তথ্য মন্ত্রনালয় এর সহকারী পরিচালক (গ্রেড-২) পদের পরীক্ষার প্রশ্ন ও সমাধান-২০০৩
Assistant Director at Ministry of Information recruitment examination question and answer – 2003
পরীক্ষার তারিখঃ ২৯.০৪.২০০৩
Exam held : 29.04.2003
বাংলা অংশ
১. মীর মশাররফ হোসেনের ‘মোসলেম বীরত্ব’ কোন ধরনের গ্রন্থ?
উপন্যাস
কাব্যগ্রন্থ
প্রবন্ধ
নাটক
২. ‘আবে-হায়াত ‘ গ্রন্থের রচয়িতা —
মোহাম্মদ শহীদুল্লাহ
আবদুল করিম সাহিত্য বিশারদ
আবুল মনসুর আহমদ
আবুল ফজল
৩. কবি কায়কোবাদের আসল নাম কি?
কাজেম আল কোরায়শী
আবু নাসের কায়কোবাদ
কায়কোবাদ ইসলাম
আবুল হোসেন কায়কোবাদ
৪. কোনটি তৎসম শব্দ?
চন্দন
বাড়ি
ফুল
কলম
৫. বৃষ্টি -এর সন্ধি বিচ্ছেদ কি হবে?
বৃষ +টি
বৃশ + টি
বৃ +টি
বৃষ +তি
৬. ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি?
বাক্যে অলংকার
শব্দের মিলন
ভাষা সংশোধন
নতুন শব্দ গঠন
৭. ‘ডালে ডালে কুসুম ভার’ — এখানে ‘ভার’ কোন অর্থ প্রকাশ করেছে?
সমূহ
বোঝা
গুরুত্ব
বিষাদ
৮. ‘গোবর গণেশ’ কোন সমাস?
উপমান কর্মধারয়
মধ্যপদলোপী কর্মধারয়
দ্বন্দ্ব
দ্বিগু
৯. কোন বানানটি শুদ্ধ?
নিরিহ
নিরীহ
নীরিহ
নীরীহ
১০. ‘চপল’ -এর বিপরীতার্থক শব্দ —
স্তদ্ধ
রাশভারী
ঠান্ডা
গম্ভীর
১১. বিজ্ঞান শব্দে ‘বি’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
অভাব
সাধারণ
বিশেষ
গতি
১২. কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে?
সাতেও না পাঁচে ও না
দা- কুমড়া
সাপে – নেউলে
আদায় কাঁচকলায়
১৩. ‘অলীক কুনাট্য রঙ্গে , মজে লোক রাঢ়ে ও বঙ্গে’ — কার উক্তি ?
দ্বিজেন্দ্রলাল রায়
মাইকেল মধুসূদন দত্ত
রামরাম বসু
ঈম্বরচন্দ্র গুপ্ত
১৪. ‘পথের পাঁচালী ‘ উপন্যাসের রচয়িতা —
প্যারীচাঁদ মিত্র
বনফুল
সত্যজিৎ রায়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৫. ‘উদাসীন পথিকের মনের কথা’ কার রচনা?
মীর মশাররফ হোসেন
শাহাদাৎ হোসেন
ফররুখ আহমদ
প্রমথ চৌধুরী
১৬. বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা–
ঈ্শ্বরচন্দ্র বিদ্যাসাগর
ম্যানুয়াল দ্যা আসসুম্পসাঁ ও
ড. মুহাম্মদ শহীদুল্লাহ
রামমোহন রায়
১৭. ‘ধানকন্যা’ -এর লেখক কে?
জহির রায়হান
আলাউদ্দিন আল- আজাদ
শহীদুল্লাহ কায়সার
মুহাম্মদ মনসুর উদ্দিন
১৮. ‘আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রিছায়ে’ — উদ্ধতাংশটি কোন কবির কোন কবিতার অংশ?
প্রশ্ন – রবীন্দ্রনাথ ঠাকুর
সিঁড়ি- সুকান্ত ভট্রচার্য
রক্তাম্বরধারিণী মা – কাজী নজরুর ইসলাম
সোমের প্রতি তারা – মাইকেল মধুসূদন দত্ত
১৯. নিচের কোনটি রম্যরচনা?
ধীরে বহে নীল
পঞ্চতন্ত্র
চোখের বালি
সাত- সাঁতার
২০. নিচের কোনটি ভ্রমন কাহিনী?
দুই দেশ , দুই মন
পার্থিব
জঙ্গম
ভলগা খেকে গঙ্গা
ইংরেজী অংশ
1. Choose the correct sentence:
There is no place for doubt in it
There is no suspension in it
There is no room for doubt in it
There is no misunderstanding in it
2. Choose the correct sentence:
I am a man of words
I am a man of the words
I am a man of the word
I am a man of word
3. Choose the correct sentence:
Airport is busy place
The Airport is busy place
The Airport is a busy place
Airport is a busy place
4. The profession of teaching –
pedagogy
History
Linguistic
Teachership
5. A place for keeping dogs–
Hutch
Stable
Kennel
sty
6. Fill in the blanks : He faced — difficulties
in
with
of
by
7. what type of book ‘The Woman ‘ is—-
Novel
Story
Essay
Drama
8. ‘Silent Woman’ Written by —
John Ruskin
Ben Jonson
Kalidas
Munshi Prem Chand
9. Author of The Pictured of Dorian Gray—
Boris Pasternauk
Fitzerald
Aldous Huxley
Oscar Wilde
10. Poet Alexander Pope’s famous work—
Rape of the lock
Spectator
The Deserted Village
William Shakespeare
11. Who wrote Ulyses?
Alfred tennyson
Thomas moore
R.L. Stevenson
S.T. Coleridge
12. If I—- a millionaire, I— help every worthy cause.
be, should
were , would
was , could
on, may
13. His friends mourned — the death— his mother.
on, over
at, of
over, of
of , of
14. If we had a boat , we — the river.
would cross
will cross
will be crossing
would make crossed
15. He is absorbed — thought.
in
to
at
on
16. Your conduct admits —- no excuse.
at
for
of
from
17. Choose the correct antonym of the word ” Obese’.
fat
slim
thickest
goal
18. Choose the correct synonym of the word ‘ Tedious’
amusing
dull
exciting
quick
19. ‘The God of small Things’ is written by–
Vikram Seth
Arundhuti Roy
John Galsworthy
E. M. Forster
গণিত অংশ
১. নিম্নের ধারাটির একাদশ পদ কত? ১, ৩, ৬, ১০, ১৫, ২১…………..
৫৫
৬২
৬৬
৭২
২. ৩০.০০ টাকা সের দরের ২ সের সোয়াবিন তেলের সাথে ১৮.০০ টাকা সের দরের ১ সের পামওয়েল মিশালে মিশ্রিত তেলের প্রতি সেরের দাম কত?
১৬.০০
১৮.০০
২৬.০০
২৮.০০
৩. দুটি সংখ্যার গুণফল ১৩৭৬। সংখ্যা দুটির ল.সা.গু. ৮৬ হলে গ.সা. গু. কত?
১৬
১৮
২২
২৪
৪. ২০ বর্গমিটার ২ একরের কত অংশ?
১/৫
১/৮
১/১০
১/১২
৫. দুটি রাশির অনুপাত ৯ঃ ১৫ । পূর্ব রাশি ৩৬ হলে উত্তর রাশি কত?
২০
৪৫
৬০
৭৫
৬. ৫০০.০০ টাকার আম কত টাকায় বিক্রি করলে ৩ ১/২% লাভ হবে?
৫১০.০০
৫১২.৫০
৫১৭.৫০
৫১৫.৫০
৭. যদুর বেতন মধুর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে মধুর বেতন যদুর চেয়ে কত টাকা কম?
২৫.৫০
২৫.৯৩
২৭.০০
৩০.২৫
৮. সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে-
সূক্ষ্মকোণ
স্থুলকোণ
সরলকোণ
সমকোণ
৯. কোনো ত্রিভুজের তিন বাহুর সমদ্বিখন্ডকগুলোর ছেদ বিন্দুর নাম কি?
বহিঃকেন্দ্র
অন্তঃকেন্দ্র
পরিকেন্দ্র
ভরকেন্দ্র
১০. কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সুত্র ?
ভূমি * উচ্চতা
২(দৈর্ঘ্য +প্রস্থ)
১/২ (ভূমি * উচ্চতা)
দৈর্ঘ্য * প্রস্থ
১১. ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি –
সমবাহু
সমদ্বিবাহু
সমকোণী
কোনোটিই নয়
সাধারণ জ্ঞান অংশ
১. ‘ A Brief History of Time’ গ্রন্থের রচয়িতা —
স্যাার আর্থার এডিংটন
সুব্রামনিয়াম চন্দ্রশেখর
লেভ ল্যান্ডাও
স্টিফেন হকিং
২. বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে–
০.১০ মি. গ্রা.
০.০০১ মি.গ্রা.
০.০১ মি. গ্রা.
১.০১ মি. গ্রা.
৩. ঢাকা মহানগরীতে টু- স্টোক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয় কবে থেকে?
৩১ ডিসেম্বর , ২০০২
১ জানুয়ারি ২০০৩
১ জানুয়ারি ২০০২
৩১ ডিসেম্বর ২০০১
৪. ড. ইয়ান উইলমুট প্রথম ক্লোন পদ্ধতিতে জন্ম দেন–
ইঁদুর
গরু
ভেড়া
মানুষ
৫. বাংলাদেশের প্রথম ‘অল উইমেন্স ফ্লাইট’ এর ক্যাপটেন —
শাহানা
তানিয়া
সেতারা
শাহনেয়াজ
৬. ২০০২ সালে কমনওয়েথ গেমসে বাংলাদেশের আসিফ স্যুটিং-এ কত স্কোর করে?
৬৯১.৯
৬৯১.০৯
৬৯০.৯
৬৯১.৪
৭. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠিত?
১২৭
১৩৭
১৩৯
১৪০
৮. শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি চালু হয়–
১৯৯৩-৯৪
১৯৯২-৯৩
১৯৯১-৯২
১৯৯৪-৯৫
৯. তত্ত্বাবধায়ক সরকার গঠন সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদ কর্তৃক পাস হয়–
১৯৯৬ সালের ২৭ মার্চ
১৯৯৬ সালের ২৪ মার্চ
১৯৯৬ সালের ২৮ মার্চ
১৯৯৬ সালের ৩১ মার্চ
১০. বাংলাদেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হয়–
১ জানুয়ারি , ২০০২
১ মার্চ ,২০০২
১ সেপ্টেম্বর , ২০০২
১ অক্টোবর , ২০০২
১১. সূর্যে শক্তি উৎপন্ন হয়–
পরমাণুর ফিশন পদ্ধতিতে
পরমাণুর ফিউশন পদ্ধতিতে
তাপ উৎপাদনকারী রাসায়নিক বিক্রিয়ার ফলে
তেজস্ত্রিয়তার ফলে
১২. কোন দেশ প্রথম ওপেক সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল?
ভেনিজুয়েলা
মিশর
সৌদি আরব
ইরাক
১৩. ২০০০ খ্রিষ্ট সনের প্রথম সূর্যোদয় উদযাপিত হয় কোথায়?
জাপান
কিরিবাতি
নাউরু
পোর্ট মোর্সবি
১৪. ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত?
ইরান
ইরাক
মিশর
সিরিয়া
১৫. UNDP – র সদর দপ্তর কোথায় অবস্থিত?
নিউইয়র্ক
জেনেভা
রোম
ভিয়েনা
১৬. গ্রীনল্যান্ড -এর মালিকানা —
ব্রিটেনের
যুক্তরাষ্ট্রের
কানাডার
ডেনমার্কের
১৭. পোর্ট অব প্রিন্স কোন দেশের রাজধানী?
ত্রিনিদাদ
হাইতি
কোস্টারিকা
বারবাডোস
১৮. উজবেকিস্তানের মুদ্রার নাম–
রুবল
সোম
টেনগে
মানাত
১৯. আফগানিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযান —
অপারেশন এনডুরিং ফ্রিডম
অপারেশন ডেজার্ট স্টর্ম
অপারেশন সার্চ লাইট
অপারেশন রেস্টোর হোপ
২০. পূর্ব তিমুরের স্বাধীনতার জন্য লড়াইকারী দল–
তিমুর ফ্র্রিডম পার্টি
ইস্ট তিমুর ফ্রিডম পার্টি
তিমুর ফ্রিডম অ্যালায়েন্স
ফ্রেটিলিন
২১. ‘ইউনিটা’ কোন দেশের গেরিলা সংগঠন ?
এঙ্গোলা
উগান্ডা
মিয়ানমার
পেরু
২২. কবে এবং কোথায় প্রথম ‘এইডস’ রোগী চিহ্নিত হয়?
১৯৮০ সালে যুক্তরাজ্যে
১৯৮১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে
১৯৮১ সালে যুক্তরাজ্যে
১৯৮০ সালে যুক্তরাষ্ট্রে
২৩. পূর্ব তিমুরের রাজধানী–
মালে
থিম্পু
দিলি
উলানবাটোর
২৪. কোন মার্কিন প্রেসিডেন্ট ওয়াটারগেট কেলেংকারীর সাথে জড়িত?
জিমি কার্টার
জন এফ কেনেডি
রোনাল্ড রিগ্যান
রিচার্ড নিক্সন
২৫. আরবের নাইটিঙ্গেল বলা হয়–
উম্মে হাফিজা
উম্মে কুলসুম
উম্মে সাদিয়া
উম্মে মারিয়ম
২৬. ২০০২ সালের ‘বিশ্বকাপ ফুটবল’ এর চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়–
কুবে স্টেডিয়ামে
সিউল স্টেডিয়ামে
ইয়োকোহামা স্টেডিয়ামে
ওসাকা স্টেডিয়ামে
২৭. একদিনের ক্রিকেট ম্যাচে ইনিংসে সর্বোচ্চ রানের অধিকারী —
শচীন টেন্ডুলকার
রহিত শর্মা
অ্যাডাম গিলক্রিষ্ট
সনাৎ জয়সুরিয়া
২৮. আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি একত্রিত হয়–
২ অক্টোবর , ১৯৯০
৩ অক্টোবর , ১৯৯০
৪ অক্টোবর , ১৯৯০
৫ অক্টোবর , ১৯৯০
২৯. ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট গঠনের জন্য প্রণীত রোম চুক্তি থেকে স্বক্ষর প্রত্যাহার করে–
যুক্তরাষ্ট্র
ইসরাইল
ইরাক
রাশিয়া
৩০. ‘মেনা ‘ কোন দেশের সংবাদ সংস্থা ?
সৌদি আরব
কুয়েত
মিশর
ইরাক
৩১. বাংলাদেশের সর্ববৃহৎ পাটকলটি বন্ধ করা হয়–
১ জুন ২০০২
৩০ জুন ২০০২
৩০ জুলাই ২০০২
৩১ জুলাই ২০০২
৩২. আয়নার পিছেন কোন ধাতুটি ব্যবহৃত হয়?
কপার
সিলভার
মার্কারি
জিংক
৩৩. টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম–
সোডিয়াম বাইকার্বোনেট
মনোসোডিয়াম গ্লুটামেট
সোডিয়াম বাইগ্লুটামেট
সোডিয়াম মনোগ্লুটামেট
৩৪. বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি–
বাড়ে
কমে
প্রথমে বাড়ে পরে কমে
অপরিবর্তিত থাকে
৩৫. চুলার উপর রাখলে অ্যালুমিনিয়ামের তৈরি কেটলির হাতল গরম হয়–
তাপের পরিবহনের জন্য
তাপের পরিচালনের জন্য
তাপের বিকিরণের জন্য
ব্যাপন প্রক্রিয়ার জন্য
৩৬. বিদ্যুৎ বিল পরিশোধ করার সময় আমরা যার জন্য বিল পরিশোধ কারি তা হলো–
কারেন্ট
ভোল্টেজ
ক্ষমতা
শক্তি
৩৭. টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়–
শব্দ শক্তি
আলোক শক্তি
তড়িৎ শক্তি
চৌম্বক শক্তি
৩৮. ডিনামাইট আবিষ্কার করেন —
উইলিয়াম মারডক
আলফ্রেড নোবেল
টমাস আলভা এডিসন
জোসেফ প্রিস্টলি
৩৯. মৌমাছি পালন বিদ্যা —
এভিকালচার
এপিকালচার
পিসিকালচার
সেরিকালচার