প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান (সেট -কপোতাক্ষ)-২০১০

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১০

Primary School Assistant Teacher Recruitment Exam Question and Answers – 2010

সেট – কপোতাক্ষ                (  Set – Kapotakkho )

……………………………………………………………………………………………………………………………………………………………………

বাংলা অংশ
১. ‘জমীদার দর্পণ’ নাটকটির রচয়িতা কে?

মীর মশাররফ হোসেন

অমৃতলাল বসু

মনোমোহন বসু

কালীপ্রসন্ন সিং

২. ‘দেনা পাওনা’ উপন্যাসটি রচনা করেছেন?

কাজী নজরুল ইসলাম

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বেগম রোকেয়া

৩. ‘দোলনচাঁপা’ কাব্যগ্রন্থটি রচনা করেছেন?

যতীন্দ্র মোহন বাগচী

কালিদাস রায়

কাজী নজরুল ইসলাম

গোলাম মোস্তফা

৪. ‘কালের যাত্রা’ নাটকটির রচয়িতা —

রবীন্দ্রনাথ ঠাকুর

অমৃতলাল বসু

নবীনচন্দ্র সেন

মনোমোহন বসু

৫. ‘শেষের কবিতা’ একটি —

কাব্যগ্রন্থ

উপন্যাস

ছোটগল্প

নাটক

৬. ‘শিবমন্দির’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?

গোবিন্দচন্দ্র দাস

কায়কোবাদ

অক্ষয় কুমার সরকার

নবীনচন্দ্র সেন

৭. ‘মনীষা’—এর সন্ধি -বিচ্ছেদ —–

মন + ইষা

মন + ঈষা

মনস + ইষা

মনস + ঈষা

৮. ‘লবণ’ এর সন্ধি বিচ্ছেদ —-

লো + অন

লব + অন

লোব + অন

লু + বন

৯. সমাস কত প্রকার?

৪ প্রকার

৮ প্রকার

৬ প্রকার

১০ প্রকার

১০. ‘হজ্জযাত্রা’ কোন সমাসের উদাহরণ?

৩য়া তৎপুরুষ

৪র্থী তৎপুরুষ

৫মী তৎপুরুষ

৭মী তৎপুরুষ

১১. “বুলবুলিতে” ধান খেয়েছে —বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

কর্তায় ষষ্ঠী

কর্তায় ৭মী

অধিকরণে ২য়া

কর্তায় শূন্য

১২. “হাতের” কাজ দেখাও —বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

অপাদানে ষষ্ঠী

কর্মে ৭মী

করণে ষষ্ঠী

অধিকরণে ষষ্ঠী

১৩. কোনটি শুদ্ধ বানান?

নুন্যাধিক

ন্যূনাধিক

ন্যুন্যাধিক

ন্যুনধিক

১৪. কোনটি শুদ্ধ বানান?

গৃহিনী

গৃহিনি

গৃহীনী

গৃহিণী

১৫. কোনটি শুদ্ধ বানান?

ভবিষ্যৎবাণী

ভবিষ্যদ্বাণী

ভবিষ্যৎবানী

ভবিষ্যতবাণী

১৬. ‘পৃথিবী’এর সমার্থক শব্দ নয়—-

বসুন্ধরা

ধরণী

অবনী

যামিনী

১৭. ‘অন্ধকার’এর সমার্থক শব্দ নয় —–

তিমির

কাজল

আঁধার

অমানিশা

১৮. ‘পর্বত’এর সমার্থক শব্দ নয় —-

পাহাড়

গিরি

শিলা

শৈল

১৯. ‘তিমির’এর বিপরীতার্থক শব্দ —–

আলো

তিরস্কার

কালো

অন্ধকার

২০. ‘মুক্ত’এর বিপরীতার্থক শব্দ —-

স্বাধীন

বদ্ধ

মুক্তি

বাহির

ইংরেজী অংশ

1. কোনটি শুদ্ধ বানান?

Banquete

Bouquet

Boquet

Bouquette

2. কোনটি শুদ্ধ বানান?

Foreigner

Forienor

Forieguor

Foreiner

3. ‘Laugh’ শব্দটির Noun হচ্ছে—–

Laugh

Laughing

Laughable

Laughter

4. ‘Full’ শব্দটির Synonym হচ্ছে—–

Filled

Fulfilment

Fill

Full

5. ‘Abolish’ শব্দটির Synonym হচ্ছে—–

Cancel

Perform

Create

Generate

6. ‘Effort’ শব্দটির Synonym হচ্ছে—–

Assurance

Attempt

Erect

Exclude

7. ‘Socrates was accused —–misleading the young section of Athens’. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —

to

for

of

on

8. ‘He is accessible —-all’. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —

of

on

into

to

9. ‘Accept’ শব্দটির Noun হচ্ছে—–

Acceptance

Accepted

Acception

Acceptable

10. ‘Envy’ শব্দটির Adjective হচ্ছে—–

Envity

Envious

Jealous

Enviable

11. কোনটি শুদ্ধ বানান?

Achievment

Acheivment

Achievement

Achevement

12. কোনটি শুদ্ধ বানান?

Jewelery

Jewellry

Jwellry

Jewellery

13. কোন বাক্যটি শুদ্ধ?

I feel hungry

I feel myself hungry

I am a man of words

The sheeps are quite healthy

14. কোন বাক্যটি শুদ্ধ?

She is a person whom I know is sincere

She is a person who I know is sincere

Tuhin is my lovely friend

There is no place in my class

15. ‘I know him’ বাক্যটির সঠিক Passive form —-

He is known by me

He was known to me

He is known to me

He is being known to me

16. ‘He is beating the thief’ বাক্যটির সঠিক Passive form —-

The thief was being beattn by him.

The thief is being beat by him.

The thief is beaten by him.

The thief is being beaten by him.

17. He said, “tell me, boy, is the miller within? ” বাক্যটির সঠিক Indirect speech —-

Addressing the boy, he asked him (boy) to tell him if the miller was within.

Addressing the boy, he to him (boy) to tell him if the miller was within.

Addressing the boy, he asked him (boy) to tell him that the miller was within.

Addressing the boy, he said him (boy) to tell him if the miller was within.

18. I said to him, “Will you follow me?” বাক্যটির সঠিক Indirect speech —-

I said to him if he would follow me.

I asked him if he would follow me.

I asked to him if he would follow me.

I said to him if he will follow me.

19. The idiom ‘Tooth and nail’ এর অর্থ —-

Beautiful

Precise

Completely

Incompletely

20. The idiom ‘Nip in the bud’ এর অর্থ —-

Bed of roses

Beginning

Rare-up

Destroy at the very beginning

গণিত  অংশ

১. একটি পুকুর খনন করতে ৩০০ জন লোকের ২৫ দিন লাগে। পুকুরটি ১ দিনে খনন করতে কত জন লোকের দরকার হবে?

৭০০০ জন

৭২৫০ জন

৭৫০০ জন

৮০০০ জন

২. ৬টি গরুর জন্য যা ব্যয় হয়, ৪টি মহিষের জন্য তা ব্যয় হয়। ১০টি মহিষ পুষতে যা ব্যয় হয় তাতে কতটি গরু পোষা যাবে?

১৫ টি

১৮ টি

২০ টি

২৫টি

৩. দুটি রাশির অনুপাত ৮ঃ ১৫। পূর্ব রাশি ৪০ হলে উত্তর রাশি কত?

১৫০

৭৫

৪৫

১৫

৪. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ পূর্বে ছিল ৭ঃ ২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?

২ঃ ২

৭ঃ ৩

৩১ঃ ১৬

৭ঃ ২

৫. ০.৪-কে শতকরায় প্রকাশ করলে কত হবে?

৮০%

৬০%

২০%

৪০%

৬. আলমের বয়স কমলের বয়সের ৮০% হলে কমলের বয়স আলমের বয়সের—-

১২৫%

১১৬%

৮০%

২০%

৭. কোন বই ৪০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?

৬৫

৭০

৪৪

৫০

৮. টাকায় ৫টা দরে লেবু কিনে ডজন ৩ টাকা বিক্রয় করলে লাভ শতকরা কত?

১০%

১৫%

২৫%

৩০%

৯. তিন বছর আগে রহিম ও করিমের বয়সের গড় ছিল ১৮ বছর। আলম তাদের সাথে যোগদান করায় তাদের বয়সের গড় বেড়ে ২২ বছর হয়। আলমের বয়স কত?

৩০ বছর

২৮ বছর

২৭ বছর

২৪ বছর

১০. ১৫ জন লোকের গড় বয়স ২৯ বছর। তাদের মধ্যে আবার দুজনের গড় বয়স ৫৫ বছর। তাহলে বাকি ১৩ জনের গড় বয়স কত হবে?

২৫ বছর

২৬ বছর

২৭ বছর

২৯ বছর

১১. কোন ত্রিভুজের একটি বাহু উভয়দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি —

বিষমবাহু

সমবাহু

সমকোণী

সমদ্বিবাহু

১২. কোন ক্ষেত্রটি সমান্তরিক নয়?

ট্রাপিজিয়াম

আয়তক্ষেত্র

বর্গক্ষেত্র

রম্বস

১৩. ৫, ৮, ১৪, ২৬, ৫০ ——ধারাটির পরবর্তী সংখ্যা কত?

৭৪

৯৮

১০২

১২২

১৪. স্কুলের কোন ক্লাসের ৩২ জন ছাত্রের মধ্যে ১৮ জন গান পছন্দ করে, ১৬ জন কবিতা পছন্দ করে এবং ৭ জন দুটিই পছন্দ করে। কতজন কোনোটিই পছন্দ করে না?

৫ জন

৭ জন

৮ জন

১০ জন

সাধারণ জ্ঞান অংশ 
১. বরেন্দ্রভূমি বলা হয় —

ময়নামতি ও লালমাই পাহাড়কে

শালবন বিহারকে

মধুপুর ও ভালয়ালের গড়কে

রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিম অঞ্চলকে

২. সুরমা ও কুশিয়ারা এ দু’নদীর মিলিত স্রোতের নাম —

কুশিয়ারা

বরাক

মেঘনা

নবগঙ্গা

৩. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?

৯.১২ মিনিট

৮.৩২ মিনিট

৭.৯৬ মিনিট

১০.৫৬ মিনিট

৪. কোন অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি?

মেরু অঞ্চলে

সমুদ্র পৃষ্ঠে

ভূ-পৃষ্ঠের অভ্যন্তরে

মহাশূন্যে

৫. ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

নূরুল আমীন

খাজা নাজিমউদ্দীন

মোহাম্মদ আলী

লিয়াকত আলী খান

৬. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কারা এসেছিল?

ইংরেজরা

ফরাসিরা

পর্তুগিজরা

ওলন্দাজরা

৭. ‘গ্রান্ড ট্রাঙ্ক রোডের’নির্মাতা —

বাবর

আকবর

শাহজাহান

শেরশাহ

৮. বাংলার প্রথম মুসলিম বিজেতা কে?

বখতিয়ার খলজী

ইলিয়াস শাহ

হুসেন শাহ

শিরান খলজী

৯. কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় —

দশমিক

বাইনারী

হেক্সাডেসিমেল

অক্টাল

১০. কাচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কিন্তু ধাতু ফাটে না কারণ কাঁচ তাপ —

অন্তরক

সুপরিবাহী

কুপরিবাহী

অর্ধ-পরিবাহী

১১. ক্ষমতার একক—

নিউটন

ক্যালরি

জুল

ওয়াট

১২. পরিবেশের সাথে জীবদেহের সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞান —

ইকোলজি

এনাটমি

ইভোলিউশন

হিস্টোলজী

১৩. কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়?

২৬ মার্চ, ১৯৭২

১৬ ডিসেম্বর, ১৯৭২

১৭ এপ্রিল ১৯৭১

১৬ ডিসেম্বর, ১৯৭৩

১৪. সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয় —

১৯৭৭ সালে

১৯৭৮ সালে

১৯৭৯ সালে

১৯৮০ সালে

১৫. প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় —-

ঢাকায়

নয়াদিল্লিতে

কলম্বোতে

কাঠমান্ডুতে

১৬. বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু হয়?

১ জানুয়ারি, ১৯৯২

১ জানুয়ারি, ১৯৯৩

১ জানুয়ারি, ১৯৯১

১ জানুয়ারি, ১৯৯০

১৭. নিচের কোন উক্তিটি সঠিক?

বায়ু একটি যৌগিক পদার্থ

বায়ু একটি মৌলিক পদার্থ

বায়ু একটি মিশ্র পদার্থ

বায়ু বলতে নাইট্রোজেন ও অক্সিজেনকেই বোঝায়

১৮. শৈবাল কোন জাতীয় উদ্ভিদ?

পরভোজী

স্বভোজী

পরাশ্রয়ী

মৃতজীবী

১৯. কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো —-

জিপসাম

চুনাপাথর

সাজিমাটি

বালি

২০. ‘ড্রাই আইস’ হলো —-

কঠিন অবস্থায় কার্বন ডাইঅক্সাইড

কঠিন অবস্থায় সালফাই ডাইঅক্সাইড

শূন্য ডিগ্রী তাপমাত্রার নিচে বরফ

কঠিন অবস্থায় হাইড্রোজেন পারঅক্সাইড

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!