প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান(সেট- গামা)-২০১৪
Pre-Primary Assistant Teacher Recruitment Exam Question and answers-2014 Set- Ghama
বাংলা অংশ
১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ”কৃষ্ণকান্তের উইল” উপন্যাসের প্রধানদুটি চরিত্রের নাম—
গোবিন্দলাল ও রোহিনী
সুরেশ ও অচলা
মধুসূনদ ও কুমুদিনি
নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
২. ”ইসলামের ইতিহাস ও ঐতিহ্য” কোন কাব্যের উপজীব্য?
দিলরুবা-আব্দুল কাদির
সাত সাগরের মাঝি-ফররুখ আহমদ
নুরনামা-আব্দুল হাকিম
কোনোটিই নয়
৩. ”কাশবনের কন্যা” কোন জাতীয় রচনা?
নাটক
কাব্য
ছোটগল্প
উপন্যাস
৪. বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি?
দিকদর্শন
বঙ্গদর্শন
তত্ত্ববোধিনী
সংবাদ প্রভাকর
৫. কোন বানানটি শুদ্ধ?
আভ্যন্তরীণ
আভ্যন্তরীন
অভ্যন্তরীণ
অভ্যন্তরীন
৬. সঠিক বানান কোনটি?
দধিচী
দধীচি
দধিচি
দধীচী
৭. ”রাত্রির শেষ ভাগ” এক কথায়–
পররাত্র
মহানিশা
যামিনী
রাত্রিশেষ
৮. কোনটি “অধিত্যকা” শব্দের বিপরীতার্থক শব্দ?
অন্ধকার
তিরোভাব
হালকা
উপত্যকা
৯. ”ঐহিক” শব্দের বিপরীত শব্দ কোনটি?
অবনতি
অদৃশ্য
অকৃতজ্ঞ
পারত্রিক
১০. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
আরবি
সংস্কৃত
ফারসি
ইংরেজি
১১. নীল যে অম্বর = নীলাম্বর – কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
১২. ”তিনি ব্যকরণে পন্ডিত” -বাক্যে “ব্যকরণে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
অধিকরণে ৭মী
কর্মে ৭মী
করণে ৭মী
অপাদানে ৭মী
১৩. ”জগতে কীর্তিমান হও সাধনায়”–বাক্যে “সাধনায়” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় ৭মী
কর্মে ২য়
অধিকরণে ৭মী
করণে ৭মী
১৪. কোনটি “নিরাময়” শব্দের সন্ধি বিচ্ছেদ?
নিরা + ময়
নির + আময়
নির + ময়
নিঃ + ময়
১৫. ”সাহচর্য” শব্দের শুদ্ধ গঠন কোনটি?
সাহ+চর+র্য
সহচর+্য-ফলা
সহচর + য
কোনোটিই নয়
১৬. ”সাক্ষী গোপাল” এর অর্থ কী?
নিষ্ক্রিয় দর্শক
কর্তব্যবিমুখ
সক্রিয় দর্শক
কর্তব্যপরায়ণ
১৭. ”বড়র পীরিতি বালির বাঁধ” বাগধারাটির সঠিক অর্থ—
কোন বাধ্যবাধকতা নেই
একতরফা
চাপের মুখের ভেঙ্গে যায়
ভঙ্গুর
১৮. ”সবুজপত্র” কি?
নাটক
উপন্যাস
সাময়িকপত্র
গদ্য সংকলন
১৯. ”কিরণ” এর সমার্থক শব্দ নয়—–
রশ্মি
রবি
কর
প্রভা
২০. সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়?
উত্তর পদ
পর পদ
দক্ষিণ পদ
পূর্ব পদ
ইংরেজী অংশ
1. Choose the right word for the blank space in “Rashed will come to Bangladesh—-plane”
with
from
by
at
2. Find the correct use of the word “with”
He was very nice with me
Be patient with him
The teacher was trembling with rage
I am cross with you
3. The synonym of “Incite” is—
Instigate
Permit
Urge
Deceive
4. What is the correct synonym of “Isolation”?
Loveliness
Sadness
Depression
Separation
5. The antonym of “Patriot”is —
Treacherous person
Traitor
Criminal
Tout
6. What is the antonym of “Limpid”?
Watery
Bright
Transparent
Muddy
7. Run counter to means—
Disobey
Rebel
Contradict
Remove
8. “Cry wolf” means—
Give a false alarm
Bare one’s teeth
Clear the road
Show anger
9. The correct spelling is —
Exaggarate
Exegeret
Exagerate
Exaggerate
10. Choose the correct spelling —-
Secretariate
Secretariat
Secretariete
Secretariet
11. “I know that he did the work” বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে—
It was known to me that the work had been done by him
It was known to me that the work has been done by him
It is known to me that the work was done by him
It was known to me that the work was done by him
12. Identify the correct passive form of “He is going to open a shop”
A shop is going to be opened by him
A shop will be opened by him
A shop is being gone opened by him
He is being gone to open a shop
13. “He writes a letter” In this sentence “write” is a/an
Intransitive verb
Auxiliary verb
Principal verb
Transitive verb
14. “Act” শব্দটির verb হচ্ছে—
Acted
Enact
Action
Actress
15. The teacher said to me, “May you pass the examination.” It’s indirect form is—
The teacher prayed I could pass the examination
The teacher wished that I may have passed the examination
The teacher wished that I might pass the examination
The teacher prayed that I might have passed the examination
16. Farida said to her mother, “I shall go to bed now”—- বাক্যটির indirect speech হবে—-
Farida told her mother that she should go to bed now
Farida told her mother that she will go to bed then
Farida told her mother that she would go to bed then
Farida told her mother that she will go to bed now
17. “He ran fast lest he —– miss the train. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে—
should
would
could
can
18. “It is high time you —- up smoking. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে—
give
gave
have given
will give
19. Which of the following sentences is correct?
A few boys are present today
His dress is inferior than mine
He prevented me to go there
He as well as his brother was present
20. Find out the correct sentence—-
He succeed to get a job
He is suffering from fever for a week
Guard the children against bad company
The train is running in time
গণিত অংশ
১. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?
৮৯
৭০
১৭০
১৪২
২. ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কত দিনে করতে পারবে?
৩০ দিনে
৩৫ দিনে
৪০ দিনে
২৫ দিনে
৩. দুইটি সন্নিহিত কোণের সমষ্টি ২ সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?
সন্নিহিত কোণ
সরল কোণ
সম্পূরক কোণ
পূরক কোণ
৪. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি. মি. ও ৬ কি. মি.। নদীপথে ৪৮ কি. মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে —
১০ ঘণ্টা
৯ ঘণ্টা
৮ ঘণ্টা
৬ ঘণ্টা
৫. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ মিটার হলে পরিসীমা কত?
৯৬ মিটার
৯৮ মিটার
১০০ মিটার
১২০ মিটার
৬. x+y=6 এবং xy=8 হলে (x-y)2 এর মান কত?
8
6
4
12
৭. x+y=12 এবং x-y=2 হলে xy এর মান কত?
70
35
144
140
৮. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ।
২
৪
৮
১৬
৯. ADB বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?
PB = PD
PC = PD
PB = PC
PB = PA
১০. দুটি সংখ্যার অনুপাত ৫ঃ ৬ এবং তাদের গ. সা. গু ৪ হলে সংখ্যা দুটির ল. সা. গু কত?
১০০
১২০
১৫০
১৮০
১১. একটি বাঁশের ২/৫ অংশ লাল, ১/৪ অংশ কালো ও ১/৩ অংশ সবুজ কাগজে আবৃত। অবশিষ্ট অংশ ৬ মিটার হলে বাঁশটির দৈর্ঘ্য কত?
৬০ মিটার
১২০ মিটার
১৮০ মিটার
৩৬০ মিটার
১২. ০.৩ * ০.০৩ * ০.০০৩ = কত?
০.০০০০২৭
০.০০০২৭
০.০০২৭
০.০২৭
১৩. কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে ৪-এর বর্গ হবে?
১৬
২৫
৩৬
৯
১৪. ৪,৬,৭ এবং x এর গড়মান ৫.৫ হলে x এর মান কত?
৫.৫
৫
৪.৫
৬
১৫. একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ১০, ১২ ও ১৫ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে?
২ ঘণ্টা
৩ ঘণ্টা
৪ ঘণ্টা
৬ ঘণ্টা
১৬. একটি ঘড়ি ৫৬০ টকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলে ঘড়িটির ক্রয়মূল্য কত?
৫০০ টাকা
৬০০ টাকা
৭০০ টাকা
৮০০ টাকা
১৭. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। মাতার বয়স পুত্রের বয়স অপেক্ষা ২০ বছর বেশি। পিতা ও মাতার গড় বয়স কত?
৬০ বছর
৪০ বছর
৩০ বছর
২০ বছর
১৮. সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে —
সরল কোণ
সমকোণ
সূক্ষ্মকোণ
স্থুল কোণ
সাধারণ জ্ঞান অংশ
১. ”ভবদহ” বিল কোথায় অবস্থিত?
ফরিদপুরে
জামালপুরে
পটুয়াখালীতে
যশোরে
২. স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসেবে পরিচিত ভাস্কর্য “অঙ্গীকার” এর অবস্থান কোথায়?
মেহেরপুর
জয়দেবপুর
চাঁদপুর
রংপুর
৩. ”ম্যাডোনা-৪৩” কি?
প্রখ্যাত মড়েল
একটি চিত্রকর্ম
একটি বিখ্যাত ভাস্কর্য
অস্কার বিজয়ী ফিল্ম
৪. প্রাচীন পুন্ড্রনগর কোথায়?
ময়নামতি
বিক্রমপুর
মহাস্থানগড়
পাহাড়পুর
৫. বাংলাদেশের সোর্ড অব অনার পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী কে?
মারজিয়া ইসলাম
রাজিয়া সুলতানা
তারামন বিবি
রহিমা বেগম
৬. নিম্নলিখিত কোন আঞ্চলিক বা আর্ন্তজাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত?
APEC
ADB
SAARC
CIRDAP
৭. ”দারফুর” হলো—
ইরাকের একটি শহরের নাম
ইরানের একটি শহরের নাম
সুদানের একটি অঞ্চলের নাম
আফগানিস্তানের একটি অঞ্চলের নাম
৮. রেল ইঞ্জিনের আবিষ্কারক কে?
এডিসন
স্টিফেনসন
জেমস ওয়াট
মোর্স
৯. “Adam’s Peak” তীর্থস্থানটি কোথায় অবস্থিত?
শ্রীলংকায়
ভারতে
ইন্দোনেশিয়ায়
ভিয়েতনামে
১০. বরফ সাদা দেখায় কারণ–
বরফ এমনিতেই সাদা
আলোর বেগুনি রশ্মি শোষণ করে
আলোর লাল ও হলুদ রশ্মি শোষণ করে
আলোর সব রশ্মিই প্রতিফলন করে
১১. গোধুলির কারণ কি?
আলোর প্রতিফলন
আলোর বিক্ষেপণ
আলোর প্রতিসরণ
কোনোটিই নয়
১২. ”সৌরকোষে” ব্যবহৃত হয়—
ফসফরাস
ক্যাডমিয়াম
সিলিকন
এলুমিনিয়াম ফয়েল
১৩. বস্তুর ওজন সবচেয়ে বেশি—
মেরু অঞ্চলে
খনির ভিতরে
বিষুব অঞ্চলে
পাহাড়ের উপর
১৪. কাজের একক—
ওয়াট
নিউটন
জুল/সেকেন্ড
জুল
১৫. কলের পানিতে সাধারণত কোন রাসায়নিক উপাদান থাকে?
ব্রোমিন
আয়োডিন
নাইট্রোজেন
ক্লোরিন
১৬. রংধনুতে হলুদ রঙের পাশের দুটি রঙ কি কি?
সবুজ ও লাল
সবুজ ও কমলা
নীল ও কমলা
বেগুনী ও লাল
১৭. UNIX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি?
ইনটেল
বেল ল্যাব
আই বি এম
মাইক্রোসফট
১৮. মানুষের রক্তে কত ধরনের কণিকা আছে?
৩ প্রকার
৪ প্রকার
২ প্রকার
৫ প্রকার
১৯. শৈবালের বৈশিষ্ট্য কি?
এরা পরজীবী
এরা স্ব-ভোজী
এরা এককোষী
এদের দেহে ক্লোরোফিল থাকে না
২০. কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়?
শিক্ষা
শিল্পায়ন
বাসস্থান
নগরায়ন