সরকারী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১৯

মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান - ২০১৯

সরকারী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১৯

পরীক্ষার তারিখঃ ০৬/০৯/২০১৯

Govt High School (Assistant Teacher) recruitment exam question and ans – 2019


মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সমাধান - ২০১৯ - ১

মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সমাধান - ২০১৯ -২

মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সমাধান - ২০১৯ -৩

মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সমাধান - ২০১৯ - ৪

মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সমাধান - ২০১৯ - ৫

মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সমাধান - ২০১৯ - ৬

মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সমাধান - ২০১৯ - ৭

মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সমাধান – ২০১৯

সাধারণ জ্ঞান সমাধান
1.ব্ল্যাক বেঙ্গল-কুষ্টিয়া গ্রেড
2.সাত গম্বুজ-মোহাম্মদপুর
3.বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান(BKSP) -জিরানী বাজার
4.পাটের জিন-মাকসুদুল হক
5.বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত-তৈরি পোশাক
6.সর্বচ্চ প্রাকৃতিক রাবার-থ্যাইল্যান্ড
7.seven sisters-ভারতের সাতটি অঙ্গরাজ্য
8.statu of unity-ভারত
9.extradition treaty – অপরাধী প্রত্যরপন চুক্তি
10.october বিপ্লব-রাশিয়া
11.ডোনাল্ড ট্রাম্প-45তম
12.বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে-ইউনেস্কো
13.হাইতির মুদ্রা-গুর্দে
14.ম্যাকমহন লাইন-চীন-ভারত
15.সেন্ট হেলেনা দ্বীপ-আটলান্টিক মহাসাগরে
16.লোকসংখ্যায় ছোট দেশ-ভ্যাটিকান সিটি
17.শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়-নেত্রকোনা
18.পিএসসি চেয়ারম্যান কে নিয়োগ দেয়-রাষ্ট্রপতি
19.একুশে পদক ২০১৯-২১জন
20.তমুদ্দিন মজলিশ-ভাষা আন্দোলন
21.ভবদহ বিল-যশোর
22.বঙ্গবন্ধু গোল্ড কাপ কবে শুরু হয়-১৯৯৬
23.জাতিসংঘ মহাসচিব-পর্তুগালের
24.দীর্ঘতম নদী-নীলনদ
25.বৃহত্তম মরুভূমি-সাহারা
26.ভারত কবে প্রজাতন্ত্রে পরিণত হয়-26 জানুয়ারি 1950
27.পিগমি-কঙ্গো
28.প্রথম মহিলা প্রেসিডেন্ট-চন্দ্রিমা কুমারাতুঙ্গা
29.লীগ অফ নেশন-1920
30.NAM এর হেডকোয়ার্টার-বান্দুং
31.মা দিবস-মে মাসের দ্বিতীয় রবিবার
32.সংসদ সদস্য সর্বনিম্ন বয়স-25
33.তত্ত্বাবধায়ক সরকার বাতিল-পঞ্চদশ
34. ২১ শে ফেব্রুয়ারি-৮ ফাল্গুন
35.ছিয়াত্তরের মন্বন্তর-১১৭৬
36.প্রত্নতাত্ত্বিক স্থান নয়-সুন্দরবন
37.খেতাব প্রাপ্ত উপজাতি-ইউ কে চিং
38.সর্বশেষ শহীদ হন কোন বীরশ্রেষ্ঠ-ক্যাপ্টেন মোহাম্মদ মহিউদ্দিন জাহাঙ্গীর।
39.প্রথম রাষ্ট্রপতি-বঙ্গবন্ধু
40.জাগ্রত চৌরঙ্গী – জয়দেবপুর

English solution-

1. He said, Mr. Kamal “Good Morning”
Ans. He wished mr Kamal good morning.
2) correct sentence
Ans. One of my friends is a lawer.
3) antonym for honorary
Ans. Salaried.
4) may god help you
Ans. Optative sentence.
5) cattle is a
Ans. Collective noun.
6) girl is a
Ans. Common noun.
7) father put—— some money for his daughter
Ans. Aside.
8) vital is a
Ans. Adjective
9) a poem of fourteen lines
Ans. Sonnet
10) nota bene
Ans. For example
11) i knew him passive voice..
Ans. He was known to me.
12) let it be done active form
Ans. Do it.
13) i can not……what u say.
Ans. Make out.
14) the examination——- before i reached the hall
Ans. Had started
15) swimming is a good exercise
Ans. Gerund.
16) i know better
Ans. Adverb.
17) medha was writing a letter
Ans. A letter was being written by Medha.
18) correct sentence
Why have u done this??
19) ecological is related to
Ans. Environment.
20) choose the correct spelling
Ans. Misspell
21) shakespeare is mostly famous for his
Ans. Plays.
22) the rime of the ancient mariner written by
Ans. S.t. coleridge
23) he is poor but honest
Ans. But is a conjunction.
24) many people of our country live— hand to mouth
Ans. From
25) milk is a—-food
Ans. Nutritious
26) specialist for heart disease
Ans. A cardiologist.
27) it is high time — the place
Ans. Left.
28) dogs bark..horses
Ans. Neigh
29.few and far between means
Ans. Rarely
30) tertiary
Ans. Third in order.
31) plural number
Ans. Data.
32) singular number
Ans. Phenomenon
33) dear verb
Ans. Endear
34) masculine gender
Ans.drone
35) feminine gender
Ans. Bitch
36) at last the beast in him got— upper
hand
Ans. The
37) i saw —beggar
Ans. A one eyed.
38) parent means
Ans. Father and mother.
39) he succeeded by dint— hard labour.
Ans. Of
40) a stitch in time— nine
Ans. Saves.
41) hardly means
Ans. Almost not.
42) correct sentence
Ans. The old man died yesterday.
43) the teacher is popular— his students
Ans. To
44) alexander fleming—+penicilin
Ans. Invented.
45) lunar is related to
Ans. Moon.
46) to read between the lines
Ans. To read carefully to find hidden meaning.
47) inimical antonym..
Ans. Friendly.
48. Related not to street
Ans. Lagoon.
49. Noun form of the word waste
Ans. Wastage


বাংলা অংশের সমাধান:

০১| নিচের কোনটি জীবনানন্দ দাশের রচনা?
উত্তরঃ ঝড়াপালক(কাব্যগ্রন্থ)

০২|”বিসর্জন”রবীন্দ্রনাথের—-?
উত্তরঃ কাব্যনাট্য

০৩| “নদী ও নারী”উপন্যাসের রচয়িতা?
উত্তরঃ হুমায়ুন কবির

০৪| মধ্যযুগের বাংলাভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন—?
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন

০৫| বসন্তকুমারীর নাট্যকার হলেন?
উত্তরঃ মীর মশাররফ হোসেন

০৬| “সতীময়না ও লোরচন্দ্রনী”আখ্যানের রচয়িতা?
উত্তরঃ দৌলত কাজী

০৭| ব্যাকরণ শব্দের সঠিক অর্থ?
উত্তরঃ বিশেষভাবে বিশ্লেষণ

০৮| নিচের কোনটি পর্তুগিজ শব্দ?
উত্তরঃ আলপিন

০৯| শব্দের মূলকে কী বলে?
উত্তরঃ ধাতু

১০| “দুর্গতি”এর সন্ধি বিচ্ছেদ?
উত্তরঃ দুঃ+গতি

১১| বিলাপ”শব্দের বিপরীত শব্দ?
উত্তরঃ অপলাপ

১২| উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার?
উত্তরঃ ৫ প্রকার

১৩| “পরাগ”বইটি নিয়ে যাও এখানে “পরাগ” হচ্ছে…..
উত্তরঃ বিশেষ্য পদ

১৪| তিনি ধনী কিন্তু কৃপণ কোন ধরনের বাক্য?
উত্তরঃ যৌগিক বাক্য

১৫| “বাই কুড়িয়ে বেল”বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ ক্ষুদ্র থেকে বড়

১৬| “যে আপনার রং লুকায়”এক কথায় হবে?
উত্তরঃ বর্ণচোরা

১৭| বাক্যের পরিসমাপ্তি বোঝাতে নিচের কোন চিহ্ন বসে?
উত্তরঃ দাঁড়ি

১৮| বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১৯| বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কতটি?
উত্তরঃ ৩৯টি

২০| সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি?
উত্তরঃ ক্রিয়া ও সর্বনাম পদে

২১| “মনমাঝি”কোন সমাসের উদাহরণ?
উত্তরঃ রূপক কর্মধারয়

২২|”আগুন”এর সমার্থক শব্দ?
উত্তরঃ অনল

২৩| কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ ইতঃপূর্বে

২৪| অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে কার?
উত্তরঃ উপসর্গের

২৫| “দুলনা”এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?
উত্তরঃ দুল+অনা(ক্রিয়াবাচক বলে অনা প্রত্যয় হয়েছে বিশেষ্য পদ হলে “না” প্রত্যয় হতো)

২৬| কারক কত প্রকার?
উত্তরঃ ৬ প্রকার

২৭| বাংলা ভাষা ও সাহিত্যে প্রাচীন নিদর্শন কোনটি?
উত্তরঃ চর্যাপদ

২৮| বাংলা সাহিত্যে যুগ সন্ধিক্ষণের কবি কে?
®__ঈশ্বরচন্দ্র গুপ্ত

২৯| রবীন্দ্রনাথ কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান?
উত্তরঃ গীতাঞ্জলি

৩০| কোন সালে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন?
উত্তরঃ ১৯৪১ সালে

৩১| কোন পত্রিকায় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়?
উত্তরঃ বিজলী(সাপ্তাহিক)

৩২| “কাঁদো নদী কাঁদো”কার রচনা?
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস

৩৩| হুমায়ুন আহমেদের “শ্যামল ছায়া” এর পটভূমি?
উত্তরঃ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ

৩৪| “শেষের কবিতা” রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?
উত্তরঃ উপন্যাস

৩৫| বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

৩৬| “বনফুল”কোন কবির ছদ্মনাম?
উত্তরঃ বলাইচাঁদ মুখোপাধ্যায় এর

৩৭| “গৌড়ীয় ব্যাকরণ”কার রচনা?
উত্তরঃ রাজা রামমোহন রায়ের

৩৮|”স্বভাব কবি”বলা হয় কাকে?
উত্তরঃ গোবিন্দ্রচন্দ্র দাসকে

৩৯| “হুলিয়া কবিতাটির রচয়িতা কে?
উত্তরঃ নির্মেলেন্দু গুণ

৪০| “পাখি সব করে রব রাতি পোহাইলো”পঙ্ক্তিটির রচয়িতা?
উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কার

৪১| “মৈয়মনসিংহ গীতিকার”সংগ্রাহক কে ছিলেন?
উত্তরঃ চন্দ্রকুমার দে(সম্পাদক দীনেশচন্দ্র সেন)

৪২| “পায়ের আওয়াজ পাওয়া যায়” কাব্যনাট্যের রচয়িতা কে?
উত্তরঃ সৈয়দ শামসুল হক

৪৩| “পুতুল নাচের ইতিকথা”উপন্যাসের লেখক কে?
উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়

৪৪| কবি শামসুর রাহমানের পৈত্রিক নিবাস কোথায়?
উত্তরঃ পাড়াতলী

৪৫| মুনীর চৌধুরীর কবর নাটকের পরিপ্রেক্ষিত হচ্ছে?
উত্তরঃ ভাষা আন্দোলন

৪৬| “সিরাজুম মুনীরা”কাব্যগ্রন্থের রচয়িতা?
উত্তরঃ ফররুখ আহমেদ

৪৭| কাজী নজরুল ইসলামের “আলেয়া”কোন ধরনের রচনা?
উত্তরঃ গীতিনাট্য

৪৮| কবিতার ছন্দ্র সাধারণত কত প্রকার?
উত্তরঃ ৩ প্রকার(স্বরবৃত্ত,মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত)

৪৯| “মধুমালতী”কাব্যগ্রন্থের কবি হলে?
উত্তরঃ কবি বাবা রচয়িতা মুহম্মদ কবীর অপশনে নেই।

৫০| “মুকুন্দরাম চক্রবর্তী”রচিত কাব্যগ্রন্থের নাম কী?
উত্তরঃ চণ্ডীমঙ্গল

(ভুল-ত্রুটি চোখে পড়লে সঠিকটা কমেন্ট করে জানান)

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!