খেলাধুলা বিষয়ক সাম্প্রতিক তথ্য বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর বিসিএস সহ যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য।
Latest Information Important MCQ and Answers for BCS & Any kind of competitive exams
প্রশ্নঃ টি২০ বিশ্বকাপ ২০১৬ এর ভেন্যু কতটি?
ক. ৭ টি
খ. ১২ টি
গ. ৮ টি
ঘ. ৬ টি
উত্তরঃ গ
প্রশ্নঃ টি২০ বিশ্বকাপ ২০১৬ এর অংশগ্রহণকারী দেশ কতটি?
ক. ১০ টি
খ. ১২ টি
গ. ১৬ টি
ঘ. ১৪ টি
উত্তরঃ গ
প্রশ্নঃ ২০১৫ সালের ইউএস ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন কে?
ক. রজার ফেদেরার
খ. রাফায়েল নাদাল
গ. নোভাক জকোভিচ
ঘ. অ্যান্ডি মারে
উত্তরঃ গ
প্রশ্নঃ ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রান কোন দেশের?
ক. দক্ষিণ আফ্রিকা; ৪৪৮/৯
খ. আস্ট্রেলিয়া; ৪৩৯/২
গ. শ্রীলংকা; ৪৪৩/৯
ঘ. ইংল্যান্ড; ৪৪৪/৩
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কবে অনুষ্ঠিত হবে?
ক. ২৮ জুলাই – ১৩ আগস্ট ২০২০
খ. ২৬ জুলাই – ১১ আগস্ট ২০২০
গ. ২৪ জুলাই – ৯ আগস্ট ২০২০
ঘ. ২২ জুলাই – ৭ আগস্ট ২০২০
উত্তরঃ গ
প্রশ্নঃ ১৭তম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
ক. ২৮ সেপ্টেম্বর – ৬ অক্টোবর ২০১৯, দোহা (কাতার)
খ. ২৮ সেপ্টেম্বর – ৬ অক্টোবর ২০১৯, বার্লিন (জার্মানি)
গ. ২৮ সেপ্টেম্বর – ৬ অক্টোবর ২০১৯, উফা (রাশিয়া)
ঘ. ২৮ সেপ্টেম্বর – ৬ অক্টোবর ২০১৯, বেঙ্গালুরু (ভারত)
উত্তরঃ ক
প্রশ্নঃ ১৮তম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
ক. ৬ – ১৫ আগস্ট ২০২১, দোহা (কাতার)
খ. ৬ – ১৫ আগস্ট ২০২১, ইউজিন (যুক্তরাষ্ট্র)
গ. ৬ – ১৫ আগস্ট ২০২১, উত্তর কোরিয়া (পিয়ং ইয়ং)
ঘ. ৬ – ১৫ আগস্ট ২০২১, টোকিও (জাপান)
উত্তরঃ খ
প্রশ্নঃ টি২০ বিশ্বকাপ ২০১৬ টি২০ বিশ্বকাপের কততম আয়োজন?
ক. ৯ম
খ. ৫ম
গ. ৮ম
ঘ. ৬ষ্ঠ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ২০১৫ সালে ফ্রেঞ্চ ওপেনে মহিলা এককে চ্যাম্পিয়ন কে?
ক. মারিয়া শারাপোভা
খ. ভিক্টোরিয়া আজারেঙ্কা
গ. সেরেনা উইলিয়ামস
ঘ. পেত্রা কেভিতোভা
উত্তরঃ গ
প্রশ্নঃ ২০১৫ আই সি সি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ কোন দলের বিরুদ্ধে খেলে?
ক. অস্ট্রেলিয়া
খ. আফগানিস্তান
গ. শ্রীলংকা
ঘ. ইংল্যান্ড
comments