রেলপথ মন্ত্রণালয়ের অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১ । Ministry of Railways (MOR) office Assistant Question Solution 2021
পদের নামঃ অফিস সহায়ক
পরীক্ষার তারিখঃ ১৯/০৬/২০২১ ইং
পূর্ণমানঃ ৪০
Ministry of Railway পরীক্ষার প্রশ্ন ও সমাধান দেওয়া হয়েছে। অফিস সহায়ক পদের পরীক্ষায় ৪ বিভাগ থেকে প্রশ্ন আসেছিল। যেমন:- বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারন জ্ঞান।
১. ‘সােনালী কাবি’ কাব্যগ্রন্থটি কার লেখা?
ক. আল মাহমুদ
খ. শামসুর রাহমান
গ. নির্মলেন্দু গুণ
ঘ. মহাদেব শাহা
উত্তরঃ ক. আল মাহমুদ
২. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
ক. সারদা দেবী
খ. চন্দ্ৰাবতী
গ. স্বর্ণকুমারী দেবী
ঘ. সুফিয়া কামাল
উত্তরঃ খ. চন্দ্ৰাবতী
৩. বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি?
ক. ৩৫টি
খ. ৩৭টি
গ. ৩৯টি
ঘ. ৪১টি
উত্তরঃ গ. ৩৯টি
৪. ‘বিদ্রোহী’ কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়।
ক. ১৯২৩
খ. ১৯২১
গ. ১৯১৯
ঘ. ১৯১৮
উত্তরঃ খ. ১৯২১
৫. ‘কিন্তু মনুষ্য কখনাে পাযাণ হয় না’- উক্তিটি কোন উপন্যাসের?
ক. চোখের বালি
খ. পথের দাবি
গ. রাজসিংহ
ঘ. ক্রীতদাসের হাসি
উত্তরঃ গ. রাজসিংহ
৬. ‘লুঙ্গি শব্দটি কোন দেশি।
ক. বর্মি
খ. চীনা
গ.গ্রীক
ঘ. তুর্কি
উত্তরঃ ক. বর্মি
৭. কোনটি শুদ্ধ?
ক. কিংকর্তব্যবিমূঢ়
খ. মুমুর্ষু
গ. মুহুর্ত
ঘ. সমিচীন
উত্তরঃ ক. কিংকর্তব্যবিমূঢ়
৮. বিশ্বকবি তার কোন কবিতাটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
ক. রক্তকবরী
খ. বসন্ত
গ. ভিখারিনী
ঘ. রতন
উত্তরঃ খ. বসন্ত
৯. বাংলা ভাষার অভিধান প্রথম কে রচনা করেন?
ক. ফাদার ম্যানোয়েল
খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
গ. বেগম রােকেয়া
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ ক. ফাদার ম্যানোয়েল
১০. বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
ক. চামার
খ. ধারালো
গ. মোড়ক
ঘ. পোষ্টাই
উত্তরঃ গ. মোড়ক
১১. He fell ____ the thieves.
ক. among
খ. in
গ. to
ঘ. into
উত্তরঃ ক. among
১২. Karim went to the mountains _____ his vacation.
ক. on
খ. in
গ. to
ঘ. for
উত্তরঃ ক. on
১৩. ‘He is poor but honest’ বাক্যে Conjunction কোনটি?
ক. poor
খ. honest
গ. but
ঘ. he
উত্তরঃ গ. but
১৪. নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ কোনটি?
ক. Nature
খ. Value
গ. Morality
ঘ. Liberty
উত্তরঃ গ. Morality
১৫. Choose the correct sentence.
ক. This is fact.
খ. This is a true faet.
গ. This is a fact.
ঘ. This are a fact.
উত্তরঃ ক. This is fact.
১৬. The expression ‘take into account’ means-
ক. Count Numbers
খ. Consider
গ. Think Seriously
ঘ. Assess
উত্তরঃ খ. Consider
১৭. After food has been dried or canned ____ for later consumption.
ক. it should be stored
খ. that it should be stored
গ. should be stored
ঘ. which should be stored
উত্তরঃ ক. it should be stored
১৮. By fits and starts- means
ক. Irregularly
খ. Regularly
গ. Very often
ঘ. Now
উত্তরঃ ক. Irregularly
১৯. What is the masculine form of ‘Bee’?
ক. Drone
খ. Stage
গ. Colt
ঘ. Hart
উত্তরঃ ক. Drone
২০. He walks as if he ____ lame.
ক. was
খ. were
গ. is
ঘ. had
উত্তরঃ খ. were
২১. ১০ থেকে ৬০ পর্যন্ত যে সেকল মৌলিক সংখ্যার একক স্থানীয় মান ৯ তাদের সমষ্টি কত?
ক. ১০৪
খ. ৯৯
গ. ১০৫
ঘ. ১০৭
উত্তরঃ ঘ. ১০৭
২২. ৪টি ১ টাকার নােট ও ৮টি ২ টাকার নােট একত্রে ৮টি টাকার নােটের কত অংশ?
ক. ১/৪
খ. ১/২
গ. ১/৮
ঘ. ১/১৬
উত্তরঃ খ. ১/২
২৩. ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কত দিনে করতে পারবে?
ক. ২৫ দিনে
খ. ৩০ দিনে
গ. ৩৫ দিনে
ঘ. ৪০ দিনে
উত্তরঃ খ. ৩০ দিনে
২৪. ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৪/৫ অংশ হলে শতকরা কত লাভ/ক্ষতি হবে?
ক. ২৫% লাভ
খ. ২৫% ক্ষতি
গ. ৭৫% লাভ
ঘ. ৭৫% ক্ষতি
উত্তরঃ ক. ২৫% লাভ
২৫. ১৮, ২১, ২৭, ৩৯ এর পরবর্তী সংখ্যাটি কত?
ক. ৪২
খ. ৪৬
গ. ৪৯
ঘ. ৬৩
উত্তরঃ ঘ. ৬৩
২৬. কোন ত্রিভুজের ৩টি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ ৩টির সমষ্টি হবে ………।
ক. ১৮০°
খ. ২৭০°
গ. ৩৬০°
ঘ. ৪৫০°
উত্তরঃ গ. ৩৬০°
২৭. জনির আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
ক. ২৫%
খ. ২০%
গ. ১৫%
ঘ. ৩০%
উত্তরঃ ক. ২৫%
২৮. ৩/৫ এর লব ও হরের সাথে কোন একই সংখ্যা যােগ করলে ভগ্নাংশটি ৪/৫ হবে?
ক. ৬
খ. ৪
গ. ৫
ঘ. ৭
উত্তরঃ গ. ৫
২৯. কলার দাম ২০% কমে যাওায় ১২ টাকায় পূর্ব অপেক্ষা ২টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে ১টি কলার দাম কত?
ক. ২ টাকা
খ. ১.২০ টাকা
গ. ১.৮০ টাকা
ঘ. ৩ টাকা
উত্তরঃ খ. ১.২০ টাকা
৩০. ৪ টাকার ৫/৮ অংশ এবং ২ টাকার 8/৫ অংশের মধ্যে পার্থক্য কত টাকা?
ক. ০.০৯
খ. ১.৬০
গ. ২.২৫
ঘ.০.৯০
উত্তরঃ ঘ.০.৯০
৩১. ‘স্বাধীনতা স্তম্ভ’ কোথায় অবস্থিত?
ক. ঢাকা
খ. সাভার
গ. মুজিবনগর
ঘ. গাজীপুর
উত্তরঃ ক. ঢাকা
৩২. কোন নদীর তীর়ে ৪টি দেশের রাজধানী শহর অবস্থিতা
ক. দানিয়ুব
খ. আমাজান
গ. টেমস
ঘ. ভলগা
উত্তরঃ ক. দানিয়ুব
৩৩. চীন কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দান করে।
ক. ৩১ আগস্ট ১৯৭৫
খ. ২৬ মার্চ ১৯৭১
গ. ১৬ ডিসেম্বর ১৯৭১
ঘ. ১৫ আগস্ট ১৯৭৫
উত্তরঃ ক. ৩১ আগস্ট ১৯৭৫
৩৪. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ‘ন্যায়পাল’ পদটির উল্লেখ আছে?
ক. ৫৫
খ. ৭৭
গ. ৮৮
ঘ. ৯৯
উত্তরঃ খ. ৭৭
৩৫. বঙ্গবন্ধুর ‘কারাগারের রােজনামচা’ কোন সনে প্রথম প্রকাশিত হয়?
ক. ২০১২
খ. ২০১৫
গ. ২০১৭
ঘ. ২০১৯
উত্তরঃ গ. ২০১৭
৩৬. ‘বিট কয়েন’ কে আবিষ্কার করেন?
ক. এলন মাক্স
খ. মার্ক জুকারবার্গ
গ. সাতােশি নাকামাতাে
ঘ. স্টিভ জবস
উত্তরঃ গ. সাতােশি নাকামাতাে
৩৭. ‘Cosmic Ray’ কে বাংলায় বলা হয়-
ক. রঞ্জন রশ্মি
খ. তেজষ্ক্রিয় রশ্মি
গ. ক্যাথড রশ্মি
ঘ. মহাজাগতিক রশ্মি
উত্তরঃ গ. ক্যাথড রশ্মি
৩৮. বাংলাদেশের ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
ক. ঠাকুরগাঁও
খ. ঈশ্বরদী
গ. নাটোর
ঘ. গাইবান্ধা
উত্তরঃ খ. ঈশ্বরদী
৩৯. ক্রোয়েশিয়ার আইন সভার নাম কী?
ক. সাবোর
খ. নাশনাল কংগ্রেস
গ. ন্যাশনাল আসেম্বলি
ঘ. নেসেট
উত্তরঃ ক. সাবোর
৪০. বাংলাদেশের কয়টি জেলায় রেল যােগাযােগ ব্যবস্থা নেই?
ক. ৪৩
খ. ২৩
গ. ২১
ঘ. ১৮
উত্তরঃ সঠিক উত্তর নেই