৫০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২০২৬ এর প্রশ্নপত্রের পূর্ণাঙ্গ সমাধান ব্যাখ্যা সহ

৫০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২০২৬ এর প্রশ্নপত্রের পূর্ণাঙ্গ সমাধান ব্যাখ্যা সহ

৫০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২০২৬ এর প্রশ্নপত্রের পূর্ণাঙ্গ সমাধান ব্যাখ্যা সহ নিচে দেওয়া হলো।

The complete solution of the question paper of the 50th BCS Preliminary Examination 2026 is given below with explanation.

০১. জারিনের জন্ম ২৯ ফেব্রুয়ারি। তার জন্মগ্রহণের সাল কোনটি হতে পারে?

(ক) ২০০২ (খ) ২০০৪ (গ) ২০০৬ (ঘ) ২০১০

সঠিক উত্তর: (খ) ২০০৪

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০২৬ এর এই প্রশ্নটি মূলত লিপ ইয়ার বা অধিবর্ষের ধারণার ওপর ভিত্তি করে করা হয়েছে। আমরা জানি, গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে ফেব্রুয়ারি মাস সাধারণত ২৮ দিনের হয়। তবে প্রতি চার বছর পর পর ফেব্রুয়ারি মাস ২৯ দিনের হয়ে থাকে, যাকে লিপ ইয়ার বা অধিবর্ষ বলা হয়। ২৯ ফেব্রুয়ারি তারিখটি শুধুমাত্র লিপ ইয়ারেই আসে। তাই জারিনের জন্ম যেহেতু ২৯ ফেব্রুয়ারি, তার জন্মের সালটি অবশ্যই একটি লিপ ইয়ার হবে।

লিপ ইয়ার বের করার নিয়ম হলো, যদি কোনো সালকে ৪ দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য (০) হয়, তবে সেটি লিপ ইয়ার। তবে শতাব্দীর শেষ বছরগুলোর ক্ষেত্রে (যেমন ১৯০০, ২১০০) সালটিকে ৪০০ দিয়ে ভাগ করে নিশ্চিত হতে হয়। এখানে অপশনগুলোর দিকে লক্ষ্য করা যাক। ২০০২ কে ৪ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে ২, তাই এটি লিপ ইয়ার নয়। ২০০৬ কে ৪ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে ২, এবং ২০১০ কে ভাগ করলে ভাগশেষ থাকে ২। অর্থাৎ, এই সালগুলোতে ফেব্রুয়ারি মাস ছিল ২৮ দিনের।

অন্যদিকে, ২০০৪ সালকে ৪ দিয়ে ভাগ করলে (২০০৪ ÷ ৪ = ৫০১) কোনো ভাগশেষ থাকে না। অর্থাৎ ২০০৪ সালটি একটি লিপ ইয়ার এবং এই বছরেই ফেব্রুয়ারি মাস ২৯ দিনের ছিল। সুতরাং, জারিনের জন্মসাল অবশ্যই ২০০৪। ৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান ২০২৬ এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ক্যালেন্ডার সম্পর্কিত সমস্যাগুলো প্রায়ই আসে। মনে রাখার সহজ উপায় হলো: সালটির শেষ দুই অঙ্ক ৪ দিয়ে বিভাজ্য হলেই সেটি সাধারণত লিপ ইয়ার হয়। ভবিষ্যতে এই ধরনের প্রশ্নের সমাধানের জন্য ৪ এবং ৪০০ এর বিভাজ্যতার সূত্রটি মনে রাখা জরুরি।

০২. পারমাণবিক চুল্লিতে ‘মডারেটরের’ প্রাথমিক কাজ হলো:

(ক) অতিরিক্ত নিউট্রন শোষণ এবং চেইন বিক্রিয়া নিয়ন্ত্রণ (খ) চুল্লির কেন্দ্রে উৎপন্ন তাপ স্থানান্তর করে শীতল করা (গ) দ্রুতগতি সম্পন্ন নিউট্রনগুলোকে ধীরগতি করে ফিশনের সম্ভাবনা বাড়ানো (ঘ) ক্ষতিকারক গামা বিকিরণ থেকে সুরক্ষা প্রদান

সঠিক উত্তর: (গ) দ্রুতগতি সম্পন্ন নিউট্রনগুলোকে ধীরগতি করে ফিশনের সম্ভাবনা বাড়ানো

ব্যাখ্যা:
পারমাণবিক পদার্থবিজ্ঞানের এই প্রশ্নটি ৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর বিজ্ঞান অংশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের ফিশন বিক্রিয়া ঘটানোর জন্য নিউট্রনের আঘাত প্রয়োজন হয়। নিউক্লীয় ফিশন বিক্রিয়ায় যখন একটি নিউক্লিয়াস ভেঙে যায়, তখন সেখান থেকে অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন নিউট্রন নির্গত হয়। এই দ্রুতগতির নিউট্রনগুলো পরবর্তী ফিশন ঘটাতে খুব একটা দক্ষ নয়, কারণ তারা ইউরেনিয়াম নিউক্লিয়াসকে আঘাত না করেই পাশ কাটিয়ে চলে যেতে পারে। বিক্রিয়াটি চলমান রাখার জন্য এই নিউট্রনগুলোর গতি কমানো প্রয়োজন।

এখানেই ‘মডারেটর’ বা ‘মন্থরক’-এর ভূমিকা চলে আসে। মডারেটরের কাজ হলো দ্রুতগতির নিউট্রনগুলোর সাথে সংঘর্ষ ঘটিয়ে তাদের গতি কমিয়ে আনা বা ‘থার্মাল নিউট্রন’-এ পরিণত করা। ধীরগতির নিউট্রন ফিশন বিক্রিয়া ঘটাতে অনেক বেশি কার্যকর। মডারেটর হিসেবে সাধারণত গ্রাফাইট, ভারী পানি (Heavy Water) বা বেরিলিয়াম ব্যবহার করা হয়। এটি ছাড়া চেইন রিঅ্যাকশন বজায় রাখা কঠিন হতো।

অনেকে (ক) নম্বর অপশনের সাথে গুলিয়ে ফেলতে পারেন। কিন্তু মনে রাখতে হবে, অতিরিক্ত নিউট্রন শোষণ করে বিক্রিয়া নিয়ন্ত্রণ করার কাজ হলো ‘কন্ট্রোল রড’ (Control Rod)-এর, যা সাধারণত ক্যাডমিয়াম বা বোরন দিয়ে তৈরি হয়। আর তাপ স্থানান্তর করার কাজ হলো ‘কুল্যান্ট’ বা শীতলকারকের। তাই ৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন ২০২৬ এর এই প্রশ্নটির সঠিক উত্তরে মডারেটরের কাজ হবে নিউট্রনের গতি মন্থর করা। পরীক্ষার হলে এই সূক্ষ্ম পার্থক্যগুলো মনে রাখা সাফল্যের চাবিকাঠি।

০৩. কোন বিষয়টি মুদ্রাপাচারের অন্তর্ভুক্ত নয়?

(ক) রপ্তানি পণ্যের অবমূল্যায়ন (খ) আমদানি পণ্যের অধিক মূল্য নির্ধারণ (গ) আয়কর ফাঁকি দেয়া (ঘ) অবৈধ চ্যানেলে বিদেশে টাকা পাঠানো

সঠিক উত্তর: (গ) আয়কর ফাঁকি দেয়া

ব্যাখ্যা:
অর্থনীতি ও ব্যাংকিং সেক্টর সম্পর্কিত ৫০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্ন ২০২৬ এর এই প্রশ্নটি বেশ বিশ্লেষণধর্মী। মানি লন্ডারিং বা মুদ্রাপাচার বলতে মূলত অবৈধভাবে অর্জিত কালো টাকাকে বৈধ বা সাদা টাকায় রূপান্তর করার প্রক্রিয়া এবং সেই অর্থকে দেশের বাইরে অবৈধভাবে স্থানান্তর করাকে বোঝায়। এটি সাধারণত প্লেসমেন্ট, লেয়ারিং এবং ইন্টিগ্রেশন—এই তিন ধাপে সম্পন্ন হয়।

অপশনগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, (ক) রপ্তানি পণ্যের অবমূল্যায়ন এবং (খ) আমদানি পণ্যের অধিক মূল্য নির্ধারণ—উভয়ই ‘ট্রেড বেসড মানি লন্ডারিং’-এর কৌশল। এর মাধ্যমে মিথ্যা ঘোষণা দিয়ে দেশ থেকে পুঁজি পাচার করা হয়। (ঘ) অবৈধ চ্যানেলে (যেমন হুন্ডি) বিদেশে টাকা পাঠানোও সরাসরি মুদ্রাপাচার প্রতিরোধ আইনের আওতায় পড়ে। কিন্তু (গ) আয়কর ফাঁকি দেয়া বিষয়টি মূলত কর আইনের লঙ্ঘন। যদিও কালো টাকা তৈরির একটি অন্যতম উৎস হলো কর ফাঁকি দেওয়া, কিন্তু ‘কর ফাঁকি দেওয়া’ কাজটি নিজেই মুদ্রাপাচার বা টাকা স্থানান্তর প্রক্রিয়া নয়। এটি একটি ‘প্রেডিকেট অফেন্স’ বা মূল অপরাধ হতে পারে, যার মাধ্যমে অর্জিত অর্থ পরে পাচার করা হয়।

সহজ কথায়, কর ফাঁকি দিলে টাকাটি কালো টাকায় পরিণত হয়, কিন্তু যতক্ষণ না সেই টাকাটি অবৈধ প্রক্রিয়ায় স্থানান্তর বা রূপান্তর করা হচ্ছে, ততক্ষণ একে টেকনিক্যালি ‘মুদ্রাপাচার’ বা মানি লন্ডারিং বলা হয় না। ৫০ তম বিসিএস প্রিলিমিনারি MCQ ২০২৬ এ এই ধরনের কনফিউজিং অপশন দিয়ে পরীক্ষার্থীর গভীর জ্ঞান যাচাই করা হয়েছে। তাই সঠিক উত্তর হিসেবে এখানে ‘আয়কর ফাঁকি দেয়া’-কেই বেছে নেওয়া যুক্তিযুক্ত, কারণ বাকি তিনটি অপশন সরাসরি অর্থ পাচারের বা স্থানান্তরের মেকানিজম নির্দেশ করে।

০৪. একটা 4-bit বাইনারি সিস্টেমে শূন্য এর 2’s complement এর ডেসিমাল মান কত হবে?

(ক) ১৬ (খ) ০ (গ) ১৫ (ঘ) কোনটিই নয়

সঠিক উত্তর: (খ) ০

ব্যাখ্যা:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) অংশের এই প্রশ্নটি ৫০ তম বিসিএস প্রিলি প্রশ্নপত্র ২০২৬ এর একটি চমৎকার লজিক্যাল প্রশ্ন। বাইনারি সিস্টেমে কোনো সংখ্যার ২-এর পরিপূরক (2’s complement) বের করার নিয়ম হলো: প্রথমে সংখ্যাটির ১-এর পরিপূরক (1’s complement) বের করা (অর্থাৎ ০ কে ১ এবং ১ কে ০ করা) এবং তার সাথে ১ যোগ করা।

এখানে আমাদের সংখ্যাটি হলো শূন্য (০)। ৪-বিট সিস্টেমে ০-কে লেখা হয় ০০০০ হিসেবে।
ধাপ ১: ১-এর পরিপূরক বের করা। ০০০০ এর প্রতিটি বিট উল্টে দিলে আমরা পাই ১১১১
ধাপ ২: এর সাথে ১ যোগ করা।
১১১১
+ ১
-------
(১) ০০০০

বাইনারি যোগের নিয়ম অনুযায়ী ১+১=১০ (০ বসে, হাতে থাকে ১)। এভাবে যোগ করতে থাকলে শেষে গিয়ে আমরা পাই ১০০০০। কিন্তু প্রশ্নে বলা হয়েছে এটি একটি ৪-বিট সিস্টেম। তাই আমাদের রেজিস্টারে মাত্র ৪টি ঘর আছে। পঞ্চম বিটটি (যাকে ক্যারি বিট বলা হয়) ডিসকার্ড বা বাদ দেওয়া হয়। ফলে অবশিষ্ট থাকে ০০০০
এই ০০০০ এর ডেসিমাল বা দশমিক মান হলো ০।

অর্থাৎ, শূন্যের ২-এর পরিপূরক গাণিতিকভাবে সেই শূন্যই থাকে। এটি ২-এর পরিপূরক পদ্ধতির একটি অনন্য বৈশিষ্ট্য যা কম্পিউটার সিস্টেমে গাণিতিক জটিলতা কমায়। ৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন ও উত্তর ২০২৬ এ যারা আইসিটি অংশে ভালো করতে চান, তাদের এই বেসিক কনভার্সনগুলো নখদর্পণে থাকা জরুরি। অনেকে ভুল করে ১৬ উত্তর দিতে পারেন ক্যারি বিটকে হিসাব করে, কিন্তু ৪-বিট সিস্টেমে ১৬ সংরক্ষণ করা সম্ভব নয়।

০৫. ৪০ থেকে ৫০ এর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নেয়া হলে এটি মৌলিক (Prime) হওয়ার সম্ভাবনা কত?

(ক) ৩/১১ (খ) ১/২ (গ) ৫/১১ (ঘ) …

সঠিক উত্তর: (ক) ৩/১১

ব্যাখ্যা:
গাণিতিক যুক্তি ও সম্ভাবনার এই প্রশ্নটি ৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান ২০২৬ এর মানসিক দক্ষতা অংশের অন্তর্গত। সম্ভাবনা বের করার সূত্র হলো: অনুকূল ঘটনা / মোট সম্ভাব্য ঘটনা। প্রথমে আমাদের দেখতে হবে ৪০ থেকে ৫০ পর্যন্ত মোট কতটি সংখ্যা আছে। সংখ্যাগুলো হলো: ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০। অর্থাৎ, এখানে মোট সংখ্যার পরিমাণ ১১টি। এটিই আমাদের নমুনা ক্ষেত্র বা Sample Space।

এবার আমাদের খুঁজে বের করতে হবে এর মধ্যে মৌলিক সংখ্যা বা Prime Numbers কোনগুলো। মৌলিক সংখ্যা হলো সেই সব সংখ্যা যা ১ এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। ৪০ থেকে ৫০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো:
১. ৪১ (মৌলিক)
২. ৪৩ (মৌলিক)
৩. ৪৭ (মৌলিক)
(উল্লেখ্য, ৪৯ কিন্তু ৭ দ্বারা বিভাজ্য, তাই এটি মৌলিক নয়)।

তাহলে, আমাদের অনুকূল ঘটনার সংখ্যা হলো ৩টি।
অতএব, নির্ণেয় সম্ভাবনা = অনুকূল ঘটনা / মোট সংখ্যা = ৩ / ১১।
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ব্যাখ্যা ২০২৬ এর পাঠকদের জন্য টিপস হলো: পরীক্ষার হলে রেঞ্জটি ভালো করে খেয়াল করবেন। ‘৪০ থেকে ৫০ এর মধ্যে’ বললে সাধারণত ৪০ ও ৫০ সহ ধরা হয়। আর মৌলিক সংখ্যাগুলো দ্রুত মনে করার জন্য ১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যার তালিকা মুখস্থ রাখা বুদ্ধিমানের কাজ। যেমন ৪১, ৪৩, ৪৭ – এই তিনটি সংখ্যাই এই রেঞ্জে মৌলিক। তাই সঠিক উত্তর ৩/১১।

০৬. ঘূর্ণিঝড় ‘সিডর’ ও ‘আইলা’ বাংলাদেশে আঘাত হানে ____ এবং ____ সালে।

(ক) ২০০৭, ২০০৮ (খ) ২০০৮, ২০০৯ (গ) ২০০৭, ২০০৯ (ঘ) ২০০৭, ২০০৬

সঠিক উত্তর: (গ) ২০০৭, ২০০৯

ব্যাখ্যা:
বাংলাদেশ বিষয়াবলি এবং দুর্যোগ ব্যবস্থাপনা অংশের এই প্রশ্নটি ৫০ তম বিসিএস প্রিলি আজকের প্রশ্ন ২০২৬ এর একটি ফ্যাকচুয়াল প্রশ্ন। ঘূর্ণিঝড় সিডর এবং আইলা বাংলাদেশের ইতিহাসের দুটি প্রলয়ংকরী প্রাকৃতিক দুর্যোগ। এই সালগুলো মনে রাখা বিসিএস পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঘূর্ণিঝড় ‘সিডর’ (Sidr) বাংলাদেশে আঘাত হানে ১৫ নভেম্বর ২০০৭ সালে। সিংহলী শব্দ ‘সিডর’-এর অর্থ হলো ‘চোখ’। এটি ছিল একটি অত্যন্ত শক্তিশালী সাইক্লোন যা সুন্দরবন এবং উপকূলীয় জেলাগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২৬০ কিলোমিটার পর্যন্ত।

অন্যদিকে, ঘূর্ণিঝড় ‘আইলা’ (Aila) আঘাত হানে ২৫ মে ২০০৯ সালে। মালদ্বীপের দেওয়া নাম ‘আইলা’-এর অর্থ ‘ডলফিন’। আইলার বৈশিষ্ট্য ছিল জলোচ্ছ্বাস। এটি বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে এবং দীর্ঘমেয়াদী জলাবদ্ধতার সৃষ্টি করে।

সুতরাং, সঠিক ক্রমটি হলো ২০০৭ এবং ২০০৯। অপশন (গ)-তে এই ক্রমটি সঠিকভাবে দেওয়া আছে। ৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন রিভিউ ২০২৬ এর ক্ষেত্রে আমরা দেখি যে, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা থেকে প্রতিবারই প্রশ্ন থাকে। পরীক্ষার্থীদের উচিত বড় বড় ঘূর্ণিঝড়গুলোর সাল এবং নামের অর্থ চার্ট আকারে মনে রাখা। যেমন, ২০০৭ = সিডর, ২০০৯ = আইলা, ২০১৩ = মহাসেন ইত্যাদি। কনফিউশন এড়াতে সালগুলো ক্রমানুসারে মনে রাখার চেষ্টা করুন।

০৭. মোবাইল ফোন অপারেটররা কোন অ্যালগরিদম ব্যবহার করে লোকেশন ট্র্যাক করে?

(ক) Shortest Path (খ) Triangulation (গ) Nearest-neighbour (ঘ) Encryption

সঠিক উত্তর: (খ) Triangulation

ব্যাখ্যা:
প্রযুক্তি ও দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক ৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান pdf ২০২৬ যারা খুঁজছেন, তাদের জন্য এই প্রশ্নটি বেশ ইন্টারেস্টিং। মোবাইল ফোন অপারেটররা যখন কোনো নির্দিষ্ট ফোনের অবস্থান বা লোকেশন বের করতে চায়, তখন তারা মূলত ‘ট্রায়াঙ্গুলেশন’ (Triangulation) পদ্ধতি ব্যবহার করে।

এই পদ্ধতিতে মোবাইল ফোনটি তার আশেপাশের অন্তত তিনটি মোবাইল টাওয়ারের (Base Transceiver Station বা BTS) সাথে সংযুক্ত থাকে বা সিগন্যাল আদান-প্রদান করে। প্রতিটি টাওয়ার থেকে মোবাইল ফোনটির দূরত্ব এবং সিগন্যাল পৌঁছাতে কত সময় লাগছে (Time of Arrival), তা পরিমাপ করা হয়। তিনটি টাওয়ারকে কেন্দ্র করে তিনটি বৃত্ত কল্পনা করলে, তারা যে বিন্দুতে একে অপরকে ছেদ করে, সেটিই হলো ওই মোবাইল ফোনের আনুমানিক অবস্থান। জ্যামিতিক ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল গঠনের মাধ্যমে এই অবস্থান নির্ণয় করা হয় বলে একে ট্রায়াঙ্গুলেশন বলা হয়।

(ক) Shortest Path সাধারণত নেটওয়ার্কিং বা ম্যাপে রাস্তা খোঁজার অ্যালগরিদম (যেমন Dijkstra’s algorithm)। (গ) Nearest-neighbour মেশিন লার্নিং বা ক্লাসিফিকেশনে ব্যবহৃত হয়। (ঘ) Encryption হলো তথ্য গোপন করার পদ্ধতি। তাই সঠিক উত্তর হলো Triangulation। ৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন বিশ্লেষণ ২০২৬ এ দেখা যায়, আধুনিক প্রযুক্তির ব্যবহারিক দিক থেকে প্রশ্ন আসার প্রবণতা বাড়ছে। জিপিএস ছাড়াও টাওয়ার ভিত্তিক এই লোকেশন ট্র্যাকিং পদ্ধতিটি অপরাধী শনাক্তকরণে বহুল ব্যবহৃত হয়।

০৮. একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে বলে-

(ক) অভিশ্রুতি (খ) অপিনিহিতি (গ) সমীভবন (ঘ) স্বরসঙ্গতি

সঠিক উত্তর: (ঘ) স্বরসঙ্গতি

ব্যাখ্যা:
বাংলা ব্যাকরণের ধ্বনি পরিবর্তন অধ্যায় থেকে আসা এই প্রশ্নটি 50th BCS Preliminary Question Solution 2026 এর বাংলা অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সংজ্ঞানুসারে, একটি স্বরধ্বনির প্রভাবে শব্দের মধ্যে থাকা অপর স্বরধ্বনির পরিবর্তন ঘটার নামই হলো ‘স্বরসঙ্গতি’ (Vowel Harmony)। এটি বাংলা ভাষার একটি বিশেষ বৈশিষ্ট্য।

উদাহরণস্বরূপ, ‘দেশি’ শব্দ থেকে ‘দিশি’ (এ > ই), ‘বিলাতি’ থেকে ‘বিলিতি’ (আ > ই)। এখানে ই-কারের প্রভাবে আগের বা পরের স্বরধ্বনি পরিবর্তিত হয়ে ই-কারের মতো বা তার কাছাকাছি উচ্চারিত হচ্ছে। এটিই স্বরসঙ্গতি।

অন্য অপশনগুলো কেন ভুল তা দেখা যাক:
(ক) অভিশ্রুতি হলো অপিনিহিতির পরবর্তী ধাপ, যেখানে বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গিয়ে পরিবর্তন ঘটায় (যেমন: করিয়া > কইরা > করে)।
(খ) অপিনিহিতি হলো পরের ই-কার বা উ-কার আগে উচ্চারিত হওয়া (যেমন: আজি > আইজ)।
(গ) সমীভবন হলো দুটি ব্যঞ্জনধ্বনির একে অপরের প্রভাবে সমতা লাভ করা (যেমন: জন্ম > জম্ম), এটি স্বরধ্বনির ক্ষেত্রে নয়, ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে ঘটে।
সুতরাং, প্রশ্নের সংজ্ঞাটি সরাসরি ‘স্বরসঙ্গতি’ নির্দেশ করে। ৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন ২০২৬ এ ব্যাকরণের সংজ্ঞামূলক প্রশ্নগুলো খুব মনোযোগ দিয়ে পড়া উচিত, কারণ অপশনগুলো খুব কাছাকাছি মনে হতে পারে।

০৯. ‘ফিকা কমলা রং’- এখানে ফিকা অর্থ কী?

(ক) অনুজ্জ্বল (খ) উজ্জ্বল (গ) তীব্র (ঘ) ঝাঁঝালো

সঠিক উত্তর: (ক) অনুজ্জ্বল

ব্যাখ্যা:
বাংলা শব্দার্থ ও প্রয়োগের এই প্রশ্নটি 50th BCS Preli Question Solution 2026 এর সহজ কিন্তু বিভ্রান্তিকর একটি অংশ। ‘ফিকা’ শব্দটি মূলত ফারসি বা দেশি উৎস থেকে এসেছে, যার অর্থ হলো বিবর্ণ, হালকা বা যা গাঢ় নয়। রঙের ক্ষেত্রে ‘ফিকা’ বলতে বোঝায় এমন রং যা উজ্জ্বলতা হারিয়েছে বা যার তীব্রতা কম।

যখন বলা হয় ‘ফিকা কমলা রং’, তখন এর অর্থ দাঁড়ায় হালকা কমলা বা যে কমলা রংটি খুব একটা চকমকে বা গাঢ় নয়। ইংরেজিতে একে ‘Pale’ বা ‘Dull’ বলা যেতে পারে। বিপরীত শব্দ হিসেবে আমরা বলতে পারি ‘গাঢ়’ বা ‘উজ্জ্বল’। অপশনগুলোর মধ্যে (খ) উজ্জ্বল, (গ) তীব্র এবং (ঘ) ঝাঁঝালো—সবগুলোই ফিকা শব্দের বিপরীতার্থক ভাব প্রকাশ করে। একমাত্র (ক) অনুজ্জ্বল শব্দটিই ফিকা-এর সমার্থক অর্থ বহন করে।

সাহিত্যে বা দৈনন্দিন জীবনে আমরা প্রায়ই বলি “রংটা ফিকা হয়ে গেছে”—অর্থাৎ রংটা জ্বলে গেছে বা তার উজ্জ্বলতা কমে গেছে। ৫০ তম বিসিএস প্রিলিমিনারি MCQ ২০২৬ এ শব্দার্থের সঠিক প্রয়োগ জানা থাকলে সহজেই এই নম্বরটি তোলা সম্ভব। মনে রাখার কৌশল: ফিকা = ফ্যাকাশে = অনুজ্জ্বল।

১০. ২, ৩, ৪ এবং ৭ সংখ্যাগুলোর গড় বিচ্যুতি কত?

(ক) ০ (খ) ৩/২ (গ) ২/৩ (ঘ) ৪
(নোট: প্রশ্নপত্রের ছবিটি গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় সংখ্যাগুলো হলো ২, ৩, ৪ এবং ৭। যদি ২, ৩, ৫, ৭ হতো তবে উত্তর মিলত না, তাই ২, ৩, ৪, ৭ ধরেই সমাধান করা হলো।)

সঠিক উত্তর: (খ) ৩/২

ব্যাখ্যা:
পরিসংখ্যান ও গাণিতিক যুক্তির এই প্রশ্নটি 50th BCS Preliminary Question 2026 এর একটি ধ্রুপদী সমস্যা। গড় বিচ্যুতি (Mean Deviation) বের করার জন্য প্রথমে আমাদের সংখ্যাগুলোর গাণিতিক গড় (Arithmetic Mean) বের করতে হবে।
প্রদত্ত সংখ্যাগুলো: ২, ৩, ৪, ৭
মোট সংখ্যা (n) = ৪
গড় = (২ + ৩ + ৪ + ৭) / ৪ = ১৬ / ৪ = ৪।

এবার প্রতিটি সংখ্যা থেকে গড়ের ব্যবধান বা বিচ্যুতি (পরম মান বা Absolute Value) বের করতে হবে:
|২ – ৪| = |-২| = ২
|৩ – ৪| = |-১| = ১
|৪ – ৪| = ০
|৭ – ৪| = ৩

এখন এই বিচ্যুতিগুলোর গড় বের করতে হবে:
গড় বিচ্যুতি = (২ + ১ + ০ + ৩) / ৪ = ৬ / ৪
কাটাকাটি করলে পাওয়া যায় ৩/২ বা ১.৫।
অপশন (খ)-তে ৩/২ স্পষ্টভাবে দেওয়া আছে।

৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন ২০২৬ সমাধানের ক্ষেত্রে পরিসংখ্যানের সূত্রগুলো আয়ত্তে রাখা জরুরি। গড় বিচ্যুতি হলো তথ্যের বিস্তার পরিমাপের একটি পদ্ধতি। এটি দেখায় যে গড়ে প্রতিটি উপাত্ত কেন্দ্র থেকে কতটা দূরে অবস্থিত। এখানে উত্তর ৩/২ বা ১.৫। যদি পরীক্ষার্থীরা ভুল করে শুধু বিচ্যুতিগুলোর যোগফল (৬) বের করে রেখে দেয়, তবে ভুল হবে। গড় বিচ্যুতি মানেই বিচ্যুতির সমষ্টিকে মোট সংখ্যা দিয়ে ভাগ করা।

১১. ‘বিশ্ব বাণিজ্য সংস্থা’ (WTO) প্রতিষ্ঠিত হয়েছিল _____ চুক্তির মাধ্যমে।

(ক) ব্রেটন উডস (খ) লিসবন (গ) জেনেভা (ঘ) মারাকেশ

সঠিক উত্তর: (ঘ) মারাকেশ

ব্যাখ্যা:
আন্তর্জাতিক বিষয়াবলির এই প্রশ্নটি 50th BCS Preli Question Paper 2026 এর জন্য খুবই প্রাসঙ্গিক। বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO (World Trade Organization) হলো আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মকানুন নিয়ন্ত্রণকারী একমাত্র বৈশ্বিক সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় ঐতিহাসিক ‘মারাকেশ চুক্তি’ (Marrakesh Agreement) স্বাক্ষরের মাধ্যমে।

১৯৯৪ সালের ১৫ এপ্রিল মরক্কোর মারাকেশ শহরে ১২৩টি দেশের অংশগ্রহণে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলেই ‘গ্যাট’ (GATT – General Agreement on Tariffs and Trade) বিলুপ্ত হয়ে ১ জানুয়ারি ১৯৯৫ থেকে আনুষ্ঠানিকভাবে WTO-এর কার্যক্রম শুরু হয়।

অন্য অপশনগুলোর দিকে তাকালে দেখা যায়:
(ক) ব্রেটন উডস চুক্তির মাধ্যমে বিশ্বব্যাংক (World Bank) এবং আইএমএফ (IMF) প্রতিষ্ঠিত হয়েছিল, WTO নয়।
(খ) লিসবন চুক্তি ইউরোপীয় ইউনিয়নের (EU) সংস্কারের সাথে যুক্ত।
(গ) জেনেভা হলো WTO-এর সদর দপ্তর, কিন্তু এটি কোনো প্রতিষ্ঠাতা চুক্তির নাম নয়।
সুতরাং, সঠিক উত্তর হলো মারাকেশ চুক্তি। BCS 50th Preliminary Question Solution 2026 এর পাঠকদের মনে রাখা উচিত: স্থান হলো জেনেভা, কিন্তু জন্মদাতা চুক্তি হলো মারাকেশ। এই পার্থক্যটি প্রায়ই পরীক্ষায় বিভ্রান্তি সৃষ্টি করে।

১২. এভারেস্ট শৃঙ্গের তিব্বতী ও চীনা নাম কী কী?

(ক) দালাইলামা এবং চিংলু (খ) চোমোলাংমা এবং কোমোলাংমা (গ) কোমোলাংমা এবং চিংলু (ঘ) চোমোলাংমা এবং এলবার্গ

সঠিক উত্তর: (খ) চোমোলাংমা এবং কোমোলাংমা

ব্যাখ্যা:
সাধারণ জ্ঞানের ভূগোল অংশের এই প্রশ্নটি BCS 50th Preli Question Solution 2026 এর একটি তথ্যবহুল প্রশ্ন। মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ, যা নেপাল ও তিব্বত (চীন) সীমান্তে অবস্থিত। বিভিন্ন ভাষায় এর ভিন্ন ভিন্ন নাম রয়েছে।

তিব্বতী ভাষায় এভারেস্টের নাম হলো ‘চোমোলাংমা’ (Chomolungma), যার অর্থ ‘পৃথিবীর মাতৃদেবী’ (Goddess Mother of the World)।
চীনা ভাষায় এর নাম হলো ‘ঝুমুলাংমা’ (Zhumulangma) বা অনেক সময় ইংরেজিতে একে ‘Qomolangma’ (কোমোলাংমা) হিসেবেও লেখা হয়, যা মূলত তিব্বতী নামেরই চীনা উচ্চারণ। প্রশ্নে প্রদত্ত অপশনগুলোর মধ্যে (খ) নম্বরটি অর্থাৎ ‘চোমোলাংমা এবং কোমোলাংমা’ সবচেয়ে সঠিক এবং কাছাকাছি উচ্চারণ বহন করে।

অন্য অপশনগুলো কাল্পনিক বা অপ্রাসঙ্গিক নামের সংমিশ্রণ। যেমন, দালাইলামা হলেন তিব্বতের আধ্যাত্মিক নেতা, কোনো পাহাড়ের নাম নয়। চিংলু বা এলবার্গ এভারেস্টের সাথে সম্পর্কিত নয়। ৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান pdf ২০২৬ যারা পড়ছেন, তারা নেপালি নামটিও জেনে রাখুন—নেপালি ভাষায় এভারেস্টকে বলা হয় ‘সাগরমাথা’ (Sagarmatha), যার অর্থ ‘আকাশের দেবী’। এই তিনটি নাম (এভারেস্ট, চোমোলাংমা, সাগরমাথা) ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন পরীক্ষায় আসে।

১৩. দুর্বল শাসন ব্যবস্থায় উন্নয়ন প্রকল্প ব্যর্থ হয় কারণ-

(ক) সম্পদের অভাব (খ) নাগরিকের বিরোধিতা (গ) সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও সততার অভাব (ঘ) প্রযুক্তির অভাব

সঠিক উত্তর: (গ) সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও সততার অভাব

ব্যাখ্যা:
সুশাসন ও নৈতিকতা বিষয়ক এই প্রশ্নটি ৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন বিশ্লেষণ ২০২৬ এর একটি ধারণাগত প্রশ্ন। দুর্বল শাসন ব্যবস্থা বা Poor Governance-এর প্রধান বৈশিষ্ট্যই হলো স্বচ্ছতা (Transparency) এবং জবাবদিহিতা বা সততার (Accountability) অভাব।

যখন কোনো উন্নয়ন প্রকল্পে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকে না এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততার অভাব থাকে, তখন দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অব্যবস্থাপনা মাথাচাড়া দিয়ে ওঠে। এর ফলে প্রকল্পের খরচ বেড়ে যায়, সময়মতো কাজ শেষ হয় না এবং কাজের মান নিম্নমুখী হয়। শেষ পর্যন্ত প্রকল্পটি তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়।

(ক) সম্পদের অভাব অনেক সময় থাকলেও, সুশাসন থাকলে সীমিত সম্পদ দিয়েও ভালো ফলাফল আনা সম্ভব। (খ) নাগরিকের বিরোধিতা সাধারণত ভালো প্রকল্পের ক্ষেত্রে হয় না যদি না সেখানে স্বার্থের সংঘাত থাকে। (ঘ) প্রযুক্তির অভাব বর্তমানে খুব বড় সমস্যা নয় কারণ প্রযুক্তি আমদানি করা যায়। কিন্তু সততা ও স্বচ্ছতা বাইর থেকে আনা যায় না, এটি শাসন ব্যবস্থার ভেতর থেকে আসতে হয়। বিশ্বব্যাংক ও ইউএনডিপি-র মতে, সুশাসনের অভাবে উন্নয়ন টেকসই হয় না। তাই ৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ব্যাখ্যা ২০২৬ অনুযায়ী সঠিক উত্তরটি হলো সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও সততার অভাব।

১৪. ‘এপিকালচার’ কোন্ বিষয় নিয়ে আলোচনা করে?

(ক) গুটিপোকা এবং রেশম (খ) মৌমাছি এবং মধু (গ) মৎস চাষ (ঘ) তামাক চাষ

সঠিক উত্তর: (খ) মৌমাছি এবং মধু

ব্যাখ্যা:
জীববিজ্ঞান ও কৃষি বিষয়ক এই প্রশ্নটি ৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন রিভিউ ২০২৬ এর সাধারণ জ্ঞান অংশের অন্তর্গত। বিভিন্ন বৈজ্ঞানিক চাষাবাদ পদ্ধতির নামগুলো বিসিএস পরীক্ষায় প্রায়ই আসে। ‘এপিকালচার’ (Apiculture) শব্দটি ল্যাটিন শব্দ ‘Apis’ (মৌমাছি) থেকে এসেছে। এটি হলো বৈজ্ঞানিক উপায়ে মৌমাছি পালন এবং মধু ও মোম উৎপাদনের বিদ্যা।

অন্যান্য অপশনগুলো বিশ্লেষণ করা যাক যাতে ভবিষ্যতে কনফিউশন না হয়:
(ক) গুটিপোকা এবং রেশম চাষকে বলা হয় ‘সেরিকালচার’ (Sericulture)।
(গ) মৎস চাষ বা মাছ চাষ বিষয়ক বিদ্যাকে বলা হয় ‘পিসিকালচার’ (Pisciculture)।
তামাক চাষের জন্য নির্দিষ্ট কোনো ‘কালচার’ টার্ম সাধারণত এভাবে ব্যবহৃত হয় না, এটি এগ্রিকালচারেরই অংশ।

মনে রাখার সহজ কৌশল: ‘Api’ মানেই মৌমাছি। তাই Apiculture = মৌমাছি চাষ। একইভাবে Aviculture = পাখি পালন। ৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন ও উত্তর ২০২৬ এ যারা ভালো করতে চান, তাদের এই ‘Culture’ যুক্ত শব্দগুলোর একটি তালিকা তৈরি করে পড়া উচিত। এখান থেকে ১-২ নম্বর কমন পাওয়া খুবই সহজ।

১৫. Which play is filled with nonsensical conversations, meaningless dialogues, and characters who often become forgetful?

(ক) Pygmalion (খ) The Skin Game (গ) Waiting for Godot (ঘ) Candida

Correct Answer: (গ) Waiting for Godot

Explanation:
ইংরেজি সাহিত্যের এই প্রশ্নটি 50th BCS Preliminary Question Solution 2026 এর মডার্ন লিটারেচার অংশের একটি মাস্টারপিস। প্রশ্নটিতে যে বৈশিষ্ট্যগুলোর কথা বলা হয়েছে—অসংলগ্ন কথোপকথন (nonsensical conversations), অর্থহীন সংলাপ (meaningless dialogues), এবং স্মৃতিভ্রষ্ট চরিত্র (forgetful characters)—এগুলো হলো ‘Theatre of the Absurd’ বা অ্যাবসার্ড নাটকের প্রধান বৈশিষ্ট্য।

স্যামুয়েল বেকেট (Samuel Beckett) রচিত “Waiting for Godot” হলো অ্যাবসার্ড নাটকের সর্বশ্রেষ্ঠ উদাহরণ। এই নাটকে ভ্লাদিমির এবং এস্ট্রাগন নামের দুটি চরিত্র গোডো (Godot) নামক এক ব্যক্তির জন্য অপেক্ষা করতে থাকে, যে কখনোই আসে না। তাদের কথোপকথনগুলো চক্রাকার, পুনরাবৃত্তিমূলক এবং আপাতদৃষ্টিতে অর্থহীন। তারা প্রায়ই ভুলে যায় তারা কেন অপেক্ষা করছে বা গতকাল কী হয়েছিল। এটি মানুষের অস্তিত্বের নিরর্থকতাকে ফুটিয়ে তোলে।

অন্য অপশনগুলোর মধ্যে:
(ক) Pygmalion এবং (ঘ) Candida হলো জর্জ বার্নার্ড শ (George Bernard Shaw) এর লেখা নাটক, যেগুলো মূলত সমস্যা ও বুদ্ধিবৃত্তিক আলোচনার ওপর ভিত্তি করে রচিত, অ্যাবসার্ড নয়।
(খ) The Skin Game জন গলসওয়ার্দি (John Galsworthy) এর লেখা।
সুতরাং, প্রশ্নের বর্ণনার সাথে হুবহু মিলে যায় Waiting for Godot। 50th BCS Preli Question Solution 2026 এর সাহিত্য অংশের জন্য এই নাটকটি এবং এর লেখক স্যামুয়েল বেকেট সম্পর্কে জানা অপরিহার্য।

১৬. In Gulliver’s Travels, which of these traits Swift does not show in his depiction of the land of the Lilliput?

(ক) pride (খ) lies (গ) peace & wisdom (ঘ) silly rules

সঠিক উত্তর: (গ) peace & wisdom

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০২৬ এর ইংরেজি সাহিত্য অংশের এই প্রশ্নটি জোনাথন সুইফটের অমর সৃষ্টি ‘Gulliver’s Travels’ থেকে করা হয়েছে। জোনাথন সুইফট তার এই বিখ্যাত স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক উপন্যাসে লিলিপুটদের রাজ্যের মাধ্যমে তৎকালীন ব্রিটিশ রাজনীতি এবং মানব চরিত্রের নিচুতাগুলো তুলে ধরেছেন। লিলিপুটরা আকারে অত্যন্ত ক্ষুদ্র হলেও তাদের মধ্যে অহংকার বা ‘pride’ ছিল গগনচুম্বী। তারা তুচ্ছ বিষয় নিয়ে মিথ্যাচার (lies) এবং রাজনৈতিক ষড়যন্ত্রে লিপ্ত থাকত। এমনকি ডিমের কোন দিকটা আগে ভাঙতে হবে, তা নিয়ে যুদ্ধ করার মতো ‘silly rules’ বা হাস্যকর নিয়মকানুন তাদের মধ্যে প্রচলিত ছিল।

কিন্তু অপশন (গ)-তে উল্লেখ করা ‘peace & wisdom’ বা শান্তি ও প্রজ্ঞার কোনো ছিটেফোঁটা লিলিপুটদের মধ্যে ছিল না। সুইফট মূলত দেখিয়েছিলেন যে, শারীরিক ক্ষুদ্রতার সাথে সাথে তাদের মানসিকতাও কতটা ক্ষুদ্র। শান্তি ও প্রজ্ঞা বরং দেখা যায় উপন্যাসের চতুর্থ খণ্ডে বর্ণিত ‘Houyhnhnms’ বা ঘোড়াদের দেশে। তাই প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কোনটি তিনি দেখাননি—সেক্ষেত্রে সঠিক উত্তর হবে শান্তি ও প্রজ্ঞা।

চাকরিপ্রার্থীদের জন্য ৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান ২০২৬ এর বিশ্লেষণে এটি মনে রাখা জরুরি যে, বিসিএস পরীক্ষায় ইংরেজি সাহিত্যের বিখ্যাত চরিত্র এবং তাদের বৈশিষ্ট্য থেকে প্রায়ই প্রশ্ন আসে। ‘Gulliver’s Travels’-এর চারটি ভয়েজ সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকলে এই ধরনের প্রশ্নের উত্তর করা সহজ হয়। ভবিষ্যতে মনে রাখবেন, লিলিপুট মানেই ক্ষুদ্রাকৃতির মানুষ কিন্তু বিশাল অহংকার ও হাস্যকর নিয়ম, সেখানে শান্তির কোনো স্থান নেই।

১৭. ‘Let me not to the marriage of true minds/Admit impediments: love is not love/Which alters when it alteration finds’. Lines taken from a sonnet by _______.

(ক) Spencer (খ) Petrarch (গ) Shakespeare (ঘ) Donne

সঠিক উত্তর: (গ) Shakespeare

ব্যাখ্যা:
ইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক এবং দার্শনিক এই পঙক্তিগুলো উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত ‘Sonnet 116’ থেকে নেওয়া হয়েছে। ৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এ সাহিত্যের উদ্ধৃতি বা কোটেশন থেকে প্রশ্ন আসার যে ধারাবাহিকতা, এটি তারই প্রতিফলন। এই সনেটে শেক্সপিয়র প্রকৃত ভালোবাসার সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, যে ভালোবাসা পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তনের সাথে সাথে বদলে যায়, তা কোনোভাবেই প্রকৃত ভালোবাসা নয়। ‘Marriage of true minds’ বলতে তিনি দুটি আত্মার আত্মিক মিলনকে বুঝিয়েছেন।

৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন ও উত্তর ২০২৬ পর্যালোচনায় দেখা যায়, শেক্সপিয়রের সনেটগুলো বিসিএস পরীক্ষার জন্য হট টপিক। বিশেষ করে Sonnet 18 (Shall I compare thee…) এবং Sonnet 116 থেকে বারবার প্রশ্ন আসে। অপশনে থাকা পেত্রার্ক বা জন ডানও সনেট লিখেছেন, কিন্তু এই নির্দিষ্ট লাইনগুলো শেক্সপিয়রের অমর সৃষ্টি।

মনে রাখার সহজ কৌশল হলো— ‘True minds’ এবং ‘Love is not love’ এই শব্দগুচ্ছগুলো দেখলেই বুঝবেন এটি শেক্সপিয়রের সনেট ১১৬। একজন শিক্ষক হিসেবে বলছি, বিসিএস পরীক্ষার্থীদের অবশ্যই শেক্সপিয়রের বিখ্যাত ৫-৬টি সনেটের প্রথম লাইন এবং মূল থিম মুখস্থ রাখা উচিত। কারণ, ৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন ২০২৬ এর মতো ভবিষ্যতেও এমন উদ্ধৃতিমূলক প্রশ্ন আসবেই। প্রকৃত প্রেম শাশ্বত ও অপরিবর্তনীয়—এই বার্তাটিই এখানে মূল উপজীব্য।

১৮. কোন্ ভূ-রাজনৈতিক তত্ত্ব বিশ্ব আধিপত্যের চাবিকাঠি হিসেবে ইউরেশিয়ার নিয়ন্ত্রণকে সমর্থন করে?

(ক) হার্টল্যান্ড তত্ত্ব (খ) ডমিনো তত্ত্ব (গ) রিমল্যান্ড তত্ত্ব (ঘ) কন্টেইনমেন্ট তত্ত্ব

সঠিক উত্তর: (ক) হার্টল্যান্ড তত্ত্ব

ব্যাখ্যা:
ভৌগোলিক রাজনীতি বা জিওপলিটিক্সের ইতিহাসে ‘হার্টল্যান্ড তত্ত্ব’ (Heartland Theory) অন্যতম প্রভাবশালী একটি মতবাদ, যা ১৯০৪ সালে স্যার হ্যালফোর্ড ম্যাকিন্ডার প্রদান করেন। ৫০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্ন ২০২৬ এর আন্তর্জাতিক বিষয়াবলি অংশে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তত্ত্বের মূল কথা হলো— “যে পূর্ব ইউরোপ শাসন করবে, সে হার্টল্যান্ড (মূলত ইউরেশিয়ার কেন্দ্রবিন্দু) নিয়ন্ত্রণ করবে; যে হার্টল্যান্ড শাসন করবে, সে বিশ্বদ্বীপ (World-Island) নিয়ন্ত্রণ করবে; আর যে বিশ্বদ্বীপ নিয়ন্ত্রণ করবে, সে পুরো বিশ্ব শাসন করবে।”

৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন বিশ্লেষণ ২০২৬ করলে দেখা যায়, আন্তর্জাতিক রাজনীতির মৌলিক তত্ত্বগুলো থেকে প্রশ্ন আসার প্রবণতা বাড়ছে। এখানে অন্য অপশনগুলোর মধ্যে ‘রিমল্যান্ড তত্ত্ব’ দিয়েছিলেন স্পাইকম্যান, যা হার্টল্যান্ড তত্ত্বের বিপরীত। ‘ডমিনো তত্ত্ব’ স্নায়ুযুদ্ধের সময় কমিউনিজম ছড়িয়ে পড়া রোধ সংক্রান্ত এবং ‘কন্টেইনমেন্ট তত্ত্ব’ জর্জ কেনানের দেওয়া। কিন্তু ইউরেশিয়া বা রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চলের গুরুত্ব বোঝাতে ম্যাকিন্ডারের হার্টল্যান্ড তত্ত্বই একমাত্র সঠিক উত্তর।

মনে রাখার টেকনিক: ইউরেশিয়া মানে পৃথিবীর ‘হার্ট’ বা হৃৎপিণ্ড। তাই ইউরেশিয়া নিয়ন্ত্রণ মানেই ‘হার্টল্যান্ড’ নিয়ন্ত্রণ। ৫০ তম বিসিএস প্রিলিমিনারি MCQ ২০২৬ এ যারা এই সহজ লজিকটি ব্যবহার করেছেন, তারা সহজেই সঠিক উত্তরটি ধরতে পেরেছেন। মানচিত্রের দিকে তাকালে দেখবেন, এশিয়া ও ইউরোপের সংযোগস্থলটিই বিশ্বের ভূ-রাজনীতির কেন্দ্রবিন্দু, যা এই তত্ত্বের ভিত্তি।

১৯. HTTPS কোন বৈশিষ্ট্য HTTP-এর সাথে যোগ করে?

(ক) Security (খ) Standardization (গ) Software (ঘ) Sense

সঠিক উত্তর: (ক) Security

ব্যাখ্যা:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) অংশের এই প্রশ্নটি আমাদের প্রাত্যহিক ইন্টারনেট ব্যবহারের সাথে জড়িত। HTTPS-এর পূর্ণরূপ হলো ‘Hyper Text Transfer Protocol Secure’। নামের শেষেই ‘S’ অক্ষরটি যুক্ত আছে, যা ‘Secure’ বা নিরাপত্তা নির্দেশ করে। ৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন পত্র ২০২৬ এ এই ধরনের বেসিক টেকনিক্যাল প্রশ্ন প্রায়ই দেখা যায়। সাধারণ HTTP প্রটোকলে তথ্য এনক্রিপ্ট করা থাকে না, ফলে হ্যাকাররা সহজেই তথ্য চুরি করতে পারে। কিন্তু HTTPS, SSL (Secure Sockets Layer) বা TLS (Transport Layer Security) এনক্রিপশন ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা সুরক্ষিত রাখে।

৫০ তম বিসিএস প্রিলি আজকের প্রশ্ন ২০২৬ এর প্রেক্ষাপটে এটি খুবই প্রাসঙ্গিক কারণ বর্তমানে সাইবার নিরাপত্তা একটি বড় ইস্যু। আপনি যখন কোনো ওয়েবসাইটে পাসওয়ার্ড বা ব্যাংকিং তথ্য দেন, তখন ব্রাউজারের অ্যাড্রেস বারে তালা বা Lock আইকন দেখা যায়—সেটাই হলো HTTPS এর কাজ।

অন্য অপশনগুলো যেমন Standardization, Software বা Sense—এগুলো প্রযুক্তির শব্দ হলেও HTTP-র সাথে ‘S’ যুক্ত হওয়ার মূল কারণের সাথে সম্পর্কিত নয়। সহজ কথায়, HTTP হলো খোলা চিঠি যা সবাই পড়তে পারে, আর HTTPS হলো সিলগালা করা খাম যা শুধু প্রাপকই খুলতে পারবে। তাই সঠিক উত্তর নিঃসন্দেহে Security। পরীক্ষার হলে ‘S for Security’—এই মন্ত্রটি মনে রাখলে আর ভুল হবে না।

২০. কোনটি সুশাসনের আদর্শকে সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে?

(ক) এটি শুধুমাত্র পরিমাপযোগ্য ফলাফলের উপর নির্ভরশীল (খ) এটি মূল্যবোধ-নিরপেক্ষ (গ) এটি নৈতিক মানদণ্ড ও জনস্বার্থ দ্বারা পরিচালিত (ঘ) এটি কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেয়

সঠিক উত্তর: (গ) এটি নৈতিক মানদণ্ড ও জনস্বার্থ দ্বারা পরিচালিত

ব্যাখ্যা:
সুশাসন বা Good Governance কেবল আইনের শাসন বা অর্থনৈতিক উন্নয়ন নয়, এটি একটি মূল্যবোধভিত্তিক ধারণা। ৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন অংশের জন্য এই প্রশ্নটি খুবই মানসম্মত। সুশাসনের মূল কথাই হলো—রাষ্ট্রের প্রতিটি কাজ জনগণের কল্যাণে হতে হবে এবং সেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিকতা থাকবে। অপশন (গ)-তে বলা হয়েছে এটি ‘নৈতিক মানদণ্ড ও জনস্বার্থ দ্বারা পরিচালিত’, যা সুশাসনের সংজ্ঞার সাথে হুবহু মিলে যায়।

অন্য অপশনগুলো কেন ভুল তা দেখা যাক। অপশন (ক)-তে বলা হয়েছে এটি শুধু পরিমাপযোগ্য ফলাফলের ওপর নির্ভরশীল, কিন্তু সুশাসন অনেক সময় গুণগত হয় যা মাপা যায় না। অপশন (খ)-তে বলা হয়েছে এটি ‘মূল্যবোধ-নিরপেক্ষ’, যা সম্পূর্ণ ভুল; কারণ সুশাসন সবসময় ইতিবাচক মূল্যবোধের ওপর দাঁড়িয়ে থাকে। অপশন (ঘ)-তে শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বলা হয়েছে, কিন্তু মানবাধিকার ছাড়া শুধু প্রবৃদ্ধি সুশাসন হতে পারে না।

৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ব্যাখ্যা ২০২৬ অনুযায়ী, একজন প্রশাসক হিসেবে আপনাকে অবশ্যই জনস্বার্থ এবং নৈতিকতাকে প্রাধান্য দিতে হবে। বিশ্বব্যাংক বা জাতিসংঘের সুশাসনের যে ৮টি বা ১০টি স্তম্ভ আছে, তার নির্যাসই হলো জনকল্যাণ ও নৈতিকতা। তাই পরীক্ষার্থীদের উচিত সুশাসনের তাত্ত্বিক সংজ্ঞার চেয়ে এর প্রায়োগিক দিকের ওপর বেশি জোর দেওয়া।

২১. জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের (UNFCCC) প্রথম কনফারেন্স অফ দ্য পার্টিস (COP) কোন্ শহরে অনুষ্ঠিত হয়েছিল?

(ক) কোপেনহেগেন (খ) প্যারিস (গ) ওয়ারশ (ঘ) বন

সঠিক উত্তর: (ঘ) বন (প্রশ্নের অপশন অনুযায়ী এবং ব্যাখ্যাসাপেক্ষ)

ব্যাখ্যা:
এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা প্রয়োজন। ঐতিহাসিকভাবে, UNFCCC-এর প্রথম কনফারেন্স অফ দ্য পার্টিস বা COP-1 অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৫ সালে জার্মানির বার্লিন শহরে। কিন্তু ৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর প্রদত্ত অপশনগুলোতে (কোপেনহেগেন, প্যারিস, ওয়ারশ, বন) ‘বার্লিন’ শহরটি নেই। এমতাবস্থায় পরীক্ষার্থীদের ‘বেস্ট পসিবল অ্যানসার’ বা প্রশ্নকর্তার মানসিকতা বুঝতে হবে।

জার্মানির বন (Bonn) শহরে UNFCCC-এর সদর দপ্তর বা সচিবালয় অবস্থিত এবং এখানে অনেকগুলো কপ সম্মেলন (যেমন COP-6, COP-23) অনুষ্ঠিত হয়েছে। যেহেতু সঠিক উত্তর ‘বার্লিন’ অপশনে নেই এবং ‘বন’ জার্মানিরই একটি শহর তথা জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মকান্ডের কেন্দ্রবিন্দু, তাই বিসিএস বা পিএসসি-র পরীক্ষায় এমন বিভ্রান্তিকর পরিস্থিতিতে ‘বন’ উত্তরটিই বেছে নেওয়া শ্রেয়। অনেক সময় প্রশ্নপত্রে এমন অনিচ্ছাকৃত ভুল থাকে।

৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান ২০২৬ করতে গিয়ে আমরা দেখি কোপেনহেগেনে হয়েছিল COP-15, প্যারিসে হয়েছিল বিখ্যাত COP-21, এবং ওয়ারশতে COP-19। যেহেতু প্রথমটি জানতে চাওয়া হয়েছে এবং সঠিক শহরটি নেই, তাই জলবায়ু কনভেনশনের ‘Headquarters’ হিসেবে বন-কে উত্তর হিসেবে দাগানোই বুদ্ধিমানের কাজ হবে। তবে সঠিক ইতিহাস হলো—বার্লিন, ১৯৯৫। প্রতিযোগিতামূলক পরীক্ষায় এমন সিচুয়েশনে ঘাবড়ে না গিয়ে সবচেয়ে যৌক্তিক অপশনটি দাগাতে হয়।

২২. লিথিয়াম-আয়ন ব্যাটারির সম্পর্কে কোন্ বিবৃতিটি মিথ্যা?

(ক) Ni-Cd ব্যাটারির তুলনায় এদের শক্তির ঘনত্ব বেশি (খ) এতে লিথিয়াম কোবাল্ট অক্সাইড ক্যাথোড ব্যবহার করা হয় (গ) ‘মেমরি এফেক্ট’-এর কারণে এদের পর্যায়ক্রমিক সম্পূর্ণ ডিসচার্জের প্রয়োজন হয় (ঘ) এখানে অতিরিক্ত চার্জিং-এর ফলে আগুন লাগতে পারে

সঠিক উত্তর: (গ) ‘মেমরি এফেক্ট’-এর কারণে এদের পর্যায়ক্রমিক সম্পূর্ণ ডিসচার্জের প্রয়োজন হয়

ব্যাখ্যা:
বিজ্ঞানের এই প্রশ্নটি আমাদের হাতে থাকা স্মার্টফোন এবং ল্যাপটপের ব্যাটারির সাথে সম্পর্কিত। প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কোনটি ‘মিথ্যা’। লিথিয়াম-আয়ন (Li-ion) ব্যাটারির সবচেয়ে বড় সুবিধা হলো—এতে ‘মেমরি এফেক্ট’ (Memory Effect) নেই। মেমরি এফেক্ট হলো পুরোনো নিকেল-ক্যাডমিয়াম (Ni-Cd) ব্যাটারির সমস্যা, যেখানে ব্যাটারি পুরোপুরি ডিসচার্জ না করলে এর ধারণক্ষমতা কমে যেত। কিন্তু লিথিয়াম ব্যাটারি আপনি যেকোনো পার্সেন্টেজে চার্জ দিতে পারেন, এর জন্য ফুল ডিসচার্জ করার দরকার নেই। তাই অপশন (গ) একটি ভুল তথ্য, এবং প্রশ্নের চাহিদা অনুযায়ী এটিই সঠিক উত্তর।

৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন বিশ্লেষণ ২০২৬ এ দেখা যায়, দৈনন্দিন বিজ্ঞান থেকে এমন প্রায়োগিক প্রশ্নই বেশি আসে। অপশন (ক) সঠিক, কারণ লিথিয়াম ব্যাটারির শক্তি ঘনত্ব আসলেই বেশি। অপশন (খ) সঠিক, কারণ ক্যাথোডে সাধারণত লিথিয়াম কোবাল্ট অক্সাইড বা অনুরূপ যৌগ থাকে। অপশন (ঘ)-ও সঠিক, কারণ অতিরিক্ত গরমে বা ওভারচার্জে লিথিয়াম ব্যাটারি বিস্ফোরিত হতে পারে।

সহজ কথায় মনে রাখবেন: আগের দিনের রিচার্জেবল পেন্সিল ব্যাটারিগুলোকে চার্জ দেওয়ার আগে পুরোপুরি শেষ করতে হতো (মেমরি এফেক্ট), কিন্তু এখনকার মোবাইলে চার্জ ৫০% থাকলেও আমরা চার্জে দিই, কোনো সমস্যা হয় না। তার মানে লিথিয়াম ব্যাটারিতে ওই সমস্যা বা ‘মেমরি এফেক্ট’ নেই।

২৩. যদি একটি গাড়ীর গতি দ্বিগুণ করা হয়, তবে গাড়ীটির গতিশক্তি পূর্বের গতিশক্তির কতগুণ হবে?

(ক) ০.৫ (খ) ২ (গ) ০.২৫ (ঘ) ৪

সঠিক উত্তর: (ঘ) ৪

ব্যাখ্যা:
পদার্থবিজ্ঞানের এই অঙ্কটি গতিশক্তি বা Kinetic Energy-র সূত্র দিয়ে খুব সহজেই সমাধান করা যায়। আমরা জানি, গতিশক্তির সূত্র হলো, $E_k = \frac{1}{2}mv^2$। এখানে $m$ হলো ভর এবং $v$ হলো গতিবেগ। লক্ষ্য করুন, গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক ($E_k \propto v^2$)।

যদি গাড়ির গতি বা বেগ ($v$) দ্বিগুণ করা হয়, অর্থাৎ $2v$ করা হয়, তবে নতুন গতিশক্তি হবে $(2)^2$ বা ৪ গুণ। যদি গতি ৩ গুণ করা হতো, তবে গতিশক্তি হতো $3^2$ বা ৯ গুণ। ৫০ তম বিসিএস প্রিলিমিনারি MCQ ২০২৬ এ যারা বিজ্ঞানের এই বেসিক সূত্রটি জানতেন, তারা কলম না চালিয়েই উত্তর করতে পেরেছেন।

বাস্তব জীবনে এর গুরুত্ব অপরিসীম। এ কারণেই হাইওয়েতে গাড়ির গতি বাড়লে দুর্ঘটনার ভয়াবহতা গাণিতিক হারে বাড়ে। দ্বিগুণ স্পিডে ধাক্কা লাগলে ক্ষতি হয় চারগুণ বেশি। ৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ করতে গিয়ে এই কনসেপ্টটি পরিষ্কার থাকলে ভবিষ্যতে যেকোনো গতির অংক নিমেষেই সমাধান করা যাবে। সঠিক উত্তর তাই নিঃসন্দেহে ৪ গুণ।

২৪. $-1 + \frac{1}{2} – \frac{1}{4} + \frac{1}{8} – \frac{1}{16} + \dots$ অসীম ধারার যোগফল হবে:

(ক) $\frac{-2}{3}$ (খ) $\frac{-3}{2}$ (গ) $\frac{2}{3}$ (ঘ) $\frac{3}{2}$

সঠিক উত্তর: (ক) $\frac{-2}{3}$

ব্যাখ্যা:
এটি একটি অসীম গুণোত্তর ধারা (Infinite Geometric Series)। ৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন ২০২৬ এর গণিত অংশে এই ধারাটি দেওয়া হয়েছে। ধারাটি লক্ষ্য করলে দেখা যায়:
প্রথম পদ, $a = -1$
সাধারণ অনুপাত, $r = \frac{\text{দ্বিতীয় পদ}}{\text{প্রথম পদ}} = \frac{1/2}{-1} = -\frac{1}{2}$
যেহেতু সাধারণ অনুপাত $|r| < 1$, তাই অসীম পদের সমষ্টির সূত্রটি হবে:
$S_{\infty} = \frac{a}{1 – r}$

মান বসালে পাই:
$S_{\infty} = \frac{-1}{1 – (-\frac{1}{2})}$
$= \frac{-1}{1 + \frac{1}{2}}$
$= \frac{-1}{\frac{3}{2}}$
$= -1 \times \frac{2}{3}$
$= -\frac{2}{3}$

সুতরাং, সঠিক উত্তর হলো $\frac{-2}{3}$।
৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন ও উত্তর ২০২৬ প্রস্তুতির সময় গুণোত্তর ধারার এই সূত্রটি ($S = a / (1-r)$) বারবার অনুশীলন করা জরুরি। অনেক পরীক্ষার্থী প্লাস-মাইনাসে ভুল করে ফেলে। এখানে খেয়াল রাখতে হবে যে সূত্রের মাইনাস এবং $r$-এর মান মাইনাস মিলে নিচে প্লাস হয়ে যায়। গণিতের এই বেসিক ক্যালকুলেশনগুলোই আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে।

২৫. কোন্ প্রাক্তন রাষ্ট্রপ্রধান প্রথম ‘ইন্দো-প্যাসিফিক’ (Indo-Pacific) শব্দটি জনপ্রিয় করেন?

(ক) ডোনাল্ড ট্রাম্প (খ) শিনজো আবে (গ) বারাক ওবামা (ঘ) জর্জ ডব্লিউ বুশ

সঠিক উত্তর: (খ) শিনজো আবে

ব্যাখ্যা:
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ‘ইন্দো-প্যাসিফিক’ ধারণাটি এখন বহুল আলোচিত। এই কৌশলগত ধারণাটি সর্বপ্রথম জনপ্রিয় এবং প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবে। ২০০৭ সালে ভারতের পার্লামেন্টে দেওয়া তার বিখ্যাত বক্তৃতা “Confluence of the Two Seas”-এ তিনি ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে মিলিয়ে একীভূত ভূ-কৌশলগত অঞ্চলের ধারণা দেন। পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প বা অন্যরা এটিকে মার্কিন পররাষ্ট্রনীতিতে গ্রহণ করলেও, এর জনক বা জনপ্রিয়কারী হিসেবে শিনজো আবেকেই ধরা হয়।

৫০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্ন ২০২৬ এ এমন প্রশ্ন আসার কারণ হলো বর্তমান বিশ্ব রাজনীতিতে এই অঞ্চলের গুরুত্ব। এশিয়া-প্যাসিফিক থেকে ‘ইন্দো-প্যাসিফিক’ শব্দে রূপান্তরের মাধ্যমে ভারতকে এই অঞ্চলের নিরাপত্তায় একীভূত করা হয়েছে।

মনে রাখার উপায়: জাপানের শিনজো আবে সবসময় ভারত ও জাপানের সম্পর্ক জোরদারে কাজ করেছেন। ‘ইন্দো’ মানে ভারত, আর জাপান প্রশান্ত মহাসাগরে। দুই সাগরকে মেলানোর স্বপ্নদ্রষ্টা ছিলেন শিনজো আবে। ৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ব্যাখ্যা ২০২৬-এ এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য যা ভাইভা বা লিখিত পরীক্ষাতেও কাজে লাগবে।

২৬. The saying ‘Every cloud has its silver lining’ means:

(ক) bad weather is often replaced by good weather (খ) clouds often have shining surroundings (গ) every difficult situation has a more hopeful aspect though not apparent at the beginning (ঘ) clouds and sunshine go hand in hand

সঠিক উত্তর: (গ) every difficult situation has a more hopeful aspect though not apparent at the beginning

ব্যাখ্যা:
এটি ইংরেজি ভাষার একটি অত্যন্ত জনপ্রিয় প্রবাদ বা Idiom। ৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন ২০২৬ এর ইংরেজি অংশে আক্ষরিক অর্থের বদলে ভাবার্থ জানতে চাওয়া হয়েছে। ‘Every cloud has a silver lining’—এর শাব্দিক অর্থ মেঘের চারপাশে রুপালি রেখা থাকে, কিন্তু এর প্রবাদগত অর্থ হলো ‘দুঃখের পরেই সুখ আসে’ বা ‘প্রতিটি বিপদ বা হতাশার মধ্যেই আশার আলো লুকিয়ে থাকে’।

অপশনগুলোর বিশ্লেষণ:
(ক) এবং (খ) তে আবহাওয়া বা মেঘের কথা বলা হয়েছে, যা আক্ষরিক অর্থ, তাই এগুলো ভুল।
(ঘ) তে মেঘ ও রোদের সহাবস্থানের কথা বলা হয়েছে, যা সঠিক অর্থ প্রকাশ করে না।
অপশন (গ)-তে বলা হয়েছে, প্রতিটি কঠিন পরিস্থিতির একটি আশাব্যঞ্জক দিক থাকে যা শুরুতে বোঝা যায় না—এটিই এই প্রবাদের প্রকৃত মর্মার্থ।

চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি মোটিভেশনাল লাইনও বটে। বিসিএস যাত্রায় অনেক ব্যর্থতা (Cloud) আসতে পারে, কিন্তু তার শেষেই থাকে সাফল্যের (Silver lining) হাতছানি। ৫০ তম বিসিএস প্রিলিমিনারি MCQ ২০২৬ এ যারা এই গভীর অর্থটি অনুধাবন করেছেন, তাদের উত্তর সঠিক হয়েছে।

২৭. বাংলাদেশের সংবিধান কার্যকর হয়-

(ক) ১৬ ডিসেম্বর, ১৯৭১ (খ) ১৬ ডিসেম্বর, ১৯৭২ (গ) ২৬ মার্চ, ১৯৭২ (ঘ) ২৬ মার্চ, ১৯৭৩

সঠিক উত্তর: (খ) ১৬ ডিসেম্বর, ১৯৭২

ব্যাখ্যা:
বাংলাদেশ বিষয়াবলির সংবিধান অংশের এটি সবচেয়ে বেসিক এবং বিভ্রান্তিকর প্রশ্নগুলোর একটি। এখানে দুটি তারিখ মনে রাখা খুব জরুরি—সংবিধান ‘গৃহীত’ হওয়া এবং ‘কার্যকর’ হওয়া। বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় ৪ নভেম্বর, ১৯৭২ তারিখে। কিন্তু এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর বা প্রবর্তিত হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ তারিখে।

কেন ১৬ ডিসেম্বর? কারণ, ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। প্রথম বিজয় দিবসের বর্ষপূর্তির দিনটিকে স্মরণীয় করে রাখতেই এই দিনটি থেকে সংবিধান কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন পত্র ২০২৬ এ অপশন হিসেবে ১৬ ডিসেম্বর ১৯৭১ (বিজয় দিবস) এবং ২৬ মার্চ (স্বাধীনতা দিবস) দিয়ে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু মনে রাখবেন, দেশ স্বাধীন হওয়ার ঠিক এক বছর পর আমরা আমাদের সর্বোচ্চ আইন বা সংবিধান পেয়েছিলাম।

ভবিষ্যতে মনে রাখার টেকনিক: ৪ নভেম্বর সংবিধান ‘পাস’ বা ‘গৃহীত’ হয় (যেদিন সংবিধান দিবস পালন করা হয়), আর ‘কার্যকর’ হয় বিজয়ের ১ বছর পূর্তিতে (১৬ ডিসেম্বর ‘৭২)। ৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন ও উত্তর ২০২৬-এর এই ব্যাখ্যাটি সংবিধানের যেকোনো প্রশ্নের ভিত্তিমূল।

২৮. কোনটি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ?

(ক) মৃত্যুক্ষুধা (খ) সিন্ধু হিন্দোল (গ) যুগবাণী (ঘ) অগ্নিবীণা

সঠিক উত্তর: (গ) যুগবাণী

ব্যাখ্যা:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম থেকে ৫০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০২৬ এ আসা এই প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ। নজরুল ইসলাম গল্প, কবিতা, উপন্যাস সব শাখায় বিচরণ করলেও তার প্রবন্ধগুলো ছিল অত্যন্ত জ্বালাময়ী। এখানে অপশনগুলো বিশ্লেষণ করা যাক:
(ক) মৃত্যুক্ষুধা: এটি নজরুলের একটি বিখ্যাত উপন্যাস
(খ) সিন্ধু হিন্দোল: এটি তার একটি কাব্যগ্রন্থ
(ঘ) অগ্নিবীণা: এটি নজরুলের প্রথম এবং সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ
(গ) যুগবাণী: এটি হলো তার প্রবন্ধ গ্রন্থ। ১৯২২ সালে প্রকাশিত এই গ্রন্থটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল এর রাজদ্রোহী বক্তব্যের কারণে।

মনে রাখার কৌশল: নজরুলের ‘রুদ্র-মঙ্গল’, ‘রাজবন্দীর জবানবন্দী’, ‘দুর্দিনের যাত্রী’ এবং ‘যুগবাণী’—এগুলো সব প্রবন্ধ। নামের মধ্যেই একটা গাম্ভীর্য বা বাণী দেওয়ার ভাব আছে। অন্যদিকে ‘অগ্নিবীণা’ বা ‘সিন্ধু হিন্দোল’ নামগুলো শুনলেই কবিতার ছন্দ মনে পড়ে। বাংলা সাহিত্যের এই বেসিক পার্থক্যগুলো ৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন বিশ্লেষণ ২০২৬ এর জন্য অপরিহার্য।

২৯. সংস্কার কমিশন নতুন সংস্কার প্রস্তাবে বাংলাদেশ সংসদের উচ্চ কক্ষে ___ টি আসন প্রস্তাব করে।

(ক) ২৫ (খ) ৫০ (গ) ৭৫ (ঘ) ১০০

সঠিক উত্তর: (ঘ) ১০০

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০২৬ এর বাংলাদেশ বিষয়াবলি অংশের এটি একটি সাম্প্রতিক বা সমসাময়িক (Current Affairs) ভিত্তিক প্রশ্ন। ২০২৪ পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেখানে সংবিধান সংস্কার কমিশন আইনসভায় ভারসাম্য আনার জন্য দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের (Bicameral Legislature) প্রস্তাবনা নিয়ে আলোচনা করে। বিভিন্ন খসড়া এবং রাজনৈতিক আলোচনায় সংসদের উচ্চ কক্ষে (Upper House) সাধারণত ১০০টি আসনের প্রস্তাবনাটিই সর্বাধিক আলোচিত এবং গ্রহণযোগ্য হিসেবে উঠে আসে। এই আসনগুলোতে সাধারণত বিশিষ্ট নাগরিক, বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ এবং বিভিন্ন পেশাজীবীদের প্রতিনিধিত্ব রাখার কথা বলা হয়।

বিসিএস প্রশ্নে অনেক সময় চলমান সংস্কার বা প্রস্তাবিত আইনের খুঁটিনাটি থেকে প্রশ্ন আসে। যদিও মূল সংবিধানে আমাদের সংসদ এককক্ষবিশিষ্ট, কিন্তু ২০২৬ সালের প্রেক্ষাপটে সংস্কার প্রস্তাবনাগুলো ‘হট টপিক’। সাধারণত আনুপাতিক প্রতিনিধিত্ব বা উচ্চকক্ষের মডেলে ১০০ সংখ্যাটি একটি স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়। পরীক্ষার্থীদের সাম্প্রতিক রাজনৈতিক সংস্কার ও কমিশনগুলোর রিপোর্ট সম্পর্কে আপডেট থাকতে হবে। এই প্রশ্নের উত্তরটি মুখস্থ না থাকলে লজিক দিয়ে বের করা কঠিন, এটি সম্পূর্ণ তথ্যভিত্তিক প্রশ্ন।

৩০. জীবনের তিনটি শ্রেষ্ঠ মূল্যবোধ কী কী?

(ক) সম্পদ, ক্ষমতা ও সদগুণ (খ) সত্য, আনন্দ ও সদগুণ (গ) সত্য, সুন্দর ও সদগুণ (ঘ) আনন্দ, বিবেক ও সাহস

সঠিক উত্তর: (গ) সত্য, সুন্দর ও সদগুণ

ব্যাখ্যা:
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন অংশের এই প্রশ্নটি দর্শনের চিরন্তন ধারণার ওপর ভিত্তি করে করা হয়েছে। প্রাচীন গ্রিক দর্শন এবং ভারতীয় দর্শন—উভয় ক্ষেত্রেই জীবনের পরম লক্ষ্য বা শ্রেষ্ঠ মূল্যবোধ হিসেবে তিনটি বিষয়কে চিহ্নিত করা হয়েছে: ‘সত্য’ (Truth), ‘সুন্দর’ (Beauty) এবং ‘মঙ্গল’ বা ‘সদগুণ’ (Goodness)। সংস্কৃতে একে বলা হয় ‘সত্যম, শিবম, সুন্দরম’।

অপশনগুলোর দিকে তাকালে দেখা যায়, (ক)-তে সম্পদ ও ক্ষমতার কথা বলা হয়েছে, যা জাগতিক লোভ এবং নৈতিকতার বিপরীত। (ঘ)-তে আনন্দ ও সাহস আছে, যা ব্যক্তিগত গুণ কিন্তু সর্বজনীন শ্রেষ্ঠ মূল্যবোধের তালিকায় শীর্ষে নয়। একমাত্র অপশন (গ) ‘সত্য, সুন্দর ও সদগুণ’—মানবজীবনের আধ্যাত্মিক এবং নৈতিক পূর্ণতার প্রতীক।

৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন ও উত্তর ২০২৬ এ নৈতিকতা অংশে ভালো করতে হলে প্লেটো, অ্যারিস্টটল এবং সক্রেটিসের মৌলিক দর্শনগুলো জানা প্রয়োজন। একজন মানুষের জীবনে সত্যের অনুসন্ধান, সুন্দরের আরাধনা এবং মঙ্গলের চর্চা—এই তিনের সমন্বয় ঘটলেই জীবন সার্থক হয়। এটিই দর্শনের সারকথা।

৩১. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে?

(ক) ভারত চন্দ্র রায় (খ) কাজী দৌলত (গ) আবদুল হাকিম (ঘ) ফকির গরীবুল্লাহ

সঠিক উত্তর: (ঘ) ফকির গরীবুল্লাহ

ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষের দিকে বিশেষ করে অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীতে আরবি-ফারসি মিশ্রিত ভাষায় যে সাহিত্যের উদ্ভব হয়, তাকে ‘পুঁথি সাহিত্য’ বা ‘দোভাষী পুঁথি’ বলা হয়। ৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর বাংলা সাহিত্য অংশে এই প্রশ্নটি অত্যন্ত ক্লাসিক। ফকির গরীবুল্লাহকে পুঁথি সাহিত্যের জনক বা আদি লেখক বা প্রাচীনতম লেখক হিসেবে গণ্য করা হয়। তার বিখ্যাত সৃষ্টি হলো ‘আমীর হামজা’ (প্রথম অংশ)।

অন্য অপশনগুলোর মধ্যে ভারত চন্দ্র রায় গুণাকর হলেন মধ্যযুগের শেষ বড় কবি (অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা), তিনি পুঁথি সাহিত্যের নন। আবদুল হাকিম মধ্যযুগের কবি হলেও তাকে পুঁথি সাহিত্যের ‘প্রাচীনতম’ লেখক বলা হয় না, তিনি তার মাতৃভাষা প্রীতির (বঙ্গবাণী কবিতা) জন্য বিখ্যাত। কাজী দৌলত সতের শতকের কবি। কিন্তু ‘দোভাষী পুঁথি’র ধারাটি শুরুই হয় ফকির গরীবুল্লাহর হাত ধরে।

মনে রাখার টেকনিক: পুঁথি মানেই একটু গ্রাম্য, লৌকিক সুর। আর এই ধারার ‘গুরু’ বা ‘ফাদার’ হলেন ফকির গরীবুল্লাহ। নামের সাথে ‘ফকির’ আছে, যা সুফি বা লৌকিক আবহ দেয়, যা পুঁথি সাহিত্যের মেজাজের সাথে যায়। ৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এ সাহিত্যের ইতিহাস থেকে এমন শেকড় সন্ধানী প্রশ্নই বেশি আসছে।

৩২. ‘গ্রে-হাইড্রোজেন’-এর তুলনায় ‘গ্রিন-হাইড্রোজেন’-এর সুবিধা হল-

(ক) এটি উৎপাদন করা সস্তা (খ) এতে কার্বন নিঃসরণ প্রায় শূন্য হয় (গ) এটি সংরক্ষণ এবং পরিবহন করা সহজ (ঘ) প্রতি একক আয়তনে এর শক্তি ঘনত্ব বেশি

সঠিক উত্তর: (খ) এতে কার্বন নিঃসরণ প্রায় শূন্য হয়

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০২৬ এর বিজ্ঞান অংশের এই প্রশ্নটি খুবই সময়োপযোগী। বর্তমান বিশ্বে নবায়নযোগ্য শক্তির উৎসের সন্ধানে ‘গ্রিন-হাইড্রোজেন’ বা সবুজ হাইড্রোজেন একটি বিপ্লব হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রশ্নের মূল ফোকাস হলো কেন আমরা প্রচলিত গ্রে-হাইড্রোজেন থেকে সরে এসে গ্রিন-হাইড্রোজেনের দিকে ঝুঁকছি। এর প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো পরিবেশগত প্রভাব। গ্রে-হাইড্রোজেন উৎপাদন করা হয় মূলত প্রাকৃতিক গ্যাস বা মিথেন থেকে, যা প্রক্রিয়াজাত করার সময় প্রচুর পরিমাণে কার্বন ডাই-অক্সাইড (CO2) উৎপন্ন হয় এবং তা বায়ুমণ্ডলে মিশে গ্রিনহাউস ইফেক্ট তৈরি করে।

অন্যদিকে, ৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এ আসা এই টপিক অর্থাৎ গ্রিন-হাইড্রোজেন তৈরি করা হয় পানির তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায়। এই প্রক্রিয়ায় বিদ্যুৎ ব্যবহার করে পানিকে ভেঙে হাইড্রোজেন ও অক্সিজেন আলাদা করা হয়। মজার বিষয় হলো, যদি এই বিদ্যুৎ সৌরশক্তি বা বায়ুশক্তির মতো নবায়নযোগ্য উৎস থেকে আসে, তবে পুরো প্রক্রিয়ায় কোনো কার্বন নিঃসরণ হয় না। একারণেই অপশন (খ) সঠিক। এটি ‘নেট জিরো’ বা শূন্য কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রা অর্জনে সবচেয়ে কার্যকর হাতিয়ার।

ভবিষ্যতের জন্য মনে রাখার সহজ কৌশল হলো নামের রঙের সাথে কাজের মিল খোঁজা। ‘গ্রিন’ বা সবুজ মানেই পরিবেশবান্ধব। আর পরিবেশবান্ধব মানেই সেখানে কার্বন নিঃসরণ নেই বা শূন্যের কোঠায়। 50th BCS Preliminary Question Solution 2026 এর বিশ্লেষণে দেখা যায়, পরীক্ষক এখানে পরীক্ষার্থীর পরিবেশ বিজ্ঞান ও আধুনিক জ্বালানি প্রযুক্তি সম্পর্কে ধারণা যাচাই করতে চেয়েছেন। অপশন (ক) ভুল কারণ বর্তমানে গ্রিন-হাইড্রোজেন উৎপাদন গ্রে-হাইড্রোজেনের চেয়ে ব্যয়বহুল। (গ) এবং (ঘ) ও মূল সুবিধা হিসেবে বিবেচ্য নয়। তাই কার্বন নিঃসরণহীনতাই এর প্রধান ইউএসপি (USP)।

৩৩. একটি NPN ট্রানজিস্টরে, প্রধান চার্জ বাহক হলো-

(ক) হোল (খ) ইলেকট্রন (গ) প্রোটন (ঘ) আয়ন

সঠিক উত্তর: (খ) ইলেকট্রন

ব্যাখ্যা:
ইলেকট্রনিক্সের এই প্রশ্নটি ৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর বিজ্ঞান অংশের একটি বেসিক কনসেপ্ট থেকে এসেছে। ট্রানজিস্টর মূলত দুই প্রকার—PNP এবং NPN। প্রশ্নের উত্তরে পৌঁছানোর জন্য আমাদের NPN ট্রানজিস্টরের গঠন বুঝতে হবে। NPN মানে হলো দুটি N-টাইপ সেমিকন্ডাক্টরের মাঝে একটি পাতলা P-টাইপ সেমিকন্ডাক্টর স্যান্ডউইচের মতো থাকে। সেমিকন্ডাক্টর ফিজিক্সে, N-টাইপ উপাদানে ‘Majority Charge Carrier’ বা প্রধান চার্জ বাহক হলো ‘ইলেকট্রন’ (Electron), যার চার্জ নেগেটিভ। আর P-টাইপ উপাদানে প্রধান বাহক হলো ‘হোল’ (Hole), যা পজিটিভ চার্জের মতো আচরণ করে।

যেহেতু NPN ট্রানজিস্টরে দুটি N অংশ থাকে এবং এটিই মূল বডি গঠন করে, তাই স্বাভাবিকভাবেই এতে ইলেকট্রনের আধিক্য থাকে। যখন এই ট্রানজিস্টর কাজ করে, তখন এমিটার থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রন বেস হয়ে কালেক্টরে প্রবাহিত হয়। তাই এখানে বিদ্যুৎ প্রবাহের মূল কারিগর হলো ইলেকট্রন। 50th BCS Preli Question Solution 2026 এর পদার্থবিজ্ঞান অংশে এই ধরণের প্রশ্ন প্রায়ই দেখা যায়। যদি প্রশ্নটি PNP ট্রানজিস্টর নিয়ে হতো, তবে উত্তর হতো ‘হোল’। কারণ PNP-তে দুটি P অংশ থাকে, যেখানে হোল-এর সংখ্যা বেশি।

মনে রাখার টেকনিক হলো, NPN শব্দটির প্রথম ও শেষ অক্ষর ‘N’। N তে Negative, আর ইলেকট্রনও Negative। তাই NPN এ প্রধান বাহক ইলেকট্রন। অন্যদিকে PNP তে P আছে, P তে Positive, যা হোলের ধর্ম। ৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন ও উত্তর ২০২৬ পর্যালোচনায় দেখা যায়, এই ছোট ছোট বেসিক পার্থক্যগুলোই পরীক্ষায় ট্রিক হিসেবে আসে। সুতরাং, NPN দেখলেই মাথায় ‘ইলেকট্রন’ শব্দটি ভাসতে হবে। অপশন (গ) প্রোটন নিউক্লিয়াসের ভেতরে থাকে, তাই এটি পরিবহনে অংশ নেয় না এবং (ঘ) আয়ন সাধারণত তরল বা গ্যাসীয় মাধ্যমে তড়িৎ পরিবহনে ভূমিকা রাখে, সলিড স্টেট ডিভাইসে নয়।

৩৪. বাংলাদেশের পদ্মা ও যমুনা নদীর শাখা নদীগুলো কোনগুলো?

(ক) গড়াই ও মধুমতী (খ) মহানন্দা ও বংশী (গ) মহানন্দা ও আত্রাই (ঘ) গড়াই ও ধলেশ্বরী

সঠিক উত্তর: (ঘ) গড়াই ও ধলেশ্বরী

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০২৬ এর বাংলাদেশ বিষয়াবলির নদ-নদী অংশে এটি একটি কনফিউজিং কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে পরীক্ষক জানতে চেয়েছেন ‘পদ্মা ও যমুনা’—এই দুটি আলাদা নদীর শাখা নদী বা Distributaries সম্পর্কে। প্রশ্নের গঠন দেখে বোঝা যায়, উত্তরে এমন একটি জোড়া থাকতে হবে যার একটি পদ্মার শাখা এবং অন্যটি যমুনার শাখা। আসুন অপশনগুলো বিশ্লেষণ করি। অপশন (ক)-তে আছে গড়াই ও মধুমতী। আমরা জানি, গড়াই পদ্মার প্রধান শাখা নদী এবং মধুমতীও গড়াই নদী থেকেই উৎপন্ন হয়ে প্রবাহিত হয়েছে, অর্থাৎ দুটিই পদ্মার সিস্টেমের অংশ। তাই এটি উত্তর হবে না কারণ এখানে যমুনার কোনো প্রতিনিধিত্ব নেই।

অপশন (ঘ)-তে আছে ‘গড়াই ও ধলেশ্বরী’। গড়াই হলো পদ্মার ডান তীরের প্রধান শাখা নদী যা কুষ্টিয়ার তালবাড়িয়া দিয়ে বের হয়েছে। অন্যদিকে, ধলেশ্বরী হলো যমুনা নদীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা নদী, যা টাঙ্গাইল জেলার ভেতর দিয়ে যমুনা থেকে উৎপন্ন হয়ে দক্ষিণে প্রবাহিত হয়েছে। সুতরাং, এই অপশনটিতে পদ্মা (গড়াই) এবং যমুনা (ধলেশ্বরী) উভয়েরই শাখা নদীর উপস্থিতি রয়েছে। তাই এটিই সঠিক উত্তর। 50th BCS Preliminary Question 2026 এর জিকে অংশে এই ধরণের ‘পেয়ারিং’ বা জোড়া মেলানোর প্রশ্ন খুবই কমন।

মনে রাখার সহজ উপায় হলো নদীর গতিপথের ম্যাপ মাথায় রাখা। পদ্মা নদী চাঁদপুরের দিকে যাওয়ার আগে কুষ্টিয়া অঞ্চলে গড়াই নাম ধারণ করে দক্ষিণে যায়। আর যমুনা নদী উত্তর থেকে দক্ষিণে আসার পথে ঢাকার কাছে ধলেশ্বরী নামে একটি শাখা বের করে দেয়। অপশন (খ) ও (গ)-তে মহানন্দা ও আত্রাই আছে, যা আসলে উত্তরবঙ্গের নদী এবং মহানন্দা পদ্মার উপনদী (Tributary), শাখা নদী নয়। ৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন ২০২৬ এর সঠিক সমাধানে এই উপনদী ও শাখা নদীর পার্থক্য বোঝাটা জরুরি। উপনদী এসে মূল নদীতে মেশে, আর শাখা নদী মূল নদী থেকে বের হয়ে যায়।

৩৫. সেট {2, 3, 4} এর প্রকৃত উপসেট কয়টি:

(ক) 3 (খ) 7 (গ) 8 (ঘ) 9

সঠিক উত্তর: (খ) 7

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি MCQ ২০২৬ এর গণিত অংশের সেট ও ফাংশন অধ্যায়ের এটি একটি বেসিক অংক। কোনো সেটের ‘উপসেট’ (Subset) এবং ‘প্রকৃত উপসেট’ (Proper Subset) এর মধ্যে পার্থক্য জানা থাকলে এই প্রশ্নের উত্তর মুহূর্তেই দেওয়া সম্ভব। আমরা জানি, কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তবে তার মোট উপসেট সংখ্যা হবে $2^n$। আর প্রকৃত উপসেট সংখ্যা হবে মোট উপসেট থেকে ১ কম, অর্থাৎ $(2^n – 1)$। কারণ, প্রতিটি সেট নিজেই তার একটি উপসেট, কিন্তু সংজ্ঞানুসারে প্রকৃত উপসেট হতে হলে মূল সেটের অন্তত একটি উপাদান কম থাকতে হবে। তাই ‘নিজেকে’ বাদ দিতে হয়।

এখানে প্রদত্ত সেটটি হলো {2, 3, 4}। এখানে উপাদান সংখ্যা n = 3।
সূত্র অনুযায়ী,
মোট উপসেট সংখ্যা = $2^3 = 8$ টি।
প্রকৃত উপসেট সংখ্যা = $2^3 – 1 = 8 – 1 = 7$ টি।
তাই সঠিক উত্তর হলো ৭। 50th BCS Preli Question Paper 2026 এ যারা তাড়াহুড়ো করে শুধু উপসেটের সূত্র প্রয়োগ করেছেন, তারা ভুল করে অপশন (গ) বা ৮ দাগিয়ে আসতে পারেন। এই সূক্ষ্ম ভুলটিই পরীক্ষক ধরতে চেয়েছেন।

ভবিষ্যতে মনে রাখার টিপস: প্রশ্নে ‘প্রকৃত’ (Proper) শব্দটি আছে কিনা তা ভালো করে খেয়াল করবেন। যদি শুধু ‘উপসেট’ চায় তবে উত্তর হতো ৮। কিন্তু ‘প্রকৃত’ চাইলেই ১ বিয়োগ করতে হবে। ৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন ও উত্তর ২০২৬ এর গণিত সমাধানে এই ধরণের সূত্রভিত্তিক প্রশ্নগুলোই স্কোর বুস্টার হিসেবে কাজ করে। উপসেটগুলো হলো: {2, 3}, {2, 4}, {3, 4}, {2}, {3}, {4}, এবং {} বা ফাঁকা সেট। লক্ষ্য করুন, {2, 3, 4} সেটটি এখানে বাদ দেওয়া হয়েছে।

৩৬. আধুনিক বাংলা নাটক মূলত কয়টি পর্বে বিভক্ত?

(ক) ৬টি (খ) ৪টি (গ) ৫টি (ঘ) ৭টি

সঠিক উত্তর: (গ) ৫টি

ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের এই প্রশ্নটি ৫০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্ন ২০২৬ এর সাহিত্য অংশের অন্তর্ভুক্ত। আধুনিক বাংলা নাটকের গঠনরীতি মূলত পাশ্চাত্য বা ইংরেজি নাটকের আদর্শে অনুপ্রাণিত, বিশেষ করে শেক্সপিয়রীয় নাট্যরীতি দ্বারা। ধ্রুপদী সংস্কৃত নাটকে অঙ্কের সংখ্যা নিয়ে কড়াকড়ি থাকলেও, আধুনিক বাংলা নাটকে বা ট্র্যাজেডিতে সাধারণত ৫টি অঙ্ক বা পর্ব (Acts) থাকে। এই ৫টি পর্বের একটি সুনির্দিষ্ট গঠনশৈলী বা ‘Plot Structure’ রয়েছে যা ‘ড্রামাটিক আর্ক’ নামে পরিচিত।

এই ৫টি পর্ব হলো:
১. প্রারম্ভ বা সূচনা (Exposition): যেখানে নাটকের পটভূমি ও চরিত্রদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
২. প্রবাহ বা গ্রন্থিবন্ধন (Rising Action): যেখানে সংঘাত বা দ্বন্দ্ব শুরু হয় এবং কাহিনী জটিল হতে থাকে।
৩. উৎকর্ষ বা শীর্ষবিন্দু (Climax): নাটকের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত।
৪. গ্রন্থিমোচন বা পতন (Falling Action): ক্লাইম্যাক্সের পর ঘটনার জট খুলতে শুরু করে এবং পরিণতির দিকে যায়।
৫. উপসংহার বা পরিণতি (Catastrophe/Denouement): নাটকের চূড়ান্ত সমাপ্তি।
মাইকেল মধুসূদন দত্ত থেকে শুরু করে দীনবন্ধু মিত্র—আধুনিক যুগের প্রথমার্ধের নাট্যকাররা এই ৫ অঙ্কের রীতিই অনুসরণ করেছেন।

তাই সঠিক উত্তর ৫টি। 50th BCS Preliminary Question Solution 2026 এর সাহিত্য বিশ্লেষণে দেখা যায়, এটি একটি স্ট্রাকচারাল প্রশ্ন। অনেকে সংস্কৃত নাটকের সাথে গুলিয়ে ফেলতে পারেন, কিন্তু প্রশ্নে স্পষ্টভাবে ‘আধুনিক বাংলা নাটক’ বলা হয়েছে। মনে রাখার জন্য শেক্সপিয়রের নাটকের কথা মনে করতে পারেন, যা সাধারণত ৫ অঙ্কে বিভক্ত থাকে এবং বাংলা নাটক সেই কাঠামোটিই গ্রহণ করেছে। ৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন বিশ্লেষণ ২০২৬ করলে দেখা যায়, সাহিত্যের রূপভেদ ও আঙ্গিক নিয়ে প্রশ্ন আসার প্রবণতা বাড়ছে।

৩৭. Which of these is not characteristic of English Romantic Poetry?

(ক) Ordinary life (খ) Everyday language (গ) Expression of feelings rather than action or plot (ঘ) Inane and gaudy phraseology

সঠিক উত্তর: (ঘ) Inane and gaudy phraseology

ব্যাখ্যা:
This question from the 50th BCS Preli Question 2026 English Literature section tests your understanding of the core tenets of the Romantic Age. The Romantic period (1798-1832) was a revolt against the rigid rules and artificiality of the preceding Neoclassical Age. Romantic poets like William Wordsworth and S.T. Coleridge championed “Ordinary life” (Option A) as suitable subject matter for poetry. They believed in using “Everyday language” (Option B) or the language really used by common men, rejecting high-flown diction.

Option (C) is also a key characteristic. Wordsworth famously defined poetry as the “spontaneous overflow of powerful feelings”. Romanticism prioritized individual emotion, imagination, and lyricism over complex plots or external actions. Now, let’s look at Option (D): “Inane and gaudy phraseology”. This phrase was actually used by Wordsworth in his ‘Preface to Lyrical Ballads’ to criticize the artificial, ornate, and meaningless poetic diction of the 18th-century writers. He wanted to get rid of it. Therefore, this is NOT a characteristic of Romantic poetry; rather, it is what they fought against.

So, for the 50th BCS Preliminary Question Solution 2026, the answer is (D). To remember this, think of Romanticism as ‘Simple, Natural, and Emotional’. Anything that sounds fake, overly decorative, or ‘gaudy’ (উগ্র বা জাঁকালো) belongs to the Neoclassical era, not Romanticism. BCS 50th Preliminary Question Solution 2026 aspirants should read the ‘Preface to Lyrical Ballads’ summary as it is the manifesto of this era.

৩৮. What is the antonym of ‘percipience’?

(ক) shrewdness (খ) dullness (গ) discerning (ঘ) astuteness

সঠিক উত্তর: (খ) dullness

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর ইংরেজি ভোকাবুলারি অংশের এই প্রশ্নটি শব্দের গভীর অর্থ বোঝার সক্ষমতা যাচাই করেছে। ‘Percipience’ শব্দটি এসেছে ‘Perceive’ থেকে। এর অর্থ হলো তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, কোনো কিছু দ্রুত ও স্পষ্টভাবে বোঝার ক্ষমতা, বা সূক্ষ্ম দৃষ্টি (Keen perception or insight)। সহজ বাংলায় একে আমরা বিচক্ষণতা বা অন্তর্দৃষ্টি বলতে পারি।

এখন অপশনগুলো দেখা যাক। (ক) Shrewdness মানে ধূর্ততা বা বিচক্ষণতা, যা Percipience এর সমার্থক (Synonym)। (গ) Discerning মানেও ভালো বিচারবুদ্ধিসম্পন্ন, এটিও সমার্থক। (ঘ) Astuteness মানেও চতুরতা বা তীক্ষ্ণ বুদ্ধি। এই তিনটি শব্দই পজিটিভ এবং Percipience এর অর্থের সাথে মিলে যায়। অন্যদিকে, (খ) Dullness অর্থ হলো স্থূলবুদ্ধি, নিস্তেজ ভাব বা বোঝার অক্ষমতা (Lack of brightness or quickness)। যেহেতু প্রশ্নে ‘Antonym’ বা বিপরীত শব্দ চাওয়া হয়েছে, তাই তীক্ষ্ণ বুদ্ধির ঠিক বিপরীত হলো স্থূলবুদ্ধি বা Dullness।

50th BCS Preliminary Question 2026 এর মতো পরীক্ষায় ভোকাবুলারি মনে রাখার জন্য ‘Root Word’ বা শব্দের মূল খোঁজা জরুরি। ‘Per’ (through) + ‘capere’ (to take/seize) থেকে Percipience। অর্থাৎ যে চট করে কোনো কিছু ধরতে পারে। তার উল্টো হবে যে ধরতে পারে না, অর্থাৎ Dull। তাই সঠিক উত্তর Dullness। ৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন ২০২৬ এর ইংরেজি অংশে সিনোনিম-এন্টোনিম এ ভালো করতে হলে অপশন এলিমিনেশন মেথড ব্যবহার করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এখানে ৩টি অপশনই সমার্থক, তাই বাকি একটিই (Dullness) উত্তর হতে বাধ্য।

৩৯. বিশ্বব্যাংক বর্ণিত সুশাসন সূচকে কোনো দেশের সূচক ০.০০ হলে, সে দেশের সু-শাসনের অবস্থা কি বলে পরিগণিত হবে?

(ক) নিচু মানের (খ) উঁচু মানের (গ) মাঝারি মানের (ঘ) কোনোটিই নয়

সঠিক উত্তর: (গ) মাঝারি মানের

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০২৬ এর আন্তর্জাতিক বিষয়াবলি বা সুশাসন অংশের এই প্রশ্নটি বেশ টেকনিক্যাল। বিশ্বব্যাংক বা World Bank প্রতি বছর ‘Worldwide Governance Indicators (WGI)’ প্রকাশ করে। এই সূচকে সুশাসনের মান পরিমাপ করা হয় একটি স্কেলের মাধ্যমে, যার রেঞ্জ বা পরিসীমা হলো -২.৫ (সবচেয়ে খারাপ) থেকে +২.৫ (সবচেয়ে ভালো)। এখানে ০.০০ হলো ঠিক মাঝখানের বিন্দু বা Mean Value।

পরিসংখ্যানগতভাবে, একটি নর্মাল ডিস্ট্রিবিউশনে ০.০০ বা শূন্য মানটি গড় বা এভারেজ নির্দেশ করে। যদি কোনো দেশের স্কোর ০.০০ হয়, তার মানে সেই দেশটি সুশাসনের দিক থেকে খুব ভালোও নয় (+২.৫ এর দিকে নয়), আবার খুব খারাপও নয় (-২.৫ এর দিকে নয়)। তারা বিশ্বমানের ঠিক মাঝামাঝি অবস্থানে আছে। তাই একে ‘মাঝারি মানের’ বা Medium/Average হিসেবে গণ্য করা হয়। 50th BCS Preli Question Solution 2026 প্রস্তুত করার সময় আমাদের মনে রাখতে হবে যে, পজিটিভ স্কোর মানে ভালো শাসন, আর নেগেটিভ স্কোর মানে দুর্বল শাসন।

মনে রাখার কৌশল: একটি স্কেল চিন্তা করুন যার বাম পাশে মাইনাস (খারাপ) আর ডান পাশে প্লাস (ভালো)। ঠিক মাঝখানে কী থাকে? শূন্য। আর মাঝখানে থাকা মানেই হলো ‘মাঝারি’ অবস্থা। ৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন ও উত্তর ২০২৬ এ সুশাসন থেকে এমন কনসেপচুয়াল প্রশ্ন আসাটা প্রমাণ করে যে শুধু মুখস্থ বিদ্যা এখন আর যথেষ্ট নয়। বিশ্বব্যাংকের এই স্কেলটি WGI নামে পরিচিত এবং এটি ৬টি মাত্রার ওপর ভিত্তি করে তৈরি হয়।

৪০. ________ জেলায় রেল যোগাযোগ নেই।

(ক) জামালপুর (খ) পটুয়াখালী (গ) নাটোর (ঘ) নেত্রকোনা

সঠিক উত্তর: (খ) পটুয়াখালী

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর বাংলাদেশ বিষয়াবলির যোগাযোগ ব্যবস্থার উপর এই প্রশ্নটি এসেছে। বাংলাদেশের রেলওয়ে নেটওয়ার্ক অত্যন্ত বিস্তৃত হলেও কিছু কিছু জেলা এখনো সরাসরি রেল সংযোগের বাইরে রয়ে গেছে। অপশনগুলো বিশ্লেষণ করলে দেখা যায়: (ক) জামালপুর জেলায় অনেক আগে থেকেই রেললাইন আছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ জংশন। (গ) নাটোর উত্তরবঙ্গের একটি জেলা যেখানে ব্রিটিশ আমল থেকেই রেল যোগাযোগ বিদ্যমান। (ঘ) নেত্রকোনা জেলাও রেল নেটওয়ার্কের আওতায় পড়ে এবং ঢাকা থেকে সরাসরি ট্রেন চলাচল করে।

বাকি রইল (খ) পটুয়াখালী। ঐতিহাসিকভাবে বরিশাল বিভাগের জেলাগুলোতে রেল যোগাযোগ ছিল না। যদিও সরকারের মেগা প্রজেক্টের আওতায় পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলে রেললাইন সম্প্রসারণের কাজ চলছে এবং পায়রা বন্দর পর্যন্ত রেল নেওয়ার পরিকল্পনা বাস্তবায়নাধীন, তবুও প্রচলিত সাধারণ জ্ঞান এবং ৫০ তম বিসিএস প্রিলি আজকের প্রশ্ন ২০২৬ এর প্রেক্ষাপটে অপশনগুলোর মধ্যে পটুয়াখালীই সেই জেলা যেখানে ঐতিহ্যগতভাবে রেল স্টেশন বা রেল যোগাযোগ অনুপস্থিত হিসেবে গণ্য করা হয় (বিশেষ করে যখন বাকি তিনটি জেলায় পুরোদমে রেল চালু আছে)।

মনে রাখার উপায়: বাংলাদেশের ম্যাপের নিচের দিকে বা দক্ষিণাঞ্চলে (বরিশাল বিভাগ) নদী-নালার আধিক্যের কারণে রেললাইন স্থাপন করা কঠিন ছিল। তাই বরিশাল, পটুয়াখালী—এই নামগুলো দেখলেই ‘রেল নেই’ বা ‘রেল নতুন হচ্ছে’ এমনটা মাথায় আসবে। 50th BCS Preliminary MCQ 2026 এর জন্য এই তথ্যটি আপডেট থাকতে হবে যে বর্তমানে কাজ চললেও পূর্ণাঙ্গ যাত্রীবাহী রেল নেটওয়ার্ক হিসেবে অন্য জেলাগুলোর মতো পটুয়াখালী এখনো প্রতিষ্ঠিত নয়। তাই সঠিক উত্তর পটুয়াখালী।

৪১. ডেটাবেস হল-

(ক) তথ্য রাখার হার্ডওয়্যারসমূহ (খ) তথ্য রাখার প্রোগ্রামসমূহ (গ) তথ্যসমূহের সুসংগঠিত রূপ (ঘ) তথ্য স্থানান্তরের জন্য ইন্টারনেট পরিষেবা।

সঠিক উত্তর: (গ) তথ্যসমূহের সুসংগঠিত রূপ

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) অংশের এই প্রশ্নটি ডেটাবেসের সংজ্ঞা জানতে চেয়েছে। ডেটাবেস (Database) শব্দটি ভাঙলে পাওয়া যায় ‘Data’ বা উপাত্ত এবং ‘Base’ বা ঘাঁটি। অর্থাৎ তথ্যের ঘাঁটি। তবে যেকোনোভাবে তথ্য জমা করলেই তা ডেটাবেস হয় না। ডেটাবেস হলো পরস্পর সম্পর্কযুক্ত উপাত্তের একটি সুসংগঠিত বা সুশৃঙ্খল সংগ্রহ (Organized collection of structured data), যেখান থেকে খুব সহজে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা, পরিবর্তন করা বা বিশ্লেষণ করা যায়।

অপশনগুলো খেয়াল করুন। (ক) হার্ডওয়্যার হলো ফিজিক্যাল ডিভাইস (যেমন হার্ডডিস্ক), যা ডেটাবেস নয়, বরং ডেটাবেস রাখার জায়গা। (খ) তথ্য রাখার প্রোগ্রাম (যেমন MySQL, Oracle) কে বলা হয় DBMS বা Database Management System, যা দিয়ে ডেটাবেস নিয়ন্ত্রণ করা হয়, কিন্তু প্রোগ্রামটি নিজে ‘ডেটাবেস’ নয়। (ঘ) ইন্টারনেট পরিষেবা হলো নেটওয়ার্কিং। তাই সঠিক উত্তর হলো (গ) তথ্যসমূহের সুসংগঠিত রূপ। 50th BCS Preli Question Solution 2026 এর আইসিটি অংশে এই বেসিক সংজ্ঞাগুলো খুবই গুরুত্বপূর্ণ।

মনে রাখার সহজ উদাহরণ: একটি টেলিফোন ডাইরেক্টরি বা আপনার মোবাইলের কন্টাক্ট লিস্ট হলো একটি ডেটাবেস। কারণ এখানে নাম, নাম্বার, ঠিকানা এলোমেলোভাবে নেই, বরং একটি নির্দিষ্ট নিয়মে বা ‘সুসংগঠিত রূপে’ সাজানো আছে, যাতে আপনি নাম সার্চ দিলেই নাম্বার পেয়ে যান। BCS 50th Preliminary Question Solution 2026 এর পাঠকদের জন্য পরামর্শ—ডেটাবেস মানেই ‘Organized Data’, কোনো সফটওয়্যার বা হার্ডওয়্যার নয়।

৪২. কোন্ বানানটি শুদ্ধ?

(ক) নিশিথিনি (খ) কথোপকথন (গ) পিপিলিকা (ঘ) সমিচিন

সঠিক উত্তর: (খ) কথোপকথন

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর বাংলা ব্যাকরণ অংশের বানান শুদ্ধিকরণ বিষয়ক এই প্রশ্নটি পরীক্ষার্থীদের বানান সচেতনার গভীরতা যাচাই করেছে। বাংলা বানানে ‘ই-কার’ ও ‘ঈ-কার’-এর ব্যবহার সবসময়ই বিভ্রান্তিকর। এখানে সঠিক বানানটি হলো ‘কথোপকথন’, যার অর্থ পারস্পরিক আলাপচারিতা। এই শব্দটি সন্ধি সাধিত (কথা + উপকথা + অন = কথোপকথন নয়, বরং কথা + উপকথন) এবং এতে কোনো ণ-ত্ব বা ষ-ত্ব বিধানের জটিলতা নেই, তাই এটিই শুদ্ধ।

অন্য অপশনগুলো কেন ভুল তা দেখা যাক। অপশন (ক) ‘নিশিথিনি’ ভুল; সঠিক বানান হলো ‘নিশীথিনী’ (রাত), যেখানে প্রথমটি দীর্ঘ-ঈ এবং পরেরটি হ্রস্ব-ই, শেষে আবার দীর্ঘ-ঈ হয়। অপশন (গ) ‘পিপিলিকা’ ভুল; সঠিক বানান হলো ‘পিপীলিকা’ (পিঁড়াশব্দ), যেখানে মাঝের প-তে দীর্ঘ-ঈ কার হবে। অপশন (ঘ) ‘সমিচিন’ ভুল; সঠিক বানান হলো ‘সমীচীন’ (যৌক্তিক), যেখানে দুটিই দীর্ঘ-ঈ কার হবে। 50th BCS Preli Question Solution 2026 এর বাংলা অংশে ভালো করার জন্য এই ‘চিন’ বা ‘চীন’ যুক্ত শব্দগুলো (যেমন- সমীচীন, উদীচী) ভালোভাবে আয়ত্তে রাখতে হবে।

মনে রাখার কৌশল: ‘সমীচীন’ শব্দে দুটিই বড় (দীর্ঘ ঈ), ‘পিপীলিকা’য় মাঝেরটি বড়। আর ‘কথোপকথন’ শব্দটি সোজাসাপ্টা, যেভাবে উচ্চারণ করি সেভাবেই লিখি। ৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন ২০২৬ এ এমন কমন কিন্তু ট্রিকি বানান দিয়েই প্রার্থীদের বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাই পরীক্ষার হলে বানানের প্রতিটি অক্ষর খেয়াল করা জরুরি।

৪৩. গণতান্ত্রিক ব্যবস্থার ফলপ্রসূতার জন্য অগ্রাধিকার পাবে____।

(ক) আইনসমূহ (খ) টাকা (গ) গুণগত শিক্ষা (ঘ) অবকাঠামোগত সুবিধাসমূহ

সঠিক উত্তর: (গ) গুণগত শিক্ষা

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০২৬ এর সুশাসন ও মূল্যবোধ অংশের এই প্রশ্নটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গণতন্ত্র শুধু ভোট দেওয়া নয়, এটি একটি চর্চা। আর এই চর্চা সফল বা ফলপ্রসূ হওয়ার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো ‘গুণগত শিক্ষা’ (Quality Education)। নাগরিক যদি সুশিক্ষিত না হয়, তবে তারা তাদের অধিকার, কর্তব্য এবং রাষ্ট্রের ভালো-মন্দ বুঝতে পারে না। একজন সচেতন ও শিক্ষিত নাগরিকই কেবল যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে পারেন এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন।

অপশন (ক) আইনসমূহ অবশ্যই জরুরি, কিন্তু আইন মানার মানসিকতা তৈরি করে শিক্ষা। (খ) টাকা বা অর্থ সম্পদ উন্নয়ন করতে পারে, কিন্তু গণতন্ত্রের মানদণ্ড নয়। (ঘ) অবকাঠামো উন্নয়নের প্রতীক, কিন্তু এটি গণতন্ত্রের প্রাণ নয়। 50th BCS Preliminary Question Solution 2026 এর বিশ্লেষণে দেখা যায়, সুশাসনের ভিত্তি হিসেবে সবসময় শিক্ষার ওপর জোর দেওয়া হয়। আব্রাহাম লিংকন থেকে শুরু করে রাষ্ট্রবিজ্ঞানীরা সবাই গণতন্ত্রের সাফল্যের জন্য শিক্ষার কথা বলেছেন।

ভবিষ্যতের জন্য টিপস: সুশাসন বা গণতন্ত্র বিষয়ক প্রশ্নে যখনই ‘শিক্ষা’ বা ‘সচেতনতা’ অপশন হিসেবে থাকবে, তখন সেটিকে অগ্রাধিকার দেবেন। কারণ, মানুষের মানসিক বিকাশ ছাড়া কোনো তন্ত্রই সফল হয় না। ৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন ও উত্তর ২০২৬ এর এই প্রশ্নটি আমাদের মনে করিয়ে দেয় যে, ইটের দালান বা টাকার চেয়েও মগজের উন্নয়ন একটি জাতির জন্য বেশি জরুরি।

৪৪. প্রত্যায়ন বায়ু উত্তর গোলার্ধে ____ দিক থেকে ____ দিকে প্রবাহিত হয়?

(ক) পূর্ব, পশ্চিম (খ) দক্ষিণপশ্চিম, উত্তরপূর্ব (গ) উত্তর, দক্ষিণ (ঘ) উত্তর, পশ্চিম

সঠিক উত্তর: (ঘ) উত্তর, পশ্চিম

ব্যাখ্যা:
ভুগোল অংশের এই প্রশ্নটি ৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর অন্যতম টেকনিক্যাল প্রশ্ন। ‘প্রত্যায়ন বায়ু’ বা Trade Wind হলো অয়ন বায়ু। উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় (৩০° উত্তর) থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের (০°) দিকে যে বায়ু প্রবাহিত হয়, তাকে উত্তর-পূর্ব অয়ন বায়ু বলে। ফেরেলের সূত্র অনুযায়ী, উত্তর গোলার্ধে বায়ু সোজাসুজি উত্তর থেকে দক্ষিণে না এসে ডানদিকে বেঁকে ‘উত্তর-পূর্ব’ দিক থেকে ‘দক্ষিণ-পশ্চিম’ দিকে প্রবাহিত হয়।

এখানে অপশনগুলোতে সরাসরি ‘উত্তর-পূর্ব থেকে দক্ষিণ-পশ্চিম’ কথাটি নেই। তবে অপশন (ঘ)-তে ‘উত্তর, পশ্চিম’ আছে। এর যৌক্তিক ব্যাখ্যা হলো—এই বায়ু ‘উত্তর’ দিক থেকে আসে এবং ‘পশ্চিম’ দিকে বেঁকে যায় বা প্রবাহিত হয়। অর্থাৎ এর প্রবাহের মূল উৎস উত্তর এবং অভিমুখ পশ্চিমের দিকে (North-East to South-West)। তাই প্রদত্ত অপশনগুলোর মধ্যে এটিই সবচেয়ে গ্রহণযোগ্য। অপশন (ক) ‘পূর্ব, পশ্চিম’ সাধারণ অর্থে ঠিক (Easterlies), কিন্তু অয়ন বায়ুর অক্ষাংশগত দিক (উত্তর থেকে আসা) এখানে অনুপস্থিত। অপশন (খ) মূলত পশ্চিমা বায়ুর দিক।

50th BCS Preli Question Paper 2026 এর জিওগ্রাফি প্রশ্নের এই ধরণ বুঝিয়ে দেয় যে, বইয়ের মুখস্থ সংজ্ঞার বাইরেও লজিক্যাল উত্তর খোঁজার দক্ষতা থাকতে হবে। মনে রাখার কৌশল: অয়ন বায়ু বা Trade Wind সবসময় পূর্ব দিক থেকে আসে (Easterlies)। উত্তর গোলার্ধে এটি উত্তর-পূর্ব কোণ থেকে ধেয়ে আসে। তাই উত্তরে শুরু, পশ্চিমে গমন—এভাবে মনে রাখা যেতে পারে।

৪৫. কোনটি ব্রিকস (BRICS)-এর প্রধান লক্ষ্য?

(ক) ন্যাটোর সম্প্রসারণে সহায়তা প্রদান (খ) বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার পূর্বক উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর স্বার্থরক্ষা (গ) ইউরোপের জন্য একক মুদ্রা প্রতিষ্ঠা করা (ঘ) জি-৭ এর সদস্য সংখ্যা বৃদ্ধি

সঠিক উত্তর: (খ) বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার পূর্বক উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর স্বার্থরক্ষা

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি MCQ ২০২৬ এর আন্তর্জাতিক বিষয়াবলির এই প্রশ্নটি বর্তমান ভূ-রাজনীতির প্রেক্ষাপটে খুবই প্রাসঙ্গিক। ব্রিকস (BRICS) হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার একটি জোট (বর্তমানে সদস্য আরও বেড়েছে)। এই জোট গঠনের মূল উদ্দেশ্যই ছিল পশ্চিমা বিশ্ব নিয়ন্ত্রিত বিশ্বব্যাংক ও আইএমএফ-এর একচেটিয়া আধিপত্য কমানো এবং উন্নয়নশীল বা উদীয়মান অর্থনীতির দেশগুলোর স্বার্থরক্ষা করা। তারা ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’ (NDB) প্রতিষ্ঠা করেছে এই লক্ষ্যেই।

অপশনগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, (ক) ন্যাটো (NATO) একটি সামরিক জোট, যার সাথে ব্রিকসের কোনো সম্পর্ক নেই। (গ) ইউরোপের একক মুদ্রা ইউরো, যা ইউরোপীয় ইউনিয়নের কাজ। (ঘ) জি-৭ হলো উন্নত দেশগুলোর জোট, ব্রিকস হলো তার বিপরীত মেরুর বা উন্নয়নশীলদের জোট। তাই সঠিক উত্তর (খ)। 50th BCS Preliminary Question Solution 2026 এর পাঠকদের জন্য এটি একটি ক্লু যে, আন্তর্জাতিক সংস্থার ‘লক্ষ্য ও উদ্দেশ্য’ থেকে বিসিএসে প্রশ্ন আসবেই।

মনে রাখার উপায়: BRICS = Emerging Economies বা উদীয়মান অর্থনীতি। এদের কাজ হলো পশ্চিমাদের দাদাগিরি কমিয়ে নিজেদের (গরিব ও মধ্যম আয়ের দেশগুলোর) অধিকার আদায় করা। ৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান pdf ২০২৬ এ এই টপিকটি হট কেক হিসেবে থাকবে।

৪৬. ‘পরমেশ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

(ক) পরম+এশ (খ) পরম+ ঈশ (গ) পরম+ ইশ (ঘ) পরম+ ইস

সঠিক উত্তর: (খ) পরম+ ঈশ

ব্যাখ্যা:
বাংলা ব্যাকরণের সন্ধি অধ্যায় থেকে আসা এই প্রশ্নটি ৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন বিশ্লেষণ ২০২৬ এর অংশ। ‘পরমেশ’ শব্দটি ‘পরম’ ও ‘ঈশ’ এই দুটি শব্দের মিলনে গঠিত হয়েছে। সন্ধির নিয়ম অনুযায়ী, অ-কার কিংবা আ-কারের পর দীর্ঘ-ঈ (ঈ) থাকলে উভয় মিলে একার (ে) হয়। এখানে, পরম (ম এর শেষে অ) + ঈশ (দীর্ঘ ঈ) = পরমেশ (অ + ঈ = এ)।

‘ঈশ’ শব্দের অর্থ প্রভু বা স্বামী, যা সবসময় দীর্ঘ-ঈ দিয়ে লিখতে হয়। অপশন (গ) তে ‘ইশ’ (হ্রস্ব ই) আছে যা ভুল। অপশন (ক) তে ‘এশ’ আছে যা অর্থহীন। তাই সঠিক উত্তর (খ)। 50th BCS Preli Question Solution 2026 এ সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে শব্দের মূল অর্থ এবং বানান (বিশেষ করে ই/ঈ) খেয়াল রাখাটা জরুরি। যেমন—গণেশ (গণ+ঈশ), মহেশ (মহা+ঈশ) ইত্যাদি একই নিয়মে হয়।

সহজ কৌশল: ‘ঈশ্বর’ বা ‘ঈশ’ বানান সবসময় দীর্ঘ-ঈ দিয়ে হয়। তাই সন্ধিতে যখনই এই শব্দটি আসবে, চোখ বন্ধ করে দীর্ঘ-ঈ ওয়ালা অপশন খুঁজবেন। ৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন ও উত্তর ২০২৬ এর ব্যাকরণ অংশে ফুল মার্কস পেতে হলে এই ছোট ছোট নিয়মগুলো ঠোঁটস্থ রাখতে হবে।

৪৭. এহসান টেবিলের উপর চায়ের কাপের হ্যান্ডেলটি পূর্বদিকে করে রাখল। সে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে চায়ের কাপটি ১৮০০ ঘোরালো। এখন চায়ের কাপের হ্যান্ডেলটি থাকবে:

(ক) পশ্চিম দিকে (খ) দক্ষিণ দিকে (গ) উত্তর দিকে (ঘ) পূর্ব দিকে

সঠিক উত্তর: (ক) পশ্চিম দিকে

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর মানসিক দক্ষতা (Mental Ability) অংশের এই প্রশ্নটি দিক নির্ণয় সংক্রান্ত। লক্ষ্য করুন, প্রশ্নে বলা হয়েছে ১৮০০ ঘোরালো। কিন্তু কোণ পরিমাপের ক্ষেত্রে সাধারণত ১৮০° (ডিগ্রি) ব্যবহৃত হয়। এখানে টাইপিংয়ে ডিগ্রি চিহ্নটি ‘0’ হয়ে ১৮০০ মনে হতে পারে। তবে জ্যামিতিক যুক্তিতে এটি ১৮০ ডিগ্রি ধরাই শ্রেয়। ১৮০ ডিগ্রি ঘোরা মানে হলো ঠিক উল্টো দিকে যাওয়া।

শুরুতে হ্যান্ডেল ছিল ‘পূর্ব’ দিকে। ঘড়ির কাঁটার দিকে (Clockwise) ১৮০ ডিগ্রি ঘোরানো হলে, পূর্ব দিকের ঠিক বিপরীত দিকটি সামনে আসবে। আমরা জানি, পূর্বের বিপরীত হলো পশ্চিম। তাই হ্যান্ডেলটি এখন পশ্চিম দিকে থাকবে। যদি এটি ৩৬০ ডিগ্রি ঘোরানো হতো, তবে আবার পূর্বে ফিরে আসত। 50th BCS Preliminary Question 2026 এর মানসিক দক্ষতায় এমন কমন সেন্স বা ভিজুয়ালাইজেশন ভিত্তিক প্রশ্ন প্রায়ই আসে।

মনে রাখার টিপস: ১৮০ ডিগ্রি টার্ন মানেই ‘ইউ-টার্ন’ বা উল্টো দিক। পূর্ব হলে পশ্চিম, উত্তর হলে দক্ষিণ। এখানে ঘড়ির কাঁটার দিক বা বিপরীত দিক ফ্যাক্টর নয়, কারণ ১৮০ ডিগ্রিতে যেদিক দিয়েই যান, উল্টো দিকেই পৌঁছাবেন। ৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন ২০২৬ এর এই প্রশ্নটি মাথা ঠান্ডা রেখে চিন্তা করলে খুবই সহজ।

৪৮. $(x^2 – 2 + \frac{1}{x^2})^7$ এর বিস্তৃতিতে মধ্যপদ কততম পদটি?

(ক) পঞ্চম (খ) সপ্তম (গ) অষ্টম (ঘ) নবম

সঠিক উত্তর: (গ) অষ্টম

ব্যাখ্যা:
এটি ৫০ তম বিসিএস প্রিলিমিনারি MCQ ২০২৬ এর উচ্চতর গণিত অংশের প্রশ্ন। প্রশ্নটি দেখতে কঠিন মনে হলেও একটু সরলীকরণ করলেই সহজ হয়ে যায়।
রাশিটি হলো: $(x^2 – 2 + \frac{1}{x^2})^7$
ভেতরের অংশটি $(a-b)^2$ এর সূত্র। অর্থাৎ, $(x – \frac{1}{x})^2$
তাহলে পুরো রাশিটি দাঁড়ায়: ${(x – \frac{1}{x})^2}^7 = (x – \frac{1}{x})^{14}$

এখন, আমরা জানি দ্বিপদী বিস্তৃতিতে পাওয়ার বা ঘাত যদি $n$ হয়, তবে পদসংখ্যা হবে $n+1$।
এখানে পাওয়ার $n = 14$।
সুতরাং, মোট পদসংখ্যা হবে $14 + 1 = 15$ টি।
১৫ টি পদের ঠিক মাঝখানের পদটি বের করার নিয়ম হলো: $(\frac{n}{2} + 1)$ তম পদ।
অর্থাৎ, $(\frac{14}{2} + 1) = 7 + 1 = 8$ তম পদ।
সুতরাং, মধ্যপদটি হলো অষ্টম পদ। 50th BCS Preliminary Question Solution 2026 এর গণিত সমাধানে এই ধরণের ‘পাওয়ারের ওপর পাওয়ার’ থাকার ট্রিকসগুলো খেয়াল রাখতে হবে।

সহজ কৌশল: পাওয়ার যা থাকবে (এখানে ১৪), তাকে ২ দিয়ে ভাগ করে ১ যোগ করলেই মধ্যপদ পাওয়া যায় (যদি পাওয়ার জোড় হয়)। ১৪ এর অর্ধেক ৭, তার সাথে ১ যোগ করলে ৮। তাই উত্তর অষ্টম।

৪৯. বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা কে?

(ক) প্রধান বিচারপতি (খ) প্রধানমন্ত্রী (গ) সেনাবাহিনী প্রধান (ঘ) রাষ্ট্রপতি

সঠিক উত্তর: (ক) প্রধান বিচারপতি

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর বাংলাদেশ বিষয়াবলি বা সংবিধান অংশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, সংবিধানের ব্যাখ্যা দেওয়া এবং এর রক্ষণাবেক্ষণের চূড়ান্ত দায়িত্ব ‘সুপ্রিম কোর্ট’-এর ওপর ন্যস্ত। আর সুপ্রিম কোর্টের প্রধান বা বিচার বিভাগের প্রধান হিসেবে ‘প্রধান বিচারপতি’ (Chief Justice) কে সংবিধানের অভিভাবক বা রক্ষাকর্তা হিসেবে গণ্য করা হয়।

যদিও রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান এবং তিনি সংবিধান রক্ষার শপথ নেন, কিন্তু সংবিধানের কোনো ধারার ব্যাখ্যা নিয়ে প্রশ্ন উঠলে বা কোনো আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক কি না তা দেখার এখতিয়ার একমাত্র সুপ্রিম কোর্টের। তাই জুডিশিয়াল রিভিউ-এর ক্ষমতার কারণে বিচার বিভাগ তথা প্রধান বিচারপতিই এর রক্ষক। 50th BCS Preli Question Solution 2026 এ সংবিধানের মৌলিক বিষয়গুলো থেকে প্রশ্ন আসার ধারাবাহিকতা বজায় রয়েছে।

মনে রাখার উপায়: সংবিধান হলো একটি আইন বা নিয়মবই। আর আইনের রক্ষক কে? আদালত বা বিচারক। তাই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নয়, প্রধান বিচারপতিই এর আসল অভিভাবক। ৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন ও উত্তর ২০২৬ এর পাঠকদের জন্য পরামর্শ—’অভিভাবক’ শব্দটি দেখলেই বিচার বিভাগের কথা ভাববেন।

৫০. ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের অন্যতম প্রভাব কি?

(ক) বিদেশে বিনিয়োগে উৎসাহ প্রদান (খ) তরল্য সংকট কাটিয়ে উঠা (গ) খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনা (ঘ) রপ্তানি বাড়ানো

সঠিক উত্তর: (ঘ) রপ্তানি বাড়ানো

ব্যাখ্যা:
অর্থনীতি বিষয়ক এই প্রশ্নটি ৫০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০২৬ এর একটি কনসেপচুয়াল প্রশ্ন। টাকার অবমূল্যায়ন (Devaluation) মানে হলো ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া। ধরুন আগে ১ ডলার = ৮০ টাকা ছিল, এখন ১ ডলার = ১০০ টাকা হলো। এর ফলে কী হয়? বিদেশী ক্রেতারা এখন ১ ডলার খরচ করেই আগের চেয়ে বেশি টাকার পণ্য কিনতে পারছেন। অর্থাৎ, বিশ্ববাজারে বাংলাদেশী পণ্য সস্তা হয়ে যায়।

যখন পণ্য সস্তা হয়, তখন বিদেশীরা বেশি বেশি অর্ডার দেয়। ফলে দেশের ‘রপ্তানি’ (Export) বেড়ে যায়। এটি অর্থনীতির একটি ধ্রুব সত্য। অন্যদিকে, আমদানি ব্যয়বহুল হয়ে যায় বলে মানুষ বিদেশী পণ্য কেনা কমিয়ে দেয়। তাই অপশন (ঘ) ‘রপ্তানি বাড়ানো’ সঠিক উত্তর। 50th BCS Preliminary Question 2026 এর প্রশ্নটি প্রমাণ করে যে বর্তমান অর্থনীতির চ্যালেঞ্জগুলো বিসিএস পরীক্ষার হট টপিক।

মনে রাখার টেকনিক: টাকার দাম কমলে বিদেশীদের মজা, তারা কম ডলারে বেশি জিনিস পায়। তাই তারা বেশি বেশি কেনে, আর আমাদের রপ্তানি বাড়ে। ৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন ২০২৬ এর অর্থনীতি অংশের জন্য এই ‘Exchange Rate’ মেকানিজমটি খুবই গুরুত্বপূর্ণ।

৫১. মিয়ানমারে পরিচালিত স্ক্যাম সেন্টারগুলো মোকাবেলায় সম্প্রতি কোন্ দেশ ‘স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স’ চালু করেছে?

(ক) রাশিয়া (খ) চীন (গ) মার্কিন যুক্তরাষ্ট্র (ঘ) থাইল্যান্ড

সঠিক উত্তর: (খ) চীন

ব্যাখ্যা:
এটি ৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর সাম্প্রতিক আন্তর্জাতিক অংশের প্রশ্ন। বিগত কয়েক বছরে মিয়ানমারের সীমান্ত এলাকায়, বিশেষ করে শান রাজ্যে হাজার হাজার অনলাইন স্ক্যাম সেন্টার বা প্রতারণা কেন্দ্র গড়ে উঠেছিল। এগুলোর মূল টার্গেট এবং ভুক্তভোগী ছিল চীনা নাগরিকরা। এর পরিপ্রেক্ষিতে চীন সরকার মিয়ানমারের জান্তা সরকার এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর ওপর চাপ প্রয়োগ করে এবং সরাসরি অভিযান বা ‘স্ট্রাইক ফোর্স’ মেকানিজম চালু করে এই সিন্ডিকেটগুলো ভেঙে দেয়। হাজার হাজার স্ক্যামারকে গ্রেফতার করে চীনে নিয়ে যাওয়া হয়।

50th BCS Preli Question Solution 2026 এর সাধারণ জ্ঞান অংশের জন্য প্রতিবেশী দেশের ভূ-রাজনীতি খুবই গুরুত্বপূর্ণ। চীন তার নাগরিকদের সুরক্ষায় এই নজিরবিহীন আন্তঃসীমান্ত পুলিশিং কার্যক্রম চালিয়েছে। তাই সঠিক উত্তর চীন। আমেরিকা বা রাশিয়ার এখানে প্রত্যক্ষ ভূমিকা ছিল না।

মনে রাখার উপায়: স্ক্যামের শিকার কারা বেশি হচ্ছিল? চীনারা। তাই অ্যাকশন কে নেবে? চীনই নেবে। ৫০ তম বিসিএস প্রিলি আজকের প্রশ্ন ২০২৬ এ আন্তর্জাতিক অপরাধ ও নিরাপত্তা বিষয়ক এই প্রশ্নটি বেশ ইউনিক।

৫২. প্রাচীন ‘হরিকেল জনপদটি’ কোন্ কোন্ বিভাগ সমন্বয়ে গঠিত?

(ক) রাজশাহী ও রংপুর (খ) চট্টগ্রাম ও সিলেট (গ) রাজশাহী ও খুলনা (ঘ) খুলনা ও ঢাকা

সঠিক উত্তর: (খ) চট্টগ্রাম ও সিলেট

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্ন ২০২৬ এর ইতিহাস ও ঐতিহ্য অংশের একটি ক্লাসিক প্রশ্ন। প্রাচীন বাংলার জনপদগুলোর অবস্থান থেকে প্রতিবারই প্রশ্ন আসে। ‘হরিকেল’ জনপদটি মূলত বাংলার পূর্ব ও দক্ষিণ-পূর্বাংশ নিয়ে গঠিত ছিল। বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, পার্বত্য জেলাসমূহ এবং সিলেট অঞ্চল এই জনপদের অন্তর্ভুক্ত ছিল। সপ্তম শতকের চীনা পরিব্রাজক ইৎসিং-এর বর্ণনায় হরিকেলের উল্লেখ পাওয়া যায় যা পূর্ব ভারতের শেষ সীমানায় অবস্থিত।

অপশন (ক) রাজশাহী ও রংপুর হলো ‘বরেন্দ্র’ জনপদ। (গ) ও (ঘ) তে খুলনা বা ঢাকা আছে যা ‘বঙ্গ’ বা ‘সমতট’ এর অংশ হতে পারে। কিন্তু চট্টগ্রাম ও সিলেট স্পষ্টভাবে হরিকেলের অংশ। 50th BCS Preliminary MCQ 2026 এ যারা ম্যাপ দেখে পড়েছেন, তাদের জন্য এটি খুবই সহজ।

মনে রাখার কৌশল: বাংলাদেশের ম্যাপের ডানদিকের (পূর্ব দিকের) অংশটিই হরিকেল। অর্থাৎ সিলেট ও চট্টগ্রাম। ‘হরিকেল’ শব্দে ‘হ’ আছে, সিলেটে পাহাড় আছে, চট্টগ্রামে সাগর আছে—এই পুরো পূর্ব বেল্টটিই হরিকেল।

৫৩. K এর কোন্ মানের জন্য $5x+4y-1=0$ এবং $2x+Ky-7=0$ সরলরেখা দুটি সমান্তরাল?

(ক) $\frac{5}{8}$ (খ) $\frac{8}{5}$ (গ) $\frac{5}{2}$ (ঘ) $\frac{-8}{5}$

সঠিক উত্তর: (খ) $\frac{8}{5}$

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর জ্যামিতি অংশের অংক। দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত হলো তাদের ঢাল (Slope) সমান হবে। অথবা, $x$ ও $y$ এর সহগগুলোর অনুপাত সমান হবে।
শর্তমতে: $\frac{A_1}{A_2} = \frac{B_1}{B_2}$
এখানে ১ম সমীকরণে $x$-এর সহগ $5$, $y$-এর সহগ $4$।
২য় সমীকরণে $x$-এর সহগ $2$, $y$-এর সহগ $K$।
সুতরাং, $\frac{5}{2} = \frac{4}{K}$
বজ্রগুণন করলে পাই: $5K = 8$
বা, $K = \frac{8}{5}$
তাই সঠিক উত্তর হলো (খ)। 50th BCS Preli Question Solution 2026 এ গণিতের শর্টকাট টেকনিক জানা থাকলে এই অংক ৫ সেকেন্ডেই করা সম্ভব।

টিপস: সহগদয় সমানুপাতিক হবে। ৫ এর নিচে ২, তাই ৪ এর নিচে এমন কিছু থাকবে যাতে অনুপাত ঠিক থাকে। $5/2 = 2.5$, তেমনি $4/1.6 = 2.5$। আর $1.6$ মানেই $8/5$।

৫৪. জসীমউদ্দীনের ‘কবর’ কবিতাটি কোন্ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?

(ক) তত্ত্ব-বোধিনী (খ) ধূমকেতু (গ) কালি ও কলম (ঘ) কল্লোল

সঠিক উত্তর: (ঘ) কল্লোল

ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের এই প্রশ্নটি ৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর একটি মাইলফলক প্রশ্ন। পল্লিকবি জসীমউদ্দীনের অমর সৃষ্টি ‘কবর’ কবিতাটি তিনি ছাত্রাবস্থায় রচনা করেন। ১৯২৫ সালে বিখ্যাত ‘কল্লোল’ পত্রিকায় এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়। কবিতাটি এতটাই হৃদয়স্পর্শী ছিল যে, ছাত্র থাকাকালীনই এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ম্যাট্রিকুলেশন পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হয়, যা এক বিরল সম্মান।

‘কল্লোল’ ছিল রবীন্দ্র-পরবর্তী বাংলা সাহিত্যের আধুনিকতার ধারক ও বাহক। জসীমউদ্দীন এই গোষ্ঠীর সাথেই যুক্ত ছিলেন। 50th BCS Preliminary Question Solution 2026 এ সাহিত্য পত্রিকার নাম মনে রাখা জরুরি। তত্ত্ববোধিনী অনেক আগের (রবীন্দ্রপূর্ব), আর কালি ও কলম অনেক পরের বা সমসাময়িক। ধূমকেতু নজরুলের পত্রিকা। তাই উত্তর কল্লোল।

মনে রাখার উপায়: ‘কবর’ কবিতাটি পড়ে পাঠকের বুকে ‘কল্লোল’ (ঢেউ) জেগেছিল। তাই এটি কল্লোল পত্রিকায় ছাপা হয়। ৫০ তম বিসিএস প্রিলি প্রশ্ন ও উত্তর ২০২৬ এ কবির প্রথম প্রকাশনা বিষয়ক তথ্যগুলো গুরুত্বপূর্ণ।

৫৫. কোন্ বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?

(ক) মাছ আকাশে ওড়ে। (খ) তাঁর খুব আনন্দ পেল। (গ) আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত। (ঘ) সকল ছাত্রগণ পাঠে মনোযোগী।

সঠিক উত্তর: (গ) আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর বাক্য শুদ্ধিকরণ অংশের প্রশ্ন।
(ক) ‘মাছ আকাশে ওড়ে’—বাক্যটিতে যোগ্যতার অভাব আছে, কারণ মাছ আকাশে ওড়ে না।
(খ) ‘তাঁর খুব আনন্দ পেল’—বাক্যটি ভুল। সঠিক হতো ‘তিনি খুব আনন্দ পেলেন’ বা ‘তাঁর খুব আনন্দ হলো’।
(ঘ) ‘সকল ছাত্রগণ’—এখানে বাহুল্য দোষ আছে। ‘সকল’ এবং ‘গণ’ দুটিই বহুবচন। সঠিক হতো ‘সকল ছাত্র’ অথবা ‘ছাত্রগণ’।
(গ) ‘আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত’—বাক্যটি ব্যাকরণগত ও অর্থগতভাবে সম্পূর্ণ শুদ্ধ। ‘কার্পণ্য’ মানে কৃপণতা। প্রয়োজনীয় খরচে কৃপণতা করা ঠিক নয়—এটাই বোঝানো হয়েছে। এখানে কোনো বাহুল্য বা অপপ্রয়োগ নেই।

50th BCS Preli Question Solution 2026 এ শুদ্ধিকরণে ‘বাহুল্য দোষ’ (Redundancy) সবচেয়ে বেশি আসে। মনে রাখবেন, এক বাক্যে দুইবার বহুবচন (সকল+গণ) ব্যবহার করা নিষিদ্ধ।

৫৬. In which of these poems did Matthew Arnold express a pessimistic worldview, reflecting on a world full of conflicts and lacking in joy, evincing an implicit criticism of Victorian era’s aggressive spirit?

(ক) Scholar Gipsy (খ) Dover Beach (গ) Rugby Chapel (ঘ) Immortality

সঠিক উত্তর: (খ) Dover Beach

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর ইংরেজি সাহিত্য অংশের একটি সিগনেচার কোয়েশ্চেন। ম্যাথু আর্নল্ডের ‘Dover Beach’ ভিক্টোরিয়ান যুগের সংশয়বাদ ও হতাশার এক ধ্রুপদী দলিল। এই কবিতায় কবি সমুদ্রের গর্জনের মাঝে মানুষের বিশ্বাস হারানোর হাহাকার শুনতে পান। তিনি বলেন, পৃথিবী দেখতে সুন্দর হলেও আসলে এখানে কোনো আনন্দ, ভালোবাসা বা আলো নেই—আছে শুধু ‘confused alarms of struggle and flight’।

প্রশ্নে উল্লেখিত ‘pessimistic worldview’ এবং ‘criticism of aggressive spirit’—এই থিমগুলো ‘Dover Beach’ কবিতার মূল উপজীব্য। 50th BCS Preliminary Question Solution 2026 এ ভিক্টোরিয়ান কবিদের এই মেলানকোলিক বা বিষাদগ্রস্ত ভাবধারা সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। ‘Scholar Gipsy’ তে পলায়নপর মনোবৃত্তি (Escapism) আছে, কিন্তু ‘Dover Beach’ এর মতো তীব্র হতাশা ও অবিশ্বাসের চিত্র নেই।

মনে রাখার টিপস: আর্নল্ড সমুদ্রের তীরে (Beach) দাঁড়িয়ে পৃথিবীর দুঃখ দেখছেন। তাই ‘Dover Beach’ মানেই ভিক্টোরিয়ান হতাশা বা Pessimism।

৫৭. ‘Poetry is the spontaneous overflow of powerful feeling: it takes its origin from emotion recollected in tranquility’ is a statement ascribed to-

(ক) Coleridge (খ) William Wordsworth (গ) TS Eliot (ঘ) IA Richards

সঠিক উত্তর: (খ) William Wordsworth

ব্যাখ্যা:
ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের এই বিখ্যাত উক্তিটি ৫০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০২৬ এ এসেছে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তাঁর যুগান্তকারী ‘Preface to Lyrical Ballads’ (১৮০০) এ কবিতার এই সংজ্ঞাটি দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন, কবিতা কোনো কৃত্রিম বুদ্ধিবৃত্তিক কসরত নয়, বরং এটি কবির গভীর অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশ, যা পরে নির্জনে বা শান্ত মুহূর্তে (Tranquility) স্মৃতিচারণ করার সময় কবিতার রূপ নেয়।

50th BCS Preli Question Solution 2026 এর সাহিত্য কোটেশন অংশে ওয়ার্ডসওয়ার্থের এই লাইনটি ‘বাইবেল’-এর মতো গুরুত্বপূর্ণ। টিএস এলিয়ট এর সম্পূর্ণ বিপরীত মত (Impersonal theory) পোষণ করতেন। কোলরিজ কল্পনা (Imagination) নিয়ে বেশি কাজ করেছেন। তাই উত্তর নিঃসন্দেহে ওয়ার্ডসওয়ার্থ।

মনে রাখার কৌশল: ‘Spontaneous’ (স্বতঃস্ফূর্ত) এবং ‘Nature’—এই শব্দগুলো পেলেই ওয়ার্ডসওয়ার্থের কথা মনে করবেন। তিনি প্রকৃতির কবি এবং অনুভূতির কবি।

৫৮. ‘কোভিড-১৯’-এর জন্য তৈরি টিকা কীভাবে কাজ করে?

(ক) রোগ প্রতিরোধ ক্ষমতা উদ্দীপিত করার জন্য দুর্বল ভাইরাসের একটি রূপ প্রবর্তন করে (খ) পরিশোধিত ভাইরাল প্রোটিনের সাবইউনিট প্রবিষ্ট করানোর মাধ্যমে (গ) হোস্ট কোষে জেনেটিক উপাদান বহন করার জন্য একটি ভাইরাস ঘটিত বাহক ব্যবহার করে (ঘ) mRNA সরবরাহ করে যা হোস্ট কোষ গুলোকে একটি ভাইরাল প্রোটিন তৈরির নির্দেশ দেয়

সঠিক উত্তর: (ঘ) mRNA সরবরাহ করে যা হোস্ট কোষ গুলোকে একটি ভাইরাল প্রোটিন তৈরির নির্দেশ দেয়

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি অংশের প্রশ্ন। কোভিড-১৯ এর সবচেয়ে আলোচিত টিকাগুলো (যেমন ফাইজার, মডার্না) হলো mRNA বা মেসেঞ্জার আরএনএ ভিত্তিক টিকা। এই প্রযুক্তিতে সরাসরি কোনো ভাইরাস শরীরে প্রবেশ করানো হয় না। বরং ভাইরাসের জেনেটিক কোডের একটি ছোট অংশ (mRNA) শরীরে পুশ করা হয়।

এই mRNA আমাদের শরীরের কোষগুলোকে শেখায় কীভাবে করোনার ‘স্পাইক প্রোটিন’ তৈরি করতে হয়। শরীর যখন এই প্রোটিন তৈরি করে, তখন ইমিউন সিস্টেম একে শত্রু মনে করে অ্যান্টিবডি তৈরি করে রাখে। পরবর্তীতে আসল ভাইরাস আক্রমণ করলে সেই অ্যান্টিবডি তাকে ধ্বংস করে। অপশন (ক) হলো লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, (গ) হলো ভাইরাল ভেক্টর ভ্যাকসিন। কিন্তু মডার্ন বা বহুল আলোচিত প্রযুক্তি হিসেবে প্রশ্নের ইঙ্গিত mRNA এর দিকেই, যা অপশন (ঘ)-তে নিখুঁতভাবে বর্ণনা করা হয়েছে। 50th BCS Preliminary MCQ 2026 এ বায়োটেকনোলজি থেকে এমন প্রশ্ন আসা খুবই স্বাভাবিক।

৫৯. ক্লাউড কম্পিউটিং কোন্ পরিষেবা প্রদান করে?

(ক) শুধুমাত্র লোকাল স্টোরেজ (খ) ভার্চুয়াল কম্পিউটিং রিসোর্সেস (গ) শুধুমাত্র ভার্চুয়াল স্টোরেজ (ঘ) উপরের সবগুলো

সঠিক উত্তর: (খ) ভার্চুয়াল কম্পিউটিং রিসোর্সেস

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর আইসিটি অংশের প্রশ্ন। ক্লাউড কম্পিউটিং মানেই হলো ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন পরিষেবা ভাড়া নেওয়া। এর মূল কথাই হলো ‘Virtualization’। এটি ব্যবহারকারীকে সার্ভার, স্টোরেজ, ডেটাবেস, নেটওয়ার্কিং, সফটওয়্যার—সবকিছুই ‘ভার্চুয়াল রিসোর্স’ হিসেবে প্রদান করে।

অপশনগুলো খেয়াল করুন। (ক) ‘লোকাল স্টোরেজ’ মানে আপনার হার্ডডিস্ক, যা ক্লাউড নয়। তাই এটি ভুল। যেহেতু (ক) ভুল, তাই (ঘ) ‘উপরের সবগুলো’ উত্তর হতে পারে না। (গ) তে বলা হয়েছে ‘শুধুমাত্র ভার্চুয়াল স্টোরেজ’—এটিও ভুল কারণ ক্লাউড শুধু স্টোরেজ দেয় না, প্রসেসিং পাওয়ারও দেয়। অপশন (খ) ‘ভার্চুয়াল কম্পিউটিং রিসোর্সেস’ কথাটি ব্যাপক এবং এর মধ্যে স্টোরেজ, প্রসেসিং সব অন্তর্ভুক্ত। তাই এটিই সঠিক উত্তর। 50th BCS Preli Question Solution 2026 এ আইসিটির কনসেপ্ট ক্লিয়ার থাকা জরুরি।

৬০. কোনটি বাউল গানের বৈশিষ্ট্য?

(ক) বীরত্বগাথা ও ভক্তিমূলক (খ) মানবিক আবেগ ও দৈনন্দিন জীবন (গ) আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধান (ঘ) পল্লী জীবনের সুখ দুঃখ

সঠিক উত্তর: (গ) আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধান

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর লোকসংস্কৃতি অংশের প্রশ্ন। বাউল গান কেবল গান নয়, এটি একটি সাধনা বা দর্শন। বাউল দর্শনের মূল কথা হলো ‘দেহতত্ত্ব’ এবং ‘মনের মানুষ’-এর সন্ধান। তারা মন্দিরে বা মসজিদে ঈশ্বরকে না খুঁজে নিজের দেহের ভেতরে বা অন্তরে স্রষ্টাকে খোঁজেন।

অপশন (গ)-তে বলা ‘আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধান’ (Spiritual love and inner search) হলো বাউল গানের প্রাণ। অপশন (ক) বীরত্বগাথা থাকে জারি গানে বা পালাগানে। (ঘ) পল্লী জীবনের সুখ দুঃখ ভাওয়াইয়া বা ভাটিয়ালিতে বেশি ফোটে। বাউল গান অনেক বেশি মেটাফিজিক্যাল বা তাত্ত্বিক। 50th BCS Preliminary Question Solution 2026 এ বাংলার লোকায়ত দর্শন সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। লালন সাঁইয়ের গানগুলো বিশ্লেষণ করলেই এই উত্তর পাওয়া যায়।

৬১. ‘বিষণ্ন’ শব্দটির সঠিক বিশেষ্য রূপ কোনটি?

(ক) বিষাদ (খ) বিষণ্ন (গ) বিষাক্ত (ঘ) বিষয়

সঠিক উত্তর: (ক) বিষাদ

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর বাংলা ব্যাকরণ অংশের পদ পরিবর্তন বিষয়ক প্রশ্ন। ‘বিষণ্ন’ (Sad/Depressed) হলো একটি বিশেষণ বা Adjective। এর বিশেষ্য (Noun) রূপ জানতে চাওয়া হয়েছে। ব্যাকরণগতভাবে ‘বিষণ্ন’ শব্দের সরাসরি বিশেষ্য রূপ হলো ‘বিষণ্নতা’। তবে অপশনে ‘বিষণ্নতা’ নেই।

অপশনগুলোর মধ্যে ‘বিষাদ’ (Sadness/Grief) হলো একটি বিশেষ্য পদ যা ‘বিষণ্ন’ অবস্থার নাম বোঝায়। যদিও উৎপত্ত্বিগতভাবে ‘বিষণ্ন’ এবং ‘বিষাদ’ ভিন্ন প্রত্যয় যোগে গঠিত, কিন্তু অর্থের দিক থেকে এবং অপশনের সীমাবদ্ধতায় ‘বিষাদ’-ই হলো গ্রহণযোগ্য বিশেষ্য রূপ। (খ) বিষণ্ন নিজেই বিশেষণ। (গ) বিষাক্ত হলো বিশেষণ। (ঘ) বিষয় সম্পূর্ণ ভিন্ন শব্দ। তাই সঠিক উত্তর (ক)। 50th BCS Preli Question Solution 2026 এ এমন ‘কাছাকাছি’ উত্তরের ক্ষেত্রে বেস্ট অল্টারনেটিভ বেছে নিতে হয়।

৬২. 0x1234 সংখ্যার বাইনারিরূপ কোনটি?

(ক) 001010011100 (খ) 0010010010100 (গ) 1110101111001011 (ঘ) 0001001000110100

সঠিক উত্তর: (ঘ) 0001001000110100

ব্যাখ্যা:
এটি ৫০ তম বিসিএস প্রিলিমিনারি MCQ ২০২৬ এর আইসিটি (সংখ্যা পদ্ধতি) অংশের প্রশ্ন। 0x1234 হলো একটি হেক্সাডেসিমেল সংখ্যা (0x দিয়ে হেক্সা বোঝানো হয়)। হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করা খুব সহজ। প্রতিটি ডিজিটকে ৪ বিটের বাইনারিতে লিখলেই হয়।

আসুন ভেঙে দেখি:
1 = 0001
2 = 0010
3 = 0011
4 = 0100
এবার সবগুলোকে পাশাপাশি বসালে পাই: 0001 0010 0011 0100
এখন অপশন (ঘ)-এর দিকে তাকান। এটি হুবহু মিলে যাচ্ছে: 0001001000110100।
অন্য অপশনগুলো চেক করার প্রয়োজনই নেই। 50th BCS Preliminary Question Solution 2026 এর আইসিটি অংকগুলো এভাবেই লজিক দিয়ে দ্রুত সমাধান করা যায়।

মনে রাখার টিপস: ১-২-৩-৪ এর বাইনারি মানগুলো (১, ১০, ১১, ১০০) মুখস্থ থাকলে এবং সেগুলোকে ৪ বিট বানিয়ে (০০০১, ০০১০, ০০১১, ০১০০) বসালেই কেল্লাফতে।

৬৩. Identify the incorrect spelling:

(ক) diletante (খ) homonym (গ) cromulent (ঘ) accubation

সঠিক উত্তর: (ক) diletante

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর ইংরেজি অংশের এই স্পেলিং বা বানান শুদ্ধিকরণ প্রশ্নটি বেশ ট্রিকি। এখানে ভুল বানানটি খুঁজে বের করতে বলা হয়েছে। প্রদত্ত অপশনগুলোর মধ্যে ‘diletante’ বানানটি ভুল। সঠিক বানানটি হবে ‘dilettante’ (যার অর্থ হলো শিল্পকলায় অনুরাগী কিন্তু গভীর জ্ঞানহীন ব্যক্তি বা শৌখিন চর্চাকারী)। লক্ষ্য করুন, সঠিক বানানে দুটি ‘t’ থাকে (tt), কিন্তু প্রশ্নে একটি ‘t’ দেওয়া হয়েছে।

অন্য অপশনগুলো দেখি: (খ) ‘homonym’ (সমোচ্চারিত শব্দ) বানানটি সঠিক। (ঘ) ‘accubation’ (হেলান দিয়ে শোয়া বা খাওয়ার ভঙ্গি) বানানটিও সঠিক। (গ) ‘cromulent’ শব্দটি একটু অদ্ভুত মনে হতে পারে। এটি মূলত ‘দ্য সিম্পসন্স’ কার্টুন থেকে আসা একটি শব্দ যা এখন অক্সফোর্ড ডিকশনারিতেও জায়গা করে নিয়েছে, যার অর্থ ‘গ্রহণযোগ্য’ বা ‘যথাযথ’। তাই এটিকেও সঠিক বানান হিসেবে ধরা হয়। সুতরাং, নিশ্চিত ভুল হলো অপশন (ক)। 50th BCS Preliminary Question Solution 2026 এ ভোকাবুলারির এমন খুঁটিনাটি বিষয়গুলোই পার্থক্য গড়ে দেয়।

মনে রাখার কৌশল: Dilettante শব্দটি ইতালিয়ান ভাষা থেকে এসেছে। উচ্চারণে ‘ডিল-এ-টান-টি’—মাঝখানে একটু জোর পড়ে, তাই ডাবল ‘t’ হবে। একটি ‘t’ দেখলে বুঝবেন ভেজাল আছে।

৬৪. শাসন ব্যবস্থায় মূল্যবোধ প্রাতিষ্ঠানিক করার সবচেয়ে কার্যকর কৌশল কোনটি?

(ক) ঘন ঘন আইনের সংস্কার (খ) নিয়মিত বেতন বৃদ্ধি (গ) নৈতিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্বয় (ঘ) আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ বৃদ্ধি

সঠিক উত্তর: (গ) নৈতিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্বয়

ব্যাখ্যা:
সুশাসন ও মূল্যবোধ অংশের এই প্রশ্নটি ৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর একটি কনসেপচুয়াল প্রশ্ন। মূল্যবোধ বা Values জোর করে বা আইন দিয়ে চাপিয়ে দেওয়া যায় না। এটি মানুষের ভেতর থেকে আসতে হয়। শাসন ব্যবস্থায় মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে একজন ব্যক্তিকে ছোটবেলা থেকেই সততা, ন্যায়পরায়ণতা এবং দায়িত্ববোধ শেখাতে হয়। আর এর জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো প্রথাগত বা প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে নৈতিক শিক্ষার সংমিশ্রণ ঘটানো।

অপশন (ক) ঘন ঘন আইন সংস্কার করলে বরং অস্থিতিশীলতা তৈরি হতে পারে। (খ) বেতন বাড়ালে দুর্নীতি কমতে পারে, কিন্তু মূল্যবোধ তৈরি হবে এমন নিশ্চয়তা নেই। (ঘ) আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ বাড়ালে লাল ফিতার দৌরাত্ম্য বাড়ে, যা সুশাসনের অন্তরায়। তাই (গ)-ই হলো সবচেয়ে যৌক্তিক ও দীর্ঘমেয়াদী সমাধান। 50th BCS Preli Question Solution 2026 এর বিশ্লেষণে দেখা যায়, সুশাসনের ভিত্তিই হলো শিক্ষা ও সচেতনতা।

ভবিষ্যতের জন্য টিপস: মূল্যবোধ বা নৈতিকতা বিষয়ক প্রশ্নে সবসময় ‘শিক্ষা’, ‘সচেতনতা’ বা ‘চর্চা’—এই পজিটিভ কিওয়ার্ডগুলো খুঁজবেন। কারণ এগুলোই মানুষের আচরণ স্থায়ীভাবে পরিবর্তন করতে পারে।

৬৫. এখন জানুয়ারী মাস হলে এখন থেকে ১০০ মাস পর কোন্ মাস হবে?

(ক) মে (খ) মার্চ (গ) এপ্রিল (ঘ) ফেব্রুয়ারী

সঠিক উত্তর: (ক) মে

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি MCQ ২০২৬ এর মানসিক দক্ষতার এই প্রশ্নটি ক্যালেন্ডার বা সময় নির্ণয় সংক্রান্ত। খুব সহজ একটি অংক, যদি লজিকটা ধরেন। আমরা জানি, প্রতি ১২ মাস পর পর একই মাস ফিরে আসে (যেমন—জানুয়ারির ১২ মাস পর আবার জানুয়ারি)। তাই আমাদের দেখতে হবে ১০০ মাসের মধ্যে কতগুলো ১২ মাসের সেট বা বছর আছে।

১০০ কে ১২ দিয়ে ভাগ করলে পাই:
$১০০ \div ১২ = ৮$ (ভাগফল) এবং ভাগশেষ থাকে ৪।
এর মানে হলো, ৮ বছর পূর্ণ হয়ে আরও ৪ মাস বাকি থাকে।
সুতরাং, এখনকার মাস (জানুয়ারি) থেকে আরও ৪ মাস সামনে এগোতে হবে।
জানুয়ারি + ৪ মাস = ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে।
হিসাবটা এমন: ১ (ফেব্রু) + ১ (মার্চ) + ১ (এপ্রিল) + ১ (মে)।
অথবা সহজভাবে, জানুয়ারির সাথে ৪ যোগ করলে ৫ম মাসটি পাওয়া যায়, আর বছরের ৫ম মাস হলো ‘মে’।
তাই সঠিক উত্তর (ক) মে। 50th BCS Preliminary Question Solution 2026 এ ক্যালেন্ডারের অংকগুলো এভাবেই ভাগশেষ বা Remainder থিওরি দিয়ে করতে হয়।

৬৬. বস্তুর ওজন পৃথিবীর কোন্ স্থানে সবচেয়ে বেশি?

(ক) মেরু অঞ্চল (খ) নিরক্ষীয় অঞ্চল (গ) একটি পাহাড়ের চূড়ায় (ঘ) পৃথিবীর কেন্দ্রে

সঠিক উত্তর: (ক) মেরু অঞ্চল

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর সাধারণ বিজ্ঞান অংশের এই প্রশ্নটি অভিকর্ষজ ত্বরণ ($g$) এর সাথে সম্পর্কিত। আমরা জানি, কোনো বস্তুর ওজন ($W$) নির্ভর করে অভিকর্ষজ ত্বরণ ($g$) এর ওপর ($W = mg$)। পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, বরং কমলালেবুর মতো মেরু অঞ্চলে একটু চাপা। এর ফলে পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দূরত্ব বা ব্যাসার্ধ ($R$) সবচেয়ে কম।

নিউটনের সূত্র অনুযায়ী, পৃথিবীর ব্যাসার্ধ যেখানে কম, সেখানে অভিকর্ষজ বল বা $g$-এর মান বেশি। যেহেতু মেরু অঞ্চলে ব্যাসার্ধ সবচেয়ে কম, তাই সেখানে $g$-এর মান সবচেয়ে বেশি ($৯.৮৩ মি/সে^২$)। আর $g$ বেশি মানে বস্তুর ওজনও বেশি। অন্যদিকে, নিরক্ষীয় অঞ্চলে ব্যাসার্ধ বেশি বলে ওজন কম হয়। আর পৃথিবীর কেন্দ্রে $g$-এর মান শূন্য, তাই ওজনও শূন্য। পাহাড়ে উঠলে $g$ কমে, তাই ওজন কমে। সুতরাং সঠিক উত্তর মেরু অঞ্চল। 50th BCS Preli Question Solution 2026 এর ফিজিক্স কনসেপ্ট ক্লিয়ার থাকলে এটি ৩ সেকেন্ডের মামলা।

মনে রাখার টেকনিক: মেরু বা Pole হলো পৃথিবীর ‘মাথা’ ও ‘পা’। কাছে থাকলে টান বেশি। মেরু পৃথিবীর কেন্দ্রের বেশি কাছে, তাই টান (ওজন) বেশি।

৬৭. A very large building in which aircraft are housed is called a/an-

(ক) terminal (খ) aerodrome (গ) hanger (ঘ) hangar

সঠিক উত্তর: (ঘ) hangar

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্ন ২০২৬ এর ইংরেজি ভোকাবুলারি অংশের একটি ক্লাসিক কনফিউজিং ওয়ার্ড। প্রশ্নটি হলো—বিমান বা উড়োজাহাজ যেখানে রাখা হয় বা মেরামত করা হয়, সেই বড় ঘরটিকে কী বলে? সঠিক উত্তর হলো ‘Hangar’। বানানটি খেয়াল করুন: H-a-n-g-a-r.

অনেকে ভুল করে অপশন (গ) ‘hanger’ দাগাতে পারেন। কিন্তু ‘Hanger’ (e দিয়ে) হলো কাপড় ঝোলানোর হ্যাঙ্গার বা হুক। আর ‘Hangar’ (a দিয়ে) হলো বিমানের গ্যারেজ। অপশন (ক) Terminal হলো যেখানে যাত্রীরা অপেক্ষা করে। (খ) Aerodrome হলো ছোট বিমানবন্দর। তাই সঠিক উত্তর (ঘ)। 50th BCS Preliminary Question Solution 2026 এ হোমোফোন (Homophone) বা সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের ওপর জোর দেওয়া হয়েছে।

মনে রাখার উপায়: বিমানের গ্যারেজ অনেক বড় হয়, তাই বানানেও দুইটা ‘a’ (Hangar) থাকে, যা বড় বা প্রশস্তের প্রতীক হিসেবে ভাবতে পারেন। আর কাপড় ঝোলানোরটা ছোট, তাই ‘e’।

৬৮. কোনটি ই-কমার্সের প্ল্যাটফর্ম হিসাবে কাজ করতে পারে?

(ক) Facebook (খ) Amazon (গ) YouTube (ঘ) All of the above

সঠিক উত্তর: (ঘ) All of the above

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর আইসিটি ও আধুনিক ব্যবসা-বাণিজ্য অংশের প্রশ্ন। সাধারণত আমরা অ্যামাজন (Amazon) কে ই-কমার্স সাইট হিসেবে চিনি। কিন্তু বর্তমান ডিজিটাল যুগে ই-কমার্সের সংজ্ঞা অনেক বিস্তৃত।
(ক) Facebook: বর্তমানে ফেসবুকের মাধ্যমে ‘F-commerce’ খুবই জনপ্রিয়। ফেসবুক মার্কেটপ্লেস বা শপ ব্যবহার করে হাজার হাজার মানুষ পণ্য কেনাবেচা করছে।
(খ) Amazon: এটি বিশ্বের বৃহত্তম ও প্রথাগত ই-কমার্স প্ল্যাটফর্ম।
(গ) YouTube: ইউটিউব এখন শুধু ভিডিও দেখার সাইট নয়। ‘YouTube Shopping’ ফিচারের মাধ্যমে ভিডিওর নিচে সরাসরি পণ্যর লিংক দেওয়া থাকে এবং কেনাবেচা করা যায়। ইনফ্লুয়েন্সাররা এর মাধ্যমে এফিলিয়েট মার্কেটিং করেন।
যেহেতু তিনটি মাধ্যমেই পণ্য কেনাবেচা বা বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব, তাই সঠিক উত্তর ‘All of the above’ বা উপরের সবগুলো। 50th BCS Preli Question Solution 2026 এর পাঠকদের প্রযুক্তির এই মাল্টি-ফাংশনাল ব্যবহার সম্পর্কে আপডেট থাকতে হবে।

৬৯. কিশোর পত্রিকা ‘বালক’ প্রতিষ্ঠা কার অমর কীর্তি?

(ক) স্বর্ণকুমারী দেবী (খ) সেলিনা হোসেন (গ) আল মাহমুদ (ঘ) কাদম্বরী দেবী

সঠিক উত্তর: (ক) স্বর্ণকুমারী দেবী

ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আসা এই প্রশ্নটি ৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর একটি ঐতিহাসিক তথ্যভিত্তিক প্রশ্ন। ‘বালক’ পত্রিকাটি ১৮৮৫ সালে ঠাকুর পরিবার থেকে প্রকাশিত হয়। যদিও এর প্রথম সম্পাদক ছিলেন জ্ঞানদানন্দিনী দেবী, কিন্তু অপশনে তিনি নেই। ঠাকুর পরিবারের সাহিত্য চর্চায় নারীদের মধ্যে স্বর্ণকুমারী দেবী ছিলেন অগ্রগণ্য এবং তিনি দীর্ঘকাল বিখ্যাত ‘ভারতী’ পত্রিকার সম্পাদক ছিলেন। এক বছর পর ‘বালক’ পত্রিকাটি ‘ভারতী’র সাথে একীভূত হয়ে যায় এবং স্বর্ণকুমারী দেবী সেই যুক্ত পত্রিকার দায়িত্ব পালন করেন।

প্রদত্ত অপশনগুলোর মধ্যে সেলিনা হোসেন ও আল মাহমুদ আধুনিক যুগের লেখক, তাই তারা বাদ। কাদম্বরী দেবী সাহিত্যরসিক হলেও পত্রিকা সম্পাদনা বা প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন না। ঐতিহাসিক প্রেক্ষাপট ও অপশন বিবেচনায় স্বর্ণকুমারী দেবীই এখানে সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর, কারণ তিনি সমসাময়িক এবং ঠাকুর বাড়ির পত্রিকা পরিচালনার মূল কান্ডারি ছিলেন। 50th BCS Preliminary MCQ 2026 এ মাঝে মাঝে এমন ‘Best Possible Answer’ বেছে নিতে হয়।

৭০. $2x^2 + 3x + 1$ এর ক্ষুদ্রতম মান হবে:

(ক) $\frac{-3}{4}$ (খ) $\frac{-1}{8}$ (গ) $\frac{1}{8}$ (ঘ) $\frac{3}{4}$

সঠিক উত্তর: (খ) $\frac{-1}{8}$

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর গণিত অংশের প্রশ্ন। কোনো দ্বিঘাত রাশি $ax^2 + bx + c$ এর ক্ষুদ্রতম মান বের করার সূত্র হলো: $f(-\frac{b}{2a})$। অর্থাৎ $x = -\frac{b}{2a}$ বসালে রাশিটির মান যা হবে, সেটাই সর্বনিম্ন মান (যখন $a > 0$)।
এখানে $a = 2$, $b = 3$, $c = 1$.
তাহলে, $x = -\frac{3}{2 \times 2} = -\frac{3}{4}$.
এখন রাশিতে $x$ এর মান বসাই:
$= 2(-\frac{3}{4})^2 + 3(-\frac{3}{4}) + 1$
$= 2(\frac{9}{16}) – \frac{9}{4} + 1$
$= \frac{9}{8} – \frac{9}{4} + 1$
লসাগু $8$।
$= \frac{9 – 18 + 8}{8}$
$= \frac{-1}{8}$.
তাই সঠিক উত্তর (খ)। 50th BCS Preli Question Solution 2026 এর গণিতে ফাংশনের এই ছোট টেকনিকগুলো অনেক সময় বাঁচায়।

৭১. কোন্ সংস্থা বাংলাদেশের GDP হিসাব করে?

(ক) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (খ) বাংলাদেশ ব্যাংক (গ) অর্থ বিভাগ (ঘ) বাংলাদেশ পরিকল্পনা কমিশন

সঠিক উত্তর: (ক) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর বাংলাদেশ বিষয়াবলি বা অর্থনীতি অংশের প্রশ্ন। বাংলাদেশে জাতীয় আয় বা জিডিপি (Gross Domestic Product) পরিমাপ করার একমাত্র সরকারি দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হলো ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’ বা BBS (Bangladesh Bureau of Statistics)। এটি পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সংস্থা।

অনেকে ভুল করে বাংলাদেশ ব্যাংক ভাবতে পারেন। বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি ও রিজার্ভ নিয়ে কাজ করে, কিন্তু জিডিপির হিসাব করে না। অর্থ বিভাগ বাজেট করে। পরিকল্পনা কমিশন পঞ্চবার্ষিক পরিকল্পনা করে। কিন্তু মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করে জিডিপি গণনা করা BBS-এর কাজ। 50th BCS Preliminary Question Solution 2026 এ প্রাতিষ্ঠানিক দায়িত্ববন্টন বিষয়ক প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ।

৭২. বাংলাদেশে রপ্তানী আয়ের প্রধান উৎস কোনটি?

(ক) জনশক্তি রপ্তানী (খ) তৈরি পোশাক রপ্তানী (গ) জাতিসংঘ শান্তি মিশনে শান্তিরক্ষী প্রেরণ (ঘ) চামড়া জাতীয় পণ্য রপ্তানী

সঠিক উত্তর: (খ) তৈরি পোশাক রপ্তানী

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০২৬ এর অর্থনীতি অংশের প্রশ্ন। বাংলাদেশের অর্থনীতির প্রাণভোমরা হলো রপ্তানি খাত। আর এই রপ্তানি আয়ের সিংহভাগ (প্রায় ৮৪-৮৫ শতাংশ) আসে ‘তৈরি পোশাক’ বা RMG (Ready Made Garments) খাত থেকে। নিটওয়্যার এবং ওভেন গার্মেন্টস মিলিয়ে এটিই দেশের প্রধান পণ্য রপ্তানি খাত।

অপশন (ক) জনশক্তি রপ্তানি থেকে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা পাই ঠিকই, কিন্তু সেটিকে অর্থনীতিতে ‘রেমিট্যান্স’ বলা হয়, ‘রপ্তানি আয়’ (Export Earnings) হিসেবে সাধারণত পণ্য বা সেবা রপ্তানিকে বোঝানো হয়। বাণিজ্যের পরিভাষায় তৈরি পোশাকই এক নম্বর। 50th BCS Preli Question Solution 2026 এ রপ্তানি আয় বনাম রেমিট্যান্সের এই সূক্ষ্ম পার্থক্য বোঝা জরুরি।

৭৩. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ গ্রন্থটিতে কোন্ বিষয়টি প্রাধান্য পেয়েছে?

(ক) অসম ভালোবাসা (খ) আদিবাসীদের জীবন চিত্র (গ) ডোম সম্প্রদায়ের জীবন কাহিনী (ঘ) পঞ্চাশের মন্বন্তর

সঠিক উত্তর: (গ) ডোম সম্প্রদায়ের জীবন কাহিনী

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর সাহিত্য অংশের প্রশ্ন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘কবি’। এই উপন্যাসের নায়ক নিতাই চরণ একজন কবিয়াল। উপন্যাসে তৎকালীন রাঢ় বাংলার নিম্নবর্গীয় হিন্দু সমাজ, বিশেষ করে ‘ডোম’ সম্প্রদায়, বেদে বা বাউণ্ডুলে গায়ক দলের জীবনযাত্রা অত্যন্ত নিপুণভাবে ফুটে উঠেছে। নিতাইয়ের প্রেমিকা বাসন্তী এবং ঠাকুরঝি—এই চরিত্রগুলোর মধ্য দিয়ে সমাজের প্রান্তিক মানুষের সুখ-দুঃখের কথা বলা হয়েছে।

যদিও এখানে প্রেমের উপাদান আছে, কিন্তু উপন্যাসের মূল উপজীব্য বা প্রেক্ষাপট (Setting) হলো ডোম ও অন্ত্যজ শ্রেণীর জীবনসংগ্রাম। তাই অপশন (গ) সবচেয়ে সুনির্দিষ্ট ও সঠিক। 50th BCS Preliminary MCQ 2026 এ আঞ্চলিক উপন্যাসের পটভূমি থেকে প্রশ্ন আসাটা নিয়মিত ট্রেন্ড।

৭৪. কোন্ বাঙালি বিজ্ঞানী কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণা করেছেন?

(ক) ড. কুদরাত-ই-খুদা (খ) কাজী মোতাহার হোসেন (গ) জামাল নজরুল ইসলাম (ঘ) অতীশ দীপংকর

সঠিক উত্তর: (গ) জামাল নজরুল ইসলাম

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর বিজ্ঞান ও ব্যক্তিত্ব অংশের প্রশ্ন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলাম মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব এবং কৃষ্ণগহ্বর (Black Hole) নিয়ে মৌলিক গবেষণা করেছেন। তাঁর লেখা বিখ্যাত বই ‘The Ultimate Fate of the Universe’ ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত হয়েছিল এবং এটি সারা বিশ্বে সমাদৃত। স্টিফেন হকিং-এর সমসাময়িক ও বন্ধু হিসেবে তিনি কসমোলজি বা ভৌতবিজ্ঞানে বাঙালির নাম উজ্জ্বল করেছেন।

অপশন (ক) ড. কুদরাত-ই-খুদা রসায়নবিদ ছিলেন। (খ) কাজী মোতাহার হোসেন পরিসংখ্যানবিদ ও সাহিত্যিক ছিলেন। (ঘ) অতীশ দীপংকর প্রাচীন যুগের বৌদ্ধ পণ্ডিত। তাই সঠিক উত্তর জামাল নজরুল ইসলাম। 50th BCS Preli Question Solution 2026 এর সাধারণ জ্ঞানে বিজ্ঞানীদের অবদান মনে রাখা জরুরি।

৭৫. বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় _____।

(ক) যুক্তরাজ্যে (খ) যুক্তরাষ্ট্রে (গ) ভারতে (ঘ) পাকিস্তানে

সঠিক উত্তর: (ক) যুক্তরাজ্যে

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর আন্তর্জাতিক ও ভাষা আন্দোলন বিষয়ক প্রশ্ন। ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ মিনার বাংলাদেশের বাইরে প্রথম স্থাপিত হয় যুক্তরাজ্যে (UK)। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে যুক্তরাজ্যের ওল্ডহ্যাম (Oldham) শহরে ১৯৯৭ সালে এটি নির্মিত হয় (লন্ডনের টাওয়ার হ্যামলেটসেও আলতাব আলী পার্কে বিখ্যাত শহীদ মিনার আছে, তবে ওল্ডহ্যামেরটি প্রথম হিসেবে স্বীকৃত)। এটি বহির্বিশ্বে বাংলা ভাষার মর্যাদার প্রতীক।

50th BCS Preliminary Question Solution 2026 এর পাঠকদের জন্য এটি একটি গর্বের তথ্য। মনে রাখার উপায়: বিলাত বা যুক্তরাজ্যে সবচেয়ে বেশি পুরনো প্রবাসী বাঙালি থাকেন, তাই স্বাভাবিকভাবেই আবেগের টানে সেখানেই প্রথম শহীদ মিনার গড়ে ওঠার কথা।

৭৬. সুশাসন কোন্ বিষয়টির প্রতিশ্রুতি দেয়?

(ক) শুধুমাত্র কঠোর আইন প্রয়োগের (খ) রাজনৈতিক প্রাধান্য ও প্রশাসনিক নিয়ন্ত্রণের (গ) সংস্কার ছাড়া ঐতিহ্য সংরক্ষণের (ঘ) স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক নেতৃত্বের

সঠিক উত্তর: (ঘ) স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক নেতৃত্বের

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর সুশাসন অংশের প্রশ্ন। সুশাসন (Good Governance) মানেই হলো এমন একটি ব্যবস্থা যেখানে সরকারের কাজে স্বচ্ছতা (Transparency) থাকবে, অর্থাৎ কে কী করছে তা জনগণ জানবে। কাজের জন্য জবাবদিহিতা (Accountability) থাকবে এবং নেতৃত্ব হবে নৈতিক।

অপশন (ক) কঠোর আইন প্রয়োগ সুশাসনের একটি অংশ হতে পারে, কিন্তু একমাত্র লক্ষ্য নয়। (খ) রাজনৈতিক প্রাধান্য সুশাসনের বিপরীত। সুশাসন নাগরিকের প্রাধান্য দেয়। তাই অপশন (ঘ) হলো সুশাসনের মূল স্তম্ভ বা ‘Pillars of Good Governance’। 50th BCS Preli Question Solution 2026 এ সুশাসনের এই তিনটি জাদুকরী শব্দ (স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন) মনে রাখলেই উত্তর করা সহজ।

৭৭. A synonym of the word ‘crepuscular’ is-

(ক) nocturnal (খ) diurnal (গ) cathemeral (ঘ) twilit

সঠিক উত্তর: (ঘ) twilit

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্ন ২০২৬ এর ইংরেজি ভোকাবুলারি। ‘Crepuscular’ শব্দটি এসেছে ল্যাটিন ‘crepusculum’ থেকে, যার অর্থ গোধূলি বা আবছা আলো (Twilight)। প্রাণিবিজ্ঞানে যেসব প্রাণী ভোরবেলা বা সন্ধ্যাবেলায় (গোধূলি লগ্নে) সক্রিয় থাকে, তাদের Crepuscular animal বলে। তাই এর সমার্থক শব্দ হলো ‘Twilit’ (গোধূলি আলোকিত বা অস্পষ্ট আলোকিত)।

অন্য অপশনগুলো: (ক) Nocturnal মানে নিশাচর (রাতে সক্রিয়)। (খ) Diurnal মানে দিবাচর (দিনে সক্রিয়)। (গ) Cathemeral মানে যারা দিন-রাত যেকোনো সময় সক্রিয় থাকতে পারে। প্রশ্নে যেহেতু Synonym চেয়েছে, তাই গোধূলি বা Twilight সম্পর্কিত শব্দ ‘Twilit’ ই সঠিক। 50th BCS Preliminary Question Solution 2026 এর জন্য এই Uncommon শব্দগুলো নোট করে রাখা ভালো।

৭৮. বাংলাদেশের মধ্যম আয়ের ফাঁদে (Middle-Income Trap) পড়ার ঝুঁকি মূলত কোন্ কাঠামোগত প্রতিবন্ধকতার সঙ্গে যুক্ত?

(ক) কৃষি রপ্তানি হ্রাস (খ) নগর জনসংখ্যার উচ্চ ঘনত্ব (গ) প্রবাসী আয়ের ওপর নির্ভরতা বৃদ্ধি (ঘ) পুঁজি বৃদ্ধি সত্ত্বেও মোট উৎপাদনশীলতার (Total Factor Productivity) বৃদ্ধি ধীর গতির হওয়া

সঠিক উত্তর: (ঘ) পুঁজি বৃদ্ধি সত্ত্বেও মোট উৎপাদনশীলতার (Total Factor Productivity) বৃদ্ধি ধীর গতির হওয়া

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর অর্থনীতির সবচেয়ে অ্যাডভান্সড লেভেলের প্রশ্ন এটি। ‘মিডল ইনকাম ট্র্যাপ’ বা মধ্যম আয়ের ফাঁদ হলো এমন একটি অবস্থা যখন কোনো দেশ গরিব থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়, কিন্তু আর ধনী দেশে পরিণত হতে পারে না। এর মূল কারণ হলো, যখন আয় বাড়ে, তখন শ্রমিকের মজুরিও বেড়ে যায়। ফলে সস্তা শ্রমের সুবিধা আর থাকে না। তখন এগিয়ে যাওয়ার একমাত্র উপায় হলো দক্ষতা ও প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনশীলতা বাড়ানো, যাকে অর্থনীতিতে ‘Total Factor Productivity’ (TFP) বলে।

যদি পুঁজি বা মূলধন বিনিয়োগ করার পরেও এই TFP বা সামগ্রিক উৎপাদনশীলতা কাঙ্ক্ষিত হারে না বাড়ে, তখনই দেশটি ‘ফাঁদে’ আটকে যায়। বাংলাদেশে বর্তমানে এই ঝুঁকিটি নিয়ে অর্থনীতিবিদরা চিন্তিত। অপশন (ক), (খ), বা (গ) সমস্যা হতে পারে, কিন্তু ‘ট্র্যাপ’-এর মূল তাত্ত্বিক কারণ হলো উৎপাদনশীলতার স্থবিরতা। 50th BCS Preli Question Solution 2026 এ যারা অর্থনীতির গভীর ধারণা রাখেন, তারাই কেবল এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন।

৭৯. Which functions both as a transitive and an intransitive verb?

(ক) sleep (খ) arrive (গ) break (ঘ) die

সঠিক উত্তর: (গ) break

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর ইংরেজি ব্যাকরণ অংশের Verb চ্যাপ্টারের প্রশ্ন। Transitive Verb (সকর্মক ক্রিয়া) হলো যার Object থাকে, আর Intransitive Verb (অকর্মক ক্রিয়া) হলো যার Object থাকে না।
কিছু কিছু ভার্ব আছে যা বাক্যে ব্যবহারের ওপর ভিত্তি করে দুইভাবেই কাজ করতে পারে। এদের মধ্যে ‘break’ অন্যতম।
উদাহরণ:
১. He broke the glass. (সে গ্লাসটি ভেঙেছে। এখানে ‘broke’ এর অবজেক্ট হলো ‘the glass’, তাই এটি Transitive).
২. The glass broke. (গ্লাসটি ভেঙে গেল। এখানে ‘broke’ এর কোনো অবজেক্ট নেই, এটি নিজেই ঘটেছে। তাই এটি Intransitive).

অন্য অপশনগুলো দেখি:
(ক) Sleep: সবসময় Intransitive. (I sleep. এখানে কাকে বা কী প্রশ্ন করা যায় না).
(খ) Arrive: সবসময় Intransitive. (He arrived. সে পৌঁছালো).
(ঘ) Die: সবসময় Intransitive. (He died. সে মারা গেল).
তাই সঠিক উত্তর (গ) break। 50th BCS Preli Question Solution 2026 এর জন্য এই Ergative Verbs গুলো (যেমন open, close, break) চিনে রাখা জরুরি।

৮০. কোনটি মানুষকে লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে?

(ক) প্রয়োজন (খ) প্রেষণা (গ) ইচ্ছা (ঘ) শারীরিক শক্তি

সঠিক উত্তর: (খ) প্রেষণা

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর মানসিক দক্ষতা ও মনোবিজ্ঞান অংশের প্রশ্ন। প্রেষণা বা Motivation হলো এমন একটি অভ্যন্তরীণ শক্তি বা প্রক্রিয়া যা মানুষকে কোনো নির্দিষ্ট লক্ষ্য বা Target অর্জনের দিকে চালিত করে। এটি মানুষকে কাজের প্রতি আগ্রহী করে তোলে এবং সেই কাজ চালিয়ে যেতে সাহায্য করে।

‘প্রয়োজন’ (Need) থেকে প্রেষণার সৃষ্টি হয় ঠিকই, কিন্তু প্রয়োজন শুধু অভাববোধ বোঝায়। আর সেই অভাব পূরণের জন্য যে চালিকাশক্তি মানুষকে দৌড় করায়, সেটাই প্রেষণা। যেমন—ক্ষুধা লাগাটা ‘প্রয়োজন’, কিন্তু খাবার খোঁজার জন্য যে তাগিদ অনুভব করেন, সেটাই ‘প্রেষণা’। তাই মানুষকে পরিচালিত করে প্রেষণা। 50th BCS Preliminary Question Solution 2026 এর সাইকোলজি পার্টে এই কনসেপ্ট ক্লিয়ার থাকা ভালো।

৮১. একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 মিটার হলে এর ক্ষেত্রফল হবে:

(ক) $8\sqrt{3}$ (খ) $8\sqrt{5}$ (গ) $16\sqrt{3}$ (ঘ) $16\sqrt{5}$

সঠিক উত্তর: (গ) $16\sqrt{3}$

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি MCQ ২০২৬ এর পরিমিতি অংশের সহজ একটি সূত্রভিত্তিক অংক। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো:
ক্ষেত্রফল = $\frac{\sqrt{3}}{4} a^2$
এখানে, বাহুর দৈর্ঘ্য $a = 8$ মিটার।
মান বসিয়ে পাই:
$= \frac{\sqrt{3}}{4} \times (8)^2$
$= \frac{\sqrt{3}}{4} \times 64$
৪ দিয়ে ৬৪ কে কাটলে ১৬ হয়।
$= 16\sqrt{3}$ বর্গমিটার।
তাই সঠিক উত্তর (গ)। 50th BCS Preliminary Question Solution 2026 এর গণিতে শুধু সূত্র মুখস্থ থাকলেই কেল্লাফতে।

৮২. ‘To have a shot’ means:

(ক) to open fire (খ) to take a photograph (গ) to make a try (ঘ) to test a gun

সঠিক উত্তর: (গ) to make a try

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর ইংরেজি ইডিয়ম ও ফ্রেজ অংশের প্রশ্ন। ‘To have a shot’ বা ‘Give it a shot’ একটি বহুল প্রচলিত ইডিয়ম যার অর্থ হলো ‘কোনো কিছু করার চেষ্টা করা’ বা ‘ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে একবার ট্রাই করে দেখা’ (Attempt or try something)।

যদিও ‘Shot’ মানে গুলি করা বা ছবি তোলা হতে পারে, কিন্তু ইডিয়ম হিসেবে এর অর্থ সম্পূর্ণ ভিন্ন। যেমন—”I don’t know if I can fix it, but I’ll have a shot at it.” (আমি জানি না ঠিক করতে পারব কি না, তবে চেষ্টা করে দেখব)। তাই অপশন (গ) to make a try সঠিক। 50th BCS Preli Question Solution 2026 এ লিটারাল মিনিং বা শাব্দিক অর্থের ফাঁদে পা দেওয়া যাবে না।

৮৩. OCR _____ থেকে _____ এ রূপান্তরের জন্য ব্যবহার করা হয়।

(ক) অডিও হতে টেক্সট (খ) ইমেজ হতে টেক্সট (গ) ভিডিও হতে টেক্সট (ঘ) বাইনারি হতে ডেসিমেল

সঠিক উত্তর: (খ) ইমেজ হতে টেক্সট

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর আইসিটি অংশের প্রশ্ন। OCR এর পূর্ণরূপ হলো Optical Character Recognition। এটি এমন একটি প্রযুক্তি যা কোনো স্ক্যান করা ছবি, পিডিএফ ফাইল বা হাতে লেখা নথির ছবিকে এডিটেবল বা সম্পাদনাযোগ্য টেক্সটে রূপান্তর করে।

ধরুন, আপনি একটি বইয়ের পাতার ছবি তুললেন। সেটি তখন জেপিজি বা ইমেজ ফাইল হিসেবে থাকে। OCR সফটওয়্যার ব্যবহার করলে সেই ছবির লেখাগুলোকে টেক্সট আকারে পাওয়া যায়, যা আপনি কপি-পেস্ট করতে পারেন। তাই সঠিক উত্তর হলো ইমেজ হতে টেক্সট। 50th BCS Preliminary Question Solution 2026 এ আইসিটির পূর্ণরূপ এবং ব্যবহার জানাটা মাস্ট।

৮৪. কোন্ জলবায়ু চুক্তির অধীনে ‘সবুজ জলবায়ু তহবিল’ বা Green Climate Fund প্রতিষ্ঠা করা হয়েছিল?

(ক) ক্যানকুন চুক্তি (খ) প্যারিস চুক্তি (গ) কিয়োটো প্রোটোকল (ঘ) কোপেনহেগেন চুক্তি

সঠিক উত্তর: (ঘ) কোপেনহেগেন চুক্তি (প্রস্তাবনা) / ক্যানকুন চুক্তি (আনুষ্ঠানিক প্রতিষ্ঠা) – এখানে একটু ব্যাখ্যার প্রয়োজন আছে।

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর পরিবেশ ও জলবায়ু অংশের এই প্রশ্নটি একটু বিভ্রান্তিকর হতে পারে। ‘Green Climate Fund (GCF)’ গঠনের মূল প্রস্তাবনা ও সিদ্ধান্ত নেওয়া হয় ২০০৯ সালের ‘কোপেনহেগেন জলবায়ু সম্মেলনে’ (COP15)। তবে এটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত এবং এর কাঠামো চূড়ান্ত হয় ২০১০ সালের মেক্সিকোর ‘ক্যানকুন সম্মেলনে’ (COP16)।

সাধারণত বিসিএসের প্রশ্নে ‘প্রতিষ্ঠা’ বা ‘উৎপত্তি’ বলতে কোপেনহেগেন একর্ডকে রেফারেন্স হিসেবে ধরা হয় কারণ সেখানেই উন্নত দেশগুলো প্রথমবারের মতো ১০০ বিলিয়ন ডলারের ফান্ড গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে যদি টেকনিক্যালি ‘প্রতিষ্ঠা’ (Established) বলা হয়, তবে ক্যানকুন চুক্তি বেশি সঠিক। কিন্তু বিসিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার বিগত বছরের ট্রেন্ড অনুযায়ী, ‘কোপেনহেগেন চুক্তি’ (Copenhagen Accord) কে এর সূতিকাগার হিসেবে গণ্য করা হয়। যদি অপশনে ক্যানকুন এবং কোপেনহেগেন দুটোই থাকে এবং প্রশ্ন হয় ‘অধীনে’ (Under which accord), তবে ক্যানকুন বেশি যুক্তিযুক্ত।

কিন্তু অনেক সোর্সে কোপেনহেগেনের কথা বলা হয়। তবে পিএসসি সাধারণত ক্যানকুনকে সঠিক উত্তর হিসেবে নেয়। আবার প্রশ্নটি যদি ‘সিদ্ধান্ত’ নিয়ে হয় তবে কোপেনহেগেন। এখানে আমার বেস্ট গেস হলো (ক) ক্যানকুন চুক্তি, কারণ এটিই অফিশিয়াল বার্থপ্লেস।
(নোট: পরীক্ষার হলে এই ধরণের প্রশ্নে ক্যানকুন দাগানোই নিরাপদ, কারণ GCF এর ওয়েবসাইটেও ক্যানকুন এগ্রিমেন্টের কথা বলা আছে। তবে প্রশ্নে ‘অধীনে’ শব্দটি থাকায় অনেকে কোপেনহেগেনও ভাবতে পারেন। আমরা এখানে সবচেয়ে শক্তিশালী উত্তর হিসেবে (ক) ক্যানকুন চুক্তি ধরব, কারণ ২০১০ সালে ক্যানকুনেই এটি ‘Fund’ হিসেবে আত্মপ্রকাশ করে।)
সংশোধিত উত্তর: (ক) ক্যানকুন চুক্তি
(কারণ ২০১০ সালের ক্যানকুন সম্মেলনেই GCF অফিশিয়ালি লঞ্চ করা হয়)।

৮৫. Candidates are required to get _____ the centre before 09:00 AM.

(ক) at (খ) to (গ) in (ঘ) into

সঠিক উত্তর: (খ) to

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর ইংরেজি প্রিপজিশন অংশের প্রশ্ন। ‘Get’ ভার্বটির সাথে বিভিন্ন প্রিপজিশন বসলে অর্থ পাল্টে যায়। এখানে অর্থ হলো ‘কেন্দ্রে পৌঁছানো’।
‘Get to’ মানে হলো কোনো স্থানে পৌঁছানো (To reach a destination)।
উদাহরণ: How do I get to the station? (আমি কীভাবে স্টেশনে পৌঁছাব?)
তাই এখানে ‘Candidates are required to get TO the centre’ মানে প্রার্থীদের সেন্টারে পৌঁছাতে হবে।
‘Get at’ মানে নাগাল পাওয়া, ‘Get in’ মানে প্রবেশ করা (সাধারণত ছোট যানবাহনে বা ভেতরে)। কিন্তু গন্তব্যে পৌঁছানো অর্থে ‘Get to’ ই সবচেয়ে উপযুক্ত। তাই সঠিক উত্তর (খ)।

৮৬. ভাইরাস সম্পর্কে কোন্ বিবৃতিটি সঠিক?

(ক) এদের যেকোনো সিনথেটিক নিউট্রিয়েন্ট মিডিয়ামে কালচার করা যায় (খ) এদের জেনেটিক উপাদান হিসেবে ডিএনএ এবং আরএনএ থাকে (গ) এরা এক ধরণের অন্তঃকোষীয় পরজীবী (ঘ) ভাইরাস হল অণুবীক্ষণিক জীবন্ত প্রাণী

সঠিক উত্তর: (গ) এরা এক ধরণের অন্তঃকোষীয় পরজীবী

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর জীববিজ্ঞানের প্রশ্ন। ভাইরাসকে বলা হয় ‘জীব ও জড়ের সেতুবন্ধন’।
(ক) ভুল: ভাইরাস কোনো জড় মাধ্যমে বা সিনথেটিক কালচারে জন্মায় না, এদের বংশবৃদ্ধির জন্য অবশ্যই কোনো জীবিত কোষ (Living Host) লাগে।
(খ) ভুল: ভাইরাসে ডিএনএ অথবা আরএনএ থাকে, কখনোই দুটো একসাথে থাকে না। (DNA or RNA, not both).
(ঘ) ভুল: ভাইরাসকে পূর্ণাঙ্গ ‘জীবন্ত প্রাণী’ বলা হয় না, কারণ হোস্টের বাইরে এটি জড় পদার্থের মতো আচরণ করে। একে বলা হয় অকোষীয় বা A-cellular।
(গ) সঠিক: ভাইরাস হলো ‘বাধ্যতামূলক অন্তঃকোষীয় পরজীবী’ (Obligate Intracellular Parasite)। অর্থাৎ, জীবিত কোষের ভেতরে ঢুকলেই কেবল এটি সক্রিয় হয় এবং পরজীবী হিসেবে আচরণ করে। তাই এটিই সঠিক সংজ্ঞা।

৮৭. কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি?

(ক) লিগনিন (খ) রেজিন (গ) হেমি সেলুলোজ (ঘ) সেলুলোজ

সঠিক উত্তর: (ঘ) সেলুলোজ

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি MCQ ২০২৬ এর রসায়ন ও দৈনন্দিন বিজ্ঞান অংশের প্রশ্ন। কাগজ তৈরি হয় মূলত কাঠ, বাঁশ বা আখের ছোবড়া থেকে। আর উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো ‘সেলুলোজ’ (Cellulose)। এই সেলুলোজের আঁশ বা ফাইবার দিয়েই কাগজ তৈরি হয়।
যদিও কাঠে লিগনিন ও হেমিসেলুলোজও থাকে, কিন্তু কাগজ তৈরির সময় পাল্পিং প্রক্রিয়ায় লিগনিন ও অন্যান্য অপদ্রব্য দূর করে ফেলা হয়, যাতে কাগজ সাদা ও টেকসই হয়। তাই কাগজের মূল এবং প্রধান উপাদান হলো বিশুদ্ধ সেলুলোজ। সঠিক উত্তর (ঘ)।

৮৮. পারস্য উপসাগর থেকে জ্বালানী তেলের প্রবাহ রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ‘____ ডকট্রিন’ অনুসরণ করে?

(ক) মনরো (খ) ট্রুম্যান (গ) বুশ (ঘ) কার্টার

সঠিক উত্তর: (ঘ) কার্টার

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর আন্তর্জাতিক রাজনীতির ইতিহাস থেকে আসা প্রশ্ন। ১৯৮০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিম্মি কার্টার একটি ঘোষণা দেন যা ‘কার্টার ডকট্রিন’ (Carter Doctrine) নামে পরিচিত। এতে বলা হয়, পারস্য উপসাগরীয় অঞ্চলে (মধ্যপ্রাচ্যে) আমেরিকার স্বার্থে কেউ আঘাত করলে বা তেলের প্রবাহ বাধাগ্রস্ত করলে আমেরিকা প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করবে। এটি মূলত সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান আগ্রাসনের পর তেলের নিরাপত্তা নিশ্চিত করতে দেওয়া হয়েছিল।
(ক) মনরো ডকট্রিন ছিল আমেরিকার দুই মহাদেশে ইউরোপীয় হস্তক্ষেপ বন্ধে। (খ) ট্রুম্যান ডকট্রিন ছিল কমিউনিজম ঠেকাতে। কিন্তু মধ্যপ্রাচ্যের তেলের পাহারাদার হিসেবে ‘কার্টার ডকট্রিন’ বিখ্যাত।

৮৯. কোন দুটি দেশ সম্প্রতি ন্যাটোতে (NATO) যোগদান করেছে, যা ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন রূপ প্রদান করেছে?

(ক) অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ড (খ) ইউক্রেন এবং জর্জিয়া (গ) সুইডেন এবং ফিনল্যান্ড (ঘ) মলদোভা এবং বেলারুশ

সঠিক উত্তর: (গ) সুইডেন এবং ফিনল্যান্ড

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর সাম্প্রতিক জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপের দীর্ঘদিনের নিরপেক্ষ দেশ সুইডেন এবং ফিনল্যান্ড তাদের নিরপেক্ষতা ভেঙে ন্যাটোর সদস্য হওয়ার আবেদন করে। ফিনল্যান্ড ২০২৩ সালে ৩১তম এবং সুইডেন ২০২৪ সালে ৩২তম সদস্য হিসেবে ন্যাটোতে আনুষ্ঠানিকভাবে যোগদান করে। এটি বাল্টিক সাগর ও নর্ডিক অঞ্চলের নিরাপত্তা মানচিত্র বদলে দিয়েছে।
ইউক্রেন এখনো সদস্য হয়নি। অস্ট্রেলিয়া ন্যাটোর সদস্য হওয়ার যোগ্য নয় (ভৌগোলিক কারণে)। তাই সঠিক উত্তর (গ)।

৯০. সাংস্কৃতিক মূল্যবোধগুলো বেশি উদ্ভূত হয় ‘সামাজিক ____’ থেকে।

(ক) আচরণ (খ) বৈষম্য (গ) প্রথা (ঘ) নীতি

সঠিক উত্তর: (গ) প্রথা

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর সমাজবিজ্ঞান ও মূল্যবোধ অংশের প্রশ্ন। মূল্যবোধ বা Values হঠাৎ করে তৈরি হয় না। এগুলো সমাজের দীর্ঘদিনের লালিত ‘প্রথা’ বা Customs, ঐতিহ্য এবং রীতিনীতি থেকে ধীরে ধীরে গড়ে ওঠে। মানুষ সমাজে যা দেখে অভ্যস্ত (প্রথা), সেটাই একসময় তাদের মনে ‘সঠিক বা ভুল’ এর মানদণ্ড (মূল্যবোধ) হিসেবে গেঁথে যায়।
আচরণ হলো মূল্যবোধের বহিঃপ্রকাশ, উৎস নয়। বৈষম্য নেতিবাচক। নীতি বা আইন পরে আসে। কিন্তু প্রথাই হলো সাংস্কৃতিক মূল্যবোধের আদি উৎস। তাই সঠিক উত্তর (গ)।

৯১. কোনটির দেহে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নেই?

(ক) শৈবাল (খ) ছত্রাক (গ) ভাইরাস (ঘ) ব্যাকটেরিয়া

সঠিক উত্তর: (গ) ভাইরাস

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর জীববিজ্ঞান অংশের আরেকটি বেসিক প্রশ্ন। আগেই বলেছি, ভাইরাস হলো অকোষীয় (A-cellular)। কোষ না থাকলে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া—এসব থাকার প্রশ্নই আসে না। ভাইরাসে শুধু প্রোটিন আবরণ (Capsid) আর ভেতরে নিউক্লিক অ্যাসিড (DNA/RNA) থাকে।
ব্যাকটেরিয়া আদি কোষী হলেও তাতে সাইটোপ্লাজম ও নিউক্লিয়ড থাকে। শৈবাল ও ছত্রাক প্রকৃত কোষী, তাই তাদের সুগঠিত নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম আছে। একমাত্র ভাইরাসের দেহেই এসব কোষীয় অঙ্গাণু নেই। তাই উত্তর (গ)।

৯২. $x^2 – (p+q)x + pq = 0$ এর সমাধান সেট হবে :

(ক) ${p, q}$ (খ) ${p, -q}$ (গ) ${-p, q}$ (ঘ) ${-p, -q}$

সঠিক উত্তর: (ক) ${p, q}$

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি MCQ ২০২৬ এর গণিত অংশের উৎপাদক ও সমীকরণ সমাধান।
সমীকরণটি হলো: $x^2 – px – qx + pq = 0$
বা, $x(x – p) – q(x – p) = 0$
বা, $(x – p)(x – q) = 0$
সুতরাং, হয় $x – p = 0 \Rightarrow x = p$
অথবা, $x – q = 0 \Rightarrow x = q$
তাহলে নির্ণেয় সমাধান সেট ${p, q}$।
খুবই সহজ একটি মিডল টার্ম ব্রেক আপ। তাই সঠিক উত্তর (ক)।

৯৩. $3 + \frac{3}{2} + \frac{3}{4} + …… \frac{3}{64}$ ধারাটিতে মোট কতটি পদ আছে?

(ক) 5 (খ) 6 (গ) 7 (ঘ) 8

সঠিক উত্তর: (গ) 7

ব্যাখ্যা:
এটি একটি গুণোত্তর ধারা (Geometric Progression)।
এখানে ১ম পদ, $a = 3$
সাধারণ অনুপাত, $r = \frac{3/2}{3} = \frac{1}{2}$
ধরি, পদসংখ্যা $n$ এবং শেষ পদ বা $n$-তম পদ $= \frac{3}{64}$
আমরা জানি, $n$-তম পদ $= ar^{n-1}$
প্রশ্নমতে,
$3 \times (\frac{1}{2})^{n-1} = \frac{3}{64}$
উভয় পক্ষকে ৩ দিয়ে ভাগ করে পাই,
$(\frac{1}{2})^{n-1} = \frac{1}{64}$
আমরা জানি, $2^6 = 64$। তাই,
$(\frac{1}{2})^{n-1} = (\frac{1}{2})^6$
ভিত্তি সমান হলে পাওয়ার সমান হয়।
সুতরাং, $n – 1 = 6$
বা, $n = 6 + 1 = 7$.
তাই মোট পদসংখ্যা ৭টি। সঠিক উত্তর (গ)।

৯৪. আপনার পারসোনাল কম্পিউটারে (পিসি) কোন একটি প্রোগ্রাম এর কর্মদক্ষতা (performance) বৃদ্ধির জন্য কোন্ কাজটি করা সর্বোত্তম হবে বলে আপনি মনে করেন?

(ক) প্রোগ্রামটির জন্য এমন একটা এলগরিদম তৈরি করা যা asymptotically faster (খ) পিসির Configuration উন্নত করা (গ) খুব দ্রুত গতির I/O devices লাগানো (ঘ) খ এবং গ উভয়েই

সঠিক উত্তর: (ক) প্রোগ্রামটির জন্য এমন একটা এলগরিদম তৈরি করা যা asymptotically faster

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর কম্পিউটার সায়েন্স বা প্রোগ্রামিং অংশের কনসেপচুয়াল প্রশ্ন। অনেকে ভাবতে পারেন পিসির র‍্যাম বা প্রসেসর বাড়ালে (Configuration উন্নত করলে) প্রোগ্রাম ফাস্ট হবে। হ্যাঁ, হবে, তবে তা সাময়িক এবং সীমিত।
কম্পিউটার সায়েন্সে বলা হয়, হার্ডওয়্যার যতই শক্তিশালী হোক, যদি অ্যালগরিদম খারাপ হয় (যেমন $O(n^2)$ বা $O(2^n)$), তবে বড় ডেটার ক্ষেত্রে প্রোগ্রাম স্লো হবেই। কিন্তু যদি আপনি অ্যালগরিদমটি অপটিমাইজ করেন (যেমন $O(n^2)$ থেকে $O(n \log n)$ এ নিয়ে আসেন), যাকে বলা হয় ‘Asymptotically Faster’, তবে সাধারণ মানের কম্পিউটারেও সেটি হাজার গুণ দ্রুত চলতে পারে। এটিই হলো পারফরম্যান্স বাড়ানোর ‘সর্বোত্তম’ বা বিজ্ঞানসম্মত উপায়। হার্ডওয়্যার বাড়ানো ব্যয়বহুল, কিন্তু অ্যালগরিদম ঠিক করা হলো বুদ্ধিবৃত্তিক সমাধান। তাই (ক) সঠিক।

৯৫. যদি $0 < x < 1$ হয়, তবে নিচের কোনটি সবচেয়ে বড় হবে?

(ক) $x$ (খ) $2x$ (গ) $x^2$ (ঘ) $x+1$

সঠিক উত্তর: (ঘ) $x+1$

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর মানসিক দক্ষতা ও অসমতা অংশের প্রশ্ন।
এখানে বলা হয়েছে $x$ এর মান ০ থেকে ১ এর মাঝখানে। অর্থাৎ $x$ একটি প্রকৃত ভগ্নাংশ (যেমন ০.৫ বা ১/২)।
ধরি, $x = 0.5$
এখন অপশনগুলো যাচাই করি:
(ক) $x = 0.5$
(খ) $2x = 2 \times 0.5 = 1.0$
(গ) $x^2 = (0.5)^2 = 0.25$ (মনে রাখবেন, ১ এর ছোট সংখ্যার বর্গ করলে তা আরও ছোট হয়ে যায়)।
(ঘ) $x + 1 = 0.5 + 1 = 1.5$
দেখা যাচ্ছে, $1.5$ সবার চেয়ে বড়।
লজিক হলো: কোনো পজিটিভ সংখ্যার সাথে ১ যোগ করলে সেটি অবশ্যই মূল সংখ্যা, তার দ্বিগুণ (যদি সংখ্যাটি ০.৫ এর কম হয়) বা তার বর্গের চেয়ে বড় হবে। এখানে $x+1$ এর মান ১ এর চেয়ে বেশি হবেই, যেখানে $x$ এবং $x^2$ ১ এর চেয়ে ছোট। তাই চোখ বন্ধ করে (ঘ) উত্তর।

৯৬. একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ $x, \frac{x}{2}$ ও $\frac{3x}{2}$। ক্ষুদ্রতম কোণের মান রেডিয়ানে কত হবে?

(ক) $\frac{\pi}{6}$ (খ) $\frac{\pi}{3}$ (গ) $\frac{\pi}{2}$ (ঘ) $\frac{2\pi}{3}$

সঠিক উত্তর: (ক) $\frac{\pi}{6}$

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর ত্রিকোণমিতি অংশের অংক।
আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি বা $\pi$ রেডিয়ান।
প্রশ্নমতে,
$x + \frac{x}{2} + \frac{3x}{2} = \pi$
বা, $x + \frac{x + 3x}{2} = \pi$
বা, $x + \frac{4x}{2} = \pi$
বা, $x + 2x = \pi$
বা, $3x = \pi$
বা, $x = \frac{\pi}{3}$

এখন আমাদের বের করতে হবে ‘ক্ষুদ্রতম’ কোণ কোনটি।
কোণগুলো হলো:
১. $x = \frac{\pi}{3}$ (৬০ ডিগ্রি)
২. $\frac{x}{2} = \frac{\pi/3}{2} = \frac{\pi}{6}$ (৩০ ডিগ্রি)
৩. $\frac{3x}{2} = \frac{3 \times \pi/3}{2} = \frac{\pi}{2}$ (৯০ ডিগ্রি)
পরিষ্কার দেখা যাচ্ছে, $\frac{\pi}{6}$ বা ৩০ ডিগ্রিই হলো সবচেয়ে ছোট।
তাই সঠিক উত্তর (ক) $\frac{\pi}{6}$।

৯৭. ABSCISSA শব্দটির বর্ণগুলিকে নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায়?

(ক) ১০০৮০ (খ) ৬৭২০ (গ) ৩৩৬০ (ঘ) ৩৩৫৯

সঠিক উত্তর: (গ) ৩৩৬০

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর গণিত অংশের বিন্যাস ও সমাবেশ (Permutation) অধ্যায়ের অংক।
শব্দটি হলো: ABSCISSA
এখানে মোট বর্ণ সংখ্যা = ৮টি।
এর মধ্যে একই বর্ণ বারবার আছে:
A আছে ২ বার
S আছে ৩ বার
বাকি বর্ণগুলো (B, C, I) ১ বার করে আছে।
আমরা জানি, পুনরাবৃত্তিমূলক বিন্যাসের সূত্র হলো: $\frac{n!}{p! q! r!…}$
এখানে, $\frac{8!}{2! \times 3!}$
$= \frac{40320}{2 \times 6}$
$= \frac{40320}{12}$
$= 3360$
তাই সঠিক উত্তর (গ)। 50th BCS Preliminary Question Solution 2026 এর গণিত অংশে ক্যালকুলেটর ছাড়া এই ভাগগুলো দ্রুত করার অভ্যাস থাকতে হবে।

৯৮. Which one is a coordinating conjunction?

(ক) since (খ) lest (গ) as (ঘ) so

সঠিক উত্তর: (ঘ) so

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর ইংরেজি ব্যাকরণ অংশের প্রশ্ন। Conjunction মূলত দুই প্রকার—Coordinating এবং Subordinating।
Coordinating Conjunction গুলো মনে রাখার সহজ সূত্র হলো ‘FANBOYS’ (For, And, Nor, But, Or, Yet, So)। এরা দুটি স্বাধীন বাক্য বা সমজাতীয় শব্দকে যুক্ত করে।
অন্যদিকে, Since, Lest, As—এগুলো হলো Subordinating Conjunction, যা একটি পরাধীন বাক্যাংশ (Clause) তৈরি করে।
উদাহরণ: It was raining, so I took an umbrella. (দুটি স্বাধীন বাক্যকে যুক্ত করেছে)।
তাই সঠিক উত্তর (ঘ) so।

৯৯. দুর্যোগ ব্যবস্থাপনার প্রথম ধাপ কোনটি?

(ক) উদ্ধার (খ) পুনর্বাসন (গ) পুনর্গঠন (ঘ) প্রস্তুতি

সঠিক উত্তর: (ঘ) প্রস্তুতি

ব্যাখ্যা:
দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের (Disaster Management Cycle) চারটি মূল পর্যায় থাকে: প্রশমন (Mitigation), প্রস্তুতি (Preparation), সাড়া দান (Response) এবং পুনরুদ্ধার (Recovery)।
প্রশ্নে ‘প্রথম ধাপ’ জানতে চাওয়া হয়েছে। দুর্যোগ আঘাত হানার আগে আমরা যা করি, তা হলো ঝুঁকি হ্রাস ও প্রস্তুতি। প্রদত্ত অপশনগুলোর মধ্যে ‘উদ্ধার’ কাজ চলে দুর্যোগের সময়, ‘পুনর্বাসন’ ও ‘পুনর্গঠন’ চলে দুর্যোগের পরে। একমাত্র ‘প্রস্তুতি’ (Preparation) দুর্যোগের পূর্ববর্তী ধাপ। যদি অপশনে ‘প্রশমন’ (Mitigation) থাকত, তবে সেটিও শক্তিশালী উত্তর হতো। তবে এই সেটে ‘প্রস্তুতি’-ই সঠিক ও যৌক্তিক প্রথম পদক্ষেপ। 50th BCS Preli Question Solution 2026 এ দুর্যোগ ব্যবস্থাপনার ধাপগুলো ক্রমানুসারে মনে রাখা জরুরি।

১০০. কোনটি মাইক্রোওয়েভ ওভেনের কার্যনীতিকে সর্বোত্তমভাবে বর্ণনা করতে পারে?

(ক) উচ্চ তাপ বিকিরণ এবং খাদ্য কণাগুলিতে পরিবহন (খ) খাদ্য কণাগুলিতে ইনফ্রা-রেড বিকিরণ এবং শোষণ (গ) পানির অণুগুলির ইন্ডাকশন হিটিং (ঘ) ঘর্ষণের কারণে ডাই-ইলেকট্রিক হিটিং

সঠিক উত্তর: (ঘ) ঘর্ষণের কারণে ডাই-ইলেকট্রিক হিটিং

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর বিজ্ঞান অংশের প্রশ্ন। মাইক্রোওয়েভ ওভেনে যে তড়িৎচৌম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয়, তা খাবারের ভেতরে থাকা পানির অণুগুলোকে প্রবলভাবে কম্পিত বা রোটেট করায়। পানির অণুগুলো ডাই-পোল (Dipole) হওয়ার কারণে বিদ্যুতক্ষেত্রের সাথে ঘুরতে থাকে। এই দ্রুত ঘূর্ণনের ফলে অণুগুলোর মধ্যে প্রচণ্ড ঘর্ষণ (Friction) সৃষ্টি হয় এবং তাপ উৎপন্ন হয়। বিজ্ঞানের ভাষায় একে ‘Dielectric Heating’ বলা হয়। এটি ইনফ্রারেড বা সাধারণ ওভেনের মতো বাইরে থেকে তাপ দেয় না, বরং ভেতর থেকে তাপ তৈরি করে। তাই (ঘ) সঠিক।

১০১. বাংলাদেশের উন্নয়ন ধারার সবচেয়ে বড় কাঠামোগত বৈপরীত্য কোনটি?

(ক) জনসংখ্যা বৃদ্ধির স্থবিরতা সত্ত্বেও জিডিপির দ্রুত প্রবৃদ্ধি (খ) শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক সূচকের পাশাপাশি দুর্বল প্রাতিষ্ঠানিক শাসনব্যবস্থা (গ) রেমিট্যান্স বৃদ্ধি কিন্তু শ্রম অভিবাসন হ্রাস (ঘ) রপ্তানি বৃদ্ধি কিন্তু শিল্পায়ন কমে যাওয়া

সঠিক উত্তর: (খ) শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক সূচকের পাশাপাশি দুর্বল প্রাতিষ্ঠানিক শাসনব্যবস্থা

ব্যাখ্যা:
অর্থনীতি ও সুশাসন অংশের এই প্রশ্নটি ‘বাংলাদেশ প্যারাডক্স’ (Bangladesh Paradox) ধারণা থেকে এসেছে। গত দুই দশকে বাংলাদেশের জিডিপি, মাথাপিছু আয়, এবং সামাজিক সূচকগুলোতে অভাবনীয় উন্নতি হয়েছে (শক্তিশালী সামষ্টিক অর্থনীতি)। কিন্তু সেই তুলনায় প্রাতিষ্ঠানিক সুশাসন, ব্যাংকিং খাতের শৃঙ্খলা, এবং দুর্নীতির সূচকে কাঙ্ক্ষিত উন্নতি হয়নি বা দুর্বলতা রয়ে গেছে। উন্নয়নের সাথে সুশাসনের এই অমিলকেই বাংলাদেশের উন্নয়নের প্রধান কাঠামোগত বৈপরীত্য বা Contradiction বলা হয়। 50th BCS Preliminary Question Solution 2026 এ এমন বিশ্লেষণধর্মী প্রশ্ন নীতিনির্ধারণী ধারণা যাচাই করে।

১০২. Identify the sentence where ‘up’ functions as a noun.

(ক) He turned the volume up. (খ) Business confidence is on the up. (গ) We live just up the road. (ঘ) Our system should be up by afternoon.

সঠিক উত্তর: (খ) Business confidence is on the up.

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর ইংরেজি অংশের Parts of Speech সনাক্তকরণ।
(ক) turned… up (Adverb/Particle).
(গ) up the road (Preposition).
(ঘ) be up (Adjective/Adverb meaning functional/awake).
(খ) on the up—এখানে ‘the’ আর্টিকেলটির পরে ‘up’ বসেছে। আমরা জানি, আর্টিকেলের পরে সাধারণত Noun বসে। ‘On the up’ একটি ইডিয়ম যার অর্থ উন্নতি বা উর্ধ্বগতি (Ascent/Improvement)। এখানে ‘up’ শব্দটি ‘উন্নতি’ নামক নাম বা বিশেষ্য হিসেবে কাজ করছে। তাই এটি Noun।

১০৩. জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) মূলত তড়িৎ-চৌম্বকীয় বর্ণালীর কোন্ অংশে মহাবিশ্ব পর্যবেক্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছে?

(ক) অবলোহিত অঞ্চল (খ) দৃশ্যমান এবং নিকট-অবলোহিত অঞ্চল (গ) অতিবেগুনী এবং দৃশ্যমান অঞ্চল (ঘ) এক্স-রে এবং গামা-রে অঞ্চল

সঠিক উত্তর: (ক) অবলোহিত অঞ্চল

ব্যাখ্যা:
মহাকাশ বিজ্ঞান বিষয়ক এই প্রশ্নটি ৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর অন্তর্ভুক্ত। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের (JWST) প্রধান বৈশিষ্ট্যই হলো এটি ‘ইনফ্রারেড’ বা ‘অবলোহিত’ রশ্মি দিয়ে মহাবিশ্ব দেখে। হাবল টেলিস্কোপ যেখানে দৃশ্যমান আলোতে কাজ করত, জেমস ওয়েব সেখানে ধুলোর মেঘ ভেদ করে অনেক দূরের এবং প্রাচীন নক্ষত্র দেখার জন্য ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করে। যদিও এটি কিছু দৃশ্যমান আলো (লালচে) দেখতে পায়, কিন্তু এর মূল ডিজাইন এবং সার্থকতা ‘অবলোহিত অঞ্চল’ বা Infrared Spectrum-এ। তাই সঠিক উত্তর (ক)।

১০৪. In William Shakespeare’s play As You Like It, the Seven Ages of Man speech was delivered by- (ক) Oliver (খ) Orlando (গ) Jaques (ঘ) Rosalind

সঠিক উত্তর: (গ) Jaques

ব্যাখ্যা:
ইংরেজি সাহিত্যের বিখ্যাত কমেডি ‘As You Like It’ থেকে এই প্রশ্নটি এসেছে। নাটকের দ্বিতীয় অঙ্কে “All the world’s a stage” দিয়ে শুরু হওয়া বিখ্যাত মনোলগটি বা ‘মানুষের সাতটি স্তর’ (Seven Ages of Man) বর্ণনা করেন বিষাদগ্রস্ত চরিত্র ‘Jaques’ (Melancholy Jaques)। তিনি ডিউক সিনিয়রের সভায় মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনকে সাতটি অঙ্কের সাথে তুলনা করে এই দার্শনিক বক্তব্যটি দেন। 50th BCS Preliminary Question Solution 2026 এ শেক্সপিয়রের বিখ্যাত উক্তি ও বক্তার নাম জানা অত্যাবশ্যক।

১০৫. Transmission Control Protocol (TCP) OSI রেফারেন্স মডেলের কোন্ লেয়ারের প্রোটোকল?

(ক) অ্যাপ্লিকেশন লেয়ার (খ) নেটওয়ার্ক লেয়ার (গ) ট্রান্সপোর্ট লেয়ার (ঘ) ডেটালিঙ্ক লেয়ার

সঠিক উত্তর: (গ) ট্রান্সপোর্ট লেয়ার

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর আইসিটি অংশের প্রশ্ন। OSI মডেলের ৭টি লেয়ার আছে। এর মধ্যে ৪র্থ লেয়ারটি হলো ‘Transport Layer’। টিসিপি (TCP) বা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এই লেয়ারেই কাজ করে। এর কাজ হলো ডেটা সঠিকভাবে এবং নির্ভরযোগ্যভাবে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পৌঁছানো নিশ্চিত করা (End-to-end communication)। আইপি (IP) কাজ করে নেটওয়ার্ক লেয়ারে, আর টিসিপি কাজ করে ট্রান্সপোর্ট লেয়ারে। তাই সঠিক উত্তর (গ)।

১০৬. চীনের উদ্যোগে চালু করা ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ'(BRI)-এর প্রাথমিক লক্ষ্য কী? (ক) একটি নতুন আন্তর্জাতিক মুদ্রা প্রতিষ্ঠা করা (খ) নৌ ঘাঁটির মাধ্যমে বিশ্বব্যাপী অর্থনৈতিক সম্প্রসারণ (গ) বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়নে অর্থায়ন (ঘ) বাণিজ্য এবং অবকাঠামোর একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করা

সঠিক উত্তর: (ঘ) বাণিজ্য এবং অবকাঠামোর একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করা

ব্যাখ্যা:
আন্তর্জাতিক বিষয়াবলির এই প্রশ্নটি চীনের মেগা প্রজেক্ট BRI নিয়ে। ২০১৩ সালে শি জিনপিং এটি চালু করেন। এর মূল লক্ষ্য হলো প্রাচীন সিল্ক রোডের আদলে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকাকে সড়ক, রেল ও সমুদ্রপথে সংযুক্ত করা। এর মাধ্যমে চীন একটি বিশাল অবকাঠামো এবং বাণিজ্য নেটওয়ার্ক গড়ে তুলতে চায়। যদিও এর পেছনে ভূ-রাজনীতি আছে, কিন্তু দালিলিক লক্ষ্য হলো ‘Connectivity’ বা সংযোগ এবং অবকাঠামো উন্নয়ন। তাই অপশন (ঘ) সবচেয়ে সঠিক ও ব্যাপক উত্তর।

১০৭. ‘ই’ এর মাত্রা উপরের অংশের নাম কী?

(ক) চৈতন (খ) আঁকড়ি (গ) পাগড়ি (ঘ) জোড় আঁকড়ি

সঠিক উত্তর: (ক) চৈতন

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর বাংলা ব্যাকরণ ও লিপিজ্ঞান অংশের বিরল প্রশ্ন। বাংলা বর্ণমালায় ‘ই’ (হ্রস্ব ই) এবং ‘ঈ’ (দীর্ঘ ঈ) এর মাথার ওপর যে বিশেষ বাঁকানো অংশ বা উড়ি থাকে, তাকে লিপিকলার ভাষায় বা ব্যাকরণে ‘চৈতন’ বা ‘উড়ানি’ বলা হয়। চৈতন শব্দটি এসেছে ‘টিকি’ বা শিখা থেকে। যেহেতু এই মাত্রাটি টিকির মতো ওপরে থাকে, তাই একে চৈতন বলা হয়। ‘আঁকড়ি’ সাধারণত ‘ট’ বা ‘ত্র’ এর ওপরের অংশকে বোঝায়। অপশনে যেহেতু চৈতন আছে, তাই এটিই সঠিক উত্তর।

১০৮. মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করেছিল? (ক) ১৮৪৬ (খ) ১৮৬৭ (গ) ১৮৯৮ (ঘ) ১৯০৫

সঠিক উত্তর: (খ) ১৮৬৭

ব্যাখ্যা:
আমেরিকার ইতিহাসের এই বিখ্যাত ঘটনাটি ‘আলাস্কা পারচেজ’ নামে পরিচিত। ১৮৬৭ সালে যুক্তরাষ্ট্র মাত্র ৭.২ মিলিয়ন ডলারের বিনিময়ে রাশিয়ার কাছ থেকে বিশাল আলাস্কা অঞ্চল কিনে নেয়। তখন অনেকে একে ‘সুয়ার্ডের বোকামি’ (Seward’s Folly) বলে উপহাস করলেও পরবর্তীতে সেখানে তেল ও স্বর্ণ পাওয়া গেলে এটি আমেরিকার অন্যতম সেরা বিনিয়োগে পরিণত হয়। 50th BCS Preliminary Question Solution 2026 এর সাধারণ জ্ঞানে সাল-তারিখ মনে রাখা জরুরি।

১০৯. পরমাণু চুল্লীতে সচরাচর কোন্ জ্বালানী ব্যবহার করা হয়?

(ক) ইউরেনিয়াম-২৩৫ (খ) ইউরেনিয়াম-২৩৮ (গ) থোরিয়াম-১৩২ (ঘ) প্লুটোনিয়াম-২৪০

সঠিক উত্তর: (ক) ইউরেনিয়াম-২৩৫

ব্যাখ্যা:
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ফিশন বিক্রিয়ার জন্য যে আইসোটোপটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তা হলো ‘ইউরেনিয়াম-২৩৫’ (U-235)। প্রকৃতিতে পাওয়া ইউরেনিয়ামে এর পরিমাণ খুব কম থাকে (০.৭%), তাই একে সমৃদ্ধ (Enriched) করে ফুয়েল হিসেবে ব্যবহার করা হয়। ইউরেনিয়াম-২৩৮ ফিশনযোগ্য নয়, তাই এটি সরাসরি জ্বালানী হিসেবে কাজ করে না। সঠিক উত্তর (ক)।

১১০. মুনাফার হার কত হলে কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে ১০ বছরে দ্বিগুণ হবে:

(ক) 5.17% (খ) 6.17% (গ) 7.17% (ঘ) 8.17%

সঠিক উত্তর: (গ) 7.17%

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি MCQ ২০২৬ এর গণিত অংশের চক্রবৃদ্ধি মুনাফার অংক।
টাকা দ্বিগুণ হওয়ার সহজ সূত্র হলো ‘Rule of 72’।
মুনাফার হার $\approx \frac{72}{\text{সময়}}$
$= \frac{72}{10} = 7.2%$।
অপশনগুলোর মধ্যে $7.2%$ এর সবচেয়ে কাছের মান হলো $7.17%$।
সঠিক গাণিতিক হিসাবে:
$(1 + r)^{10} = 2$
বা, $1 + r = 2^{(1/10)} = 1.0717$
বা, $r = 0.0717$ বা $7.17%$।
তাই সঠিক উত্তর (গ)।

১১১. ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত ও স্তূপ পর্বতের উদাহরণ যথাক্রমে-

(ক) রকি, ভিসুভিয়াস, ব্ল্যাক ফরেস্ট (খ) হিমালয়, আল্পস, রকি (গ) হিমালয়, রকি, বিন্দ্য (ঘ) আল্পস, হেনরী, ফুজিয়ামা

সঠিক উত্তর: (ক) রকি, ভিসুভিয়াস, ব্ল্যাক ফরেস্ট

ব্যাখ্যা:
ভুগোলের পর্বত অধ্যায়ের প্রশ্ন। আমাদের তিনটি পর্বতের নাম ক্রমানুসারে মেলাতে হবে:
১. ভঙ্গিল পর্বত (Fold Mountain): রকি (উত্তর আমেরিকার বিখ্যাত ভঙ্গিল পর্বত)।
২. আগ্নেয় পর্বত (Volcanic Mountain): ভিসুভিয়াস (ইতালির বিখ্যাত আগ্নেয়গিরি)।
৩. স্তূপ পর্বত (Block Mountain): ব্ল্যাক ফরেস্ট (জার্মানির বিখ্যাত স্তূপ পর্বত)।
অপশন (ক)-তে এই ক্রমটি সঠিকভাবে মানা হয়েছে। অপশন (খ)-তে হিমালয় ও আল্পস দুটোই ভঙ্গিল, তাই ভুল। 50th BCS Preliminary Question Solution 2026 এ উদাহরণগুলো ক্লাসিফাই করা শিখতে হবে।

১১২. বায়ুমণ্ডল ও মহাশূন্যের মধ্যবর্তী রেখাটির নাম কী?

(ক) বিষুবরেখা (খ) ট্রপোপজ (গ) কারমান লাইন (ঘ) কলোরাডো লাইন

সঠিক উত্তর: (গ) কারমান লাইন

ব্যাখ্যা:
মহাকাশ বিজ্ঞানের এই প্রশ্নটি সীমানা বিষয়ক। পৃথিবী পৃষ্ঠ থেকে সমুদ্র সমতলের ১০০ কিলোমিটার (বা ৬২ মাইল) উপরের একটি কাল্পনিক রেখাকে ‘কারমান লাইন’ (Karman Line) বলা হয়। এটিকেই আন্তর্জাতিকভাবে বায়ুমণ্ডল এবং মহাশূন্যের (Outer Space) সীমানা হিসেবে ধরা হয়। হাঙ্গেরিয়ান-আমেরিকান প্রকৌশলী থিওডোর ভন কারমানের নামে এর নামকরণ করা হয়েছে। ট্রপোপজ হলো ট্রপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ারের মিলনস্থল, মহাশূন্যের সীমানা নয়। তাই উত্তর (গ)।

১১৩. ‘ময়দান, মুনাফা, বই’ শব্দ তিনটি কোন্ ভাষা থেকে আগত?

(ক) উর্দু (খ) ফারসি (গ) আরবি (ঘ) পর্তুগিজ

সঠিক উত্তর: (গ) আরবি

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর বাংলা ব্যাকরণের শব্দভাণ্ডার অংশের প্রশ্ন। এখানে শব্দগুলো বিশ্লেষণ করা যাক:
‘মুনাফা’ (Munafa) শব্দটি সরাসরি আরবি ভাষা থেকে এসেছে।
‘ময়দান’ (Maidan) শব্দটি আরবি ও ফারসি উভয় ভাষাতেই প্রচলিত, তবে এর মূল আরবি।
‘বই’ শব্দটি সাধারণত তদ্ভব (বহি থেকে) ধরা হয়, কিন্তু এই গ্রুপে যেহেতু বিদেশি শব্দের উৎস চাওয়া হয়েছে, এখানে ‘বই’ শব্দটি আরবি বাণিজ্যিক শব্দ ‘বাই’ (Bay’ – কেনাবেচা/চুক্তি) থেকে আগত হিসেবে ধরা হয়েছে বা আরবি শব্দের গুচ্ছ হিসেবে বিবেচনা করা হয়েছে। অথবা প্রশ্নকর্তা ‘বাকি’ (Baki) বোঝাতে চেয়েছেন যা আরবি। তবে অপশন ও ‘মুনাফা’র প্রাধান্য বিবেচনায় এই গুচ্ছটি ‘আরবি’ হিসেবেই পাঠ্যবইয়ে (বিশেষ করে ব্যবসায়িক শব্দে) পাওয়া যায়। তাই সঠিক উত্তর আরবি।

১১৪. ‘মা তাঁর সন্তানদের ভালোবাসেন’- এটি কোন্ ধরনের বাক্য?

(ক) ইচ্ছাসূচক (খ) অনুজ্ঞাসূচক (গ) প্রশ্নবোধক (ঘ) অস্তিবাচক

সঠিক উত্তর: (ঘ) অস্তিবাচক

ব্যাখ্যা:
বাক্যটি একটি সাধারণ বিবৃতি বা স্বীকারোক্তি। মা সন্তানদের ভালোবাসেন—এটি একটি হ্যাঁ-বোধক বা পজিটিভ তথ্য দিচ্ছে। ব্যাকরণে একে ‘বিবৃতিমূলক’ বা ‘নির্দেশাত্মক’ বাক্য বলা হয়, যার একটি ভাগ হলো ‘অস্তিবাচক’ (Affirmative) বাক্য। এখানে কোনো প্রশ্ন, আদেশ (অনুজ্ঞা) বা ইচ্ছা প্রকাশ করা হয়নি, শুধু একটি সত্য ঘটনা বলা হয়েছে। তাই এটি অস্তিবাচক।

১১৫. একটি কঠিন ঘনক অর্ধেক পানির উপরে ও অর্ধেক পানির নিচে ভাসছে। আপনি যদি ঘনকটি পানির মধ্যে ২ সে.মি. গভীরে ঠেলে দেন এবং তারপর সেটিকে ছেড়ে দেন, তাহলে কি ঘটবে?

(ক) ঘনকটি পানির ২ সে.মি. গভীরে থাকবে (খ) ঘনকটি সম্পূর্ণভাবে ডুবে যাবে (গ) ঘনকটি আবার অর্ধেক ডুবে থাকা ও অর্ধেক ভেসে থাকা অবস্থায় ফিরে আসবে (ঘ) ঘনকটি প্রথমে যতটুকু ভেসে ছিল তার চেয়ে উপরে উঠবে

সঠিক উত্তর: (ঘ) ঘনকটি প্রথমে যতটুকু ভেসে ছিল তার চেয়ে উপরে উঠবে

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর পদার্থবিজ্ঞানের প্লবতা ও সরল ছন্দিত স্পন্দন (SHM) বিষয়ক প্রশ্ন। যখন ভাসমান ঘনকটিকে জোর করে ২ সে.মি. ডুবিয়ে ছেড়ে দেওয়া হয়, তখন বাড়তি ২ সে.মি. পানির প্লবতা বল তাকে উপরের দিকে ধাক্কা দেয়। এই ধাক্কার কারণে ঘনকটি উপরের দিকে উঠতে শুরু করে। গতিজড়তার কারণে এটি তার আগের সাম্যাবস্থায় (অর্ধেক ভাসা অবস্থায়) এসে থামতে পারে না, বরং লাফিয়ে আরও উপরে উঠে যায় (Overshoot করে)। এরপর আবার নিচে নামে। অর্থাৎ এটি দুলতে থাকে বা অসিলেট করে। তাই ‘প্রথমে যতটুকু ভেসে ছিল তার চেয়ে উপরে উঠবে’—এই ঘটনাটি ঘটবে। অপশন (গ) হলো চূড়ান্ত ফলাফল (অনেক পরে), কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় (ঘ) সঠিক।

১১৬. বাংলাদেশে স্থানীয় সরকারের ব্যবস্থা দুর্বল হওয়ার পিছনে সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব কোনটি?

(ক) উপজেলা ও ইউনিয়ন পরিষদের মধ্যে দ্বৈত প্রশাসনিক কর্তৃত্ব (খ) সংবিধানে আর্থিক ক্ষমতার বিকেন্দ্রীকরণের বিধান থাকা সত্ত্বেও বাস্তবে তা কেন্দ্রীয় সরকারের হাতে অতিকেন্দ্রীভূত (গ) পৌরসভা পর্যায়ে সরকারি বেসরকারি অংশীদারিত্বের অভাব (ঘ) দাতা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা

সঠিক উত্তর: (খ) সংবিধানে আর্থিক ক্ষমতার বিকেন্দ্রীকরণের বিধান থাকা সত্ত্বেও বাস্তবে তা কেন্দ্রীয় সরকারের হাতে অতিকেন্দ্রীভূত

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর বাংলাদেশ বিষয়াবলি ও সুশাসন অংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদে স্থানীয় সরকারকে শক্তিশালী করার এবং তাদের নিজস্ব বাজেট ও তহবিল ব্যবস্থাপনার (আর্থিক ক্ষমতা) কথা বলা হয়েছে। কিন্তু বাস্তবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো (যেমন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ) তাদের অর্থের জন্য প্রায় পুরোপুরি কেন্দ্রীয় সরকারের অনুদানের ওপর নির্ভরশীল।

এই ‘আর্থিক পরাধীনতা’ই হলো স্থানীয় সরকারের মূল দুর্বলতা। সংবিধানে বলা আছে ক্ষমতা দেওয়ার কথা, কিন্তু বাস্তবে বা আইনে (যেমন স্থানীয় সরকার মন্ত্রণালয়) সমস্ত ক্ষমতা কেন্দ্রের হাতে কুক্ষিগত বা ‘অতিকেন্দ্রীভূত’ (Over-centralized) করে রাখা হয়েছে। এই প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব বা প্যারাডক্সের কারণেই স্থানীয় প্রতিনিধিরা স্বাধীনভাবে উন্নয়ন কাজ করতে পারেন না। 50th BCS Preliminary Question Solution 2026 এ সুশাসনের এই কাঠামোগত সমস্যাগুলো ভালোভাবে বোঝা জরুরি।

১১৭. বাংলাদেশের উফশী (উচ্চ ফলনশীল) জাতের ধান ও গমের নাম যথাক্রমে-

(ক) হরিধান, রূপালী (খ) ইরাটম, বলাকা (গ) ব্রি-শাইল, বলাকা (ঘ) হীরা, উত্তরণ

সঠিক উত্তর: (খ) ইরাটম, বলাকা

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর কৃষি ও সম্পদ অংশের প্রশ্ন। এখানে একটি ধান ও একটি গমের জাতের নাম সঠিকভাবে মেলানো হয়েছে অপশন (খ)-তে।
‘ইরাটম’ (Iratom) হলো বাংলাদেশের একটি আদি ও জনপ্রিয় উচ্চ ফলনশীল (HYV) ধান, যা ইরি (IRRI) থেকে উদ্ভাবিত ‘আইআর-৮’ এর উন্নত সংস্করণ হিসেবে পরিচিতি পায়। এটি বোরো মৌসুমে চাষ হয়।
অন্যদিকে, ‘বলাকা’ (Balaka) হলো বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় উন্নত জাতের গম। গম গবেষণা ইনস্টিটিউট এটি উদ্ভাবন করে।

অন্য অপশনগুলো দেখি: ‘হরিধান’ কোনো প্রাতিষ্ঠানিক উফশী জাত নয়, এটি কৃষকের আবিষ্কৃত জাত। ‘হীরা’ হলো হাইব্রিড ধান। ‘উত্তরণ’ গমের জাত হতে পারে। কিন্তু ‘ইরাটম ও বলাকা’ জুটিটি বিসিএস পরীক্ষায় একটি ক্লাসিক পেয়ার হিসেবে বারবার আসে। 50th BCS Preli Question Solution 2026 এর জন্য কৃষি ফসলের জাতগুলোর নাম মুখস্থ রাখা মাস্ট।

১১৮. যদি $x + \frac{1}{x} = 0$ হয়, তবে $\sqrt{x} + \frac{1}{\sqrt{x}}$ এর মান কত?

(ক) 0 (খ) 1 (গ) 2 (ঘ) $\sqrt{2}$

সঠিক উত্তর: (ঘ) $\sqrt{2}$

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি MCQ ২০২৬ এর বীজগণিত অংশের মান নির্ণয়ের অংক।
দেওয়া আছে, $x + \frac{1}{x} = 0$
আমাদের বের করতে হবে: $\sqrt{x} + \frac{1}{\sqrt{x}}$
আমরা জানি, $(a + b)^2 = a^2 + b^2 + 2ab$
তাহলে, $(\sqrt{x} + \frac{1}{\sqrt{x}})^2 = (\sqrt{x})^2 + (\frac{1}{\sqrt{x}})^2 + 2 \cdot \sqrt{x} \cdot \frac{1}{\sqrt{x}}$
$= x + \frac{1}{x} + 2$
প্রশ্নে দেওয়া মান $x + \frac{1}{x} = 0$ বসিয়ে পাই:
$= 0 + 2 = 2$
সুতরাং, $(\sqrt{x} + \frac{1}{\sqrt{x}})^2 = 2$
বর্গমূল করলে পাই: $\sqrt{x} + \frac{1}{\sqrt{x}} = \sqrt{2}$
তাই সঠিক উত্তর (ঘ)। 50th BCS Preliminary Question Solution 2026 এর গণিতে এই ধরণের সহজ সূত্র প্রয়োগ করেই নম্বর তোলা যায়।

১১৯. কোনটি UNESCO ‘Intangible Cultural Heritage’-এর অন্তর্ভুক্ত?

(ক) একুশে ফেব্রুয়ারি (খ) পহেলা বৈশাখ (গ) বাউল গান (ঘ) জামদানি বয়ন শিল্প

সঠিক উত্তর: (গ) বাউল গান (দ্রষ্টব্য: জামদানিও সঠিক, তবে বাউল প্রথম)

ব্যাখ্যা:
সংস্কৃতি বিষয়ক এই প্রশ্নটি ৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর একটি কনফিউজিং প্রশ্ন হতে পারে কারণ এখানে একাধিক সঠিক উত্তরের সম্ভাবনা আছে। ইউনেস্কোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ বা বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের ৫টি বিষয় স্থান পেয়েছে।
সেগুলো হলো:
১. বাউল গান (২০০৮ সালে স্বীকৃতি পায়, ঘোষণা ২০০৫)।
২. জামদানি বয়ন শিল্প (২০১৩)।
৩. মঙ্গল শোভাযাত্রা (২০১৬)।
৪. শীতল পাটি বয়ন শিল্প (২০১৭)।
৫. ঢাকার রিক্সা ও রিক্সাচিত্র (২০২৩)।

অপশন (গ) ‘বাউল গান’ এবং (ঘ) ‘জামদানি বয়ন শিল্প’ দুটোই তালিকায় আছে। তবে সাধারণত বিসিএসের নিয়মে একাধিক সঠিক উত্তর থাকলে যেটি ‘আগে’ বা ‘প্রথম’ স্বীকৃতি পেয়েছে, সেটিকে প্রাধান্য দেওয়া হয়। বাউল গান সবার আগে এই সম্মান বয়ে এনেছে। তাই এটিই বেস্ট আনসার। অপশন (খ) পহেলা বৈশাখ নিজে নয়, বরং এর অংশ ‘মঙ্গল শোভাযাত্রা’ স্বীকৃত। 50th BCS Preli Question Solution 2026 এ এমন প্রশ্নে বাউল গান দাগানোই নিরাপদ।

১২০. কোন্ কবি ‘মজলুম আদিব’ ছদ্মনামে কবিতা লিখতেন?

(ক) আল মাহমুদ (খ) হেলাল হাফিজ (গ) নির্মলেন্দু গুণ (ঘ) শামসুর রাহমান

সঠিক উত্তর: (ঘ) শামসুর রাহমা

ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের এই প্রশ্নটি ৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর ছদ্মনাম বিষয়ক অংশ। বাংলাদেশের প্রধান কবি শামসুর রাহমান স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় এবং বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেকে বিপন্ন ও নিগৃহীত মনে করে ‘মজলুম আদিব’ (Mczlum Adib) বা ‘নির্যাতিত লেখক’ ছদ্মনামে কলাম ও কবিতা লিখতেন। বিশেষ করে আশির দশকে এরশাদ বিরোধী আন্দোলনের সময় ‘সাপ্তাহিক বিচিত্রা’ বা পত্র-পত্রিকায় এই নামে তিনি লেখালেখি করেছেন।

আল মাহমুদ বা অন্যদের এমন কোনো বিখ্যাত ছদ্মনাম নেই যা রাজনৈতিক প্রতিবাদের প্রতীক। শামসুর রাহমানের এই নামটি তার বিনয় এবং সময়ের প্রতিবাদের ভাষা হিসেবে খ্যাত। 50th BCS Preliminary Question Solution 2026 এর সাহিত্য অংশে কবিদের উপাধি ও ছদ্মনাম থেকে প্রশ্ন আসাটা নিয়মিত ঘটনা।

১২১. আন্তর্জাতিক নিরাপত্তা আলোচনায় নিচের কোন্ সাইবার হুমকিটি ক্রমবর্ধমানভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে?

(ক) ফিশিং (Phishing) (খ) স্প্যাম ইমেইল (Spam e-mail) (গ) র‍্যানসমওয়্যার অ্যাটাক (Ransomware Attack) (ঘ) পরিচয় চুরি (Identity Theft)

সঠিক উত্তর: (গ) র‍্যানসমওয়্যার অ্যাটাক (Ransomware Attack)

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর আইসিটি ও আন্তর্জাতিক নিরাপত্তা অংশের প্রশ্ন। বর্তমান বিশ্বে রাষ্ট্রীয় ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে ‘র‍্যানসমওয়্যার’। এটি এমন এক ধরণের ম্যালওয়্যার যা কোনো প্রতিষ্ঠানের (যেমন হাসপাতাল, বিদ্যুৎ কেন্দ্র, ব্যাংক) পুরো কম্পিউটার সিস্টেম লক বা এনক্রিপ্ট করে দেয় এবং তা খুলে দেওয়ার জন্য বিশাল অংকের মুক্তিপণ (Ransom) দাবি করে।

ফিশিং বা স্প্যাম সাধারণত ব্যক্তিগত পর্যায়ের হুমকি। কিন্তু র‍্যানসমওয়্যার দিয়ে একটি দেশের পুরো স্বাস্থ্যসেবা বা জ্বালানি খাত অচল করে দেওয়া সম্ভব, যা জাতীয় নিরাপত্তার প্রশ্ন। সাম্প্রতিক বছরগুলোতে তাই এটিই আন্তর্জাতিক আলোচনায় ‘Most Significant Threat’। 50th BCS Preliminary Question Solution 2026 এর পাঠকদের সাইবার সিকিউরিটির এই টার্মগুলো জানতে হবে।

১২২. মৈমনসিংহ গীতিকা কতটি ভাষায় অনুদিত হয়েছে?

(ক) ২৩টি (খ) ২০টি (গ) ২২টি (ঘ) ২৫টি

সঠিক উত্তর: (ক) ২৩টি

ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের লোকসাহিত্য অংশের এই প্রশ্নটি ৫০ তম বিসিএস প্রিলিমিনারি MCQ ২০২৬ এর অন্তর্ভুক্ত। ড. দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ‘মৈমনসিংহ গীতিকা’ (১৯২৩) বিশ্বসাহিত্যের এক অমূল্য সম্পদ। এই গীতিকাগুলোর সাহিত্যিক মান এতটাই উন্নত ছিল যে, ফরাসি সাহিত্যিক রোমাঁ রোলাঁ-সহ অনেকে এর ভূয়সী প্রশংসা করেন। এটি বিশ্বের মোট ২৩টি ভাষায় অনূদিত হয়েছে বলে বিভিন্ন দালিলিক গ্রন্থে উল্লেখ আছে।

বাংলার গ্রামীণ নারীদের জীবন, প্রেম ও ত্যাগের এই আখ্যানগুলো বিশ্বজুড়ে সমাদৃত। 50th BCS Preli Question Solution 2026 এর জন্য এই সংখ্যাটি (২৩) মনে রাখা জরুরি।

১২৩. কোন্ আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করা যায় না?

(ক) অর্থ ঋণ আদালত (খ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (গ) সামরিক আদালত (ঘ) সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশন

সঠিক উত্তর: (গ) সামরিক আদালত

ব্যাখ্যা:
বাংলাদেশের বিচার ব্যবস্থার এই প্রশ্নটি ৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর সংবিধান ও আইন অংশের। সাধারণ নিয়মে বাংলাদেশের যেকোনো আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা যায়। কিন্তু ‘সামরিক আদালত’ বা Court Martial এর বিচার প্রক্রিয়া ও আইন (Army Act) ভিন্ন। সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী, সামরিক আদালতের রায়ের বিরুদ্ধে সাধারণ বা সিভিল আদালতে (যেমন হাইকোর্ট বা জজ কোর্ট) সরাসরি ‘আপিল’ (Appeal) করার সুযোগ নেই।

তবে হ্যাঁ, যদি এখতিয়ার বহির্ভূত কোনো কাজ হয়, তবে হাইকোর্টে রিট করা যেতে পারে, কিন্তু সেটি ‘আপিল’ নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করা যায়। অর্থ ঋণ আদালতের রায়ের বিরুদ্ধেও আপিল চলে। তাই সঠিক উত্তর (গ) সামরিক আদালত।

১২৪. ‘আকাশ ও পৃথিবীর অন্তরাল’-এক কথায় প্রকাশ করলে সঠিক উত্তর কী হবে?

(ক) স্ফুলিঙ্গ (খ) রোদসী (গ) পীতাভ (ঘ) আরক্ত

সঠিক উত্তর: (খ) রোদসী

ব্যাখ্যা:
বাংলা ব্যাকরণের বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ অংশের প্রশ্ন এটি। ‘আকাশ ও পৃথিবী’ বা ‘স্বর্গ ও মর্ত্য’—এই দুইয়ের মধ্যবর্তী স্থান বা এই জুটিকে একত্রে বোঝাতে ‘রোদসী’ শব্দটি ব্যবহৃত হয়। কখনো কখনো এর অর্থ ‘মহাশূন্য’ বা ‘অন্তরীক্ষ’ হিসেবেও ধরা হয় যা আকাশ ও পৃথিবীর মাঝখানে থাকে।

অপশন (ক) স্ফুলিঙ্গ মানে আগুনের কণা। (গ) পীতাভ মানে ইষৎ হলুদ। (ঘ) আরক্ত মানে ইষৎ লাল। তাই সঠিক উত্তর (খ)। 50th BCS Preliminary Question Solution 2026 এ ব্যাকরণের এই বিরল শব্দগুলো ভোকাবুলারি টেস্ট হিসেবে আসে।

১২৫. GHz কিসের একক?

(ক) মেমরির আকার (খ) প্রসেসরের গতি (গ) তথ্য স্থানান্তরের জন্য (ঘ) তথ্য উৎপাদনের পরিমাণ

সঠিক উত্তর: (খ) প্রসেসরের গতি

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর কম্পিউটার অংশের প্রশ্ন। GHz এর পূর্ণরূপ হলো Gigahertz (গিগা হার্টজ)। এটি কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির একক। কম্পিউটারের ভাষায়, প্রসেসর বা CPU প্রতি সেকেন্ডে কতগুলো সাইকেল বা নির্দেশনা সম্পন্ন করতে পারে, তা এই এককে মাপা হয়। যেমন ২.৪ GHz প্রসেসর মানে এটি সেকেন্ডে ২.৪ বিলিয়ন সাইকেল রান করতে পারে। একে ক্লক স্পিড (Clock Speed) বা প্রসেসরের গতি বলা হয়।
মেমরি (RAM/Disk) মাপা হয় গিগাবাইট (GB) এ। ইন্টারনেটের গতি মাপা হয় Gbps এ। তাই সঠিক উত্তর (খ)।

১২৬. বাংলা পুঁথি সাহিত্যের উদাহরণ কোনটি?

(ক) নূরনামা (খ) আমীর হামজা (গ) গোপী চন্দ্রের সন্ন্যাস (ঘ) মহুয়া

সঠিক উত্তর: (খ) আমীর হামজা

ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষদিকের বিশেষ ধারা ‘পুঁথি সাহিত্য’ বা ‘দোভাষী পুঁথি’ নিয়ে এই প্রশ্ন। আরবি-ফারসি মিশ্রিত বাংলা ভাষায় রচিত এই সাহিত্যের আদি ও সবচেয়ে সার্থক উদাহরণ হলো ‘আমীর হামজা’ কাব্য। এটি রচনা শুরু করেন ফকির গরীবুল্লাহ এবং শেষ করেন সৈয়দ হামজা। এটিকেই পুঁথি সাহিত্যের মাইলফলক ধরা হয়।

অপশন (ক) নূরনামা-ও পুঁথি ঘরানার (আব্দুল হাকিম রচিত), তবে আমীর হামজা বেশি আইকনিক। (গ) গোপী চন্দ্রের সন্ন্যাস হলো নাথ সাহিত্য। (ঘ) মহুয়া হলো মৈমনসিংহ গীতিকার পালা। তাই সঠিক উত্তর (খ)। 50th BCS Preliminary Question Solution 2026 এ সাহিত্যের শ্রেণিবিভাগ বোঝা জরুরি।

১২৭. ‘You will need a variety of skills, including leadership, endurance etc.’ In this sentence the word ‘including’ is a –

(ক) conjunction (খ) gerund (গ) participle (ঘ) preposition

সঠিক উত্তর: (ঘ) preposition

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর ইংরেজি গ্রামার অংশের Parts of Speech। আপাতদৃষ্টিতে ‘including’ শব্দটিকে Verb+ing দেখে Gerund বা Participle মনে হতে পারে। কিন্তু আধুনিক ইংরেজি ব্যাকরণে (যেমন Oxford বা Cambridge Dictionary অনুযায়ী), যখন ‘including’ শব্দটি “containing as part of the whole” বা “such as” অর্থে ব্যবহৃত হয়, তখন একে সরাসরি Preposition হিসেবে গণ্য করা হয়।

এটি বাক্যের মূল ভার্ব বা কর্তার সাথে সরাসরি সম্পর্কিত না হয়ে একটি তালিকা বা উদাহরণ পেশ করে। যেমন: “Everyone went there, including me.” এখানে including একটি প্রিপজিশনের মতো কাজ করছে। তাই সঠিক উত্তর (ঘ)। এটি একটি ট্রিকি কোয়েশ্চেন যা 50th BCS Preli Question Solution 2026 এর মানদণ্ড নির্দেশ করে।

১২৮. অপারেশন ‘_____’ লোহিত সাগরে হুথি (Houthi) হামলার জবাবে মার্কিন নেতৃত্বাধীন সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগ।

(ক) ডেজার্ট স্টর্ম (খ) এন্ডুরিং ফ্রিডম (গ) ব্লু হেলমেট (ঘ) প্রসপারিটি গার্ডিয়ান

সঠিক উত্তর: (ঘ) প্রসপারিটি গার্ডিয়ান

ব্যাখ্যা:
সাম্প্রতিক আন্তর্জাতিক রাজনীতির এই প্রশ্নটি ৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর অন্তর্ভুক্ত। ২০২৩ সালের শেষের দিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গাজা যুদ্ধের প্রতিবাদে লোহিত সাগরে (Red Sea) বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলা শুরু করে। এই হামলা প্রতিহত করতে এবং সমুদ্রপথে বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আমেরিকা এবং তার মিত্র দেশগুলো (যেমন ব্রিটেন, বাহরাইন, কানাডা) মিলে একটি বিশেষ নৌ-নিরাপত্তা জোট গঠন করে। এই অপারেশন বা মিশনের নাম দেওয়া হয় ‘অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান’ (Operation Prosperity Guardian)।
(ক) ডেজার্ট স্টর্ম ছিল ১৯৯১ সালের ইরাক যুদ্ধ। (খ) এন্ডুরিং ফ্রিডম ছিল আফগানিস্তান যুদ্ধ। (গ) ব্লু হেলমেট হলো জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী। তাই সঠিক উত্তর (ঘ)।

১২৯. কোন্ গুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ?

(ক) সারথী, নিরীহ, নীরোগ (খ) প্রমান, অজ্ঞান, দর্পণ (গ) অনাথা, সুকণ্ঠী, অনুস্ট্যেয় (ঘ) একত্রিত, স্থায়ীত, অর্ধাঙ্গিনী

সঠিক উত্তর: (ক) সারথী, নিরীহ, নীরোগ (নোট: এখানে ‘সারথী’ এবং ‘নীরোগ’ বানান নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু অপশনগুলোর মধ্যে এটিই সবচেয়ে শুদ্ধতর গুচ্ছ)
সংশোধনী: আধুনিক বাংলা বানানের নিয়ম অনুযায়ী ‘সারথি’ (ই-কার) বেশি প্রচলিত, তবে সংস্কৃত বা তৎসম শব্দ হিসেবে ‘সারথী’ (ঈ-কার) ও অভিধানে আছে। ‘নিরীহ’ (র-তে দীর্ঘ ঈ) এবং ‘নীরোগ’ (ন-তে দীর্ঘ ঈ) সঠিক।
অন্য অপশনগুলো:
(খ) প্রমাণ (ণ-ত্ব বিধান), অজ্ঞান (ঠিক), দর্পণ (ঠিক)। ‘প্রমান’ ভুল।
(গ) অনাথা (ভুল, সঠিক ‘অনাথ’—নারী বা পুরুষ উভয়ই), সুকণ্ঠী (ঠিক), অনুষ্ঠেয় (ষ হবে)।
(ঘ) একত্রিত (ভুল, সঠিক ‘একত্র’), স্থায়িত্ব (ভুল, সঠিক ‘স্থায়িত্ব’), অর্ধাঙ্গিনী (ঠিক)।
তুলনামূলক বিচারে (ক) গুচ্ছটিই ব্যাকরণগতভাবে সবচেয়ে কম ভুল বা শুদ্ধ হিসেবে গ্রহণযোগ্য।

১৩০. মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘অ্যাকাস’ (AUKUS) চুক্তির প্রাথমিক লক্ষ্য কী?

(ক) অর্থনৈতিক সহযোগিতা (খ) সামরিক সহযোগিতা (গ) পরিবেশ সুরক্ষা (ঘ) মহাকাশ গবেষণা সহযোগিতা

সঠিক উত্তর: (খ) সামরিক সহযোগিতা

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক প্রশ্ন। AUKUS হলো একটি ত্রিদেশীয় নিরাপত্তা জোট, যার সদস্য হলো Australia (A), UK (UK) এবং USA (US)। ২০২১ সালে গঠিত এই জোটের মূল এবং প্রাথমিক লক্ষ্য হলো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলা করা এবং অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন (Nuclear-powered submarine) তৈরিতে প্রযুক্তিগত সহায়তা দেওয়া। এটি সম্পূর্ণভাবে একটি ‘সামরিক ও নিরাপত্তা’ (Security Pact) চুক্তি। অর্থনৈতিক বা পরিবেশগত বিষয় এখানে গৌণ।

১৩১. Which novel chronicles intense, destructive love fueling multigenerational cruelty & obsession?

(ক) Jane Eyre (খ) Emma (গ) Wuthering Heights (ঘ) Persuasion

সঠিক উত্তর: (গ) Wuthering Heights

ব্যাখ্যা:
ইংরেজি সাহিত্যের ভিক্টোরিয়ান যুগের বিখ্যাত উপন্যাস এমিলি ব্রন্টির ‘Wuthering Heights’। এই উপন্যাসের নায়ক হিথক্লিফ (Heathcliff) এবং নায়িকা ক্যাথরিন (Catherine)-এর ভালোবাসা সাধারণ রোমান্টিক প্রেমের মতো নয়। এটি ছিল তীব্র, বন্য এবং ধ্বংসাত্মক (Destructive)। তাদের এই আবেশ (Obsession) এবং প্রতিহিংসা পরবর্তী প্রজন্মকেও (Multigenerational cruelty) ক্ষতিগ্রস্ত করে। ‘Jane Eyre’ বা ‘Emma’ তে এমন হিংস্র প্রেমের চিত্র নেই। তাই সঠিক উত্তর (গ)। 50th BCS Preliminary Question Solution 2026 এর সাহিত্য রসাশ্বাদনের প্রশ্ন এটি।

১৩২. The book that she recommended turned out to be very helpful. Here the underlined clause is a-

(ক) relative clause (খ) noun clause (গ) adverbial clause (ঘ) independent clause

সঠিক উত্তর: (ক) relative clause

ব্যাখ্যা:
বাক্যটি হলো: The book [that she recommended] turned out to be very helpful.
এখানে ‘that she recommended’ অংশটি তার ঠিক আগের Noun ‘The book’ কে মডিফাই বা বিশেষিত করছে। যে ক্লজ কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে তাকে মডিফাই করে, তাকে Adjective Clause বা ‘Relative Clause’ বলে। এটি ‘The book’ সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে (কোন বইটি? যেটি সে রিকমেন্ড করেছিল)। তাই এটি রিলেটিভ ক্লজ।

১৩৩. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?

(ক) পদ্মা (খ) মেঘনা (গ) যমুনা (ঘ) ব্রহ্মপুত্র

সঠিক উত্তর: (খ) মেঘনা

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি MCQ ২০২৬ এর বাংলাদেশ বিষয়াবলি। যদি প্রশ্ন হয় বাংলাদেশের ‘অভ্যন্তরে’ প্রবাহিত দীর্ঘতম নদী কোনটি, তবে উত্তর হবে ‘মেঘনা’। এর দৈর্ঘ্য প্রায় ৩৩০ কিলোমিটার (ভৈরব বাজার থেকে মোহনা পর্যন্ত), কিন্তু সুরমা-কুশিয়ারা ও বরাক নদের মিলিত স্রোত হিসেবে ধরলে এটিই দেশের দীর্ঘতম এবং প্রশস্ততম নদী। ব্রহ্মপুত্র বা পদ্মা আন্তঃসীমান্ত নদী হিসেবে দীর্ঘ হলেও বাংলাদেশের সীমানার ভেতরে মেঘনার প্রবাহপথ ও বিস্তৃতি সবচেয়ে বেশি। সরকারি হিসেবেও মেঘনা দীর্ঘতম।

১৩৪. $|3x-1| < 2$ এর সমাধান সেট হবে:

(ক) $(\frac{-1}{3}, 0)$ (খ) $(\frac{-1}{3}, \infty)$ (গ) $(\frac{-1}{3}, 1)$ (ঘ) $(\infty, \frac{1}{3})$

সঠিক উত্তর: (গ) $(\frac{-1}{3}, 1)$

ব্যাখ্যা:
পরমমান বা মডুলাসের অসমতা সমাধানের নিয়ম হলো:
যদি $|x| < a$ হয়, তবে $-a < x < a$।
এখানে, $|3x-1| < 2$
সুতরাং, $-2 < 3x-1 < 2$
উভয় পক্ষে ১ যোগ করি:
$-2 + 1 < 3x < 2 + 1$
$-1 < 3x < 3$
এবার ৩ দিয়ে ভাগ করি:
$\frac{-1}{3} < x < 1$
এই ব্যবধিকে (Interval) লিখলে হয়: $(\frac{-1}{3}, 1)$।
তাই সঠিক উত্তর (গ)। 50th BCS Preli Question Solution 2026 এর গণিতে অসমতা একটি কমন টপিক।

১৩৫. ‘It is no good falling in love at first sight’. Here the word “falling” is a/an –

(ক) participle (খ) infinitive (গ) gerund (ঘ) verbal noun

সঠিক উত্তর: (গ) gerund

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর গ্রামার। বাক্যের শুরুতে ‘It is no good’, ‘It is no use’, ‘It is worth’ ইত্যাদি ফ্রেজের পরে যদি কোনো ভার্ব আসে এবং তার সাথে ing যুক্ত থাকে, তবে সেটি গ্রামাটিক্যালি ‘Gerund’ হয়। কারণ এটি এখানে সাবজেক্টের ভাব বা নাউনের মতো কাজ করছে। ‘Falling’ এখানে ভার্ব হলেও কাজের নাম (Name of an action) বোঝাচ্ছে। এটি পার্টিসিপল নয় কারণ এটি কোনো নাউনকে মডিফাই করছে না।

১৩৬. সাধারণের দৃষ্টিতে কোনটি মূল্যবোধ সম্পন্ন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য?

(ক) আইনের নির্বাচনী প্রয়োগ (খ) নাগরিকের অংশগ্রহণ (গ) কর্তৃত্ববাদ (ঘ) গোপনীয়তা

সঠিক উত্তর: (খ) নাগরিকের অংশগ্রহণ

ব্যাখ্যা:
সুশাসন ও মূল্যবোধের প্রশ্ন। মূল্যবোধ সম্পন্ন বা নৈতিক শাসন ব্যবস্থায় জনগণ বা নাগরিকের সক্রিয় অংশগ্রহণ (Citizen Participation) নিশ্চিত করা হয়। এটি গণতন্ত্রের প্রাণ।
(ক) আইনের নির্বাচনী প্রয়োগ (Selective application) মানে স্বজনপ্রীতি, যা খারাপ।
(গ) কর্তৃত্ববাদ (Authoritarianism) মূল্যবোধ বিরোধী।
(ঘ) গোপনীয়তা (Secrecy) সুশাসনের (স্বচ্ছতার) অন্তরায়।
তাই একমাত্র পজিটিভ বৈশিষ্ট্য হলো নাগরিকের অংশগ্রহণ।

১৩৭. $x^4 – 2x + 1$ কে $x-3$ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে?

(ক) 2 (খ) 81 (গ) 0 (ঘ) 76

সঠিক উত্তর: (ঘ) 76

ব্যাখ্যা:
ভাগশেষ উপপাদ্য (Remainder Theorem) অনুযায়ী, কোনো বহুপদী $f(x)$ কে $(x-a)$ দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে $f(a)$।
এখানে ভাজক $(x-3)$, তাই $x = 3$ বসাতে হবে।
$f(x) = x^4 – 2x + 1$
$f(3) = (3)^4 – 2(3) + 1$
$= 81 – 6 + 1$
$= 82 – 6$
$= 76$
তাই ভাগশেষ হবে ৭৬। 50th BCS Preliminary Question Solution 2026 এর গণিতে এটি খুবই সহজ এবং স্কোরিং অংক।

১৩৮. Themes like racial prejudice, oppressive power dynamics, unbridgeable gulf between Eastern & Western cultures, etc. are best exemplified in-

(ক) Shadow of the Moon by MM Kaye (খ) Bhowani Junction by John Masters (গ) Kim by Rudyard Kipling (ঘ) A Passage to India by EM Forster

সঠিক উত্তর: (ঘ) A Passage to India by EM Forster

ব্যাখ্যা:
ই.এম. ফরস্টারের কালজয়ী উপন্যাস ‘A Passage to India’ (১৯২৪) ব্রিটিশ শাসিত ভারতের পটভূমিতে লেখা। এই উপন্যাসের মূল থিমই হলো প্রাচ্য ও পাশ্চাত্যের (East and West) মানুষের মধ্যে বন্ধুত্বের অসম্ভবতা বা ‘unbridgeable gulf’। এতে বর্ণবাদ (Racial prejudice), ঔপনিবেশিক শক্তির দম্ভ এবং ভুল বোঝাবুঝি চমৎকারভাবে ফুটে উঠেছে। ডা. আজিজ এবং মিস্টার ফিল্ডিং-এর বন্ধুত্বের ফাটল এই থিমের প্রতীক। রুডইয়ার্ড কিপলিং-এর ‘Kim’ ও ভারতে লেখা, কিন্তু ফরস্টারের বইটিতেই এই ‘কালচারাল গ্যাপ’ এবং ‘পাওয়ার ডাইনামিক্স’ সবচেয়ে জোরালোভাবে এসেছে।

১৩৯. একজন টাইপ-১ ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে কোন্ বক্তব্যটি সঠিক?

(ক) নির্দিষ্ট কোষের ইনসুলিন প্রতিরোধিতা (খ) বিটা কোষগুলির অটো-ইমিউন ধ্বংসের কারণে অগ্ন্যাশয় অপর্যাপ্ত ইনসুলিন তৈরি করে (গ) অগ্ন্যাশয়ের আলফা কোষ দ্বারা গ্লুকাগনের অতিরিক্ত উৎপাদন (ঘ) প্রো-ইনসুলিন থেকে ইনসুলিনে রূপান্তরে ত্রুটি

সঠিক উত্তর: (খ) বিটা কোষগুলির অটো-ইমিউন ধ্বংসের কারণে অগ্ন্যাশয় অপর্যাপ্ত ইনসুলিন তৈরি করে

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর চিকিৎসা বিজ্ঞান। ডায়াবেটিস দুই ধরণের। টাইপ-১ হলো একটি ‘অটো-ইমিউন ডিজিজ’ (Autoimmune disease)। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভুল করে অগ্ন্যাশয়ের (Pancreas) ইনসুলিন উৎপাদনকারী ‘বিটা কোষ’ (Beta cells) গুলোকে শত্রু ভেবে ধ্বংস করে ফেলে। ফলে শরীর আর ইনসুলিন তৈরি করতে পারে না। তখন রোগীকে বাইরে থেকে ইনসুলিন নিতে হয়।
টাইপ-২ ডায়াবেটিসে ইনসুলিন তৈরি হয়, কিন্তু শরীর তা ব্যবহার করতে পারে না (Resistivity), যা অপশন (ক)-তে বলা হয়েছে। কিন্তু টাইপ-১ এর সঠিক সংজ্ঞা (খ)।

১৪০. Which of these works contains a defence of the right of freedom of speech and expression?

(ক) Holy Living and Holy Dying (খ) Areopagitica (গ) Religio Medici (ঘ) A Free Man’s Worship

সঠিক উত্তর: (খ) Areopagitica

ব্যাখ্যা:
জন মিল্টনের বিখ্যাত গদ্যগ্রন্থ ‘Areopagitica’ (১৬৪৪)। এটি বাকস্বাধীনতা (Freedom of Speech) এবং সংবাদপত্রের স্বাধীনতা (Freedom of Press) রক্ষার পক্ষে ইতিহাসের অন্যতম সেরা দলিল। ব্রিটিশ পার্লামেন্টের সেন্সরশিপ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মিল্টন এটি লিখেছিলেন। তিনি বলেছিলেন, “Give me the liberty to know, to utter, and to argue freely according to conscience, above all liberties.” তাই এটি বাকস্বাধীনতার সপক্ষে লেখা বই।

১৪১. বিশ্ব অর্থনীতিতে ‘পেপার গোল্ড’ (Paper Gold) বলতে কী বোঝায়?

(ক) বিশ্বব্যাংকের সুবিধালাভ (খ) বিশেষ উত্তোলন অধিকার (SDR) (গ) স্বর্ণের মানসম্পন্ন ভিত্তিতে মুদ্রা (ঘ) ঘাটতি অর্থায়ন

সঠিক উত্তর: (খ) বিশেষ উত্তোলন অধিকার (SDR)

ব্যাখ্যা:
আন্তর্জাতিক অর্থনীতিতে ‘SDR’ বা ‘Special Drawing Rights’-কে রূপক অর্থে ‘Paper Gold’ বা কাগুজে স্বর্ণ বলা হয়। এটি আইএমএফ (IMF) এর প্রবর্তিত একটি আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ। ১৯৬৯ সালে এটি চালু হয়। যেহেতু এটি স্বর্ণের মতোই আন্তর্জাতিক লেনদেনে বা রিজার্ভ হিসেবে ব্যবহার করা যায় কিন্তু বাস্তবে এটি সোনা নয় (কাগজে বা ডিজিটালি থাকে), তাই এর নাম পেপার গোল্ড। 50th BCS Preli Question Solution 2026 এর অর্থনীতির কমন টার্ম।

১৪২. ‘প্রাচ্য’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

(ক) প্রতীচ্য (খ) প্রাচীহীন (গ) অপ্রাচ্য (ঘ) নবীন

সঠিক উত্তর: (ক) প্রতীচ্য

ব্যাখ্যা:
বাংলা ব্যাকরণের বিপরীত শব্দ। ‘প্রাচ্য’ মানে পূর্ব দিক বা পূর্ব দেশীয় (Oriental)। এর বিপরীত হলো পশ্চিম দিক বা পশ্চিম দেশীয় (Occidental), যাকে বাংলায় বলা হয় ‘প্রতীচ্য’।
(ঘ) নবীন এর বিপরীত প্রাচীন। কিন্তু প্রাচ্য-এর সঠিক বিপরীত প্রতীচ্য।

১৪৩. মূল্যবোধ ও সুশাসনের উপস্থিতি জাতীয় উন্নয়নের কোন্ দিকটিকে বেশি টেকসই করে তোলে?

(ক) স্বল্পমেয়াদি প্রবৃদ্ধি (খ) অবকাঠামো নির্মাণ (গ) মানব সম্পদ উন্নয়ন (ঘ) আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ

সঠিক উত্তর: (গ) মানব সম্পদ উন্নয়ন

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর সুশাসন ও উন্নয়ন বিষয়ক প্রশ্ন। সুশাসন এবং মূল্যবোধ থাকলে সমাজে ন্যায়বিচার, জবাবদিহিতা এবং সমান সুযোগ নিশ্চিত হয়। এর ফলে শিক্ষা, স্বাস্থ্য এবং দক্ষতা উন্নয়নের পরিবেশ তৈরি হয়, যা সরাসরি ‘মানব সম্পদ’ (Human Resource) কে শক্তিশালী করে।
রাস্তাঘাট (অবকাঠামো) বানালে তা নষ্ট হতে পারে, কিন্তু যদি সৎ, দক্ষ ও মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি হয়, তবে তারা নিজেরাই দেশ গড়তে পারে। মানব সম্পদ উন্নয়নই হলো টেকসই উন্নয়নের চাবিকাঠি। স্বল্পমেয়াদি প্রবৃদ্ধি টেকসই নয়। আমলাতন্ত্র নিয়ন্ত্রণ নয়, বরং সেবা দেওয়াই সুশাসনের লক্ষ্য। তাই সঠিক উত্তর (গ)।

১৪৪. কোনটি সঠিক বানান?

(ক) Gazete (খ) Gazzete (গ) Gaggete (ঘ) Gazette

সঠিক উত্তর: (ঘ) Gazette

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর ইংরেজি স্পেলিং। ‘Gazette’ শব্দটি ফরাসি বা ইতালিয়ান উৎস থেকে এসেছে, যার অর্থ সরকারি নথিপত্র বা গেজেট। এর সঠিক বানান হলো G-a-z-e-t-t-e।
লক্ষ্য করুন: শেষে ডাবল ‘t’ এবং একটি ‘e’ (tte) থাকে। উচ্চারণে শেষের ট-তে জোর পড়ে। 50th BCS Preliminary Question Solution 2026 এ কমন মিসটেকস এড়াতে হবে।

১৪৫. শ্রমনির্ভর অর্থনীতি থেকে উৎপাদন ভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের পথে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা কোনটি?

(ক) শিল্পাঞ্চলের অভাব (খ) রাজনৈতিক অস্থিরতা (গ) দক্ষ মানবসম্পদের ঘাটতি এবং শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের অসামঞ্জস্য (ঘ) ক্ষুদ্রঋণের স্বল্পতা

সঠিক উত্তর: (গ) দক্ষ মানবসম্পদের ঘাটতি এবং শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের অসামঞ্জস্য

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি MCQ ২০২৬ এর বাংলাদেশ অর্থনীতি। বাংলাদেশ এখন এলডিসি থেকে উত্তরণের পথে। সস্তা শ্রম দিয়ে এতদিন গার্মেন্টসে ভালো করলেও, উচ্চ প্রযুক্তির বা ভ্যালু-এডেড উৎপাদনে যেতে হলে ‘দক্ষ শ্রমিক’ (Skilled Manpower) লাগে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি করতে পারছে না (Skill Mismatch)।
রাজনৈতিক অস্থিরতা সাময়িক, কিন্তু দক্ষতার অভাব কাঠামোগত দীর্ঘমেয়াদী সমস্যা। শিল্পাঞ্চল (EPZ/EZ) তৈরি হচ্ছে, কিন্তু কাজ করার মতো দক্ষ লোকের অভাবই এখন প্রধান বাধা।

১৪৬. যদি $\frac{a}{b} = \frac{b}{c} = \frac{2}{3}$ হয়, তবে $a:c$ এর মান কত হবে?

(ক) 2:3 (খ) 3:4 (গ) 4:9 (ঘ) 9:4

সঠিক উত্তর: (গ) 4:9

ব্যাখ্যা:
অনুপাতের সহজ অংক।
দেওয়া আছে:
$\frac{a}{b} = \frac{2}{3}$ এবং $\frac{b}{c} = \frac{2}{3}$
আমাদের বের করতে হবে $a:c$ বা $\frac{a}{c}$।
আমরা লিখতে পারি: $\frac{a}{c} = \frac{a}{b} \times \frac{b}{c}$
মান বসিয়ে পাই:
$= \frac{2}{3} \times \frac{2}{3}$
$= \frac{4}{9}$
সুতরাং, $a:c = 4:9$।
সঠিক উত্তর (গ)। 50th BCS Preli Question Solution 2026 এর গণিতে ধারাবাহিক অনুপাতের এই নিয়মটি খুবই কাজের।

১৪৭. ‘Helena said I took the laptop home with me.’ Its indirect form is-

(ক) Helena said that she took the laptop home with her (খ) Helena said that she had taken the laptop home with her (গ) Helena confirmed that she has taken the laptop home with her (ঘ) Helena told that she had the laptop taken home with her

সঠিক উত্তর: (খ) Helena said that she had taken the laptop home with her

ব্যাখ্যা:
ন্যারেশন চেঞ্জ (Narration Change)।
Direct Speech: Helena said, “I took the laptop home with me.”
এখানে Reporting Verb ‘said’ পাস্ট টেন্সে আছে। আর রিপোর্টেড স্পিচ ‘I took…’ হলো Past Indefinite Tense।
নিয়ম অনুযায়ী, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট হয় এবং রিপোর্টেড স্পিচ পাস্ট ইনডেফিনিট হয়, তবে ইনডাইরেক্ট করার সময় তা Past Perfect Tense এ পরিবর্তিত হবে।
Past Perfect এর গঠন: Subject + had + V3.
তাই ‘I took’ হয়ে যাবে ‘she had taken’।
অপশন (ক) তে ‘took’ (Past Indefinite) রাখা হয়েছে, যা ভুল।
অপশন (খ) তে ‘had taken’ আছে, যা সঠিক।

১৪৮. ২০২৩ সালের এপ্রিল থেকে কোন্ বিদ্রোহী আধাসামরিক গোষ্ঠী সুদানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে গৃহযুদ্ধে লিপ্ত?

(ক) আল শাবাব (খ) জান জাউইদ (গ) ফ্রি সুদান মুভমেন্ট (ঘ) র‍্যাপিড সাপোর্ট ফোর্স (RSF)

সঠিক উত্তর: (ঘ) র‍্যাপিড সাপোর্ট ফোর্স (RSF)

ব্যাখ্যা:
সাম্প্রতিক আন্তর্জাতিক সংকট। সুদানে ২০২৩ সালের এপ্রিল মাস থেকে দেশটির সেনাবাহিনী (SAF) এবং একটি শক্তিশালী আধাসামরিক বাহিনী বা প্যারামিলিটারি গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। এই বিদ্রোহী গ্রুপটির নাম ‘র‍্যাপিড সাপোর্ট ফোর্স’ বা আরএসএফ (RSF)। এর নেতৃত্বে আছেন জেনারেল হামদান দাগালো (হেমেদতি)। জান জাউইদ মিলিশিয়া থেকেই এই বাহিনীর উৎপত্তি, কিন্তু বর্তমান সংঘাতের অফিশিয়াল পার্টি হলো RSF। আল শাবাব সোমালিয়ার জঙ্গি গোষ্ঠী।

১৪৯. The lines ‘A Book of Verses underneath the Bough, / A Jug of Wine, a Loaf of Bread –and Thou / Beside me singing in the Wilderness…’are taken from a famous translation work by-

(ক) Scott Fitzgerald (খ) Edward FitzGerald (গ) William Fitzgerald (ঘ) Gerald Fitzgerald

সঠিক উত্তর: (খ) Edward FitzGerald

ব্যাখ্যা:
ফারসি কবি ওমর খৈয়ামের বিখ্যাত ‘রুবাইয়াত’ (Rubaiyat of Omar Khayyam) এর ইংরেজি অনুবাদ থেকেই এই অমর লাইনগুলো নেওয়া হয়েছে। আর ওমর খৈয়ামকে পশ্চিমা বিশ্বে জনপ্রিয় করার মূল কারিগর হলেন ভিক্টোরিয়ান কবি ও অনুবাদক ‘এডওয়ার্ড ফিটজেরাল্ড’ (Edward FitzGerald)। ১৮৫৯ সালে তার এই অনুবাদ প্রকাশিত হয়। এখানে কবির রোমান্টিক ও আনন্দবাদী (Hedonistic) দর্শন ফুটে উঠেছে। স্কট ফিটজেরাল্ড (Great Gatsby খ্যাত) ভিন্ন লেখক।

১৫০. সংবাদপত্রের স্বাধীনতা কোন্ ধরনের অধিকার?

(ক) ব্যক্তিগত (খ) সামাজিক (গ) রাষ্ট্রীয় (ঘ) নীতিগত

সঠিক উত্তর: (খ) সামাজিক (দ্রষ্টব্য: এটি মূলত রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার, তবে অপশন বিচারে সামাজিক/নাগরিক অধিকার হিসেবে গণ্য হতে পারে। তবে সংবিধান অনুযায়ী এটি বাকস্বাধীনতার অংশ যা নাগরিক অধিকার। অপশনে ‘নাগরিক’ বা ‘রাজনৈতিক’ নেই। সেক্ষেত্রে সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটি সামাজিক প্রতিষ্ঠানের স্বাধীনতা। তবে আইনের দৃষ্টিতে এটি ‘মৌলিক অধিকার’)।

সঠিক বিশ্লেষণ: সংবাদপত্রের স্বাধীনতা মূলত ‘মৌলিক অধিকার’ (Fundamental Right) বা ‘রাজনৈতিক অধিকার’ (Political Right)। কিন্তু অপশনগুলো একটু বিভ্রান্তিকর।
ব্যক্তিগত অধিকার? না, এটি প্রতিষ্ঠানের।
রাষ্ট্রীয়? না, এটি রাষ্ট্রের বিরুদ্ধে বা রাষ্ট্রের তথ্যের জন্য।
নীতিগত? না।
বাকি থাকে ‘সামাজিক’। সংবাদপত্র সমাজের দর্পণ। সমাজের মানুষের তথ্য জানার অধিকার। তাই ব্রড সেন্সে এটি সামাজিক অধিকারের ক্যাটাগরিতে ফেলা যেতে পারে। অথবা প্রশ্নকর্তা হয়তো ‘Civil Liberty’ বা নাগরিক অধিকার বোঝাচ্ছেন যা সমাজের অংশ।
বেস্ট আনসার: অপশনগুলোর সীমাবদ্ধতায় (খ) সামাজিক অথবা যদি এটি ‘ব্যক্তি স্বাধীনতা’র (Freedom of Expression) অংশ ধরা হয় তবে (ক)। কিন্তু সংবাদপত্র একটি সোশ্যাল ইন্সটিটিউশন। তাই (খ) বেশি গ্রহণযোগ্য। (তবে বিসিএস এর বিগত বছরের প্যাটার্ন অনুযায়ী ‘রাজনৈতিক’ বা ‘মৌলিক’ থাকলে সেটিই উত্তর হতো)।

১৫১. কোনটি জাতিসংঘের প্রতিষ্ঠান নয়?

(ক) ইউনিসেফ (খ) ইউনেস্কো (গ) ডব্লিউটিও (ঘ) আইএলও

সঠিক উত্তর: (গ) ডব্লিউটিও

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর আন্তর্জাতিক সংস্থা।
ইউনিসেফ (UNICEF), ইউনেস্কো (UNESCO), এবং আইএলও (ILO)—এই তিনটিই জাতিসংঘের বিশেষায়িত সংস্থা বা অঙ্গসংগঠন।
কিন্তু ‘ডব্লিউটিও’ বা বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO – World Trade Organization) জাতিসংঘের সরাসরি কোনো সংস্থা নয়। এটি একটি স্বাধীন ও স্বতন্ত্র আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বের বাণিজ্য নিয়মকানুন ঠিক করে। যদিও জাতিসংঘের সাথে এর সহযোগিতামূলক সম্পর্ক আছে, কিন্তু এটি ‘UN Specialized Agency’ নয়। ব্রেটন উডস বা লিগ অফ নেশনস এর সাথে এর যোগসূত্র থাকলেও এটি জাতিসংঘের চার্টারের অধীনে নয়।

১৫২. যদি $\log_x 324 = 4$ হয় তবে X এর মান হবে:

(ক) 4 (খ) $2\sqrt{3}$ (গ) $3\sqrt{3}$ (ঘ) $3\sqrt{2}$

সঠিক উত্তর: (ঘ) $3\sqrt{2}$

ব্যাখ্যা:
লগারিদমের সূত্র: $\log_b a = c \Rightarrow b^c = a$।
এখানে, $\log_x 324 = 4 \Rightarrow x^4 = 324$।
আমাদের $x$ এর মান বের করতে হবে।
$324$ কে উৎপাদকে ভাঙি:
$324 = 4 \times 81$
$= 2^2 \times 9^2$
$= 2^2 \times (3^2)^2$
$= 2^2 \times 3^4$
এভাবে মেলানো কঠিন। অন্যভাবে দেখি:
$18^2 = 324$
আবার $18 = 9 \times 2 = 3^2 \times (\sqrt{2})^2 = (3\sqrt{2})^2$
সুতরাং, $324 = {(3\sqrt{2})^2}^2 = (3\sqrt{2})^4$
তাহলে সমীকরণটি দাঁড়ায়:
$x^4 = (3\sqrt{2})^4$
পাওয়ার ৪ বাদ দিলে পাই:
$x = 3\sqrt{2}$
তাই সঠিক উত্তর (ঘ)।

১৫৩. কোনটি সুশাসনের অনুপস্থিতিতে সমাজ যে ‘hidden cost’ বহন করে তার উৎকৃষ্ট উদাহরণ?

(ক) কর আদায়ের হার বৃদ্ধি (খ) মেধা পাচার (গ) অবকাঠামো সম্প্রসারণ (ঘ) রপ্তানি আয় বৃদ্ধি

সঠিক উত্তর: (খ) মেধা পাচার

ব্যাখ্যা:
সুশাসন না থাকলে সমাজে দুর্নীতি, অনিয়ম এবং যোগ্যতার অবমূল্যায়ন হয়। এর ফলে দেশের মেধাবী তরুণরা হতাশ হয়ে বিদেশে চলে যায়। একে বলা হয় ‘ব্রেইন ড্রেন’ বা মেধা পাচার। এটি একটি ‘Hidden Cost’ বা গোপন ক্ষতি। কারণ এর ফলে দেশ তার ভবিষ্যৎ গড়ার কারিগরদের হারায়, যার প্রভাব জিডিপিতে সরাসরি দেখা না গেলেও দীর্ঘমেয়াদে দেশকে পঙ্গু করে দেয়। অন্য অপশনগুলো (কর, অবকাঠামো) দৃশ্যমান এবং কিছু ক্ষেত্রে পজিটিভ হতে পারে, কিন্তু মেধা পাচার সম্পূর্ণ নেতিবাচক এবং সুশাসনের অভাবেই ঘটে।

১৫৪. কোন্ বাক্যে সমধাতুজ কর্ম রয়েছে?

(ক) সে বই পড়ছে। (খ) সে গভীর চিন্তায় মগ্ন। (গ) আজ এমন ঘুম ঘুমিয়েছি! (ঘ) সে খেলা করছে।

সঠিক উত্তর: (গ) আজ এমন ঘুম ঘুমিয়েছি!

ব্যাখ্যা:
সমধাতুজ কর্ম (Cognate Object): বাক্যের ক্রিয়া (Verb) এবং কর্ম (Object) যদি একই ধাতু বা মূল শব্দ থেকে উৎপন্ন হয়, তবে তাকে সমধাতুজ কর্ম বলে।
অপশন (গ)-তে ক্রিয়া হলো ‘ঘুমিয়েছি’ (ধাতু: ঘুম্) এবং কর্ম হলো ‘ঘুম’ (ধাতু: ঘুম্)। দুটিই একই ধাতু থেকে এসেছে। “ঘুম ঘুমিয়েছি”, “খেলা খেলেছি”, “হাসি হেসেছি”—এগুলো ক্লাসিক উদাহরণ।
অপশন (ঘ)-তে ‘খেলা করছে’—এখানে ‘করছে’ ক্রিয়া আর ‘খেলা’ কর্ম, ধাতু আলাদা। তাই (গ) সঠিক।

১৫৫. ‘_____’ ব্রিকস (BRICS) কর্তৃক অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পের অর্থায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়।

(ক) NDB (খ) ADB (গ) AIIB (ঘ) IMF

সঠিক উত্তর: (ক) NDB

ব্যাখ্যা:
ব্রিকস জোটভুক্ত দেশগুলো (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, সাউথ আফ্রিকা) নিজেদের এবং অন্যান্য উন্নয়নশীল দেশের অবকাঠামো উন্নয়নের জন্য ২০১৪ সালে যে ব্যাংকটি প্রতিষ্ঠা করে, তার নাম ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’ বা এনডিবি (NDB)। আগে একে ব্রিকস ব্যাংক বলা হতো। এর সদর দপ্তর চীনের সাংহাইয়ে।
ADB হলো এশীয় উন্নয়ন ব্যাংক (জাপান ও আমেরিকা নিয়ন্ত্রিত)। AIIB হলো চীনের নেতৃত্বে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। কিন্তু ব্রিকসের নিজস্ব ব্যাংক হলো NDB।

১৫৬. সমান দৈর্ঘ্যের দুইটি দড়ির একটি দিয়ে আয়তক্ষেত্রাকার বেষ্টনী তৈরী করা হয় এবং অপরটি দিয়ে বর্গক্ষেত্রাকার বেষ্টনী তৈরী করা হয়। কোন্ তথ্যটি সত্য?

(ক) আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের চেয়ে বেশী (খ) বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের চেয়ে বেশী (গ) উভয়ের ক্ষেত্রফল সমান (ঘ) কোনটির ক্ষেত্রফল বেশী বা উভয়ের ক্ষেত্রফল সমান কিনা তা বর্ণিত তথ্য থেকে নির্ণয় করা সম্ভব নয়

সঠিক উত্তর: (খ) বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের চেয়ে বেশী

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর জ্যামিতিক উপপাদ্য।
সূত্র: “পরিসীমা সমান হলে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের চেয়ে বেশি হবে।” (For a given perimeter, a square has a larger area than a rectangle).
উদাহরণ দিয়ে দেখি:
ধরি দড়ির দৈর্ঘ্য বা পরিসীমা ১৬ মিটার।
বর্গক্ষেত্র বানালে: ৪ বাহু সমান, তাই এক বাহু = ১৬/৪ = ৪। ক্ষেত্রফল = $৪^২ = ১৬$ বর্গমিটার।
আয়তক্ষেত্র বানালে: ধরি দৈর্ঘ্য ৬, প্রস্থ ২ (পরিসীমা ২(৬+২)=১৬)। ক্ষেত্রফল = $৬ \times ২ = ১২$ বর্গমিটার।
দেখাই যাচ্ছে ১৬ > ১২। অর্থাৎ বর্গক্ষেত্রই বড়। তাই (খ) সঠিক।

১৫৭. লামিয়া একটি শ্রেণীর সামনে থেকে নবম এবং পিছন থেকে ৩৬তম হলে শ্রেণীতে শিক্ষার্থী কতজন?

(ক) ৪৪ (খ) ৪৫ (গ) ৪৬ (ঘ) ৪৮

সঠিক উত্তর: (ক) ৪৪

ব্যাখ্যা:
মানসিক দক্ষতার র‍্যাংকিং টেস্ট।
মোট ছাত্রছাত্রী বের করার সূত্র: (সামনের অবস্থান + পেছনের অবস্থান) – ১।
এখানে,
সামনে থেকে = ৯ম
পেছন থেকে = ৩৬তম
মোট = $(৯ + ৩৬) – ১$
$= ৪৫ – ১$
$= ৪৪$ জন।
১ বিয়োগ করার কারণ হলো লামিয়াকে আমরা সামনে এবং পেছনে দুই দিক থেকেই গুনেছি, তাই একবার বাদ দিতে হবে।
সঠিক উত্তর (ক)।

১৫৮. মূল্যবোধ ও শাসনের মধ্যে সম্পর্ক হলো-

(ক) নৈতিক নীতি, নিয়ম ও রাজনৈতিক নির্দেশ মান্য (খ) নৈতিক নীতি, স্বচ্ছতা ও সামাজিক দায়বদ্ধতা (গ) স্বরবিন্যাস, স্বচ্ছতা ও ঐতিহ্য (ঘ) নৈতিকতা ছাড়া প্রশাসনিক দক্ষতা

সঠিক উত্তর: (খ) নৈতিক নীতি, স্বচ্ছতা ও সামাজিক দায়বদ্ধতা

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর সুশাসন ও মূল্যবোধ। শাসন ব্যবস্থায় মূল্যবোধ হলো সেই অদৃশ্য শক্তি বা মানদণ্ড যা প্রশাসনকে সঠিক পথে রাখে। এর সাথে শাসনের সম্পর্কের মূল ভিত্তি হলো তিনটি স্তম্ভ:
১. নৈতিক নীতি (Ethical Standards): যা ন্যায়-অন্যায় বোধ জাগায়।
২. স্বচ্ছতা (Transparency): কাজের হিসাব জনগণের কাছে খোলাসা রাখা।
৩. সামাজিক দায়বদ্ধতা (Social Responsibility): সমাজের প্রতি শাসকের কর্তব্য।
এই তিনটি উপাদান যখন এক হয়, তখনই ‘মূল্যবোধ সম্পন্ন শাসন’ বা সুশাসন প্রতিষ্ঠিত হয়। অপশন (ক) তে ‘রাজনৈতিক নির্দেশ’ আছে যা সবসময় নৈতিক নাও হতে পারে। (ঘ) তে নৈতিকতা বাদ দেওয়া হয়েছে, তাই এটি ভুল। সঠিক উত্তর (খ)।

১৫৯. ‘Pixel’ দ্বারা কী বুঝায়?

(ক) Pixie land (খ) Person length (গ) Pixure length (ঘ) Picture element

সঠিক উত্তর: (ঘ) Picture element

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি। ‘Pixel’ শব্দটি মূলত ‘Picture Element’ বা ছবির উপাদান-এর সংক্ষিপ্ত রূপ (Pix for Picture + el for Element)। ডিজিটাল ইমেজের সবচেয়ে ক্ষুদ্রতম একক বা বিন্দু হলো পিক্সেল। লক্ষ লক্ষ পিক্সেল পাশাপাশি বসে একটি পূর্ণাঙ্গ ছবি তৈরি করে। তাই এর পূর্ণরূপ বা অর্থ হলো Picture element।

১৬০. বাংলাদেশ সরকার এবং পিসিজেএসএস (PCJSS)-এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল?

(ক) ০২ ডিসেম্বর ১৯৯৭ (খ) ০৩ নভেম্বর ১৯৯৮ (গ) ০১ ডিসেম্বর ১৯৯৭ (ঘ) ০২ ডিসেম্বর ১৯৯৮

সঠিক উত্তর: (ক) ০২ ডিসেম্বর ১৯৯৭

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি MCQ ২০২৬ এর বাংলাদেশ বিষয়াবলি। ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর। এই চুক্তিটি বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (PCJSS)-এর প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)-র মধ্যে হয়। এর মাধ্যমে দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটে। তারিখটি খুবই গুরুত্বপূর্ণ: ২ ডিসেম্বর, ১৯৯৭।

১৬১. An element required in a paragraph for smooth flow of ideas is called a –

(ক) transition sentence (খ) topic sentence (গ) supporting sentence (ঘ) concluding sentence

সঠিক উত্তর: (ক) transition sentence

ব্যাখ্যা:
একটি প্যারাগ্রাফে একটি আইডিয়া থেকে আরেকটি আইডিয়ায় যাওয়ার সময় লেখার প্রবাহ (Flow) ঠিক রাখার জন্য যে বাক্য বা শব্দগুচ্ছ ব্যবহার করা হয়, তাকে ‘Transition Sentence’ বা কানেক্টর বলা হয় (যেমন: However, Furthermore, On the other hand)।
Topic sentence মূল ভাব প্রকাশ করে। Supporting sentence ব্যাখ্যা দেয়। Concluding sentence শেষ করে। কিন্তু ‘Smooth flow’ বা মসৃণ গতির জন্য লিংকিং বা ট্রানজিশন সেন্টেন্স লাগে।

১৬২. ‘বেতার’, ‘বিপত্নীক’ শব্দ দুটি কোন্ সমাসের উদাহরণ?

(ক) বহুব্রীহি (খ) কর্মধারয় (গ) তৎপুরুষ (ঘ) দ্বন্দ্ব

সঠিক উত্তর: (ক) বহুব্রীহি

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর বাংলা ব্যাকরণ।
বেতার = নেই তার যার (বেতার)। এটি ‘নঞ বহুব্রীহি’। এখানে ‘বে’ বা ‘নেই’ এবং ‘তার’ কোনোটিকেই না বুঝিয়ে এমন এক যন্ত্রকে বোঝায় যার তার নেই।
বিপত্নীক = বিগত হয়েছে পত্নী যার। এটিও বহুব্রীহি সমাস। কারণ এটি এমন একজন ব্যক্তিকে বোঝাচ্ছে যার স্ত্রী মারা গেছে।
তাই সঠিক উত্তর (ক) বহুব্রীহি।

১৬৩. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিভক্তকারী রেখা হলো ______ উত্তর অক্ষাংশ।

(ক) ৩৮° (খ) ৩৯° (গ) ৪৯° (ঘ) ১৭°

সঠিক উত্তর: (ক) ৩৮°

ব্যাখ্যা:
আন্তর্জাতিক রাজনীতির বিখ্যাত সীমারেখা। ৩৮তম প্যারালাল বা ৩৮° উত্তর অক্ষাংশ রেখাটি উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে। ১৯৫৩ সালে কোরিয়া যুদ্ধের পর এই রেখাটিই দুই দেশের সীমান্ত হিসেবে নির্ধারিত হয়। ৪৯° যুক্তরাষ্ট্র ও কানাডাকে ভাগ করেছে। ১৭° উত্তর ও দক্ষিণ ভিয়েতনামকে ভাগ করেছিল।

১৬৪. কোনটি ‘তাত’ এর প্রতিশব্দ?

(ক) অলিন্দ (খ) প্রভঞ্জন (গ) মহী (ঘ) জনক

সঠিক উত্তর: (ঘ) জনক

ব্যাখ্যা:
‘তাত’ একটি তৎসম শব্দ যার অর্থ ‘পিতা’ বা ‘বাবা’। তাই এর প্রতিশব্দ হলো ‘জনক’ বা পিতা। মেঘনাদবধ কাব্যে রাবণকে উদ্দেশ্য করে মেঘনাদ ‘তাত’ বলে সম্বোধন করেছিলেন (হে তাত, উচিত কি তব…)।
অলিন্দ মানে বারান্দা। প্রভঞ্জন মানে ঝড় বা বায়ু। মহী মানে পৃথিবী।

১৬৫. একটি বাক্যের মধ্যে একটি পেন্সিল আছে। বাক্সটি একটি তাকের উপরে অবস্থান করছে। তাকটি জানালার নিচে অবস্থান করছে। তাহলে নিচের কোন্ বাক্যটি উপরের বর্ণনার জন্য প্রযোজ্য হবে?

(ক) পেন্সিলটি জানালার নিচে আছে (খ) পেন্সিলটি জানালার উপরে আছে (গ) পেন্সিলটি জানালার মধ্যে অবস্থান করছে (ঘ) বাক্সটি পেন্সিলের নিচে অবস্থান করছে

সঠিক উত্তর: (ক) পেন্সিলটি জানালার নিচে আছে

ব্যাখ্যা:
লজিক্যাল রিজনিং বা মানসিক দক্ষতা।
অবস্থানগুলো সাজাই:
১. জানালা (সবচেয়ে উপরে)।
২. তাক (জানালার নিচে)।
৩. বাক্স (তাকের উপরে, মানে জানালারও নিচে)।
৪. পেন্সিল (বাক্সের ভেতরে)।
যেহেতু তাক জানালার নিচে, আর বাক্স ও পেন্সিল তাকের ওপর (মানে জানালার লেভেলের নিচে), তাই চূড়ান্তভাবে পেন্সিলটি অবশ্যই ‘জানালার নিচে’ অবস্থিত।
(ঘ) ভুল, কারণ বাক্স পেন্সিলের নিচে নয়, পেন্সিল বাক্সের ভেতরে। তাই (ক) সঠিক।

১৬৬. কোন্ এলাকাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন জন্মযুদ্ধ ক্যাম্পের (তৎকালীন) আব্দুল হালিম চৌধুরীর দ্বারা গঠিত আঞ্চলিক বাহিনীর আওতাধীন এলাকা ছিল না?

(ক) ধামরাই (খ) কেরানীগঞ্জ (গ) কাজিহাটের (ঘ) সাভার

সঠিক উত্তর: (গ) কাজিহাটের (সম্ভাব্য উত্তর, এটি একটি আনকমন প্রশ্ন। তবে ক্যাপ্টেন হালিম চৌধুরীর বাহিনী মানিকগঞ্জ ও ঢাকার কিছু অংশে সক্রিয় ছিল। ধামরাই, সাভার, কেরানীগঞ্জ ঢাকার অংশ। কাজিহাট বা কাজিরহাট এলাকাটি সম্ভবত তার আওতার বাইরে বা ভিন্ন সেক্টরে ছিল)।

নোট: ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী ‘হালিম বাহিনী’ গঠন করেন যা মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঢাকা দক্ষিণ এলাকায় যুদ্ধ করে। ধামরাই, সাভার তার এলাকার মধ্যে পড়ে। কেরানীগঞ্জও কাছাকাছি। কিন্তু ‘কাজিহাট’ (সম্ভবত পাবনা বা অন্য জেলার কাজিরহাট) তার আওতাভুক্ত ছিল না। তাই এটিই ব্যতিক্রম।

১৬৭. ০.৫ × ০.০৫ × ০.০০৫ = ?

(ক) ০.১২৫ (খ) ০.০১২৫ (গ) ০.০০১২৫ (ঘ) ০.০০০১২৫

সঠিক উত্তর: (ঘ) ০.০০০১২৫

ব্যাখ্যা:
সরল গুণ:
সংখ্যাগুলো গুণ করি: $৫ \times ৫ \times ৫ = ১২৫$।
এবার দশমিক বিন্দুর অবস্থান গুণি:
০.৫ (১ ঘর)
০.০৫ (২ ঘর)
০.০০৫ (৩ ঘর)
মোট দশমিকের পর ঘর সংখ্যা = ১ + ২ + ৩ = ৬ টি।
তাই ফলাফলে ডানদিক থেকে ৬ ঘর আগে দশমিক বসবে।
১২৫ এর আগে আরো ৩টি শূন্য দিয়ে ৬ ঘর পূর্ণ করতে হবে: $.০০০১২৫$
বা $০.০০০১২৫$।
সঠিক উত্তর (ঘ)।

১৬৮. ‘রাজপথ’ শব্দের ব্যাসবাক্য কোনটি?

(ক) রাজা ও পথ (খ) রাজার পথ (গ) বিশাল পথ (ঘ) পথের রাজা

সঠিক উত্তর: (ঘ) পথের রাজা

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর সমাস।
‘রাজপথ’ শব্দটির সঠিক ব্যাসবাক্য হলো ‘পথের রাজা’। এটি ষষ্ঠী তৎপুরুষ সমাসের নিয়ম মেনে হয় (রাজহাঁস = হাঁসের রাজা, রাজপথ = পথের রাজা)। এখানে ‘পথ’ শব্দটি প্রধান এবং শ্রেষ্ঠত্ব বোঝাতে ‘রাজা’ শব্দটি পরে থাকলেও ব্যাসবাক্যে ‘রাজা’ পরে যায়। অনেকে ‘রাজার পথ’ ভাবেন, যা ভুল। ব্যাকরণ সিদ্ধ হলো ‘পথের রাজা’।

১৬৯. $\frac{2}{3}, \frac{3}{5}$ ও $\frac{6}{15}$ ভগ্নাংশগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক (ল.সা.গু) হবে:

(ক) $\frac{3}{5}$ (খ) $\frac{1}{15}$ (গ) $\frac{1}{6}$ (ঘ) $\frac{6}{5}$

সঠিক উত্তর: (ঘ) ১ (অথবা ৬/৫ যদি অপশনে ১ না থাকে, কিন্তু লজিক্যালি এটি ৬) – এখানে একটু কারেকশন দরকার।
ভগ্নাংশের ল.সা.গু নির্ণয়ের সূত্র: $\frac{\text{লবগুলোর ল.সা.গু}}{\text{হরগুলোর গ.সা.গু}}$

ভগ্নাংশগুলো: $\frac{2}{3}, \frac{3}{5}, \frac{6}{15}$।
প্রথমে $\frac{6}{15}$ কে লঘিষ্ঠ করা যায়: ৩ দিয়ে কাটলে $\frac{2}{5}$ হয়।
তাহলে ভগ্নাংশগুলো দাঁড়ায়: $\frac{2}{3}, \frac{3}{5}, \frac{2}{5}$।
লবগুলো (2, 3, 2) এর ল.সা.গু = 6।
হরগুলো (3, 5, 5) এর গ.সা.গু = 1 (কারণ ৩ ও ৫ এর মধ্যে সাধারণ গুণনীয়ক নেই)।
সুতরাং, নির্ণেয় ল.সা.গু = $\frac{6}{1} = 6$।
কিন্তু অপশনে ৬ নেই।
যদি কাটাকাটি না করে সরাসরি করি:
লব (2, 3, 6) এর ল.সা.গু = 6।
হর (3, 5, 15) এর গ.সা.গু = 1।
তাতেও উত্তর ৬ হয়।
অপশন (ঘ) তে আছে $\frac{6}{5}$, যা সঠিক নয়। কিন্তু প্রিন্টিং মিসটেক বা অপশনের মধ্যে সবচেয়ে কাছের বা সম্ভাব্য উত্তর হিসেবে অনেকে ৬/৫ ভাবতে পারে যদি গ.সা.গু ৫ ধরে (যা ভুল)।
নোট: সঠিক উত্তর ৬। অপশনে সঠিক উত্তর নেই। তবে যদি $\frac{6}{15}$ কে $\frac{2}{5}$ না ধরে হরগুলোর গ.সা.গু ৩, ৫, ১৫ এর গ.সা.গু ১ হয়। সম্ভবত প্রশ্নকর্তা হরগুলোর ল.সা.গু বের করেছেন বা অপশনে ভুল আছে।
তবে বিসিএসের নিয়ম অনুযায়ী কাছাকাছি উত্তর বা টাইপিং এরর থাকলে: যদি এটি গ.সা.গু চাইতো তবে উত্তর ভিন্ন হতো। ল.সা.গু এর ক্ষেত্রে লব বড় হয়। এখানে অপশনগুলোর মধ্যে $\frac{6}{5}$ একমাত্র যেখানে লব বড়, তাই এটিই হয়তো ‘Intended Answer’। (যদিও গাণিতিকভাবে ৬ সঠিক)।

১৭০. স্বচ্ছতা কেন সু-শাসন সম্পর্কে নাগরিকের ধারণাকে উন্নত ও স্বচ্ছ করে?

(ক) এটি প্রশাসনিক চাপ বাড়ায় (খ) এটি রাজনৈতিক প্রতিযোগিতা কমায় (গ) এটি জনগণের নজরদারি ও সচেতন মূল্যায়নের জন্য সুযোগ দেয় (ঘ) উপরের সবগুলো

সঠিক উত্তর: (গ) এটি জনগণের নজরদারি ও সচেতন মূল্যায়নের জন্য সুযোগ দেয়

ব্যাখ্যা:
স্বচ্ছতা (Transparency) মানে হলো সরকারের কাজ গোপন না রেখে জনগণের সামনে প্রকাশ করা। যখন তথ্য উন্মুক্ত থাকে, তখন জনগণ সরকারের কাজ পর্যবেক্ষণ (নজরদারি) করতে পারে এবং ভালো-মন্দ বিচার (মূল্যায়ন) করতে পারে। এতে সুশাসনের প্রতি তাদের আস্থা বাড়ে। এটাই স্বচ্ছতার মূল কাজ। প্রশাসনিক চাপ বা রাজনীতি কমানো এর প্রত্যক্ষ কাজ নয়।

১৭১. মুক্তিযুদ্ধকে উপজীব্য করে ‘যাত্রা’ উপন্যাসটি লিখেছেন-

(ক) শওকত ওসমান (খ) শহিদুল জহির (গ) শওকত আলী (ঘ) সেলিনা হোসেন

সঠিক উত্তর: (ক) শওকত ওসমান

ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের বিখ্যাত উপন্যাস। শওকত ওসমানের ‘যাত্রা’ উপন্যাসটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত। ১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাত্রির পর মানুষ জীবন বাঁচাতে যে অজানার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, সেই করুণ কাহিনী এতে বর্ণিত হয়েছে। শওকত আলীরও ‘যাত্রা’ নামে উপন্যাস আছে (ত্রয়ী উপন্যাসের অংশ), তবে মুক্তিযুদ্ধ ভিত্তিক হিসেবে শওকত ওসমানেরটি বেশি পরিচিত ও সিলেবাসভুক্ত।

১৭২. Identify the compound sentence:

(ক) Either you do it or you will be fined (খ) Unless you do it, you will be fined (গ) Do it or I shall fine you (ঘ) You have to do it, otherwise I will fine you

সঠিক উত্তর: (গ) Do it or I shall fine you

ব্যাখ্যা:
Compound Sentence বা যৌগিক বাক্যে দুটি স্বাধীন বাক্য (Independent Clause) থাকে যা Coordinating Conjunction (And, Or, But) দ্বারা যুক্ত থাকে।
(ক) Either…or (Correlative conjunction), এটিও কম্পাউন্ড হতে পারে, তবে স্ট্রাকচারটি একটু জটিল।
(খ) Unless (Complex sentence)।
(গ) “Do it” (স্বাধীন) + or (কনজাংশন) + “I shall fine you” (স্বাধীন)। এটি একটি পারফেক্ট এবং সিম্পল কম্পাউন্ড সেন্টেন্স।
(ঘ) Otherwise থাকলেও এটি কম্পাউন্ড, কিন্তু ‘Do it or…’ হলো ক্লাসিক উদাহরণ যা পরীক্ষায় বেশি আসে। তবে (ক) ও (ঘ) ও কম্পাউন্ডের সংজ্ঞায় পড়ে। কিন্তু (গ) হলো সবচেয়ে সোজাসাপ্টা Imperative + Or স্ট্রাকচার।

১৭৩. ‘কায়া তরুবর পঞ্চ বি ডাল’- পদটির রচয়িতা কে?

(ক) লুইপা (খ) ভুসুকুপা (গ) শবরপা (ঘ) কাহ্নপা

সঠিক উত্তর: (ক) লুইপা

ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ-এর প্রথম পদটিই হলো “কায়া তরুবর পঞ্চ বি ডাল”। এই পদটির রচয়িতা হলেন চর্যাপদের আদি কবি ‘লুইপা’। এখানে রূপক অর্থে মানবদেহকে (কায়া) একটি শ্রেষ্ঠ গাছের (তরুবর) সাথে তুলনা করা হয়েছে এবং এর পাঁচটি ডাল বলতে মানুষের পাঁচটি ইন্দ্রিয়কে বোঝানো হয়েছে। 50th BCS Preliminary Question Solution 2026 এর সাহিত্য অংশে চর্যাপদের এই বিখ্যাত পঙক্তিটি প্রায়ই আসে।

১৭৪. কোন্ টিস্যু পেশীকে হাড়ের সাথে সংযুক্ত রাখে?

(ক) তন্তুনাস্থি (খ) লিগামেন্ট (গ) টেন্ডন (ঘ) অ্যারিওলার টিস্যু

সঠিক উত্তর: (গ) টেন্ডন

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর জীববিজ্ঞানের হাড় ও পেশি অধ্যায়ের প্রশ্ন। মানবদেহে হাড় এবং পেশির সংযোগস্থল খুবই গুরুত্বপূর্ণ।
১. টেন্ডন (Tendon): পেশিকে হাড়ের সাথে যুক্ত করে (Muscle to Bone)। এটি শক্ত ও স্থিতিস্থাপক নয়।
২. লিগামেন্ট (Ligament): হাড়কে হাড়ের সাথে যুক্ত করে (Bone to Bone)।
মনে রাখার সহজ টেকনিক: MTB (Muscle – Tendon – Bone) এবং BLB (Bone – Ligament – Bone)।
যেহেতু প্রশ্নে পেশি ও হাড়ের সংযোগ চেয়েছে, তাই সঠিক উত্তর (গ) টেন্ডন।

১৭৫. Habeas Corpus writ দায়ের করা হয় সংবিধানের _____ অনুচ্ছেদ লংঘনের কারণে।

(ক) ৩১ (খ) ৩২ (গ) ৩৩ (ঘ) ৩৬

সঠিক উত্তর: (খ) ৩২

(ভারতীয় সংবিধান হলে), কিন্তু বাংলাদেশ সংবিধানে এটি মূলত ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট করা হয়, যা মৌলিক অধিকার (অনুচ্ছেদ ২৭-৪৪) বলবৎ করার জন্য। তবে নির্দিষ্টভাবে ‘Habeas Corpus’ বা ‘বন্দী প্রদর্শন’ রিটটি কোনো ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা (অনুচ্ছেদ ৩২: জীবন ও ব্যক্তি স্বাধীনতার রক্ষণ) বা গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ (অনুচ্ছেদ ৩৩) লঙ্ঘিত হলে দায়ের করা হয়।
প্রশ্নে ‘অনুচ্ছেদ লঙ্ঘনের কারণে’ বলা হয়েছে। Habeas Corpus মূলত তখন করা হয় যখন কাউকে বেআইনিভাবে আটক করা হয়, যা সংবিধানের ৩২ অনুচ্ছেদ (জীবন ও ব্যক্তি স্বাধীনতা) এবং ৩৩ অনুচ্ছেদ-এর সরাসরি লঙ্ঘন। তবে মূল অধিকারটি হলো ‘ব্যক্তি স্বাধীনতা’ বা ৩২।
বিশ্লেষণ: ৩২ অনুচ্ছেদে বলা আছে আইনানুগ পন্থা ছাড়া কারো ব্যক্তি স্বাধীনতা হরণ করা যাবে না। বিনা বিচারে আটক রাখা এই অনুচ্ছেদের লঙ্ঘন। তাই এর প্রতিকার পেতে ১০২ অনুচ্ছেদে রিট করা হয়। সঠিক উত্তর হিসেবে (খ) ৩২ সবচেয়ে যৌক্তিক কারণ এটিই সেই ‘মৌলিক অধিকার’ যা ক্ষুণ্ণ হয়েছে।

১৭৬. $A = {x : x \text{ স্বাভাবিক সংখ্যা এবং } x \le 5 \text{ হলে}}, P(A)$ এর উপাদান সংখ্যা হবে:

(ক) 64 (খ) 32 (গ) 16 (ঘ) 8

সঠিক উত্তর: (খ) 32

ব্যাখ্যা:
সেট $A = {1, 2, 3, 4, 5}$ (স্বাভাবিক সংখ্যা যা ৫ এর সমান বা ছোট)।
এখানে উপাদান সংখ্যা $n = 5$।
শক্তি সেট বা Power Set $P(A)$ এর উপাদান সংখ্যা বের করার সূত্র হলো $2^n$।
সুতরাং, $P(A)$ এর উপাদান সংখ্যা = $2^5 = 32$।
সঠিক উত্তর (খ)। 50th BCS Preli Question Solution 2026 এর গণিতে এটি একটি বেসিক অংক।

১৭৭. What gender is the word ‘monarch’?

(ক) masculine (খ) feminine (গ) neuter (ঘ) common

সঠিক উত্তর: (ঘ) common

ব্যাখ্যা:
ইংরেজি গ্রামারের জেন্ডার অংশ। ‘Monarch’ শব্দের অর্থ হলো রাজা, সম্রাট বা একচ্ছত্র শাসক। এটি পুরুষ বা নারী উভয়ই হতে পারে। যেমন—Queen Elizabeth II একজন Monarch ছিলেন, আবার King Charles III-ও একজন Monarch। যে শব্দ দিয়ে স্ত্রী-পুরুষ উভয়কেই বোঝানো যায়, তাকে ‘Common Gender’ বা উভয়লিঙ্গ বলে। (যেমন: Teacher, Student, Monarch)। তাই সঠিক উত্তর (ঘ)।

১৭৮. কোনটি মূল্যবোধের সারসত্তাকে প্রতিফলিত করে?

(ক) কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত নিয়ম (খ) নৈতিক নিষেধ দ্বারা প্রথা ও ঐতিহ্য (গ) নৈতিক আচরণ নির্দেশক বিশ্বাস ও নীতি (ঘ) সামাজিক শৃংখলার আইনি বাধ্যবাধকতা

সঠিক উত্তর: (গ) নৈতিক আচরণ নির্দেশক বিশ্বাস ও নীতি

ব্যাখ্যা:
মূল্যবোধ (Values) হলো মানুষের আচরণের সেই মানদণ্ড বা বিশ্বাস, যা তাকে বলে দেয় কোনটি ভালো আর কোনটি মন্দ। এটি কোনো আরোপিত নিয়ম বা আইনি বাধ্যবাধকতা নয়। এটি হলো মানুষের ভেতরের ‘বিশ্বাস ও নীতি’ (Beliefs and Principles) যা তার আচরণকে নৈতিকভাবে পরিচালিত করে। তাই অপশন (গ) ই মূল্যবোধের প্রকৃত সংজ্ঞা বা সারসত্তা (Essence)।

১৭৯. কোন্ ফসলটি রপ্তানী বহুমুখীকরণে সম্ভাবনাময়?

(ক) আউশ ধান (খ) তৈলবীজ (গ) পাট (ঘ) আলু

সঠিক উত্তর: (ঘ) আলু (এবং পাটও, তবে আলু নতুন সম্ভাবনা)

ব্যাখ্যা:
বিসিএস প্রশ্নে ‘রপ্তানি বহুমুখীকরণ’ (Export Diversification) বলতে সাধারণত অপ্রচলিত পণ্যের (Non-traditional items) কথা বলা হয়। পাট আমাদের ঐতিহ্যবাহী রপ্তানি পণ্য। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার এবং কৃষি মন্ত্রণালয় ‘আলু’ (Potato) রপ্তানির ওপর বিশেষ জোর দিচ্ছে। রাশিয়া, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে বাংলাদেশের আলুর বিশাল বাজার সৃষ্টি হয়েছে এবং এটি রপ্তানি আয়ের নতুন খাত হিসেবে উঠে আসছে। তাই সম্ভাবনাময় বা Emerging হিসেবে আলু সঠিক। পাট ইতিমধ্যে প্রতিষ্ঠিত।

১৮০. MRI কোন্ নীতিতে কাজ করে?

(ক) শরীরের ত্রি-মাত্রিক চিত্র তৈরি করতে এক্স-রে ব্যবহার করে (খ) তেজস্ক্রিয় ট্রেসার দ্বারা নির্ণয় (গ) শক্তিশালী চুম্বক এবং রেডিও তরঙ্গ ব্যবহার করে ইমেজ তৈরির মাধ্যমে (ঘ) উচ্চ ফ্রিকোয়েন্সি শব্দ তরঙ্গ ব্যবহার করে ইমেজ তৈরির মাধ্যমে

সঠিক উত্তর: (গ) শক্তিশালী চুম্বক এবং রেডিও তরঙ্গ ব্যবহার করে ইমেজ তৈরির মাধ্যমে

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর চিকিৎসা প্রযুক্তি।
MRI এর পূর্ণরূপ হলো Magnetic Resonance Imaging। নামের মধ্যেই এর কাজের নীতি লুকিয়ে আছে।
১. Magnetic: এতে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র (Strong Magnetic Field) ব্যবহার করা হয়।
২. Resonance: এর সাথে রেডিও তরঙ্গ (Radio Waves) ব্যবহার করে শরীরের ভেতরের হাইড্রোজেন পরমাণুগুলোকে উত্তেজিত (Resonate) করা হয়।
এতে কোনো ক্ষতিকর এক্স-রে বা তেজস্ক্রিয়তা নেই। (ঘ) আল্ট্রাসাউন্ডের নীতি। (ক) সিটি স্ক্যানের নীতি। তাই সঠিক উত্তর (গ)।

১৮১. আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর _____ অবস্থিত।

(ক) নাইরোবি (খ) আবিদজান (গ) আদ্দিস আবাবা (ঘ) লাগোস

সঠিক উত্তর: (খ) আবিদজান

ব্যাখ্যা:
আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক (AfDB)-এর সদর দপ্তর আইভরি কোস্টের (Côte d’Ivoire) রাজধানী ‘আবিদজান’ (Abidjan)-এ অবস্থিত। মাঝখানে দেশটির গৃহযুদ্ধের কারণে এটি তিউনিসিয়ায় স্থানান্তরিত হয়েছিল, কিন্তু ২০১৪ সালে আবার আবিদজানে ফিরে আসে। আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর। তাই সঠিক উত্তর (খ)।

১৮২. আন্তর্জাতিক অর্থায়নের ভিত্তি স্থাপনে ব্রেটন উডস (Bretton Woods) সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

(ক) নেদারল্যান্ডস (খ) নিউ ইয়র্ক (গ) নিউ হ্যাম্পশায়ার (ঘ) নিউ জার্সি

সঠিক উত্তর: (গ) নিউ হ্যাম্পশায়ার

ব্যাখ্যা:
১৯৪৪ সালে অনুষ্ঠিত ঐতিহাসিক ব্রেটন উডস সম্মেলন বিশ্ব অর্থনীতির মোড় ঘুরিয়ে দেয়। এই সম্মেলনের মাধ্যমেই বিশ্বব্যাংক এবং আইএমএফ প্রতিষ্ঠিত হয়। সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রের ‘নিউ হ্যাম্পশায়ার’ (New Hampshire) অঙ্গরাজ্যের ব্রেটন উডস নামক স্থানের মাউন্ট ওয়াশিংটন হোটেলে। তাই সঠিক উত্তর (গ)।

১৮৩. ‘The villagers believed that he was an honest leader.’ Passive form of this sentence is-

(ক) He was believed to be an honest leader (খ) He was believed to have been an honest leader (গ) He has been believed to be an honest leader (ঘ) He was believed he was an honest leader

সঠিক উত্তর: (খ) He was believed to have been an honest leader

ব্যাখ্যা:
কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ।
Active: The villagers believed (Past) that he was (Past) an honest leader.
এখানে দুটি ক্লজই পাস্ট টেন্সে আছে।
নিয়ম: যদি প্রিন্সিপাল ক্লজ (Villagers believed) এবং সাবঅর্ডিনেট ক্লজ (he was…) উভয়ই অতীতে থাকে, তবে প্যাসিভ করার সময় Perfect Infinitive (to have + V3) ব্যবহার করা শ্রেয়।
ধাপ ১: সাবজেক্ট হবে ‘He’।
ধাপ ২: believed এর প্যাসিভ ‘was believed’.
ধাপ ৩: যেহেতু সে ‘ছিল’ (was), তাই প্যাসিভে ‘to have been’ বসবে।
সঠিক বাক্য: He was believed to have been an honest leader. (তার সম্পর্কে বিশ্বাস করা হতো যে তিনি একজন সৎ নেতা ছিলেন)।
অপশন (ক) He was believed to be… এটি তখন হতো যদি অ্যাক্টিভ বাক্যটি হতো “Villagers believed that he IS an honest leader”। কিন্তু এখানে ‘was’ আছে, তাই ‘have been’ আসবে।

১৮৪. ‘_____ কনভেনশন’ বিপদজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত পরিবহন নিয়ন্ত্রণ করে।

(ক) স্টকহোম (খ) রোটারডাম (গ) বাসেল (ঘ) মিনামাটা

সঠিক উত্তর: (গ) বাসেল

ব্যাখ্যা:
পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক চুক্তি। ১৯৮৯ সালে সুইজারল্যান্ডের বাসেলে স্বাক্ষরিত ‘বাসেল কনভেনশন’ (Basel Convention)-এর মূল কাজ হলো এক দেশ থেকে আরেক দেশে (বিশেষ করে উন্নত থেকে গরিব দেশে) বিপদজ্জনক বর্জ্য (Hazardous Waste) পাচার বা পরিবহন রোধ করা।
স্টকহোম কনভেনশন POPs নিয়ে, মিনামাটা পারদ দূষণ নিয়ে, রোটারডাম রাসায়নিক নিয়ে। বর্জ্য পরিবহন মানেই বাসেল।

১৮৫. স্মার্টফোনে GPS ব্যবহারের জন্য কোনটি প্রয়োজন?

(ক) DHCP (খ) Accelerometer (গ) Gyroscope (ঘ) Satellite Signal

সঠিক উত্তর: (ঘ) Satellite Signal

ব্যাখ্যা:
GPS বা Global Positioning System কাজ করার জন্য সরাসরি মহাকাশে থাকা স্যাটেলাইটের সাথে সংযোগ স্থাপন করতে হয়। আপনার ফোনের জিপিএস রিসিভার অন্তত ৪টি স্যাটেলাইট থেকে সিগন্যাল বা সংকেত গ্রহণ করে আপনার সঠিক অবস্থান নির্ণয় করে। এক্সিলালোমিটার বা জাইরোস্কোপ সেন্সর হিসেবে সাহায্য করতে পারে, কিন্তু মূল উপাদান হলো ‘স্যাটেলাইট সিগন্যাল’। এটি ছাড়া জিপিএস অচল।

১৮৬. বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি?

(ক) ঢাকা উত্তর (খ) কুমিল্লা (গ) ময়মনসিংহ (ঘ) রংপুর

সঠিক উত্তর: (গ) ময়মনসিংহ

ব্যাখ্যা:
বাংলাদেশের ১২তম এবং এখন পর্যন্ত (২০২৬ সালের প্রেক্ষাপটে এবং বিগত তথ্যানুযায়ী) সর্বশেষ ঘোষিত সিটি কর্পোরেশন হলো ‘ময়মনসিংহ সিটি কর্পোরেশন’। ২০১৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এর আগে রংপুর এবং কুমিল্লা সিটি কর্পোরেশন হয়েছে। ঢাকা উত্তর/দক্ষিণ আরও আগে ভাগ হয়েছে। 50th BCS Preliminary Question Solution 2026 এ প্রশাসনিক তথ্যের আপডেট থাকা জরুরি।

১৮৭. কোনটি কম্বিনেশনাল লজিক সার্কিট নয়?

(ক) রেজিস্টার (খ) ডিকোডার (গ) মাল্টিপ্লেক্সার (ঘ) NAND গেট

সঠিক উত্তর: (ক) রেজিস্টার

ব্যাখ্যা:
ডিজিটাল লজিক ডিজাইনে সার্কিট দুই প্রকার: কম্বিনেশনাল (Combinational) এবং সিকোয়েন্সিয়াল (Sequential)।
কম্বিনেশনাল সার্কিটে মেমরি থাকে না, আউটপুট শুধু বর্তমান ইনপুটের ওপর নির্ভর করে (যেমন: অ্যাডার, ডিকোডার, এনকোডার, মাল্টিপ্লেক্সার)।
সিকোয়েন্সিয়াল সার্কিটে মেমরি থাকে, আউটপুট বর্তমান ও আগের ইনপুটের ওপর নির্ভর করে। ‘রেজিস্টার’ (Register), কাউন্টার, ফ্লিপ-ফ্লপ হলো সিকোয়েন্সিয়াল সার্কিট, কারণ এরা তথ্য ধরে রাখতে বা স্টোর করতে পারে।
NAND গেট হলো বেসিক গেট যা দিয়ে সার্কিট বানানো হয়। কিন্তু ফাংশনাল ব্লক হিসেবে রেজিস্টার কম্বিনেশনাল নয়। তাই উত্তর (ক)।

১৮৮. বাংলাদেশ _____ সাল থেকে গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করে আসছে।

(ক) ১৯৮০ (খ) ১৯৮৪ (গ) ১৯৮৬ (ঘ) ১৯৮৩

সঠিক উত্তর: (খ) ১৯৮৪

ব্যাখ্যা:
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ১৯৭৯ সালে গঠিত হলেও বাংলাদেশ প্রথমবারের মতো অলিম্পিক গেমসে অংশ নেয় ১৯৮৪ সালে। সেই বছর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে অ্যাথলেটিকস ইভেন্টে সাইদুর রহমান ডন বাংলাদেশের পতাকা বহন করেন। এর পর থেকে বাংলাদেশ নিয়মিত অংশ নিচ্ছে। ১৯৮০ সালের মস্কো অলিম্পিক বাংলাদেশ বয়কট করেছিল।

১৮৯. ‘স্বর্গ’ শব্দের সঠিক সমার্থক শব্দজোড়া কোনটি?

(ক) হরিদশ্ব, বিবস্বান (খ) ক্ষিতি, উর্বী (গ) দিনমণি, দিন নাথ (ঘ) ত্রিদিব, সুরপুর

সঠিক উত্তর: (ঘ) ত্রিদিব, সুরপুর

ব্যাখ্যা:
বাংলা শব্দার্থ।
স্বর্গ মানে দেবলোক বা বেহেশত। এর সমার্থক শব্দ হলো: ত্রিদিব, সুরপুর (সুর বা দেবতাদের পুরী), দ্যুলোক, অমরালয়, দেবলোক ইত্যাদি।
(ক) হরিদশ্ব, বিবস্বান = সূর্য।
(খ) ক্ষিতি, উর্বী = পৃথিবী।
(গ) দিনমণি, দিন নাথ = সূর্য।
তাই সঠিক উত্তর (ঘ)।

১৯০. টেকসই উন্নয়নের জন্য সু-শাসন অপরিহার্য কারণ এটি-

(ক) দ্রুত শিল্পায়ন নিশ্চিত করে (খ) অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক ন্যায়ের ভারসাম্য রক্ষা করে (গ) জনসংখ্যা হ্রাস করে (ঘ) রাজনৈতিক দ্বন্দ্ব দূর করে

সঠিক উত্তর: (খ) অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক ন্যায়ের ভারসাম্য রক্ষা করে

ব্যাখ্যা:
টেকসই উন্নয়ন (Sustainable Development) মানে হলো কাউকে পেছনে ফেলে রাখা নয়। সুশাসন নিশ্চিত করে যে উন্নয়নের সুফল যেন শুধু ধনীদের কাছে না যায়, বরং সমাজের সবার কাছে পৌঁছায় (সামাজিক ন্যায় বা Social Justice)। একই সাথে এটি অর্থনীতির চাকা সচল রাখে। এই ‘ভারসাম্য’ (Balance) ছাড়া উন্নয়ন টেকসই হয় না। শিল্পায়ন বা রাজনীতি গৌণ, মূল কথা হলো প্রবৃদ্ধি ও ন্যায়বিচারের মেলবন্ধন।

১৯১. মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (MIGA) কোন্ সংস্থার অংশ?

(ক) বিশ্বব্যাংক গ্রুপ (খ) আন্তর্জাতিক মুদ্রা তহবিল (গ) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ঘ) এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB)

সঠিক উত্তর: (ক) বিশ্বব্যাংক গ্রুপ

ব্যাখ্যা:
বিশ্বব্যাংক গ্রুপ (World Bank Group) পাঁচটি প্রতিষ্ঠানের সমষ্টি। এগুলো হলো: IBRD, IDA, IFC, MIGA এবং ICSID।
MIGA (Multilateral Investment Guarantee Agency) ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়। এর কাজ হলো উন্নয়নশীল দেশে বিদেশী বিনিয়োগকারীদের রাজনৈতিক ঝুঁকির (যেমন যুদ্ধ, জাতীয়করণ) বিপরীতে বীমা বা গ্যারান্টি প্রদান করা। এটি বিশ্বব্যাংক পরিবারের অন্যতম সদস্য।

১৯২. ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ কত সালে প্রতিষ্ঠিত হয়?

(ক) ১৯২০ সালে (খ) ১৯২৬ সালে (গ) ১৯২৫ সালে (ঘ) ১৯৩০ সালে

সঠিক উত্তর: (খ) ১৯২৬ সালে

ব্যাখ্যা:
ঢাকায় বুদ্ধিমুক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’। ১৯২৬ সালের ১৯শে জানুয়ারি ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হলের ইউনিয়ন কক্ষে এটি প্রতিষ্ঠিত হয়। আবুল হুসেন, কাজী মোতাহার হোসেন প্রমুখ ছিলেন এর প্রধান উদ্যোক্তা। এদের মুখপত্র ছিল ‘শিখা’ পত্রিকা। ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’—ছিল তাদের স্লোগান। 50th BCS Preliminary Question Solution 2026 এর ইতিহাসের জন্য সালটি খুবই গুরুত্বপূর্ণ।

১৯৩. বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ কোনটি?

(ক) পরিকল্পনা কমিশন (খ) অর্থ মন্ত্রণালয় (গ) পরিকল্পনা মন্ত্রণালয় (ঘ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি

সঠিক উত্তর: (ঘ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি

ব্যাখ্যা:
বাংলাদেশের উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদনকারী সর্বোচ্চ সংস্থা হলো ‘একনেক’ (ECNEC – Executive Committee of the National Economic Council) বা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। এর প্রধান বা চেয়ারপারসন হলেন মাননীয় প্রধানমন্ত্রী। যেকোনো বড় উন্নয়ন প্রকল্প (সাধারণত ৫০ কোটি টাকার ঊর্ধ্বে) পরিকল্পনা কমিশন যাচাই-বাছাই করার পর চূড়ান্ত অনুমোদনের জন্য একনেক সভায় পেশ করা হয়। পরিকল্পনা কমিশন সাচিবিক সহায়তা দেয়, কিন্তু অনুমোদনের ক্ষমতা একনেকের।

১৯৪. একটি আয়না থেকে একটি বস্তু আয়নার পৃষ্ঠ থেকে পৃষ্ঠের লম্ব বরাবর সেকেন্ডে ১০ সে.মি. বেগে চলতে শুরু করল। ৪ সেকেন্ড পর বস্তুটি ও তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে?

(ক) ৪০ সে.মি. (খ) ১৬০ সে.মি. (গ) ৮০ সে.মি. (ঘ) ০ সে.মি.

সঠিক উত্তর: (গ) ৮০ সে.মি.

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৬ এর পদার্থবিজ্ঞান ও জ্যামিতিক আলোকবিজ্ঞান।
সমতল আয়নার ধর্ম হলো: দর্পণ থেকে বস্তুর দূরত্ব ($u$) এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব ($v$) সর্বদা সমান হয়।
বস্তুর বেগ = ১০ সে.মি./সেকেন্ড।
সময় = ৪ সেকেন্ড।
সুতরাং, ৪ সেকেন্ডে বস্তুটি আয়না থেকে সরে যাবে = $১০ \times ৪ = ৪০$ সে.মি.।
অর্থাৎ, আয়না থেকে বস্তুর বর্তমান দূরত্ব ($u$) = ৪০ সে.মি.।
নিয়ম অনুযায়ী, প্রতিবিম্বটিও আয়নার ঠিক অতটাই পেছনে তৈরি হবে।
তাই, আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব ($v$) = ৪০ সে.মি.।
এখন, বস্তু ও প্রতিবিম্বের মধ্যবর্তী মোট দূরত্ব = $u + v = ৪০ + ৪০ = ৮০$ সে.মি.।
তাই সঠিক উত্তর (গ)।

১৯৫. The killing of albatross in The Rime of the Ancient Mariner was indicative of-

(ক) a trigger-happy Mariner (খ) the essential irrationality of man (গ) a superstitious Mariner (ঘ) the Mariner as a skillful fowler

সঠিক উত্তর: (খ) the essential irrationality of man

ব্যাখ্যা:
এস.টি. কোলরিজের বিখ্যাত কবিতা ‘The Rime of the Ancient Mariner’-এ নাবিক বা মেরিনার বিনা কারণে, কোনো প্ররোচনা ছাড়াই মঙ্গলজনক পাখি অ্যালবাট্রসকে হত্যা করে। সাহিত্য সমালোচকরা এই কাজটিকে মানুষের স্বভাবজাত বা সহজাত অযৌক্তিকতা (Essential irrationality) বা ‘Motiveless malignity’ হিসেবে ব্যাখ্যা করেন। এখানে নাবিক কোনো কুসংস্কারে (Superstition) পড়ে মারেনি, বরং মারার পরেই কুসংস্কার বা অভিশাপ শুরু হয়। তাই এটি মানুষের যুক্তিবোধহীন নিষ্ঠুরতার প্রতীক। 50th BCS Preliminary Question Solution 2026 এর ইংরেজি সাহিত্যে এই মেটাফোর বোঝা জরুরি।

১৯৬. ১৩৫০ বঙ্গাব্দের দুর্ভিক্ষ নিয়ে রচিত উপন্যাস কোনটি?

(ক) ইছামতি (খ) অশনি সংকেত (গ) আরণ্যক (ঘ) বিষাদসিন্ধু

সঠিক উত্তর: (খ) অশনি সংকেত

ব্যাখ্যা:
বাংলা ১৩৫০ সাল (ইংরেজি ১৯৪৩ সাল) এর ভয়াবহ দুর্ভিক্ষ, যা ‘পঞ্চাশের মন্বন্তর’ নামে পরিচিত, তা নিয়ে রচিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস হলো ‘অশনি সংকেত’। এই উপন্যাসে গ্রামীণ বাংলায় কীভাবে ধীরে ধীরে দুর্ভিক্ষের করাল ছায়া নেমে আসে এবং সামাজিক অবক্ষয় ঘটে, তা মর্মান্তিকভাবে ফুটে উঠেছে। পরবর্তীতে সত্যজিৎ রায় এটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন। ‘আরণ্যক’ জঙ্গল নিয়ে, ‘বিষাদসিন্ধু’ কারবালা নিয়ে।

১৯৭. ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ইফাদ (IFAD), SDG এর কোন্ দুটি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে?

(ক) ৭ ও ৯ (খ) ১১ ও ১৩ (গ) ৩ ও ৬ (ঘ) ১ ও ২

সঠিক উত্তর: (ঘ) ১ ও ২

ব্যাখ্যা:
ইফাদ (IFAD – International Fund for Agricultural Development) জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা মূলত গ্রামীণ দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণে কাজ করে।
এসডিজি (SDG)-এর লক্ষ্যমাত্রাগুলো হলো:
লক্ষ্য ১: দারিদ্র্য বিলোপ (No Poverty)।
লক্ষ্য ২: ক্ষুধা মুক্তি (Zero Hunger)।
যেহেতু ইফাদের ম্যান্ডেটই হলো কৃষি উন্নয়নের মাধ্যমে গরিব কৃষকদের দারিদ্র্য ও ক্ষুধা দূর করা, তাই তারা সরাসরি এসডিজি ১ এবং ২ বাস্তবায়নে কাজ করে। 50th BCS Preli Question Solution 2026 এ এসডিজির গোলগুলোর নম্বর মুখস্থ রাখা খুব দরকার।

১৯৮. জলবায়ু কূটনীতিতে ‘Common but Differentiated Responsibilities (CBDR)’ নীতি প্রথম কোথায় স্বীকৃত হয়েছিল?

(ক) রিও-ঘোষণা (খ) কিয়োটো প্রোটোকল (গ) প্যারিস চুক্তি (ঘ) স্টকহোম ঘোষণা

সঠিক উত্তর: (ক) রিও-ঘোষণা

ব্যাখ্যা:
পরিবেশ কূটনীতির মূলনীতি ‘CBDR’ (কমন বাট ডিফারেনশিয়েটেড রেসপন্সিবিলিটিস)। এর অর্থ হলো—পরিবেশ রক্ষায় সবার দায়িত্ব আছে (Common), কিন্তু উন্নত দেশগুলোর দায়িত্ব বেশি (Differentiated) কারণ তারা দূষণ বেশি করেছে। এই নীতিটি আনুষ্ঠানিকভাবে ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ‘আর্থ সামিট’ বা ‘রিও ঘোষণা’ (Rio Declaration)-এর প্রিন্সিপল ৭-এ গৃহীত হয়। কিয়োটো বা প্যারিস চুক্তিতে এটি প্রয়োগ করা হয়েছে মাত্র, কিন্তু এর জন্ম বা স্বীকৃতি ‘রিও কনভেনশনে’।

১৯৯. কম্পিউটার সায়েন্সে Trojan Horse একটি-

(ক) ছবি এডিট করার সফটওয়্যার (খ) অপারেটিং সিস্টেম (গ) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ (ঘ) ম্যালওয়্যার

সঠিক উত্তর: (ঘ) ম্যালওয়্যার

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ২০২৬ এর আইসিটি। ট্রোজান হর্স (Trojan Horse) হলো এক ধরণের ক্ষতিকর প্রোগ্রাম বা ‘ম্যালওয়্যার’ (Malware)। এটি গ্রিক মিথলজির ট্রোজান ঘোড়ার গল্পের মতো কাজ করে। এটি দেখতে খুব কাজের বা বৈধ সফটওয়্যার (যেমন গেম বা টুল) মনে হয়, কিন্তু ইনস্টল করার পর এটি গোপনে কম্পিউটারের ক্ষতি করে বা তথ্য চুরি করে। এটি নিজে নিজে বংশবৃদ্ধি (Replicate) করে না (ভাইরাসের মতো), কিন্তু হ্যাকারদের জন্য পেছনের দরজা (Backdoor) খুলে দেয়।

২০০. ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা একদিনে কতবার মিলিত হয়?

(ক) ১২ (খ) ১৮ (গ) ২২ (ঘ) ২৪

সঠিক উত্তর: (গ) ২২

ব্যাখ্যা:
৫০ তম বিসিএস প্রিলিমিনারি MCQ ২০২৬ এর মানসিক দক্ষতার ক্লক বা ঘড়ি বিষয়ক ক্লাসিক প্রশ্ন।
ঘড়ির কাঁটা দুটি প্রতি ঘণ্টায় একবার মিলিত হয়। কিন্তু ১১টা থেকে ১টা—এই দুই ঘণ্টার ব্যবধানে তারা মাত্র একবার (ঠিক ১২টায়) মিলিত হয়।
তাই, ১২ ঘণ্টায় তারা মিলিত হয় = ১১ বার।
এক দিন = ২৪ ঘণ্টা।
সুতরাং, ২৪ ঘণ্টায় মিলিত হবে = $১১ \times ২ = ২২$ বার।
সঠিক উত্তর (গ)।

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!