দুর্নীতি দমন ব্যুরো এর সহকারী উপ-পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০০৪

দুর্নীতি দমন কমিশন (দুদক)

দুর্নীতি দমন ব্যুরো এর সহকারী উপ-পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০০৪

Assistant Sub-Inspector at Anti-Corruption Bureau recruitment examination question and answer – 2004

 ২৩ ফেব্রুয়ারী ২০০৪ সালে, দুর্নীতি দমন কমিশন (দুদক -> Anti Corruption Commission) দুর্নীতি দমনে অধুনালুপ্ত দুর্নীতিদমন ব্যুরোর ব্যর্থতার ফলে সৃষ্ট।

বাংলা অংশ 
১. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রজেডি নাটক–

বসন্তকুমারী

জমিদার দর্পণ

কৃষ্ণকুমারী

শর্মিষ্ঠা

২. মীর মশাররফ হোসেন লিখিত নিচের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক?

উদাসীন পথিকের মনের কথা

রত্মাবলী

বিষাদ সিন্ধু

জমিদার দর্পণ

৩. ‘বিদ্রোহী’ কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?

অগ্নিবীণা

বিষের বাঁশি

দোলন চাঁপা

বাঁধনহারা

৪. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম—

সংবাদ রত্মাবলী

সংবাদপূর্ণ চন্দ্রোদয়

সাহিত্য

আঙুর

৫. ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথের একটি–

কবিতার নাম

গল্প সংকলনের নাম

উপন্যাসের নাম

কাব্য সংকলনের নাম

৬. বাংলা ভাষার প্রাচীন নিদর্শন–

পুঁথি সাহিত্য

খনার বচন

নাথ সাহিত্য

চর্যাপদ

৭. জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

রাখালী

বালুচর

ধানক্ষেত

নকশী কাঁথার মাঠ

৮. ‘ষোড়শী’ শরৎচন্দ্রের কোন জাতীয় রচনা?

উপন্যাস

গল্প সংকলন

প্রবন্ধ

নাটক

৯. ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ — কথাগুলো কে বলেছেন?

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

চন্ডীদাস

বিবেকানন্দ

রামকৃষ্ণ পরমহংসদে

১০. ‘জায়া ও পতি’ সমাস করলে কি হয়?

স্বামী-স্ত্রী

পতি-পত্নী

দম্পতি

জায়া-পতি

 

১১. ‘এ সাবানে কাপড় কাচা চলবে না’ — এখানে ‘সাবানে’ কোন কারকে কোন বিভক্তি?

কর্তায় প্রথমা

করণে প্রথমা

কর্মে সপ্তমী

করণে সপ্তমী

১২. অপমান শব্দের ‘অপ’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয় ?

বিপরীত

নিকৃষ্ট

বিকৃত

অভাব

১৩. ‘চালাক’ — এর বিশেষ্য পদ কি?

চাতুর্য

চালাকী

চতুরতা

চাতুরী

১৪. কোন শব্দটি সঠিক?

আভ্যন্তরীণ

অভ্যন্তরীণ

আভ্যন্তরীন

অভ্যন্তরীন

১৫. ‘তুমি যদি যেতে ভাল হত’ — বাক্যটিতে ‘যেতে’ শব্দটি ক্রিয়ার কোন কাল?

সাধারণ অতীত

ঘটমান অতীত

পুরাঘটিত অতীত

নিত্যবৃত্ত অতীত

১৬. ‘নন্দিনী’– এর প্রতিশব্দ —

নারী

ননদিনী

তনয়া

সুন্দরী

১৭. ‘যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে’– একে একপদে পরিণত করলে কোনটি হবে?

অপরিণামদর্শী

অবিবেচক

অবিমৃষকারী

অকারজ্ঞানী

১৮. ‘একাদশে বৃহস্পতি’ -অর্থ কি?

আশার কথা

সৌভাগ্যের বিষয়

মজা পাওয়া

আনন্দের বিষয়

১৯. শব্দ ও ধাতুর মূলকে বলে–

প্রকৃতি

ধাতু

বিভক্তি

কারক

ইংরেজী অংশ  
1. ‘He earns that much money which is necessary to keep body and soul together’– এর সঠিক অনুবাদ কোনটি?

শুধু জীবনে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অর্থ সে রোজগার করে ।

প্রাণ ধারণের জন্য যতটুকু প্রয়োজন শুধুমাত্র সেই পরিমাণ অর্থ সে রোজগার করে।

জীবন ধারণের জন্য যতটুকু অর্খ প্রয়োজান সেই পরিমাণ অর্থ সে রোজগার করে।

জীবন যাপনের জন্য যতটুকু অর্ধ প্রয়োজন সেই পরিমাণ অর্থ সে রোজগার করে।

2. Who is the author of ‘A Farewell to Arms’?

Ernest Hemingway

John Milton

Johnson

T. S. Eliot

3. Hamlet by Shakespeare is —

a comedy

a tragi-comedy

an epic

a tragedy

4. poet of sensuousness –

P. B. Shelly

Wordsworth

John Keats

Byron

5. Most famous satirist in English literature–

Bernaerd Shaw

Jonathan Swift

Alexander pope

Coloridge

6. If winter comes can spring be far behind— is a quotation from P.B. Shelly’s—

The cloud

Adonias

Ode to the West Wind

To a Shylark

7. ‘Our sweetest songs are those that tell of —‘

romantic love

saddest thought

patriotic feeling

heroic tales

8. what is catastrophe?

The comical end of dramatic events

The tragic end of dramatic events

The comic tragic end of the play

None of the above

9. The word ‘Homogeneous’ means–

of the same kind

of the same place

of the same race

None of the above

10. ‘Protagonist’ indicates–

the villain in a play

the leading character of actor in a play

the clown in a play

the stage -director of a play

 

11. ‘Ballad’ is —

a kind of short love poem

a kind of short condoling poem

a kind of short narrative poem

a rhyming verse

12. The adjective of the word laugh–

laughable

laugh

laughing

laughingly

13. The soldiers were rewarded for their bravery.

Collective

Common

Material

Abstract

14. Which one of the following is an imperative sentence?

Be quiet and listen to my words

How beautiful the flower is

Do you go to club

I go to school everyday

15. we shall —- the work before he comes.

finish

have finished

finished

be finishing

16. The passive form of the sentence — ” Zuhan said to Zahra, Are you going to Dhaka tomorrow ?”

Zuhan wanted to know whether Zahra would go to Dhaka the next day.

Zuhan enquired from Zahra if she would be going to Dhaka the next day .

Zuhan asked Zahra if she was going to Dhaka the next day.

Zuhan wanted to confirm whether Zahra would be going to Dhaka the next day.

17. Munna said to Zuhan , ‘ I shall come to you tomorrow’. It’s indirect form is —

Munna told Zuhan that he would be going to him the next day.

Munna told Zuhan that he should come to him the next day.

Munna told Zuhan that he should come to him the following day.

Munna informed Zuhan that he would come to him the following day.

18. When I saw her leaving in a hurry, I—- her where she was going —

have asked

was asking

had asked

asked

19. Correct synonym of the word ‘ignite’—

kindle

to set fire

to burn

to burn fire

20. which of the following is a correct sentence?

She denied that she had been written the letter .

She denied that she had written the letter.

She denied that she wrote the letter.

She denied that she has written the letter .

গণিত অংশ  

১. ১০ টি সংখ্যার যোগফল ৪৬২ । এদের প্রথম ৪ টির গড় ৫২ এবং শেষ ৫ টির গড় ৩৮ । পঞ্চম সংখ্যাটি কত?

৫০

৬২

৬০

৬৪

২. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ঃ৩। ৪ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩ঃ৫ । বর্তমান কার বয়স কত?

৫৬ বছর , ৩৪ বছর

৬৬ বছর , ২৪ বছর

৫৬ বছর , ২৪ বছর

৪৬ বছর , ৩৬ বছর

৩. কোনো পরীক্ষায় ৯০% পরীক্ষার্থী ইতিহাসে এবং ৮৫% পরীক্ষার্থী ভূগোলে কৃতকার্য হলো। যদি উভয় বিষয়ে কেউ ফেল না করে এবং উভয় বিষয়ে ২২৫ জন পাস করে থাকে, তবে ঐ পরীক্ষায় কতজন অংশগ্রহণ কেরছিল?

২৫০ জন

৩০০ জন

৩৫০ জন

৪০০ জন

৪. ৩৬ টাকা ডজন দরে ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হলে, এক কুড়ি কলার বিক্রয় মূল্য কত হবে?

৬০ টাকা

৭২ টাকা

৬২ টাকা

৭৫ টাকা

৫. কোনো আসল ৩ বছরে সুদে আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে -আসলে ৫০০ টাকা হয়। আসল কত?

৪০০ টাকা

৪২৫ টাকা

৪৩০ টাকা

৪৫০ টাকা

৬. x+y=12 এবং x-y =2 হলে xy এর মান কত?

২৫

৭০

৩৫

১৪০

৭. কোনো ত্রিভুজের একবাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের যোগফলের সমান হলে ত্রিভুজটি হবে-

সমকোণী

সূক্ষ্মকোণী

সমবাহু

স্থুলকোণী

৮. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি-

সরল কোণ

সূক্ষ্মকোণ

পূরক কোণ

স্থুলকোণ

৯. ABD বৃত্তে AB এবং CD দুটি সমান জ্য পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটা সত্য ?

PC=PD

PA=PB

PB=PC

PB=PA

সাধারণ জ্ঞান অংশ  
১. ইউরোপের প্রবেশদ্বার —

ভিয়েনা

ব্রাসেলস

ভেনিস

গ্রিস

২. বর্তমানে ইসরাইলের অধিবাসীরা কাদের বংশধর?

পারসীকদের

হিব্রুদের

আরবীয়দের

মিশরীয়দের

৩. ভারতে মোট অঙ্গরাজ্যের সংখ্যা–

২৪ টি

২৯ টি

২৬ টি

২৮ টি

৪. ইংল্যান্ডে শিল্প বিপ্লব অনুষ্ঠিত হয়–

ষষ্ঠদশ শতাব্দীতে

সপ্তদশ শতাব্দীতে

অষ্টাদশ শতাব্দীতে

ঊনবিংশ শতাব্দীতে

৫. ‘প্রিন্সেস ডায়না’ কোন সুরঙ্গ পথে দুর্ঘনায় নিহত হয়?

ইউরো টানেল

আর্লবার্গ

রস্কো

আলমা ডি টানেল

৬. আফ্রিকা মহাদেশের মানচিত্র ‘ Horn of Africa’ তে কোন দেশটি অবস্থিত–

ইথিওপিয়া

নাইজেরিয়া

কেনিয়া

সুদান

৭. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন–

আইসেন হাওয়ার

জন এফ কেনেডি

রুজভেল্ট

ট্রুমান

৮. বিখ্যাত যুদ্ধক্ষেত্র ‘ ওয়াটার লু ‘ কোথায় অবস্থিত —

ইংল্যান্ডে

নেদারল্যান্ডে

ফ্রান্সে

বেলজিয়াম

৯. আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদী–

কঙ্গো

নীল

নাইজার

আমাজান

১০. হেরাল্ড ট্রিবিউন পত্রিকা প্রকাশিত হয়–

নিউইয়র্ক থেকে

ওয়াশিংটন থেকে

প্যারিস থেকে

লন্ডন থেকে

 

১১. গ্রেট বেরিয়ার রিফ কোথায় অবস্থিত?

আটলান্টিক ও প্রশান্ত মাহসাগরকে

উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে

ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরকে

ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে

১২. ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ ) -এর একক মুদ্রা চালু হয়েছে–

১ জানুয়ারি , ১৯৯৯

১ জুলাই , ১৯৯৯

১ মার্চ , ২০০০

১ জুলাই , ২০০০

১৩. লিওনার্দ্যে দ্য ভিঞ্চি কোন দেশের চিত্রকর?

ফ্রান্স

জার্মানি

ইতালি

বেলজিয়াম

১৪. এশীয় উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়–

জানুয়ারি , ১৯৬৬ থেকে

নভেম্বর , ১৯৬৬ থেকে

ডিসেম্বর , ১৯৬৬ থেকে

জানুয়ারি , ১৯৬৭ থেকে

১৫. কমনওয়েলথ — এর কোন দেশটি যক্তরাজ্যের রাজা বা রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?

কানাডা

সাইপ্রাাস

মরিশাস

অস্ট্রেলিয়া

১৬. রুশ বিপ্লব সংঘটিত হয়েছিল —

১৯১৬ সালে

১৯১৮ সালে

১৯১৭ সালে

১৯১৯ সালে

১৭. সি-১৩০ হচ্ছে একটি–

বোমারু বিমান

একটি পরিবহন বিমান

যাত্রীবাহী বিমান

রকেটবাহী হেলিকপ্টার

১৮. আন্তর্জাতিক শিশু দিবস পালন করা হয় —

১৪ ফেব্রুয়ারি

অক্টোবর মাসের সোমবার

১৪ নভেম্বর

১৪ ডিসেম্বর

১৯. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান পার্ল হারবার আক্রমণ করে —

৭ ডিসেম্বর, ১৯৪১

১৫ আগস্ট, ১৯৪১

১৫ আগস্ট, ১৯৪৫

১৪ফেব্রুয়ারি , ১৯৪৫

২০. ব্রিটেনের রাজা যিনি একজন সাধারণ মহিলাকে বিবাহ করার জন্য রাজ সিংহাসন হারান–

পঞ্চম এডওয়ার্ড

ষষ্ঠ এডওয়ার্ড

সপ্তম এডওয়ার্ড

অষ্টম এডওয়ার্ড

 

২১. মাদার তেরেসা শান্তির জন্য নোবেল পুরস্কার পান–

১৯৭৯ সালে

১৯৮০ সালে

১৯৯০ সালে

১৯৯১ সালে

২২. অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লক্ষ্য–

শিক্ষাক্ষেত্রে সাহাস্য দেয়া

দুর্ততদের সাহায্য দেয়া

শিশুদের সাহায্য দেয়া

মানবাধিকার সংক্ষরণ করা

২৩. টাইটানিক কতটি বিভাগে অস্কার পুরস্কার লাভ করে–

১০ টি

১১টি

১২টি

১৩টি

২৪. ওলন্দাজরা কখন ভারতে আসেন?

১৬০২ সালে

১৫০২ সালে

১৬০৫ সালে

১৫৮০ সালে

২৫. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়–

১৭০০ সালে

১৭৬২ সালে

১৭৬৫ সালে

১৭৯৩ সালে

২৬. বঙ্গবঙ্গ রদ করা হয়–

১৯০৫ সালে

১৯১১ সালে

১৯০৬ সালে

১৯১৯ সালে

২৭. তৎকালীন পাকিস্তানে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে–

১৯৫৪ সালে

১৯৫২ সালে

১৯৫৬ সালে

১৯৬৬ সালে

২৮. স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র পাঠ করা হয়–

২৫ মার্চ, ১৯৭১ সালে

১০ এপ্রিল, ১৯৭১ সালে

১০ মে, ১৯৭১ সালে

১৭ এপ্রিল,১৯৭১ সালে

২৯. জাতীয় সংসদে তত্ত্বাবায়ক সরকার বিল পাস হয়–

২৫ মার্চ, ১৯৯৬

২৬ মার্চ , ১৯৯৬

২৭ মার্চ , ১৯৯৬

২৮ মার্চ, ১৯৯৬

৩০. নিচের কোনটির উপর বাংলাদেশের অবস্থান?

ট্রপিক অব ক্যপ্রিকন

ট্রপিক অব ক্যানসার

ইকুয়েটর

আর্কটিক সার্কেল

 

৩১. ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য —

৩৩০০ কিমি

৪১৪৪ কিমি

৩৫৩৭ কিমি

৩৭১৫ কিমি

৩২. পাবর্ত্য চট্রগ্রামে মোট কয়টি উপজাতির বসবাস?

১০টি

১২টি

১৩টি

১৫টি

৩৩. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?

কৈলাস

বরাইল

কঞ্চনজঙ্গা

গডউইন অস্টিন

৩৪. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় —

১৭ এপ্রিল,১৯৭১

২৬ মার্চ, ১৯৭৬

৭ মার্চ, ১৯৭২

১৬ ডিসেম্বর, ১৯৭২

৩৫. নোটের বিপরীতে নিরাপত্তা হিসেবে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ রাখে–

বৈদেশিক মুদ্রা

স্বর্ণ

শেয়ার বন্ড

রৌপ্য

৩৬. গ্রীনিচমান সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্টা আগে?

৫ ঘন্টা

সাড়ে পাঁচ ঘন্টা

৬ ঘন্টা

সাড়ে ছয় ঘন্টা

৩৭. ‘কেয়ার’ একটি–

বাংলাদেশী এনজিও

আমেরিকান এনজিও

কানাডিয়ান এনজিও

যুক্তরাজ্যের এনজিও

৩৮. গঙ্গা নদীর পানি বন্টন চুক্তির মেয়াদ–

২০ বছর

২৫ বছর

৩০ বছর

৩৫ বছর

৩৯. মাদার তেরেসা শান্তির জন্য নোবেল পুরস্কার পান–

১৯৭৯ সালে

১৯৮০ সালে

১৯৯০ সালে

১৯৯১ সালে

৪০. অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লক্ষ্য–

শিক্ষাক্ষেত্রে সাহাস্য দেয়া

দুর্ততদের সাহায্য দেয়া

শিশুদের সাহায্য দেয়া

মানবাধিকার সংক্ষরণ করা

 

৪১. জীবের রাসায়নিক গঠন উপাদান কি?

RNA

DNA

NDA

AND

৪২. নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়—

ধমনীর মধ্য দিয়ে

শিরার মধ দিয়ে

স্নায়ুর মধ্য দিয়ে

ল্যাকটিয়ালের মধ্য দিয়ে

৪৩. হৃৎপিন্ডের প্রকষ্ঠের প্রসারণকে বলা হয়–

ফেইলর

কার্ডিয়াক অ্যারেক্ট

কার্ডিয়াক ফেইলর

ডায়াস্টোল

৪৪. ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস?

কার্বন মনোক্সাইড

মিথেন

ক্লোরো ফ্লোরো কার্বন

কার্বন ডাই অক্সাইড

৪৫. শব্দের দ্রুতি প্রতি সেকেন্ডে ৩৩০ মিটার হলে ২৭.৫ মিটার গভীর কোনো কুয়ার কাছে দাঁড়িয়ে হাত তালি দিলে কত সেকেন্ড পর এর প্রতিধ্বনি শোনা যাবে?

১/৩ সেকেন্ড পর

১/৬ সেকেন্ড পর

৩ সেকেন্ড পর

৬ সেকেন্ড পর

৪৬. পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?

ইলেকট্রন ও প্রোটন

ইলেকট্রন ও পজিট্রন

নিউট্রন ও পজিট্রন

নিউট্রন ও প্রোটন

৪৭. স্টেইনলেস স্টিলে লোহার সাথে কোন ধাতু মেশানো হয়?

অ্যালুমিনিয়াম ও তামা

তামা্ ও দস্তা

নিকেল ও ক্রোমিয়াম

দস্তা ও অ্যালুমিনিয়া

৪৮. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিন্মচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়—

আয়ন বায়ু

প্রত্যয়ন বায়ু

মৌসুমী বায়ু

নিয়ত বায়ু

৪৯. গ্রাফাইট কোন ধরনের শিলা ?

রুপান্তরিত শিলা

আগ্নেয় শিলা

পাললিক শিলা

জৈব শিলা

৫০. বায়ুমন্ডলের দ্বিতীয় স্তরটির নাম–

ট্রোপােমন্ডল

আয়নোমন্ডল

স্ট্রটোমন্ডল

এক্সেস্ফীয়ার

 

৫১. জীবের রাসায়নিক গঠন উপাদান কি?

RNA

DNA

NDA

AND

৫২. নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়—

ধমনীর মধ্য দিয়ে

শিরার মধ দিয়ে

স্নায়ুর মধ্য দিয়ে

ল্যাকটিয়ালের মধ্য দিয়ে

৫৩. হৃৎপিন্ডের প্রকোষ্ঠর প্রসারণকে বলা হয়–

সিস্টোল

কার্ডিয়াক অ্যারেক্ট

কার্ডিয়াক ফেইলর

ডায়াস্টোল

৫৪. ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস?

কার্বন মনোক্সাইড

মিথেন

ক্লোরো ফ্লোরো কার্বন

কার্বন ডাই অক্সাইড

৫৫. শব্দের দ্রুতি প্রতি সেকেন্ডে ৩৩০ মিটার হলে ২৭.৫ মিটার গভীর কোনো কুয়ার কাছে দাঁড়িয়ে হাত তালি দিলে কত সেকেন্ড পর এর প্রতিধ্বনি শোনা যাবে?

১/৩ সেকেন্ড পর

১/৬ সেকেন্ড পর

৩ সেকেন্ড পর

৬ সেকেন্ড পর

৫৬. পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?

ইলেকট্রন ও প্রোটন

ইলেকট্রন ও পজিট্রন

নিউট্রন ও পজিট্রন

নিউট্রন ও প্রোটন

৫৭. স্টেইনলেস স্টিলে লোহার সাথে কোন ধাতু মেশানো হয়?

অ্যালুমিনিয়াম ও তামা

তামা্ ও দস্তা

নিকেল ও ক্রোমিয়াম

দস্তা ও অ্যালুমিনিয়া

৫৮. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিন্মচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়—

আয়ন বায়ু

প্রত্যয়ন বায়ু

মৌসুমী বায়ু

নিয়ত বায়ু

৫৯. গ্রাফাইট কোন ধরনের শিলা ?

রুপান্তরিত শিলা

আগ্নেয় শিলা

পাললিক শিলা

জৈব শিলা

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!