ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এর হিসাবরক্ষণ কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান-২০০৩
Accounting Officer at Ministry of Posts, Telecommunications and Information Technology job recruitment examination Question and Solution – 2003
পরীক্ষার তারিখঃ ২৮/০১/২০০৩
Exam held On: 28/01/2003
বাংলা অংশ
১. মৈমনসিংহ গীতিকা সম্পাদনা করেছেন–
ড.দীনেশচন্দ্র সেন
ড. মোঃ শহীদুল্লাহ
শওকত ওসমান
ড. আনিসুজ্জামান
২. ‘ধূমকেতু’ প্রত্রিকার সম্পাদনা করেছেন —
জীবনানন্দ দাশ
মাইকেল মধুসূদন
কাজী নজরুল ইসলাম
মৌলানা আকরাম খান
৩. ‘বিশ্বনবী’ গ্রন্থটির রচয়িতা —
গোলাম মোস্তফা
আবুল মনসুর আহমেদ
আবুল ফজল
মোঃ আবদুল হাই
৪. যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে–
কর্তৃকারক
সম্প্রদান কারক
করণ কারক
কর্মকারক
৫. যে স্ত্রীলোক প্রিয় কথা বলে তাকে বলা হয়–
প্রিয়ংবদা
অবীরা
মাধুকর
কেকা
৬. বাংলা সাহিত্যে সনেট প্রবর্তক হলেন–
অক্ষয় কুমার বড়ুয়া
নবীনচন্দ্র সেন
কামিনী রায়
মাইকেল মধুসূদন দত্ত
৭. বাংলাদেশে লেখা বেশ সহজ। লেখার সাথে সত্যিকারের দায়িত্ব না থাকলে কেহ আপত্তি করে না । ভুল লেখলে কেহ সংশোধন করে না, মিথ্যা লেখলেও কেহ প্রতিবাদ করে না । ছেলেখেলার মতো লেখাও প্রথম শ্রেণীর ছাপার কাগজে প্রকাশিত হয়। বন্ধুরা বন্ধুকে প্রতিনিয়ত উৎসাহ দেয়, শক্ররা নয় ।
লেখকের অবহেলা
লেখক ও পাঠক সমাজ
লেখক হওয়ার সহজ পথ
লেখক ও পাঠকের দায়িত্বহীনতা
৮. ‘সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না’ — বলেছেন–
শরৎচন্দ্র
নজরুজল ইসলাম
বঙ্কিমচন্দ্র
রবীন্দ্রনাথ
৯. ‘চাষী ওরা , নয়ক চাষা, নয়ক ছোট লোক’ — বলেছেন–
কবি ইকবাল
নজরুল ইসলাম
গোলাম মোস্তফা
জসীমউদ্দীন
১০. যে বইতে যাযাবর বলেছেন ‘আধুনিক সভ্যতা দিয়েছে বেগ’ নিয়েছে আবেগ’ তার নাম —
বৃষ্টিপাত
কৃষ্টিপাত
জামপাত
দৃষ্টিপাত
১১. ঢাকা বিশ্ববিদ্যালয় শাহী মসজিদ প্রাঙ্গণে যে কবি চিরনিদ্রায় শায়িত তার নাম —
কবি রওশন জামিল
কবি তালিম হোসেন
কবি হুমাউন কবির
কবি কাজী নজরুল ইসলাম
১২. আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন —
শাহ সগীর
সৈয়দ হামজা
কবি জয়দেব
আলাওল
১৩. ‘সূর্য দীঘল বাড়ি’ উপন্যাসটি লিখেছেন–
আনিস চৌধুরী
আবু ইসহাক
শরৎচন্দ্র চট্রোপাধায়
মীর মোশাররফ হোসেন
১৪. ‘দি ক্যাপটিভ লেডি’ কাব্যটি লিখেছেন —
উইলিয়াম কেরী
মাইকেল মধুসূদন
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রেমেন্দ্র মিত্র
১৫. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন–
১৭৯৬ সালে
১৮০২ সালে
১৮২০ সালে
১৮৪৮ সালে
১৬. কোন কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয়?
রক্তরাগ
সিন্ধু হিল্লোল
ছায়ানট
অগ্নিবীনা
১৭. যেসব সংস্কৃত শব্দ কোনো রকম বিকৃত না হয়ে বাংলা ভাষায় প্রচলিত সেগুলোকে বলে–
তৎসম শব্দ
তদ্ভব শব্দ
দেশী শব্দ
মৌলিক শব্দ
১৮. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন-
এন. বি. হ্যালহেড
উইলিয়াম কেরি
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়
১৯. ‘নাবিক’ শব্দের সন্ধি বিচ্ছেদ —
ন + ইক
নবৌ + ইক
নৌ + ইক
নবো + ইক
২০. সমাস কত প্রকার ?
৩ প্রকার
৪ প্রকার
৬ প্রকার
৮ প্রকার
ইংরেজী অংশ
1. Which of the following demonstrative pronoun?
he
yourself
those
who
2. He runs “fast” The underlined word is–
a verb
an adjective
an adverb
a conjunction
3. Which of the following sentence is not correct?
where did he went?
what does he want?
what are they doing ?
what do they do?
4. Choose the appropriate missing word: His offer is acceptable —- us.
to
by
on
for
5. Instead of ‘confirm’ we can say–
bear out
bear on
bear to
bear off
6. ‘Temporal ‘ means–
temporary
tempting
religious
worldly
7. Who of the following was a poet?
Charles Dickens
T.S. Eliot
Jane Austen
G.B. Shaw
8. Which of the following sentence is correct?
He is comparatively better today
He is good today than before
He is better today
He is best today than yesterday
9. What is the opposite of ‘cordial’?
gentle
hearty
ungrateful
reserved
10. Correct one is —
Ten miles are a long distance
Ten miles are more long distance
Ten miles make a long distance
Ten miles is a long distance
11. Meaning of ” Conjecture’ is related to–
Continuity
Conjunction
Guidance
Guess
12. Correct sentence is–
Masud knows swiming
Masud is expert in swiming
Masud Knows the art of swiming
Masud Knows how to swim
13. In the poem ‘To Daffodils ‘ the poet weeps over—
loos of beautiful flower
loss caused to environment
loss of sweet scent
short -lived human life
14. which word is appropriate for the word ” Impeach”?
speak
abuse
praise
charge
15. which one is appropriate preposition to fill up the gap? ‘Corruption is abhorrent —- the honest.
for
by
with
to
16. Antonyms of ” Elegance” is–
Dominance
Nonsence
Charming
Ugliness
17. ‘At daggers drawn’ means—
in disorderly
at a standstill
on embracing point
on the point of fighting
18. ‘Some books are to be tasted, others to be swallowed and some few to be chewed and digested.” said—-
Joseph Addison
Dr. Johnson
Charles Lamb
Francis bacon
19. ‘গরু ঘাস খাইয়া বাঁচে ‘– বাক্যটির ইংরেজি হবে–
The cow eats grass
Cows eat grass
Cow lives eating grass
The cow lives on grass
20. One British soldier died in the battle field. His dead body was brought home. His young wife was seriously moved and she fell unconscious were called in. They tried hard to make the lady cry. All efforts failed . Friends and relatives lost hope. All on a
The child reminded the token of love of the dead husband
The child was a token of the lady
The child represented an asset
The child enkindled motherly feeling and sentiment of the shocked wife.
গণিত অংশ
১. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭২ বছর । পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। পুত্রের বয়স কত?
১৪ বছর
১৭ বছর
১৮ বছর
২২ বছর
২. কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১০২ ও ১৮৬ কে ভাগ করলে প্রত্যেক বার ৬ অবশিষ্ট থাকবে?
১২
১৫
১৬
২২
৩. একটি গহনার ওজন ৩২ গ্রাম । এর সোনার পরিমাণঃতামার পরিমাণ=৩ : ১ । এতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত ৪ : ১ হবে?
২ গ্রাম
৩ গ্রাম
৬ গ্রাম
৮ গ্রাম
৪. কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড় ?
৩১/৫০
৫/৯
৮/১১
১৭/২৭
৫. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সে . মি. হলে তার অতিভুজের মান কত?
৭ সে. মি.
৫ সে. মি.
৮ সে. মি.
৬ সে. মি.
৬. একটি আয়তাকার মসজিদের ১৫ মিটার দীর্ঘ এবং ১১ মিটার প্রশস্ত মেঝে ২.২ মিটার লম্বা এবং ১.২৫ মিটার চওড়া কতটি মাদুর দিয়ে ঢাকা যাবে?
৪০ টি
৫০ টি
৭০ টি
৬০ টি
৭. কোনো আসল ৩ বছরে সুদে আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে আসলে ৫০০ টাকা হলে শতকরা সুদের হার হবে-
১০ টাকা
২০ টাকা
১৫ টাকা
৫ টাকা
৮. কাফিলাতলী হাই স্কুলে ৭০% পরীক্ষার্থী ইংরেজি এবং ৮০% বাংলায় পাস করেছে। উভয় বিষয়ে ফেল করেছে ১০% । যদি উভয় বিষয়ে ৩৬০ জন পাস করে থাক ঐ স্কুল হতে কত জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
৫০০ জন
৭০০ জন
৮০০ জন
৬০০ জন
সাধারণ জ্ঞান অংশ
১. কোন সংস্থার পরিবর্তে WTO গঠিত হয়েছে?
GATT
UNCTAD
UNDP
IFC
২. ‘ওয়েস্ট ইন্ডিজ’ কি?
একটি দেশের নাম
একটি ক্রিকেট দলের নাম
কয়েকটি দ্বীপসমষ্টির নাম
ভারতের একটি দ্বীপের নাম
৩. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
ইন্দিরা গান্ধী
বেগম খালেদা জিয়া
গোল্ডা মেয়ার
শ্রীমাভো বন্দরনায়ক
৪. সম্প্রতি মরক্কোর কোন শহরে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের অধিবেশন অনুষ্ঠিত হয়?
মারাকেস
রাবাত
কাসাব্লাংকা
লায়লা
৫. ওআইসি এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোন দেশে?
মরক্কো
পাকিস্তান
সৌদি আরব
ইরান
৬. বাংলাদেশ-ভারত পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
১৭ জুন , ১৯৭২
১২ ডিসেম্বর , ১৯৯৬
২৪ ফেব্রুয়ারি, ১৯৯৬
১৭ এপ্রিল, ১৯৯৭
৭. ভ্লাদিমির পুতিন কে?
রাশিয়ার প্রধানমন্ত্রী
রাশিয়ার প্রেসিডেন্ট
রাশিয়ার ঔপন্যাসিক
ইতালির প্রধানমন্ত্রী
৮. বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কখন চালু হয় ?
১৯৭২ সালে
১৯৮১ সালে
১৯৯৮ সালে
২০০২ সালে
৯. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে?
ডি. এইচ ল্যাংলী
স্যার এ.এফ রহমান
আই. এইচ জুবেরী
পি. জে. হার্টস
১০. বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘জেড ফোর্স’ ব্রিগেডের প্রধান কে ছিলেন?
আতাউল গনি ওসমানী
কে. এম. শফিউল্লাহ
জিয়াউর রহমান
খালেদ মোশাররফ
১১. নীল বিদ্রোহ কখন সংঘটিত হয়?
১৪৪২-৪৪ সালে
১৮৫৯-৬২ সালে
১৮৯৪-৯৬ সালে
১৯১৭-২০ সালে
১২. চোখের পানির উৎস কোথায়?
কর্নিয়া
ল্যাক্রিমান গ্রন্থি
পিউপিল
ফোবিয়া সেন্টালিস
১৩. ইস্পাত কার্বনের শতকরা পরিমাণ কত?
০.১৫ – ১.৫%
৫.৫ -৬.২৫%
১০ -১২.৫%
২২%
১৪. আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত?
১ লক্ষ ৮৬ হাজার কিমি
২ লক্ষ ৫০ হাজার কিমি
৩ লক্ষ কিমি
৩ লক্ষ ২৮ হাজার কিমি
১৫. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করা হয়–
মুজিবনগর হতে
ঢাকা হতে
খুলনা হতে
কালুরঘাট হতে
১৬. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করা হয়–
কলিকাতায়
চট্রগ্রামের পতেঙ্গায়
কুর্মিটোলা ক্যান্টনমেন্টে
ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনে
১৭. তাজউদ্দীন প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করেন কার নির্দেশে?
কর্নেল ওসমানী
মেজর জিয়া
জেনারেল শফিউল্লাহ
শেখ মুজিবুর রহমান
১৮. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম ছাত্র ভর্তি করে–
১৯১৮
১৯২০
১৯২২
১৯২১
১৯. জন্মসূত্রে বাঙালি যে অর্থনীতিবিদ নোবেল পুরস্কার পান তার নাম–
ড. ইউনূস
রহমান মোল্লা
সামসুল হক
অমর্ত্য সেন
২০. ২০০২ সালে মাহাত্মা গান্ধী পুরস্কার পেয়েছেন–
ব্র্যাক প্রাণপুরুষ আবেদ
হাঙ্গার প্রজেক্টের বদিউল আলম
কবি শামসুর রহমান
ড. ইউনূস
২১. ইংল্যান্ডের রানী যে প্রাসাদে বাস করেন তার নাম–
হোয়াইট হাউজ
কুইন্স প্যালেস
বার্মিংহাম প্যালেস
বাকিংহাম প্যালেস
২২. যে প্রতিষ্ঠান ঋণ দেয় বিশেষ করে বৈদেশিক বাণ্যিজ্যের ভারসাম্যহীনতা হ্রাস করতে ঋণ দেয়-
বিশ্বব্যাংক
এশিয়ান উন্নয়ন ব্যাংক
আই. এফ.সি.
আই. এম.এফ
২৩. গম উৎপাদনে বিশ্বে প্রথম স্থান —
চীনের
অস্ট্রেলিয়ার
ভারতের
যুক্তরাষ্ট্রের
২৪. বিশ্বে সাত পাহাড়ের শহর হলো–
টোকিও
শিকাগো
নায়াগ্রা
রোম
২৫. মুক্তিযুদ্ধে যোদ্ধাগণ যুদ্ধ চালাবার জন্য নিজেদের কত সেক্টরে ভাগ করেন?
৭
১৩
৯
১১
২৬. গ্রীনিচ সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্টা আগে?
পাঁচ ঘন্টা
সাড়ে পাঁচ ঘন্টা
সাড়ে ছয় ঘন্টা
ছয় ঘন্টা
২৭. ইসলামের চার খলিফার মধ্যে স্বাভাবিক মৃত্যু ঘটে–
হযরত আলী (রা)
হযরত ওসমানের (রা)
হযরত ওমরের (রা)
হযরত আবু বকরের (রা)
২৮. বাংলাদেশে বার ভুঁইয়ার অভ্যুত্থান ঘটে–
বাবরের সময়
আওরঙ্গজেবের সময়
জাহাঙ্গীরের সময়
আকবরের সময়
২৯. ওয়াটারলুর যুদ্ধে কে পরাজিত হন?
রবার্ট ক্লাইভ
ম্যাকআর্থার
ক্লিনটন
নেপোলিয়ন
৩০. গ্রীনউইচ যে দেশে অবস্থিত ?
ক্যানাডা
ডেনমার্ক
রাশিয়া
ইংল্যান্ড
৩১. জাপান পার্ল হারবার আক্রমণ করে–
১৯৩৯ সালে
১৯৪০ সালে
১৯৪২ সালে
১৯৪১ সালে
৩২. ফিদেল ক্যাস্ট্রা হলেন–
ক্যানাডার প্রধানমন্ত্রী
ফিনল্যান্ডের পধানমন্ত্রী
শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী
কিউবার প্রেসিডেন্ট
৩৩. বাংলাদেশে খাল কেটে পানি এনে ফসল উৎপাদন আন্দোলন আরম্ভ হয়–
এরশাদের আমলে
ইয়াহিয়ার আমলে
শেখ মুজিবের আমলে
জিয়াউর রহমানের আমলে
৩৪. এলটিটিই হলো–
বাংলাদেশের একটা সন্ত্রাসী দল্
ভারতের দস্যু দল
ক্যানাডার রাজনৈতিক দল
শ্রীলংকার একটা বিচ্ছিন্নতাবাদী দল
৩৫. মাথাপিছু আয় বের করার জন্য মোট জাতীয় উৎপাদনকে ভাগ করা হয়–
মোট সাবালক জনসংখ্যা্ দিয়ে
মোট কর্মরত পুরুষ দিয়ে
নারী -পুরুষ সংখ্যা দিয়ে
মোট জনসংখ্যা দিয়ে
৩৬. বর্তমানে ঢাকা হাইকোর্টে যে মহিলা বিচারপতি রয়েছেন তার নাম —
বিচারপতি হাবিবা
বিচারপতি নাইমা
বিচারপতি রোকসানা
বিচারপতি সুলতানা
৩৭. মাদাম কুরি ছিলেন একজন–
কবি
সাহিত্যিক
অর্থনীতিবিদ
বৈজ্ঞানিক
৩৮. বাংলাদেশে লিটারেসি রেইট এখন–
৫০%
৬৩.৫%
৭২%
৬২%
৩৯. রাষ্ট্রভাষার আন্দোলন অংকুরিত হয় ১৯৪৭ সালে , মহীরুহে পরিণত হয়–
১৯৪৮ সালে
১৯৪৯ সালে
১৯৫১ সালে
১৯৫২ সালে
৪০. পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ–
পানিতে আর্সেনিকের পরিমাণ হ্রাস
ডেঙ্গু জ্বরের প্রকোপ নির্ধারণ
উৎপাদন খরচের আধিক্য
পরিবেশ দূষণ হ্রাস
৪১. আদর্শ নীতিতে যে পরিমাণ জমি বনভূমির জন্য রাখা আবশ্যক —
৫০%
১০%
২০%
৩০%
৪২. ইন্টারনেট কবে চালু হয়–
১৯৮১ সালে
১৯৭০ সালে
১৯৬০ সালে
১৯৬৯ সালে
৪৩. বিশ্বে প্রথম টেস্ট টিউব বেবী জ্ন্ম হয়–
আয়ারল্যা্ন্ডে
ফ্রান্সে
জাপানে
ইংল্যান্ডে
৪৪. মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ হলো–
আহ্নিক গতি
নিয়ত বায়ুর প্রভাব
উত্তর আয়ন ও দক্ষিণ আয়ন
বায়ুচাপের তারতম্য
৪৫. সবচেয়ে বেশি শক্ত ধাতু হলো-
ইস্পাত
গ্রানাইট পাথর
হীরা
পিতল