বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১
Bangladesh Civil Aviation Authority exam Question and Solution 2021
পদের নাম: এরোড্রম কর্মকর্তা (এটিএম)/উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)/অন্যান্য
পরীক্ষার তারিখ: ২৫/০৯/২০২১
১. বাংলা বর্ণমালায় ঢ, ড়, ঢ় – এ তিনটির উচ্চারণস্থান কোনটি?
ক. ওষ্ঠ
খ. পশ্চাদন্তমূল
গ. অগ্ৰতালু
ঘ. অগ্রদন্তমূল
উত্তর: খ
২. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি?
ক. দশটি
খ. আটটি
গ. এগারটি
ঘ. নয়টি
উত্তর: ক
৩. ণ-ত্ব ও ষ-ত্ব বিধান কোন তত্ত্বের আলােচ্য বিষয়?
ক. বাক্যতত্ত্ব
খ. অর্থতত্ত্ব
গ. ধ্বনিতত্ত্ব
ঘ. রূপতত্ত্ব
উত্তর: গ
৪. ‘স্বায়ত্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. স্বা + আয়ত্ব
খ. স্বা + অয়ত্ব
গ. স্বা + আয়ত্ত্ব
ঘ. স্ব + আয়ত্ত
উত্তর: ঘ।
৫. ‘গরহাজির’ শব্দে ‘গর কোন শ্রেণির উপসর্গ?
ক. ফারসি
খ. আরবি
গ. উর্দু
ঘ. হিন্দি
উত্তর: খ
৬. বাংলা প্রত্যয়ে প্রকৃতির আগে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
ক. +
খ. –
গ. X
ঘ. V
উত্তর: ঘ।
৭. ‘রক্তের ন্যায় লাল = রক্তলাল’ এটি কোন সমাস?
ক. উপমান কর্মধারয়
খ. উপমিত কর্মধারয়
গ. মধ্যপদলােপী কর্মধারয়
ঘ. দ্বিগু
উত্তর: ক
৮.‘আমার জ্বর-জ্বর লাগছে’- এখানে ‘জ্বর-জ্বর’ কোন শব্দের উদাহরণ?
ক. দ্বিরুক্ত শব্দ
খ. দেশি শব্দ
গ. তদ্ভব শব্দ
ঘ. তৎসম শব্দ
উত্তর: ক
৯. ‘বাতাস’ শব্দের সমার্থক কোনটি?
ক. ভূধর
খ. মহােদর
গ. গন্ধবাহ
ঘ. শিখা
উত্তর: গ
১০. ‘তার ব্যক্তিসত্ত্ব এখনাে বিকাশিত হয়নি’- এখানে ‘সত্ত্ব’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. অস্তিত্ব
খ. মালিকানা
গ. স্বামিত্ব
ঘ. যথার্থ
উত্তর: ক
১১. ‘কোমল’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. জমাট
খ. কমল
গ. কঠিন
ঘ. কঠোর
উত্তর: গ
১২. ‘যার অনেক বুদ্ধি আছে তাকে বাগধারায় প্রকাশ করলে কী হয়?
ক. বুদ্ধির চেঁকি
খ. বিড়াল তপস্বী
গ. ভূষণ্ডির কাক
ঘ. গভীর জলের মাছ
উত্তর: ঘ
১৩. ‘তিতাস একটি নদীর নাম’ বাক্যটিতে ‘নদী’ কোন ধরনের বিশেষ্য?
ক. নামবাচক
খ. জাতিবাচক
গ. বস্তুবাচক
ঘ. সমষ্টিবাচক
উত্তর: খ
১৪. বাক্যের অপরিবর্তনীয় পদ কোনটি?
ক. ক্রিয়াপদ
খ. সর্বনাম পদ
গ. অব্যয়পদ
ঘ. অনুক্ত ক্রিয়াপদ
উত্তর: গ
১৫. ‘বিজ্ঞান’ শব্দের বিশেষণ কোনটি?
ক. বিজ্ঞানবিশারদ
খ. বৈজ্ঞানিক
গ. বিজ্ঞানী
ঘ. বিজ্ঞানসমেত
উত্তর: খ
১৬. “মােদের গরব, মােদের আশা, আ মরি বাংলা ভাষা’ এর রচয়িতা
ক. অতুলপ্রসাদ সেন
খ. রামনিধি গুপ্ত
গ. বিষ্ণু দে
ঘ. যতীন্দ্রমােহন বাগচী
উত্তর: ক
১৭. বাংলা সাহিত্যে ‘পঞ্চপাণ্ডব’ কাকে বলা হয়?
ক. ৫ জন যােদ্ধাকে
খ. ৫ জন কবিকে
গ. ৫ জন নাট্যকারকে
ঘ. ৫ জন সমালােচককে
উত্তর: খ
১৮. কার কবিতাকে ‘চিত্ররূপময়’ বলা হয়েছে?
ক. প্রেমেন্দ্র মিত্র
খ. বিষ্ণু দে
গ. সুফিয়া কামাল
ঘ. জীবনানন্দ দাশ
উত্তর: ঘ
১৯. ‘বাংলাদেশ’ কবিতাটি কার লেখা?
ক. আহসান হাবিব
খ. শামসুর রাহমান
গ. অমিয় চক্রবর্তী
ঘ. ফররুখ আহমদ
উত্তর: গ
২০. কে মহাকাব্য রচয়িতা নন?
ক. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
খ. বিহারীলাল চক্রবর্তী
গ. নবীনচন্দ্র সেন
ঘ. কায়কোবাদ
উত্তর: খ
২১. Cricket enjoys a huge—– in Bangladesh.
ক. follow on
খ. following
গ. follow
ঘ. fallout
Ans: following
২২. Mother made the child—-
ক. eating
খ. eaten
গ. eat
ঘ. ate
Ans: eat
২৩. Rafiq had Mizan—-the floor.
ক. Would clean
খ. To clean
গ. cleaned
ঘ. clean
Ans: clean
২৪. He watched the boat—–down the river.
ক. floating
খ. To float
গ. Was floating
ঘ. Had floated
Ans: floating
২৫. The girl waters the plants. Here `water’ is-
ক. Noun
খ. Verb
গ. Adjective
ঘ. Adverb
Ans: Verb
২৬. He pleaded with me—-justice.
ক. about
খ. with
গ. for
ঘ. on
Ans: for
২৭. He is an heir—–the throne.
ক. to
খ. at
গ. towards
ঘ. upon
Ans: to
২৮. Left—–himself, he would be able to complete the work is less than a month.
ক. with
খ. on
গ. by
ঘ. to
Ans: by
২৯. How many time have you —-your house broken into?
ক. been
খ. had
গ. be
ঘ. have
Ans: been
৩০. I am looking forward—–you.
ক. To seeing
খ. seeing
গ. To see
ঘ. Have seen
Ans: to seeing
৩১. Had I known in advance, I ——enough money.
ক. Would take
খ. took
গ. Would have taken
ঘ. Will take
Ans: would have taken
৩২. `Shut the door’ The passive form of the sentence would be:
ক. The door is no be shut.
খ. Let the door be shut.
গ. The door may be shut
ঘ. Let the door shut
Ans: let the door be shut
৩৩. By whom——-?
ক. Was the glass broken
খ. The glass was broken
গ. Did the glass break
ঘ. Was the glass break
Ans: was the glass broken
৩৪. ——all the actor I know, Peter is by far the best.
ক. From
খ. Among
গ. Than
ঘ. Between
Ans: among
৩৫. Choose the synonyms word——`Fragile’.
ক. Trouble
খ. Discomfort
গ. Breakable
ঘ. Devert
Ans: Breakable
৩৬. Find the synonym of the word —–`Curb’.
ক. Medicinal
খ. Restriction
গ. Participation
ঘ. Hunger
Ans: Restriction
৩৭. The antonym of the word `Benign’ is-
ক. Beginning
খ. peaceful
গ. Blessed
ঘ. Malignant
Ans: Malignant
৩৮. Choose word opposite: `Lucid’.
ক. Omate
খ. Arrogant
গ. Obscure
ঘ. Embroiled
Ans: Obscure
৩৯. William Shakespeare was born in-
ক. 1546
খ. 1564
গ. 1616
ঘ. 1761
Ans: 1564
৪০. `Oliver Twist’ is a –
ক. Drama
খ. Novel
গ. Epic
ঘ. Poem
Ans: Novel
৪১. একসারি ছেলের মধ্যে একদিক থেকে মোহনের অবস্থান নবম এবং অপরদিক থেকে চতুর্দশ। সারিতে ছেলের সংখ্যা কত?
ক. ২২
খ. ২১
গ. ২৪
ঘ. ২৩
উত্তর: ২২
৪২. লঞ্চ ও স্রোতের গতিবেগ ঘণ্টয় যথাক্রমে ১৬ ও ৪ কি.মি.। নদীপথে ৩০ কি.মি. অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে?
ক. ১
খ. ৩
গ. ২
ঘ. ৪
উত্তর: ৪
৪৩. ২, ৬, ১২, ৩৬, ৭২—– এর পরবর্তী সংখ্যাটি কত?
ক. ২১৪
খ. ২১৬
গ. ১৪৪
ঘ. ১৪৬
উত্তর: ২১৬
৪৪. একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করে?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৪
উত্তর: ২
৪৫. এক ব্যবসায়ী তার উৎপাদিত পণ্যের দাম ১০% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে ১০% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় শতকরা কত জন কম বা বেশী?
ক. ১% বেশী
খ. ১% কম
গ. সমান
ঘ. কোনটি নয়
উত্তর: ১% কম
৪৬. কোন বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৫০% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
ক. ৫০
খ. ১০০
গ. ১২৫
ঘ. ১৫০
উত্তর: ১২৫
৪৭. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০:৩। পুত্রের বয়স ১৮ বছর হলে ৪ বছর পরে পিতার বয়স কত হবে?
ক. ৬২
খ. ৬৩
গ. ৫৬
ঘ. ৬৪
উত্তর: ৬৪
৪৮. 3x যদি ১৫ থেকে ৩ অধিক হয় তবে 3x + 2= ?
ক. ১৭
খ. ২০
গ. ১৮
ঘ. ২১
উত্তর: ২০
৪৯. দুটি সংখ্যার ল.সা.গু. ৮৪ ও গ.সা.গু ১৪। একটি সংখ্যা অপর সংখ্যার ২/৩ অংশ হলে ছোট সংখ্যা কোনটি?
ক. ৪২
খ. ৩২
গ. ২৮
ঘ. কোনটি নয়
উত্তর: ২৮
৫০. একটি সামন্তরিক বিপরীত ২টি কোণের সমষ্টি ৬০০হলে অপর একটি কোণের মান কত?
ক. ১২০
খ. ১৬৫
গ. ১৫০
ঘ. ১৪০
উত্তর: ১৫০
৫১. দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের ১/৩ অংশ। সংখ্যা দুইটির অনুপাত কত?
ক. ৩:১
খ. ২:৩
গ. ১:৪
ঘ. ২:১
উত্তর: ২:১
৫২. একটি সমকোণী ত্রিভূজের ভূমি ১২ মি. এবং উচ্চতা ৫ মি. হলে এর অতিভূজ ভূমি অপেক্ষা কত সে.মি. বেশী?
ক. ১
খ. ১০০
গ. ৮
ঘ. ১৪
উত্তর: ক
৫৩. একটি বর্গাকার বাগানের চারপাশ ঘিরে ২মি. প্রস্থ বিশিষ্ট রাস্তা আছে। রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল ১৯৬ বর্গ মি. হলে রাস্তার ক্ষেত্রফল কত?
ক. ১৪৪
খ. ৫২
গ. ৭২
ঘ. কোনােটি নয়
উত্তর: ঘ
৫৪. ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলাের গুণফল কত?
ক. ৩৫
খ. ১০৫
গ. ২১০
ঘ. কোনটি নয়
উত্তর: গ
৫৫. বার্ষিক ৮% মুনাফাসহ ১২০০ টাকার ৫ বছরের যে মুনাফা হয়, বার্ষিক ৬% মুনাফায় কত টাকার ১০ বছরের তত মুনাফা হবে?
ক. ৬০০
খ. ৭৫০
গ. ৮০০
ঘ. কোনটি নয়
উত্তর: গ
৫৬. কোন হােস্টেলে ৬৬ জন ছাত্রীর ২৬ দিনের খাবার ছিল। ৮ দিন পর ৩০ জন ছাত্রী হােস্টেল ছেড়ে অন্যত্র চরে গেল। অবশিষ্ট খাদ্যে বাকী ছাত্রীদের কতদিন চলবে?
ক. ৩০
খ. ২২
গ. ৩২
ঘ. ৩৩
উত্তর: ঘ।
৫৭. একটি ত্রিভূজের বাহগুলাের অনুপাত ৫: ১২ : ১৩ এবং পরিসীমা ১৯৫ সে: মি:। বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহু দৈর্ঘের সমাষ্টি কত?
ক. ১১০.৫
খ. ১১৭
গ. ১২৭
ঘ. কোনটি নয়
উত্তর: খ
৫৮. ০.০৭ এর ৩% = কত?
ক. ২১%
খ. ০.২১%
গ. ০.০২১%
ঘ. কোনটি নয়
উত্তর: খ
৫৯. ২ থেকে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
ক. ৯
খ. ১০
গ. ১১
ঘ. কোনটি নয়
উত্তর: খ ।
৬০. 2×2 – 3x – 35 এর একটি উৎপাদক x – 5 হলে অপরটি কত?
ক. 2x + 5.
খ. 2x – 5
গ. x – 7
ঘ. কোনটি নয়
উত্তর: ক
৬১. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে?
ক. ০৩ জানুয়ারি, ১৯৬৮
খ. ১৫ ফেব্রুয়ারি, ১৯৬৯
গ. ২০ জানুয়ারি, ১৯৬৯
ঘ. ২২ জানুয়ারি, ১৯৬৯
উত্তর: ক
৬২. বাংলাদেশের কোন নারী মুক্তিযােদ্ধা মুক্তিবেটি’ নামে পরিচিত?
ক. কাকন বিবি
খ. সিতারা বেগম
গ. তারামন বিবি
ঘ. নীলিমা ইব্রাহীম
উত্তর: ক
৬৩, দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে
ক. ব্রাজিল
খ. আর্জেন্টিনা
গ. চিলি
ঘ. ভেনিজুয়েলা
উত্তর: ঘ
৬৪. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি তারকা চিহ্ন আছে?
ক. ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৬টি
উত্তর: খ
৬৫. মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ কোনটি?
ক. গর্জন
খ. সেগুন
গ. গামার
ঘ. শাল
উত্তর: ঘ
৬৬. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান কে?
ক. প্রধান বিচারপতি
খ. স্পিকার
গ. প্রধানমন্ত্রী
ঘ. আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি
উত্তর: খ
৬৭. বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কবে থেকে কাজ শুরু করে?
ক. ১৯৭৮
খ. ১৯৮২
গ. ১৯৮৫
ঘ. ১৯৮৮
উত্তর: ঘ
৬৮. বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে ছিলেন?
ক. অধ্যাপক আব্দুল হাই
খ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
গ. কাজী মােতাহার হােসেন
ঘ. ড. এনামুল হক
ব্যাখ্যা: বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক ছিলেন অধ্যাপক মযহারুল ইসলাম
৬৯. বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদকালের জন্য প্রযােজ্য ছিল?
ক. ১৯৭২-১৯৭৭
খ. ১৯৭৩-১৯৭৮
গ. ১৯৭৪-১৯৭৯
ঘ. ১৯৭৫-১৯৮০
উত্তর: খ
৭০. বাংলার ‘ছিয়াত্তরের মন্বন্তর’-এর সময়কাল কবে ছিল?
ক. ১৭৭০খ্রি.
খ. ১৭৬০ খ্রি.
গ. ১৭৬৫ খ্রি.
ঘ. ১৭৫৬ খ্রি.
উত্তর: ক
৭১. জার্মানী-ফ্রান্স সীমান্তে নির্মিত সীমানারেখার নাম কী?
ক. ওডেরনিস লাইন
খ. সীগফ্রিড লাইন
গ. সনােরা লাইন
ঘ. ম্যাকনামারা লাইন
উত্তর: খ
৭২. দোজাংখা কোন দেশের ভাষা?
ক. ভুটান
খ. নেপাল
গ. ঘানা
ঘ. কম্বােডিয়া
উত্তর: ক
৭৩. Organization of America States (OAS) গঠিত হয় কত সালে?
ক. ১৯৩৭
খ. ১৯৪২
গ. ১৯৪৭
ঘ. ১৯৪৮
উত্তর: ঘ।
৭৪. মধ্যপ্রাচোর কোন দেশে সংসদ নেই?
ক. ইরাক
খ. ইরান
গ. সৌদি আরব
ঘ. ওমান
উত্তর: গ
৭৫. মানবদেহের লােহিত ও শ্বেত রক্তকণিকার অনুপাত কত?
ক. ৭০০:১
খ. ৮০০:১
গ. ৯০০:১
ঘ. ১০০০:১
উত্তর: ক
৭৬. জেনেটিকস’ শব্দের প্রথম প্রয়ােগ করেন কে?
ক. মেন্ডেল
খ. বেটসন
গ. মর্ঘান
ঘ. ডারউইন
উত্তর: খ
৭৭. কোনটি গণনা পদ্ধতি নয়?
ক. ডেসিমেল
খ. বিসিডি
গ. হেক্সাডেসিমেল
ঘ. অক্টাল
উত্তর: খ
৭৮. আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) এর বর্তমান মহাসচিব কে?
ক. গীতা গােপীনাস
খ. হুয়ান কার্লোস সালাজার
গ. আন্তেনিও গুতারেস
ঘ. জেসন স্টলবারবার্গ
উত্তর: খ
৭৯. প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় কোথায়?
ক. নয়াদিল্লি
খ. ঢাকা
গ. কাঠমুন্ডু
ঘ. ইসলামাবাদ
উত্তর: গ
৮০.। ২০২১ সালের টোকিও অলিম্পিকে পদকজয়ী দেশের সংখ্যা কত?
ক. ৯০
খ. ৯১
গ. ৯২
ঘ. ৯৩
উত্তর: ঘ