গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর কে কাকে শপথ পাঠ করান
Oath Recitation to Who by Whom in People’s Republic of Bangladesh
# রাষ্ট্রপতি শপথ পাঠ করান –
১। প্রধানমন্ত্রী
২। মন্ত্রী গনকে
৩। উপমন্ত্রী দেরকে
৪। প্রতিমন্ত্রী দের।
৫। স্পীকার।
৬। ডেপুটি স্পিকার
৭। প্রধান বিচারপতি কে
# প্রধানমন্ত্রী যাদের শপথ পড়ানঃ
১। সিটি কর্পোরেশনের মেয়র।
২। জেলা পরিষদের চেয়ারম্যান।
# স্পিকার শপথ পড়ান যাদেরঃ
১। রাষ্ট্রপতি
২। সকল সংসদ সদস্যদের কে।
# প্রধান বিচারপতি শপথ পড়ান যাদেরঃ
১। সুপ্রীম কোর্টের কোন বিভাগের কোন বিচারককে।
২। প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার
৩। মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রন
৪। সরকারী কর্মকমিশনের সদস্যদেরকে।
অন্যান্য
১। সিটি কর্পোরেশন এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ওয়ার্ড কাউন্সিলদের শপথ পড়ান –
উঃ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।
২। পৌরসভার মেয়র-কাউন্সিলররা শপথ গ্রহণ করেন –
উঃ বিভাগীয় কমিশনার-এর কাছে
৩। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে শপথ পড়ান –
উঃ জেলা প্রশাসক
৪। ইউনিয়ন মেম্বারদদের শপথ পড়ান –
উঃ উপজেলা নির্বাহী কর্মকর্তা
৫। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নেন –
উঃ বিভাগীয় কমিশনার-এর কাছে
৬। জেলা পরিষদের সদস্যরা শপথ নেন –
উঃ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী-এর কাছে