পরিবার পরিকল্পনা সহকারী / পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৮

পরিবার পরিকল্পনা অধিদপ্তর

পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর পরিবার পরিকল্পনা সহকারী / পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে পরীক্ষার প্রশ্ন ও সমাধান।

পরীক্ষার তারিখঃ ২৫/০৫/২০১৮
পদের নামঃ পরিবার পরিকল্পনা সহকারী
পদের নামঃ পরিবার পরিকল্পনা পরিদর্শক

Directorate General of Family Planning (DGFP) exam question and solution of Family Planning Assistant / Inspector post 2018.
Post: Family Planning Assistant
Post: Family Planning inspector/Supervisor
Exam Date: 25 May 2018

সমাধান দেখুন প্রশ্নের নিচের অংশে…


পরিবার পরিকল্পনা সহকারী / পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে পরীক্ষার প্রশ্ন ও সমাধান

সমাধানঃ

১. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? – ১০টি

২.

৩. আহ্বান এর প্রকৃত উচ্চারণ- আওভান

৪. কোনটি সঠিক বানান- মহর্ষি

৫. কোন বর্গীয় বর্গের সঙ্গে যুক্ত “ন কখনও “ণ” হয়না- চ-বর্গ

৬. গোস্পদ এর সন্ধি বিচ্ছেদ- গো+পদ

৭. ছিন্ন শব্দের প্রকৃতি প্রত্যয়- ছিদ+ক্ত

৮. পাউরুটি শব্দটি কোন ভাষা থেকে এসেছে – পর্তুগিজ

৯. কোনটি দেশি শব্দ- খোঁপা

১০. খাটি বাংলা উপসর্গ- ২১টি

১১. হের ঐ দুয়ারে দাঁড়িয়ে কে? ব্যাকে ব্যবহৃত “হের” কোন ধাতু- অজ্ঞাতমূল

১২. কবি কবি ভাব ,কিন্তু ছন্দের অভাব- -এ বাক্যে “কবি কবি” কি অর্থে ব্যবহৃত হয়েছে- উপহাস অর্থে ১

১৩.

১৪. সাপ শব্দের সমার্থক- অহি

১৫. গোবর গণেশ অর্থ- মূর্খ

১৬. সূর্য উঠলে আঁধার দূরীভূত হয় “উঠলে” কোন ক্রিয়াপদ -অসমাপিকা

১৭. ষোল সংখ্যার ক্রমবাচক রুপ- ষোঢ়শ

১৮. সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে কার লেখা-জীবনানন্দ দাশের

১৯. হস্তি শব্দটির পর কোন বহুবচন বোধক শোব্দটি বসে -যূথ

২০. বনফুল কার ছদ্মনাম – বালাই চাঁদ মুখোপাধ্যায়

২১.


৪১. বৃত্তের ব্যাস দু’গুণ বৃদ্ধি পেলে এর ক্ষেতেফল কতগুণ বৃদ্ধি পায় – ৪গুণ

৪২. বার্ষিক ৪.৫টাকা হার মুনাফায় কত টাকা বিনিয়োগে ৪ বছরে তা ৮২৬টাকা হবে- ৭০০টাকা ৪৩. কোন সংখ্যা সব চেয়ে বড়- √0.3

৪৪.

৪৫. টাকায় ৫টি জিনিস ক্রয় করে টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা লাভ হবে- ২০%

৪৬. ১ একরের ৫% সমান কর বর্গগজ- ২৪২

৪৭. কোনটি মূলদ সংখ্যা- √১২১

৪৮. ২:৩ এর সমানুপাত- ৪:৬

৫৮. DPT vaccine কোন রোগের প্রতিষেধক- ডিপথেরিয়া

৫৯. জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম তারিখ- ১৭ মার্চ

৬০. ওয়ানগালা’ উৎসব কাদের- গারোদের

৬১. বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ কত তম-২১

৬২. কোন গাছের বাকল হতে কুইনাইন আহরিত হয়-চিংকোনা (সিনকোনা)

৬৩. এডিস মশা কিসের জীবাণু বহন করে- ডেঙ্গু জ্বর

৬৪. ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেট কোথায় হবে- ইংল্যান্ডে

৬৫. কোন সনে জাতিসংঘ জন্মনিয়ন্ত্রণকে মানবাধিকার বলে স্বীকৃতি দেয়-

৬৬. ব্যাকটেরিওলজির জনক কে-লিউয়েন হুক

৬৭. এখন হিজরি সনের কততম মাস চলছে- ৮ম (শাবান)

৬৮. কোন সংস্থাটি পরিবার পরিকল্পনা সেবা প্রদান করে- UNICEF

৬৯. কম্পিউটারের স্থায়ী মেমরিকে বলে- ROM

৭০. কোন ভিটামিনের অভাবে ভ্রুণের মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়-বি২


বাকি প্রশ্ন সমাধানের কাজ চলছে, খুব সিগ্রই আপডেট করা হবে…

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!