মেডিকেল (এম.বি.বি.এস / MBBS) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১৩

মেডিকেল (এম.বি.বি.এস / MBBS) ভর্তি পরীক্ষা - ২০১৭ এর প্রশ্ন ও সমাধান

মেডিকেল (এম.বি.বি.এস.) ভর্তি পরীক্ষা – ২০১৩ এর প্রশ্নের সম্পূর্ণ সমাধান।
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তর – ২০১৩
Medical (MBBS) Admission Test Question and Solution 2013

1. লুপ অফ হেনলি শরীরে নিম্নোলিখিত কোন অঙ্গের অংশ?

যকৃত

বৃক্ক

প্লীহা

হৃৎপিণ্ড

2. গ্লুকোজ ও বেনজয়িক এসিডের মিশ্রণ থেকে গ্লুকোজ আলাদা করতে নিম্নের কোন পদ্ধতির প্রয়োজন হয় না।

পরিস্রাবণ

উর্ধ্বপাতন

স্ফfটকীকরণ

A & C

3. উত্তলাবতল ও অবতোত্তল লেন্সের আলোক কেন্দ্রের অবস্থান কোথায়-

লেন্সের ভিতরে

বক্রতলের মেরুতে

লেন্সের বাইরে

লেন্সের ভিতরে মধ্য বিন্দুতে

4. বায়ু সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক কত?

5. আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস নিম্নের কোন তারিখে?

৯ ডিসেম্বর

১৯ ডিসেম্বর

৯ নভেম্বর

২০ ডিসেম্বর

6. সেরেবেলাম-এর কাজ কোনটি?

ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগানো

দেহতাপ নিয়ন্ত্রণ

দেহের ভারসাম্য বজায় রাখা

স্বাভাবিক শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ

7. Which one is correct after change of speech of the sentence. “Karim says that he did not go”?

Karim says, “I have not gone”

Karim says, “I did not go”

Karim says. “He did not go”

Karim says, “I do not go”

8. কোনটি বিউটানোনের রাসায়নিক সংকেত?

H3C-CH2-CHO

HCHO

9. হৃৎপিণ্ডের ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলের কপাটির নাম-

মাইট্রাল কপাটিকা

ট্রাইকাসপিড কপাটিকা

পালমোনারী কপাটিকা

অ্যাওর্টিক কপাটিকা

10. বিখ্যাত ‘হেরাল্ড ট্রিবিউন’ পত্রিকাটি প্রকাশিত হয় নিচের কোন শহরে?

লন্ডন

ক্যানবেরা

নিউইয়র্ক

টরেন্টো

11. কোনটি লালাগ্রন্থি থেকে নিঃসৃত হয় না?

মিউসিন

টায়ালিন

লিউসিন

মলটেজ

12. Which one is the correct sentence?

He is comparatively better today

He is good today than before

He is better today

He is best today than yesterday

13. কোনটি হাইড্রা-এর চলন নয়?

লুপিং

গ্লাইডিং

ড্রপিং

ক্রলিং

14. স্ফেনয়েড অস্থি কঙ্কালের কোন অংশ থাকে?

করোটিকা

মুখমণ্ডল

পেকটোরাল গার্ডল

মেরুদণ্ড

15. লেজার রশ্মির বৈশিষ্ট্য নয় কোনটি?

এ রশ্মি নিখুঁতভাবে সমান্তরাল হয়

এ রশ্মির তীব্রতা বেশি

এ রশ্মির পানি দ্বারা সহজেই শোষিত হয়

এ রশ্মির সাহায্যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সঠিকভাবে মাপা যায়

16. কোনটি ইথানলের ভৌত ধর্ম নয়?

মিষ্টি অ্যালকোহলীয় গন্ধযুক্ত

উদ্বায়ী তরল

পানিতে অদ্রবণীয়

পানিতে সম্পূর্ণ দ্রবণীয়

17. যানবাহনে পেট্টোল ব্যবহার সীমিত রাখার জন্য পেট্টোলের সাথে ইথাইল অ্যালকোহল এবং তৃতীয় কোন পদার্থ মিশিয়ে মোটরের জ্বালানি হিসেবে ব্যবহার হয়। নিম্নের কোনটি উক্ত তৃতীয় পদার্থের অন্তর্ভূক্ত নয়?

বেনজিন

টলুইন

টেট্রালিন

ইথার

18. Passive form of the sentence. “Let her sing a song” is-

Let a song be sung by her

Let a song be sang by her

Let a song sing by her

Let a song sung by her

19. ম্যালেরিয়া জীবাণুর ক্ষেত্রে কোনটি সঠিক নয়?

অন্তঃপরজীবী

আবশ্যিক পরজীবী

ক্ষতিকর পরজীবী

অনাবশ্যিক পরজীবী

20. ট্রাইক্লোরোফ্লোরোমিথেন গ্যাসের উল্লেখযোগ্য ধর্ম নয় কোনটি?

সুস্থিত

বিষাক্ত

অদাহ্য

পানিতে অদ্রবণীয়

21. কেঁচোর বায়োলজিক্যাল নাম কোনটি?

Hirudo medicinalis

Hetaphire Posthuma

Enterobius vermicularis

Aurelia aurita

22. Correct English translation of Bengali phrase. ”টাকায় টাকা আনে” is-

Money makes money

Money brings money

Money beings money

Money begets money

23. গারুদা কোন দেশের বিমান সংস্থা?

গ্রিস

জার্মানি

ইন্দোনেশিয়া

নেদারল্যান্ডস

24. যখন কোন প্রাণীর দেহকে অক্ষ বরাবর ছেদ করলে একবারও সমান দুটি অংশে ভাগ করা যায় না তখন তাকে অপ্রতিসাম্য বলে-নিম্নে কোন প্রাণীটি অপ্রতিসাম্য?

হাইড্রা

তেলাপোকা

শামুক

ব্যাঙ

25. ক্যালসিফাইড তরুণাস্থি পাওয়া যায় কোন অঙ্গে?

হেড অফ হিউমেরাস

আলজিহ্বা

স্তন্যপায়ীর নাক

শ্বাসনালি

26. “He died in the village where has was born”. The simple form of this complex sentence is-

He died in his village

He was born in a village and died in the same village

He died in a village where his birth took place

He died in his native village

27. কক্ষ তাপমাত্রায় নিম্নে কোনটির ভৌত অবস্থা তরল?

 

 

 

 

28. লিথাল জিন-এর প্রভাব নেই কোন রোগে?

হিমোফিলিয়া

জন্মগত ইকথিওসিস

অসটিওপরোসিস

থ্যালাসেমিয়া

29. বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠিত হয়-

১৪ই এপ্রিল ১৯৮৬ সালে

১৪ই মার্চ ১৯৮৭ সালে

২৮শে এপ্রিল ১৯৮৪ সালে

২৮শে মার্চ ১৯৮৩ সালে

30. কোনটি জৈব বিক্রিয়াসমূহের শ্রেণিবিন্যাসের অন্তর্ভূক্ত নয়?

যূত বিক্রিয়া

প্রতিস্থাপন বিক্রিয়া

অপসারণ বিক্রিয়া

সহাবস্থান বিক্রিয়া

31. ব্যক্তিজনিক পরিস্ফুটনের দশা নয় কোনটি?

ক্লিভেজ

গ্যাস্টুলেশন

ডিম্বক্ষরণ

অর্গানোজেনোসিস

32. The word ‘Homely’ belongs to what parts of speech?

Noun

Adjective

Verb

Adverb

33. জিংকের আকরিক নয় কোনটি?

ক্যালামাইন

উইলিমাইট

ক্রোমাইট

ফ্রাঙ্কলিনাইট

34. ভ্রূণীয় স্তর মেসোডার্ম হতে নিচের কোনটি তৈরী হয়?

দাঁতের এনামেল

দাঁতের ডেনটিন

থাইমাসগ্রন্থি

অন্তঃকর্ণ

35. কোবাল্ড- 60 হতে কোন রশ্মি নিঃসৃত হয়?

এক্স-রশ্মি

অতিবেগুণী রশ্মি

গামা রশ্মি

অবলোহিত রশ্মি

36. ব্যবহারের দিক থেকে নিম্নের কোনটি কীটনাশক?

বেনজিন হেক্সাক্লোরাইড

টেট্টাক্লোরোমিথেন

সোডিয়াম হাইপোক্লোরাইট

মিথাইল ক্লোরাইড

37. মানুষে একটিমাত্র কোষে কতটি নিউক্লিওসোম থাকে?

5 x 107

7 x 105

3 x 107

3 x 106

38. একটি স্টেপ-আপ ট্রান্সফর্মারকে 100 ভোল্ড সরবরাহ করে গৌণ কুণ্ডলীতে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া যায়। ট্রান্সফর্মারটির মুখ্য ও গৌণ কুন্ডলীর পাকসংখ্যার অনুপাত হলে 1 : 3 হলে মুখ্য কুন্ডলীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ মাত্রা হবে।

40 amp

80 amp

200 amp

100 amp

39. ক্লোরিনের খনিজ উৎস নয় কোনটি?

সিলভাইন

ব্রাইন

কার্নালাইট

কায়ানাইট

40. প্রাণিবিজ্ঞানের কোন শাখায় মাছ সম্বন্ধে আলোচনা করা হয়?

Ichthyology

Mammalogy

Ornithology

Herpetology

41. উদ্ভিদের শ্রেণিবিন্যাসের সঠিক ধারা কোনটি?

প্রজাতি, গণ, গোত্র, বর্গ, শ্রেণি

প্রজাতি, গণ, বর্গ, শ্রেণি, গোত্র

প্রজাতি, বর্গ, শ্রেণি, গোত্র, গণ

প্রজাতি, গণ, বর্গ, গোত্র, শ্রেণি

42. 20oC

 

তাপমাত্রায় 80 kPa চাপে একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 0.25 m3

 

|  তাপমাত্রায় উক্ত গ্যাসের আয়তন 0.50 m3 হলে গ্যাসটির চাপ কত হবে?

20 kPa

40 kPa

50 kPa

60 kPa

43. দুটি ভেক্টর A ও B এর মান যথাক্রমে 5 ও 6 একক। এরা কোন বিন্দুতে 60o

 

কোণে ক্রিয়াশীল। A x B মান কত?

152

103

153

155

44. Which one of the following is appropriate to fill in the blank, “He—–arrested if he had tried to leave the country.”

would

would have been

could be

must be

45. ইউনেস্কো কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে ঘোষণা দিয়েছে?

১৯৯৭

১৯৯৮

১৯৯৯

২০০০

46. প্রোক্যারিয়টা উদ্ভিদের বৈশিষ্ট্য নয় কোনটি?

রাইবোসোম ছাড়া অন্য কোন আবরণী বেষ্টিত ক্ষুদ্রাঙ্ক নেই

সুনির্দিষ্ট নিউক্লিয়াস আছে

সালোকসংশ্লেষণের জন্য সুগঠিত প্লাস্টিক নেই

অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন সম্পন্ন হয়

47. স্কেলার রাশির বেলায় কোনটি সঠিক নয়?

স্কেলার রাশির যোগ, বিয়োগ, গুণ সাধারণ গাণিতিক নিয়মে করা যায়

মানের পরিবর্তন হলে স্কেলার রাশির পরিবর্তন হয়

দুটি স্কেলার রাশির, কোনটির মান শূন্য না হলেও এদের গুণফল শূন্য হতে পারে

দুটি স্কেলার রাশির গুণফল একটি স্কেলার রাশি

48. Which one is the correct sentence?

Why did they went there yesterday?

Why had they gone there yesterday?

Why did they go there yesterday?

Why they went there yesterday?

49. বর্ণমালা আবিষ্কারের কৃতিত্ব কোন সভ্যতার?

মিসরীয়

সুমেরীয়

ফিনিশীয়

গ্রিক

50. কোন ভাইরাসটি ঘনক্ষেত্রাকার আকৃতির?

ভ্যাকসিনিয়া

এনকেফালাইটিস টিউমার

টোবাকো মোজাইক ভাইরাস

মাম্পস

51. অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা হলো-

6

8

10

12

52. কোন বস্তুর বিভিন্ন কণার অবস্থান একটি/দুইটি/তিনটি স্থানাঙ্ক দ্বারা নির্দেশ করা যায়। নিম্নের কোনটি দ্বিমাত্রিক বস্তু?

পাথর, ইট

সিলিন্ডার

পাতলা কাগজ, পাতলা টিনের পাত

লম্বা সরু কাঠি, ঋজু সুতা

53. বর্ণাধার নাই এমন উদ্ভিদ হল-

ছত্রাক

ব্যাকটেরিয়া

শৈবাল

মস

54. পর্যায় সারণীতে কার্বন মৌলের ইলেকট্রন বিন্যাস হচ্ছে-

1s22s2

1s22s22p3

1s22s22p2

1s22s22p5

55. ঘড়ির কাঁটার গতি কোন প্রকারের গতি?

বক্র চলন গতি

ঘূর্ণন গতি

চলন ঘূর্ণন গতি

পর্যাবৃত্ত গতি

56. “Food loose and fancy free” means-

Imaginative

Unemployed

Whose foot is lost

Free to enjoy oneself

57. ’আইভরি ব্ল্যাক’ কী?

রক্ত কয়লা

সক্রিয় কয়লা

কালো রঙ

অস্থিজ কয়লা

58. কোনটি স্পাইরোগাইরা-এর বংশ বিস্তার প্রক্রিয়া নয়-

অঙ্গজ প্রজনন

যৌন প্রজনন

অপুংজনি প্রজনন

অযৌন প্রজনন

59. ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে পরমাণুকে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যাটি ঐ মৌলের কী?

অ্যাটোমিক সংখ্যা

জারণ সংখ্যা

বিজারণ সংখ্যা

টাইট্রেশন সংখ্যা

60. যদি একটি হাতঘড়ির সেকেন্ডের কাঁটার দৈর্ঘ্য 1 cm হয়। তাহলে এর প্রান্তের রৈখিক বেগ কত হবে?

0.1047 cm.sec

0.1052 cm/sec

0.0105 cm/sec

0.1470 cm/sec

61. টুংরো ভাইরাস কোন গাছকে রোগাক্রান্ত করে?

ধান

গম

ভুট্টা

মটর

62. আয়নিক যৌগসমূহের বিদ্যুৎ পরিবাহিতার ক্ষেত্রে নিম্নের কোনটি সটিক নয়?

কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবাহী

দ্রবণে বিদ্যুৎ পরিবাহী

গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবাহী

গলনাঙ্ক অত্যন্ত উচ্চ

63. কোনটি মহাবিশ্বের মৌলিক বলের অন্তর্ভূক্ত নয়?

মহাকার্ষ বল

তড়িৎ চৌম্বক বল

নিউক্লীয় দুর্বল বল

ঘাত বল

64. Choose correct word to fill in the blank in the sentence “Parliamentary democracy demands discipline and—to the rules”

adherence

respectful

knowledge

awarencess

65. অ্যাগারিকা-এর জনন অংশ কোনটি?

মাইসোলিয়াম

ফ্রুট বডি

হাইফি

রাইজোমর্ফ

66. কোনটি রাসায়নিক বন্ধনের প্রকার ভেদে পড়ে না?

সন্নিবেশ আয়নিক বন্ধন

আয়নিক বন্ধন

সমযোজী বন্ধন

সন্নিবেশ সমযোজী বন্ধন

67. রেলপথ যেখানে বেঁকে গেছে, সেখানে বাঁকের বাইরের দিকের লাইনটিকে একটু উঁচু হয়। কোন বলের যোগান দিতে এটি করা হয়ে থাকে?

কেন্দ্রমুখী

ঘর্ষণ বল

মহাকর্ষ বল

তড়িৎ চৌম্বক বল

68. Correct English translation of, ”তাহার বুদ্ধি বড় মোটা” is-

He is a blockhead

he is blockheaded

he is coarse headed

His intelligence is thick

69. বাংলাদেমর White gold কোনটি?

ইলিশ

পাট

রূপা

চিংড়ি

70. কোনটি বাংলাদেশর জাতীয় ফুল-এর বৈজ্ঞানিক নাম?

Smilax macrophylla

Nymphaea nouchali

Soanum melongena

Psidium guajava

71. শক্তির ক্ষেত্রে কোনটি সঠিক নয়?

বহিঃস্থিতিশক্তি ভূ-পৃষ্ঠ হতে পদার্থের সামগ্রিক অবস্থানের উপর নির্ভরশীল

বহিঃগতিশক্তি পদার্থের গঠন প্রকৃতির উপর নির্ভরশীল

অভ্যন্তরীণ স্থিতিশক্তি বস্তু কণার অবস্থান ও গঠন প্রকৃতির উপর নির্ভরশীল

অভ্যন্তরীণ গতিশক্তি বস্তু কণার স্থানান্তরের উপর নির্ভরশীল

72. অভিকর্ষজ ত্বরণ ‘g’ এর বেলায় সঠিক নয় কোনটি?

পৃথিবীর কেন্দ্রে ‘g’এর মান শূন্য

বিষূবীয় অঞ্চলে ‘g’ এর মান

9.78 ms-2

অক্ষাংশ বাড়লে ‘g’ বাড়ে

মেরু অঞ্চলে ‘g’ এর মান সবচেয়ে কম

73. The study of ancient societies is named-

History

Enthology

Anthropology

Archaeology

74. কোনটি গল্‌গি বডির নাম নয়?

ডিক্‌টিওসোম

ইডিওসোম

লিপোকন্ড্রিয়া

ক্যামিলো গল্‌গি

75. ভিন্ন লবণের দুটি লঘু দ্রবণ একত্রে মিশ্রিত করা হলো। এদের মধ্যে কোন রাসায়নিক বিক্রিয়া হলো না। এ ক্ষেত্রে কোনটি সঠিক?

তাপমাত্রা ৫০% বাড়ে

তাপমাত্রা ৭৫% বাড়ে

তাপমাত্রার পরিবর্তন হয় না

তাপমাত্রা ৫০% কমে

76. প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে ঐ গৃহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। নিচের কোন বিজ্ঞানী সূত্রটির প্রবক্তা?

টলেমী

কোপার্নিকাস

টাইকো ব্রাহে

কেপলার

77. স্বপ্রজননক্ষম অঙ্গাণু ‘সেন্ট্রিওল’ কোথায় পাওয়া যায়?

ডায়াটিম

টেরিডোফাইট

ঈস্ট

অ্যানজিওস্পার্ম

78. সাম্যধ্রুবকের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি?

শুধুমাত্র উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য

তাপমাত্রার পরিবর্তনে পরিবর্ত হয়

চাপের পরিবর্তনে পরিবর্ত হয় না

বিক্রিয়ার গতি সম্পর্কে ধারণা দেয়

79. সান্দ্রতাংকের উপর তাপমাত্রা ও চাপের প্রভাবের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?

তরল পদার্থের সান্দ্রতা তাপমাত্রা বৃদ্ধির সাথে দ্রুত হ্রাস পায়

গ্যাসের সান্দ্রতা গ্যাস অণূসমূহের গড় বেগের সমানুপাতিক

গ্যাসের সান্দ্রতাংক চাপের উপর নির্ভরশীল

চাপ বৃদ্ধি পেলে তরল পদার্থের সান্দ্রতাংক বৃদ্ধি পায়

80. Choose the correct Synonym of the word ‘Cop’

Troops

Scout

Hit

Police

81. পদ্মার উপ-নদী নয় কোনটি?

মহানন্দা

টাঙ্গন

কুলিখ

ধরলা

82. অনুঘটকের বৈশিষ্ট্য নয় কোনটি?

বিক্রিয়া শেষে মোট ভরের অথবা গঠনের কোনরূপ পরিবর্তন হয় না

প্রভাবক বিক্রিয়া আরম্ভ বা বন্ধন করতে পারে

বিক্রিয়ার গতিকে প্রভাবিক করার জন্য সামান্য পরিমাণ প্রভাবকই যথেস্ট

কোন নির্দিষ্ট বিক্রিয়ার জন্য প্রভাবকও নির্দিষ্ট

83. পত্ররন্ধ্রের কাজ নয় কোনটি?

সালোকসংশ্লেষণের সময় কার্বন-ডাই-অক্সাইড প্রবেশ ও অক্সিজেন নির্গিত করা

শ্বসনের সময় অক্সিজেন প্রবেশ ও কার্বন-ডাই-অক্সাইড নির্গতকরণ

পত্রবন্ধ্র পানি সঞ্চয়ে সহায়তা করে

রক্ষী কোষ খাদ্য প্রস্তুত করে ও পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে

84. কুলম্বের সূত্রানুসারে কোনটি সঠিক নয়? দুটি বিন্দু চার্জ পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে তা চার্জদ্বয়ের-

গুণফলের সমানুপাতিক

মধ্যবর্তী দুরেত্বের বর্গের ব্যস্তানুপাতিক

সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে

মধ্যবর্তী দূরত্বের বর্গের অর্ধেকের ব্যাস্তুনাপাতিক

85. উদ্ভিদে ডিম্বকের নিষেক পরবর্তী দশা কোনটি?

ফল

ভ্রুণ

বীজ

ইন্টাইন

86. কোনটি সঠিক?

তীব্র এসিডের অণুবন্ধী ক্ষারক তীব্র

তীব্র এসিডের অণুবন্ধী ক্ষারক দুর্বল

তীব্র এসিডের অণুবন্ধী এসিড তীব্র

দুর্বল এসিডের অণুবন্ধী এসিড দুর্বল

87. কোন পরিবাহীর রোধ কিসের উপর নির্ভরশীল না-

তাপমাত্রা

উপাদান

প্রন্থচ্ছেদের ক্ষ্রেত্রফল

চাপ

88. Antonym of the word ‘Concord’ is-

Harmony

Thrifty

Confliet

Scanty

89. সালোকসংশ্লেষণের জন্য কি কি প্রয়োজন?

আলোক, ক্লোরোফিল,

O2

CO2

ক্লোরোফিল,

H2O, CO2

O2

H2O, ক্লোরোফিল

CO2, H2O, ক্লোরোফিল ও সুর্য়ালোক

90. চিনির গলনাঙ্ক-

356 K

388 K

433 K

505 K

91. দুই প্রান্তে তাপমাত্রার পার্থক্য আছে এমন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তাপের শোষণ বা উদ্ভব হয়। এ ঘটনাকে কী বলে?

সীবেক ক্রিয়া

পেলাশিয়ার ক্রিয়া

থমসন ক্রিয়া

ওহম’স ক্রিয়া

92. কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নয়?

Thiobacillus denitrificans

Nitrobacter

Pseudomonus

Micrococcus denitrificans

93. আর্সেনিকের রূপভেদের অন্তর্ভূক্ত নয় কোনটি?

ধূসর

হলুদ

কালো

সাদা

94. গ্যালভানোমিটার যন্ত্রের সাহায্যে কোন বর্তনীয় তড়িৎ প্রবাহের কী নির্ণয় করা যায়?

অস্তিত্ব ও পরিমাণ

বিভব পার্থক্য ও রোধ

কেবল প্রবাহমাত্রা

প্রবাহমাত্রা ও রোধ

95. কোনটি বার্ড ফ্লু ভাইরাস?

H5N1

B3N3

B5F1

B4F2

96. পুরুষ স্বাভাবিক এবং স্ত্রী বর্ণান্ধ হোমোজািইগাস হলে ছেলেটি কী হবে?

স্বাভাবিক

বর্ণান্ধ

৫০% বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা

৫০% স্বাভাবিক হওয়ার সম্ভাবনা

97. নিম্নের কোনটি নেসলার বিকারক?

K2Hgl4

HNO2

KHSO4

C6H5NH2

C6H5NH2

98. Which one of the following is the correct spelling?

excesive

axcessive

excessive

exccessive

99. লোহা ও নিকেলের লবণের দ্রবণ একটি-

প্যারাচৌম্বক পদার্থ

ডায়াচৌম্বক পদার্থ

ফেরোচৌম্বক পদার্থ

B এবং C

100. শ্রেণি বিভাগে বরফে নিম্নের কোন শেণির কেলাস?

টেট্রাগোনাল

মনোক্লিনিক

রম্বোক্লিনিক

রম্বোহেড্রাল

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!