বিভিন্ন দেশের মুদ্রার নাম সহজে মনে রাখার শর্টকাট টেকনিক

বিভিন্ন দেশের মুদ্রার নাম সহজে মনে রাখার শর্টকাট টেকনিক

বিভিন্ন দেশের মুদ্রার নাম দিয়ে প্রায়ই বিসিএস (BCS) সহ বিভিন্ন চাকুরী পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় । কিন্তু সবগুলো একসাথে মনে রাখা অনেক কঠিন, কিন্তু কিছু টেকনিক ফলো করলে অতি সহজেই আপনি মুদ্রার নাম মনে রাখতে পারেন । চলুন দেখে নেই বিভিন্ন দেশের মুদ্রার নাম মনে রাখার শর্টকাট টেকনিক-

যে সকল দেশের মুদ্রার নাম দিনার

টেকনিক:– আজ তিসা ও লিবা কই ডিনার করবে? আ=আলজেরিয়া, জ=জর্ডান, তি=তিউনিশিয়া, সা=সার্বিয়া, লি=লিবিয়া, বাহ=বাহরাইন, ক=কুয়েত, ই=ইরাক, ডিনার=দিনার।

যে সকল দেশের মূদ্রার নাম “ডলার”

টেকনিকঃ গনী মাঝির জামাই HSC পাশ করে BBA পড়তে আস্ট্রেলিয়া গেল গ- গায়ান; নি- নিউজিল্যান্ড; মা- মার্কিন যুক্তরাষ্ট্র; ঝি- জিম্বাবুয়ে; জা- জামাইকা; H- হংক; S- সিংগাপুর; C- কানাডা; B- বেলিজ; B- ব্রুনাই; A- এন্টিগুয়া ও বারমুডা, অস্ট্রেলীয়া; গেল- গ্রানাডা।

যে সকল দেশের মূদ্রার নাম  ক্রোনা:

স্কেন্ডেনেবিয়ার ৫টি দেশের (ফিডে আসুন) মধ্যে ৪টির মুদ্রা ক্রোনা, শুধু ফিনল্যান্ডের ইউরো। টেকনিক:– “ফিডে আসুন” ১. ফিনল্যান্ড; ২. ডেনমার্ক; ৩. আইসল্যান্ড; ৪. সুইডেন; ৫. নরওয়ে

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!