বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ।
Biman Bangladesh Airlines Pilot Exam Question and Solution 2019.
পদের নামঃ পাইলট
পরীক্ষার তারিখঃ ১০ মে ২০১৯
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট পদে নিয়োগ পরীক্ষার সমাধান:
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
১. ঐতিহাসিক ২১ দফার প্রথম দফা কি ছিল? উত্তরঃ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে করা
২. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোন গানবোটের Engine Room Artificer নিযুক্ত ছিলেন? উত্তরঃ পলাশ
৩. বাংলাদেশের বেসামরিক প্রশাসন চালুর জন্য শেখ মুজিবুর রহমান ৩৫ টি বিধি জারি করেন কবে- উত্তরঃ ৭ মার্চ ১৯৭১
৪. মুজিবনগরের নতুন সরকারের ঘোষণাপত্র কে পাঠ করেন? উত্তরঃ অধ্যাপক ইউসুফ আলী
৫. কত সালে পাকিস্তানের গণপরিষদ বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেয়- উত্তরঃ ১৯৫৪ সালে ( ৯ মে ১৯৫৪)
৬. পাকিস্তানের প্রথম জাতীয় পরিষদের নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়- উত্তরঃ ১৯৭০ সালে ( ৭ ডিসেম্বর ১৯৭০)
৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিচের কোন এলাকা প্রথম শত্রুমুক্ত হয়- উত্তরঃ কোনটিও নয় ( সঠিক যশোর- ৬ ডিসেম্বর ১৯৭১)
৮. তেভাগা আন্দোলনে নেতৃত্ব দেন কোন সাহসী নারী- উত্তরঃ ইলা মিত্র
৯. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন- উত্তরঃ মুর্শিদকুলী খান
১০. কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য বীরপ্রতীক খেতাব পান- উত্তরঃ আব্দুস সাত্তার
১১. ১৯৭১ সালে প্রথম কোন কূটনীতিক বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করে- উত্তরঃ এম. হোসেন আলী ( তিনি ১৯৭১ সালের ১৮ এপ্রিল নতুন রাষ্ট্র বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন)
১২. পাকিস্তানের Constituent Assembly এর ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি প্রথম কে তুলেছিলেন? উত্তরঃ ধীরেন্দ্রনাথ দত্ত ( ১৯৪৮ সালের ২৫ আগস্ট পাকিস্তান গণপরিষদে তিনি অধিবেশনের সকল কার্যবিবরণী ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলাতেও রাখার দাবি উত্থাপন করেন।)
১৩. পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়- উত্তরঃ ১৯৫০ সালে
১৪. সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্ম পরিষদ কবে গঠন করা হয়- উত্তরঃ কোনটিও নয় ( সঠিক উত্তরঃ ১৯৪৮ সালের ২ রা মার্চ ) যদি প্রশ্নে বলা হতো সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদ কবে গঠন করা হয় তবে উত্তর হতো- ১৯৫২ সালের ৩১ জানুয়ারি।
১৫. বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক কে- উত্তরঃ সুপ্রিমকোর্ট
১৬. বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কত নং সেক্টরে যুদ্ধ করেন- উত্তরঃ ৭ নং সেক্টর
বাংলা অংশ সমাধানঃ
১৭. বাংলা ভাষার সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে- উত্তরঃ সংস্কৃত
১৮. ক্রিয়ার কাল ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়-উত্তরঃ রূপতত্ত্বে
১৯. কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের আধিক্য থাকে- উত্তরঃ মহাপ্রাণ ধ্বনি
২০. অন্তঃস্থ বর্ণ কোনগুলো? উত্তরঃ য ও র
২১. ক্লাশ> কিলেশ, প্রীতি> পিরীেত, গ্লাস> গেলাস এগুলো কিসের উদাহরণ- উত্তরঃ মধ্য স্বরাগম
২২. কোন জাতীয় শব্দে ণ থাকলে তা অবিকৃত রাখতে হয়- উত্তরঃ তৎসম শব্দে
২৩. শ স ও ষ এই তিনটি মধ্যে খাঁটি বাংলা শব্দে কোনটির ব্যবহার নেই- উত্তরঃ ষ
২৪. নিচের কোনটি বিদেশী ও তদ্ভব শব্দ যোগে গঠিত? উত্তরঃ হেডমিস্ত্রী
২৫. ‘পরি’ উপসর্গ যোগে গঠিত ‘পরিসীমা’ শব্দের অর্থ নিচের কোনটি সঠিক নয়? উত্তরঃ গণ্ডিবদ্ধ
২৬. আড় কোন শ্রেণীর উপসর্গ- উত্তরঃ খাঁটি বাংলা উপসর্গ
২৭. নিচের কোন দ্বিরুক্ত শব্দ দুটি বহুবচন সংকেত করে? উত্তরঃ পাকা পাকা আম
২৮. ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে?এ বাক্যে ঘুমিয়ে ঘুমিয়ে কোন প্রকার দ্বিরুক্তি? উত্তরঃ ক্রিয়া-বিশেষণ
২৯. অনুকার অব্যয় যোগে গঠিত দ্বিরুক্তি কোনটি? উত্তরঃ ঢং ঢং করে ঘণ্টা বেজে উঠল
৩০. নিচের কোনটি কৃৎ প্রত্যয় এর উদাহরণ- উত্তরঃ নাচ+ অন
৩১. নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ- উত্তরঃ অহি অহিনকুল
৩২. নিচের কোন শব্দে প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তরঃ মেছো
ইংরেজী অংশ সমাধানঃ
Choose the correctly spelt word-
৩৩. Ans: Inoculation
৩৪. Ans: Mischievous
৩৫. Ans: Bureaucracy
৩৬. Ans: Hierarchy
Fill in the blanks with suitable words:
৩৭. The police didn’t want to — the investigation. Ans: Prepone
৩৮. There is no glory in war considering the blood it—-. Ans: sheds
৩৯. Despite the company’s continuous effort. The new product’s sale trend did not pick up and reminded —. Ans: sluggish
৪০. Because of his illness, the doctor advised Sakib —-smoking. Ans: to refrain from
Choose the synonym:
৪১. Ans: Sporadic: occasional
৪২. Ans: Attrition: Decline
৪৩. Ans: Enigma: Puzzling
৪৪. Ans: Remorse: Repentance
Choose the missing word form below sentence:
৪৫. Ans: many
৪৬. Ans: to
৪৭. Ans: to
৪৮. Ans: no word is missing
কম্পিউটার অংশ সমাধানঃ
৪৯. একটি কম্পিউটার প্রোগ্রাম চালু করলে নিচের কোন ফাইলটি Run করে-উত্তরঃ এক্সিকিউটেবল ফাইল
৫০. বিজয় লে আউটে ত লেখার জন্য ইংরেজী কোন বর্ণ চাপতে হবে-উত্তরঃ K
৫১. নিচের কোনটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার- উত্তরঃ কোনটিও নয়
৫২. বারকোড রিডার কোন ধরনের ডিভাইস- উত্তরঃ ইনপুট
৫৩. ওয়েব ভিত্তিক সহযোগী প্লাটফর্ম এমএস শেয়ার পয়েন্ট নিচের কোনটির সাথে সংহত হয়ে কাজ করে- উত্তরঃ কোনটিও নয় ( সঠিক মাইক্রোসফট অফিস )
৫৪. কম্পিউটারে তথ্য সংরক্ষণের এককগুলোর মধ্যে কোনটি বৃহত্তম- উত্তরঃ জেটাবাইট ( 1 Exabyte-1,024 Petabytes and 1 Zettabyte-1,024 Exabytes)
৫৫. মাইক্রোসফট এজ সফটওয়্যারটি কোন ধরণের সফটওয়্যার? উত্তরঃ ব্রাউজার
৫৬. নিচের কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব (Hub) ব্যবহৃত হয়- উত্তরঃ A,B,C সবগুলিতে
৫৭. নিচের কোন ট্রান্সমিশন মিডিয়ামটিতে ইলেক্ট্রোম্যাগনেটিক নয়েজের সমস্যা নেই- উত্তরঃ ফাইবার অপটিক ক্যাবল
৫৮. একটি ইন্টারনেট মডেম কেনার সময় নিচের কোন বিষয়টি বিবেচনা করা উচিৎ- উত্তরঃ A,B,C সবগুলি
৫৯. এমএস ওয়ার্ডে হাইপার লিঙ্ক এর জন্য শর্টকাট হচ্ছে- উত্তরঃ Ctrl+k
৬০. নিচের কোন IEEE প্রটোকলটি ওয়ারলেস ল্যানের জন্য- উত্তরঃ 802.11
৬১. কোন বাসের মাধ্যমে মাইক্রো কম্পিউটারের যন্ত্রাংশগুলো মধ্যে ডাটা পরিবহন হয়- উত্তরঃ A,B,C সবগুলি
৬২. নিচের কোনটির ডাটা ট্রান্সমিশন সবচেয়ে বেশী- ক্যাশ মেমরী
৬৩. নিচের কোন ডিভাইসটি হতে শুধুমাত্র পড়া যায় কিন্তু লেখা যায় না- রম
৬৪. কম্পিউটার হার্ডডিক্সের রুট ডাইভ বলা হয় কোনটিকে? C ড্রাইভ
গণিত অংশ সমাধানঃ
৬৫. উত্তরঃ ৫১
৬৬. উত্তরঃ ৪৫৬২.৫০ টাকা
৬৭. উত্তরঃ ৪৫
৬৮. উত্তরঃ ৪৭.৫০%
৬৯. উত্তরঃ ৩০%
৭০. উত্তরঃ ৩/৭
৭১. উত্তরঃ কোনটিও নয়
৭২. উত্তরঃ ১৩২
৭৩. উত্তরঃ ৪৬৮
৭৪. উত্তরঃ ১৬
৭৫. উত্তরঃ ১৮ সেকেন্ড
৭৬. উত্তরঃ ৭ক/৩০
৭৭. উত্তরঃ ৬০%
৭৮. উত্তরঃ ৭ঃ১৩
৭৯. উত্তরঃ ১৫০%
৮০. উত্তরঃ ৫