প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান (সেট -ইছামতি)- ২০১০

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১০

Primary School Assistant Teacher Recruitment Examination Question & Answers – 2010

সেট – ইছামতি              (  Set – Ichamoti )

১. কোন পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ২৭% ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে?

৩৫

৪৮

৬০

৬৫

২. ১, ৫, ১৩, ২৯, ৬১ —–ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

৭৬

১০২

১০৬

১২৫

৩. নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?

১/৩

২/৭

৫/২১

৩/৬

৪. নিচের উল্লিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?

১/২৫

১/১৯

১/১৫

১/১২

৫. সামান্তরিকের বিপরীত কোণের অন্তদ্বিখণ্ডদ্বয়—-

পরস্পর সমান

পরস্পর সমান্তরাল

পরস্পরের উপর লম্ব

পরস্পর একটি বিন্দুতে ছেদ করে

৬. যে সামান্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমান নয়, তাকে বলে —-

রম্বস

বর্গক্ষেত্র

আয়তক্ষেত্র

ট্রাপিজিয়াম

৭. এক দোকানদার ১২ দিনে ৫০৪ টাকা আয় করলেন। প্রথম ৪ দিনে গড় আয় ৪০ টাকা হলে বাকি দিনগুলোর গড় আয় কত টাকা হবে?

৪০ টাকা

৪২ টাকা

৪৩ টাকা

৪৭ টাকা

৮. তিন পুত্রের বয়সের গড় ১৬ বছর। পিতাসহ পুত্রদের বয়সের গড় ২৫ বছর। পিতার বয়স কত?

৪৫ বছর

৪৮ বছর

৫০ বছর

৫২ বছর

৯. একটি দ্রব্য ২৫ টাকা দিয়ে ক্রয় করে ৩০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

২০%

১৫%

১০%

৫%

১০. একটি জিনিস ৬০ পয়সায় বিক্রয় করায় ২০% লাভ হয়। এর ক্রয়মূল্য কত?

৭২ পয়সা

৮০ পয়সা

৪০ পয়সা

৫০ পয়সা

১১. এক ব্যক্তি তার আয়ের ৫% আয়কর দেন। তিনি ৬০০ টাকা আয়কর দিলে তার মোট আয় কত?

২০,০০০ টাকা

১৫,০০০ টাকা

১২,০০০ টাকা

১০,০০০ টাকা

১২. চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় পূর্বের ১০০০ টাকার চালের বর্তমান মূল্য ১২৫০ টাকা হলো। চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পেল?

২৫%

২১.৫%

২.৫%

১.২৫%

১৩. ক ও খ এর মধ্যে ১৮০ টাকা এমনভাবে ভাগ করে দেয়া হয় যেন খ, ক এর দ্বিগুণ পায়। ক কত টাকা পায়?

৪৫ টাকা

৬০ টাকা

৯০ টাকা

১৩৫ টাকা

১৪. ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ঃ ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত ৩ঃ ৭ হবে?

৭০

৮০

৯০

৯৮

১৫. ক একটি কাজ ৫ দিনে এবং খ তা ১০ দিনে করতে পারে। তারা একত্রে ১ দিনে এর কত অংশ করতে পারবে?

১/১৫

১/১০

২/১৫

৩/১০

১৬. যে পরিমাণ খাদ্যে ১৫ জন লোকের ৪০ দিনে চলে ঐ পরিমাণ খাদ্যে ৪০ জন লোকের কত দিন চলবে?

১৫ দিন

২০ দিন

২৫ দিন

৩০ দিন

সাধারণ জ্ঞান অংশ 
১. একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজের তল —

আরও ডুববে

ভাসবে

একই থাকবে

ভাসা ডোবা নির্ভর করবে জাহাজটির তৈরির সরঞ্জামের ওপর

২. মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দুকে বলা হয় —-

বিষুবরেখা

সুমেরু

কুমেরু

দ্রাঘিমা রেখা

৩. চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল ও শীতকালে উষ্ণ থাকে —

মৌসুমী বায়ুর প্রভাবে

সামুদ্রিক বায়ুর প্রভাবে

স্থলবায়ুর প্রভাবে

আয়ন বায়ুর প্রভাবে

৪. রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত?

চারটি

তিনটি

দুইটি

পাঁচটি

৫. বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?

সিলেট

রাঙামাটি

রংপুর

কুমিল্লা

৬. বাংলাদেশের মন্ত্রীপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী?

রাষ্ট্রপতির কাছে

জনগণের কাছে

প্রধানমন্ত্রীর কাছে

জাতীয় সংসদের কাছে

৭. কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন?

স্পীকার

রাষ্ট্রপতি

প্রধান বিচারপতি

প্রধানমন্ত্রী

৮. বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন?

আব্দুর রহমান

মোহাম্মদ ইদ্রিস

ব্রজেন দাস

এদের কেউই না

৯. একটি বালিকা দোলনায় বসে দোল খাচ্ছে। সে উঠে দাঁড়ালে তার দোলনকালের কি পরিবর্তন ঘটবে?

শূন্য হবে

কমবে

বাড়বে

পরিবর্তন হবে না

১০. কাজের একক —-

জুল

ওয়াট

নিউটন

এর কোনোটিই নয়

১১. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র —

সেক্সট্যান্ট

ম্যানোমিটার

ক্রেসকোগ্রাফ

সিসমোগ্রাফ

১২. মনিটরের কাজ হলো —-

গাণিতিক সমাধান করা

লেখা ও ছবি দেখানো

বিভিন্ন কাজের মধ্যে সংগতি স্থাপন করা

এর কোনোটিই নয়

১৩. ফকির আন্দোলনের নেতা কে ছিলেন?

সিরাজ শাহ

মোহসীন আলী

মজনু শাহ

জহির শাহ

১৪. ইউরোপ থেকে সম্রদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কোন সালে?

১৪৮৭ সালে

১৩৮৭ সালে

১৫৮৭ সালে

১৬৮৭ সালে

১৫. প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে কার আমল থেকে?

সুলতান সিকান্দার শাহ

সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ

নবাব সিরাজউদ্দৌলা

নবাব আলীবর্দী খাঁ

১৬. উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?

লর্ড মাউন্টব্যাটেন

লর্ড মিন্টো

লর্ড কার্জন

লর্ড ওয়াভেল

১৭. সুন্দরবন কোন ধরনের বন?

রেইন

কনিয়ার

ম্যানগ্রোভ

কোনোটিই নয়

১৮. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?

যমুনা

পদ্মা

সুরমা

মেঘনা

১৯. পৃথিবীর বৃহত্তম নদী কোনটি?

হোয়াংহো

নীল

আমাজান

কঙ্গো

২০. সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে —-

২৫ ঘণ্টা

২৮ ঘণ্টা

২৫ বছর

২৫ দিন

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!