পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর হিসাবরক্ষক/গুদাম রক্ষক/কোষাধ্যক্ষ পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১১
Accountants / Warehouse keeper / Treasurer at Directorate General of Family Planning (DGFP) Job Exam Question and Solution 2011
পরীক্ষার তারিখঃ ২৪.০৬.২০১১
Exam Date: 24.06.2011
বাংলা অংশ
১. ধূমকেতু কোন কবির ছদ্মনাম ?
জসিমউদদীন
জীবনানন্দ দাশ
কাজী নজরুল ইসলাম
২. আকাশ কুসুম বাগধারার অর্থ কি?
অসম্ভব বস্তু
বিস্তর ব্যবধান
অবাস্তব কল্পনা
৩. বাংলা বর্ণমালায় কয়টি ব আছে?
১
২
৩
৪. অর্ধচন্দ্র এর অর্থ কি?
চাঁদের অর্ধেক
উফাস করা
গলা ধাক্কা দেওয়া
৫. “আষাঢ়ে গল্প” বলতে কি বুঝায় ?
আষাঢ় মাসের গল্প
বৃষ্টির গল্প
গাজাখুরি গল্প
৬. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি –
ইতিহাসবেত্তা
ঐতিহাসিক
ইতিহাসবিদ
৭. চাঁদের হাট অর্থ কি?
অদৃশ্য বস্তু
মগের মুল্লুক
আনন্দের প্রাচুর্য
৮. রাষ্ট্রপতি কোন লিঙ্গ?
পুং
স্ত্রী
ঊভয়
৯. দেবর এর স্ত্রী বাচক শব্দ কি?
ননদ
জা
ভাতৃবধু
১০. নিচের কোনটি সর্বনাম?
করিম
কি
বালক
১১. কোনটি বাংলা সাহিত্যের মহাকাব্য ?
রাজ ও রানী
মেঘনাদ বধ
জমিদার দর্পন
১২. বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি ?
চর্যাপদ
শ্রীকৃষ্ণকীর্তন
পুঁথি সাহিত্য
১৩. পথের পাচালী গ্রন্থের রচয়িতা কে?
সত্যজিৎ রায়
বিভূতিভূষন বন্দোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
১৪. বাংলার স্বরবর্ণ কয়টি ?
১২
১১
১০
১৫. কোন বাক্যটি শুদ্ধ?
৫ জন ছাত্ররা স্কুল এ যায়
৫ জন ছাত্রগন স্কুল এ যায়
৫ জন ছাত্র স্কুল এ যায়
১৬. তটিনী শব্দের অর্থ কি?
সাগর
মহাসাগর
নদী
১৭. কোনটি শুদ্ধ বানান?
শ্রাবন
শ্রাবণ
স্রাবণ
১৮. বাংলা সাধু ভাষা বলতে বুঝায় ?
সাধু পুরুষদের ব্যবহিত শব্দ
তৎসম শব্দ বহুল ভাষার রীতি
কবিতা রচনার ভাষা
১৯. কোনটি খাঁটি বাংলা শব্দ ?
ঢোল
ঈদ
হালুয়া
২০. ‘যদ্যপি আমার গুরু’ কার রচনা?
আহমেদ ছফা
২১. ‘হ্ম’ যুক্তাক্ষরটি কোন ২টি বর্ণের যুক্তরূপ ?
ক+ষ
হ+ম
ক+ম
২২. ‘ক্ষ’ যুক্তাক্ষরটি কোন ২টি বর্ণের যুক্তরূপ ?
ক+খ
ক+ষ
ক+খ+ম
২৩. ‘যথেষ্ট’ এর সন্ধি বিচ্ছেদ কেমন হয়?
যথা+ঈষ্ট
যথা+ইষ্ট
যথা+ইস্ট
২৪. ‘চার রাস্তার সমাহার’ বাক্যটির সংকোচন রূপ কি হবে?
চার রাস্তা
চৌরাস্তা
চার সমাহার
২৫. “কান ভারী করা” শব্দদ্বয়ের এর অর্থ কি ?
কানে পানি দেওয়া
কানে ভার দেয়া
কুপরামর্শ দেওয়া
২৬. ‘কংস মামা’ বলতে কি বুঝ ?
নির্দয় আত্মীয়
আপন মামা
সৎ মামা
ইংরেজী অংশ
1. নিচের কোনটি proper noun?
Cow
Dhaka
water
2. কোনটি pronoun?
They
Good
Bad
3. Radius এর অর্থ কি?
Radiuses
Rady
Radii
4. I am closing the door কোন tense ?
Present continuous
Present perfect
Future continuous
5. কোনটি শুদ্ধ?
The sun
A sun
An Sun
6. Act এর past form কি?
Enact
Acted
Action
7. Son in law এর অর্থ কি?
সৎ ছেলে
জামাতা
বড় ছেলে
8. Eat এর Past form কি?
Ate
eated
Eaten
9. আমি লিখতে জানি- কোনটি সঠিক ?
I know to write
I learn to write
I know how to write
10. Foster father এর অর্থ কি?
বাবার বাবা
পালক পিতা
স্ত্রির বাবা
11. Hand to mouth- এর অর্থ কি?
হাত থেকে মুখ পর্যন্ত
দিন আনে দিন খায়
নিজ হাতে খায়
12. Tutor শব্দের অর্থ কি?
ব্যায়ামের শিক্ষক
পাঠশালার শিক্ষক
গৃহ শিক্ষক
13. Call on-এর অর্থ কি ?
ডেকে আনা
যেয়ে দেখা করা
পথে দেখা হওয়া
14. I have done my duty – কোন Tense?
present indefinite
present perfect
past perfect
15. Do not laugh at poor -কোন ধরনের বাক্য?
interrogative
imperative
Assertive
16. Put up -এর অর্থ কি?
উপস্থাপন করা
নিভিয়ে দেওয়া
টেনে তোলা
17. কোন বাক্যটি শুদ্ধ?
I saw an one eyed man
I saw a one eyed man
I saw one eyed man
18. He killed himself- এর অর্থ কি?
সে আত্মহত্যা করেছিল
সে অন্যকে হত্যা করেছিল
সে তাকে হত্যা করেছিলো
19. Alls well that ends well -এর অর্থ কি?
সব ভালো,যার শেষ ভালো
সকলে মিলে ভালো কাজ শেষ করে
ভালো কাজের পরিনতি সবসময় ভালো
গণিত অংশ
১. ১ কে দুইভাগ করলে কত হয়?
.৬
.৫
.৪
২. ৮+৮*৮=কত?
৭২
১২৮
১০২
৩. ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ?
১২০ডিগ্রী
১৮০ডিগ্রী
৯০ডিগ্রী
৪. এক বিলিয়ন সমান কত কোটি ?
১০ কোটি
১০০০ কোটি
১০০ কোটি
৫. নিচের কোনটি মৌলিক সংখ্যা ?
৬
৭
৮
৬. ৩৩ এর উৎপাদক কোনটি ?
১০
৩
১২
৭. কোন সখ্যার ৮গুন থেকে ২গুন বিয়োগ করলে ৭২ হয় ?
১২
১৬
২৭
৮. বার্ষিক শতকরা কত হার সুদে কোনো আসল ৫ বছরে সুদে আসলে দ্বিগুণ হবে ?
১০%
২০%
৫%
৯. ৪% হার সুদে ১০০০ টাকা ৮ বছরে সুদ আসলে কত হবে ?
১২০০ টাকা
৯০০ টাকা
১৩২০ টাকা
১০. একটি ঘড়ি ৫৪০ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। ঘড়িটি ৬৬০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ?
ক্ষতি ১০%
লাভ ১০%
লাভ ১০ টাকা
১১. ১ থেকে ২০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে ?
৭টি
৮টি
৯টি
১২. একটি ছাত্রাবাসে ১৫জন ছাত্রের ৩২দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ২০দিনে ঐ খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত?
৯ জন
১৭ জন
২৪ জন
১৩. ৩ এর ১/৩ = কত?
১/৯
১
৩
১৪. ১৩৫ টাকায় ১০০টি আম পাওয়া গেলে ২ টির দাম কত ?
১৭.৭০
২.৭০
১২.৭০
১৫. .০২*.০০২= কত?
.০০০০০০৪
.০০০০৪
.০০০৪
সাধারণ জ্ঞান অংশ
১. যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
বঙ্গোপসাগর
পদ্মা
মেঘনা
২. মাতৃতান্ত্রিক উপজাতি কোনটি ?
চাকমা
গারো
মারমা
৩. বিশ্বের দীর্ঘতম নদী কোনটি ?
পাদ্মা
আমাজন
নীল
৪. বাংলাদেশের জাতীয় পতাকার রঙ কয়টি ?
২টি
৩টী
৪টি
৫. পূর্ণাঙ্গ পুরুষের দেহে কতটি হাড় থাকে?
২০৮
২০৬
২১০
৬. কীর্তনখোলা নদী কোন জেলায় ?
মাদারীপুর
বরিশাল
খুলনা
৭. ১৪৪ ধারা সর্বাধিক পরিচিত কোন আইনে?
দন্ডবিধি
সাক্ষ্য আইন
ফৌজদারি কার্যবিধি
৮. সংবিধানের কোন অনুচ্ছেদে রীট আবেদন করা যায়?
১০১
১০০
১০২
৯. মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত?
৯৬.৪ ডিগ্রী ফাঃ
৯৯.৪ডিগ্রী ফাঃ
৯৮.৪ডিগ্রী ফাঃ
১০. সাঁট লিপিকার শব্দের ইংরেজি কি?
Steno typist
Script writer
Stenographer
১১. LAN – বলতে কি বুঝ ?
Line area network
Lost area network
Local Area Network
১২. ‘মিশর’ কোন মহাদেশে অবস্থিত ?
আফ্রিকা
এশিয়া
আমেরিকা
১৩. ‘কপালের লিখন বলতে কি বুঝায়?
কপালে কালি দিয়ে লিখা
অলঙ্গনীয়
বিধতার ইচ্ছা
১৪. বাংলার প্রথম জনক কে?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমান
শে রে বাংলা এ কে ফজলুল হক
সামসউদ্দিন ইলিয়াস শাহ
১৫. পৃথিবীর সবচেয়ে বড় ব-দ্বীপ কোনটি?
মালী
মাদাগাস্কার
বাংলাদেশ
১৬. History-কোন ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে?
ইংরেজি
ল্যাটিন
গ্রীক