নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) লিমিটেড এর সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৯।
পদের নামঃ সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট
পরীক্ষার তারিখঃ ১৪/১২/২০১৯
Northern Electricity Supply Company (NESCO) Limited Sub Station Attendant Exam Question and Solution – 2019.
১. উত্তরঃ ঘ) U^2/2g
২. উত্তরঃ ঘ) 0,1,2
৩. উত্তরঃ cos-1 (4/√42)
৪. উত্তরঃ খ) 3/√2
৫. উত্তরঃ খ) 1/2In (8/2)
৬. প্লাজমা কি?
উত্তরঃ ইলেকট্রন ও আয়নের মিশ্রণ ( প্লাজমা পদার্থের চতুর্থ অবস্থা (কঠিন, তরল ও বায়বীয়র পর)। প্লাজমা হচ্ছে আয়নিত গ্যাস যেখানে মুক্ত ইলেকট্রন এবং ধনাত্মক আয়নের সংখ্যা প্রায় সমান। )
৭. সিটি স্ক্যান এ ব্যবহৃত হয়?
উত্তরঃ এক্স-রে
৮. কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশী?
উত্তরঃ লাল আলো
৯. একটি হাত ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগ কত?
উত্তরঃ π/1800 rads-1
১০. ট্রান্সফরমার এ ভোল্টেজ তৈরি হয় যে পদ্ধতিতে?
উত্তরঃ আবেশন
১১. বাংলাদেশে যে দিক পরিবর্তী বিদ্যুৎ সরবরাহ করা হয় তার কম্পাঙ্ক কত মানের?
উত্তরঃ 50 hz
১২. সহকারী কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে?
উত্তরঃ আকৃতি
১৩. ক্রোমাটোগ্রাফি কি?
উত্তরঃ পৃথকীকরণ পদ্ধতি
১৪. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি?
উত্তরঃ দুর্গেশনন্দিনী (১৮৬৫)
১৫. দ্বিকর্মক কোন সমাসের উদাহরণ?
উত্তরঃ দ্বিগু
১৬. ভাস্কর সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তরঃ কর
১৭. বিজ্ঞান শব্দের জ্ঞ কোন বর্ণের সমষ্টি?
উত্তরঃ জ্ + ঞ
১৮. কোন বানানটি শুদ্ধ? উত্তরঃ মুমূর্ষু
১৯. শত্রুকে দমন করে যে?
উত্তরঃ অরিন্দম
২০. He was found —neglect —doing his duty.
Ans: of, for
২১. the pot calling the kettle black idiom meaning?
Ans: Do not criticize by somebody for a fault that you posses yourself
২২. Choose the correct Passive Voice. The teacher made him go outside of the Class.
Ans: He was made to go outside of the class by the teacher.
২৩. Which one is the singular number?
Ans: News
২৪. Choose the correct answer. I said to him, “Who are you and what do you want”?
Ans: I asked him who he was and what he wanted.
২৫. He returned home —a week.
Ans: after
২৬. b এর সকল বাস্তব মানের জন্য x2-2bx-b2=0 সমীকরণের মূল দুটির প্রকৃতি কি?
উত্তরঃ বাস্তব
২৭. ২০ শে নভেম্বর ২০১৯ নেদারল্যান্ডসের নাইটহুড পেলেন?
উত্তরঃ ফজলে হাসান আবেদ
২৮. বিশ্বের প্রথম স্মার্ট ফোনের নাম কি?
উত্তরঃ সিমন
২৯. পাট দিয়ে যে জুটন হয় তার নাম কি?
উত্তরঃ Jutin
৩০. ঐতিহাসিক ২৫ শে মার্চ কি দিবস নামে পরিচিত?
উত্তরঃ গণহত্যা দিবস
৩১. সর্বমোট কয়টি সেক্টরে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়?
উত্তরঃ ১১ টি
৩২. স্বাধীন বাংলাদেশের প্রথম স্বীকৃতিদানকারী দেশ?
উত্তরঃ ভুটান (ভুটান ১ম, ৬ ডিসেম্বর ১৯৭১ সালে ভুটান ভারতের কয়েক ঘণ্টা আগে স্বীকৃতি দেয়)
৩৩. ১০ এপ্রিল ১৯৭১ মুজিবনগরে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নাম ছিল?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিব ও তাজউদ্দীন আহমেদ
৩৪. ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ছয়দফা দাবী সংক্রান্ত পুস্তিকাটির নাম?
উত্তরঃ ছয়দফাঃ আমাদের বাঁচার দাবি।
৩৫. সম্প্রতি এসএ গেমসের কততম আসর নেপালে অনুষ্ঠিত হলো?
উত্তরঃ ১৩ তম ( ১৪ তম হবে ২০২৩ সালে পাকিস্তানে)
৩৬. কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল?
উত্তরঃ বাঙ্গালী জাতীয়তাবাদ
৩৭. ১০০ টি 2F ধারক সামান্তরালে লাগালে তুল্য ধারকত্ব কত?
উত্তরঃ 200 F
৩৮. কোন দুটি মৌলের মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান?
উত্তরঃ B, Si
৩৯. নিচের কোন যৌগটিতে সঞ্চারণশীল π ইলেকট্রন বিদ্যমান?
উত্তরঃ C6H6
৪০. HCLO4 এ cl এর জারন সংখ্যা?
উত্তরঃ +7
৪১. জ্বালানির অকটেন নাম্বার কিসের পরিমাপক?
উত্তরঃ ইগনিশনের
৪২. বাইনারি ৬ বিট ব্যবহার করে দশমিক পদ্ধতিতে সর্বোচ্চ সংখ্যাটি হলঃ
উত্তরঃ ৬৩
৪৩. ৩ ইনপুট বিশিষ্ট একটি যৌগিক NAND গেট এর একটি ইনপুট 0 হলে আউটপুট হবে?
উত্তরঃ 1
৪৪. বাংলেদেশের সর্বোচ্চ গ্রিড ভোল্টেজ হলো?
উত্তরঃ 400KV
৪৫. 230 W. 100V বলে জলন্ত অবস্থায় কত বিদ্যুৎ প্রবাহিত হয়?
উত্তরঃ 2.3A
৪৬. একটি ট্রান্সফরমারের মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 2:5. যদি মুখ্য কুন্ডলীতে. বিভব 100V হয় তকে গৌণ কুন্ডলীতে কত বিভব?
উত্তরঃ 40V
৪৭. MS word নিচের কোনটি?
উত্তরঃ অ্যাপ্লিকেশন সফটওয়্যার
৪৮. প্রতিবছর কোন দিনে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়?
উত্তরঃ ৮ মে
৪৯. জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কোন নামে পরিচিত?
উত্তরঃ নীল টুপি
৫০. বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যাত্রা শুরু কত সালে?
উত্তরঃ ১৯৭২ সালে