জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (NSI) এর ওয়ারলেস অপারেটর পদের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১৯.
পদের নামঃ ওয়ারলেস অপারেটর.
NSI (National Security Intelligence) Wireless Operator Written Exam question and solution – 2019.
Post: Wireless Operator
বাংলা অংশ অংশ সমাধানঃ
১. বাগধারা লিখুনঃ
গোড়ায় গলদ -শুরুতে ভুল
অকাল কুষ্মাণ্ড –অপদার্থ
কেতা দুরস্ত-পরিপাটি
কলমির ঝাড়- বংশে বহু লোক
অমবস্যার চাঁদ– দুর্লভ বস্তু
২. বিপরীত শব্দ লিখুনঃ
প্রাকৃতিক-কৃত্রিম
উঁচু-নিচু
আকুঞ্চন- প্রসারণ
অসার- সার
৩. ভাব সম্প্রসারণ : একতাই বল
মূলভাব : দশজনে মিলেমিশে কাজ করার আনন্দ ও শক্তি দুই-ই আলাদা। তাতে হার ও জিতের কোন ভয় নেই। লাজ-লজ্জা পাওয়ারও কিছুই নেই।
সম্প্রসারিত-ভাব : কথায় বলে ‘একতাই বল’। শুধু কথায় নয়, কাজেও তাই প্রমাণ পাওয়া যায়। আমরা যে কাজটি একা করতে লজ্জা বা ভয় পাই, সেটি যদি কয়েকজন মিলে মিশে করি, তবে আর সেখানে কোন লাজ লজ্জা, ভয় ডর থাকে না। কারণ সেখানে হারলে সবাই হারবে জিতলে সবাই জিতবে। এককভাবে যেমন কেউ লজ্জার ভাগী হবে না, তেমনি এককভাবে কেউ আনন্দও ভোগ করবে না। যে পরিণতি হবে তা সবার ওপরেই বর্তাবে। সুতরাং সেখানে হার, জিত নিয়ে কোন চিন্তা থাকে না। তা ছাড়া একতাবদ্ধ হয়ে কাজ করলে যেমন আনন্দ পাওয়া যায় তেমনি শক্তিও বেশি পাওয়া যায়। ফলে অল্প আয়েশে কাজটি সুসম্পন্ন করা সম্ভব হয়। একা একা কাজ করা যায় বটে। কিন্তু তাতে নানা দ্বিধা-দ্বন্দ্ব থাকে, হার-জিতের প্রশ্ন আসে। দশজনে মিলে কোন কাজ করলে আর সে প্রশ্নটি আসে না। আর তাছাড়া সব কাজ একার পক্ষে সব সময় সম্ভবও হয় না। যেমন সামাজিক বা রাষ্ট্রীয় বৃহত্তর কার্যসমূহ সম্পাদনের জন্য ঐক্যবদ্ধ শক্তি অপরিহার্য। ঐক্যবদ্ধ শক্তি ছাড়া বৃহৎ কোন কাজ সম্পন্ন করা যায় না। কাজেই সেসব কাজ সূসম্পন্ন করার জন্য দশজনের সম্মিলিত প্রচেষ্টার কোন বিকল্প নেই। কিন্তু তাতে যদি পরাজয় আসে তাও অগৌরবের কিছু নেই। যেমন শুধু কোন রাষ্ট্রনায়কের একক প্রচেষ্টার দ্বারা জাতীয় স্বাধীনতা রক্ষা করা যায় না। সে জন্য প্রয়োজন বৃহত্তর শক্তি। এক কথায় নাগরিকদের সম্মিলিত শক্তি ও প্রাণপণ প্রচেষ্টা। কিন্তু যদি শত্রুপক্ষ মহাপরাক্রমশালী হয় এবং তাদের কাছে নেটিভরা হেরেই যায়। তাতেও তাদের অগৌরবের কিছু নেই বা পরাজিত হওয়ার গ্লানি নেই। কারণ, তারা সম্মিলিতভাবে বীরের মত লড়াই করে হেরেছে। বরং এতে তাদের গৌরবই দীপ্ত হয়ে উঠবে।
সম্মিলিত প্রচেষ্টা সাধারণত সর্বত্রই বিজয়ী হয়। কদাচিৎ পরাজিত হলেও বিজয়ী হয়। কদাচিৎ পরাজিত হলেও তাতে লাজ লজ্জার প্রশ্ন আসে না।
৪. মেট্রোরেল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন।
বাংলাদেশের রাজধানী ঢাকাতে নির্মিতব্য ভূ-উপরিস্থ রেল ব্যবস্থার নাম ঢাকা মেট্রো। ঢাকা মেট্রো রেল ব্যবস্থাকে ম্যাস র্যাপিড ট্রানযিট সংক্ষেপে এমআরটি (MRT) হিসেবেও উল্লেখ করা হয়। ২০০০ সাল থেকে অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমঃবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দু:সহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে এই ম্যাস র্যাপিড ট্রানযিট ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। এই উদ্দেশ্যে একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয় যার নাম ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট। ২০১৬ থেকে এই পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ২২ হাজার কোটি টাকা যার মধ্যে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র প্রকল্প ঋণ ৭৫ শতাংশ এবং বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়ন ২৫ শতাংশ। ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা ঋণ দিচ্ছে জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা। বাকি পাঁচ হাজার ৩৯০ কোটি টাকার জোগান দিচ্ছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এই অগ্রাধিকার প্রাপ্ত প্রকল্পটির নয়টি টেস্ট পাইলের কাজ শেষ হয়েছে ইতিমধ্যে। শুরু করা হয়েছে মূল পাইলের কাজ। একই সঙ্গে কারওয়ান বাজার-ফার্মগেট এলাকায় সার্ভিস লাইন সরানোর কাজও চলমান। একই প্রকল্পের মিরপুর-শেওড়াপাড়া-আগারগাঁও অংশে ডিভাইডার দিয়ে মূল লাইন স্থাপনের জন্য জায়গা সংরক্ষণ করা হয়েছে। রাস্তার আইল্যান্ড বরাবর এবং এর দুই পাশ থেকে জায়গা সংরক্ষণ করে মূল পাইলের কাজ শুরু হয়েছে এ অংশে। মেট্রোরেলের যাত্রী পারাপারের জন্য রেলকোচ তৈরির কাজ ইতিমধ্যে জাপানে শুরু হয়েছে। মেট্রোরেল প্রকল্পের লাইন-৬ এর পুরো কাজ আটটি প্যাকেজে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্যাকেজ ৩ ও ৪-এর আওতায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১২ কিলোমিটার উড়ালপথ ও নয়টি স্টেশন নির্মাণ করা হবে। পরে এই উড়ালপথের ওপরই ট্রেনের জন্য লাইন বসানো হবে |
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
১. ২০১৯ সালে শান্তিতে নোবেল কে পায়? উত্তরঃ আবি আহমেদ আলী
২. বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত? উত্তরঃ ৪.৮ কি.মি
৩. UNICEF এর পূর্ণ রুপ লিখ? উত্তরঃ The United Nations Children’s Fund
৪. মুক্তিযুদ্ধে সেক্টর কতটি ছিল? উত্তরঃ ১১ টি
৫. বর্তমানে ফিফার সভাপতি কে? উত্তরঃ জিয়ান্নি ইনফান্তিনো
৬. ২০২০ সালে অলিম্পিকস কোথায় হবে? উত্তরঃ টোকিও (জাপান)
৭. দক্ষিণ আফ্রিকার রাজধানীর নাম কি? উত্তরঃ প্রিটোরিয়া (প্রশাসনিক)
৮. মানুষের শরীরে রক্তের পরিমাণ কত লিটার? উত্তরঃ গড়ে মানবদেহে ৫-৬ লিটার রক্ত থাকে
গণিত অংশ সমাধানঃ
১. x+y=4 হলে x3+ y3+12xy এর মান কত?
২. x-1/x=4 হলে x4-1/x4 এর মান কত?
৩. একটি বর্গাকার বাগানের চারদিকে ৩ ফিট চওড়া রাস্তা আছে। যদি রাস্তার ক্ষেত্রফল ৩ একর হয় তবে রাস্তা বাদে বাগানের চারদিকে বেড়া দিতে প্রতি গজ ৩.৫৪ টাকা খরচ হলে মোট ব্যয় কত হবে?
ইংরেজি অংশ সমাধানঃ
Bangla to English:
১.সূর্য পূর্ব দিকে উদিত হয়- Ans: The sun rises in the East.
২.আমি ক্রিকেট খেলা পছন্দ করি- Ans: I like Cricket.
৩. আপনার নাম কি? Ans: What is your name?
৪. ঢাকা বাংলাদেশের রাজধানী-Ans: Dhaka is the capital of Bangladesh.
৫. আমি যশোরে বসবাস করি-Ans: I live in Jessore.
English to Bangla:
1. I know his name- উত্তরঃ আমি তাকে চিনি।
2. I am proud of my country-উত্তরঃ আমি আমার দেশ নিয়ে গর্বিত।
3. Everyone loves flowers- উত্তরঃ সবাই ফুল ভালবাসে।
4. Bangladesh was independent 1971- উত্তরঃ ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল।
5. I eat rice- উত্তরঃ আমি ভাত খাই।