বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি নৈতিকতা, সুশাসন ও মূল্যবোধ (প্রশ্ন ও উত্তর)
BCS Preparation Good Governance and Values Preliminary Question and Answer
সুশাসন ও মূল্যবোধ (প্রশ্ন ও উত্তর):
১। সুশানের ধারণাটি মূলত কার করা প্রেসক্রিপশন?
=> বিশ্বব্যাংক
২। দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য UNCAC কনভেশন প্রণয়ন করে কোন সংস্থা ?
=> জাতিসংঘ
৩। UNHCR সুশাসনের উপাদান চিহ্নিত করেছে কতটি?
=> ৫টি
৪। বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত হয়?
=> ১সেপ্টম্বর, ২০০৮
৫। সুশাসনের জন্য বাংলাদেশে কবে বিচার বিভাগ আলাদা করা হয়?
=> ১ নভেম্বর, ২০০৭
৬। বিচার বিভাগরে স্বাধীনতা কথা বলা আছে সংবিধানে কোন অনুচ্ছেদে?
=> ২২
৭। বাংলাদেশ স্বাধীন দুর্নীতি কমিশন কবে গঠিত হয়?
=> ২৩ ফেব্রুয়ারী,২০০৪
৮। প্রশাসনিক ট্রাইব্যুনার প্রতিষ্ঠার কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
= ১১৭
৯। বাংলাদেশে মন্ত্রাণালয়ের নির্বাহী প্রধান কে ?
= মন্ত্রী
১০। বাংলাদেশে মন্ত্রাণালয়ের প্রধান ও মুখ্য হিসাব নিরীক্ষক কে?
= সচিব
১১। সংসদে সরকারি বিল উত্থাপনের জন্য সময়ের প্রয়োজন হয় কতদিন ?
= ৭দিন
১২। কোন দেশে ন্যায় পাল পদ প্রথম সৃষ্টি করা হয়?
= সুইডেন
১৩। বাংলাদেশের রাষ্ট্রপতিকে অপসারণের জন্য মোট সাংসদের কত শতাংশ ভোটের প্রয়োজন?
= দুই -তৃতীয়াংশ