বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর চেইনম্যান পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২১

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো bangladesh-bureau-of-statistics-government-of-the-peoples-republic-of-bangladesh

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর চেইনম্যান পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২১
Bangladesh Bureau of Statistics (BBS) Chainman Exam Question and Solution 2021.
Exam Date: 16 October 2021

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর চেইনম্যান পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন 1

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর চেইনম্যান পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন 2

বাংলা অংশের সমাধানঃ

১. ‘উপকারীর অপকার করে যে’ তাকে এক কথায় কি বলে? উত্তরঃ কৃতঘ্ন

২. ক্রিয়ার কাল কত প্রকার? উত্তরঃ ৩ প্রকার [অতীত, বর্তমান, ভবিষ্যৎ]

৩. বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? উত্তরঃ শব্দ

৪. অপমান শব্দের ‘অপ’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়? উত্তরঃ বিপরীত

৫. বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে? উত্তরঃ কারক

৬. কোনটি শুদ্ধ বানান? উত্তরঃ স্বায়ত্তশাসন

৭. অন্বেষণ শব্দের সন্ধি বিচ্ছেদ? উত্তরঃ অনু + এষণ

৮. ব্যাঙের আধুলি বাগধারাটির অর্থ কি? উত্তরঃ সামান্য অর্থ (সম্পদ)

৯. এক কথায় প্রকাশ করুনঃ একই মায়ের সন্তান যারা- উত্তরঃ সহোদর

১০. ‘এ যে আমাদের চেনা লোক’ বাক্যে “চেনা” কোন পদ? উত্তরঃ বিশেষণ

১১. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক রচনা? উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায়

১২. মৌলভী কোন ভাষার শব্দ? উত্তরঃ ফারসি

১৩. মুনীর চৌধুরীর রক্তাক্ত প্রান্তর কোন শ্রেণীর রচনা? উত্তরঃ ঐতিহাসিক

১৪. সপ্তাহ কোন সমাস? উত্তরঃ দ্বিগু সমাস

১৫. কোনটি পর্বত শব্দের সমার্থক শব্দ নয়? উত্তরঃ অবনী [অবনী অর্থ পৃথিবী]

গণিত অংশের সমাধানঃ

১. ৮ মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের অভ্যন্তরে বৃত্তের ব্যাসার্ধ কত? উত্তরঃ ৪ মিটার

২. A বিন্দু থেকে যাত্রা শুরু করে এক ব্যক্তি ১০ কি.মি উত্তর দিকে যায়। পরে ৩ কি.মি পশ্চিমে এবং শেষে ৬ কি.মি দক্ষিণে গিয়ে B বিন্দুতে পোঁছায়। A বিন্দু হতে B বিন্দুর দূরত্ব কত? উত্তরঃ ৫ কি.মি

৩. কোন সংখ্যার ৭৫% = ১৫ উত্তরঃ ২০

৪. ঘড়িতে যখন ৮ টা বাজে তখন ঘন্টার কাটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? উত্তরঃ ১২০ ডিগ্রি

৫. ৬০ থেকে ৮০-এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত হবে? উত্তরঃ ১৮

সকল চাকরির পরীক্ষার সময়সূচী ও ফলাফল মোবাইলে Notification পেতে নিচের Android apps মোবাইলে রাখেন: Jobs EXam Alert

৬. ১০০ লিংক বিশিষ্ট একটি চেইনের দৈর্ঘ্য কত? উত্তরঃ ৬৬ ফুট

৭. যে চতুর্ভুজের সব বাহু কিন্তু কোন কোণই সমকোণ নয় তাকে বলে? উত্তরঃ রম্বস

৮. একটি জমির দৈর্ঘ্য ৯০ ফুট এবং প্রস্থ ৮০ ফুট। ঐ জমির পরিমাণ কত? উত্তরঃ ১০ কাঠা

৯. একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০ বর্গমিটার। এর প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা ৬ মিটার কম। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত? উত্তরঃ ১৬ মিটার

১০. 2×2 + x -15 এর উৎপাদক কোনটি? উত্তরঃ (2?−5)(?+3)

১১. ০.১ × ০.০১ × ০.০০১ = কত? উত্তরঃ ০.০০০০০১

১২. নিচের কোন ভগ্নাংশটি বড়? উত্তরঃ ৬/৭

১৩. নিচের কোনটি মৌলিক সংখ্যা? উত্তরঃ ৫৩

১৪. ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার গড় কত? উত্তরঃ ৫০

১৫. x – 1/x = 1 হলে x3 – 1/x3 =কত? উত্তরঃ 4

ইংরেজি অংশের সমাধানঃ

১. ‘তার বাড়ি রাজশাহী’ বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? উত্তরঃ He comes from Rajshahi.

২. Find the correct spelling. উত্তরঃ Navigation

৩. Which one is verb? উত্তরঃ feed

৪. He runs fast. Here the word fast is? উত্তরঃ Adverb

৫. The baby ——because it is hungry now. উত্তরঃ is crying

৬. Which one of the following is a demonstrative pronoun? উত্তরঃ those

৭. Which one of the following is a correct sentence? উত্তরঃ Ten miles is a long distance.

৮. I can give no assurance —-help. উত্তরঃ of

৯. She will discuss the issue with the office—–Phone. উত্তরঃ by

১০. Uneasy lies the head—– উত্তরঃ that wears a crown

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!