বিসিএস, ব্যাংক, সরকারি চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি মডেল টেস্ট – উত্তরসহ (সাধারন বিজ্ঞান)

সাধারন বিজ্ঞান মডেল টেস্ট

বিসিএস, ব্যাংক, সরকারি চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি মডেল টেস্ট – উত্তরসহ (সাধারন বিজ্ঞান)
বিষয়ঃ সাধারন বিজ্ঞান
Model Test for BCS, Bank, Govt Job and University Admission Test.
Subject: General Science

৫৬।এভিকালচার বলতে কী বুঝায়?
ক. পাখি পালন বিদ্যা
খ. মৎস্য পালন বিদ্যা
গ. রেশম কালচার
ঘ. কোনোটিই নয়
উত্তর : ক পালন বিদ্যা
৫৭।উচ্চতা পরিমাপক যন্ত্র কোনটি ?
ক. ম্যানোমিটার
খ. ক্রেসকোগ্রাফ
গ. অ্যালটিমটার
ঘ. কোনোটিই নয়
উত্তর : গ
৫৮। লাল আলোতে নীল রংঙের ফুল কেমন দেখায়
ক. কালো
খ. লাল
গ. সবুজ
ঘ. নীল
উত্তর . ক
৫৯। পানি বরফে পরিণত করলে আয়তন
ক. বাড়ে
খ. কমে
গ. অপরিবর্তিত থাকে
ঘ. কোনোটিই নয়
উত্তর : ক
৬০। যে সকল পরমানুর নিউটন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা তাদের বলা হয়
ক. আইসোটোপ
খ. আইসোটোন
গ. আইসোবার
ঘ. কোনোটিই নয়
উত্তর : খ
৬১। কোন রংঙের বস্তুর তাপ শোষন হ্মমতা বেশি
ক. সাদা
খ. সবুজ
গ. কালো
ঘ. নীল
উত্তর : গ
৬২। বাতাসে আদ্রতা বাড়লে শব্দের বেগ কেমন হয়
ক. বাড়ে
খ. কমে
গ. অপরিবর্তিত থাকে
ঘ. কোনোটিই নয়
উত্তর : ক
৬৩। কোথায় বস্তুর ওজন সবচেয়ে বেশি
ক. মেরু অঞ্চলে
খ. বিষুবীয় অঞ্চলে
গ. ভূ কেন্দ্রে
ঘ. কোনোটিই নয়
উত্তর : ক
৬৪। কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি
ক. সাদা
খ. সবুজ
গ. কালো
ঘ. বেগুনি
উত্তর : ঘ
৬৫। কোন ব্লাডধারী সব গ্রুপকে রক্ত দিতে পারে
ক. o গ্রুপ
খ. AB গ্রুপ
গ.A গ্রুপ
ঘ. B গ্রুপ
উত্তর : ক
৬৬। সর্বাপেক্ষা হালকা গ্যাস কোনটি?
ক. হাইড্রোজেন
খ. অক্সিজেন
গ. সোডিয়াম
ঘ. পটাসিয়াম
উত্তর : ক


৬৭। ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত?
ক. ০.১৫ – ১.৫ %
খ. ০.২৫ ২.৫
গ. ৩.৫-৪.৫
ঘ. কোনোটিই নয়
উত্তর : ক
৬৮। তামার সাথে টিন মিশালে কী উত্পন্ন হয়?
ক. পিতল
খ. ব্রোঞ্জ
গ. কাঁসা
ঘ. কোনোটিই নয়
উত্তর : খ
৬৯। সাধারণত বেটারিতে কোন ধরনের তরল বেবহৃত হয়?
ক. সালফিউরিক অ্যাসিড
খ. নাইট্রিকঅ্যাসিড
গ. এ্যাসকরবিক এ্যাসিড
ঘ. কোনোটিই নয়
উত্তর : ক
৭০। বাতাসে নাইট্রোজেন এর পরিমাণ কত?
ক. ৭৮.০২%
খ. ২০.৬১%
গ. ০.০০০৩%
ঘ. কোনোটিই নয়
উত্তর : ক
৭১।অ্যাসিড নীল লিটমাস পেপারকে কী করে?
ক. লাল
খ. নীল
গ. সবুজ
ঘ. কোনোটিই নয়
উত্তর : ক
৭২।হীরক উজ্জ্বল দেখায় কেন?
ক. প্রতিসরণ
খ. প্রতিফলন
গ. আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য
ঘ. কোনোটিই নয়
উত্তর : গ
৭৩।সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে?
ক. বিকিরণ পদ্ধতিতে
খ. পরিচলন পদ্ধতিতে
গ. পরিবহন
ঘ. কোনোটিই নয়
উত্তর : ক
৭৪। রঙ্গিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় তাকে কী বলে?

ক. গামা রশ্মি
খ. মৃদু রন্জন রশ্মি
গ. এক্সরে
ঘ. অবলোহিত
উত্তর:  খ
৭৫।দুধের ঘনত্ব কোন যন্ত্র দিয়ে মাপা হয়?
ক. ল্যাক্টোমিটার
খ. প্যারামিটার
গ. বোরমিটার
ঘ. ন্যানোমিটার
উত্তর: ক
৭৬।আকাশ নীল দেখার নীল রংয়ের
ক. বিক্ষেপণ বেশি
খ.বিক্ষেপণ কম
গ। প্রতিসরণ বেশি
ঘ. প্রতিফলন
উত্তর : ক


৭৭। বিদুৎ চমকাবার কিছুক্ষণ পরে শব্দ শোনা যায় কেন?
ক. আলোর গতি শব্দের গতির চেয়ে কম
খ. আলোর গতি শব্দের গতির চেয়ে বেশি
গ. আলোর গতি শব্দের গতির একই
ঘ. কোনোটিই নয়
উত্তর : খ
৭৮।শুষ্ক কোষে তড়িত চালক শক্তি কত?
ক. ১.৫ ভোল্ট
খ. ২.৫ ভোল্ট
গ. ৩.৫ ভোল্ট
ঘ. কোনোটিই নয়
উত্তর : ক
৭৯। সাধারণ বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ব্যবহৃত হয়?
ক. নাইট্রোজেন
খ. অক্সিজেন
গ. আর্গন
ঘ. নিয়ন
উত্তর : ক
৮০। বৃষ্টির ফোটা গোলাকার হওয়ার কারণ কী?
ক. ফোটার চারদিকে বাতাসের সমান চাপ
খ. ফোটার চারদিকে বাতাসের চাপ কম
গ. ফোটার চারদিকে বাতাসের চাপ বেশি
ঘ. কোনোটিই নয়
উত্তর : ক
৮১।পাহাড়ে ওঠা কষ্টকর কেন?
ক. অভিকর্ষজ বলের দিকে কাজ করার জন্য

খ. অভিকর্ষজ বলের বিপরীতে কাজ করার জন্য
গ. মাধ্যাকর্ষণ বলের বিপরীতে কাজ করার জন্য
ঘ. মাধ্যাকর্ষণ বলের দিকে কাজ করার জন্য
উত্তর : খ
৮২।প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ কী?
ক. উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি
খ. উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক কম
গ. উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক সমান
ঘ. কোনোটিই নয়
উত্তর : ক
৮৩।পৃথিবী তৈরির প্রধান উপাদান কোনটি?
ক. সিলিকন
খ. অ্যালুমিনিয়াম
গ. লোহা
ঘ. তামা
উত্তর : ক
৮৪।বোলতা ও বিচ্ছুর হুলে থাক
ক. হিস্টামিন
খ. হিস্টাসিন
গ. ফরমিক এ্যাসিড
ঘ. কোনোটিই নয়
উত্তর : ক
৮৫।পৃথিবীর বয়স নির্ধারণ করা যায়
ক. C-14.
খ. C-15
গ. C-16
ঘ. কোনোটিই নয়
উত্তর : ক
৮৬।আচার সংরক্ষণে ব্যবহৃত হয়
ক. ফরমিক এ্যাসিড

খ.ভিনেগার / এসিটিক এসিড
গ. সোডিয়াম বেনজোয়েড
ঘ. কোনোটিই নয়
উত্তর : খ


৮৭।নিচের কোনটি হ্যালোজেন ?
ক. ফ্লোরিণ
খ. ক্লোরিন ,
গ. ব্রোমিন ,
ঘ. সবগুলো
উত্তর : ঘ
৮৮।নিচের কোনটি মুদ্রা ধাতু ?
ক. তামা (Cu,কপার) ,
খ. রুপা(সিলভার Ag)
গ. সোনা (Au)
ঘ. সবগুলো
উত্তর : ঘ
৮৯।আতরের সুগন্ধ ছড়া কিসের উদাহরণ
ক.ব্যাপন
খ. অভিশ্রবণ
গ। ইমবাইবিশন
ঘ. কোনোটিই নয়
উত্তর: ক
৯০।নিচের কোনটি উদ্ধায়ী বা উর্ধ্বপাতিত পদার্থ ?
ক. ন্যাপথালিন, কর্পূর
খ. অ্যামোনিয়া , বেনজিন
গ. আয়োডিন, কঠিন কার্বন-ডাই -অক্সাইড ।
ঘ. সবগুলো
উত্তর : ঘ
৯১। নিচের কোনটি হাইড্রোজেনের আইসোটোপ আছে?
ক। প্রোটিয়াম (হাইড্রোজেন, H) ,
খ. ডিউটেরিয়াম(D2)
গ. ট্রিটিয়াম (T3)
ঘ. সবগুলো
উত্তর : ঘ
৯২। নিচের বেকিং পাউডার
ক. সোডিয়াম বাই কার্বনেট (NaHCO3)
খ.ক্যালসিয়াম কার্বনেট (CaCO3
গ.সোডিয়াম ক্লোরাইড (NaCl
ঘ. ক্যালসিয়াম অক্সাইড (CaO)
উত্তর : ক
৯৩।সিএনজিতে কোন গ্যাস কম্প্রেস করা হয় ?
ক. মিথেন
খ. ইথেন
গ. প্রোফেন
ঘ. বিউটেন
উত্তর : ক
৯৪।বদ হজম সমস্যা সৃষ্টি করে কে?
ক. পিত্তরস
খ. অতিরিক্ত হাইড্রোক্লোরিক এসিড(HCl)
গ. লবণ
ঘ. হাইড্রোজেন ডাই সালফেট
উত্তর : খ
৯৫।পাউরুটি ফোলাতে কী ব্যবহার করা হয় ?
ক, ঈষ্ট ছত্রাক
খ. ভিনেগার বা সিরকা
গ. সোডিয়াম ক্লোরাইড (NaCl
ঘ. ক্যালসিয়াম অক্সাইড (CaO
উত্তর : ক
৯৬। খর পানিতে কে বেশি পরিষ্কার ভূমিকা পালন করতে পারে?
ক. সাবান
খ. ডিটারজেন্ট
গ. সালফিউরিক এ্যাসিড
ঘ. কোনোটিই নয়
উত্তর : খ

৯৭।জোয়ার-ভাটার প্রধান কারণ-
ক. সূর্যের আকর্ষণ
খ. পৃথিবীর আবর্তন
গ. চাঁদের আকর্ষণ
ঘ. বায়ুপ্রবাহ
উত্তরঃ গ
৯৮। জোয়ার ভাটার তেজকটাল কখন হয়?
ক. অমাবস্যায়
খ. একাদশীতে
গ. অষ্টমীতে
ঘ. পঞ্চমীতে
উত্তরঃ ক
৯৯।বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত?
ক. ২০.০১%
খ. ২১.০১%
গ. ২১.০৭%
ঘ. ২০.৭১%
উত্তরঃ ঘ
১০০। শল্য চিকিত্সায় যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে কোনটি প্রয়োগ করা হয়?
ক. অবলোহিত রশ্মি
খ. X-ray
গ. অতি বেগুনি বিকিরণ
ঘ.কোনোটিই নয়
উত্তর : ক

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!