গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর কে কাকে শপথ পাঠ করান

বাংলাদেশের ইতিহাসে বিশেষ দিবস কি বার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর কে কাকে শপথ পাঠ করান
Oath Recitation to Who by Whom in People’s Republic of Bangladesh

# রাষ্ট্রপতি শপথ পাঠ করান –
১। প্রধানমন্ত্রী
২। মন্ত্রী গনকে
৩। উপমন্ত্রী দেরকে
৪। প্রতিমন্ত্রী দের।
৫। স্পীকার।
৬। ডেপুটি স্পিকার
৭। প্রধান বিচারপতি কে

# প্রধানমন্ত্রী যাদের শপথ পড়ানঃ
১। সিটি কর্পোরেশনের মেয়র।
২। জেলা পরিষদের চেয়ারম্যান।

# স্পিকার শপথ পড়ান যাদেরঃ
১। রাষ্ট্রপতি
২। সকল সংসদ সদস্যদের কে।

# প্রধান বিচারপতি শপথ পড়ান যাদেরঃ
১। সুপ্রীম কোর্টের কোন বিভাগের কোন বিচারককে।
২। প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার
৩। মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রন
৪। সরকারী কর্মকমিশনের সদস্যদেরকে।

অন্যান্য

১। সিটি কর্পোরেশন এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ওয়ার্ড কাউন্সিলদের শপথ পড়ান –
উঃ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।
২। পৌরসভার মেয়র-কাউন্সিলররা শপথ গ্রহণ করেন –
উঃ বিভাগীয় কমিশনার-এর কাছে
৩। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে শপথ পড়ান –
উঃ জেলা প্রশাসক
৪। ইউনিয়ন মেম্বারদদের শপথ পড়ান –
উঃ উপজেলা নির্বাহী কর্মকর্তা
৫। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নেন –
উঃ বিভাগীয় কমিশনার-এর কাছে
৬। জেলা পরিষদের সদস্যরা শপথ নেন –
উঃ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী-এর কাছে

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!