স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর অধীন সহকারী রাসায়নিক পরীক্ষক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান-২০০২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর অধীন সহকারী রাসায়নিক পরীক্ষক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান-২০০২।

Questions and Solutions for Recruitment Examination of Assistant Chemical Tester Position Under MINISTRY OF HOME AFFAIRS – Government of the People’s Republic of Bangladesh 2002.

বাংলা অংশ
১. ‘বিষাদ সিন্ধু’ কার রচনা?

কায়কোবাদ

মীর মশাররফ হোসেন

মোজাম্মেল হক

ইসমাইল হোসেন সিরাজী

২. বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’ -এর আবিষ্কারক-

ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ

ডক্টর সুনীতিকুমার চট্রােপাধ্যায়

হরপ্রসাদ শাস্ত্রী

ডক্টর সুকুমার সেন

৩. ‘বীরবল’ নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম-

প্রমথ চৌধুরী

ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায়

সুধীন্দ্রনাথ দত্ত

নবীনচন্দ্র সেন

৪. বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয়?

রবীন্দ্রনাথ ঠাকুর

প্রমথ চৌধুরী

সত্যেন্দ্রনাথ দত্ত

শামসুর রাহমান

৫. নীল যে আকাশ = নীলাকাশ কোন সমাস?

বহুব্রীহি

দ্বিগু

কর্মধারয়

অব্যয়ীভাব

৬. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য –

উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে

অব্যয়ে

নতুন শব্দ গঠনে

ভিন্ন অর্থ প্রকাশে

৭. ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি কোন কবির?

শামসুর রাহমান

মহাদেব সাহা

রফিক আজাদ

মোহন রায়হান

৮. ‘ইঁদুর কপালে’ বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয় ?

মন্দ ভাগ্য

ক্ষুদ্রায়তন কপাল

ইঁদুরাকৃতির কপাল

হাস্যকর চেহারা

৯. কোন গ্রন্থটি শরৎচন্দ্র রচিত নয়?

দেবদাস

শ্রীকান্ত

মৃত্যুক্ষুধা

বড়দিদি

১০. নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ?

সবিতা

অবনী

কলানিধি

সুধাকর

১১. বাংলা গদ্যে বিরাম চিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার?

বিদ্যাসাগর

অক্ষয় কুমারের

চন্ডীচরণ মন্সির

কালিপ্রসন্ন সিংহের

১২. নিচের কোন নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র ?

নবীন তপস্বিনী

কমলে কামিনী

বিয়ে পাগলা বুড়ো

সবগুলো

১৩. জীবনানন্দ দাশ প্রধানত-

ছন্দের কবি

ভাবের কবি

প্রকৃতির কবি

মানুষের কবি

১৪. ‘কবর’ নাটকির নাট্যকার-

জসীমউদ্দীন

নজরুল ইসলাম

মুনীর চৌধুরী

উৎপল দত্ত

১৫. ঠোঁট কাটা বলতে কি বোঝায়?

অহঙ্কারী

স্পষ্ঠভাষী

মিথ্যাবাদী

পক্ষপাতদুষ্ট

১৬. নিত্য মৃর্ধণ্য -ষ কোন শব্দে বর্তমান?

কষ্ট

উপনিষ্য

‌কল্যাণীয়েষু

আষাঢ়

১৭. ‘বৈরাগ্য সাধনে -সে আমার নয়।’ শূণ্যস্থান পূরণ করুন।

আনন্দ

মুক্তি

বিশ্বাস

আশ্বাস

১৮. কাননে কুসুম কলি সকলি ফুটিল -এই বাক্যে ‘কাননে’ কোন কারক ও বিভক্তি?

কার্মে সপ্তমী

অপাদানে সপ্তমী

অধিকরণে সপ্তমী

করণে শূণ্য

১৯. ‘পথিক তুমি পথ হারাইয়াছ’ – কে কাকে বলেছিল?

সীমার হোসেন (রা) কে

আলেয়া সিরাজকে

কপালকুন্ডলা নবকুমারকে

ওপরের কোনোটিই নয়

ইংরেজী অংশ

 

1. The boy from the village said, ‘I— starve than beg’ which of the following best completes the above sentence?

better

rather

would rather

would better

2. what is the verb of the word shortly?

short

shorter

shorten

shortness

3. Choose the correct sentence-

The matter was informed to the police

The matter has been informed of the police

The police was informed of the matter

The police were informed of the matter

4. ‘May Allah help you’. What kind of sentence is this?

Optative

Imperative

Assertive

Exclamatory

5. which is the noun of the word ‘beautiful’?

Beauteous

Beauty

Beautifully

Beautify

6. when I was eating , he came . It is a–

Simple sentence

Complex sentence

Compound sentence

Exclamatory sentence

7. The boy has a book. It is an–

Imperative sentence

Negative sentence

Optative Sentence

Assertive sentence

8. what kind of noun is ‘Cattle’?

proper

Common

Collective

Material

9. —- traffic in Dhaka city is increasing , no one is doing anything about is. Fill in the gap.

Because

Since

Although

Which

10. He sat behind me , but in front of you.

A conjunction

Interjection

an adverb

verg

11. The correct spelling is —

humourous

Humourious

Humorous

Humorious

12. what is the meaning of the word ‘ Nascent’?

trail

nasal

odorous

beginning

13. ‘Paediatric’ relates to the treatment of —

adults

children

old people

women

14. ‘paradise lost’ attempted to-

Justify the ways of man to god

Justify the ways of God to man

Show that the satan and God have equal power

explain why good and evil are necessary

15. Find out the correct meaning of the pairs and put a tick mark on it. Impudent :Imprudent

Insolent : Unwise

Zealous : Cleaver

Sincere : Lifeless

Creative : Lazy

16. `Find out the similar appropriate words. Licentious : Offence.

Chaste : Sin

Lascivious : Violation

Sensual : Virtue

Lewd : Defence

17. Funds : Embezzled .

Ransom : Prey

Writing : plagiarized

Truth : Hidden

Loot : Buried

18. Put the following sentence into indirect speech. ‘why are you getting wet in the rain?’ I said.

I told why he was getting wet in the rain

I asked why he were getting wet in the rain

I asked why he was getting wet in the rain

I asked why they are getting wet in the rain

19. Find out the correct sentence?

There is no question of his honesty or neutrality

His neutrality and honesty is above controversy

There is no question about his impartiality of honesty

Nor his neutrality or honesty is a question

20. Did the boy catch the bird ? The best passive form is —

Was the bird caught by the boy ?

Was a bird being caught by the boy?

I s a bird caught by the boy?

Has a bird been caught by the boy?

গণিত অংশ
১. একটি ট্রেন প্রতি ঘন্টায় ৩০ কিমি বেগে চলে গন্তব্য স্থানে পৌঁছাল। ট্রেনটির বেগ ঘন্টায় ২৭ কিমি হলে গন্তব্য স্থানে পৌঁছাতে ২০ মিনিট সময় বেশি লাগত। পথের দূরত্ব নির্ণয় করুন।

৯০ কিমি

৮০ কিমি

৭০ কিমি

৯৫ কিমি

২. একটি নৌকা স্রোতের প্রতিকূলে যে গতিবেগে চলে স্রোতের অনুকূলে ঐ গতিবেগের ৫ গুণ গতিবেগে যেতে পারে। স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় ৬ কিমি হলে ঘন্টায় স্রোতের গতিবেগ কত?

৪ কিমি /ঘন্টা

৫ কিমি /ঘন্টা

৬ কিমি/ঘন্টা

৭ কিমি/ঘন্টা

৩. সামাধান করুন: x/5 – 2/7 =5x/7 -4/5.

1

2

3

৪. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১ঃ ৪ । পুত্রের বয়স ১৬ বছর হলে পিতার বয়স কত?

৪৪ বছর

৪২ বছর

৫২ বছর

৫৪ বছর

৫. পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৭০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয় , তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত?

৯৬০ বর্গমিটার

৯৬৬ বর্গমিটার

৯৭০ বর্গমিটার

৯৭৬ বর্গমিটার

৬. দুটি নল দ্বারা চৌবাচ্চা যথাক্রমে ২০ মিনিট ও ৩০ মিনিটে পানি পূর্ণ করা যায়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নলই একসঙ্গে খুলে দেওয়া হলো। প্রথম নলটি কখন বন্ধ করলে মোট ১৮ মিনিটে চৌবাচ্চাটি পানি পূর্ণ হবে?

৮ মিনিট পরে

৬ মিনিট পরে

১০ মিনিট পরে

৪ মিনিট পরে

৭. a=15 & b= 6 হলে 9a2 -48ab + 64b2-এর মান নির্ণয় করুন।

৮. সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে -আসলে তিনগুণ হবে?

১২.৪০ টাকা

২০ টাকা

২৫ টাকা

১৫ টাকা

৯. ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর –

সমান

বড় হবে

দ্বিগুণ

অর্ধেক

 সাধারণ জ্ঞান অংশ

১. সতীদাহ প্রথা কবে রহিত হয়?

১৮১৯ সালে

১৮২৯ সালে

১৮৩৯ সালে

১৮৪৯ সালে

২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে?

জানুয়ারি ১০ , ১৯৭৩

ডিসেম্বর ১৬ , ১৯৭২

নভেম্বর, ৪, ১৯৭২

অক্টোবর ১১, ১৯৭২

৩. বাংলাদেশের কোন অর্থমন্ত্রী সর্বপ্রথম বাজেট পেশ করেন?

তাজউদ্দিন আহমেদ

ক্যাপ্টেন এম মনসুর আলী

ড. এ আর মল্লিক

মীর্জা নূরুল হুদা

৪. গঙ্গার পানিবন্টন চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

১২ ডিসেম্বর , ১৯৯৬

১২ ডিসেম্বর , ১৯৯৭

১২ ডিসেম্বর , ১৯৯৮

১২ ডিসেম্বর, ১৯৯৯

৫. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে?

শামীম সিকদার

অলক রায়

আলাউদ্দীন বুলবুল

কেউই নয়

৬. বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি কে ছিলেন?

বিচার প্রতি এ এস এম সায়েম

বিচারপতি আব্দুস সাত্তার

জিয়াউর রহমান

মোহাম্মদ উল্লাহ

৭. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় –

১০ এপ্রিল ১৯৭১

১৭ এপ্রিল ১৯৭১

১৯ এপ্রিল ১৯৭১

২০ এপ্রিল ১৯৭১

৮. সামরিক শাসন জারি হলে জনগণের –

সার্বভৌমত্ব থাকে না

সার্বভৌমত্ব থাকে

সার্বভৌমত্ব উহ্য থাকে

সার্বভৌমত্ব সংরক্ষিত থাকে

৯. বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটে কখন?

৬ আগষ্ট ১৯৯১

৬ আগষ্ট ১৯৯৯

৭ আগষ্ট ১৯৯৯

৮ আগষ্ট ১৯৯৯

১০. যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে সে দুটির নাম কি?

ভারত ও ভুটান

ভারত ও মালদ্বীপ

ভারত ও নেপাল

ভারত ও মিয়ানমার

১১. অপসারিত তরলের ওজন যখন বস্তুর ওজনের চেয়ে কম হবে তখন কি ঘটবে?

বস্তু ভাসবে

বস্তু ডুবে যাবে

নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে

কোনোটিই নয়

১২. কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না?

অক্সিজেন

হাইড্রোজেন

নাইট্রোজেন

কোনোটিই নয়

১৩. যদি কোনো যৌগের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি-

ক্ষার

ক্ষারক

অম্ল

কোনোটিই নয়

১৪. যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান থাকে কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন হয়, তাদেরকে বলে-

আইসোটোপ

আইসোবার

আইসোটোন

আইসোমার

১৫. যে মৌল বা যৌগ ইলেকট্রন দান করে তাকে কি বলে?

জারক

জারিত

বিজারক

বিজারিত

১৬. কার্বোহাইড্রেটে সি এইচ ও -এর অনুপাত কত?

১ঃ ১ঃ২

১ঃ২ঃ১

১ঃ৩ঃ২

১ঃ৩ঃ১

১৭. কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয়?

ক্রোমোপ্লাস্ট

ক্লোরোপাস্ট

ক্রোমাটোপ্লাস্ট

লিউকোপ্লস্ট

১৮. ডে ডিভাইস বা কৌশলের সাহায্যে তড়িৎ প্রবাহকে একমুখী করা যায় অর্থাৎ এসিকে ডিসি করা যায় তাকে কি বলে?

রেকটিফায়ার

অ্যাম্পলিফায়ার

ট্রানস্টির

লেড

১৯. উচ্চতা নির্ণয় করার যন্ত্রের নাম কি?

গ্যালভানোমিটার

অলটিমিটার

ক্যালরিমিটার

টেনিসিমিটার

২০. কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিল?

জেনেভা চুক্তি

প্যারিস চুক্তি

মাদ্রিদ চুক্তি

ডেটন চুক্তি

২১. অলিম্পিক পতাকার পরিকল্পনাকারী-

ব্যাডেন পাওয়েল

ব্যারন পিয়েরে দ্য কুবার্তা

লেডি ব্যাডেন পাওয়েল

ডেভিড হুক

২২. প্রথম বিশ্বকাপ ক্রিকেটে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন কে ?

ক্লাইভ লয়েড

ভিভ রিচার্ড

অমর নাথ

ডেভিড বুন

২৩. ইউরো মুদ্রার জনক কে?

রবার্ট আলবার্ট

রবার্ট মুন্ডেল

রবার্ট লুকাস

কেউই নয়

২৪. যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি?

রুজভেল্ট

কেনেডি

আব্রাহাম লিঙ্কন

জর্জ ওয়াশিংটন

২৫. ‘সার্পেন্ট অব দি নাইল’ নামে পরিচিত কে?

মার্গারেট থ্যাচার

রানী ক্লিওপেট্রা

রানী প্রথম এলিজাবেথ

ফ্লোরেন্স নাইটিঙ্গেল

২৬. মালদ্বীপের মুদ্রা কোনটি?

রুপী

গুলট্রাম

রুপাইয়া

টাকা

২৭. বিখ্যাত যুদ্ধক্ষেত্র ‘ওয়াটার লু’ কোথায় অবস্থিত?

বেলজিয়াম

ইংল্যান্ডে

নেদারল্যান্ডে

স্পেনে

২৮. ‌সেনেগালের রাষ্ট্রভাষা কি?

ফ্রেঞ্চ

ডাচ

ইংরেজি

জার্মান

২৯. চির সবুজের দেশ –

বাংলাদেশ

দক্ষিণ কোরিয়া

নাটাল

কিউবা

৩০. নাসা কোন দেশের সংস্থা?

জার্মানি

রাশিয়া

ফ্রান্স

যুক্তরাষ্ট্র

৩১. আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশ্যা সবচেয়ে বেশি-

উত্তর আমেরিকায়

অস্টেলিয়া ও নিউজিল্যান্ডে

মধ্য এশিয়ায়

ইউরোপে

৩২. ফরমোজার বর্তমান নাম কি?

তাইওয়ান

থাইল্যান্ড

পোলান্ড

মাঞ্চুরিয়া

৩৩. পপি উৎপাদনে কোন দেশগুলোকে ‘গোল্ডেল ট্রায়াঙ্গেল’ বলা হয়?

মায়ানমার , থাইল্যানইড ও চীন

মায়ানমার , থাইল্যান্ড ও কম্বোডিয়া

মায়ানমার , থাইল্যান্ড ও লাওস

মায়ানমার , থাইল্যান্ড ও ইরান

৩৪. লিটল কর্পোরেল কার উপাধি?

লাল বাহাদুর শাস্ত্রী

সাদা বাহাদুর শাস্ত্রী

আল খাওয়াজমি

নেপোলিয়ন বোনাপোর্ট

৩৫. বাংলাদেশী ক্রিকেটাররা বিশ্বকাপে প্রথম কোন দলের বিপক্ষে খেলেছে?

পাকিস্তান

নিউজিল্যান্ড

অস্টেলিয়া

স্কটল্যান্ড

৩৬. কত সালে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ‘ গঠন করা হয়?

১৯৪৮ সালে

১৯৫০ সালে

১৯৫২ সালে

১৯২০ সালে

৩৭. কোন বিদেশী সাংবাদিক ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন?

হেজেল হাস্ব

মার্ক টালি

সাইমন ড্রিং

অ্যান্থনি মারকাস

৩৮. ঢাকা টেলিভিশনের প্রথম নাটক কোনটি?

একতলা দোতলা

জমিদার দর্পণ

কবর

অ্যান্থনি মারকাস

৩৯. ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব কে দেন?

চার্লস ডি গ্যালে

নেলসন ম্যান্ডেলা

জুমো কেনিয়াটা

কিনেথ কাউন্ডা

৪০. ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়?

১৯৪৭ সালের ৪ আগষ্ট

১৯৪৯ সালের ৪ এপ্রিল

১৯৫০ সালের ৪ ফেব্রুয়ারি

১৯৫১ সালের ৪ মে

৪১. ১৯৪৭ সালে উপমহাদেশ বিভত্তির সময় ভারত ও পাকিস্তানের মধ্যে নিরুপিত সীমারেখা-

ম্যাকমোহন লাইন

ডুরান্ড লাইন

ম্যানারহেইম লাইন

র‌্যাডক্লিফ লাইন

৪২. স্টবাক জলপ্রপাত কোথায় অবস্থিত?

ক্যালিফোর্নিয়া

ভেনিজুয়েলা

সুইজারল্যান্ড

ভারত

৪৩. উপমহাদেশের প্রথম অস্কার পুরস্কার বিজয়ী –

সত্যজিত রায়

সুকুমার রায়

জহির রায়হান

কাজী নজরুল ইসলাস

৪৪. UNESCO -এর পূর্ণ নাম কি?

United Nations Education Scientific and Community Organization

United Nations Emergency Social and Cultural Organization

United Nations Educational Scientific and cultural Organization

Unite Nations Establishment for Scientific and Commercial Organization

৪৫. কোষ আবিষ্কার করেন কে?

রর্বাট হুক

রবার্ট ব্রাউন

রর্বাট চার্লস

রর্বাট সেইডন

৪৬. কোনটি সবচেয়ে ভারী ধাতু?

লোহা

পারদ

প্লাটিনাম

নিকেল

৪৭. পড়ন্ত বস্তুর সূত্র কোন বিজ্ঞানী প্রদান করেন?

নীলস বোর

গ্যালিলিও

রমন

ডারউইন

৪৮. নদীর পানির চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কেন?

সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির ঘনত্ব অপেক্ষা বেশি

সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির ঘনত্ব অপেক্ষা অনেক কম

সমুদ্রের পানির ঘনত্ব এবং নদীর পানির ঘনত্ব সমান

কোনোটিই নয়

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!