বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর সহকারী ব্যবস্থাপক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র- ২০২০

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) - Bangladesh Economic Zones Authority (BEZA)

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর সহকারী ব্যবস্থাপক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র- ২০২০.
Bangladesh Economic Zones Authority (BEZA) Assistant Manager exam question and solution – 2020

পরীক্ষার তারিখঃ ২৫ সেপ্টেম্বর ২০২০
এক্সাম টেকারঃ FBS, DU


সমাধান (সাধারন জ্ঞান)
প্রশ্নঃ বর্তমান পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কত ?
উত্তরঃ ২০১৬-২০২০ (অর্থবছর)।
তথ্যঃ ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকালঃ ২০২০-২০২৫ ।
১ম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকালঃ ১৯৭৩-১৯৭৮।
প্রশ্নঃ সেরা চলচ্চিত্রে অস্কার ২০২০ জিতেছে কোন সিনেমা ?
উত্তরঃ প্যারাসাইট।
তথ্যঃ দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র প্যারাসাইট এ বছরের (৯২তম) অস্কারের আসরে সেরা চলচ্চিত্রের পুরষ্কার জিতেছে।
প্রশ্নঃ আন্তর্জাতিক নারী দিবস ২০২০ এর প্রতিপাদ্য কী?
উত্তরঃ “I am Generation Equality: Realizing Women’s Rights”
প্রজন্ম হোক সমতার, সকল নারী অধিকার
তথ্যঃ আন্তর্জাতিক নারী দিবস-৮ মার্চ।
প্রশ্নঃ কোন টেনিস টুর্নামেন্ট ক্লে কোর্টে (লাল মাটির ন্যাড়া কোর্ট) খেলা হয় ?
উত্তরঃ ফরাসি ওপেন ।
প্রশ্নঃ Principia Mathematica বইটি কার লেখা ?
উত্তরঃ স্যার আই জ্যাক নিউটন ।
প্রশ্নঃ জুলু সম্প্রদায় কোন দেশে বাস করে ?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা ।
প্রশ্নঃ নিচের কোন খেলাটি অলিম্পিকে অন্তর্ভুক্ত নয়?
উত্তরঃ ক্রিকেট।
প্রশ্নঃ বিশ্ব বন্ধু দিবস পালন করা হয় কবে ?
উত্তরঃ ৩০ জুলাই।
তথ্যঃ প্রতি বছর আগস্ট মাসের প্রথম রবিবারে সারা বিশ্বজুড়ে পালন করা হয়।
প্রশ্নঃ উয়েফা চ্যাম্পিয়নস লীগ ২০১৯/২০ এ সর্বোচ্চ গোলদাতা কে ?
উত্তরঃ Robert Lewandowski
প্রশ্নঃ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২০২০ সালের এক নম্বর ব্যাটসম্যান কে ?
উত্তরঃ বিরাট কোহলি
প্রশ্নঃ ৪ আগস্ট,২০২০ লেবাননের রাজধানী বৈরুতে কোন রাসায়নিক পদার্থের বিস্ফোরণ ঘটে
উত্তরঃ অ্যামোনিয়াম নাইট্রেট।
প্রশ্নঃ ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তানে কোন দল জেতার পরেও সরকার গঠন করতে দেয়া হয়নি?
উত্তরঃ আওয়ামী লীগ ।
প্রশ্নঃ ইউএস ওপেন ২০২০ এ পুরুষ এককে বিজয়ী কে ?
উত্তরঃ ডমিনিক থিম
প্রশ্নঃ অ্যাপলের সদরদপ্তর খ্যাত অ্যাপল পার্ক কোথায় অবস্থিত ?
উত্তরঃ ক্যালিফোর্নিয়া
প্রশ্নঃ আগস্ট,২০২০ পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত ?
উত্তরঃ ৩৮,৮৫০ মিলিয়ন।

সমাধান (বাংলা)
প্রশ্নঃ শবপোড়া শব্দটিতে কী দোষ দেখা যায়
উত্তরঃ গুরুচাণ্ডালী

প্রশ্নঃ দুঃখকে প্রাপ্ত কোন সমাস
উত্তরঃ তৎপুরুষ

প্রশ্নঃ সূর্য এর প্রতিশব্দ
উত্তরঃ আদিত্য

প্রশ্নঃ তুর্কি ভাষার শব্দ-
উত্তরঃ বাবুর্চি

প্রশ্নঃ ডাকঘর কোন ধরনের রচনা-
উত্তরঃ নাটক

প্রশ্নঃ মহাশ্মশান কোন ধরনের রচনা-
উত্তরঃ মহাকাব্য

প্রশ্নঃ শুদ্ধ বানান-
উত্তরঃ নির্নিমেষ

প্রশ্নঃ ক্ষীয়মাণ এর বিপরীত-
উত্তরঃ বর্ধমান

প্রশ্নঃ নিপাতনে সিদ্ধ-
উত্তরঃ পর+পর=পরস্পর

প্রশ্নঃ খাঁটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট পদ-
উত্তরঃ অবেলা

প্রশ্নঃ ডালে ডালে কুসুম ভার।ভার কোন অর্থে ব্যবহৃত হয়েছে-
উত্তরঃ বোঝা

প্রশ্নঃ কৃষক হয়েও তার আছে রাশি রাশি ধন-রাশি রাশি ব্যবহৃত হয়েছে-
উত্তরঃ আধিক্য অর্থে

প্রশ্নঃ তুলশী বনের বাঘ অর্থ-
উত্তরঃ ভণ্ড

প্রশ্নঃ সর্বনাশ অর্থে ব্যবহৃত হয়েছে-
উত্তরঃ ভরাডুবি।

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!