ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এর অধীন টেলিফোন বোর্ডের সহকারী পরিচালক/হিসাবরক্ষণ কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান-২০০৪

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এর অধীন টেলিফোন বোর্ডের সহকারী পরিচালক/হিসাবরক্ষণ কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০০৪

Assistant Director / Accounting Officer at Telephone board under the Ministry of Posts, Telecommunications and Information Technology recruitment exam Question and Solution 2004 

তারিখঃ ২৭.০৮.২০০৪

Exam Date: 27.08.2004

বাংলা অংশ 
১. বাংলা স্বরবর্ণ কয়টি?

নয়টি

দশটি

এগারটি

বারটি

২. ‘আকাশ কুসুম’ শব্দের অর্থ কোনটি?

অদ্ভুত জিনিস

সুন্দর কল্পনা

অলীক ভাবনা

স্বপ্ন

৩. কোন বাক্যটি শুদ্ধ?

নিরাপরাধীকে শাস্তি দিও না

সবিনয়পূর্বক নিবেদন

তিনি তেলে বেগুনে রেগে উঠলেন

তুমি নির্দোষ নও

৪. কোন বাক্যে সমধাতুজ কর্ম আছে?

সে আমাকে বইটি দিল

খুব ঠকা ঠকেছি

মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন

অনীমের ভাই বাড়ি যাচ্ছে

৫. ‘হাঙ্গামা’ কোন ভাষার শব্দ?

আরবি

ফারসি

সংস্কৃত

পাঞ্জাবি

৬. নিচের সমাসবদ্ধ পদগুলোর মধ্যে কোনটি কর্মধারয় সমাস?

উপদ্বীপ

চতুষ্পদী

দশানন

মহাকাব্য

৭. ‘সেখানে কেই নেই ‘– বাক্যটির অস্তিবাচক রুপ কোনটি?

শূন্য স্থান

নির্জন জায়গা

নির্বান্ধব স্থান

অনুপস্থিত

৮. ‘সমুদ্র’র প্রতিশব্দ কোনটি?

মহীধর

অন্তরীফ

জলদ

অর্ণব

৯. রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ কোনটি?

দোলনচাঁপা

মহুয়া

বীরঙ্গনা

রুপসী বাংলা

১০. বাংলা ভাষায় প্রথম সার্থক উপন্যাস কোনটি?

আলালের ঘরের দুলাল

নববাবু বিলাস

দুর্গেশনন্দিনী

গৃহদাহ

 

১১. ‘তিাতস একটি নদীর নাম’ কোন জাতীয় রচনা?

গল্প

কাব্য

উপন্যাস

নাটক

১২. ‘বীরবল’ কার ছদ্মনাম?

ঈশ্বরচন্দ্র গ্রপ্ত

সৈয়দ মুজতবা আলী

আবুল ফজল

প্রমথ চৌধুরী

১৩. ‘চক্রবাক’ কার রচনা?

কাজী নজরুল ইসলাম

রবীন্দ্রনাথ ঠাকুর

বেগম সুফিয়া কামাল

আহসান হাবিব

১৪. ‘ অবরোধবাসিনী’ কার রচনা?

বেগম সুফিয়া কামাল

বেগম রোকেয়া

বেগম শামসুননাহার মাহমুদ

রাজিয়া খান

১৫. ‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ঈশ্বরচন্দ্র গুপ্ত

সুকুমার রায়

আবদুল কাদির

সিকানদার আবু জাফর

১৬. কোনটি উপন্যাস?

খোয়াবনামা

কবর

নেমেসিস

ছাড়পত্র

১৭. অতীশ দীপঙ্করের জন্মস্থান কোথায়?

বজ্রযোগিনী

সোনারগাঁও

গাজীপুর

শ্রীনগর

১৮. কোনটি শরৎচন্দ্র রচিত উপন্যাস?

দেনাপাওনা

পঞ্চগ্রাম

ইন্দিরা

নৌকাডুবি

১৯. আবুল ফজলের ‘রেখাচিত্র’ কোন ধরনের রচনা?

আত্মজীবনী

ভ্রমণকাহিনী

ছবির বই

কাব্য

২০. ‘নতুন ধান্যে হবে নবান্ন’– এই বাক্যের ‘ধান্যে’ পদে কোন কারক ও বিভক্তি প্রযুক্ত হয়েছে?

কর্তৃকারকে ৭ মী

কর্মে ৭মী

করণে ৭মী

অধিকরণে ৭মী

ইংরেজী অংশ

1. Choose the word or phrase that best completes the sentence: Government has been entrusted — elected politicians.

with

to

for

at

2. Bibliography means–

Concerning the Bible

History of books

Collection f books

Worship of books

3. None “but” the brave deserves the fair. The underlined word is–

An Adjective

An adverb

A Conjunction

A preposition

4. Slow and steady — the race. Fill up the gap.

win

has won

wins

wins

5. ‘Give me good mothers, I will give you a good nation, was the Observation of —

Hitler

Abraham Lincoln

Napoleon

Sk. Majib

6. What is the meaning of ‘White Elephant’?

A black marketeer

A hoarder

A very costly and troublesome possession

An elephant of white colour

7. Choose the appropriate meaning of the idioms ‘Swan Song’

First work

Early work

Last work

Middle work

8. What is ‘Sonnet ‘ ?

A prose of special nature

A sacred poem of reputed poet

A poem of fourteen lines

A criticism of a poet

9. What is the salient feature of all literature’s?

Artistic quality

Sensuous quality

Suggestive quality

Reflective quality

10. Who is the father of modern English poetry?

Cynewulf

Chaucer

Robert Browning

None of the above

 

11. Who translated ‘The New Testament’?

Langland

Johan Wyclif

Layaman

Tottel

12. ‘Renaissance’ means —

the revival of learning

the revival of hard task

the revival of life

the revival of new country

13. The ‘poet Laureate’ is–

a winner of Nobel Prize in poetry

the poet of the country

the court poet of England

a classical poet

14. There are four pairs of words. Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair. Hatred: Brotherly

Hostile: Happy

Enemy : Foe

Happy : Friendly

Reject : Congenial

15. which sentence is right?

He and myself went out

I and him went out

Himself and I went out

He and I went out

16. Complete the following sentence. All applicants must possess–

A university degree

an university degree

the university degree

university degree

17. Find out the correct sentence of the following :–

He availed with the opportunity

He was availed with the opportunity

He was availed of the opportunity

He availed himself of the opportunity

18. The conjunction of the past perfect follows–

I have spoken

He has eaten

I have gone

He had spoken the truth

19. Change the narration: I said, “Do it”

I said that it should be done

I said that let it be done

I said to do it

I ordered to do it

20. What is the meaning of ‘ Herculean task’?

A very good task

A very difficult task

An important task

None of above

গণিত অংশ

১. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড়গুণ। এর ক্ষেত্রফল ১৫০ বর্গমিটার হলে পরিসীমা কত?

৫০ মিটার

৫৫ মিটার

৬০ মিটার

৬৫ মিটার

২. পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বৎসর এবং তাদের বয়সের অনুপাত ১০ বৎসর পূর্বে ৭ : ২ ছিল। ১০ বৎসর পর তাদের বয়সের অনুপাত কত হবে ?

৩০ : ১৬

৩১ : ১৬

৩২ : ১৫

৩৩ : ১৫

৩. ১ মিটার সমান কত ইঞ্চি?

৩৭.৩৭ ইঞ্চি (প্রায়)

৩৮.৩৭ ইঞ্চি (প্রায়)

৩৯.৩৭ ইঞ্চি (প্রায়)

৪০.৩৭ ইঞ্চি (প্রায়)

৪. কোন সম্পত্তির ৭/৮ অংশের মূল্য ৯২১২ টাকা , ঐ সম্পত্তির ৩/৪ অংশের মূল্য কত?

৮৭৯৬

৭৮৯৬

৭৮৬৯

৭৯৮৬

৫. দুইটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল সমান । প্রথম কক্ষের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে ২০ মিটার এবং ১৫ মিটার । দ্বিতীয় কক্ষের প্রস্থ ১২ মিটার হলে উহার দৈর্ঘ্য কত?

২০ মিটার

২২ মিটার

২৪ মিটার

২৫ মিটার

৬. বাতাসে অক্সিজেনের পরিমাণ ২১% হলে ৮৪০ লিটার অক্সিজেন পেতে হলে কত লিটার বাতাস প্রয়োজন?

৩০০০ লিটার

৩৫০০ লিটার

৪০০০ লিটার

৫৪০০ লিটার

৭. যদি তেলের দাম ২৫% বেড়ে যায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বাড়বে না?

১০%

২০%

৩০%

৪০%

৮. ১০ টাকায় ১২টি হিসেবে পেয়ারা কিনে , ১২ টাকায় ১০টি হিসেবে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?

৩০%

৩৪%

৪০%

৪৪%

৯. বার্ষিক ৫% হার সুদে কত টাকার মাসিক সুদ ১০০ টাকা হবে?

২০০০০ টাকা

২২০০০ টাকা

২৪০০০ টাকা

৩০০০০ টাকা

১০. দুইটি সংখ্যার যোগফল ১৪৪ এবং তাদের অনুপাত ৬ : ২ হলে সংখ্যাদ্বয় কত ?

৯৮,৪৬

১০০,৪৪

১০৪,৪০

১০৮, ৩৬

 

১১. দুইটি সংখ্যার ল.সা.গু. ২৪ গ.সা.গু. ৪, সংখ্যা দুইটির বিয়োগফল ৪ হলে সংখ্যা দুইটি কত?

১০, ৬

১২, ৮

১৪, ১০

১৬, ১২

১২. একটি ট্রেন ঘন্টায় ৪৮ কিমি. বেগে চলে ৩৬০ মিটার দীর্ঘ একটি প্লার্টফর্ম ১ মিনিটে অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য কত?

৪৪০ মিটার

৪৩০ মিটার

৪২০ মিটার

৪০০ মিটার

১৩. একটি সমকোণী ত্রিভুজাকৃতি জমির অতিভুজ ১০ মি. এবং এক বাহু ৮ মি. । ঐ জমির ক্ষেত্রফল কত?

২৪ বর্গ মিটার

২৮ বর্গ্ মিটার

৩৬ বর্গ মিটার

৪৮ বর্গ মিটার

১৪. ৮৮ -এর ১২ ১/২% কত?

১১

১২

১৩

১০

১৫. দুইটি সংখ্যার ল.সা.গু ৬০ এবং গ.সা.গু. ৩। একটি সংখ্যা ১৫ হলে অপরটি কত?

১০

১২

১৪

১৬

১৬. শতকরা বার্ষিক কত হার সুদে ১২০০ টাকার ৩ বৎসরের সুদ ২১৬ টাকা হবে?

৩%

৪%

৫%

৬%

১৭. ৫০ কে এমন দুই অংশে বিভক্ত করুন যেন, এক অংশের দ্বিগুণ ৭৫ অপেক্ষা যত কম, অপর অংশের তিনগুণ ৪৫ অপেক্ষা তত বেশি হয়।

৪০,১০

৩০,২০

৪৫,৫

৩৫,১৫

সাধারণ জ্ঞান অংশ 
১. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ঘোষণা করা হয়েছিল—

২৬ মার্চ, ১৯৭১

১০ এপ্রিল, ১৯৭১

১৭ এপ্রিল, ১৯৭১

১৬ ডিসেম্বর , ১৯৭১

২. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশী সভাপতি ছিলেন–

আব্দুল মুয়ীদ চৌধুরী

আব্দুস সোবহান চৌধুরী

হুমায়ুন রশিদ চৌধুরী

আকমল হোসেন

৩. বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে–

১৭ এপ্রিল, ১৯৭১

১৮ এপ্রিল , ১৯৭২

১৯ এপ্রিল, ১৯৭৩

২০ এপ্রিল, ১৯৭৪

৪. বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ ‘নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের পৃথকীকরণ’ – এর কথা বলা হয়েছে?

অনুচ্ছেদ ২২

অনুচ্ছেদ ২৩

অনুচ্ছেদ ২৭

অনুচ্ছেদ ২৮

৫. বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ কোনটি ?

ভোলা

হাতিয়া

সেন্টমার্টিন

নিঝুম দ্বীপ

৬. ঢাকা মহানগরীতে মেট্রোপলিটন পুলিশ চালু হয়—

১ ফেব্রুয়ারি ,১৯৭৫

১ ফেব্রুয়ারি , ১৯৭৬

১ জানুয়ারি , ১৯৭৭

১ জানুয়ারি , ১৯৭৮

৭. বাংলাদেশের ডাক বিভাগের মনোগ্রামে লেখা থাকে–

সেবাই আদর্শ

সদা জাগ্রত

সেবা, আদর্শ ও সততা

সেবা ও সততা

৮. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি ?

সুন্দরবন

ভূমধ্যসাগরীয় বনভূমি

সরলবর্গীয় বনভূমি

চিরহরিৎ বনভূমি

৯. দুর্ভিক্ষের ওপর আঁকা বিখ্যাত ‘ম্যাডোনা – ১৯৪৩ ‘ ছবিটির চিত্রশিল্পী কে ছিলেন?

রফিকুন্নবী

কামরুল হাসান

জয়নুল আবেদিন

হাশেম খান

১০. বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতেরে পরিমাণ—

২৯০ সেমি.

১৮০ সেমি.

২২০ সেমি.

২০৩ সেমি.

 

১১. বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?

কয়লা

চুনাপাথর

সাদামাটি

প্রাকৃতিক গ্যাস

১২. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত ?

করতোয়া

গঙ্গা

ব্রহ্মপুত্র

মহানন্দা

১৩. কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কবে?

১৯৬০ সালে

১৯৬১ সালে

১৯৬২ সালে

১৯৬৩ সালে

১৪. বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে কোন দেশ থেকে?

জাপান

ফ্রান্স

যুক্তরাষ্ট্র

চীন

১৫. কোন বিষয় পাঠ করলে মানুষের চেতনবোধ জাগ্রত হয়?

দর্শন

ইতিহাস

অর্থনীতি

পৌরনীতি

১৬. সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি?

মিশরীয় সভ্যতা

সুমেরীয় সভ্যতা

ব্যাবিলনীয় সভ্যতা

সিন্ধু সভ্যতা

১৭. আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কোন সনে?

১৭৭৪ সানে

১৭৭৫ সনে

১৭৭৬ সনে

১৭৭৭ সনে

১৮. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে কোন সনে?

১৯৪৪ সনে

১৯৪৫ সনে

১৯৪৬ সনে

১৯৪৭ সনে

১৯. নিরাপত্তা পরিষদ -এর অস্থায়ী দেশ কতটি?

৯টি

১০টি

১১টি

১২টি

২০. রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত?

প্যারিস

লন্ডন

নিউইয়র্ক

জেনেভা

 

২১. ওসামা বিন লাদেন কোন দেশের নাগরিক?

কুয়েত

সৌদি আরব

ইরান

আফগানিস্তান

২২. জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?

নাইজেরিয়া

পর্তুগাল

দক্ষিণ আফ্রিকা

উগান্ডা

২৩. হামাস কোন দেশের গেরিলা সংগঠন?

লেবানন

সিরিয়া

ফিলিস্তিন

ইরাক

২৪. বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্য দাতা দেশ কোনটি ?

যুক্তরাষ্ট্র

ফ্রান্স

জার্মানি

জাপান

২৫. ফ্রন্সের মুদ্রার নাম কি?

পেসো

ইউরো

ফ্রাঙ্ক

দিনার

২৬. ওসামা বিন লাদেন কোন দেশের নাগরিক?

কুয়েত

সৌদি আরব

ইরান

আফগানিস্তান

২৭. জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?

নাইজেরিয়া

দক্ষিণ কোরিয়া

দক্ষিণ আফ্রিকা

উগান্ডা

২৮. হামাস কোন দেশের গেরিলা সংগঠন?

লেবানন

সিরিয়া

ফিলিস্তিন

ইরাক

২৯. বর্তমান বিশ্বের বৃহত্তম সাহয্যদাতা দেশ কোনটি?

যুক্তরাষ্ট্র

ফ্রান্স

জার্মানি

জাপান

৩০. ফ্রন্সের মুদ্রার নাম কি?

পেসো

ইউরো

ফ্রাঙ্ক

দিনার

 

৩১. ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের সংখ্যা–

২০টি

২৭টি

৩০টি

১৫টি

৩২. কারবালা কোন নদীর তীরে অবস্থিত?

টাইগ্রিস

নীল

ইউফ্রেটিস

সিন্ধু

৩৩. গোলান মালভূমি কোন দেশের অংশ?

সিরিয়া

লেবানন

জর্ডান

ফিলিস্তিন

৩৪. টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকার করেন–

শেন ওয়ার্ন

মুরালিধরন

কোটনি ওয়ালশ

ওয়াসিম আকরাম

৩৫. বাদুড় রাতের বেলা চলাফেরার সময় দিক নির্ণয় করে–

চোখে দেখে

আলট্রাসনিক শব্দের মাধ্যমে

ঘ্রাণশক্তির মাধ্যমে

সবগুলোই

৩৬. সিস্টোলিক চাপ বলতে বুঝায়–

হৃৎপিন্ডের প্রসারণ চাপ

হৃৎপিন্ডের সংকোচন চাপ

উভয়টি

কোনোটিই নয়

৩৭. কোন ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?

ভিটামিন-সি

ভিটামিন – এ

ভিটামিন – ই

ভিটামিন – কে

৩৮. প্রোটিনের অভাবে মানুষের কি রোগ হয়?

কোয়াশিয়রকর

ডিপথেরিয়া

বেরিবেরি

রিকেটস

৩৯. কোন শিখা লোহা গলিয়ে জোড়া লাগাতে সাহায্য করে?

অক্সিঅ্যামোনিয়াম শিখা

অক্সিঅ্যাসিটিলিন শিখা

অক্সিহাইড্রোজেন শিখা

অক্সিনাইট্রোজেন শিখা

৪০. চিনির চাইতে মিষ্টি ‘স্যাকারিন’ প্রস্তুত করা হয়–

বেনজিন হতে

কয়লা হতে

ফেনল হতে

টলুইন হতে

৪১. আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে, কারণ—

মেঘ উত্তম তাপ পরিবাহক

বজ্রপাতের ফলে তাপ উৎপন্ন হয় বলে

মেঘ পৃথিবী পৃষ্ঠ খেকে বিকীর্ণ তাপকে উপরে যেতে বাধা দেয় বলে

সূর্যালোকের অতি বেগুনী রশ্মির প্রভাবে মেঘ তাপ উৎপন্ন করে

৪২. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটর -এর কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে তা কিসের ভিত্তিতে তৈরি ?

এল. ই.ডি

এল.সি.ডি

আই.সি

সিলিকন চিপ

৪৩. হ্যালির ধূমকেতু সর্বশেষ দেখা যায়–

১৯১০ সালে

১৯৮৬ সালে

১৯৭৬ সালে

১৯২০সালে

৪৪. কোন অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি?

সমুদ্রপৃষ্ঠে

মহাশূন্যে

ভূ-পৃষ্ঠের অভ্যন্তরে

মেরু অঞ্চলে

৪৫. কোন শিখা লোহা গলিয়ে জোড়া লাগাতে সাহায্য করে?

অক্সিঅ্যামোনিয়াম শিখা

অক্সিঅ্যাসিটিলিন শিখা

অক্সিহাইড্রোজেন শিখা

অক্সিনাইট্রোজেন শিখা

৪৬. চিনির চাইতে মিষ্টি ‘স্যাকারিন’ প্রস্তুত করা হয়–

বেনজিন হতে

কয়লা হতে

ফেনল হতে

টলুইন হতে

৪৭. আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে, কারণ—

মেঘ উত্তম তাপ পরিবাহক

বজ্রপাতের ফলে তাপ উৎপন্ন হয় বলে

মেঘ পৃথিবী পৃষ্ঠ খেকে বিকীর্ণ তাপকে উপরে যেতে বাধা দেয় বলে

সূর্যালোকের অতি বেগুনী রশ্মির প্রভাবে মেঘ তাপ উৎপন্ন করে

৪৮. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটর -এর কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে তা কিসের ভিত্তিতে তৈরি ?

এল. ই.ডি

এল.সি.ডি

আই.সি

সিলিকন চিপ

৪৯. হ্যালির ধূমকেতু সর্বশেষ দেখা যায়–

১৯১০ সালে

১৯৮৬ সালে

১৯৭৬ সালে

১৯২০সালে

৫০. কোন অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি?

সমুদ্রপৃষ্ঠে

মহাশূন্যে

ভূ-পৃষ্ঠের অভ্যন্তরে

মেরু অঞ্চলে

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!