ২১০ হলে তাদের যোগফল কত? উত্তরঃ ১৮
৪২. ৯৭২ কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পুর্ণবর্গ সংখ্যা হবে? উত্তরঃ ৩
৪৩. ৬৪ কিলোগ্রামের বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ ২৫% । কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ ৪০% হবে ? উত্তরঃ ৫৬ কিলোগ্রাম
৪৪. স্থির পানিতে নৌকার বেগ ঘণ্টায় ২ কিমি ও স্রোতের বেগ ৩ কিমি হলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরি গতিবেগ কত? উত্তরঃ ৫ কিমি.
৪৫. একটি ত্রিভুজের কয়টি মধ্যমা থাকে- ৩ টি
৪৬. (x+y)^2=14,xy=2 হলে x^2+y^2=কত? উত্তরঃ 18
৪৭. 5^2/5^3=? Ans: 5^-1
৪৮. a-b=4, ab=20 হলে a^3-b^3= কত? উত্তরঃ 304
৪৯. X ও Y দুটি ক্রমিক জোঢ় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড়? উত্তরঃ X^2+1
৫০.রানা একটি কাজ ১০ দিনে করতে পারে এবং কামাল একই কাজ ১৫ দিনে করতে পারে। দুজন একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে? উত্তরঃ ৬ দিনে
৫১. এক মণ চাল ২৩৭৫ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হলো। প্রতিমণ কত টাকায় বিক্রয় করলে ৬% লাভ হবে? উত্তরঃ ২৬৫০ টাকা
৫২. প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ২৫। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৩০ হলে, তৃতীয় সংখ্যাটি কত? উত্তরঃ ৪০
৫৩. ৩০ টাকা ৭৫ টাকার শতকরা কত? উত্তর: ৪০%
৫৪. যদি ১২ জন পুরুষ অথবা ১৮ জন মহিলা একটি কাজ ১৪ দিনে করতে পারে তাহলে ৮ জন পুরুষ ও ১৬ জন মহিলা একত্রে কাজটি কত দিনে করবে?
৫৫. a^3+1/a^3=3 হলে a^3+1/a^3=কত? উত্তরঃ 18
৫৬. (x-5)(a+x)=x^2-25 হলে a=? উত্তরঃ 5
৫৭. x+1/x=2 হলে (x-1/x)^2=? উত্তরঃ 0
৫৮. একটি বইয়ের দৈর্ঘ্য ২৫ সে.মি. ও প্রস্থ ১৮ সে.মি। বইটির পৃষ্টা সংখ্যা ২০০ এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব ০.১ মি.মি হলে বইটির আয়তন নির্ণয় কর। উত্তরঃ ৪৫০ ঘন সে.মি=
৫৯. একই হার মুনাফায় কোনো আসল ৬ বছরে মুনাফা-আসলে দ্বিগুন হলে,কত বছরে তা মুনাফা-আসলে তিন গুন হবে? উত্তরঃ ১২ বছর
৬০. x4+x2-0 এর সঠিক উৎপাদক বিশ্লেষণ- Ans: (x2+5)(x2-4)
সাধারণ জ্ঞানঃ
৬২.বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করেন – ২০০০
৬২.বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল – যুদ্ধাপরাধীর বিচার
৬৩.বাংলাদেশের প্রথম সাইবার সিটি কোনটি – সিলেট
৬৪. কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি – জাপান ও ফিলিপাইন
৬৫. Microsoft Word একটি ——– সফটওয়ার- অ্যাপ্লিকেশন
৬৬. Touchpad একটি ——- ডিভাইস – ইনপুট ডিভাইস
৬৭.দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় – ১৯৩৯
৬৮.২০২২ সালে ফিফা বিশ্বকাপ হবে – দোহা
৬৯.পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ কোনটি – চীন
৭০. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয় – ১১