বাংলাদেশ সরকারের নবনির্বাচিত মন্ত্রীপরিষদ এর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হলেন যাঁরা
The Cabinet of People’s Republic of Bangladesh and Executive Body 2019
বাংলাদেশের মন্ত্রীসভা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ শাসনিক প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী মন্ত্রীসভার প্রধান। প্রধানমন্ত্রী ও ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী নিয়ে মন্ত্রীসভা গঠিত। অর্থাৎ মন্ত্রিসভার আকার দাঁড়াচ্ছে ৪৭ জনে।
মন্ত্রীপরিষদ পালিত দায়িত্ব
মন্ত্রীসভার মন্ত্রীদের মর্যাদাক্রম নিম্নলিখিত,
- মন্ত্রী বা পূর্ণাঙ্গ মন্ত্রী: মন্ত্রীসভার সদস্য; একটি মন্ত্রণালয়ের কার্যনির্বাহক।
- প্রতিমন্ত্রী (মন্ত্রণালয়ের দায়িত্বে): নিম্নপদস্থ মন্ত্রী; একটি মন্ত্রণালয়ের কার্যনির্বাহক।
- উপমন্ত্রী: সর্বাধিক নিম্নপদস্থ মন্ত্রী; একটি মন্ত্রণালয়ের কার্যনির্বাহক মন্ত্রী কিংবা কার্যনির্বাহক প্রতিমন্ত্রীর নিকট দায়বদ্ধ।
বিস্তারিত দেখুনঃ