প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১২

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান(সেট -করতোয়া)-২০১২।

Questions and Solutions for Primary School Assistant Teacher Recruitment Examination -2012

বাংলা অংশ 
১. খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে। একদা কী করিয়া মিলন হল দোঁহে, কী ছিল বিধাতার মনে। পঙ্‌ক্তিটির রচয়িতা কে?

রবীন্দ্রনাথ ঠাকুর

বিহারীলাল চক্রবর্তী

সত্যেন্দ্রনাথ দত্ত

কবি সুফিয়া কামাল

২. ‘সূর্যদীঘল বাড়ি’ উপন্যাসটির রচয়িতা কে?

জহির রায়হান

মানিক বন্দ্যোপাধ্যায়

আবু ইসহাক

অন্নদাশঙ্কর রায়

৩. ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকটির রচয়িতা কে?

মুনীর চৌধুরী

হুমায়ুন আহমেদ

মমতাজ উদ্দিন আহমেদ

কল্যাণ মিত্র

৪. ‘যিনি অধিক কথা বলেন না।’ –এক কথায় কী হবে?

সংযত

মিতভাষী

অল্পভাষী

সন্ন্যাসী

৫. ‘যা কষ্টে জয় করা যায়।’ –এক কথায় কী হবে?

কষ্টার্জিত

পরিশ্রমলব্ধ

দুর্জয়

দুর্লভ

৬. কোন বানানটি শুদ্ধ?

মরিচিকা

মরিচীকা

মরীচিকা

মরীচীকা

৭. কোনটি শুদ্ধ বানান?

অন্বেষণ

অন্বেষন

অন্বেশন

অন্বেশণ

৮. “আলোয়” আঁধার কাটে—বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

অধিকরণে ৭মী

করণে ৭মী

অপাদানে ৭মী

কর্তায় ৭মী

৯. “খনিতে” সোনা পাওয়া যায়—বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

করণে ৭মী

অপাদানে ৭মী

অধিকরণে ৭মী

কর্তায় ৭মী

১০. ‘ক্ষুধার্ত’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক্ষুধা + ঋত

ক্ষুধ + আর্ত

ক্ষুধা + রত

ক্ষুধার + ত

১১. ‘আমরণ’ কোন সমাস (মরণ পর্যন্ত)?

তৎপুরুষ

কর্মধারয়

অব্যয়ীভাব

বহুব্রীহি

১২. পূর্ব পদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে —

বহুব্রীহি সমাস

দ্বন্দ্ব সমাস

কর্মধারয় সমাস

তৎপুরুষ সমাস

১৩. ‘উনপাঁজুরে’ বাগধারাটির অর্থ কি?

সৌভাগ্যবান

হতভাগ্য

সুসময়

এর কোনোটি নয়

১৪. কোনটি ‘মেঘ’ শব্দের সমার্থক শব্দ?

বারিদ

অম্বু

অনিল

ভূধর

১৫. ‘কুটিল’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

সোজা

অকৃত্রিম

সরল

অকুটিল

ইংরেজী অংশ  
1. কোন বানানটি শুদ্ধ?

Colaboretion

Colaboration

Collaboration

Collaboretion

2. কোনটি শুদ্ধ বানান?

Trensparency

Transparency

Trensperency

Transperency

3. কোনটি Common Noun?

Pupils

Shamim

Class

Team

4. কোনটি Collective Noun?

Truth

Harbour

Bank

Committee

5. ‘I had written the letter.’ বাক্যটির Passive form হবে—-

The letter was written by me.

The letter had been written by me.

The letter was being written by me.

The letter was wrote by me.

6. ‘Who taught you English?’ বাক্যটির Passive form হবে—-

By whom were you taught English?

By whom had you been taught English?

By whom had you taught English?

By whom was you taught English?

7. The boy said, “Let me have a pencil.” বাক্যটির Indirect speech হবে—-

The boy said that he would have a pencil.

The boy said that he might have a pencil.

The boy told that he will have a pencil.

The boy told that he needed a pencil.

8. ‘You have all done very badly!’ remarked the teacher.— বাক্যটির Indirect speech হবে—-

The teacher remarked that they had all done it very badly.

The teacher told that they did it very badly.

The teacher said that they have done worsed.

The teacher remarked that they do it bad.

9. He dose not attend—–his office timely. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —

to

in

at

on

10. He died —his country. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —

in

on

to

for

11. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

The news is true.

He gave me an advance.

The committee have issued its report.

Ten kilometers are a long walk.

12. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

A big number of money.

I met two women here.

Put your sign here.

I have paid my schooling fees.

13. কোনটি ‘Incite’ শব্দের সমার্থক শব্দ?

Permit

Deceive

Instigate

Urge

14. কোনটি ‘Panic’ শব্দের সমার্থক শব্দ?

Serenity

Horror

Calmness

Tranquillity

15. ‘Hard and fast’ এর অর্থ —-

Diffcult matter

Fixed

Easy matter

Loose

গণিত অংশ  
১. ৮ জন শ্রমিক ৫ দিনে ২৪০০ টাকা আয় করে। ১০ জন শ্রমিক কতদিনে সমপরিমাণ টাকা আয় করবে?

৩ দিনে

৪ দিনে

৫ দিনে

৬ দিনে

২. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কিমি ও ৬ কিমি। নদী পথে ৭২ কিমি দূরত্ব অতিক্রম করে পুনরায় যাত্রাস্থানে ফিরে আসতে সময় লাগবে—

৬ ঘণ্টা

৮ ঘণ্টা

৯ ঘণ্টা

১২ ঘণ্টা

৩. একটি জিনিস ১২০ টাকায় ক্রয় করে ১৪৪ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য ও লাভের অনুপাত কত হবে?

১ : ৫

৫ : ১

২ : ৫

৫ : ২

৪. ৪০ লিটার অকটেন-পেট্রোল মিশ্রণে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ : ২। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ২ : ৩ হবে?

১৫ লিটার

১৮ লিটার

২০ লিটার

২৫ লিটার

৫. নিচের ভগ্লাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

১/২

৪/৫

৫/৭

৪/৯

৬. একটি গ্রামের লোকসংখ্যা ৯% হারে বর্ধিত হয়ে ১৬৩৫ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?

১৩৫০

১৪০০

১৫০০

১৫৫০

৭. ১৩ সেমি ব্যাসবিশিষ্টি কোনো বৃত্তের কেন্দ্র হতে একটি জ্যা-এর লম্ব দূরত্ব ৫ সেমি হলে জ্যা-এর দৈর্ঘ্য হবে —

২০ সেমি

২৪ সেমি

১৮ সেমি

২২ সেমি

৮. একটি সুষম পঞ্চভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে —

৯০ ডিগ্রী

১১০ ডিগ্রী

১২০ ডিগ্রী

১০৮ ডিগ্রী

৯. একজন দোকানদার ৮% লাভে একটি জিনিস ৫৪ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?

৪৮ টাকা

৫০ টাকা

৫২ টাকা

৪৬ টাকা

১০. কোনো পরীক্ষায় ১৮% পরীক্ষার্থী ইংরেজিতে, ১২% পরীক্ষার্থী গণিতে এবং ৯% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?

৭৯ জন

৭৫ জন

৭৭ জন

৮২ জন

১১. ১ হতে ৫৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?

২৭

২৮

৩০

৩১

সাধারণ জ্ঞান অংশ  
১. একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে?

শূন্য

অসীম

ভূপৃষ্ঠের সমান

ভূপৃষ্ঠ থেকে কম

২. বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কী?

ওয়াট

ওয়াট-ঘণ্টা

কিলোওয়াট-ঘণ্টা

কুলম্ব

৩. নিচের কোন গ্যাসটি বায়ুমণ্ডলে গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী?

কার্বন-ডাই-অক্সাইড

অক্সিজেন

হাইড্রোজেন

হিলিয়াম

৪. নিিষ্ক্রয় গ্যাস নয় —

অক্সিজেন

নিয়ন

হিলিয়াম

আর্গন

৫. সার্কের বর্তমান মহাসচিব কোন দেশের?

নেপাল

পাকিস্তান

ভুটান

বাংলাদেশ

৬. ইরানের ইসলামি বিপ্লবের নায়ক কে?

মোহাম্মদ রেজা পাহলভি

আয়াতুল্লাহ আলী খামেনি

রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনি

আহমাদিনেজাদ

৭. কোন প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ খাদ্য তৈরি করে?

শ্বসন

প্রস্বেদন

ব্যাপন

সালোকসংশ্লেষণ

৮. নাইট্রোজেনের প্রধান উৎস কি?

বায়ু

গাছপালা

মাটি

পানি

৯. আলট্রাভায়োলেট রশ্মি কোন রোগ সৃষ্টি করে?

ব্লাড ক্যান্সার

চর্ম ক্যান্সার

ব্রেন ক্যান্সার

এইডস

১০. এইডস প্রতিরোধের ক্ষেত্রে কোনটি অধিকতর কার্যকরী?

সচেতনতা সৃষ্টি

শিক্ষার ব্যবস্থা

আক্রান্তদের এড়িয়ে চলা

আক্রোন্তদের প্রতি যত্নবান হওয়া

১১. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?

ভিটামিন ‘এ’

ভিটামিন ‘বি’

ভিটামিন ‘সি’

ভিটামিন ‘ডি’

১২. ‘মিষ্টি আলু’ কোন ধরনের খাদ্য?

আমিষ

শ্বেতসার

স্নেহ জাতীয়

ভিটামিন

১৩. কোনটির অভাবে কোয়াশিয়রকর রোগ হয়?

শ্বেতসার

ভিটামিন

আমিষ

খনিজ লবণ

১৪. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?

৩,৮৪,০০০ কিমি

৩,৯৫,০০০ কিমি

৪,০৫,০০০ কিমি

৪,২০,০০০ কিমি

১৫. বাংলাদেশ সরকার কোন সালে ‘জাতীয় পরিবেশ নীতি’ ঘোষণা করে?

১৯৯৫

১৯৯৭

১৯৯৯

১৯৯২

১৬. কত সালে জাতিসংঘ গঠিত হয়?

১৯৪৩

১৯৪৪

১৯৪৫

১৯৪৬

১৭. ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় —-

অক্সিজেন

হাইড্রোজেন

নাইট্রোজেন

কার্বন

১৮. সাধারণ তাপমাত্রায় কোন মৌলিক ধাতু তরল অবস্থায় থাকে?

সীসা

পারদ

ক্যালসিয়াম

লিথিয়াম

১৯. কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয় —

স্মৃতি অংশ

কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ

কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম

শক্ত ধাতব অংশ

২০. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় সেটি হলো —-

চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়।

এই রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়

ইনসুলিন নামক একটি হরমোনের অভাবে এই রোগ হয়

এই রোগ মানবদেহের কিডনী বিনষ্ট করে

২১. পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক?

১২ ভাগ

১৫.৮ ভাগ

১৯ ভাগ

২৫ ভাগ

২২. কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম?

বেলে মাটি

এটেল মাটি

দোআঁশ মাটি

এর কোনোটিই নয়

২৩. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানী নয়?

কয়লা

বায়োগ্যাস

প্রাকৃতিক গ্যাস

কোনোটিই নয়

২৪. সূর্যে শক্তি তৈরি হচ্ছে কোন প্রক্রিয়ায়?

রাসায়নিক প্রক্রিয়ায়

আণবিক শক্তি প্রক্রিয়ায়

পারমাণবিক শক্তি প্রক্রিয়ায়

বিদ্যুৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়

২৫. পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল —

কমে যায়

বেশি হয়

অপরিবর্তিত থাকে

কোনোটিই সঠিক নয়

২৬. পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?

জাভা

গ্রীনল্যান্ড

আইসল্যান্ড

মাদাগাস্কার

২৭. কোনো স্থানে সময় যখন শনিবার সকাল ১০টা তখন এর ১৮০ ডিগ্রী পূর্বদিকে অবস্থিত স্থানের সময় হবে —-

শনিবার রাত্রি ১০টা

শনিবার দুপুর ৪টা

শুক্রবার রাত্রি ১০টা

শনিবার ভোর ৪টা

২৮. ১২ মাসে বছর ও ৩০ দিনে মাস এ গণনারীতি কাদের?

আরবীয়দের

মিশরীয়দের

দাবিয়ুসের

ক্যাম্বসেসের

২৯. এ দেশের সরকারি কাজে ‘ফারসি’ ভাষা চালু করেন কে?

হুসেন শাহ

সম্রাট জাহাঙ্গীর

রাজা টোডরমল

ইংরেজরা

৩০. আসাদ কবে শহীদ হন?

১৯৬৯ সালের ২০ জানুয়ারি

১৯৬৯ সালের ২১ ফেব্রুয়ারি

১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি

১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি

৩১. মোঘল বংশের প্রতিষ্ঠাতা কে?

বাবর

হুমায়ুন

শাহজাহান

আকবর

৩২. যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারণা কত দফার ভিত্তিতে পরিচালিত হয়?

১০ দফা

১৬ দফা

২১ দফা

২৬ দফা

৩৩. প্রথম ‘সাফ’ গেমস অনুষ্ঠিত হয় কোথায়?

কাঠমুণ্ডু

ঢাকা

নয়াদিল্লী

কলম্বো

৩৪. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় —

১৯৬০ সালে

১৯৬২ সালে

১৯৬৫ সালে

১৯৬৬ সালে

৩৫. কর্ণফুলী পেপার মিলস কোথায় অবস্থিত?

রাঙামাটির চন্দ্রঘোনায়

সিলেটের ছাতকে

পাবনার পাকশীতে

কুষ্টিয়ার জগতিতে

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!