খেলাধুলা বিষয়ক সাম্প্রতিক তথ্য বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর বিসিএস সহ যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য।
Sports Related Latest Information Important MCQ and Answers for BCS & Any kind of competitive exams
প্রশ্নঃ ফিফা মহিলা বিশ্বকাপের ফাইনালে প্রথম হাটট্রিক করেন কে?
ক. লুসি ব্রোনজ (ইংল্যান্ড)
খ. মার্তা (ব্রাজিল)
গ. কার্লি লয়েড (যুক্তরাষ্ট্র)
ঘ. মিয়া হাম (যুক্তরাষ্ট্র)
প্রশ্নঃ ২৮ মার্চ ২০১৭ ওয়ানডে ক্রিকেটের ৪১তম হ্যাট্রিক করেন কে?
ক. লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)
খ. কাগিসো রাবাদা (দ. আফ্রিকা)
গ. জেমস ফকনার (অস্ট্রেলিয়া)
ঘ. তাসকিন আহমেদ (বাংলাদেশ)
প্রশ্নঃ রিও অলিম্পিকের প্রথম স্বর্ণপদক জয়ী কে?
ক. Virginia Thrasher (যুক্তরাষ্ট্র)
খ. Christian Reitz (জার্মানি)
গ. Du Li (চীন)
ঘ. Engleder Barbara (জার্মানি)
উত্তরঃ ক
প্রশ্নঃ ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে রানার্স আপ হয় কোন দেশ?
ক. দক্ষিণ আফ্রিকা
খ. ভারত
গ. অস্ট্রেলিয়া
ঘ. ইংল্যান্ড
উত্তরঃ খ
প্রশ্নঃ IAAF-এর বর্ষসেরা পুরুষ অ্যাথলেট কে?
ক. উসাইন বোল্ট
খ. মাইকেল ফেলপস
গ. মাইকেল জর্ডান
ঘ. আসাফা পাওয়েল
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন দেশ অলিম্পিকে প্রথম ১০০০ স্বর্ণপদক লাভের মাইলফলক স্পর্শ করে?
ক. রাশিয়া
খ. চীন
গ. যুক্তরাষ্ট্র
ঘ. গ্রেট ব্রিটেন
উত্তরঃ গ
প্রশ্নঃ বিশ্বকাপ ফুটবল ২০১৮ কোথায় অনুষ্ঠিত হবে?
ক. রাশিয়া
খ. ব্রাজিল
গ. কাতার
ঘ. জাপান
উত্তরঃ ক
প্রশ্নঃ ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে টুর্নামেন্টের সেরা খেলায়াড় নির্বাচিত হন কে?
ক. এ বি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
খ. ভিরাট কোহলী (ভারত)
গ. হাসান আলী (পাকিস্তান)
ঘ. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
উত্তরঃ গ
প্রশ্নঃ ২০১৬ সালের অস্ট্রেলিয়ান অপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে?
ক. রজার ফেদেরার
খ. রাফায়েল নাদাল
গ. নোভাক জকোভিচ
ঘ. স্তানিলাস ভাভরিঙ্কা
উত্তরঃ গ
প্রশ্নঃ জানুয়ারি ২০১৭ পর্যন্ত টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংসটি কার?
ক. মোহাম্মদ আশরাফুল
খ. মুশফিকুর রহিম
গ. তামিম ইকবাল
ঘ. সাকিব আল হাসান
comments