মেডিকেল (এম.বি.বি.এস / MBBS) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০০৯
Medical (MBBS) Admission Test question and answer 2009
1. নিম্নের কোনটি শরীরে অণুপ্রবেশিত জীবাণূকে ধ্বংস করার প্রক্রিয়া?
✕ অটোলাইসিস
✕ অটোফ্যাগি
✕ পিনোসাইটোসিস
✔ ফ্যাগোসাইটোসিস
2. নিম্নের কোন পরীক্ষার সময় টেস্ট টিউবের তলায় Cu2O এর লাল হলুদ অধঃক্ষেপ পড়ে?
✕ লিটমাস পরীক্ষা
✔ ফেলিং দ্রবণ পরীক্ষা
✕ FeCl3দ্রবণ পরীক্ষা
✕ NaHCO3 দ্রবণ পরীক্ষা
3. দীর্র্ঘ দৃষ্টি সম্পন্ন এক ব্যক্তির স্পষ্ট দর্শ5নের নিকটতম দূরত্ব 0.50 m। পড়ার জন্য তাকে নিম্নের কোন ক্ষমতার (D) লেন্স ব্যবহার করতে হবে?
✕ 3
✕ 4
✕ 1
✔ 2
4. ”রাষ্ট্র বনাম শেখ মুুজিবুর রহমান ও অন্যান্য” এই মামলা থেকে 1969 সালে নিম্নের কোন তারিখে পাকিস্তানি সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দেন?
✕ 22 এপ্রিল
✕ 22 জানুয়ারি
✕ 22 মার্চ
✔ 22 ফেব্রুয়ারি
5. Which of the following sentence is correct?
✕ A drowning man catches up a straw.
✔ India is trying to catch up with the advanced conutries.
✕ He is casting off for a opportunity
✕ He cast about his shoes.
6. নিম্নের কোনটি সবচেয়ে ক্ষুদ্র সরল প্রোটিন?
✕ প্রোলামিন
✔ প্রোটামিন
✕ অ্যালবুমিন
✕ গ্লোবিউলিন
7. একটি জৈব যৌগের 5.17 mg কে দহন করলে 10.32 mg কার্বন ডাই-অক্সাইড এবং 4.23 mg পানি উৎপন্ন হয়। 100oC তাপমাত্রা ও 760 mm (Hg) চাপমাত্রায় 0.156 g যৌগ 53 ml আয়তন দখল করে। যৌগটির আণবিক সংকেত নিম্নের কোনটি?
✕ C2H4O
✕ C8H16O4
C6H12O3
✔ C4H8O2
8. একটি হাইড্রোজেন পরমাণুর স্থির কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের বিভব শক্তি এবং গতিশক্তি যথাক্রমে Ep এবং Ek এদের অনুপাত নিম্নের কোনটি?
✕ 2
✕ -1
✕ 1
✔ -2
9. বিখ্যাত সুসাহিত্যিক মার্ক টোয়েনের আসন নাম নিম্নের কোনটি?
✕ টম সাওয়ার
✕ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
✔ স্যামুয়ের ল্যাগহরন ক্লেমেনস
✕ চার্লস ওয়েবস্টার
10. Which of the following compound sentence contain an illative conjunction?
✕ I was annoyed, still I kept quet.
✕ Seraj as well as Anwar was present
✔ He was sincere and so he gained prominence
✕ Neither a borrower, nor a lender be
11. নিম্নের কোনটি অ্যামিনো এসিডের কাজ নয়?
✔ গ্লিসারল তৈরিতে সহায়তা করা
✕ দেহ গঠনে সাহায্য করা
✕ আমিষ সংশ্লেষণ করা
✕ ইউরিয়া তৈরিতে সহায়তা করা
12. নিম্নের কোনটি অধিশোষণ ক্রোমাটোগ্রাফী?
✕ গ্যাস
✕ গ্যাস-তরল
✕ পেপার
✔ স্তম্ভ
13. 1 আলোক বর্ষের মান (m) নিম্নের কোনটি?
✕ 3 × 108
2.628 × 1012
9.46 × 1012
9.46 × 1015
14. নিম্নের কোনটি সূর্যালোকর শক্তি ব্যবহার করে ADP এবং অজৈব ফসফটের সমন্বয়ে ATP সৃষ্টি করার প্রক্রিয়া?
✕ ফটো সিস্টেম
✔ অক্সিডেটিভ ফসফোরাইলেশন
✕ সালোকসংশ্লেষণ
✕ ফটোফসফোরাইলেশন
15. ডান অলিন্দ প্রসারিত হলে অগ্রদেশীয় মহাশিরার মাধ্যমে দেহের সামনের অঞ্চল থেকে কার্বন-ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত নিম্নের কোন অলিন্দে ফিরে আসে?
✔ ডান অলিন্দ
✕ ডান নিলয়
✕ বাম অলিন্দ
✕ বাম নিলয়
16. তরল স্ফটিক সম্পর্কে নিম্নের কোনটি সটিক নয়?
✕ জৈব যৌগ
✔ আণবিক গঠনের দুই প্রান্তে পোলার গ্রুপ থাকে
✕ আলোক ধর্ম প্রদশন করে
✕ তাপমাত্রা সংবেদক হিসাবে কাজ করে
17. নিম্নের তোস তথ্যটি সঠিক নয়?
✔ গামা কণার স্থির ভর 9.1 × 10−31Kg
ফটোগ্রাফিক প্লেটে বিটা রশ্মির প্রতিক্রিয়া হয়
✕ আলফা কণার ভর হাইড্রোজেন পরমাণুর চাইতে চারগুণ বেশি
✕ আলফা রশ্মি জিঙ্ক সালফাইড অথবা বেরিয়াম প্লাটিনোসায়ানাইড পর্দায় প্রতিপ্রভা সৃষ্টি করে
18. Which of the following sentence uses ‘right word as an adjective?
✔ He is the right man for the job.
✕ Sere him right.
✕ It is a matter of right
✕ It is such a fault that will itself.
19. মানুষের গ্রীবাদেশীয় কশেরুকার নিম্নের কোনটি নাম অ্যাক্সিস?
✕ ষষ্ঠ
✕ সপ্তম
✕ প্রথম
✔ দ্বিতীয়
20. নিম্নের কোনটি টাইটেনিয়ামের আকরিক?
✕ পেট্রোনাইট
✕ ক্রোকাইট
✕ হুস্ম্যানাইট
✔ রুটাইল
21. একটি বাইসাইকেলের চাকার গতি নিম্নের কোনটির উদাহরণ?
✕ ঘূর্ণন গতি
✔ জটিল গতি
✕ বক্র চলন গতি
✕ সরল চলন গতি
22. Which of the following sentence uses ‘what as an interrogative adjective?
✕ Give me what you can.
✔ What You don’t mean to say so?
✕ What do you want?
✕ What book do you want?
23. নিম্নের কোনটি শ্বেতসার পরিপাকে সাহায্যকারী উৎসেচক নয়?
✕ টায়ালিন
✕ মলটেজ
✔ লাইসোজাইম
✕ অ্যামাইলেজ
24. ক্লোরিন পদ্ধতিতে আবরিক থেকে টাইটেনিয়াম উৎপাদন করার জন্য নিম্নের কত oC তাপমাত্রার প্রয়োজন হয়?
✕ 260
✕ 460
✔ 160
✕ 360
25. নিম্নের কোনটি সঠিক নয়?
✕ বাষ্পীয়ভবন যে কোন তাপমাত্রায় ঘটে থাকে
✕ চাপ পরিবর্তনের সাথে সাথে একটি তরলের স্ফুটনাঙ্ক পরিবর্তন হয়
✔ একই উপাদান বিশিষ্ট বস্তুর ভরের বিভিন্নতার জন্য সুপ্ততাপ বিভিন্ন হয়
✕ যখন বরফ, পানি এবং জলীয় বাষ্প সহাবস্থান করে, তখন একটি সমসত্ব দশা লাভ করে
26. এপেনডিক্স নিম্নের কোনটি অংশ?
✔ সিকাম
✕ রেকটাম
✕ সিগময়েড কোলন
✕ ডিওডেনাম
27. নিম্নের কোন সেতুটি প্রথম ঢালাই লোহা দিয়ে তৈরি হয়?
✕ হার্বার ব্রিজ
✕ আকাশি কাইকিও
✔ আয়রন ব্রিজ
✕ দি ফোর্থ ব্রিজ
28. নিম্নের কোনটি হৃৎপিণ্ডের সংকোচনের শক্তিকে বাড়ায়?
✕ ইনসুলিন
✕ ভেগাস
✔ অ্যাড্রোনালিন
✕ প্যারাথহরমোন
29. ইথিলিন থেকে যুত পলিমারকরণ প্রক্রিয়ায় টেফলন প্রস্তুত করার সময় নিম্নের কোন প্রভাবক ব্যবহার করা হয়?
✕ Fe2O3
Cr2O3
AlCl3
FeSO4H2O2
30. সরল দোলকের পর্যায়কালের সমীকরণ নিম্নের কোনটি?
✔ T = 2π√Lg
T = 12π√Lg
T = 2π√gL
T = 12π√gL
31. নিম্নের কোন সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালিয়ান ও জার্মান বাহিনী ব্রিটিশ অধিভূক্ত উত্তর আফ্রিকা আক্রমণ করে?
✕ 1942
✕ 1943
✕ 1941
✔ 1940
32. নিম্নে উল্লেখিত কোন সাইজোগনিতে ম্যালেরিয়া জ্বরের লক্ষণ প্রাকাশ পায়?
✕ প্রি-ইরিথ্রোসাইটিক
✔ এক্সোইরথ্রোসাইটিক
✕ হিপাটিক
✕ ইরিথ্রোসাইটিক
33. অরলন, এক্রিল্যাণ-এর মনোমার নিম্নের কোনটি?
✕ প্রোপিলিন
✔ প্রোপিন-নাইট্রাইল
✕ টেফলন
✕ পলিভিনাইল অ্যাসিটেট
34. নিম্নের কোন লেন্সটি স্বল্প দৃষ্টি প্রতিকারের জন্য ব্যবহার করা হয়?
✕ উত্তল অবতল
✕ সমতল
✕ উত্তল
✔ অবতল
35. প্রায় সম্পূর্ণ অস্ট্রালোপিথিসিন্স ‘লুসি’র কংকাল 1974 সালে নিম্নের কোন দেশে আবিষ্কৃত হয়?
✕ কেনিয়া
✕ ইরত্রিয়া
✔ ইথিওপিয়া
✕ তানজেনিয়া
36. Which of the following is complex sentence?
✕ Let them do this or they will die.
✕ Move or you will die.
✔ If he helps us, we shall win.
✕ Work hard or you cannot prosper in life
37. কার্বন ডাই-অক্সাইড হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে নিম্নের কোনটি তৈরি করে?
✔ কার্বামিনো হিমোগ্লোবিন
✕ কার্বামিনো প্রোটিন
✕ অক্সি-হিমোগ্লোবিন
✕ মিথ হিমোগ্লোবিন
38. নিম্নের কোনটি হাইড্রোকার্বনের জন্য সঠিক নয়?
✕ অ্যালকাইনের বন্ধন কোণ 180o।
✕ অ্যালকেনের প্রস্তুতিতে জৈব এসিডের লবণ প্রয়োজন হয়।
✔ অ্যালাকাইন কম সক্রিয়।
✕ অ্যালকিন অণুর গঠন ত্রিকোণীয় সমতলীয়।
39. 10 gm ভর বিশিষ্ট একটি বন্দুক থেকে 80 cms−1 বেগে বুলেট বের হল। বুলেটের ভর 40 gm হলে বন্দুকের গতি শক্তি (J) নিম্নের কোনটি?
✕ 0.3089
✕ 8.0 × 10−4
0.0122
✕ 51 × 10−6
40. Which of the following underlined word is verb?
✕ He is dependent on me.
✔ I can assure you.
✕ It gave me trouble
✕ We stood silently
41. নিম্নের কোন তথ্যটি সঠিক?
✕ HCl নিষ্ক্রীয় আন্ত্রিক পেপসিনোজনকে সক্রিয় পেপসিনে পরিণত করে
✕ মানুষের ক্ষেত্রে মেলাটোনিন সক্রিয় থাকে
✕ দশম পর্শুকাকে ভাসমান পর্শুকা বলে
✔ টেন্ডন পেশীকে অস্থির সঙ্গে সংযুক্ত রাখে
42. Which of the following pairs contains correct translation of that English proverb?
✕ To add fuel to the fire: ঝোপ বুঝে কোপ মারা।
✔ To carry coals to Newcastle: তেলা মাথায় তেল দেওয়া।
✕ Practice makes a man perfect: ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডারায়।
✕ Strike the iron while it is hot: কাঁটা দিয়ে কাঁটা তোলা।
43. বেনজিন সালফোনেশনের জন্য নিম্নের কত oC তাপমাত্রার প্রয়োজন হয়?
✕ 110
✕ 80
✔ 100
✕ 90
44. চৌম্বকীয় ফ্লাক্স এর একক নিম্নের কোনটি?
✕ টেস্লা
✕ গস
✕ অ্যাস্পিয়ার
✔ ওয়েবার
45. নিলয়ের ডায়াস্টোলের সময় নিম্নের কত সেকেন্ড?
✔ 0.5
✕ 0.7
✕ 0.1
✕ 0.3
46. মাইট্রাল কপাটিকা নিম্নে উল্লেখিত কোথায় অবস্থিত?
✕ ডান অনিন্দ-নিলয় ছিদ্র মুখে
✕ ডান ও বাম নিলয়ের গোড়ায়
✕ এওর্টার ছিদ্র মুখে
✔ বাম অলিন্দ-নিলয় ছিদ্র মুখে
47. ইথারের জন্য নিম্নের কোনটি সঠিক নয়?
✕ চেতনা নাশ করে
✕ পানিতে দ্রবণীয়
✔ ষ্ফুটাঙ্ক-240oC
✕ পানি অপেক্ষা হালকা
48. কোন স্থানের ভূ-চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান 30 μTএবং বিনতি 60o । ঐ স্থানের ভূ-চৌম্বক ক্ষেত্রের উল্লম্ব উপাংশের মান ( μT)নিম্নের কোনটি?
✕ 30.60
✕ 63.89
✔ 51.96
✕ 96.51
49. Which of the following pair contain correct antonyms?
✕ Oblivious : unconscious
✔ Perilous : comfortable
✕ Laconic : terse
✕ Nebulous : imprecise
50. সিস্টোলিক এবং ডায়স্টোলিক প্রেসারের পার্থক্যকে বলা হয়-
✕ বেসাল প্রেসার
✕ পরিস্রাবণ প্রেসার
✔ পালস প্রেসার
✕ মিন প্রেসার
51. নাইলন 6 : 6 উৎপাদনের সময় নিম্নের কোনটি প্রয়োজন হয়?
✕ অ্যামিনো উন-ডেকোনোয়িক এসিড
✕ সাইক্লো হেক্সানল
✔ অ্যাডিপিক এসিড
✕ সেবাসিক এসিড
52. নিম্নের কোনটি শূন্যস্থানের জন্য প্রযোজ্য? শব্দ তরঙ্গের উৎস কোন স্থির শ্রোতার দিকে গতিশীল, থাকাকালীন শ্রোতার কাছে মনে হবে শব্দ তরঙ্গের আপাত কম্পাঙ্ক-
✕ প্রকৃত কম্পাঙ্কের চাইতে কম
✕ প্রকৃত কম্পাঙ্কের অর্ধেক
✔ প্রকৃত কম্পাঙ্কের চাইতে বেশি
✕ অসীম
53. জীবের বাহ্যিক লক্ষণকে নিম্নের কোনটি বলা হয়?
✕ জিনোটাইপ
✔ ফিনোটাইপ
✕ প্রকট বৈশিষ্ট্য
✕ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
54. ফ্রেডরিক উইলার ইউরিয়া প্রস্তৃতির সময় নিম্নের কোন দ্রবণ যোগ করেন?
✕ nHCHO
CH3CH2−Br
Pb (CNO)2
2NH2
55. নিম্নের কোনটি সঠিক নয়?
✕ পানি বহন করাই জাইলেমের প্রধান কাজ
✕ একবীজপত্রী উদ্ভিদে কান্ডরোম সম্পূর্ণরূপে অনুপস্থিত থাকে
✔ শোষণ শক্তি = অভিস্রবণিক চাপ + স্ফীতি চাপ
✕ মূলের বিপাকীয় ক্রিয়ার ফলে জাইলেম টিস্যুর ট্রাকিয়াতে যে চাপের সৃষ্টি হয় তাকে স্টিফেন হেল রুট প্রেসার বলেন
56. সোডিয়াম অ্যালকাইন সালফেট ডিটারজেন্ট তৈরির জন্য লরাইল অ্যালকোহলের উৎস হিসাবে নিম্নের কোন তেল ব্যবহৃত হয়?
✕ সরিষা
✕ সয়াবীন
✕ তিসি
✔ নারিকেল
57. প্রমাণ তীব্রতা থেকে 10 গুণ তীব্রতা সম্পন্ন শব্দের তীব্রতার পরিমাণ নিম্নের কোনটি?
✕ 1 ডেসি বেল
✔ 1 বেল
✕ 2 ডেসি বেল
✕ 2 বেল
58. Which of the following is an assertive sentence?
✔ I feel a little humiliated
✕ She was very talkative
✕ They are quite mistaken.
✕ Time passes very fast
59. নিম্নের কোনটি দিয়ে ভাইরাস গঠিত?
✕ লিপিড এবং নিউক্লিক এসিড
✕ মাত্র নিউক্লিক এসিড
✕ প্রোটিন এবং লিপিড
✔ প্রোটিন এবং নিউক্লিক এসিড
60. কোন কৃষ্ণকায়ার একক ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে বিকীর্ণ তাপের পরিমাণ এর পরম তাপমা্ত্রার চতুর্থ ঘাতের সমানুপাতিক। এটি নিম্নের কোন সূত্র?
✕ নিউটনের শীতলীকরণ
✕ পঞ্চম-শক্তি
✕ ভীনের সরণ
✔ স্টেফান-বোল্টজম্যান
61. টেরিলিন উৎপাদনের জন্য ডাইমিথাইল টেরিথ্যালেট এর সাথে নিম্নের কোনটি প্রয়োজন হয়?
✕ প্রোপিলিন গ্লাইকল
✕ ইথিলিন অক্সাইড
✕ ইথিলিন হাইড্রোঅক্সাইড
✔ ইথিলিন গ্লাইকল
62. নিম্নের কাকে গ্রিকদের ফার্টলিটির দেবী ধরা হয়?
✕ সিরেস
✕ এটিস
✕ অ্যাজটেক
✔ আরটেমিস
63. Which of the following is the correct translation of that Bangla sentence? “আমার যে ভাইকে আমি দুই বছর দেখি নাই, তিনি আমেরিকায় একটি বিশ্ববিদ্যালয় পড়িতেছে”।
✕ My brother, whom I had not seen for two years, is studying in an American University.
✕ My brother, whom I have not see for two years, is studying in am American University.
✔ My brother, who I have not seen for two years, is studying in an American University
✕ My brother, who I have not seen for two years, is studying in an American University
64. এইডস্ নিম্নের কোন ভাইরাস দিয়ে সংঘটিত হয়?
✕ CD4
✔ Vaccinia
✕ TMV
✕ HIV
65. নিম্নের কোনটি স্কেলার রাশি
✕ তড়িৎ প্রবাল্য
✔ তড়িৎ বিভব
✕ ভর বেগ
✕ বেগ
66. ইথিলিনের ব্যবহার নিম্নের কোনটি?
✕ আইসো-প্রোপাইল অ্যালকোহল তৈরিতে
✔ চেতনা নাশক রূপে
✕ প্লাস্টিক শিল্পে
✕ অ্যাসিটোন তৈরিতে
67. স্পর্শ কোণ যদি সূক্ষ্ম কোণ হয় তবে নিম্নের কোন বৈশিষ্ট্য সঠিক নয়?
✔ তরলটি নলের গাত্র স্পর্শ করবে না।
✕ কোহেসিভ বল, এডহেসিভ বলের চাইতে বড় হয়।
✕ কৌশিক নলে তরলের পৃষ্ঠদেশ অবতল হবে।
✕ কৌশিক নলে তরলের অধঃক্ষেপ হয়।
68. নিম্নের কোনটি স্ত্রী গ্যামোটোফাইটের অংশ নয়?
✕ সহকারী কোষ
✕ প্রতিপাদ কোষ
✕ ডিম্বাণু
✔ গর্ভযন্ত্র
69. KNO3 নিম্নের কোন শ্রেণির কেলাস গঠন করে?
✔ অর্থোরম্বিক
✕ হেক্সাগোনাল
✕ ঘনক
✕ মনোক্লিনিক
70. উদ্ভিদের খনিজ লবণ শোষণের জন্য নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
✕ ঋণাত্মক আয়নের মধ্যে NO3সবচেয়ে দ্রুত শোষিত হয়।
✕ ঋণাত্মক আয়নের মধ্যে Ca সবচেয়ে মন্থরভাবে শোষিত হয়।
✔ জলজ উদ্ভিদের ক্ষেত্রে শুধুমাত্র মূল রোম লবণ শোষিত করে।
✕ আয়ন হিসেবে শোষিত হয়।
71. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‘কালের যাত্রা’ নাকটটি নিম্নের কাকে উৎসর্গ করেন?
✕ সুভাষ চন্দ্র বসু
✕ লোকেন্দ্রনাথ পালিত
✔ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
✕ কাজী নজরুল ইসলাম
72. নিম্নের কোনটি নিউক্লিয়ার ফিউশান বিক্রিয়ার জন্য সঠিক?
✕ কাঁচ পাত্রে টেস্ট টিউবে ঘটানো যায়
✔ বিক্রিয়া নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না
✕ শুধু পরমাণু স্থানান্তর ঘটে
✕ অনবরত চলতে থাকে
73. Which of the following is the correct Bangla meaning of the English wrod?
✕ Harshly : নিষ্ঠুর
✔ Disastrously : দুর্ভাগ্যমূলকভাবে
✕ Amorous : স্নেহশীল
✕ Loving : প্রীতি
74. নিম্নের কোনটি সঠিক নয়?
✕ লসিকা দেহের কিছু কিছু স্থানে রক্তের পরিবর্তন হিসেবে কাজ করে
✕ শিরায় রক্তচাপ কম থাকে
✔ কার্ডিয়াক চক্রের সময়কাল, হৃৎপিণ্ডের স্পন্দনের সমানুপাতিক
✕ কৌশিক জালক থেকে শিরার উৎপত্তি
75. Which of the following pair contain correct synonym?
✔ powerful : leverage
✕ practise : hands-on
✕ plan ” platform
✕ possibility : viable
76. নিম্নের কোনটি সঠিক নয়?
✕ যখন চারটি স্ত্রী রেণুই ভ্রুণথলি গঠনে অংশগ্রহণ করে, তাকে টেট্রাস্পোরিক বলে
✕ জাইলেম প্যারেনকাইমার উক্ত টিস্যুর একমাত্র জীবিত কোষ
✔ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ আলোর ফোটন নামক কণা শোষণ করে আলোক শক্তিকে তড়িৎ চৌম্বকীয় শক্তিতে পরিণত করে
✕ মূল রোমের অভ্যন্তরে মাটিস্থ পানির অনুপ্রবেশ অন্তঃঅভিস্রবণের উদাহরণ
77. নিম্নের কোন বিক্রিয়ায় তড়িৎ ঋণাত্মক মূলক অপসারিত হয়েছে?
✕ CuO(S) + C(s) →Cu(s) + CO(g)
✕ Cl2(g) + 2Na(s) →2NaCl(g)
CuSO4(aq) + Zn(s) →Cu(s) + ZnSO4(aq)
2FeCl3(aq) + SnCl2(aq) →2FeCl2(aq) + SnCl4
78. মূল রোমের কোষ রসে বিদ্যমান আয়নের ঘনত্ব মাটির রসে বিদ্যমান আয়নের ঘনত্ব অপেক্ষা কম হওয়ায় মাটির রস থেকে আয়ন মূল রোমের রসে প্রবেশ করাকে নিম্নের কোন তত্ত্ব বলে?
✕ ডেনান সাম্যবস্থা
✕ ব্যাপক প্রবাহ
✕ আয়ন বিনিময়
✔ ব্যাপন
79. Cl2O7যৌগের Cl এর জারণ সংখ্যা নিম্নের কোনটি?
✕ +9
✕ -7
✕ -9
✔ +7
80. বাংলাদেশে নিম্নের কোন তারিখে প্রথম সেল ফোন চালু হয়?
✕ 16 ডিসেম্বর 2005
✔ 8 আগস্ট 1993
✕ 25 নভেম্বর 1993
✕ 26 মার্চ 1998
81. নিম্নের কোনটি হাইপোথ্যালামাসের কাজ?
✕ অম্ল ও ক্ষারের সমাম্যতা রক্ষা করা
✕ ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ করা
✕ দেহের ভারসাম্য রক্ষা করা
✔ দেহতাপ নিয়ন্ত্রণ করা
82. 5 g ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করতে নিম্নের কত গ্রাম KMnO4 প্রয়োজন হবে?
✔ 1.04
✕ 2.04
✕ 4.02
✕ 4.01
83. আয়নিক যৌগের জন্য নিম্নের কোনটি সঠিক নয়?
✕ স্ফটিকসমূহ ভঙ্গুর
✔ বিক্রিয়ায় গতি মন্থর
✕ স্ফুটলাঙ্ক খুব বেশি
✕ কঠিন অবস্থায় স্ফটিকাকার
84. নিম্নের কোনটি শূন্যস্থানের জন্য প্রযোজ্য? সমান ধারকত্বের 4টি ধারকের সমান্তরাল সমবায়ে থাকাকালীন তূল্য ধারকত্ব, শ্রেণিবদ্ধ সমবায়ে থাকাকালীন তূল্য ধারকত্বের—গুণ।
✕ 1/3
✕ 1/2
✕ 2/3
✔ 1/16
85. নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
✔ রক্তে থ্রম্বোপ্লাসটিন থেকে থ্রমবিন তৈরি হয়।
✕ রক্ত নালির অভ্যন্তর গাত্র মসৃন।
✕ রক্ত এসিড ও ক্ষারের সমতা নিয়ন্ত্রণ করে।
✕ ‘O’ গ্রুপ রক্তে ‘A’অথবা ‘B’ কোনও এ্যান্টিজেন থাকে না।
86. ইথানয়িক এসিড ডাই সোডিয়াম সল্টের আণবিক ভর নিম্নের কোনটি?
✔ 134
✕ 124
✕ 154
✕ 144
87. আলোর বেগ এবং একটি মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মধ্যকার সম্পর্ক নিম্নের কোন সমীকরণ দিয়ে প্রকাশ পায়?
✕ VaVb=∈b∈a
VaVb=∈a∈b
VaVb=√∈b√∈a
VaVb=√∈a√∈b
88. মুঘল আমলে প্রাদেশিক রাজধানীর দেওয়ানী ও ফৌজদারী মামলার নিষ্পত্তিকারী প্রধান বিচারপতি উপাধি নিম্নের কোনটি ছিল?
✕ ফতুয়ায়ে আলমগিরি
✕ মুসলিম ওলামা
✕ কাজীউল কুজাত
✔ কাজী
89. রক্ত প্রবাহের সময় রক্ত জমাট না বাধার কারণ নিম্নের কোনটি?
✕ পানির উপস্থিতি
✕ চলাচলের স্লথগতি
✔ হেপারিনের উপস্থিতি
✕ নালীর অমর্সণ গাত্র
90. স্থুল সংকেতের জন্য নিম্নের কোনটি সঠিক?
✔ শুধু যৌগের জন্য
✕ যৌগ ও মৌল উভয়ের জন্য প্রযোজ্য
✕ পরমাণুর প্রকৃত সংখ্যা প্রকাশ করে
✕ যৌগের স্থুল সংকেত থাকে না
91. একটি কুণ্ডলীর আবিষ্ট তড়িচ্চালক শক্তির মান নিম্নের কোনটির উপর নির্ভরশীল নয়?
✕ চৌম্বকীয় ফ্লাক্সের পরিবর্তন
✕ সময়
✔ বর্তনীয় রোধ
✕ কুণ্ডলীয় পাকের সংখ্যা
92. Which of the following underlined preposition is correct?
✕ I am acquainted from him
✔ He acquiesced in the proposal
✕ I cannot accede in your request
✕ He is absorbed on thought
93. পস্টেরিয়র পিটুইটারি থেকে নিম্নের কোন হরমোন নিঃসরণ হয়?
✕ লিউটিনাইজিং হরমোন
✔ অক্সিটোসিন
✕ সোমাটোট্রপিক
✕ ক্যালসিটোনিন
94. নিম্নের কোনটি সঠিক নয়?
✕ সিলিকন চীপ কম্পিউটার তৈরিতে ব্যবহৃত হয়
✔ বিশুদ্ধ সিলিকন প্রস্তুতিতে মিথেন গ্যাস প্রয়োজন হয়
✕ সংকর ধাতু তৈরির জন্য সিলিকন ব্যবহৃত হয়
✕ ভূ-ত্বকে কোয়ার্টজ সিলিকা বালি রূপে বিদ্যমান
95. যদি কোন আলোক তরঙ্গের জন্য আলোর গতি অভিমুখের অভিলম্বতলে তরঙ্গজনিত কম্পন সর্বদিকে সমানভাবে সম্পাদিত হয়, তবে তাকে নিম্নের কোনটি বলা হয়?
✕ সমতল সমবর্তিত আলা
✕ দ্বৈত প্রতিসরণ
✕ সমবর্তিত আলো
✔ অসমবর্তিত আলো
96. বাংলাদেশে নিম্নের কোন স্থানটি সাবমেরিন ক্যাবলের ল্যান্ডিং স্টেশন?
✕ মহেশখালী
✕ দুলা হাজারা
✔ ঝিলং ঝা
✕ নারিকেল বীথি
97. Which of the following pair contain correct Bangla meaning:
✕ Droll : এক কুজওয়ালা উট
✔ Dropsy : তুমল
✕ Drone : নিষ্কর্মা লোক
✕ Dromedary : হাস্যকর
98. নিম্নের কোন শ্বেতকণিকার নিউক্লিয়াসটি দুই সোব বিশিষ্ট ?
✕ নিউট্রোফিল
✔ ইওসিনোফিল
✕ মনোসাইট
✕ লিস্ফোসাইট
99. ইথানল নিম্নের কোনটির সাথে বিক্রিয়ার ফলে কমলা বর্ণের অধঃক্ষেপ সৃষ্টি করে ?
✕ ফেলিং দ্রবণ
✕ টলেন বিকারক
✔ 2.4 ডাই নাইট্রো ফিনাইল হাইড্রাজিন
✕ এসিড অ্যামাইড
100. একটি সরু তারের মধ্য দিয়ে প্রবাহিত অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ নিম্নের কোনটি ?
✔ v=√yp
v=√kp
v=√pp
v=√yk