বিসিএস, ব্যাংক, সরকারি চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি (প্রশ্ন ও উত্তর) – সাম্প্রতিক বিষয়াবলী

সাম্প্রতিক তথ্য বিসিএস প্রস্তুতি

বিসিএস, ব্যাংক, সরকারি চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি (প্রশ্ন ও উত্তর) – সাম্প্রতিক বিষয়াবলী
General Knowledge on Current Affairs for BCS, Bank, Govt Job and University Admission Test
#সাধারন জ্ঞান
#সাম্প্রতিক বিষয়াবলী
#Bangladesh Affairs
#Current Affairs

সাম্প্রতিক বিষয়াবলী (Recent Affairs)

১. মোবাইল ব্যাংকিং এ বাংলাদেশের অবস্থান?
=দ্বিতীয় (১ম কেনিয়া)
২.নারী শিক্ষার উন্নয়নে ইউনেস্কো কর্তৃক ‘‘শান্তিবৃক্ষ“ স্মারক লাভ করেন?
= প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৩. বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ” অ্যাওয়াড ফর এক্সিলেন্স ইন পাবলিক হেলথ-২০১৪” লাভ করেন?
=সায়মা হোসেন পুতুল।
৫. বিশ্বের কোন দেশে শিশু মৃত্যুহার সর্বাধিক?
=অ্যাঙ্গোলা (প্রতি হাজারে ১৬৭জন)
৬.বিশ্বের কোন দেশে শিশু মৃত্যুহার কম?
=লুক্সেমবার্গ ও আইসল্যান্ড (প্রতি হাজারে ২জন)
৭. জাতীয় পরিবেশ কমিটি প্রধান কে?
=প্রধানমন্ত্রী
৮. বুয়েটের প্রথম নারী উপাচার্য কে?
=খালেদা ইকরাম ( বাংলাদেশের ২য় নারী উপাচার্য)
৯. জাতিসংঘের ক্রেডেনশিয়াল কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কে?
=ড. এ,কে আব্দুল মোমেন
১০.‘‘জয় বাংলা’’ প্রামান্যচিত্রের পরিচালক কে?
= নাগিসা ওশিমা (জাপান)
১১. ২০১৪ সালের বৈশ্বিক সক্ষমতা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
=১০৯তম
১২.বর্তমানে বাংলাদেশে মোট ব্যাংকের সংখ্যা কত?
= ৬৩ টি


১৩.বর্তমানে দেশে বিশেষায়িত ব্যাংকের সংখ্যা কত?
=৯টি। (সর্বশেষ পল্লী সঞ্চয় ব্যাংক)
১৪.বর্তমানে দারিদ্রের হার কত?
= ৩০.৭% (অর্থনীতি সমীক্ষা-২০১৪তে ২৫.৬% )
১৫. বাংলাদেশের কোন কোন জেলায় দারিদ্রের হার সবচেয়ে বেশি ও কম?
=বেশি কুড়িগ্রাম আর কম কুষ্টিয়া।
১৬.সংবিধান(ষোড়শ সংশোধন)আইন ২০১৪ জাতীয় সংসদে পাস হয় কবে?
=১৭ সেপ্টে: ২০১৪
১৭.যুক্তরাজ্য কোন কোন রাজ্য নিয়ে গঠিত?
=ইংল্যান্ড,উত্তর অ্যায়ারল্যান্ড, স্কটল্যান্ড,ওয়েলস।
১৮. স্কটল্যান্ডে স্বাধীনতার প্রশ্নে গণভোট হয় কবে?
=১৮ সেপ্টে:২০১৪
১৯.স্কটল্যান্ডের রাজধানী ও পার্লামেন্টের নাম কি?
=এডিনবার্গ , স্কটিশ পার্লামেন্ট
২০. CTBT অনুমোদনকারী দেশ কয়টি?
=১৬১টি
২১.বাংলাদেশে সরকারি চিড়িয়াখানা কয়টি?
=৩টি(সর্বশেষ সিলেট)
২২. সিরডাপের বর্তমান সদস্য সংখ্যা কত?
=১৫টি (সর্বশেষ ফিজি)
২৩.বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের পথিকৃত কে?
=এম নুরুল কাদের
২৪. যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে কোন দেশ শীর্ষ?
=চীন(বাংলাদেশ ২য়)
২৫. বিশ্বে কতজন লোক অপুষ্টিতে ভোগে?
=৮০কোটি ৫০ লাখ (প্রতি ৯ জনে ১জন, সর্বাধিক ভারতে ১৯ কোটি ৭লাখ)
২৬. বিশ্বের বৃহত্তম ই -কর্মাস বা অনলাইনভিত্তিক বেচাকেনার প্রতিষ্ঠানের নাম কি?
= আলিবাবা (চীন)
২৭.”ব্লু ইকোনমি” কোন বিষয়ের সাথে জড়িত? =সমুদ্র অর্থনীতির সাথে

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!