মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৮
পরীক্ষার তারিখঃ ৩০/১১/২০১৮
Department of Narcotics Control job question and solution 2018.
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ নিয়োগ পরীক্ষার সমাধান
সাধারণ জ্ঞান সমাধানঃ
৫১. লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন-শেরে বাংলা এ কে ফজলুল হক
৫২. পদ্মা নদী বাংলাদেশের কোন স্থানে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে- চাঁদপুর জেলায়
৫৩. ইউনেস্কোর কততম সম্মেলনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়-৩১তম
৫৪. ইরাটম কী- উন্নত জাতের ধান
৫৫. দ্য গল কোন দেশের প্রাচীন নাম-ফ্রান্স
৫৬. Fair Fax কি?-গোয়েন্দা সংস্থা
৫৭. সুয়েজ খাল কোন দেশে অবস্থিত- মিশর
৫৮. আগামী পরশুর পরের দিন যদি বুধবার হয় তাহলে গতকাল কি বার দিন-শুনি বার
৬০. মীনা দিবস পালন করা হয়-২৪ সেপ্টেম্বর
৬১. আন্তর্জাতিক শ্রম সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়-১৯১৯
৬২. ডেঙ্গু জ্বরের ফলে শরীরে –
৬৩. মায়ের দুধে গরুর দুধের চাইতে কোন উপাদান বেশি থাকে- মিনারেলস
৬৪. সুষম খাদ্যের উপাদান কয়টি- ৬টি
৬৫. জাতীয় টিকা কর্মসূচি মোট কয়টি প্রতিষেধক টিকা দেয়া হয়-
৬৬. একজন সাধারন মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে-২০৬
৬৭. যশোর জেলার প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল- ভুল আছে(বঙ্গ )
৬৮. রাখাইন প্রদেশের পূর্ব নাম কি ছিল- আরাকান
৬৯. পৃথিবীর কোন শহর দুই মহাদেশে অবস্থিত- ইস্তাম্বুল
৭০. বাংলাদেশ ও বঙ্গবন্ধু গ্রন্থের রচয়িতা কে- ভুল(মোনায়েম সরকার)