বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর সহকারী বিস্ফোরক পরিদর্শক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান-২০০৩

সহকারী বিস্ফোরক পরিদর্শক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর সহকারী বিস্ফোরক পরিদর্শক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান-২০০৩

Assistant Explosive Inspector at Ministry of Power, Energy and Mineral Resources job recruitment exam question and answer – 2003

পরীক্ষার তারিখঃ ২০.০২.২০০৩
Exam held On: 20.02.2003

বাংলা অংশ 
১. ‘আমার পূর্ব বাংলা’ কবিতার রচয়িতা কে?

জসীমউদ্দীন

তালিম হোসেন

জীবনানন্দ দাশ

সৈয়দ আলী আহসান

২. ‘ডুমুরের ফুল’ বলতে বোঝায়–

ডুমুর জাতীয় ফলের ফুল

বিরল বস্তু

যে ফলের আসলে কোন ফুল হয় না

যে ফুলের ভেতরে ফলটি থাকে

৩. নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়?

প্রধান প্রকৌশলী প্রথমে অনুমোদন দেন নাই পরবর্তীতে দেন ।

জনগণের জন্য সরকার, সরকারের জন্য দরকার।

‘কী কথা তাহার সাথে, তার সাথে?

‘আমি যেয়ে দেখি সব শেষ’?

৪. ‘তুমি কি আমায় চেন’? –বাক্যটিতে ‘কি’ -এর ব্যাকরণ গত পরিচয়–

প্রশ্নবোধক শব্দ

বিশ্লেষণ

অব্যয়

কারক নির্দেশক

৫. কোনটি ঠিক?

রৌদ্র করোটিতে – ভ্রমণ কাহিনী

রাইফেল রোটি আওরাৎ- নাটক

সোজন বাদিয়ার ঘাট– সিনেমা

ঘর মন জানালা– উপন্যাস

৬. বাংলা একাডেমীর ইংরেজী -বাংলা অভিধানের প্রধান সম্পাদক কে?

ড. আনিসুজ্জামান

নরেন বিশ্বাস

জিল্লুর রহমান সিদ্দিকী

আবু ইসহাক

৭. ‘সম্পৃক্ত’ শব্দটির সঠিক অর্থ কোনটি?

সংযুক্ত

আঁটবাঁধা

অন্তর্ভুক্ত

দুই বা তার অধিকের মিলন

৮. ‘সবুজ পত্র’ বাংলা ভাষা ও সাহিেত্য কী হিসেবে পরিচিত?

একটি বিখ্যাত কাব্যগ্রন্থ

এক শ্রেণীর লেখকদের আলোচিত রচনা সংকলন

বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা

অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস ও নাটক

৯. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি?

দেবদাস

শ্রীকান্ত

চরিত্রহীন

গৃহদাহ

১০. রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত, সেটি কোনটি?

বাংলাদেশের জাতীয় সংগীত

গল্পগুচ্ছ

সঞ্চয়িতা

গীতাঞ্জলি

 

১১. ‘কবর ‘ কার রচনা?

কাজী নজরুল ইসলাম

জসীমউদ্দিন

শামসুর রহমান

আবিদ আজাদ

১২. ‘দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে’— এই কবিতাংশটি কোন কবিতার অন্তর্গত?

বিদ্রোহী

কামাল পাশা

অগ্রপথিক

আমার কৈফিয়ৎ

১৩. ‘সঞ্চিতা’ কোন কবির কবিতার সংকলন?

রবীন্দ্রনাথ ঠাকুর

সত্যেন্দ্রনাথ দত্ত

মোহিতলাল মজুমদার

কাজী নজরুল ইসলাম

১৪. চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন কে করেন?

টেকচাঁদ ঠাকুর

বিদ্যাসাগর

বীরবল

বনফুল

১৫. বাংলা ভাষায় কুরআন শরীফের প্রথম অনুবাদ করেন?

কাজী নজরুল ইসলাম

মৌলানা আকরাম খাঁ

ভাই গিরিশচন্দ্র

মাওলানা নূরুর রহমান

১৬. ‘বিষাদসিন্ধু’ কী ধরনের রচনা?

নাট্যকাব্য

ঐতিহাসিক রচনা

গদ্যকব্য

উপন্যাস

১৭. মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে?

নসির মাহমুদ

আলাওল

সৈয়দ সুলতান

শাহ গরীব উল্লাহ

১৮. কোনটি বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন ?

শ্রীকৃষ্ণকীর্তন

চৈতন্য চরিতামৃত

চর্যাপদ

শূণ্যপুরাণ

১৯. বাংলা সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য মুসলমান সাহিত্যিক কে?

কাজী নজরুল ইসলাম

গোলাম মোস্তফা

কায়কোবাদ

মীর মশাররফ হোসেন

২০. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?

দুর্গেনন্দিনী

ফুলমণি ও করুণার বিবরণ

আলালের ঘরের দুলাল

মৃত্যুক্ষুধা

 

২১. আধুনিক বাংলা ভাষার মোট কয়টি বর্ণ পূর্ণ ব্যবহৃত হয়?

৫২

৪৫

৫৪

৩৮

ইংরেজী অংশ  
1. ‘Buoyant health’ means–

poor health

good health

bad health

ill-health

2. What does the writer mean by ‘ petty tasks’?

serious takes

small tasks

beautiful tasks

high tasks

3. Why it will be a blessing for people to become deaf and blind for a few days?

to punish them for sins

to understand the deaf and blind

to help people appreciate the benefits of sight or sound

to bring darkness in the world

4. We seldom think of it . what does ‘it stand for ?

death

life

health

sight

5. We take life for granted because–

life is easy

life is meaningless

we do not realize the value of life

we give more importance to death

6. Choose the correct word of preposition from — which phrase contains words opposed to each other in meaning ?

hopes and aspirations

heat and warmth

reproduction and death

bullets and bayonets

7. Find out the correct sentence:

This watch is belonged to my friend

Three -fourths of the work has been done

Five thousand dollars are a big amount

You should not indulge to gossip.

8. Your conduct admit—- no excuse.

for

in

of

to

9. Would you mind — a folk song?

for

singing

sing

in

10. The candidates turned — at the interview.

in

off

up

for

 

11. Select an appropriate preposition to complete the sentence: In space, the primary necessities— survival are air, food and water.

of

for

about

in

12. The verb agrees with the subject in —

He as his two brothers are skilful divers

He as well as hes two brothers were skilful divers

He as well as his two brothers have been skilful divers

He as well as his brother is a skilful divers

13. Find out the correct spelling is—

occasion

deligent

catalogue

previlege

14. A Machiavellian character is—

an honest person

a scheming person

a adventurous person

a learned person

15. Each question consists of a related pair of words , select the pair that best expresses the relationship.

spatial —- earthly thing

focal point — central point

foreground — background

fossilized — modernism

16. Each question consists of a related pair of words , select the pair that best expresses the relationship.

enterprise —- timidity

neurosis —- sound mind

tranquility —- peace

ideology–scientific analysis

17. Each question consists of a related pair of words , select the pair that best expresses the relationship.

animosity — hostility

dilemma — peaceful

obstacle — progress

diligent — lazy

গণিত অংশ  
১. যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ১০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ?

১৯

২০

২১

২২

২. পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৭০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার । যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয়, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত?

৭৮০ বর্গমিটার

৮০০ বর্গমিটিার

৮৭৫ বর্গমিটার

৯৭৬ বর্গমিটার

৩. x+y=17 & xy=60 হলে x – y এর মান কত?

১০

৪. রায়হান সাধারণ গণিত ও উচ্চতর গণিতে একত্রে ১৮৫ নম্বর পেয়েছে। সে সাধারণ গণিত অপেক্ষা উচ্চতর গণিতে ৫ নম্বর কম পেয়েছে। প্রত্যেক বিষয়ে তার প্রাপ্ত নম্বর কত?

১০৫ এবং ৮০

১০০ এবং ৮৫

৯৫ এবং ৯০

১১০ এবং ৭৫

সাধারণ জ্ঞান অংশ  
১. ১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কে ছিলেন?

কুর্ট ওয়াল্ডহেইম

দ্যাগ হ্যামারশোণ্ড

উ থান্ট

বুট্রোস বুট্রেস ঘলি

২. ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত?

রোম

প্যারিস

নিউইয়র্ক

ইংল্যান্ড

৩. জোট নিরপেক্ষ প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

কাঠমন্ডু

থিম্পু

বেলগ্রেড

ইসলামাবাদ

৪. মিশর ও ইজরাইলের মধ্যে ১৯৭৮ সালে কোন চুক্তিটি সম্পাদিত হয়?

জেনেভা চুক্তি

প্যারিস চুক্তি

ক্যাম্প ডেভিড চুক্তি

তাসখন্দ চুক্তি

৫. কোন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরুপ আগা খান পুরস্কার দেয়া হয়?

বিশ্বশান্তি

স্থাপত্য শিল্প

চিকিৎসা শাস্ত্র

দারিদ্র্য দূরীকরণ

৬. উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সীমারেখা কোনটি?

ডুরান্ড লাইন

৩৮ তম অক্ষরেখা

ম্যাজিনো রেখা

ম্যাকমোহন লাইন

বিজ্ঞান অংশ  
১. প্রোটন -এর–

পজিটিভ চার্জ আছে

পজিটিভ চার্জ নেই

পজিটিভ ও নেগেটিভ এই দুই রকম চর্জই আছে

উপরের কোনোটিই সত্যি নয়

২. গামা রশ্মি হলো–

মেকানিক্যাল রশ্মি

তড়িৎ চুম্বকীয় রশ্মি

তড়িৎ চুম্বকীয় রশ্মি নয়

ওপরের কোনোটিই চার্জই আছে

৩. মানুষের শরীরের কোনো স্থানে ক্যান্সার হলে সেখানে–

দ্রুত কোষের সংখ্যা বেড়ে যায়

দ্রুত কোষের সংখ্যা কমে যায়

কোষের সংখ্যা বাড়েও না বা কমেও না

উপরের কোনোটিই ঠিক নয়

৪. কম্পিউটারের প্রধান মেমোরি–

মাইক্রোপ্রসেসরের ভিতরে থাকে

মাইক্রোপ্রসেসরের বাহিরে থাকে

মাইক্রোপ্রসেসর এবং সিপিইউ -এর মাঝখানে থাকে

সিপিইউ-এর ভিতরে থাকে?

৫. নিচের কোনটি মূল কণিকা?

নিউট্রিনো

নিউট্রন

পজিট্রন

ডিউট্রেরন কণা

৬. নিউক্লিয়ন সংখ্যা A, প্রোটন সংখ্যা P , নিউট্রন সংখ্যা N হলে পারমাণবিক ভর সংখ্যা–

A= P +N

Z= A +P

M= P+n

n=A+P

৭. নিচের কোন রশ্মির চার্জ ও ভর নেই ?

আলফা

বিটা

গামা

পজিট্রন

৮. IIA উপশ্রেণী মৌলসমূহের হাইড্রক্সাইডসমূহ কেমন?

অম্লধর্মী

ক্ষারধর্মী

নিরপেক্ষ

উভয়ধর্মী

৯. আমাদের প্রাত্যাহিক জীবনে কোন নীতিটির ব্যাপক প্রয়োগ আছে?

ডাল্টনের পরমাণুবাদ

লা শ্যাতেলিয়ার নীতি

ম্যাক্সওয়েল নীতি

আউফবাউ নীতি

১০. কোন সমীকরণের সাহায্যে বাফার দ্রবণের পি এইচ মান গণনা করা হয়?

হেন্ডারসন সমীকরণের দ্বারা

এন্ডারসন সমীকরণের দ্বারা

অসওয়াল্ডের সমীকরণ দ্বারা

রাউল্টের সমীকরণ দ্বারা

 

১১. সোডিয়াম ধাতু নিষ্কাশনে কিসের অ্যানোড ব্যবহৃত হয়?

গ্রাফাইট

কপার

ক্লোরিন

সোডিয়াম

১২. কোয়ার্টস ঘড়িতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় কোনটি?

সিলিকা

সিলিকন

সিলিকেট

কার্বন

১৩. কার্বন ব্যতীত আর কোন মৌলে ক্যাটেনেশন দেখা যায়?

Al

Ga

In

Si

১৪. ফটোগ্রাফিক ফ্লাশ লাইটে প্রধানত কোন গ্যাস ব্যবহৃত হয়?

He

Ne

Xe

Ar

১৫. বিজ্ঞানী ডর্ন ১৯০০ খ্রিষ্টাব্দে রেডিয়ামের তেজস্ক্রিয় বিভাজন হতে আবিষ্কার করেন–

নিয়ন

রেডন

আরগন

জেনন

১৬. নিচের কোন বিকারকের সাথে মিথানয়িক এসিড ‘সিলভার দর্পণ’ সৃষ্টি করে?

ফেলিং দ্রবণ

মারকিউরিক ক্লোরাইড দ্রবণ

টলেন

ফসফরাস পেন্টাক্লোরাইড

১৭. নিচের কোনগুলো মনোস্যাকারাইড?

গ্লুকোজ

সুক্রোজ

মারটোজ

ফ্রস্টোজ

১৮. ডি এন এ অণুর দ্বি –হেলিক্স কাঠামোর প্রবর্তক —

স্যাংগার

ওয়াটসন

পাউলিং

ওয়াটসন ও ক্রিক

১৯. অক্সিঅ্যাসিটিলিন শিখার তাপমাত্রা —

২৫০০ ডিগ্রী – ৩০০০ ডিগ্রী সে.

৩০০০ ডিগ্রী – ৩৫০০ ডিগ্রী সে.

২০০০০ ডিগ্রী — ২৫০০ ডিগ্রী সে.

১০০০ ডিগ্রী – ১৫০০ ডিগ্রী সে.

২০. কোনটি বিস্ফোরক পদার্থ ?

ডিডিটি

টিএনটি

সিএফসি

আয়োডেক্স

২১. ভিনেগারে ইথানয়িক এসিডের পরিমাণ–

১৫%

১৩%

৬-১০%

১৩-১৫%

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!