খাদ্য অধিদপ্তর এর উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১২
Sub-Food Inspector at Directorate General of Food (Dgfood) Job Examination Question and Solution 2012
পরীক্ষার তারিখঃ ২৫.০৫.২০১২
Exam Date: 25.05.2012
বাংলা অংশ
১. ”মরমী কবি” বলা হয় কাকে?
সুলাতা মিয়াজী
হাচন রাজা
আলাওল
আলা উদ্দিন খাঁ
২. ”কবর” কোন শ্রেণীর গ্রন্থ?
স্মৃতি কথা
উপন্যাস
নাটক
প্রবন্ধ
৩. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ কোনটি ?
বনফুল
গীতাঞ্জলি
পূরবী
বলাকা
৪. মুনীর চৌধুরীর “মীর মানস” কোন জাতীয় গ্রন্থ?
উপন্যাস
প্রবন্ধ
নাটক
স্মৃতি কথা
৫. শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার পান ?
জননী
বনী আদম
ক্রীতদাশের হাসি
চৌর সন্ধী
৬. ”ছাপান্ন হাজার বর্গমাইল” গ্রন্থের লেখক কে?
সৈয়দ শামসুল হক
আখতারুজ্জামান ইলিয়াস
শামসুর রহমান
হুমায়ন আজাদ
৭. ”আগুনের পরশমনি” উপন্যাসের উপজীব্য বিষয় কি?
মুক্তিযুদ্ধ
ভাষা আন্দোলন
বঙ্গ ভঙ্গ আন্দোলন
তেভাগা আন্দোলন
৮. রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে?
১৯১৯
১৯১৭
১৯১৫
১৯১৩
৯. ”চঞ্চল” এর বিপরীতার্থক শব্দ কোনটি?
বিচল
অবিচল
প্রচল
নিশ্চল
১০. ”স্বাক্ষীগোপাল” বাকধারার অর্থ নির্ণয় করুন
সক্রিয় দর্শক
অলস ব্যাক্তি
কর্তব্য পরাণ
নিসক্রিয় দর্শক
১১. ”শোনা যায় এমন” এক কথায় প্রকাশ করুন-
শ্রুতিগ্রাহ্য
শ্রুতি মধুর
শ্রুতি যোগ্য
শ্রুতি ধর
১২. শত্রুকে দমন করে যে” এক কথায় প্রকাশ করুন-
শত্রুগ্ন
অরিন্দম
শত্রু হন্তা
কৃতগ্ন
১৩. ”যার আকার কুৎসিত” এক কথায় প্রকাশ করুন
কুশ্রী
বিশ্রী
কদর্য
কদাকার
১৪. ”অত্যাধিক”- এর সন্ধি বিচ্ছেদ করুন-
অতি+ধিক
অত্যা+অধিক
অতি+অধিক
অ+অধিক
১৫. ”নীরস” – এর সন্ধি বিচ্ছেদ করুন-
নিঃ+রস
নীঃ+রস
নী+রস
নিঃ+অস
১৬. ভুল সন্ধি বিচ্ছেদ কোনটি?
মনঃ+কষ্ট
ইতঃ+পূর্বে
সিম্+হ
শ্রু+অন
১৭. ”বাতুল” এর সমার্থক শব্দ কোনটি?
নির্বোধ
উন্মাদ
বেকুব
বাতিল
১৮. কোন বানানটি শুদ্ধ?
স্বায়ত্ম
স্বায়ত্ব
স্বায়ত্ত
স্বায়ত্ত্ব
১৯. কোন বানানটি শুদ্ধ?
কনীনিকা
কনিনীকা
কণিনিকা
কনিনিকা
২০. ”উচাটন” এর সমার্থক শব্দ কোনটি?
ঊর্ধ্বটান
প্রশান্ত
উঁচুনিচু
উত্তাল
২১. ”ক্ষতি” এর বিপরীতার্থক শব্দ কোনটি শব্দ কোনটি?
অনুকুল
ব্যবসা
সামান্য
পায়দা
২২. ”ঝানু” এর বিপরীতার্থক শব্দ কোনটি?
চতুর
পটু
অপটু
চালাক
২৩. ”গৃহী” এর বিপরীতার্থক শব্দ কোনটি?
সংসারী
সঞ্চয়ী
সংস্থিতি
সন্ন্যাসী
২৪. ”গম্ভীর ধ্বনী” এর বাক্য সংকোচন করুন-
মন্ত্র
মন্দ্র
মর্মন্তুদ
মধুপ
২৫. ”চতুরঙ্গ” এর সন্ধি বিচ্ছেদ করুন-
চতু+অঙ্গ
চতুঃ+অঙ্গ
চতুর+অঙ্গ
চার+অঙ্গ
ইংরেজী অংশ
1. Assemble শব্দটির সঠিক synonym কোনটি?
Unit
Disparse
Separate
Split
2. Buccaneer শব্দটির সঠিক synonym কোনটি?
Bachelor
Presenter
Pirate
Butcher
3. Pungent শব্দটির সঠিক synonym কোনটি?
Tide
Rain
Overpowering
Bland
4. Aroma শব্দটির সঠিক synonym কোনটি?
Food
Fruits
Colourless
Fragrance
5. Desolate শব্দটির সঠিক synonym কোনটি?
Populous
Isolated
Abandoned
Disfigured
6. Flawlessness শব্দটির সঠিক Antonym কোনটি?
Excellence
Imperfectness
Accurateness
Faultlessness
7. Aproach শব্দটির সঠিক Antonym কোনটি?
Come
Retract
Decrease
Move
8. Hate শব্দটির সঠিক Antonym কোনটি?
Admire
Abhor
Concern
Loathe
9. Liability শব্দটির সঠিক Antonym কোনটি?
Treasure
Debt
Asset
Property
10. সঠিক বানানের শব্দ কোনটি?
Credential
Credancial
Credantial
Credencial
11. সঠিক বানানের শব্দ কোনটি ?
Licence
Licents
Lisence
Licens
12. সঠিক বানানের শব্দ কোনটি ?
Extantion
Extansion
Extension
Extention
13. সঠিক বানানের শব্দ কোনটি?
Apropriate
Appropriate
Appropriet
Apropriet
14. সঠিক বানানের শব্দ কোনটি?
Unfare
Unfear
Unfaire
Unfair
15. সঠিক বানানের শব্দ কোনটি?
Personale
Parsonnel
Personel
Personnel
16. সঠিক বানানের শব্দ কোনটি?
Collataral
colatteral
Collateral
Colateral
17. শূন্যস্থানটি অর্থবোধক শব্দ ব্যবহার করে পূরণ করুন। I promise I ____ smoke again.
won’t
don’t
couldn’t
didn’t
18. শূন্যস্থানটি অর্থবোধক শব্দ ব্যবহার করে পূরণ করুন। He did not give me ______
much advice
much advices
many advice
many advices
19. শূন্যস্থানটি অর্থবোধক শব্দ ব্যবহার করে পূরণ করুন। This company does not need _____
many machines
much machine
many machine
much machines
20. Emphasis শব্দটির অর্থ কোনটি?
Importance
Neglect
Overlook
Ponder
21. Query শব্দটির অর্থ কোনটি?
Solution
Question
Dissolve
Ratify
22. Gravity শব্দটির অর্থ কোনটি?
Irrelevant
Strange
Seriousness
Regular
23. Ensure শব্দটির অর্থ কোনটি?
Make progress
encourage
Effect
Make certain
24. Premium শব্দটির অর্থ কোনটি?
Contaminate
Condone
Best
Large
25. Comprehension শব্দটির অর্থ কোনটি?
Loss
Calamity
Difference
Knowledge
গণিত অংশ
১. দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা হবে কয়টি?
একটি
দুইটি
তিনটি
অসংখ্যা
২. ২৮ ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত?
৬২ ডিগ্রি
১১৮ ডিগ্রি
১৫২ ডিগ্রি
৩৩২ ডিগ্রি
৩. ৩৭ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণের পমিাণ কত?
৩৭ ডিগ্রি
৫৩ ডিগ্রি
১২৭ ডিগ্রি
১৪৩ ডিগ্রি
৪. চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত?
৩৬০ ডিগ্রি
৯০ ডিগ্রি
১৮০ ডিগ্রি
৬০ ডিগ্রি
৫. একটি ত্রিভুজের ৩টি বাহুর দৈর্ঘ্য ৪, ৫, ও ৩ ফুট হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
১২ বর্গফুট
৬বর্গফুট
৩০বর্গফুট
৪০বর্গফুট
৬. একজন লোক মাসে ২০,০০০ টাকা আয় করেন এবং ১৮,০০০ টাকা ব্যয় করেন। তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে কত?
১ঃ১০
১ঃ৯
৯ঃ১
১০ঃ১
৭. ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত?
১০
২৫
৫০
১০০
৮. ১২ টি ডিমের বিক্রয়মূল্য ১৫টি ডিমের ক্রয়মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে?
২০%
১৫%
৩০%
২৫%
৯. ১৬, ২২, ৩৪ ৫৮ ১০৬ -ধারাটির পরের পদটি কত?
১৫৪
১৮৪
১৯২
২০২
১০. a+b=৫ এবং a-b=৩ হলে ab এর মান কত?
৬
৪
৮
১০
১১. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি কি কোণ?
সমকোণ
সূক্ষ্মকোণ
স্থুলকোণ
সরলকোণ
১২. ২০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৬ দিনে। ঐ কাজটি করতে ৫ জনের কতদিন লাগবে?
৪৮ দিন
২৪ দিন
১৬ দিন
৭২ দিন
১৩. এক বিক্রেতা ১০টি কমলা যে দামে কেনে, ৮টি কমলা সেই দামে বিক্রি করে। তার শতকরা কত লাভ হয়?
২৫%
২০%
১০%
৩০%
১৪. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১ঃ৪। পিতা বয়স ৪৪ বছর হরে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত?
৫০ বছর
৫৫ বছর
৬০ বছর
৬৫ বছর
১৫. ১২০ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত?
২৪০ ডিগ্রি
৮০ ডিগ্রি
১০০ ডিগ্রি
৬০ ডিগ্রি
১৬. ৩ হতে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
১১টি
১০টি
৮টি
৯টি
সাধারণ জ্ঞান অংশ
১. বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় ১৯৭১ সালের কত তারিখে?
১০ এপ্রিল
১৭ এপ্রিল
২৬ মার্চ
১৬ ডিসেম্বর
২. শহীদ আসাদ দিবস কবে ?
১৯ জানুয়ারি
২০ জানুয়ারি
২৬ ডিসেম্বর
২১ ফেব্রুয়ারী
৩. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম আসেছিল কারা ?
ইংরেজ
কোলন্দাজ
ফরাসি
পুর্তগীজ
৪. মহাস্থান গড় কোন নদীর তীরে অবস্থিত?
গঙ্গা
বহ্মপুত্র
করতোয়া
মহানন্দা
৫. পিতৃতান্ত্রিক উপজাতি কারা?
মারমা
চাকমা
সাঁওতাল
গারো
৬. ঘোড়াশাল সার কারখানায় কোন সার উৎপাদিত হয়?
ইউরিয়া
টিএসপি
পটাশ
অ্যামোনিয়াম সালফেট
৭. বিডিআর হত্যাকান্ড সংগঠিত হয় কবে?
১২ ফেব্রুয়ারি ২০০৭
২৩ ফেব্রুয়ারি ২০০৮
২৪ ফেব্রুয়ারি ২০০৯
২৫ ফেব্রুয়ারি ২০০৯
৮. কোন কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গেছে?
মুল মধ্যরেখা
মকরক্রান্তি রেখা
আর্ন্তজাতিক তারিখ রেখা
কর্কটক্রান্তি রেখা
৯. জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? (২০১২)
অষ্টম
নবম
দশম
সপ্তম
১০. জেল হত্যা দিবস কবে?
১ ডিসেম্বর
৬ জানুয়ারি
৩ জানুয়ারি
৩ নভেম্বর
সমতট
পুণ্ডবর্ধন
রাঢ়
বঙ্গ
১২. প্রাচীন পুন্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত?
ময়নামতি
বিক্রমপুর
পাহাড়পুর
মহাস্থান গড়
১৩. মণিপুরীরা কোথায় বাস করে?
সিলেটে
চট্টগ্রামে
দিনাজপুরে
কুমিল্লায়
১৪. বাংলাদেশের সর্বশেষ কৃষিশুমারি করা হয় কোন সালে?
১৯৯৬
২০০৮
২০০১
১৯৮৪
১৫. EVM বলতে কি বুঝায়?
ইলেকট্রিক ভোটিং মেশিন
ইলেকট্রোনিক ভোটিং মেশিন
ইলাস্টিক ভোটিং মেশিন
এফিসিয়েন্ট ভোটিং মেশিন
১৬. বাংলাদেশে কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়?
বৈদেশিক মুদ্রা লেনদেন
শেয়ার বিনিয়োগ
গ্রাহকের উপদেশ
বিহিত মুদ্রার প্রচলন
১৭. বাংলাদেশে তৈরি ল্যাপটপ কোনটি
শাপলা
দোয়েল
যমুনা
এসার
১৮. জিব্রাল্টার প্রণালী কোন দুটি মহাসাগর কে যুক্ত করেছে ?
আরব ও কস্পিয়ান
প্রশান্ত ও ভারত
আটলান্টিক ও ভূমধ্য
আটলান্টিক ও লহিত
১৯. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরুস্কার পান ?
১৯১৭
১৯২১
১৯১৩
১৯৩৩
২০. ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ এখনো “ইউরো” গ্রহণ করেনি?
ফ্রান্স
ইতালি
ইংল্যান্ড
র্জামানী
ইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী?
অস্ট্রিয়া
গ্রীস
ইতালি
ফ্রান্স
২২. ২০১৬ সনের অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে কোথায়? (২০১২)
সিউলে
টোকিওতে
বেইজিংয়ে
রিও ডি জেনিরোতে
২৩. কোন দেশ ও রাজধানীর নাম একই?
তাইওয়ান
উগান্ডা
জিবুতি
কোষ্টারিকা
২৪. শিল্প বিপ্লব সংঘটিত হয় কত শতকে?
সতের শতকে
আঠার শতকে
ঊনিশ শতকে
বিশ শতকে
২৫. উইনস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
বৃটেন
ফ্রান্স
ইতালি
জার্মানী
২৬. কোনটি মেরুদন্ডী প্রাণী?
অ্যামিবা
বেজি
স্পঞ্জ
মাছি
২৭. নীলতিমি কোন শ্রেণীর প্রাণী?
স্তন্যপায়ী
পক্ষীকুল
মৎসকুল
সরীসৃপ
২৮. আমাদের দেহ কোষে প্রায় শতকরা কত অংশ পানি?
৬০%
৬৫%
৭০%
৮০%
২৯. বায়ুর আদ্রতা রক্ষায় কোনটি গুরুত্বপূর্ণ?
বায়ু প্রবাহ
পানি
সূর্যালোক
বায়ু চাপ
৩০. কোন জাতীয় খাদ্য উপদান থেকে জীব শক্তি পায়?
আমিষ
শকরা
লবণ
ভিটামিন
৩১. কোনটি পদার্থ?
বাতাস
বিদ্যুৎ
তাপ
আলো
৩২. কোনটি শক্তি?
কয়লা
গ্যাস
তাপ
উষ্ণতা
৩৩. লোহা মরিচা ধরার জন্য কোনটি প্রয়োজন?
পানি
অক্সিজেন
কেরোসিন
পানি ও অক্সিজেন
৩৪. নিচের কোনটি অনুজীবের অর্ন্তভুক্ত নয়?
ছত্রাক
ব্যাকটেরিয়া
রিকেটসিয়া
শৈবাল
৩৫. ভিটামিন “এ” এর অভাবে নিচের কোন রোগটি হয়?
গলগন্ড
রাতকানা
মাড়ি ফোলা
রক্তশূন্যতা