শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর হিসাবরক্ষক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২১

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EEDMOE)

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর হিসাবরক্ষক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২১।
Education Engineering Department (EEDMOE) Accountant Exam Question and Solution 2021
পদের নামঃ হিসাবরক্ষক
পরীক্ষার তারিখঃ ২৯ অক্টোবর ২০২১
প্রশ্নের উত্তর দেখুন নিচের অংশে


শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর হিসাবরক্ষক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ১

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর হিসাবরক্ষক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ২

১। “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব”- কোন পত্রিকায় প্রতি সংখ্যায় লিখা থাকত?

ক) সংবাদ প্রভাকর খ) বঙ্গীয় মুসলিম সাহিত্য গ) শিখা ঘ) বাসন্তিকা

উত্তরঃ শিখা

২। উদ্ধার > উধার > ধার- এটি কোন ধরণের ধ্বনির পরিবর্তন?

ক) অপিনিহিতি খ) সম্প্রকর্ষ গ) স্বরসঙ্গতি ঘ) অন্তর্হতি

উত্তরঃ সম্প্রকর্ষ [আদি স্বরলোপ]

৩। কবি নজরুল ইসলাম রচিত নীচের কোন গ্রন্থটি কাব্যগ্রন্থ নয়?

ক) মধুমালা খ) বিদ্রোহী গ) মানুষ ঘ) চিত্তনামা

উত্তরঃ মধুমালা [নাটক]

৪। ‘১৪০০ সাল’, ‘উর্বশী’, ‘স্বর্গ হইতে বিদায়’ –এ কবিতাগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?

ক) নৈবদ্য খ) বলাকা গ) ক্ষণিকা ঘ) চিত্রা

উত্তরঃ চিত্রা

৫। সর্বভূমি + ষ্ণ = সার্বভৌম- এখানে কোন প্রত্যয়ের ব্যবহার হয়েছে?

ক) বাংলা তদ্ধিত প্রত্যয় খ) সংস্কৃত তদ্ধিত প্রত্যয় গ) বিদেশী তদ্ধিত প্রত্যয় ঘ) নিপাতনে সিদ্ধ

উত্তরঃ

৬। আঁধার কৃষ্ণ কোন কর্মধারয় সমাস?

ক) মধ্যপদলোপী কর্মধারয় খ) উপমান কর্মধারয় গ) উপমিত কর্মধারয় ঘ) রূপক কর্মধারয়

উত্তরঃ উপমান কর্মধারয়

৭। প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?

ক) তেপায়া খ) দেখাদেখি গ) জীবম্মৃত ঘ) দোটানা

উত্তরঃ দোটানা

৮। পরাগত সমীভবন সাধিত শব্দ কোনটি?

ক) উম্মুখ খ) জন্ম গ) বড়দা ঘ) পদ্দ

উত্তরঃ উম্মুখ

৯। সেলিনা হোসেন রচিত নীচের গ্রন্থসমূহের মধ্যে কোনটি ভাষা আন্দোলন পটভূমিতে রচিত?

ক) যাপিত জীবন খ) ষোল করতাল গ) নিরন্তর ঘণ্টাধ্বনি ঘ) গায়ত্রী সন্ধ্যা

উত্তরঃ যাপিত জীবন

১০। ‘গ্রামবার্তা প্রকাশিকা’ এর সংবাদদাতা হিসেবে কাজ করতেন-

ক) ফররুখ আহমদ খ) মীর মশাররফ হোসেন গ) প্রমথ চৌধুরী ঘ) শেখ ফজলুল করিম

উত্তরঃ মীর মশাররফ হোসেন

১১। রাজনৈতিক প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস কোনটি?

ক) রাজর্ষি খ) নৌকাডুবি গ) গোরা ঘ) যোগাযোগ

উত্তরঃ গোরা

১২। শামসুর রাহমান রচিত গ্রন্থ নয়?

ক) নিজ বাসভূমে খ) আর্ত শব্দাবলী গ) দুঃসময়ের মুখোমুখি ঘ) নিরালোকে দিব্যরথ

উত্তরঃ আর্ত শব্দাবলী [আর্ত শব্দাবলী হাসান হাফিজুর রহমান এর লেখা]

১৩। তৎসম উপসর্গ যোগে গঠিত শব্দের উদাহরণ হলো-

ক) পরিচ্ছেদ খ) বেকার গ) নিরেট ঘ) অনাবৃষ্টি

উত্তরঃ পরিচ্ছেদ

১৪। নীরব শব্দের সন্ধিবিচ্ছেদ কি হবে?

ক) নিঃ + রব খ) নীঃ + রব গ) নীরঃ + ব ঘ) নৈ + রব

উত্তরঃ নিঃ + রব

১৫। ত, ন, ল- এ তিনটি ধ্বনির উচ্চারণ স্থান কোথায়?

ক) ওষ্ঠ খ) জিহ্বামূল গ) অগ্রতালু ঘ) অগ্র দন্তমূল

উত্তরঃ অগ্র দন্তমূল

১৬। গুদাম শব্দটি কোন বিদেশী ভাষা থেকে আগত?

ক) ফারসি খ) ফরাসি গ) পর্তুগীজ ঘ) ওলন্দাজ

উত্তরঃ পর্তুগীজ

১৭। রূঢ়ি শব্দের উদাহরণ হলো-

ক) দৌহিত্র খ) জলধি গ) প্রবীণ ঘ) মধুর

উত্তরঃ প্রবীণ

১৮। অনুগামী সমুচ্চায়ী অব্যয় এর উদাহরণ হলো-

ক) অধিকন্তু খ) যেন গ) নিশ্চয়ই ঘ) হায়রে

উত্তরঃ যেন

১৯। আঞ্জুমান খাওয়াতিনে ইসলাম কে প্রতিষ্ঠা করেন?

ক) সুফিয়া কামাল খ) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী গ) গোলাম মোস্তফা ঘ) বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন

উত্তরঃ রোকেয়া সাখাওয়াত হোসেন

২০। শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হলো-

ক) জননী খ) জলাংগী গ) চৌরসন্ধি ঘ) পতঙ্গ পিঞ্জর

উত্তরঃ জলাংগী

২১। ‘মন্দ্র’ শব্দের অর্থ কি?

ক) মেঘের ধ্বনি খ) সেতারের ঝংকার গ) ময়ুরের ডাক ঘ) গম্ভীর ধ্বনি

উত্তরঃ গম্ভীর ধ্বনি

২২। ‘সাত সতেরো’ এর অর্থ কি?

ক) অপ্রয়োজনীয় কথা খ) বিশৃঙ্খল অবস্থা গ) সুসময় ঘ) দুঃসময়

উত্তরঃ বিশৃঙ্খল অবস্থা

২৩। কর্মকর্তৃবাচ্যের উদাহরণ হলো-

ক) তোমাকে ভাবতে হবে। খ) বিষয়টি ভালো শোনায়না। গ) আসামীকে জরিমানা করা হয়েছে।

ঘ) তার যেন আসা হয়।

উত্তরঃ বিষয়টি ভালো শোনায়না

২৪। কবি নজরুল রচিত ‘রুদ্রমঙ্গল’ একটি-

ক) কাব্যগ্রন্থ খ) প্রবন্ধগ্রন্থ গ) গল্পগ্রন্থ ঘ) সঙ্গীতগ্রন্থ

উত্তরঃ রুদ্রমঙ্গল

২৫। জননী সাহসিকা কাকে বলা হয়?

ক) সুফিয়া কামাল খ)বেগম রোকেয়া সাখাওয়াত হোসনে গ) সেলিনা হোসেন ঘ) জাহানারা ইমাম

উত্তরঃ সুফিয়া কামাল

ইংরেজি অংশের সমাধানঃ

২৬। Mehenur fantasized _______ winning the lottery.

ক) with খ) from গ) after ঘ) about

উত্তরঃ about

২৭। ________ Pohela Boishakh, there is a festive mood all ____ the country.

ক) AL, over খ) In, across গ) Since, around ঘ) On, over

উত্তরঃ On, over

২৮। Jui poured the tea _____ mug.

ক) into খ) on গ) to ঘ) in

উত্তরঃ into

২৯। According to the conditions of my scholarship after finishing my degree __________.

ক) my education will be employed by the university

খ) employment will be given to me by the university

গ) the University will employ me

ঘ) I will be employed by the university

উত্তরঃ the University will employ me

৩০। Rain falling on the roof _______?

ক) making a noise খ) is making a noise গ) makes a noise ঘ) make a noise

উত্তরঃ is making a noise

৩১। Muhit’s behavior is worthy of _____ by all the youngsters.

ক) trial খ) emulation গ) following ঘ) exploration

উত্তরঃ emulation

৩২। To put the cart before the horse ______.

ক) to offer a person what he cannot eat খ) to force a person to do something

গ) to reverse the natural order of things ঘ) to raise obstacle

উত্তরঃ to reverse the natural order of things

৩৩। ‘Bill of fare’ is _____

ক) A chart of bus fare খ) A price list

গ) A valuable document ঘ) A list of dishes at a restaurant

উত্তরঃ A list of dishes at a restaurant

৩৪। ‘To read between the lines’ means ______

ক) to read carefully খ) to read only some lines

গ) to read quickly to save time ঘ) to read carefully to find out any hidden meaning

উত্তরঃ to read carefully to find out any hidden meaning

৩৫। To meet trouble halfway means-

ক) to be puzzled খ) to get nervous গ) to be disappointed ঘ) to bear up

উত্তরঃ to read carefully to find out any hidden meaning

৩৬। Let’s go to the play ground, ____________?

ক) shall we খ) do we গ) don’t we ঘ) aren’t they

উত্তরঃ shall we

৩৭। Banks close at 4 pm. ________?

ক) do they খ) must they গ) don’t they ঘ) aren’t they

উত্তরঃ don’t they

৩৮। Identify the appropriate prefix to get the opposite meaning of the word ‘certain’-

ক) in খ) dis গ) un ঘ) non

উত্তরঃ un

৩৯। The verb ‘survive’ can be changed into noun by adding ______

ক) a suffix খ) a prefix গ) an auxiliary ঘ) a syllable

উত্তরঃ a suffix

৪০। One of the four sentences given below is grammatically wrong. Choose the wrong sentence-

ক) The land is belonged to an old lady খ) They parted from one another suddenly

গ) The leader expressed himself forcibly ঘ) Mother bought me an ice cream.

উত্তরঃ The land is belonged to an old lady.

৪১। Which sentence is correct?

ক) This is an unique case খ) This is a unique case

গ) This is very unique case ঘ) This is the most unique case

উত্তরঃ This is a unique case

৪২। Choose the correct sentence-

ক) I asked Tashfia if she had passed খ) I asked Tashfia if you had she passed

গ) I asked Tashfia that had she passed ঘ) I asked Tashfia had she passed

উত্তরঃ I asked Tashfia if she had passed

৪৩। Mahjabin said that she ______ the previous day.

ক) has come খ) had come গ) came ঘ) arrived

উত্তরঃ came

৪৪। Change the narration: He said to me, “Let us go home together”.

ক) He urged me to go home with him খ) He proposed to me to go home together.

গ) He proposed to me that we should go home together

ঘ) He asked me to go home together

উত্তরঃ He proposed to me that we should go home together

৪৫। আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি-

ক) I prefer death from dishonour খ) I liked death more than dishonour

গ) I prefer death more than insult ঘ) I Prefer death to dishonour

উত্তরঃ I Prefer death to dishonour

৪৬। তার কোন বন্ধু নেই বললেই চলে-

ক) He has a few friends খ) He has no friends

গ) He has few friends ঘ) He has the few friends

উত্তরঃ e has a few friends

৪৭। Give the antonym of the word ‘transitory’

ক) temporary খ) permanent গ) transparent ঘ) short-lived

উত্তরঃ permanent

৪৮। “Who can do it” The passive voice is ________?

ক) By whom it can be done? খ) By whom can it be do?

গ) By whom can it be done? ঘ) By whom can it be did?

উত্তরঃ By whom can it be done?

৪৯। “You Should keep your promise”- the passive voice is ______

ক) Your promise should be kept খ) Your promise is to be kept by you

গ) Your promise should keep by you ঘ) Your promise should kept by you

উত্তরঃ Your promise should be kept

৫০। Amicable meaning.

ক) Interesting খ) Loving গ) Affectionate ঘ) Friendly

উত্তরঃ Friendly

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ

৫১। ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শতবর্ষ যুদ্ধ হয় কোন সময়ে?

ক) ১২০৪-১৩০৫ খ) ১৯১৩-১৯৪৫ গ) ১৬৬৮-১৭৫৭ ঘ) ১৩৩৮-১৪৫৩

উত্তরঃ ১৩৩৮-১৪৫৩

৫২। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ুযুদ্ধ চলে-

ক) ১৯৩৯-১৯৬৯ খ) ১৯৫০-১৯৯০ গ) ১৯৪৭-১৯৭৫ ঘ) ১৯৪৫-১৯৯১

উত্তরঃ ১৯৪৫-১৯৯১

৫৩। ইউরোপের কোন দেশে সর্বপ্রথম রেঁনেসা শুরু হয়?

ক) ফ্রান্স খ) ইতালি গ) ইংল্যান্ড ঘ) জার্মানী

উত্তরঃ ইতালি

৫৪। প্রধানমন্ত্রী হওয়ার পূর্বে নরেন্দ্র মোদী কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন?

ক) অন্ধ্র প্রদেশ খ) দিল্লি গ) গুজরাট ঘ) উত্তর প্রদেশ

উত্তরঃ গুজরাট

৫৫। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশিত হয় কত সালে?

ক) ২০০৯ খ) ২০১০ গ) ২০১১ ঘ) ২০১২

উত্তরঃ ২০১২

৫৬। বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত?

ক) সুন্দরবনের দক্ষিণে খ) সন্দ্বীপের পশ্চিমে গ) হাতিয়ার উত্তরে ঘ) ভোলার পশ্চিমে

উত্তরঃ সুন্দরবনের দক্ষিণে

৫৭। মুজিবনগর সরকার-এর কয়টি মন্ত্রণালয় ছিল?

ক) ১০ খ) ১২ গ) ১৫ ঘ) ১৮

উত্তরঃ ১৫

৫৮। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ১০ দিনের অনুষ্ঠান ‘মুজিব চিরন্তন’ এর সময়কাল-

ক) ২১ ফেব্রুয়ারি-০২ মার্চ খ) ১৭ মার্চ-২৬ মার্চ গ) ২৬ মার্চ-৪ এপ্রিল ঘ) ১০ এপ্রিল-১৯ এপ্রিল

উত্তরঃ ১৭ মার্চ-২৬ মার্চ

৫৯। কোন বিদেশী পত্রিকা বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কবি’ (Poet of Politics) উপাধী দিয়েছেন?

ক) দ্যা টেলিগ্রাফ খ) ওয়সিংটন পোস্ট গ) নিউজ উইকস ঘ) নিউ ইয়র্ক টাইমস

উত্তরঃ নিউজ উইকস

৬০। ‘মুজিব বর্ষ’ লোগোর ডিজাইন করেন-

ক) হাশেম খান খ) মুস্তফা মনোয়ার গ) শেখ হাসিনা ঘ) সব্যসাচী হাজরা

উত্তরঃ সব্যসাচী হাজরা

৬১। ফারমওয়্যার কি?

ক) অপারেটিং সিস্টেম খ) এমবেডেড সিস্টেমের প্রোগ্রাম গ) এন্টিভাইরাস প্রোগ্রাম ঘ) কম্পিউটার নেটওয়ার্ক

উত্তরঃ এমবেডেড সিস্টেমের প্রোগ্রাম

৬২। বরেন্দ্র বলতে কোনটি বোঝায়?

ক) পূর্ববঙ্গ খ) পশ্চিমবঙ্গ গ) উত্তরবঙ্গ ঘ) দক্ষিণবঙ্গ

উত্তরঃ উত্তরবঙ্গ

৬৩। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন “জান্নাতাবাদ”?

ক) বাবর খ) হুমায়ন গ) আকবর ঘ) জাহাঙ্গীর

উত্তরঃ হুমায়ন

৬৪। বিট্রিশ শাসনের বিরুদ্ধে বাঙ্গালিদের প্রথম বিদ্রোহের নাম-

ক) নীল বিদ্রোহ খ) ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ গ) সিপাহী বিদ্রোহ ঘ) ক্ষুদিরামের বিদ্রোহ

উত্তরঃ ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ

৬৫। বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি?

ক) শাল খ) কাঁঠাল গ) আম ঘ) সেগুন

উত্তরঃ আম

৬৬। ECNEC -এর বিকল্প চেয়ারম্যান কে?

ক) পরিকল্পনামন্ত্রী খ) অর্থমন্ত্রী গ) সড়ক ও যোগাযোগমন্ত্রী ঘ) জনপ্রশাসনমন্ত্রী

উত্তরঃ অর্থমন্ত্রী

৬৭। কৃষি উন্নয়নে সরকারি ক্ষুদ্র ঋণ প্রকল্পের নাম-

ক) পিআরএসপি খ) পিকেএসএস গ) পিডিবিএফ ঘ) মাইক্রো ক্রেডিট

উত্তরঃ উপরের কোনটিও নয় [সঠিক উত্তর ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ)]

৬৮। Budget শব্দের মূল অর্থ?

ক) মূলধন খ) বন্টন গ) মুনাফা ঘ) থলে

উত্তরঃ থলে

৬৯। পদ্মা সেতুর নকশা প্রণয়ন করে কোন প্রতিষ্ঠান?

ক) AOECM খ) AEOCN গ) ACEOM ঘ) AECOM

উত্তরঃ AECOM

৭০। একদিনের ক্রিকেট ম্যাচে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস কার?

ক) সাকিব আল হাসান খ) তামিম ইকবাল গ) লিটন দাস ঘ) মুশফিকুর রহিম

উত্তরঃ লিটন দাস

বিষয়ভিত্তিক অংশের সমাধানঃ

৭১। একটি ফার্মের প্রধান লক্ষ্য হওয়া উচিত-

ক) সম্পদ সর্বাধিকরণ খ) মুনাফা সর্বাধিকরণ গ) মূলধন বৃদ্ধি ঘ) বিক্রয় বৃদ্ধি

উত্তরঃ সম্পদ সর্বাধিকরণ

৭২। অবচয় কোন ধরনের ব্যয়?

ক) দৃশ্যমান ব্যয় খ) নগদ ব্যয় গ) বাকী ব্যয় ঘ) অনগদ ব্যয়

উত্তরঃ দৃশ্যমান ব্যয়

৭৩। সাধারণভাবে হিসাবের তিনটি উপাদান থাকে- সেগুলো হলো:

ক) দাতা, গ্রহীতা এবং বিবরণী খ) নাম, দাতা ও গ্রহীতা

গ) তারিখ, বিবরণী ও টাকার অংখ ঘ) দাতা, গ্রহীতা ও টাকার অংক

উত্তরঃ নাম, দাতা ও গ্রহীতা

৭৪। আয়কর, মূল্য সংযোজন কর ও আবগারি শুল্ক ধার্যের ভিত্তি হলো-

ক) আর্থিক অবস্থা খ) মূলধন গ) সঠিক হিসাবরক্ষণ ঘ) অর্জিত মুনাফা

উত্তরঃ আর্থিক অবস্থা

৭৫। একটি হিসাব কত ধরণের-জের প্রকাশ করতে পারে-

ক) ডেবিট জের খ) ক্রেডিট জের গ) ডেবিট, ক্রেডিট এবং শূন্য জের ঘ) ডেবিট এবং ক্রেডিট জোর দুটোই

উত্তরঃ ডেবিট, ক্রেডিট এবং শূন্য জের

৭৬। দু’তরফা দাখিলা পদ্ধতির উৎপত্তি কাল কোনটি?

ক) ১৪৪১ খ্রি. খ) ১৩৯৪ খ্রি. গ) ১৪৯৪ খ্রি. ঘ) ১৪৪৯ খ্রি.

উত্তরঃ ১৪৯৪ খ্রি.

৭৭। মূলধন তহবিল বলতে বি বুঝায়?

ক) আয় ও ব্যয়ের হিসাব খ) সম্পত্তি ও দায়ের পার্থক্য গ) নগদ প্রাপ্তি ও প্রদানের পার্থক্য ঘ) সম্পত্তি ও দায় হিসাব

উত্তরঃ সম্পত্তি ও দায়ের পার্থক্য

৭৮। মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান?

ক) সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন খ) ইনভেস্টমেন্ট কর্পোরেশন বোর্ড গ) বাণিজ্যিক ব্যাংক ঘ) কেন্দ্রীয় ব্যাংক

উত্তরঃ কেন্দ্রীয় ব্যাংক

৭৯। জগ্নি বীমার জনক কে?

ক) ফিসার ব্ল্যাক খ) উইলিয়াম ক্যারি গ) নিকোলাস বারবন ঘ) ইউজিন ফামা

উত্তরঃ নিকোলাস বারবন

৮০। দেউলিয়া কে?

ক) ঋণ গ্রহীতা খ) ঋণ পরিশোধে অক্ষম গ) ঋণের জামানতকারী ঘ) ঋণ খেলাপি

উত্তরঃ ঋণ পরিশোধে অক্ষম

৮১। কতজন বালকের মধ্যে ১২৫ টি আম ও ১৪৫ টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যায়?

ক) ২৫ জন খ) ১৫ জন গ) ১০ জন ঘ) ৫ জন

উত্তরঃ ৫ জন

৮২। একটি ধারার ১ম সংখ্যাটি ২ এবং এর পরের প্রতিটি সংখ্যা ঠিক আগরে সংখ্যা থেকে ৪ বেশি হলে ধারার ২০২ তম সংখ্যাটি কত?

ক) ৭৯৪ খ) ৮০৪ গ) ৮০৬ ঘ) ৭০৪

উত্তরঃ ৮০৬

৮৩। x2 + (a2 + 1) x + a এর উৎপাদক কত?

ক) (x+a) (ax+1) খ) (x-a) (ax-1) গ) (a+1) (ax+1) ঘ) (x+1) (ax+1)

উত্তরঃ (x+a) (ax+1)

৮৪। (22)x+3 = 256 হলে, x = কত?

ক) 0 খ) 1 গ) 2 ঘ) 4

উত্তরঃ 1

৮৫। ১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে ৩০০ কোণে স্পর্শ করলো। খুঁটিটি মাঠি থেকে কত উঁচুতে ভেঙ্গে গিয়েছিল?

ক) ১২ ফুট খ) ৯ ফুট গ) ৬ ফুট ঘ) ৩ ফুট

উত্তরঃ ৬ ফুট

৮৬। log 2 (1/32) এর মান কত?

ক) 5 খ) – গ) -1 ঘ) -5

উত্তরঃ -5

৮৭। x2+1/x2 এর নিম্নোক্ত কোন মানের জন্য x3 + 1/x3 =0 হবে

ক) 2 খ) -2 গ) 0 ঘ) 1

উত্তরঃ 1

৮৮। যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের অন্তর ৮। তার বৃহত্তম কোণ কত ডিগ্রী?

ক) ৩৮০ খ) ৩৯০ গ) ৪০০ ঘ) ৪৯০

উত্তরঃ ৪৯০

৮৯। 2x+7 = 4x+2 সমীকরণের সমাধান কত?

ক) 2 খ) 3 গ) 4 ঘ) 1

উত্তরঃ 3

৯০। নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব নয়?

ক) 2, 3, 5 সে. মি. খ) 4, 5, 6 সে. মি. গ) 3, 5, 7 সে. মি. ঘ) 5, 6, 8 সে. মি.

উত্তরঃ 2, 3, 5 সে. মি.

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!